নার্স- “The Heart of Hospital”

নার্স- “The Heart of Hospital”

সম্পৃক্ত, দক্ষ কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নার্স

23/07/2022

যে দিন আমার তখন

আমি : -

শুধু আমি না এমন করি ,
আপনারা কি করেন #মর্নিং_ডিউটি থাকলে
কমেন্ট বক্সে জানাবেন 😅😅

22/07/2022

আমি কি একাই অপেক্ষা করছি
😅😅😅😁😁😁 plz 😊😊
কমেন্ট বক্সে অবশ্যই জানাবে 😊😊

22/07/2022

বর্তমানে আমাদের অবস্থা ,

সামনে টেবিলে খাবার রেখেদিয়েছে , কিন্তু খেতে পারছিনা ,
😳😳😅🤣 আবার শুক্রবার চলে এলো

Photos from নার্স- “The Heart of Hospital”'s post 21/07/2022

#প্রচেষ্টা

#সাহায্যের_আবেদন
নাম - মৈত্রী ঘোষ
পিতার নাম- আশুতোষ ঘোষ
গ্রাম+পোস্ট-নিগন
পুলিশ স্টেশন-মঙ্গলকোট
জেলা - পূর্ব বধর্মান।
বেঙ্গালুরু ইন্দিরা গান্ধী গ্রুপ অফ ইনস্টিটিউশনের বিএসসি নার্সিংয়ের 4th year এর ছাত্রী

প্রথমে জ্বর ও মাথায় যন্ত্রণা নিয়ে হসপিটালে ভর্তি করা হয় , সাত দিন পরে জানতে পারা যায় যে autoimmune encephalitis এ আক্রান্ত এই সাত দিনে প্রায় 5 লাখ টাকা খরচা হয়ে গিয়েছে ভাইরাসটি ব্রেন নষ্ট করে দিচ্ছে যার ফলে কোমায় চলে গিয়েছে, ডাক্তারবাবুরা জানিয়েছেন এর চিকিৎসার জন্য কিছু মেডিসিন আনাতে হবে যার জন্য প্রায় 3-4 লাখ টাকার দরকার। যা তাদের পরিবারের পক্ষে সম্ভব নয় তাই আপনারা যদি আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো আমার বান্ধবী টা সুস্থ হয়ে উঠবে,তাই সকলের কাছে করজোড়ে নিবেদন আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।
বর্তমানে ব্যাঙ্গালোরের স্পেশালিস্ট হসপিটালে চিকিৎসাধীন।
TCPDF দ্বারা চালিত (www.tcpdf.org)
# ২১৬, ৭ম প্রধান, ৮০ ফুট রোড, ১ম ব্লক, এইচআরবিআর লেআউট, বেঙ্গালুরু, কর্ণাটক, ভারত ✆ হাসপাতাল: 08042122222,
ল্যাবরেটরি: 080 69244466 ✉[email protected] ⚇www.specialisthospital.in

Bank Name-State bank of India
Name- SAMYA GHOSH
Account no-40055961440
IFSC-SBIN0012386
SAMYA GHOSH
Phone Pay-6296201572
Google Pay - 6296201572
Paytm - 6296201572
🙏🙏🙏🙏

