Manikganj Reporter's Club
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Manikganj Reporter's Club, Community Organization, .
পঁচা বনাম পচা
বাংলা পচা অর্থ (ক্রিয়াবিশেষ্যে) গলে যাওয়া, বিকৃত হওয়া, দুর্গন্ধযুক্ত হওয়া; (বিশেষ্যে) বিকৃত, খারাপ, নষ্ট।নষ্ট, বিকৃত, খারাপ প্রভৃতি অর্থে পচা লিখুন। পঁচা লিখবেন না। নষ্ট বা খারাপ জিনিসে চন্দ্রবিন্দু থাকে না। যেমন: পচা মাছে ভারি দুর্গন্ধ। পচা জিনিস খেলে পেট খারাপ হয়। পচা লোক পচা কথা বলে।
পচা মানে নষ্ট, কিন্তু পঁচা মানে পঞ্চ বা পাঁচ। সংস্কৃত পঞ্চ থেকে উদ্ভূত পাঁচ আঞ্চলিক ভাষায় কোথাও কোথাও পঁচা। কথ্য এমনকি প্রমিত কথাতেও পাঁচ অর্থে পঁচা শব্দের ব্যবহার আছে। পঞ্চগড়কে একসময় বলা হতো পঁচাগড় (পঞ্চগড়)। পঁচা দিন গেল, তবু লোকটি আমার এলে না। পঁচা বছর আগের কথা।
আলমের পঁচা সাবান মানে আলমের বিকৃত বা নষ্ট সাবান নয়; পঞ্চ সাবান, পঁচা মিয়ার সাবান ইত্যাদি।
পঁচানব্বই মানে নষ্টনব্বই নয়, ৯৫।
পঁচা+আশি= পঁচাশি, ৮৫।
মানিকগঞ্জে লকডাউন বাস্তবায়নে তৎপর পুলিশ
মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় মানিকগঞ্জে লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে পুলিশ। মানুষজনকে ঘরে রাখতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ঢাকা-আরিচা মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি চৌকা বসানো হয়েছে। লকডাউনের আওতামুক্ত গাড়ি ছাড়া অন্য যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি পারপারও। মানুষের রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কেউ বের হলে তাঁকে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে।
বুধবার সকাল থেকে জেলায় লকডাউন বাস্তবায়নে কাজ করছে পুলিশ। এ ছাড়া মানুষজনের চলাচল নিয়ন্ত্রণে র্যাবের পাশাপাশি কাজ করছে ভ্রাম্যমান আদালত।
ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানার পুলিশও লকডাউনে বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন। পুলিশের কার্যক্রম তদারকি করছেন পুলিশ সুপার রিফাত রহমান।
জেলায় ওষুধ, ফল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যেও দোকান খোলা থাকতে দেখা গেছে। বন্ধ রয়েছে শপিং মল, বিপণীবিতান ও দোকানপাট।
পুলিশ সুপার রিফাত রহমান বলেন বলেন, লকডাউন কার্যকর করতে ফেরিঘাটসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজনীয় গাড়ি এবং লকডাউন আওতার বাইরে রয়েছে, এমন যানবাহন ছাড়া সকাল ছটার পর থেকে অন্য যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান তিনি।
জিটিভির বিজনেস রিপোর্টার ডিআরইউ'র স্থায়ী সদস্য তৌহিদুল রানা করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ৪১০নং কেবিনে ভর্তি। শ্বাস কষ্ট আছে, অক্সিজেন চলছে। আল্লাহ সহায় হোন ।
Congratulations
https://www.deshrupantor.com/epaper/home/displaypage/news_2021-04-14_12_19_b