Rublub Blogs
Welcome to visit our page. Please like, share & follow if you find any joyful events. May Allah help
যেন শাপলার রাজ্যে বসবাস!!
সাতলা উজিরপুর
The secret talent "Ataul joni"
ফিরে এসো এই অন্তরে
ফিরে এসো এই বন্দরে, পথ ধরে
তুলনাহীনা বান্ধবী
যেওনাকো তুমি ঐ দূরে
ব্যথা জাগে এই মন জুড়ে
হতে চাই গিয়ে তোমার গীতি কবি
The secret talent "Ataul joni'
স্বর্নালী ভোরে যদি তুমি রও
বিরহ ব্যথা দূরে সরে রয়
তুমি হীনা জীবন বরো ব্যথাময়
নিরাশার বাঁকে প্রেম কেঁদে কয়
The natural beauty of Bangladesh
Ratargul, Sylhet.
Video created by my beloved wife Lubna.
The secret talent "Ataul joni"
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়
এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে ফেতে চায়...
The secret talent "Ataul joni"
মনে কর তুমি আমি
চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে....
The secret talent "Ataul Jony"
আর এভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে,
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।
The secret talent.. "Ataul Jony"
মুখরিত জীবনের চলার বাকে, নাম না জানা শত কাজের ভীড়ে.....
Kakhono Jante cheona by saif copied by ataul jony This is my first YouTube channel vedio please like and share and also subscribe.
Secret talent!!
My younger brother Ataul Jony. Everyone please appreciate him...
"পৃথিবীর সবচেয়ে দামী ব্রাণ্ডের গাড়িটি আমার গ্যারাজে পড়ে আছে। কিন্তু আমাকে বসে থাকতে হয় হুইল চেয়ারে।
সব রকমের ডিজাইনার কাপড়, জুতো, দামি জিনিসে আমার গৃহ ভরপুর। কিন্তু আমার শরীর ঢাকা থাকে হাসপাতালের দেয়া সামান্য একটা চাদরে।
ব্যাংক ভর্তি আমার টাকা। কিন্তু সেই টাকা এখন আর আমার কোনো কাজে লাগেনা।
প্রাসাদের মতো আমার গৃহ কিন্তু আমি শুয়ে আছি হাসপাতালের টুইন সাইজের একটা বিছানায়।
এক ফাইভ স্টার হোটেল থেকে আরেক ফাইভ স্টার হোটলে আমি ঘুরে বেড়াতাম। কিন্তু এখন আমার সময় কাটে হাসপাতালের এক পরীক্ষাগার থেকে আরেক পরীক্ষাগারে।
কত শত মানুষকে আমি অটোগ্রাফ দিয়েছি- আর আজ ডাক্তারের লেখা প্রেসক্রিপশানটাই আমার অটোগ্রাফ।
ব্যক্তিগত জেটে আমি যেখানে খুশী সেখানেই উড়ে যেতে পারতাম। কিন্তু হাসপাতালের বারান্দায় যেতেও এখন আমার দুজন মানুষের সাহায্য নিতে হয়।
পৃথিবীব্যাপী ভরপুর নানা খাবার আর পানীয় থাকলেও দিনে দুটো পিল আর রাতে কয়েক ফোঁটা স্যালাইন আমার খাবার।
আমার চুলের সাজের জন্য সাতজন বিউটিশিয়ান ছিলো-আজ আমার মাথায় কোনো চুলই নেই।
এই গৃহ, এই গাড়ী, এই জেট, এই আসবাবপত্র, এতো এতো ব্যাংক একাউন্ট, এতো সুনাম আর এতো খ্যাতি এগুলোর কোনো কিছুই আমার আর কোনো কাজে আসছে না।
এগুলোর কোনো কিছুই আমাকে একটু আরাম দিতে পারছে না।
শুধু দিতে পারছে- প্রিয় কিছু মানুষের মুখ, আর তাদের স্পর্শ।"
উপরের নোটটি পৃথিবী বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন ব্লগার, সেলিব্রেটি লেখক কিরজেইডা রডরিগুয়েজ ক্যান্সারে (৪০ বছর বয়স) মারা যাওয়ার আগের লেখা।
সেজন্য বিত্ত, বৈভব এসব নাই বলে যেন আপনার অনুশোচনা না হয় এবং এসব না থাকায় কেউ কাউকে যেন অবজ্ঞা না করে।
বরং আপনার যা আছে তাই যেন আপনাকে সুখী করে।
মাথার ওপর যদি একটা ছাদ থাকে তাই যথেষ্ট। ছাদের নীচে কত দামী আসবাবপত্র আছে সেটা মূখ্য নয়।
দামী গাড়ী, দামী যে কোনো বাহনের চেয়ে নিজের পা দুখানা যদি সচল থাকে সেটাই আসল ব্যাপার। আর বস্তুগত জিনিস যত মূল্যবান হোক না কেন- তার কোনো মূল্য নেই যদি ভালোবাসা, মায়া, মমতা, পারষ্পরিক সহমর্মিতা না থাকে।
আপন মানুষগুলোকে কোনোদিন অবহেলা, তুচ্ছ করতে নেই। বরং যত বেশি পারো তাদের সঙ্গ উপভোগ করো।
কারণ- এমন একটি সময় আসবে যেদিন টাকা-পয়সা, ধন-দৌলতের চেয়ে তাদেরকেই বেশি দরকার হবে।
আর একদিন হঠাৎ করে দেখবে তাদেরও কেউ কেউ আর নেই-ওরাও এক অন্য দুনিয়ায় চলে গেছে।
সংগৃহীত
https://www.facebook.com/1095330173885635/posts/3208550272563604/
ফেসবুকের ‘রুম’ ব্যবহারের নিয়ম | বাংলাদেশ প্রতিদিন ম্যাসেঞ্জার রুম নামে ভিডিও কলের নতুন ফিচার নিয়ে আসলো ফেসবুক। এই প্ল্যাটফর্ম দিয়ে মোবাইল ও কম্পিউটার থেকে যুক্ত ...
https://www.facebook.com/1731943987056976/posts/2588468201404546/
দাগহীন দাঁত :::::
দাঁত ব্রাশ করার সময় পেস্টের সাথে কয়েকদানা লবণ ছিটিয়ে দিন।
এভাবে দিনে দু’বার ব্রাশ করুন। লবণের দানা স্ক্রাবার হিসেবে কাজ
করে।
এছাড়া প্রতিবার ব্রাশের পরে তেজপাতা দিয়ে দাঁতের উপরে
ঘসলে দাঁতের দাগ দূর হয়।
মিনি পোস্টগুলো অবহেলা করবেন না।
লাইক দিয়ে একটিভ থাকুন।
√ বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে আপনার?
কমেন্ট (Comment) করতে ভূলবেন না।
আপনার যদি লিখতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে
T=(thanks).
G=(good).
B=(bad).
N=(nice).
O=(osthisr).
লিখে কমেন্ট করবেন।
তাহলে পরে আরও ভাল পোষ্টে
নিয়ে হাজির হব। ধন্যবাদ।