YPSA_Proyash

YPSA_Proyash

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from YPSA_Proyash, Non-Governmental Organization (NGO), House # F10 (P), Road # 13, Block-B Chandgaon R/A, .

Photos from YPSA_Proyash's post 23/08/2023

২৩ আগস্ট -২০২৩ সেভ দ্য চিলড্রেন, ইপসা এবং সিপ বাস্তবায়িত PROYASH || প্রকল্পের সমাপনী পর্বে ঢাকার গুলশানে অবস্থিত হোটেল আমারীতে Lessions Learnt & Experience Sharing Workshop অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও এফেয়ার্স ব্যুরোর মহাব্যবস্থাপনক (গ্রেড-১) এস কে মুহাম্মদ মুনিরুজ্জামান, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন ম্যানেজমেন্ট এর মহাব্যবস্থাপক প্রফেসর ড. নিজামুল করিম, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ উদ্দিন চোধুরী, পোগ্রাম এডভাইজার এম্বাসী ডেনমার্ক সৈয়দ মতিউল আহসান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের প্রফেসর আকতার মাহমুদ, বাংলাদেশ ইন্সটিটিউট অফ প্ল্যানার্স সভাপতি ফজলে রেজা সুমন, সেভ দ্য চিলড্রেন পরিচালক রিফাত বিন সাত্তার (গ্রান্ড মাস্টার, দাবা ) চট্টগ্রাম সিটি কর্পোরেশন 'র বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি, কাউন্সিলর মো. মোবারক আলী প্রমুখ। অনুষ্ঠানটি ৫ টি পর্বে বিভক্ত করা হয় proyash-|| Success & Good practice At glance, Evidence & Learning Sharing, Qustion & Answer Session, Policy Advocacy Takeaway, Speech from Guest. অনুষ্ঠানের শুরুতে ২ টি প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন ম্যানেজার (আরবান রেজিলিয়েন্স) ব্যাবস্থাপক সায়মন রহমান, সেভ দ্য চিলড্রেন এর উপ ব্যবস্থাপক মোকাদ্দেসা কাবেরী (মনিটরিং এন্ড ইভালুয়েশন)। অনুষ্ঠানে গত পাঁচ বছর (জুলাই ২০১৮ - জুন ২০২৩) চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সাভার পৌরসভায় গত ৫ বছর বাস্তবায়িত প্রয়াস-২ প্রকল্পের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডার ও উপকারভোগী প্রতিনিধির মতামত গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট কাজের স্থায়িত্বশীলতায় সেভ দ্য চিলড্রেন, এনজিও এপেয়ার্স ব্যুরো, বিআইপি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষে সেগুলোর যথাযথ প্রতিফলনে ভূমিকা রাখার আশ্বাস প্রদান করা হয়।

Photos from YPSA_Proyash's post 11/08/2023

ইপসা এবং সেভ দ্য চিলড্রেন (প্রয়াস-২ প্রকল্প) 'র মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪টি ওয়ার্ডে যথাক্রমে ৭ নং পশ্চিম ষোলশহর, ১৯ নং দক্ষিণ বাকলিয়া, ৮ নং শুলকবহর এবং ৪ নং চান্দগাঁও ওয়ার্ডে ২৪০ জন সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর বিভিন্ন ওয়ার্ড থেকে ৩৫০ জন নগর স্বেচ্ছাসেবক কে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে। উক্ত নগর স্বেচ্ছাসেবকগণ সাম্প্রতিক চট্টগ্রাম শহর সহ দক্ষিণ চট্টগ্রামে ( সাতকানিয়া/ লোহাগড়া) জলবদ্ধতা/জলজট ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে স্ব স্ব ওয়ার্ডের কাউন্সিলর, জনপ্রতিনিধি এবং সামাজিক উদ্যোগে ত্রাণ সহায়তা প্রদান করে। উল্লেখ্য যে গত কয়েক বছর যাবত এই নগর স্বেচ্ছাসেবকগণ যেকোনো ধরণের দুর্যোগ, দুর্বিপাকে ব্যাপক ভূমিকা পালন করে আসছে।

