HSC 2025 Batch

HSC 2025 Batch

SSC Batch 2023 Science This page only for helping SSC students by taking right information. It has created few months ago only for targeting ssc 2023 students.

Nowadays, they are not feeling academic study. But It should be scale down. GPA or CGPA doesn't matter when you are learning anything specialist. Thanks.

12/05/2024

আজ, ১২ই মে। বেলা ১১টায় এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হবে।

অনেকের হয়তো আশানুরপ ফলাফল আসবে না, আবার অনেকের হয়তো Expectation এর চেয়ে ভালো ফলাফল আসবে।

তোমাদের যাদের Expectation এর বাহিরে যদি ফলাফল আসে, তাহলে এটা নিয়ে দুঃচিন্তা করার কিছুই নেই। কারণ, এটা নিয়ে দুঃচিন্তা করতে গেলে মানসিকভাবে যে চাপটুকু পড়বে তা জীবনের কোনো দিক থেকেই নিজেকে এগোতে দিবে না। ফলাফল কী আসে দেখো, ধীরস্থির হয়ে, চিন্তাকে একটা জায়গায় ফোকাস করো। কে কী বলবে সেটা নিয়ে চিন্তা করো না।

এই জন্য আল্লাহর স্মরণই মানসিক দুঃচিন্তার অবকাশ দিবে।

‘‘শক্তিশালী মুমিন আল্লাহর নিকট দুর্বল মুমিনের চেয়ে ভাল ও প্রিয়। তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ রয়েছে। যে জিনিষ তোমার উপকার করবে, তা অর্জন করার জন্য আগ্রহী হও এবং আল্লাহর কাছেই সাহায্য চাও। আর এ রকম যেন না হয় যে, তাকদীরের উপর ভরসা করে হাত গুটিয়ে অপারগ-অক্ষম হয়ে বসে থাকবে। কল্যাণকর ও উপকারী জিনিষ অর্জনে সর্বোচ্চ চেষ্টা করার পরও যদি তোমার উপর কোনো বিপদ এসে পড়ে, তবে কখনও এ কথা বলোনা, আমি যদি এ রকম করতাম, তাহলে অবশ্যই এমন হতো; বরং তুমি বলো, আল্লাহ যা তাকদীরে রেখেছেন এবং তিনি যা ইচ্ছা করেছেন তাই হয়েছে। কেননা যদি কথাটি শয়তানের জন্য কুমন্ত্রণার পথ খুলে দেয়’’। (সহিহ মুসলিম)

ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমি একদা (সওয়ারীর উপর) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে (বসে) ছিলাম। তিনি বললেন, ওহে কিশোর! আমি তোমাকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শিক্ষা দেব (তুমি সেগুলো স্মরণ রেখো)। তুমি আল্লাহর (বিধানসমূহের) রক্ষণাবেক্ষণ কর (তাহলে) আল্লাহও তোমার রক্ষণাবেক্ষণ করবেন। তুমি আল্লাহর (অধিকারসমূহ) স্মরণ রাখো, তাহলে তুমি তাঁকে তোমার সম্মুখে পাবে। যখন তুমি চাইবে, তখন আল্লাহর কাছেই চাও। আর যখন তুমি সাহায্য প্রার্থনা করবে, তখন একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা কর।

আর এ কথা জেনে রাখ যে, যদি সমস্ত উম্মত তোমার উপকার করার জন্য একত্রিত হয়ে যায়, তবে ততটুকুই উপকার করতে পারবে, যতটুকু আল্লাহ তোমার (ভাগ্যে) লিখে রেখেছেন। আর তারা যদি তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়ে যায়, তবে ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার (ভাগ্যে) লিখে রেখেছেন। কলমসমূহ উঠিয়ে নেওয়া হয়েছে এবং খাতাসমূহ (ভাগ্যলিপি) শুকিয়ে গেছে। (তিরমিযী ২৫১৬)

28/03/2023

আর এক মাস পরে এসএসসি পরীক্ষা।
সাজেশন দেওয়া কী উচিত?

