Rhyme Rubayet

Rhyme Rubayet

Film-Maker

20/12/2023

একটা বিষয় আপনি কখনই ডিনাই করতে পারবেন না যে, ধর্ম কোনোদিন আপনাকে ফেইক এক্সপেক্টেশন দেয় না।

যেমন:
-একবার ইউনিভার্সিটি তে টিকতে পারলে লাইফ সেট।
-একবার এই এমএনসি তে ঢুকতে পারলে আর প্যারা নাই।
-একবার এই পজিশনে গেলে আর কারো কথা শুনা লাগবেনা।
-লাভ ইজ দা মোস্ট পাওয়ারফুল থিঙ্।
-এই পরিমাণ টাকা হইলে জীবনে অনেক শান্তি।
-তুমি কারো ওপর ডিপেন্ডেন্ট না, তুমি একাই সব পারবে‌।

আপনার পছন্দ হোক বা না হোক ইসলাম তার আইডিওলজিতে শতভাগ স্ট্রীক্ট। ইসলাম বলে এই জীবনে কোনদিনই আপনি আল্টিমেট সুখ-শান্তি লাভ করতে পারবেন না। এই জীবনে কোনদিনই কষ্টের শেষ নাই। কোনো মানুষই আপনাকে নিঃস্বার্থ ভালোবাসবে না। আপনার সম্পদ-ক্ষমতা-সন্তান সবকিছুই ক্ষণস্থায়ী। এই জীবনে কোনদিনই আপনার এক্সপেক্টেশন অনুযায়ী সবকিছু হবে না।

-সিদ্দিক

29/11/2023

"No problem, I'm okay with enduring jahannum for a bit. I'll obviously go to jannah in the end."

That's the problem. You won't be okay. Jahannam won't be endurable. It won't be 'a bit'. The end won't seem to end. That's the whole point. If it was endurable, even for the millionth fraction of a second, it won’t be Jahannam.

May Allah guide us and protect us.

(Copied Post)

Photos from ‎Sadiqin-صادقين‎'s post 27/11/2023

You can check out these Hoodies.

17/10/2023

এমন কিছু যা বাকি সবার জন্য নেয়ামত হতে পারত সেই একই জিনিস কারো জন্য গজবও হতে পারে।

সুবহানআল্লাহ!

30/09/2023

Are you prepared?

09/09/2023

লজ্জা লাগছে কেউ সাহায্য চাইলে আমরা ভাংতি খুঁজে পাই না.....

চট্টগ্রামের বাঁশখালী থানার বাজারে একটি হোটেলে বসলাম। লক্ষ্য ছিলো সিংগাড়া খাবো। এই পদার্থটি আমার সহ্য হয় না। খাওয়ার সাথে সাথে এসিডিটি হয়। তবু লোভে পড়ে খাই। মাঝে মাঝে। সিংগাড়া শেষ করেই ঔষধ খাই।

আমি সব সময় হোটেল-রেস্টুরেন্টের এক কোণায় গিয়ে বসি। একটু লুকিয়ে থাকার ইচ্ছে আরকি। আমি অবশ্যই অন্তর্মুখী মানুষ।
গতকাল কোণার টেবিল ফাঁকা না থাকায় ম্যানাজারের খুব কাছের একটি টেবিলে বসলাম। তার সব কথা শুনতে পাচ্ছিলাম।
একজন বয়োঃবৃদ্ধা ভিক্ষুক এলেন। কাতর কন্ঠে বললেন, "বাবা, খুব ক্ষুধা লেগেছে। কিছু খেতে দিতে পারো?"