Chattogram's Everyday Heroes: Urban Community Volunteers (UCV) Unite to Confront Rainfall Crisis | YPSA 10/08/2023

https://ypsa.org/2023/08/chattograms-everyday-heroes-urban-community-volunteers-ucv-unite-to-confront-rainfall-crisis/

Chattogram is witnessing a remarkable display of community solidarity as relentless heavy rainfall over the past few days has caused significant flooding in various parts of the city.
In the wake of this crisis, the indomitable spirit of Chittagong’s urban community volunteers shines brightly. These volunteers, trained through YPSA_Proyash Projects implemented by YPSA with the support of Save the Children, have stepped up to play a pivotal role in addressing the situation. Focusing on areas prone to landslides, they have taken it upon themselves to ensure the safety of their fellow citizens. Using tools like loudspeakers and door-to-door visits, they are tirelessly disseminating crucial information about safety measures.

Chattogram's Everyday Heroes: Urban Community Volunteers (UCV) Unite to Confront Rainfall Crisis | YPSA Chattogram is witnessing a remarkable display of community solidarity as relentless heavy rainfall over the past few days has caused significant flooding in various parts of the city. The majority […]

Photos from YPSA_Proyash's post 05/08/2023

ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে চট্টগ্রাম শহরে পাহাড়ধ্বসের আশঙ্কা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসরত জনসাধারণ কে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষদের নিকট খাদ্য বিতরণে কাজ করছে চসিক আরবান কমিউনিটি ভলান্টিয়ার।

Photos from YPSA_Proyash's post 09/07/2023

আজ (০৯/০৭/২০২৩) চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রকোপ ঠেকাতে আরবান কমিউনিটি ভলান্টিয়ারদের সমন্বয়ে ১০০ দিনব্যাপী ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী।

Photos from YPSA_Proyash's post 26/06/2023

ইপসা এবং সেভ দ্য চিলড্রেন (প্রয়াস-২) প্রকল্পের সহযোগিতায় প্রণীত চসিক ৪ নং চান্দগাঁও ওয়ার্ড নগর "ঝুঁকি নিরূপণ প্রতিবেদন" (URA) এবং প্রকল্পাধীন ১০টি বিদ্যালয়ের "বিদ্যালয় নিরাপত্তা পরিকল্পনা" (SSP) চট্টগ্রাম সিটি কর্পোরেশন 'র প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, ৪ নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

Photos from YPSA_Proyash's post 20/06/2023

আজ ইপসা এবং সেভ দ্য চিলড্রেন বাস্তবায়িত প্রয়াস প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালায় অনুষ্ঠিত হয়। প্রকল্পের প্রজেক্ট অফিসার মুহাম্মদ আতাউল হাকিম এর পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চসিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মোবারক আলী, ইপসার পরিচালক ( সামাজিক উন্নয়ন) নাছিম বানু, সেভ দ্য চিলড্রেন এর ম্যানেজার (আরবান রিজালিয়েন্স) সায়মন রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুর রাজ্জাক, চসিক নগর পরিকল্পনাবিদ আব্দুলাহ আল ওমর প্রমূখ। এছাড়াও কর্মশালায় অংশগ্রহণ করেন প্রকল্পাধীন বিভিন্ন স্কুলের অধ্যক্ষ/প্রধান শিক্ষক, সাংবাদিক, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, আরবান কমিউনিটি ভলান্টিয়ার, নারী, শিশু, শিশু সাংবাদিক, স্টুডেন্ট কেবিনেট /কাউন্সিলের সদস্য, চট্টগ্রাম আরবান নেটওয়ার্ক ও বাংলাদেশ এলায়েন্স অফ ইয়ূথ 'র প্রতিনিধিবৃন্দ। কর্মশালার শুরুতে প্রয়াস-২ প্রকল্পের বিগত কার্যক্রমের উপর প্রেজেন্টেশন উপস্থাপন প্রকল্প সমন্বয়কারী সানজিদা আক্তার। এরপর প্রকল্পের স্টেকহোল্ডার ও উপকারভোগীদের সমন্বয়ে ৫ টি গ্রুপে বিভক্ত হয়ে যথাক্রমে ১। কমিউনিটি নির্ভর কার্যক্রম ২। নবীনগর আদর্শ বর্জ্য ব্যবস্থাপনা কমিউনিটি ৩। নগর ঝুঁকি হ্রাস ও প্রস্তুতি ৪। স্টেকহোল্ডার ও নেটওয়ার্কিং কার্যক্রম ৫। বিদ্যালয় নিরাপত্তা সম্পর্কিত গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সংশ্লিষ্ট কার্যক্রমের অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যত করণীয় নির্ধারণ করে। গ্রুপ ওয়ার্ক শেষে সেগুলো উপস্থাপন করেন মো: সরোয়ার আলম, ওবায়দুল ইসলাম, মো. বেলাল হোসেন, আনোয়ারা আলম, জাহানারা বেগম, আরিফুর রহমান, অবন্তি রায়।এরপর আলোচনা পর্বে প্রধান অতিথি শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন ইপসা এবং সেভ দ্য চিলড্রেন এর কার্যক্রম বেশ প্রশংসনীয়। তাঁর মধ্যে বেশকিছু কাজ চট্টগ্রাম নগরে ইতিবাচক ছাপ ফেলতে সক্ষম হয়েছে। নগর স্বেচ্ছাসেবক, আরবান কমিউনিটি ভলান্টিয়ার গঠন, নবীনগর আদর্শ বর্জ্য ব্যবস্থাপনা কমিউনিটি, মাল্টি হ্যাজার্ড কন্টিজেন্সি প্ল্যান, মেয়র পদক উল্লেখযোগ্য। এইসমস্ত কাজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর জন্য অনুসরণীয়। অন্যান্য বক্তারা প্রকল্পাধীন কাজগুলোকে স্ব-উদ্যোগে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Photos from YPSA_Proyash's post 16/06/2023