20/07/2022

Keep calm and wash your hands

20/07/2022
20/07/2022

ঘুম থেকে উঠলে Duty😥
Duty থেকে এলে ঘুম||😴
জীবন যৌবন সব শেষ হয়ে গেল|😖

13/07/2022

#সি_সি_ইউ_থেকে_লিখছি:
প্রিয়াঙ্কা অধিকারী ✍

-সেই ভোররাতের হাসপাতালের কাঁচেরঘর,
-শুধুই অসুস্থ মানুষের যোগবিয়োগের সমাহার,
-একরাশ বিরক্তির উৎসস্হল ভেন্টিলেটর,মণিটর আর সিরিঞ্জ পাম্পের শব্দ,
-কোড ব্লু যখন যুদ্ধশেষে জব্দ,
-স্ট্রেচার ঢেলার আর লিফটের উত্থান পতনের কথোপকথন,
-কিন্তু বিরামহীন একটি বিভাগের অ্যাট্রোপিন আর অ্যাডেন্যালিনের বিচরণ,
-একদল গোলাপি ,নীল, সবুজ পোশাকি স্বাস্থ্যকর্মীদের নিদ্রাহীন রাতের গল্প ,
-ইনসোমিয়াতে সবাই ভুলছেন অল্পসল্প,
-রোজকার মত ডিপার্টমেন্টে ভালোখারাপ মুহূর্তের সাথী ,
-সুস্থতার পরিশেষে রোগী যখন ঘরে ফেরার পথের যাত্রী,
-জীবশৈলীর শব্দছকের ধাঁধায় যখন অঙ্কন পাতায় পাতায় ,
-রোগির হাসিমুখের এই উপহার রইবে সিসিইউ এ সকলে মনের মণিকোঠায় ।।

📷 Swarup Pal ভাই

10/07/2022

🕌┏━━━﷽━━━━┓🕌
🕋🌙𝐄𝐈𝐃 𝐌𝐔𝐁𝐀𝐑𝐀𝐊🌙🕋
🕌┗━━━ ﷽━━━━┛🕌

09/07/2022

♥️
#নার্সিং_স্টুডেন্ট জীবন

Video - ঈশিকা

05/07/2022

Bengal Nurses Unit গ্রুপ
নিজেদের Profession কে ছোটো করে নিজেদের ছোটো লাগছে না ?
এই সব Approved করার আগে পোস্ট একবার দেখে নেওয়া উচিত ,
এমনিতেই সমাজে স্টিগমা রয়ে গেছে #ডক্টর #নার্স এর বাজে সম্পর্ক নিয়ে তার উপর এই সব মিম গুলোকে সাপোর্ট করা মানে আরো ব্যাপার টাকে উস্কে দেওয়া ।
কিছু ভুল বলে থাকলে ক্ষমা প্রার্থী।

পোস্ট লিংক - https://www.facebook.com/groups/mstudy44/permalink/733834607952924/

05/07/2022

নার্সিং নার্সিং নার্সিং চারিদিকে শুধু নার্সিং

05/07/2022

এটা দেখার বাকি ছিল

04/07/2022

সকল দিদিদের শুভেচ্ছা, তাঁদের নতুন পোস্টিং এর জন্য

04/07/2022

আজ স্বাস্থ্য ভবন থেকে নার্সিং বিভাগের ট্রান্সফার লিস্ট Published হয়েছে

03/07/2022

ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর ‘লেডি উইথ দ্য ল্যাম্প' উপাধি–

১৮৫৩ সালেই শুরু হয় ক্রিমিয়ার যুদ্ধ। ব্রিটিশ সৈন্য অবতরণ করে ক্রিমিয়াতে। কিন্তু সেখানে যুদ্ধে আহত পঙ্গু সৈনিকদের কোনাে চিকিৎসা সুবিধা না থাকায় আহত সৈনিকদের মাঝে নেমে আসে অবর্ণনীয় দুঃখ–দুর্দশা। কষ্ট–যন্ত্রণা ফ্লোরেন্স নাইটিঙ্গেল সেবার ব্রত নিয়ে এগিয়ে এলেন।
প্রথমে সরকার তাকে অনুমতি দিতে চায়নি। কেননা তখন নারীদের এমন স্বাধীনতা ছিলাে না। কিন্তু নাইটিঙ্গেলের অপরিসীম আগ্রহের কারণে শেষমেশ সরকারকেপ্রিমিয়ার যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি দিতে বাধ্য হয়।

যুদ্ধক্ষেত্রে এসে নাইটিঙ্গেল লক্ষ্য করলেন সর্বত্র অব্যবস্থা। খুবই নােংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবস্থিত হাসপাতালটি। নাইটিঙ্গেল ক্রিমিয়াতে পৌঁছেই হাসপাতাল নামধারী ব্যারাকটিকে একটি পরিপূর্ণ আধুনিক হাসপাতালে রূপান্তরিত করার চেষ্টা করলেন। নাইটিঙ্গেল তার সঙ্গিনীদের নিয়ে আহত অসহায় সৈনিকদের সেবায় সর্বাত্মকভাবে আত্মনিয়ােগ করলেন। মা ও বােনের ভূমিকা ও দাবি নিয়ে তিনি দাঁড়ালেন আহত, পঙ্গু, যন্ত্রণাকাতর ও ক্ষুধার্ত সৈনিকদের পাশে।

