Astagfirullah

Astagfirullah

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Astagfirullah, Education Website, .

16/09/2022

আল্লাহর সন্তুষ্টি বেছে নেওয়ার নামই হলো তাকওয়া...!!!

16/09/2022

আসাধারন একটি শিক্ষনীয় গল্প

🤔 একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো।
মাত্র শুঁকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোন
পানি ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল। বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল।
বাঘ রেগে মেগে বলে, "কিরে হারামী তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখনতো দুজনেই
মরব রে।" গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে। আমি নিজেইতো বনের মালিক। গরু বলে তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে
আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক
এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল।
মূলকথাঃ আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেনো,
আমাদের মালিক ( আল্লাহ ) ঠিকই আমাদেরকে রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে।

আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন আমীন।

Photos from 𝐋𝐢𝐟𝐞 𝐋𝐢𝐧𝐞-লাইফ লাইন's post 11/08/2022

দোয়া কবুলের কিছু মুহূর্ত ||

05/08/2022

এদিক সেদিক ঘুরে দুদন্ড শান্তি খুঁজেছিলো এই কলুষিত হৃদয়। বারবার তছনছ হলো আশার প্রাচীর। শক্ত হাতে, চোখ রাঙিয়ে ওরা ভেঙে দিলো এই ছোট্ট মন। বুঝলো না মনের ব্যাথা, ব্যাথার কষ্ট। খুব করে বুঝিয়ে দিলো সবাইঃ ‘আমরা তোমার অন্তর প্রশান্ত করার ঠিকেদারির দায়িত্ব নিইনি বাপু!’
اَلَا بِذِکۡرِ اللّٰہِ تَطۡمَئِنُّ الۡقُلُوۡبُ
"....জেনে রেখো, আল্লাহর স্মরণের মাধ্যমেই দিলের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়।"
অন্তর হচ্ছে ছোট্ট একটি অবুঝ শিশুর মত, যে আধো আধো বোলে কথা বলে। বাবার কোল, মায়ের কোলেই তার যত প্রশান্তি। কেউ যখন তাকে সরিয়ে নেয় বাবা কিংবা মায়ের কোল থেকে, তখনই সে কান্না জুড়ে দেয়। এই কান্না ফিরে যাওয়ার। এই কান্নায় থাকে চাপা কষ্ট, বুকভরা বেদনা, নীড়ে ফেরার তীব্র আকাঙ্খা। বারবার ফুঁপিয়ে উঠে সে।
অন্তরের ব্যাপারটিও একদম একই রকম। আল্লাহকে ছেড়ে যখন গাইরুল্লাহকে অন্তরে বসানো হয় অন্তর তখন ছটফট করতে শুরু করে। অস্থিরতা যেন কমতেই চায় না। আল্লাহর কাছে ফিরে গেলেই যেন বাঁচে সে।
প্রশান্ত হৃদয় দাও প্রভু।
অন্তর থেকে গাইরুল্লাহকে সরিয়ে দাও প্রভু..

-সংগৃহীত 💙

05/08/2022

১)পর পর কয়েক সন্তান মারা যাওয়ার পর ছেলে হলে বড়শি পুড়ে তার কপালে দাগ দেয়া দরকার।
২)খাওয়ার সময় ঢেঁকুর আসলে অথবা খাবার আটকে গেলে কেউ তাকে স্মরণ করছে বা গালি দিচ্ছে মনে করা।
৩)কাকের ডাক বিপদের পূর্বাভাস মনে করা।
৪)শকূন ডাকলে বা দেখলে কেউ মারা যাবে, এটা মনে করা।
৫)মৃতের বাড়িতে ৩ দিন পযর্ন্ত মাছ-গোশত না খাওয়া, বাধ্যতামূলক নিরামিষ খাওয়া উচিত।
৬)পুরুষের বুকে লোম থাকা স্ত্রীকে ভালোবাসার পরিচায়ক মনে করা।
৭)নতুন জামাই বাজার না করা পর্যন্ত এক পদ দিয়ে খাওয়ানো।
৮) পাতিলে ভাত খেলে মেয়ে সন্তান জন্ম নেয়। ৯)কবরের খোদাইয়ের সময় প্রথম কোপের মাটি রেখে দেয়া।
১০)দাঁত উঠতে বিলম্ব হলে সাত বাড়ি থেকে চাল উঠিয়ে তা রান্না করে কাককে খাওয়ানো ও নিজেও খাওয়া।
১১)সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেয়ার আগ পর্যন্ত খাওয়ার জন্য কাউকে কোনো কিছু দেয়া নিষেধ।
১২) দাঁড়িপাল্লা কিংবা মাপার জিনিস পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে সেটাকে সালাম করতে হয়, না হলে ঘরের লক্ষ্মী চলে যায়।
১৩) হঠাৎ বাম চোখ কাঁপলে দুঃখ আসবে মনে করা।
১৪) ফলবান বৃক্ষ বা বাগানে মানুষের বদ নজর এড়াতে মাটির পাতিলে সাদাকালো রং মেখে তা ঝুলিয়ে রাখতে হয়।
১৫) স্ত্রীর নাকে নাক ফুল পরিধান স্বামীর জন্য মঙ্গলজনক মনে করা।
১৬) নতুন বউকে বাপের বাড়ি থেকে ধান এনে স্বামীর বাড়ির গোলায় রাখা।
১৭)ঢেঁকির ওপর বসে আহার করলে বউ মারা যায় বলে মনে করা।
১৮)নতুন গাড়ি যেমন বাস,ট্রাক কেনার পরে তাতে এই জন্য পুরাতন জুতা/স্যান্ডেল বা টায়ার ঝুলিয়ে রাখা যাতে কারোর নজর না লাগে।
১৯)যানবাহনে করে কোথাও যাওয়ার সময় সামনে দিয়ে কালো বিড়াল গেলে এক্সিডেন্ট বা ক্ষতি হতে পারে।
২০)গর্ভবতী মহিলারা কাচা মাছ বা মাংস হাত দিতে পারবে না। হাত দিতে হলে আগে সেটায় একটু আগুন দিতে হবে।

05/08/2022

আল্লাহর জান্নাতে কে না যেতে চায় ?? আল্লাহ আমাকেসহ সকল মুসলিমজাতিকে হেদায়েত দান করুন.. আমিন 🤲

Website