আইএনজিও ফোরামের আয়োজনে ৭ম আরবান ডায়লগ গত ১৪ জুন দিনব্যাপী ঢাকার লেকশোর হোটেলে অনুষ্ঠিত হয়। বিকালে ডায়লগের প্যারালাল সেশন Ensuring Basic services for Urban Community তে সভাপতি হিসেবে যোগ দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আবুল হাশেম, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, বন ও বস্তী উন্নয়ন কর্মকর্তা মইনুল হোসেন জয়।
এছাড়া ইপসার প্রকল্প সমন্বয়ক সানজিদা আক্তার, মনিটরিং অফিসার সৈয়দ মোহন উদ্দিনসহ ইপসা প্রয়াস-২ প্রকল্পের গ্রুপ মেম্বার যথা নগর স্বেচ্ছাসেবক, বাংলাদেশ অ্যালায়েন্স অফ ইয়ুথ প্রতিনিধি এবং কমিউনিটি প্রতিনিধিও ডায়লগে অংশ নেয়।
উল্লেখ্য, ডায়লগ অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয় এর মহাপরিচালক(গ্রেড-১) শেখ মোঃ মনিরুজ্জামান।

Photos from YPSA_Proyash's post 16/06/2023

১৫ জুন-২০২৩ ইপসা ও সেভ দ্য চিলড্রেন (প্রয়াস-২) 'র সহযোগিতায় পারিবারিক পর্যায়ে নিরাপত্তা পরিকল্পনা কার্যক্রমের প্রেক্ষিতে অভিজ্ঞতা বিনিময় ও শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম শহরে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার ৫০ জন ব্যক্তি উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।