28/01/2023

Subject: SSC Biology Chapter 1 All MCQ: (50)

১. ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে আনুমানিক সংখ্যা কত দাঁড়াবে?
ক) প্রায় এক কোটি
খ) প্রায় দেড় কোটি
গ) প্রায় দুই কোটি
ঘ) প্রায় আড়াই কোটি
সঠিক উত্তর: (ক)

২. প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞানকে কী বলে?
ক) Agriculture
খ) Soil science
গ) Embryology
ঘ) Ecology
সঠিক উত্তর: (ঘ)

৩. পৃথিবীর প্রথম জীবের আগমনের পূর্বে কোন বিজ্ঞানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল?
ক) উদ্ভিদবিজ্ঞান
খ) প্রাণিবিজ্ঞান
গ) প্রকৃতি বিজ্ঞান
ঘ) জীববিজ্ঞান
সঠিক উত্তর: (ঘ)

৪. রক্ত সংবহনতন্ত্র পেশিতে রক্তের মাধ্যমে জোগান দেয়-
i. অক্সিজেন
ii. পুষ্টি
iii. খাদ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫. কেমোসিনথেটিক বা ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে কোন রাজ্যের জীব?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফাইজাই
ঘ) প্লানটি
সঠিক উত্তর: (ক)

৬. জীববিজ্ঞানের জনক কে?
ক) লিনিয়াস
খ) অ্যারিস্টটল
গ) থিওফ্রাসটাস
ঘ) ডাল্টন হুকার
সঠিক উত্তর: (খ)

৭. ক্যারোলাস লিনিয়াস তার Systema Naturac নামক গ্রন্থে-
i. দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন
ii. গণ ও প্রজাতির সংজ্ঞা দেন
iii. জীবজগতকে ৫টি রাজ্যে ভাগ করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. এদের বৈশিষ্ট্য হলো-
i. ক্লোরোপ্লাস্ট বর্তমান
ii. কোষ বিভাজন মিয়োসিস
iii. খাদ্য গ্রহণ শোষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৯. Whittaker Five kingdom-এর প্রস্তাব করেন কত সালে?
ক) ১৯৮৫ সালে
খ) ১৯৭৫ সালে
গ) ১৯০৩ সালে
ঘ) ১৯৬৯ সালে
সঠিক উত্তর: (ঘ)

১০. অ্যারিস্টটল খ্রীষ্টপূর্ব কত সালে জন্ম গ্রহণ করেন?
ক) ৩৮১
খ) ৩৮২
গ) ৩৮৩
ঘ) ৩৮৪
সঠিক উত্তর: (ঘ)

১১. কোনটি এককোষী প্রোক্যারিওটিক জীব?
ক) Protista
খ) Plantae
গ) Monera
ঘ) Animalia
সঠিক উত্তর: (গ)

১২. শ্রেণিবিন্যাসের মৌলিক একক কোনটি?
ক) গণ
খ) গোত্র
গ) উপ-প্রজাতি, গণ, গোত্র
ঘ) প্রজাতি
সঠিক উত্তর: (ঘ)

১৩. বনসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান কোনটি?
ক) ফিশারিজ
খ) মৃত্তিকা বিজ্ঞান
গ) ফরেস্ট্রি
ঘ) বায়োকেমিস্ট্রি
সঠিক উত্তর: (গ)

১৪. Nymphea nouchali কোন পরিবেশে জন্মায়?
ক) স্থলজ পরিবেশে
খ) জলজ পরিবেশে
গ) মরুজ পরিবেশে
ঘ) লবণাক্ত জলজ পরিবেশে
সঠিক উত্তর: (খ)

১৫. টমাস কেভলিয়ার কত সালে প্রোটিস্টা জগতকে ভাগ করেন?
ক) ২০০১
খ) ২০০২
গ) ২০০৩
ঘ) ২০০৪
সঠিক উত্তর: (ঘ)

১৬. অ্যানিম্যালিয়া রাজ্যভুক্ত জীবদের অনন্য বৈশিষ্ট্য কোনটি?
ক) বহুকোষী
খ) হেটাট্রাফিক
গ) প্লাস্টিডহীন
ঘ) ভ্রূণস্তর সৃস্টি
সঠিক উত্তর: (গ)

১৭. জীবের প্রাণ রাসায়নিক কার্য প্রণালি, রোগ ইত্যাদি কোন শাখার আলোচ্য বিষয়?
ক) Physiology
খ) Chemistry
গ) Biochemistry
ঘ) Biotechnology
সঠিক উত্তর: (গ)

১৮. বহুকোষী শৈবালের বৈশিষ্ট্য কোনটি?
ক) খাদ্য গলাধঃকরণ করে
খ) এককোষী জীব
গ) এরা উদ্ভিদ বা প্রাণী নয়
ঘ) নিজে খাদ্য তৈরি করতে পারে
সঠিক উত্তর: (ঘ)

১৯. ফানজাই রাজ্যের জীবগুলো-
i. মৃতজীজী ও পরজীবী
ii. কাইটিন বস্তু দিয়ে গঠিত কোষপ্রাচীরবিশিষ্ট
iii. সালোকসংশ্লেষণে সক্ষম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২০. তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়?
ক) ভৌত জীববিজ্ঞান
খ) ফলিত জীববিজ্ঞান
গ) উদ্ভিদবিজ্ঞান
ঘ) প্রাণিবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)