ম্যানেজার একটা টেবিল দেখিয়ে বললেন, "ঐ জায়গায় গিয়ে বসেন খালা।" তারপর চিৎকার দিয়ে বললেন, "খালাকে এক প্লেট খিচুড়ি দে।"
আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। ছোট্ট হোটেল। তেমন বেচাকেনা হয় বলেও মনে হলো না।

দুই তিন মিনিটের মধ্যেই আরো একজন বৃদ্ধা ভিক্ষুক ভিক্ষা নিতে এলেন। ম্যানেজার বললেন, "খাওয়া দাওয়া হয়েছে খালা?"
খালাকে নিশ্চুপ দেখে আগের খালার পাশের চেয়ারে বসালেন এবং তাকেও এক প্লেট খিচুড়ি দেওয়া হলো। দুই জন ক্লান্ত পরিশ্রান্ত বয়োঃবৃদ্ধাকে খেতে দেখে কী যে ভালো লাগছিলো!

এরপর আরো একজন বয়োঃবৃদ্ধা ভিক্ষুক এলেন। ম্যানাজারের সামনে দাঁড়ালেন। বললেন, "বাবা, ভিক্ষা করতে এসেছিলাম। তেমন ভিক্ষা পাইনি আজ। বাড়ি যাওয়ার ভাড়া নেই। ভাড়াটা দিতে পারো।"
ম্যানাজার বললো, "আমার তেমন বিক্রি হয়নি খালা। আপনি বরং একটু খেয়ে যান। দেখেন কেউ ভাড়াটা দিতে পারে কিনা।"
এতোক্ষণ যে বয়টি খাবার পরিবেশন করছিলো সে বললো, "খালা কয় টাকা ভাড়া লাগে বাড়ি যেতে?"
-১৫ টাকা বাবা।
হোটেল বয়টি পকেট থেকে ২০ টাকার একটা নোট বের করে খালার হাতে দিয়ে বললেন, "নেন, এটা রাখেন। একটু খিচুড়ি খেয়ে বাড়ি যান। আমি খিচুড়ি দিচ্ছি।"

হোটেল ম্যানাজার হাসতে হাসতে বললেন, "শালা যেমন ম্যানাজার, তেমন তার কর্মচারীরা! কেউ মানুষকে ফিরাতে জানে না।"
তারপর বললেন, "শোন, কোন ভিক্ষুক যেন খেতে এসে না ফিরে যায়। সবাইকে খাওয়াবি।"

আমি সব দেখছিলাম। মাথা নিচু করে বসে আছি। চোখ ঝাপসা হয়ে আসছে। মনের ভেতর তোলপাড় চলছে।

ম্যানাজারকে এক সময় কাছে গিয়ে ফিসফিস করে বললাম, "ভাই, আপনার ঐ কর্মচারী ছেলেটি সম্পর্কে আমাকে একটু বলুন তো প্লিজ। কয় টাকা বেতন দেন ওকে।"
- ব্যবসা তো তেমন চলে না ভাই। সারাদিন হোটেল খোলা। রাত নয়টা পর্যন্ত। ওকে ১২০ টাকা দিই।
- বাড়িতে কে কে আছে ওর?
- কেউ নেই তেমন। মা মারা গেছে। বাবা আরেকটি বিয়ে করেছে। ওর নানা-নানি বয়স্ক হয়ে গেছে। কোন কাজ করতে পারে না। এই ছেলেটি কাজ করে নানা-নানিকে খাওয়ায়।

আমার কাছে এবার অনেক কিছু পরিস্কার হয়ে গেল। সারাজীবন ভালোবাসা, মায়া, স্নেহ বঞ্চিত বলেই, এই ছেলেটার হৃদয় ভালোবাসা আর মায়ায় পরিপূর্ণ।

ছোট্ট ছেলেটিকে কাছে ডাকলাম। বললাম, "লেখাপড়া করেছো?"
- না স্যার।
- ঢাকার দিকে কোন কাজ ম্যানেজ করে দিলে যাবা? একটু বেশি বেতনের?
- নানা-নানি চলতে পারে না। তাদের গোসল করার পানি তুলে দিতে হয়। টয়লেটের, অযুর। খাওয়ার রান্না করতে হয়। আমি এদের রেখে যেতে পারবো না স্যার।