Photos from YPSA_Proyash's post 07/06/2023

৭ জুন-২০২৩ আন্দকিল্লাস্থ চসিক কে বি আব্দুস সাত্তার মিলনায়তনে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে সিটি কর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর পরিচালনায় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইপসা (প্রয়াস-২) প্রকল্প সমন্বয়কারী সানজিদা আক্তার। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর জন্য প্রণীত মাল্টি হ্যাজার্ড কন্টিজেন্সি প্ল্যান এর উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক মো. শাহজালাল মিশুক। প্রেজেন্টেশন শেষে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন চসিক প্যানেল মেয়র মো.গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট অফ বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ইউএনডিপির টাউন ম্যানেজার সরোয়ার হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুণ পাশা, কাউন্সিলর জহুর লাল হাজারী, কাউন্সিলর শহিদুল আলম, রেড ক্রিসেন্ট সোসাইটির উপ পরিচলক মো. সেলিম আহমেদ, দৈনিক পূর্বকোণ এর স্টাফ রিপোর্টার ইমরান বিন ছবুর, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিক নগর স্বেচ্ছাসেবক সমন্বয়কারী আতিকুর রহমান সায়েম প্রমূখ।
আলোচকবৃন্দ মাল্টি হ্যাজার্ড কন্টিজেন্সি প্ল্যান কে একটি যুগান্তকারী দলিল হিসেবে আখ্যায়িত করে এটি বাস্তবায়নে যথাযথ উদ্যোগ এবং আর্থিক সংস্থান খুবই জরুরী বলে উল্লেখ করেন। পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর সহ আরবান কমিউনিটি ভলান্টিয়ারগণকে দুর্যোগ মোকাবিলায় মৌলিক প্রশিক্ষণের আওতায় এনে আরো বেশি উদ্যোগী করে তোলার ব্যাপারে মতামত ব্যক্ত করেন।
উল্লেখ্য যে ইপসা এবং সেভ দ্য চিলড্রেন (প্রয়াস-২) প্রকল্পের আওতায় ২০১৯ সাল থেকে কনসালটেন্সি প্রতিষ্ঠান GPAD এর সহায়তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাথে কয়েক দফা মিটিং, ওয়ার্ড পর্যায়ে পরিভ্রমণ, কে আই আই, এফজিডি, বিশেষজ্ঞ পর্যায়ে মতামত গ্রহণের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য " মাল্টি হ্যাজার্ড কন্টিজেন্সি প্ল্যান" তৈরি করে। পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর অনুমোদন সাপেক্ষে প্রতিবেদন টি চুড়ান্ত হয়। আপদকালীন কর্ম পরিকল্পনায় চট্টগ্রামের নানাবিধ দুর্যোগের উৎস বর্ণনা এবং দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণের বিষয়গুলো বিশদভাবে তুলে ধরা হয়।

Photos from YPSA_Proyash's post 06/06/2023

আজ ৬ জুন-২০২৩ ইপসা এবং সেভ দ্য চিলড্রেন (প্রয়াস--২ প্রকল্প) 'র সহায়তায় দি ফিউচার এপারেলস (সরাইপাড়া, পাহাড়তলী, চট্টগ্রাম) এর ৪০ জন নারী শ্রমিককে ৫ দিনব্যাপী তাঁদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (প্লেইন মেসিন সুইং, ওভার লক, ইন্টারলক, কানচাই, ব্লাটেক, হোলমেশিন ইত্যাদি) এর উদ্বোধন করা হয়। এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন দি ফিউচার এপারেলস ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম রবিন, ইপসা (প্রয়াস-২) প্রকল্প সমন্বয়কারী সানজিদা আক্তার Bangladesh Institute of labour studies (Bils) 'র চেয়ারম্যান মো.নাজিম উদ্দিন, ইপসা (প্রয়াস -২) প্রজেক্ট অফিসার মুহাম্মদ আতাউল হাকিম প্রধান ট্রেইনার, মো: জাহিদ হোসেন প্রমুখ।

Photos from YPSA_Proyash's post 30/05/2023

২৯ মে-২০২৩, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ইপসা ও সেভ দ্য চিলড্রেন (প্রয়াস-২) প্রকল্পাধীন ২টি ওয়ার্ডের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিশেষত নগর ঝুঁকি নিরূপণ প্রতিবেদনে চিহ্নিত ঝুঁকি এবং প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত কয়েকটি কার্যক্রম পরিদর্শন করেন। এইসময় তিনি চর চাক্তাই মাঠ সংস্কার এবং সবুজায়ন, প্রস্তাবিত পার্ক ও চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি সাধনে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান এবং নবীনগর কমিউনিটির বর্জ্য ব্যবস্থাপনার মডেল অন্যত্র রেপ্লিকেট করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন।

28/05/2023

শোক বার্তা
--------------

ইপসার পরিচালক (অর্থ) বাবু পলাশ কুমার চৌধুরীর বড় ভাই আশিষ কুমার চৌধুরী 'র মৃত্যুতে ইপসা প্রয়াস-২ প্রকল্পের পক্ষ থেকে গভীর শোক ও আত্মার শান্তি কামনা করছি। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করছি।