২১. কোষের গঠন, কার্যাবলি ও বিভাজন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
ক) Morphology
খ) Anatolmy
গ) Histology
ঘ) Cytology
সঠিক উত্তর: (ঘ)

২২. কেভলিয়ার স্মিথ জীবজগৎকে মোট কয়টি রাজ্যে ভাগ করেছেন?
ক) ৬
খ) ৫
গ) ৪
ঘ) ৩
সঠিক উত্তর: (ক)

২৩. কোন বিজ্ঞানে জীবনহীন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়?
ক) ভৌত বিজ্ঞানে ও জড়বিজ্ঞানে
খ) পরিবেশ বিজ্ঞানে
গ) জীববিজ্ঞানে ও জড়বিজ্ঞানে
ঘ) কৃষি বিজ্ঞানে ও ভৌত বিজ্ঞানে
সঠিক উত্তর: (ক)

২৪. টমাস কেভলিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন?
ক) অক্সফোর্ড
খ) স্টামফোর্ড
গ) নিউইয়র্ক
ঘ) ক্যালিফর্নিয়া
সঠিক উত্তর: (ক)

২৫. দ্বিপদ নামের দ্বিতীয় অংশটি কী?
ক) প্রজাতি
খ) গণ
গ) রাজ্য
ঘ) শ্রেণি
সঠিক উত্তর: (ক)

২৬. প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি?
ক) জীববিজ্ঞান
খ) কৃষিবিজ্ঞান
গ) উদ্যানবিজ্ঞান
ঘ) উদ্ভিদবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)

২৭. ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম কী?
ক) Plasmodium vivax
খ) Vibrio cholerae
গ) Apis indica
ঘ) Copsychus saularis
সঠিক উত্তর: (ক)

২৮. ক্যারোলাস কোন দেশের অধিবাসী ছিলেন?
ক) সুইডেন
খ) স্পেন
গ) গ্রিক
ঘ) ইংল্যান্ড
সঠিক উত্তর: (ক)

২৯. “শোষণ” পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে কোন রাজ্যভুক্ত জীবেরা?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফানজাই
ঘ) প্লানটি
সঠিক উত্তর: (ক)

৩০. ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?
ক) শ্বেতসার ও আমিষ
খ) আমিষ ও স্নেহ পদার্থ
গ) স্নেহ পদার্থ
ঘ) ভিটামিন ও খনিজ পদার্থ
সঠিক উত্তর: (ঘ)

৩১. জীববিজ্ঞানের স্বতন্ত্র শাখা নিচের কোনটি?
ক) জীবপরিসংখ্যান বিদ্যান
খ) অঙ্গসংস্থান বিদ্যা
গ) শারীরবিদ্যা
ঘ) শ্রেণিবিন্যাস বিদ্যা
সঠিক উত্তর: (ঘ)

৩২. Monera কিংডমের রিকম্বিনেশন-
i. একমুখী
ii. দ্বিমুখী
iii. ভাইরাস নিয়ন্ত্রিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৩. জীব পরিসংখ্যান বিষয়ক শাখা কোনটি?
ক) Biostatistics
খ) Statistics
গ) Soil science
ঘ) Botany
সঠিক উত্তর: (ক)

৩৪. মনেরা রাজ্যের জীবদের কোষে অনুপস্থিত-
i. রাইবোসোম, ক্রোমাটিন বস্তু
ii. প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া
iii. এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিওলাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৫. জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)

৩৬. প্লাস্টিডবিহীন জীব- i. প্রথম নমুনা ii. দ্বিতীয় নমুনা iii. চতুর্থ নমুনা নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৭. জড় পদার্থের গুণাগুণ কোন শাখায় পর্যালোচনা করা হয়?
ক) প্রাণিবিজ্ঞান
খ) উদ্ভিদবিজ্ঞান
গ) চিকিৎসাবিজ্ঞান
ঘ) পদার্থবিজ্ঞান ও রসায়ন
সঠিক উত্তর: (ঘ)

৩৮. হুইটটেকার কত সালে ফাইভ কিংডম পদ্ধতি প্রস্তাব করেন?
ক) ১৯৬৬
খ) ১৯৬৭
গ) ১৯৬৮
ঘ) ১৯৬৯
সঠিক উত্তর: (ঘ)