আরো কিছুক্ষণ কথা বলে ফিরে এসেছি। মনটা কেমন ভার হয়ে আছে। ছেলেটা সারাদিন কাজ করে একশত কুড়ি টাকা পায়। তিন জন মানুষের সংসার। কীভাবে চলে! এর থেকে সে আবার অসহায়দের দান করে!
মন খারাপ হলে আমি আল-কুরআন খুলে বসি। আজও কুরআনুল কারীম খুলতেই সূরা আল-বাকারার একটি আয়াতে চোখ আটকে গেল। "এরা নিজেদের রিজিক থেকে অসহায়দের দান করে.. "

আমি আয়াতটির তাফসীর পড়া শুরু করলাম। সেখানে লেখা, "মানুষের এমন পরিমাণ দান করা উচিত, যাতে তার নিজের খাবারে টান পড়ে।"
মনের মধ্যে তোলপাড় হচ্ছে। নিজের খাবারে টান পড়া মানে, গোশত খেতাম, দান করার কারণে এখন মাছ খেতে হচ্ছে। দুই প্লেট ভাত খেতাম এখন এক প্লেট খেতে হচ্ছে।

কী অদ্ভুতভাবে আয়াতটি আমার কাছে খুলে যাচ্ছে! তাবুক যুদ্ধের সময় আল্লাহর রাসূল মুহাম্মদ(সাঃ) বললেন, "আজ কে বেশি দান করতে পারো দেখি?"
উসমান (রাঃ) একশত উট দিয়েছিলেন। উমর (রাঃ) তার সম্পদের অর্ধেক দিয়েছিলেন। আবু বকর (রাঃ) দিয়েছিলেন এক মুষ্টি খেজুর বা একটু যব জাতীয় কিছু আর তার বাড়িতে ঐটুকু সম্পদই ছিলো।
রাসূল (সাঃ) যা বলেছিলেন তার সারমর্ম হলো, আবু বকর সিদ্দিক (রাঃ) দানে প্রথম হয়েছে। সে তার সম্পদের শতভাগ দিয়েছে।
আমার চোখে ইসলামের ইতিহাসের সেই সোনালী দিন, আজকের ঐ হোটেল কর্মচারী আর আল-কুরআনের আয়াত "তারা রিজিক থেকে অসহায়দের দান করে" এই বিষয়গুলো এক অসহ্য ভালোলাগার এবং পরিতাপের বিষয় হয়ে উঠলো। কী করতে পারলাম জীবনে ভাবতে গিয়ে চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়লো আল-কুরআনের পাতায়। আমি তাড়াতাড়ি কুরআনুল কারীম বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে থাকলাম। আরশে আজীম থেকে আল্লাহ তায়ালাও নিশ্চয় আমার দিকে তাকিয়ে আছেন। কোন কিছুই তো তার দৃষ্টির আড়ালে নয়।

(কোন এক ভাই এর লিখা 💜)

04/09/2023

By Allah!
Never make your mother feel inferior because she chose to nurture you and bring you up instead of pursuing her career.

Never make your wife feel inferior because she chose to stay at home and build your home instead of pursuing her career.

When Allah has decreed this tremendous honor upon her, who are you to belittle her?

Sadly, this has become common where the children look down upon their mother for taking care of them. There are husbands who tire their wives with extra unnecessary work regardless of the wife's health because they think that the work that women do at home is nothing. May Allah help them understand.

May Allah let us be among those who are best to their mothers and wives, Ameen.

