Shopping Buzz

Shopping Buzz

This page provide #Shopping #clothing #fashon Service

01/01/2023

অল্প বয়সে বিয়ে করার উপকারিতা‍‌✓
১. লজ্জা স্থানের হেফাজত হয়।
২. বিবাহ চক্ষু নিচু করে।
৩. তাড়াতাড়ি ধনী হওয়া যায়।
৪. ইমান পরিপূর্ণ হয়
৫. অসুস্থতা দূর হয়।
৬. ইবাদতে মজা পাওয়া যায়।
৭. আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
৮. মানসিক তৃপ্তি পাওয়া যায়। (এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবেন যিনা করতে গিয়েও তা পাবেন না।)
৯. মেজাজ ঠান্ডা থাকে। মাথা কখনো হট হবে না।
১০. যৌবনের ক্ষুদা নিবারণ হয়।
আরো অংসখ্য উপকারিতা আছে।

এখন আপনি বলতে পারেন যে, বিয়ে করে বউকে খাওয়াব কি? আমার তো ইনকাম নাই, আমি তো এখনো ছাত্র, এমন হাজারো প্রশ্নের উত্তরঃ
আল্লাহ বলেছেন,
وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

অর্থ: বিয়ে করো, তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহর। অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো।

আবার রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,

ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ

তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।

১. আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী।
২. চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়।
৩. ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।

(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি)

অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু সময় পাওয়া যায়। কেন এতো বিয়ে করতে দেরি করছেন,আল্লাহ তো অফার দিয়ে রাখছেন। আল্লাহ তোমাকে বড়লোক বানিয়ে দেওয়ার ওয়াদা দিয়েছেন।

শুধু খামাখা কেন দেরি করছেন, বিয়ে করুন। যৌবন শুরু হয়েছে, আল্লাহর দেয়া বিশাল অফার টাকে গ্রহণ করুন।

বিয়েকে সহজ করুন,দেখবেন সমাজ থেকে যিনা ব্যভিচার কমে যাবে।

#মিসকিন

20/11/2022

What the hell is going on...😡
আরে ভাই, থাম এবার!! প্লিজ স্টপ ইট!!!!!🤚

ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দল-ই ভালো ফুটবল খেলে। দুটো দল-ই কোনো না কোনোসময় একজন অপরজনের সাথে হারছে। এমনকি অন্যান্য দলের সাথেও হারছে। ফিউচারে হারবে না এমন কি নিশ্চয়তা আছে? এটা নিয়ে এতো মাতামাতি করার কি আছে?
হ্যা, একটা দল ভালো খেলে তাই সাপোর্ট করতেই পারি, একটু বাহাবা দিতেই পারি। তাই বলে বিশাল বিশাল আকৃতির পতাকা বানিয়ে শো-অফ করা লাগবে কেনো? এটা নিয়ে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ কেনো? মিছিল কেনো?😠
যে দেশের জন্য এতোকিছু করতেছেন, ঐ দেশ আপনাকে না আপনার দেশটাকেই চিনে না। লজ্জা হওয়া উচিত। আমরা এতো ছ্যাঁচড়া জাতি।।
আপনি কি জানেন? আপনার দেশের অবস্থা কি এখন?
দেশে দুর্ভিক্ষের আভাস দিচ্ছে।এখন দেশের প্রায় ম্যাক্সিমাম ফ্যামিলির অবস্থা "নুন আনতে পান্তা ফুরোয়" এর মতো। বাজারে সবকিছুর দাম দ্বিগুণ। যারা গরিব অথবা নিম্নমধ্যবিত্ত তারা বুঝে দিন কিভাবে যাচ্ছে।😥
এসব করে আপনি মূর্খতার পরিচয় দিচ্ছেন। একটা শিক্ষিত জাতি কখনোই এমন করতে পারে না।।।

(Please, Don't cross your limit)

18/11/2022

┏━━━━━﷽━━━━┓
🕋 Jumma Mobarok 🕋
┗━━━━━﷽━━━━┛
Ei pobitro dine, Allah amader sobaik gunah mukto kore jannat basi hisabe sikriti dan korun.🤲
-❤️Amin❤️
Sobai 🤲 sain use korun....