৩৯. কোনটি বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা?
ক) অণুজীববিজ্ঞান
খ) জীববিজ্ঞান
গ) মৎসবিজ্ঞান
ঘ) মৃত্তিকাবিজ্ঞান
সঠিক উত্তর: (খ)

৪০. পেশিতে O2, পুষ্টি ও শক্তি যোগায় কোনটি?
ক) পরিপাকতন্ত্র
খ) পৌষ্টিকতন্ত্র
গ) শ্বসনতন্ত্র
ঘ) রক্ত সংবহনতন্ত্র
সঠিক উত্তর: (ঘ)

৪১. ICBN স্বীকৃত শ্রেণিবিন্যাসের ধাপসমূহ বড় থেকে ছোট ক্রমধারায় নিম্নরূপ-
ক) Kingdom>Phylum>Class>Order>Family>Genus>Species
খ) Phylum>Class>Order>Family>Genus>Species
গ) Class>Phylum>Order>Family>Genus>Species
ঘ) কোনটিই সঠিক নয়
সঠিক উত্তর: (ক)

৪২. মাশরুমের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত?
ক) লিপিড
খ) লিগনিন
গ) কাইটিন
ঘ) সুবেরিন
সঠিক উত্তর: (গ)

৪৩. শ্রেণিবিন্যাসের লক্ষ্য মূলত কয়টি?
ক) একটি
খ) দুটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

৪৪. বিরূপ পরিবেশে জীবের অস্তিত্ব রক্ষায় কোনটির ভূমিকা অপরিসীম?
ক) চিকিৎসাবিজ্ঞান
খ) কৃষিবিজ্ঞান
গ) মৃত্তিকা বিজ্ঞান
ঘ) জীববিজ্ঞান
সঠিক উত্তর: (ঘ)

৪৫. জীববিজ্ঞানের ভৌত শাখা হলো-
i. কীটতত্ত্ব
ii. কোষবিদ্যা
iii. শারীরবিদ্যা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৬. দেহে জটিল টিস্যুতন্ত্র থাকে কোন রাজ্যে?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফানজাই
ঘ) অ্যানিমেলিয়া
সঠিক উত্তর: (ঘ)

৪৭. Applied Biology এর অন্য নাম-
i. মৌলিক জীববিজ্ঞান
ii. ভৌত জীববিজ্ঞান
iii. ফলিত জীববিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪৮. এন্ডোক্রাইলোলজিতে কী নিয়ে আলোচনা করা হয়?
ক) এনজাইম
খ) হরমোন
গ) যকৃত
ঘ) কোষ
সঠিক উত্তর: (খ)

৪৯. এককোষী প্রাণীরা বেঁচে থাকার জন্য ব্যবহার করে-
i. অক্সিজেন
ii. পুষ্টি
iii. শক্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫০. অ্যারিস্টটল ছিলেন?
ক) দার্শনিক
খ) চিকিৎসক
গ) শিক্ষক
ঘ) সাহিত্যিক
সঠিক উত্তর: (ক)

27/12/2022

এপ্রিলের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা

SSC-2023, আগামী বছরের এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে হবে।

এছাড়াও ফরম পূরণের নির্দিষ্ট ফ্রি এবং ডিসেম্বর মাসের ৩১ তারিখের পরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা আদায় করতে পারবে না। করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

- ঢাকা শিক্ষাবোর্ড

#এসএসসি

Photos from HSC 2025 Batch's post 13/12/2022

প্রিয়ো কুমিল্লা বোর্ডের সকল শিক্ষার্থীবৃন্দ, সকল বোর্ডের ফরম ফিলাপের নোটিস প্রকাশিত হয়ে গেছে। আগামী ১৮ তারিখ থেকে ফরম ফিলাপ সকল স্ব-স্ব বিদ্যালয়ে এটার কার্যক্রম শুরু হবে।
পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও এবং এবারে তোমার সর্বোচ্চটা দিয়ে ভালো ফলাফলের চেস্টা করো।

12/12/2022

ঢাকা বোর্ড হতে শিক্ষার্থীদের SSC-2023 এর জন্য ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অন্যন্য বোর্ডসমূহ ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এই জন্য শিক্ষাবোর্ড গুলা অফিসিয়াল ওয়েবসাইটে নজর দিন।
https://dhakaeducationboard.gov.bd/data/20221211142829172991.pdf

11/12/2022

প্রিয় ভাইয়া ও আপুরা, আমাদের পরীক্ষা কিন্তু ১০০ মার্ক্সে পূর্ণর্বিন্যাসকৃত সিলেবাসেই হবে। অনলাইন থেকে ভুল তথ্য মাথায় না নিয়ে ভালোকরে পড়ালেখা করো, সময় খুব কমই। আর শিক্ষা বোর্ড থেকে এখনো কোনো ধরনের আপডেট আসেনি। আসলে তোমাদের জানিয়ে দেওয়া হবে।

30/11/2022

যে ৩ মাসের পরিকল্পনা তোমাকে ১ সপ্তাহ পর্যন্ত মেনে চলতে সাহায্য করে না তাহলে এটা কি ধরণের পরিকল্পনা?