31/08/2023
29/08/2023

Hasbunallahu Wa Ni'mal Wakeel
"Sufficient for us is Allah, and [He is] the best Disposer of affairs."
Alhamdulillah! ❤

28/08/2023

"বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হারাম কাজে জড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে ও সাহায্য কামনা করে! "
যেমন:

০১. আলহামদুলিল্লাহ আমার মেয়ে বাংলাদেশী আইডলে চান্স পেয়েছে। "ইনশাআল্লাহ" এবার রিসিপশনের জব হয়ে যাবে।
০২. ফেসবুক, ইস্টাগ্রামে মেয়েরা নিজেদের হিজাব ওয়ালা/হিজাব বিহীন ছবি দিয়ে সাথে কুরআনের আয়াতও পোস্ট করে...আল্লাহ আমার জন্য যথেষ্ট/ তিনি তাকওয়াপূর্ণ ব্যক্তিদের পছন্দ করেন।
০৩. মাশাআল্লাহ আন্টি আপনার মেয়ে তো দারুন নাচতে পারে।
০৪. হ্যা "আলহামদুলিল্লাহ" স্কুলের ড্যান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে।
০৫. এক ছেলে কলিগের স্ত্রীকে ইঙ্গিত করে ভাবি, আর বইলেন না আপনি যা সুন্দর "মাশাআল্লাহ।"
০৬. ইনশাআল্লাহ এবার যদি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে, তাহলে আমি নামায শুরু করবো।
০৭. মাশাআল্লাহ আপনার ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান দারুন হয়েছিলো। যা ড্যান্স করেছি জোয়ান বুড়ো সবাই। হ্যাঁ "দোআ" করবেন দ্বিতীয় ছেলেটার বিয়েও যেনো এমনভাবে পালন করতে পারি।
০৮. ছেলে মেয়ে মিক্স ফ্রেন্ড সার্কেল কে উদ্দেশ্য করে, আলহামদুলিল্লাহ আমরা ফ্রেন্ডসরা খুব হেল্পফুল।
০৯. মাশাআল্লাহ তোমাকে তো এমনেই সুন্দর দেখায়, দাড়ি রাখবে কেনো।
১১. মাশাআল্লাহ আমার মেয়ে এতটাই সুন্দরী যে, সব মানুষ ওর দিকে তাকিয়ে থাকে।
১২. আমাদের রিলেশনের ৬ বছর কেটে গেলো আলহামদুলিল্লাহ। দোআ করবেন যেনো আমরা বফ/গফ এভাবেই সবসময় পাশে থাকি।
১৩. এক আঙ্কেল এসে বললো, শুনছো অমুক ভাইয়ের ছেলের তো আল্লাহর রহমতে খ্রিষ্টান মিশনারিতে চাকরি হয়ে গেছে। গাড়ি এসে তাকে নিয়ে যায়।
দা-জ্জালের একপাশে থাকবে জান্নাত আরেকপাশে থাকবে জাহান্নাম। আমরা দা-জ্জালের জান্নাতকেই আল্লাহর নিয়ামত মনে করতেছি। এখনি আমাদের এই অবস্থা, না জানি দা-জ্জালের আগমনে কি হবে আমাদের।

আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, আ-মীন
(Copied post)

24/08/2023
20/08/2023

যখন আপনার থেকে ছোট কেউ বিনয়ের সাথে উচিত কথা বলে কিন্তু আপনি তার থেকে সেই উচিত কথা প্রত্যাখ্যান করলেন সে ছোট বলে, তাহলে আপনার বয়সের অহংকার আছে।

যখন আপনার থেকে কম শিক্ষিত বা কম জ্ঞানী কেউ বিনয়ের সাথে উচিত কথা বলে কিন্তু আপনি তার থেকে সেই উচিত কথা প্রত্যাখ্যান করলেন সে কম শিক্ষিত বা কম জ্ঞানী বলে, তাহলে আপনার শিক্ষার বা জ্ঞানের অহংকার আছে।

যখন আপনার থেকে কম অর্থশালী কেউ বিনয়ের সাথে উচিত কথা বলে কিন্তু আপনি তার থেকে সেই উচিত কথা প্রত্যাখ্যান করলেন সে কম অর্থশালী বলে, তাহলে আপনার অর্থ-সম্পদের অহংকার আছে।

যখন আপনার থেকে কম দ্বীনদার কেউ বিনয়ের সাথে উচিত কথা বলে কিন্তু আপনি তার থেকে সেই উচিত কথা প্রত্যাখ্যান করলেন সে কম দ্বীনদার বলে, তাহলেও আপনার অহংকার আছে।

হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

"যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না। আর যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে না।" (সহীহ মুসলিম হাদিস নং-৯১)

আল্লাহ আমাদের মন থেকে অহংকার দূর করে দিন, আমীন।

✍️Rhyme Rubayet

17/08/2023
14/08/2023

The Nabab is Back!