ফ্লোরেন্স নাইটিঙ্গেল (Florence Nightingale) এর আহত রক্তাক্ত সৈনিকদের নােংরা রক্তাক্ত পরিধেয় পােশাক ধােলাই করার জন্য নিজেই একটি লীগ স্থাপন করলেন। কাপড় বােয়ার কাজে নিয়ােগ করলেন আহত সৈনিকদের স্ত্রীগণকে।
ফ্লোরেন্স নাইটিঙ্গেল হাসপাতালের সেবাকর্মের ও কর্মপদ্ধতির আমূল পরিবর্তন আনলেন। নাইটিঙ্গেল আহত সৈনিকদের অবস্থা স্বচক্ষে দেখার জন্য প্রতি রাতে আলাে হাতে ঘুরে বেড়াতে লাগলেন আহত সৈনিকদের শয্যার পাশে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল (Florence Nightingale) পরম স্নেহে ও মমতায় তাদের সেবাশুশ্রুষা করতে লাগলেন । নিতে লাগলেন সবার কুশলাদি। তিনি তার সেবাশুশ্রুষা ও মমতা দ্বারা সকল আহত সৈনিকদের এতােটা শ্রদ্ধা অর্জন করেছিলেন যে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল (Florence Nightingale) যখন আলাে হাতে শয্যার পাশ। দিয়ে হেঁটে যেতেন, তখন শয্যায় যে ছায়া পড়তাে, সৈনিকগণ পরম। শ্রদ্ধায় সেই ছায়ায় চুম্বন করতেন। তারা তাকে ‘লেডি উইথ দ্য ল্যাম্প' উপাধিতে ভূষিত করে।

02/07/2022

Nurses Unity 👍

01/07/2022

Happy Doctor's Day....🙏💐

01/07/2022

সেকি! ডাক্তার, তুমিতো বিজ্ঞান মানো, ঈশ্বরও মানো ?- দেখেছ কখনও ঈশ্বরকে’?
----------------------------------------------------------------------------------