সবাইকে বলতেছি এই নিচের লেখাগুলা খুবই গুরত্বপূর্ণ, আশা করি সম্পূর্ণ পড়বেন। ইনশাল্লাহ কিছুটা হলেও উপকৃত হবেন। গল্পের চলে পড়ার চেস্টা করবেন।

" What is the value of motivation? - There is not value of motivation if you ho not have any action. Your action should be such that there is not need to look back" - Hr Meheraj

⊳ আমরা আমাদের জীবনে অনেক মোটিভেশন পেয়ে থাকি, কিন্তু এখানে কোনো Motivation to Action না থাকে তাহলে পৃথিবীর কোনো মোটিভেশনের মূল্য নেই। Motivation নিয়ে Google এ প্রায় 737 Million কনেন্ট সার্চ রেজাল্টের Display করে এবং Popular Video Share Website - Youtube এ 19 Million+ ভিডিও রয়েছে।

✔️ যাক বাদ এখন কিছু পড়াশোনা ও টাইম মানেজমেন্ট নিয়ে আলোচনা করবো যেটা আমাকে একটু না বরং অনেকটুকুই হেল্প করেছে।

⓵ 5 Second Rule,
----- আমরা অনেকেই আছি যারা গরম পানি দিয়ে গোসল করি, তবে আমি ঠান্ডা পানি দিয়েই করি। শীতকালে যখন আমরা পুকুর ঘাটে গিয়ে অনেক সময় পার করে ফেলি কারণ আস্তে ধীরে নামবো নামবো বলে চিন্তা করি, কারণ পানি অনেক ঠান্ডা 😂, এজন্য আমি কী করি সেটাই আগে বলি - উপরের ৫ সেকেন্ডের রুল থেকে 5,4,3,2,1........... যা হইবার হইবো দিছি লাপ, আরে ঠান্ডাতো আর লাগতেছে না, এভাবে খুব সহজে ২-৫ মিনিটের মধ্যে গোসল সম্পন্ন করা যায়।
কিভাবে এটা আপ্লাই করবো, জাস্ট মনে মনে অথবা মুখে মুখে বলবো 5,4,3,2,1........ Get started ( Bismillahir Rahmanir Rahim ) ❤

⓶ 20/5 Promodoro Rule :
----- কোনো কিছু পড়ার জন্য মনোযোগী হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমি যেটা করি সেটা হচ্ছে ২০ মিনিট পড়বো একদম ফোকাসে। ২০ মিনিট যাওয়ার পরে ৫ মিনিট ব্রেক তাহলে অথবা ২৫ মিনিট পড়ে ৫ মিনিট ব্রেক। এরকম সবই গুরুতপূর্ণ। সেই ৫ মিনিটে দুনিয়ার যে কোনো কিছুই করা যায়, তবে এই ছোট বয়সের অভিজ্ঞতা থেকে বলতেছে সোসাল মিডিয়ার ইউজের কারণে মানুষের বিভিন্ন ধরণের রিয়াকশন দেখে মনোযোগ হারিয়ে ফেলে যা আপনারে পরবর্তী সকল প্রোমোডোরো স্টেজে বাধা দিবে। ফলে মনোযোগী হওয়া আর যায় না। এই ধাপে আমারো উচিত ২-৩ মিনিট হাটা এবং কুরআনের কয়েকটা আয়াত পড়ে ফেলা। কুরআনের একটি মিরাকল হলো এটা তেলাওয়াতের মধ্যমে ব্রেনে আলপা নির্গত হয় ফলে আমরা আরো বেশি মনোযোগী হতে পারি।
কিভাবে এটা আপ্লাই করবো? আমি জাস্ট ইউজ করি pomofocus .io ওয়েবসাইট, এছাড়াও মোবাইলে অনেক আপ'স আছে যেমন - Focus Todo : Pomodoro & Task