New Vlog releasing on Thursday.

07/08/2023

নারীরা মূলত কীসে আটকায় জানেন? আমি বলছি, ওয়েট।
সাধারণত নারীরা সময় চাইবে, সময় দিবেন তো টাকা চাইবে। কিন্তু একজন পুরুষের জন্য সৎভাবে সময় ও টাকা, দুটো একইসাথে সমান হারে কখনো দেওয়া সম্ভব নয়। তবে উত্তম হলো, যতটা সম্ভব সময় দেওয়া ও নারীর যাবতীয় হক আদায় করা।

তারপরও আপনি যদি ভালোবাসা, সময়, টাকা, শ্রদ্ধা-সম্মান, প্রায়োরিটি, কেয়ার, স্বাধীনতা সবই দেন, তবুও নারীকে আটকে রাখতে পারবেন না।
তবে হ্যাঁ, কিছু নারীরাও আটকে। যে নারী স্বামীর যাবতীয় হক ও নিজে "দ্বীন" এর মধ্যে থেকে জীবন পরিচালনা করার চেষ্টা করে, সে নারী অবশ্যই আটকে। সে নারী কখনো ছেড়ে যায় না।

কিন্তু যে নারী "দ্বীন" কে ত্যাগ করে, দ্বীনের বাইরে গিয়ে নিজের জীবন পরিচালনা করে সে নারী আটকায় না। তাকে কোনোভাবেই আটকানো সম্ভব না।

~ Farjul Islam Ovoy

07/08/2023

وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُوا۟ مَآ أَنزَلَ ٱللَّهُ قَالُوا۟ بَلْ نَتَّبِعُ مَآ أَلْفَيْنَا عَلَيْهِ ءَابَآءَنَآ ۗ أَوَلَوْ كَانَ ءَابَآؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْـًۭٔا وَلَا يَهْتَدُونَ

"When it is said to them, “Follow what Allah has revealed,” they reply, “No! We ˹only˺ follow what we found our forefathers practicing.” ˹Would they still do so,˺ even if their forefathers had ˹absolutely˺ no understanding or guidance?" (Surah Al-Baqarah Verse-170)

"যখন তাদেরকে বলা হয়, তোমরা ঐ জিনিসের অনুসরণ কর যা আল্লাহ নাযিল করেছেন, তখন তারা বলে, বরং আমরা তারই উপর চলব, যার উপর আমরা আমাদের বাপ-দাদাদের পেয়েছি, যদিও তাদের বাপ-দাদারা কিছুই বুঝত না এবং সঠিক পথে চলত না তবুও। "(সূরা আল বাকারা, আয়াত -১৭০)

04/08/2023

যখন পড়াশুনা করতাম না খুব একটা, ঘুরতাম, খেলতাম, খেতাম আর ঘুমাতাম, তখন বাবা-মা,

"একদম গা ছেড়ে দিছে, একটুও পড়ে না। কিভাবে ভালো রেসাল্ট করবে?"

আর যখন পড়াশুনার চাপে নাজেহাল, প্রতিদিন পরীক্ষা, ক্লাস, এসাইনমেন্ট, প্রজেক্ট আর প্রেজেন্টেশন থাকায় পড়ার উপরে থাকতে হয় সবসময় রেজাল্টের জন্য, তখন বাবা-মা,

"এতো কিসের ব্যাস্ততা? এতো কিসের পড়াশুনা? কই, আমাদের তো এর থেকেও বেশি পড়া ছিল তারপরেও সব করছি।"

কি এক মুসিবত! পড়লেও দোষ, না পড়লেও দোষ। 🐸

✍️Rhyme Rubayet

03/08/2023

It’s not only the parents that wish for their kids’ happiness. Kids wish for their parents’ happiness as well.