১৯৫৬ সালে ৩ জুলাই ভারতে এসেছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রধান দুই নেতা, প্রতিরক্ষামন্ত্রী নিকোলাই বুলগানিন এবং সেই সময়ের সোভিয়েত কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নেতা, সাধারণ সম্পাদক নিকিতা ক্রুশ্চেভ।
এই উপলক্ষে কলকাতার ব্রিগেডে জনসভা হয়েছিল, তাকে এখনও বলা হয় সর্বকালের বৃহৎ জনসমাগম। কত মানুষ এসেছিলেন? কারও মতে ৫ লক্ষ। কেউ বলেন দশ। সভা উপলক্ষে ব্রিগেডের মঞ্চে সেদিন ওই দুই সোভিয়েত নেতা ছাড়াও উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধান রায়। জনসমাবেশ দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন দুই সোভিয়েত নেতা।
এই সভার পরের দিন ক্রুশ্চেভ এবং বুলগানিনকে নিয়ে গঙ্গায় লঞ্চে করে বিধান রায় গেলেন শিবপুরে বোটানিক্যাল গার্ডেন দেখাতে। রাতে হল রাষ্ট্রীয় মর্যাদায় নৈশ ভোজ।
মাঝ গঙ্গায় বিধান রায় সোভিয়েত নেতাদের লঞ্চ থেকে শহর দেখাতে দেখাতে লন্ডন, নিউই্য়র্ক, হামবুর্গ ইত্যাদি শহরে টেমস বা হাডসন বা এলবে নদীবক্ষ থেকে তাঁর স্মৃতির সঙ্গে কলকাতার তুলনা করছিলেন। এসব শুনতে শুনতে ক্রুশ্চেভ হঠাৎ বললেন, ‘আপনি তো শুধু ক্যাপিটালিস্ট দেশের তুলনা করছেন, কোনও সমাজতান্ত্রিক দেশের কথা তো বলছেন না’! বিধান রায় হেসে বললেন, ‘আমি তো ওই সব দেশেই গিয়েছি। আমি তো কখনও কোনও সমাজতান্ত্রিক দেশ দেখিইনি’। ক্রুশ্চেভ তা শুনে বললেন, ‘কেন যাননি কেন’? বিধান রায় জবাবে বললেন, ‘ ওরা আমন্ত্রণ জানিয়েছে, তাই গিয়েছি। আমাদের অত বিদেশি মুদ্রা নেই যে বিদেশে বেড়াতে যাব’।
তা শুনে ক্রুশ্চেভ হেসে বললেন, ‘ঠিক আছে, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি সোভিয়েত ইউনিয়নে আসুন, যত দিন খুশি থাকুন, দেখুন আমরা কেমন কাজ করছি’। বিধান রায় হেসে বললেন, ‘বড্ড দেরি করে ফেলেছেন আপনারা। এত বয়েসে আর কি যাওয়া হয়। কবে মরে যাব’। ক্রুশ্চেভ গম্ভীর ভাবে বললেন, ‘মরে গেলে লাল ফৌজ কুচকাওয়াজ করে আপনাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে’। এই বার বিধান রায় বললেন, ‘না ভাই আমি কোনও গডলেস কান্ট্রিতে মরতে চাই না’।
ক্রুশ্চেভ অবাক হয়ে বলেন, ‘সেকি! ডাক্তার, তুমিতো বিজ্ঞান মানো, ঈশ্বরও মানো? দেখেছ কখনও ঈশ্বরকে’? বিধান রায় বললেন, ‘আপনি কি কখনও বিদ্যুৎ দেখেছেন’? ক্রুশ্চেভ বললেন, ‘না তা দেখিনি, কিন্তু সেই শক্তির প্রভাবে এই লঞ্চ চলছে, ওই আলো জ্বলছে’, এসব হল ওই বিদ্যুৎ শক্তির ফলিত প্রকাশ। বিধান রায় বললেন,‘ আমিও সেই ফলিত প্রকাশ দেখেই ঈশ্বরে বিশ্বাস করি’।
এর পরও দু’জনে অনেক আলোচনা হল ঈশ্বর নিয়ে। ক্রুশ্চেভ বিধান রায়ের সঙ্গে কথা বলে এতটাই অভিভূত হয়েছিলেন যে দেশে ফিরে তিনি বিধান রায়ের জন্য একটি বিশেষ বিমান উপহার দিতে চাইলেন। বিধান রায় তাঁকে লিখলেন, ‘আমার কী আর এরোপ্লেন নিয়ে খেলার বয়স আছে! আপনি বরং আমাদের মেডিক্যাল কলেজের জন্য কিছু আধুনিক যন্ত্রপাতি পাঠান’।
কিছু দিনের মধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজে এসে পৌঁছেছিল সেই সব আধুনিক চিকিৎসার যন্ত্র-পাতি।যা স্নাতকোত্তর মেডিক্যাল শিক্ষায় কাজে লেগেছিল।এই জন্যই বুঝি তিনি ডঃ বিধান রায় ! আধুনিক বাংলার রূপকার ! নমস্য ব্যক্তিত্ব i
যাত্রাপথে দুই সোভিয়েত নেতার সঙ্গে বিধান রায়ের যে কথা হয়েছিল, সে কথা বিধান রায়ের কাছে শুনে অশোককৃষ্ণ দত্ত লিখেছিলেন ‘এক মহান ব্যক্তিত্ব’ রচনাটি। যা পরে নথিবদ্ধ করেন অশোককুমার কুণ্ডু তাঁর ‘ডাঃ বিধানচন্দ্র রায়’ জীবনীমূলক বইটিতেi

আজ ডাঃবিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন।

শুভ ডাক্তার দিবস। করোনা কালে এরাই ঈশ্বরi

লেখনীতেঃ ইন্দ্রানী চক্রবর্তী

30/06/2022

National Doctors' day theme 2022 is = "Family Doctors on the front line "

Happy National Doctors'