⓷ 3 Minutes Rule :
----- এটার প্রয়োগ আমাদের জীবনে খুবই কম, যেকোনো সমস্যায় পড়লে আমরা পরবর্তীর জন্য রেখে দেয়। যা মোটেও ঠিক নয়, এজন্য আমাদের উচিত ৩ মিনিটের মধ্যে আমাকে সিদ্বান্তে আস্তে হবে এবং সমস্যার উপায় খুজতে প্রস্তুত হয়ে যাওয়া। যেমন পড়ার ক্ষেত্রে অনেকেরই বোরিং লাগে এই বোরিং পড়া মনের সাথে জিহাদ করে বলতে হবে আমি ১ ঘন্টা না, শুধু ৩ মিনিট পড়বো। দেখা যাবে ৩ মিনিটের পড়ার মধ্যে পড়ার প্রতি একটি মায়া জন্মায় যাবে।

⓸ 80/20 Vice Versa Rule :
---- যার মানে কোনো কিছু ২০% পড়বেন আর সেখান থেকে ৮০% অনুধাবন করবেন। ছোট্ট একটি উদাহরণ দেই - কোনো একটি পেজের দুই লাইন বাক্য আছে যা তুলনামূলক সূত্রের মত, কিংবা একটু কঠিন যেমন কবিতার লাইন। কেউ যদি এই দুই লাইন থেকে অনুধাবন করে নিজের থেকে আরো ৮ লাইন লিখতে পারে সেটার হচ্ছে 80/20 Vice Versa Rule. ( আমার রুল ). That's means less input and more output.

⑤ Writing in Exam Rule 😃 :
---- নাম শুনে কারো কারো হাসি আসতে পারে, কিছু মনে করবেন না। এটা হচ্ছে আমার রুল পরীক্ষার মধ্যে নিজের সর্বোচ্চ দেওয়া, যাই পারি তাই লিখে দিয়ে আসি। কারণ শিক্ষক তো জানে না আপনি কী কী পারেন। পরীক্ষাটা কিন্তু কী পারেন সেটা যাচাইয়ের জন্যই নেওয়া হয়। তাই শিক্ষকে মূল্যয়ন আপনার খাতার লেখার সাথে কথা বলবে। তবেই তো শিক্ষক বুঝবে আপনি আসলেই পারেন। অনেকেই এটা প্রমাণ করতে পারে না, শুধু সারাবছর ধরে পড়ালেখা করতে জানে। মনে রাখবেন ভালো ছাত্ররা শুধু একাডেমিক পড়ালেখা না আরো অন্যন্য বিষয়েও পারদর্শি থাকে। ( কিন্তু আমি হয়তো ভালো ছাত্র না 😇 ) কখনোই পরীক্ষায় নকল করিয়ো না। আমার মতে নকল ১০ এ ১০ পাওয়া আর আন্দাজে লিখে ১০ এ ০ পাওয়াই অধিক ভালো। আন্দাজেও লিখবার কাম নাই, ভালোকরে পড়ালেখা করতে হবে। একটু ট্রিকি ওয়েতে।

⓺ Smart Hard Worker Rule :
---- আমার মন থেকে যা মনে আসতেছে সবকিছু রুল বলে চালাই দিচ্ছি 😃 😃 Hehe.. আরে মূল কথায় আসি - শুধু গাদার মত পড়লেই তাকে পরিশ্রমী বলা যায় না, বরং আমি মনে করি ৬০ মিনিটের মধ্যে ৩০ মিনিট পড়ে আর ৩০ মিনিট চিন্তা করাটাই হলো Smarter and Hard Worker. চিন্তা ব্যতিত কোনো লাভে হয় না। Theoretical physicist
Albert Einstein বলেন - "If I had an hour to solve a problem I'd spend 55 minutes thinking about the problem and five minutes thinking about solutions."

⑦ Active Recalling Rule :
----- আজকার সবাই মুখস্ত বিদ্যার উপর বেশি গুরুতর ফলে মুখস্তো করতে পারে না। না বুঝে মুখস্ত করা আর শীত কালের ঠান্ডা বরফ পানিতে হাবুডুবু খাওয়ার সমান। তাই যাই পড়তেছি নিজের মন থেকে বলতে হবে আসলে আমি এই বাক্যটি কি পড়েছি। এরকম একটি হাস্যকর উদাহরণ দি আগে - "চোর পুলিশকে ধরলো, চোর পুলিশ কে ধরলো" 😂 😂 , আসলে "পলিশই চোরকে ধরলো"। এভার বুঝচেন তো Active Recalling আসলেই কী? আশা করি বুঝবেন যাই পড়বেন বুঝে বুঝে পড়বেন।