Rabbir Hamhuma K**a Rabba Yani Sagheera

✍️Rhyme Rubayet

23/07/2023

"কষ্ট যদি নেয়ামত'ই না হবে, তবে 'কষ্ট' কেনো আল্লাহকে স্মরণ করায়?
"নিশ্চয়ই! কষ্টের সাথে রয়েছে স্বস্তি।" [ ইনশিরাহ:০৫]

21/07/2023

অসম্ভাব্য যেটা মনে করি, সেই বিষয়ে আল্লাহ্ যখন হুট করেই দুআ কবুল করেন তখন পুনরায় অন্তরে ঈমান জাগ্রত হয় এবং চোখে অশ্রুজল চলে আসে। সেই মুহূর্তে, এক নতুন আবেগে হৃদয় প্রশান্তি লাভ করে এবং চিৎকার করে বলে ওঠে, "আল্লাহু আকবার!"।

আলহামদুলিল্লাহ্‌!

✍️Rhyme Rubayet

17/07/2023

Always trust Allah's timing. Undoubtedly, The Lord of the heavens and the earth knows when something is best for you. You have to be patient. Having patience doesn't mean that you won't be depressed or that you won't be disheartened, having patience means enduring and pushing through all the pain and suffering. It means to have Tawakkul (Trust in Allah) even if you are at your limit. Trust that Allah does not burden you more than what you can bear. Whenever you think you are at your limit, remember that the finish line is just a few steps away. Wallahi, you will appreciate and be thankful to Allah when Allah finally provides for you. Know that the promise of Allah is always true. Allah says in the Holy Quran,

وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ

"And ˹surely˺ your Lord will give so much to you that you will be pleased." (The Holy Quran Chapter-93, Verse-5)

SubhanAllah!

Rhyme Rubayet

14/07/2023

"চোখ খুলে ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখতে ভুলে গেছি।"

-Rhyme Rubayet

14/07/2023

"Love & War"- Rhyme Rubayet

In the midst of war, we seem to find love
For love and war go hand in hand
My love for you, you might not comprehend,
So much so that it might cause a war;
Just like peace, does love ever last?
But war, it always seems to last
Even though both love and war are never just,
Whether it be from dawn to dusk.
While hate is a part of love,
And peace is a part of war,
All of it is what drives us far;
Why is everything fair in love?
And why is everything fair in war?
For both of these could never be apart,
In reality, isn't love really just a beautiful war?
While love and love is what we want,
But war and war is what wants us,
For love and war wants one another
Made for each other as a heavenly pair;
Despite all that, in your eyes, I stare
To search for the soul that might love.
To search for the love which may cause a war.
While my very being is cast asunder
And my heart is in a deep blunder;
Yes, I am war and you are love!
While all of God's creations gather,
By God, you and I are meant to be together.

12/07/2023

"Love must be true" -Rhyme Rubayet

For time and time, I look for you,
With the hope, you will look for me!
When things befall, I pray for you
With desire, will you pray for me?
To love within, I find you.
Rejoicing love, will you find me?
For I wait and wait till you prepare,
To enjoin in that which is fair.
To truly love, you must be lost!
In being lost, I must be loved!
For that is what made me blink,
Do not let your beauty sink!
As time passes, memories remain.
As memories pass, time remains.
While my love for you must be true
Since it no longer looks for you.
In your presence, the heart knows
Enough for me is your very existence,
And the love I feel for you;
It must be true, it must be true,
Since I will no longer look for you.

From wave to wave, I flow to you
To you, will my love ever just do?
When the heart aches, I cry to you
To you, will my love ever just do?
To feel within, I see you.
Reuniting feelings, as if that will ever do.
For I wait and wait till you prepare
To enjoin in that which is fair.
To truly love, you must be mad!
Being mad, I must be in love!
For that is what made me feel
Without you, will this heart ever heal?
As the wave flows, the tears roll.
As the tears flow, the wave rolls.
Thus my feelings for you must be true
Since it no longer waits for you.
In your absence, the heart weeps
Enough for me to be lost are your very eyes,
And the love I feel for you;
It must be true, it must be true,
Since I will no longer look for you.