30/06/2022

#নার্সিং #স্টুডেন্ট জীবনের কিছু অপ্রিয় কিছু সত্যি কথা বলবো কাল, এতে অনেক গায়ে লাগতে পারে
😀😀😀

নার্সThe Heartof Hospital 30/06/2022

আমাদের Whatsapp গ্রুপ link
- https://chat.whatsapp.com/HccbySzpkvw4S9iFO9yJW9
গ্রূপের কিছু নিয়োম

This group is open for all , so obey following Instructions
1. Only Nursing Candidates allowed
2. No Personal Attack
3. Dont abuse anyone
4. Maintain Discipline
5. Discuss only for Nursing related topic
6. Do not argue Group
7. No Personal Chat in Group
8. Dont share any external links & ads
9. Dont spam this group
10. Keep you message respectful to all
11. Maintain the Purpose of this group
12. Members will be removed without warning for inappropriate behaviour

নার্সThe Heartof Hospital WhatsApp Group Invite

Photos from নার্স- “The Heart of Hospital”'s post 29/06/2022

6th Colclave 2022

● ●

Nursing Science & Practice In New Normal

AMRI Hospitals , Charnock Healthcare
Apollo Hospitals NH Rabindranath Tagore Hospital, Mukundapur, Kolkata. Narayana Health HealthWorld Hospitals
এই হসপিটাল গুলির কেউ #নার্সিং স্টাফ আছো ?

27/06/2022

Nurses Unity

Photos from নার্স- “The Heart of Hospital”'s post 27/06/2022

মাননীয়া মুখ্যমন্ত্রী Mamata Banerjee ও #রেনু

27/06/2022

সবার নিজস্ব মোবাইল থেকে নার্সিং স্টুডেন্ট জীবনের একটা ছবি তুলে ধরেন আমাদের পেজে কমেন্ট এর মাধ্যমে

26/06/2022

Nursing is combination of arts and sciences ♥️
Heart is combination of love and blood circulation ♥️

Post- Riti

24/06/2022

তারিখ: 24.06.2022
মেমো নম্বর: 1456/HFW-53024/36/2022-HRB
নোটিশ
20.05.2022 এবং 21.05.2022 তারিখে পূর্ববর্তী প্রকাশিত প্যানেল বাতিল করা হয়েছে ।
আজকের প্রকাশিত প্যানেল লিংক → https://www.wbhrb.in/result-for-panel-candidates

23/06/2022

For GNM BSC & PB BSC Nursing student..
http://164.164.119.144:8025/

22/06/2022

Overall Performance of all eligible candidates including those who are selected in the Panel

21/06/2022

আজ #পূর্ব_বর্ধমান জেলা #মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দফতরে কাজে যোগদান করে #রেনু

ভিডিও → ABP Ananda

Videos (show all)

যে দিন আমার #MORNING_Duty তখনআমি : -শুধু  আমি না এমন করি , আপনারা কি করেন #মর্নিং_ডিউটি থাকলে  কমেন্ট বক্সে জানাবেন 😅😅
আমি কি একাই অপেক্ষা করছি 😅😅😅😁😁😁 #share  plz 😊😊কমেন্ট বক্সে অবশ্যই জানাবে 😊😊
#handwashingsteps#prenatalyoga#safehandssafelifeKeep calm and wash your hands
#সি_সি_ইউ_থেকে_লিখছি:প্রিয়াঙ্কা অধিকারী ✍ -সেই  ভোররাতের হাসপাতালের  কাঁচেরঘর,-শুধুই অসুস্থ  মানুষের যোগবিয়োগের সমাহার, ...
♥️ #নার্সিং_স্টুডেন্ট জীবনVideo - ঈশিকা
আজ #পূর্ব_বর্ধমান জেলা #মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দফতরে কাজে যোগদান করে #রেনুভিডিও → ABP Ananda
I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!Ayesha Khatun, Anamika Mandal, Tu...
কখনো বলা হয়নি বাবা তোমায় ভালোবাসি। Happy Father's Day 💖_
ভাল্লাগে নাহ......🥴🥴
Police কে Confuse করে দিয়েছে🤣🤣🤣কর্ম- ধর্ম সংকট😆ভিডিও → Ram Dawn

Website