Photos from YPSA_Proyash's post 25/05/2023

২৫ মে -২০২৩, সেভ দ্য চিলড্রেন ও ইপসা ( প্রয়াস-২) প্রকল্পের সহায়তায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. মোবারক আলী। সভায় আরবান কমিউনিটি ভলান্টিয়ারদের মধ্যে থেকে দুর্যোগ দূর্বিপাকে বিশেষ করে সম্প্রতি ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাঁদেরকে বিশেষ সুরক্ষা উপকরণ প্রদান করা হয়।

Photos from YPSA_Proyash's post 23/05/2023

শুধু মহা-পরিকল্পনা করলেই চলবে না পূর্ণাঙ্গ বাস্তবায়নও করতে হবে

‘চট্টগ্রাম নগরীকে বাসযোগ্য করে গড়ে তুলতে দরকার নিরাপদ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর মহা-পরিকল্পনা। এর আগে মহা-পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত না হওয়ায় চট্টগ্রাম শহর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। যে যেভাবে পারছে, নিজেদের মত উন্নয়ন পরিচালনা করছে ও এর নেতিবাচক ফল ভোগ করতে হচ্ছে নাগরিকদের। এ অবস্থা থেকে বের হতে হলে সব সেবা সংস্থা ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু মহা- পরিকল্পনা করলেই চলবে না, তার পূর্ণাঙ্গ বাস্তবায়নও করতে হবে।’
সোমবার, ২২ মে, ২০২৩ সিডিএ’র মাস্টারপ্ল্যান প্রণয়নে চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের সুপারিশমালা নিয়ে দৈনিক পূর্বকোণের ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে আয়োজিত গোল টেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম আরবান নেটওয়ার্ক ও দৈনিক পূর্বকোণের আয়োজনে এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় আয়োজিত এ বৈঠকে বিভিন্ন উন্নয়ন সংগঠন, পেশাজীবী সংগঠন, নগর পরিকল্পনাবিদ ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের উপদেষ্টা কমিটির সদস্য ও ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়ার সঞ্চালনায় বৈঠকে সুপারিশমালা উপস্থাপন করেন চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের আহ্বায়ক ও ইপসা’র পরিচালক (সামাজিক উন্নয়ন) নাছিম বানু। বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেন’র ম্যানেজার সায়মন রহমান, বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত, দৈনিক পূর্বকোণের চিফ রিপোর্টার সাইফুল আলম, সিডিএ’র উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ ও চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানের প্রকল্প পরিচালক আবু ঈসা আনসারী, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট চিকিৎসক ডা. বাসনা রাণী মুহুরী, বাস্থই চট্টগ্রাম চ্যাপ্টারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার, ডিএসকে’র প্রকল্প ব্যবস্থাপক আরেফাতুল জান্নাত, সৈয়দ মামুনুর রশিদ, মু. আতাউল হাকিম প্রমুখ।
গোলটেবিল বৈঠকে বন্যা নিয়ন্ত্রণ, বৃষ্টির পানি নিষ্কাশনের ড্রেনেজ সিস্টেম ও খালসমূহের উন্নয়ন, দীর্ঘমেয়াদী ট্রাফিক ও যানবাহন চলাচলের জন্য উপযুক্ত ব্যবস্থা, অঞ্চলভিত্তিক কর্মপরিকল্পনা, পাহাড়ধ্বস, ভূমিকম্প এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় পরিকল্পনা, অন্তুর্ভুক্তিমূলক (নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীবান্ধব) মহা-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার সমন্বয় সাধনের দিকনির্দেশনামূলক পরিকল্পনাসহ বেশকিছু সুপারিশমালা তুলে ধরা হয় এবং তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

বৈঠকে সমাপনী বক্তব্য রাখেন চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের সদস্য সচিব ও সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী।