10/07/2023
09/07/2023

একটি ক্ষুদ্র প্রচেষ্টা, আশা করি সবার ভালো লাগবে, ইনশাআল্লাহ্

07/07/2023

If the Duniya is all you have, then when you lose it, you have nothing. But if you have Allah, it doesn't matter if you have the Duniya or not. To have Allah means that you love, fear, and trust Allah enough to guide you through this life and also in the hereafter. If you do this simple thing, there is no way you will ever lose.

✍️Rhyme Rubayet

05/07/2023

‘‘মানুষকে পুরোপুরি সন্তুষ্ট করা সম্ভব নয় এবং মানুষের সমালোচনা থেকে বাঁচার কোন উপায় নেই। সুতরাং তুমি তোমার জন্য যা উপকারী তা আঁকড়ে ধরো।’’

—ইমাম শাফি'ঈ (রাহিমাহুল্লাহ)

29/06/2023

ঈদের আনন্দের মাঝে আমাদের রবের আদেশ যা তিনি ফরজ করেছেন সেগুলো যেন ভুলে না যাই।

আল্লাহ আমাদের হেফাজত করুন, আমীন!

Videos (show all)

আরাফার দিন।দৈনিক হাদিস পাঠ-৭০#rhymerubayet #islamicreminders #বাংলাদেশ #ইসলাম #doinikhadispath
রাসূল (সাঃ) ঋণ হতে বেশি বেশি পানাহ চান কেন? দৈনিক হাদিস পাঠ পর্ব-৬৯#বাংলাদেশ #হাদিস #ইসলাম #বাংলা #doinikhadispath #isla...
ঋণপরিশোধের জন্য কড়া কথা।দৈনিক হাদিস পাঠ পর্ব-৬৮#হাদিস #doinikhadispath #Bangladesh #islamic #Muslims #hadis
ঈদুল ফিতরের দিন আল্লাহ্‌র রাসূল (সাঃ)।দৈনিক হাদিস পাঠ পর্ব-৬৭#doinikhadispath #islamicreminders #eidmubarak #EidAlFitr #...
রমজানের শেষ সময়টুকু যেন কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ্‌।দৈনিক হাদিস পাঠ পর্ব-৬৬#doinikhadispath #Bangladesh #islamicremin...
প্রিয় নবী (সাঃ) যখন রাতে সালাতের জন্য উঠতেন...দৈনিক হাদিস পাঠ পর্ব-৬৫#দৈনিকহাদিস #বাংলাদেশ #ইসলামিক #ইসলাম #হাদিস #doini...
যে ব্যাক্তি জুমার সালাতে আসে...দৈনিক হাদিস পাঠ পর্ব-৬৪#doinikhadispath #বাংলাদেশ #islamicreminders #islamic #Bangladesh
যে জাহান্নামে যাবে। দৈনিক হাদিস পাঠ-৬৩#rhymerubayet #doinikhadispath #viralreels #islamicpost #islamicreminders #Banglad...
সাধ্যানুসারে দান করতে থাকো।দৈনিক হাদিস পাঠ পর্ব-৬২#muslim #বাংলাদেশ #মুসলিম #doinikhadispath #ইসলামিক #islamicpost #isla...
মসজিদে প্রবেশ করলে ২ রাখাত নামাজ/সালাত। দৈনিক হাদিস পাঠ পর্ব-৬১ #doinikhadispath #Bangladesh #islamicpost #islam #ইসলাম ...
প্রত্যেক মুসলিমের উপর আল্লাহর যে হক রয়েছে। দৈনিক হাদিস পাঠ পর্ব-৬০ #doinikhadispath #Bangladesh #islamicpost #islamicree...

Website