⓼ Study Revision Rule :
---- যেকোনো কিছু ভুলে যাওয়াটা হচ্ছে Nature of our Human Life. প্রত্যেক মানুষের কোনো কিছু সহজে ভুলে যায়। কিন্তু মানুষতো একটি গান সহজে ভুলে না। কিন্তু পড়ালেখা দিতে আর কোনো কথা নেই এটা ভুলবেই। গান এবং সিনেরমার কাহিনী যে কিভাবে মনে রাখে আল্লাই ভালো জানে 😂। আচ্ছা বেশি না হেসে কথাই আসি কারণ মানুষ যে জিনিসের প্রতি Interested ফিল করে তা সহজে ভুলে না, যে জিনিসগুলা বারবার মনের মধ্যে ঘুরপাক খায় সে জিনিসগুলা ভুলা সবচেয়ে কঠিন। আমরা জাতি হিসেবে আসলে খুব টালেন্ট কারণ গান মনে রাখা অহেতুক যেটার মধ্যে জীবনে সফল হওয়া যায় না। আর পড়ালেখা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত যে কোনো পড়া বুঝে বুঝে পড়া আর কয়েকদিন পর পর রিভাইজ করা। কারণ ঘুরাইয়া ঘুরাইয়া পরীক্ষায় একই প্রশ্ন বার বার আস্তে থাকে। তাহলে হাজার হাজার প্রশ্ন আর গাইড পড়ে নিজের জীবনকে ধ্বংশ ছাড়া আর কিছুই করতেছেন না। হ্যা যারা এখনো এটার প্রতি অনুরাগ তাদের বলি আমার এই কথা শুনা লাগবে না। আপাতত এই পথেই থাকেন আর ভালো রেজাল্ট করেন ☺

⓽ Discovery Rule :
---- আরে আমি ডিসকভারি টিভি চ্যানেলের কথা বলতেছিনা। আমি বলতেছি যাই এই সময়টা হচ্ছে আমাদের আবিষ্কার করার সময়, যাই পারেন নিজের থেকে আবিষ্কার করতে শিখুন। তাহলে আর পিছনে তাকাতে হবে না। ফলাফল উপমাস্বরূপ এখানে আমি এক বসাতে কিছু Rule আবিষ্কার করে ফেলেছি। 😉

⓾ Humanity Rule :
---- একটি কলম যতই মুল্যবান হোক না কেন যদি তার মধ্যে কালি না থাকে তাহলে তার কোনো মুল্য নেই। তেমনিভাবে শিক্ষিত মানুষ যতই মর্যাদাবান হোক না কেন যদি মনুষত্ববোধ না থাকে তাহলে সেই মানুষটির মূল্য/মর্যাদা নেই।

উপরের বর্ণিত প্রথম দুইটা রুল সবারই জানা থাকার কথা কারণ উপরের দুইটা রুল আমার না। কিন্তু বাকি ৮ টা রুল সবি আমার। এখানে উল্লেখিত সব রুল আমি উল্লেখ করেছি মানে আমাকে আগামী তিন মাসে এগুলা মানতেই হবে। পাশাপাশি আপনাদের সাথেও সেয়ার করে রাখলাম আশা উপকৃত হবেন। আমার লেখার মাধ্যমে যদি আপনার একটি উপকৃত হয় তাহলে এটাই আমার Pleasure. ভুল হলে ২৪/৭ সংশোধনের জন্য প্রস্তুত।

📝 Writer : Habibur Rahman Meheraj ( Hr Meheraj)
⌚ Writing Duration : Around 1 Hours 45 Minutes ≈ 2 Hrs

29/11/2022

Alhamdulillah - I am the first #1

Here is my test exam result & my colleague

25/11/2022

আপনি কি কখনো হতাশ হয়েছেন?
- হতাশ হন নাই এরকম পাওয়া খুবই মুশকিল।
আল্লাহর কসম - এই পৃথিবীতে যে মানুষগুলা বেশি হতাশ হয় তারা নিশ্চয় আল্লাহর বিধি-বিধান ঠিক মত মানে নাই, কুরআনের সাথে ছিলো না কোনো সম্পর্ক। জীবনে প্রতিটা ক্ষণে বিভিন্ন রোল মডেলদের ( খেলোয়াড়, সিনেমার নায়ক নাইকার ) অনুসারী ছিলো। প্রয়োগ করে নাই তারা আমাদের Role Model বিশ্বনবী হযতর মুহাম্মদ সাঃ এর সর্বোত্তম আদর্শ।