Photos from YPSA_Proyash's post 23/05/2023

২২/৫/২০২৩ ইং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা ও নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে এবং সেভ দ্য চিলড্রেন ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) সহায়তায় কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটিতে চসিক পরিচালিত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহীন-উল ইসলাম, জনসংযোগ ও প্রটোকল অফিসার আজিজ আহমদ, ইপসার প্রজেক্ট কোঅর্ডিনেটর সানজিদা আকতার এবং বিআইজিআরএসের কর্মকর্তাগণ।
শিক্ষার্থীদের নিরাপদে সড়ক ব্যবহারের বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) ট্রান্সপোর্ট কোঅর্ডিনেটর মাহিয়াত হাসনা। তিনি নিরাপদে সড়ক পারাপার ও পথচলার বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও শিক্ষার্থীদের নিরাপদে সাইকেল চালনা এবং অন্যান্য যানবাহন ব্যবহারের কলাকৌশল তুলে ধরেন বিআইজিআরএসের সার্ভিলেন্স কোঅর্ডিনেটর কাজী সাইফুন নেওয়াজ। কর্মশালায় নিরাপদ খাদ্য গ্রহণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম।

Photos from YPSA_Proyash's post 23/05/2023

২২ মে-২০২৩ ইপসা এবং সেভ দ্য চিলড্রেন (প্রয়াস-২) প্রকল্পের সহায়তায় নির্মিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর অন্তর্গত ৪ নং চান্দগাঁও ওয়ার্ড ফরিদার পাড়া তালতল খাল সংলগ্ন নির্মিত সুরক্ষা রেলিং এর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং ৪ নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক, এইসময় উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন ম্যানেজার (আরবান রেজিলিয়েন্স) সায়মন রহমান, ইপসার প্রকল্প সমন্বয়কারী সানজিদা আক্তার, চান্দগাঁও এ ব্লক কল্যান সমিতির সাধারণ সম্পাদক মনসুর আলম প্রমুখ।

Photos from YPSA_Proyash's post 21/05/2023

আজ (২১ মে-২০২৩) ইপসা প্রয়াস-২ প্রকল্পাধীন কমিউনিটি/ হাউজিং এলাকায় বসবাসরত স্টেকহোল্ডার ও উপকারভোগী পরিবারের সদস্য নিয়ে পারিবারিক নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক বিশেষ কর্মশালা (প্রথম ধাপ) অনুষ্ঠিত হয়।

স্থান : নবীনগর উন্নয়ন কমিটি কার্যালয়, ৭ নং পশ্চিম ষোলশহর, চট্টগ্রাম।

Photos from Chattogram Urban Network's post 21/05/2023
Photos from YPSA_Proyash's post 17/05/2023

১৬ মে -২০২৩ ইপসা প্রয়াস-২ প্রকল্পের উদ্যোগে প্রান্তিক নারী/গার্মেন্টস কর্মীদের জীবন মান উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ে ইপসা (প্রয়াস-২) এবং বিলস-লেবার রিসোর্স এন্ড সাপোর্ট সেন্টার এ দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়।

16/05/2023

বিগত কয়েক বছরে চট্টগ্রামে বেশকিছু অগ্নিকাণ্ড এবং দাহ্য পদার্থজনিত বিস্ফোরণ সংঘঠিত হয়, এতে ব্যাপক প্রাণহাণী, পরিবেশ ও সম্পদের অনেক ক্ষতি সাধিত হয়। প্রেক্ষিত বিবেচনায় সেভ দ্য চিলড্রেন এবং ইপসা 'র সহযোগিতায় চট্টগ্রাম আরবান নেটওয়ার্ক ও দৈনিক পূর্বকোণ গত ৮ মে-২০২৩ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের উপস্থিতিতে " চট্টগ্রামে অগ্নিকাণ্ড, বিস্ফোরণ প্রতিরোধে করণীয় " শীর্ষক সংলাপ আয়োজন করে। আলোচকদের মতামতের সারসংক্ষেপ ১৬ মে-২০২৩ দৈনিক পূর্বকোণ ক্রোড়পত্র আকারে প্রকাশ করে।

Photos from YPSA_Proyash's post 13/05/2023

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা 'র সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় ইপসা ও সেভ দ্য চিলড্রেন (প্রয়াস-২) প্রকল্পাধীন চসিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং আরবান কমিউনিটি ভলান্টিয়ারগণ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে সক্রিয় ভূমিকা পালন করছে। সমুদ্র নিকটবর্তী এলাকা, পাহাড় ও কাঁচা ঘরবাড়ী থেকে মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা, সচেতনামূলক মাইকিং সহ দুর্যোগ পরবর্তী বিষয়ে ব্যাপক গ্রহণ করেছে।