24/07/2022

আজীবন আমাকে নিয়ে হিংসা ,বিদ্বেষ, বাজে মন্তব্য , গালিগালাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবেন , আমার কাছে সুযোগ করে একদিন চলে আসবেন।আমি একটু নবীর শিখিয়ে দেওয়া মোহাব্বত, ভালোবাসা আপনাকে দিয়ে দিবো।এই মাইন্ড নিয়েই চলি।

আপনি গালি দিতে দিতে ক্লান্ত হবেন, আমি ক্ষমা আর ভালোবাসা দিতে ক্লান্ত হবো না।আর আল্লাহর কসম, নবীর দেওয়া সুন্দর এই চিন্তা নিয়ে যে চলে, তার জীবনে কোন আঘাতের কষ্ট স্থায়ী হতে পারে না।

✍️আবরারুল হক আসিফ✍️

24/07/2022

Reflect on what you have right now and be grateful for it from the bottom of your heart.🌹 We can never thank Allah enough for the countless bounties He blessed us with.

The Prophet (ﷺ) said:

نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ، الصِّحَّةُ وَالْفَرَاغُ
"There are two blessings that many people are deceived into losing: health and free time." (Sahih Bukhari)

Allah Subhanahu Wa Ta'ala said:
"And We will surely test you with something of fear and hunger and a loss of wealth and lives and fruits, but give good tidings to the patient," (Al-Qur'an 2:155)

This is Hashim Raza. Recently he has been diagnosed with stage 4 stomach and intestinal cancer. May Allah Subhanahu Wa Ta'ala grant him cure and complete recovery.♥️

24/07/2022

অন্ধকারের সাথে যুদ্ধ করার পরিবর্তে তুমি আলো নিয়ে এসো।
-একহার্ট টোলে

22/07/2022

আসসালামু আলাইকুম,, 🕋🕌
꧁𝐉𝐮𝐦𝐦𝐚𝐡 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤꧂
🕋ꕹ🕌আজ শুক্রবার প্রবিত্র জুম্মার দিন!
আল- বারি
এই জুম্মার দিনের উছিলায় সকল মুসলিম কে মাফ করে দেন
আমিন🤲

22/10/2021

হোক ব্যক্তিগত পোর্টফোলিও কিংবা ই-কমার্স ওয়েবসাইট। আপনার ব্যবসা কিংবা সেবাকে ডিজিটালি রিপ্রেজেন্ট করতে একটি ওয়েবসাইটের কোনো বিকল্প নেই।
ডিজিটালাইজেশন করতে আপনার শিক্ষা প্রতিষ্টানকেও ওয়েবসাইট এর আওতায় নিয়ে আসতে পারেন। আপনার বাজেটের মধ্যে সেরা ওয়েবসাইট করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
যে সকল সেবা নিতে পারবেনঃ
⭕ ব্যাক্তিগত ওয়েবসাইট (পোর্টফোলিও)
⭕ ই-কমার্স ওয়েবসাইট
⭕ ট্রাভেল এজেন্সি / ট্যুর / রিসোর্ট এবং এয়ার বুকিং
⭕ নিউজপেপার ওয়েবসাইট
⭕ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানী ওয়েবসাইট
⭕ ল-ফার্ম ওয়েবসাইট
⭕ হাসপাতাল/ ক্লিনিক ওয়েবসাইট
⭕ রিয়েল ইস্টেট কোম্পানী ওয়েবসাইট
⭕ ইঞ্জিনিয়ারিং/ কন্সট্রাকশন কোম্পানী ওয়েবসাইট
⭕ বায়িং হাউজ/গার্মেন্টস ওয়েবসাইট
⭕ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট
⭕ কোম্পানী ওয়েবসাইট
⭕ ট্রেইনিং প্রতিষ্ঠান/কোচিং সেন্টার ওয়েবসাইট
⭕ ফটোগ্রাফি/ফটোগ্রাফার ওয়েবসাইট

এছাড়াও দোকান মেনেজমেন্ট এর সফটয়্যার, স্কুল মেনেজমেন্ট এর সফটওয়্যার সেবা ও নিতে পারবেন।
ওয়েবসাইট সারাজীবনের একটি সম্পদ। তাই কুয়ালিটির দিক বিবেচনা করে তাদের কাছ থেকে তৈরী করে নিন আপনার পছন্দের ওয়েবসাইট।
বিস্তারিত জানতে ইনবক্স করুনঃ

অথবা

কল করুনঃ- 01731706742 | 01937957033 | 01871157464

15/10/2021

13/10/2021
13/10/2021

"নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।"
[সূরা আনফাল : ৩০]

14/08/2021

If we Feel our Life Is meaningless
Start Establishing Connection With Allah
Everything will

01/06/2021

I Phone 10

Website