আসলে আমরা সবাই মানুষ, হতাশ হওয়াটা খুব স্বাভাবিক ব্যপার এটা হতে পারে। অনেকেই হতাশা শব্দটা শুনে বলতে পারে এটা খুবই জঘন্য। আসলে আমি নিজেই উত্তর দি হতাশা দুই ধরণের যে হতাশা মানুষের Su***de এর দিকে নিয়ে যেতে পারে এরকম জঘন্য। এ ধরণের হতাশা আমার মতে তুলনামূলক কম ঘটে। আর অন্য যে হতাশা সেটা সবার হয়। বিশ্বাস না হলে এখনই বলতেছি- "কঠোর পরিশ্রম করে কোনো কিছু ইচ্ছে পূরণ না হলে, কিংবা অন্যকিছু তখন কোনো কিছুই ভালো লাগে না, মানসিকভাবে অনেক বিপর্যয় ঘটে, কান্না কিংবা দুঃখ কষ্টে বেশে যায়। মন চাইনা কোনো কিছু করতে। আবার কোনো কিছুর আসক্তিই তাকে হতাশার দিকে নিয়ে যায়"

তবে আমার ছোটখাটো হতাশা আমার নিজেরও মাঝেমধ্যে ঘটে। তার কারণ আমি Identify করে দেখেছি তখন আমি হয়তো কুরআন পড়তাম না, জেনে রাখুন কুরআনের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিরা কখনো হতাশ হয় না। হতাশাগ্রস্থ ব্যক্তিদের জন্য সুরা দুহা আছে, সুরা নাজম আছে। এগুলা পড়েন। আরেকটি কথা কুরআনটা এসেছে শুধুমাত্র পড়ার জন্য নয় বরং জানার জন্য, অনুধাবণ করার জন্য।

সুরা আলে-ইমরানের ১৩৯ নাম্বার আয়াতে আছে - "আর তোমরা নিরাশ হয়োনা ও বিষন্ন হয়োনা এবং যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমরাই বিজয়ী হবে।" যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট। মহান আল্লাহ ধৈর্যশীলদের পাশে সবসময় থাকেন এবং তাদেরকে ভালোবাসেন। যার ইমানের ঘনত্ব বেশি মহান আল্লাহ তায়ালা তাকে বেশি বেশি পরীক্ষা করেন। কারণ মুসলিম ২৯৫৬, তিরমিযি ২৩২৪ নং হাদিসে আছে - আবু হুরাইরা রাঃ হতে বর্ণিত রাসুল সাঃ বলেছেনঃ "এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত"

কাফের তারা যারা আল্লাহর বিধি-বিধানকে অস্বীকার করে, এই জন্যই তারা বেশিরভাগই হতাশ হয়। ( বলতে গেলে শেষ করা যাবে না, এতটুকুই থাক )

- কেউ যদি আল্লাহর অস্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি কামনা কর, তাহলে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবেন এবং মানুষের কাছেও তাকে অসন্তুষ্ট বানিয়ে দিবেন।

আর কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের অসন্তুষ্টিকে পরোয়া করো না, তাহলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন এবং মানুষের কাছে তাকে সন্তুষ্ট বানিয়ে দিবেন।"

অতএব, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, জ্ঞানী হতে হবে এবং যা জানো তাই ছড়িয়ে দিতে হবে। বেশি বেশি কুরআন পড়তে হবে। সর্বোপরি রাসুল সাঃ এর জীবন আদর্শ যদি কেউ অনুসরণ করে তার থেকে স্মার্ট ব্যক্তি আর কেউ হতে পারবে না, আচার-আচরণে সবচেয়ে ভদ্র হবে। খেলোয়াড়, নায়ক এগুলাকে জীবনের রোল মডেল বানাবে না। যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার চেয়ে বেশি স্মার্ট কে হতে পারে? স্মার্ট এই ব্যক্তিরা কখনোই হতাশ হতে পারে না। কারণ তাদের সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে, ইসলামের সাথে।

📝Hr Meheraj (me)
সর্বশেষ বলি এই বিষয়ে বলার আমার কোনো যোগ্যতা এখনো হয়নি। আপনার থেকে আমার লেখাটা ভালো না লাগলে ignore করতে পারেন।

22/11/2022

যতবেশি গাইডবই পড়বেন ততবেশি ধ্বংশের মুখে পড়ে যাবেন, বোর্ড বই বুঝে পড়ুন পরীক্ষার ভয় দূর করুন

21/11/2022

সবার কি অবস্থা?
SSC 2023 এর জন্য প্রস্তুতি নিচ্ছো?

02/10/2022
08/09/2022

cos²θ - sin²θ = 2 - 5cosθ
What is the value of θ?
Answer: \theta = 60°

Thanks for riching out

Videos (show all)

এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।
এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার জন্য নয়, জানার জন্য পড়ালেখা করতে হবে।