13/05/2023

ঘুর্নিঝড় মোখা মোকাবেলায় ৪ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর জনাব নুরুল আলম মিয়ার নেতৃত্বে আরবান কমিউনিটি ভলান্টিয়ার দের সাথে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি ঘুর্নিঝড় মোকা মোকাবেলায় করনীয় সম্পর্কে ভলান্টিয়ারদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

Photos from YPSA_Proyash's post 12/05/2023

Two days long training for youth titled “Empowering next generation, climate leadership training for youth” took place at Hotel Agrabad, Chattogram from 9th to 10th May, 2023. The training was organized by Save the Children and YPSA in partnership with Fridays for Future, Brighters for Bangladesh, Eco Network, BAY, Lal Sobuj Soceity, Youth Net for Climate Justice and ENV Action.
The objective of the training was to provide a brief understanding on climate justice among next generation youth. In the event, Nayoka Martinez-Backstom, First Secretary, Embassy of Sweden in Dhaka, Bangladesh, S.M Mehedi Ahsan, Country Manager, Global Center on Adaptation, Marianne Oehlers, Programme Manager, generation Unlimited Bangladesh, UNICEF, Nauman Haque, Senior Climate Change Advisor, Save the Children, Sheemtana Shameem, Director-Advocacy, Campaigns, Communications & Media and Simon Rahman, Manager-Urban resilience were present as guests.
The sessions were led by the trainers from Fariha S. Aumi, Chief of Operations, Brighters Society Bangladesh, Amanullah Porag, National Programme Manager at Lal Sabuj Soceity, Zuhair Ahmed Kowshik, Global Focal Point at Children and Youth Major Group to UN Environment Programe, Farzana Faruk Jhumu, Youth Advocate, UNICEF Bangladesh, Shamim Ahmed Mridha, Founder and CEO, Eco-network and Sohanur Rahman, Coordinator-Youth Net for Climate Justice. The sessions included introduction to climate change and climate science, impact of climate change, climate adaptation and mitigation strategies, climate policy: national and global initiative, youth climate action: climate justice, intersectionality, and national to global climate movement, clean air act and renewable energy policy, youth climate actions :Strategies on funding for youth led organizations, loss and damage, climate diplomacy and youth action and lastly advocacy and leadership. In addition, Obidul Islam, Senior Officer, Save the Children facilitated session on youth led climate solutions for Bangladesh including urban context.

Save the Children in Bangladesh Eco-Network YouthNet Global Brighters - Dhaka Fridays For Future Bangladesh Sabuj Society Dhaka YPSA_Proyash

Photos from YPSA_Proyash's post 09/05/2023

৮ মে -২০২৩ ইপসা এবং সেভ দ্য চিলড্রেন 'র সহায়তায় চট্টগ্রাম আরবান নেটওয়ার্ক ও দৈনিক পূর্বকোণ 'র আয়োজনে "চট্টগ্রামের অগ্নিকাণ্ড, বিস্ফোরণ প্রতিরোধে করণীয়" শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। দৈনিক পূর্বকোণ 'র সম্মেলন কক্ষে আয়োজিত সংলাপে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরের দায়িত্বশীল উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে তাঁদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সংলাপের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইপসা 'র পরিচালক (সামাজিক উন্নয়ন) মিসেস নাছিম বানু, প্রেজেন্টেশন উপস্থাপন করেন চুয়েট 'র নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাশিদুল হাসান। সঞ্চালনা করেন ডা. মাসুদ রানা।

29/04/2023

বজ্রপাত থেকে নিরাপদ থাকতে
নিজে জানুন, অন্যকে জানান।

22/04/2023

শুভেচ্ছা বার্তা
-------------------

ইপসা প্রয়াস-২ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার ও শুভানুধ্যায়ীদের জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। মহান সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন।

Photos from YPSA_Proyash's post 19/04/2023

আজ ১৯ এপ্রিল -২০২৩ রাত আনুমানিক ২.৩০ মিঃ চট্টগ্রামস্থ রাজাখালীর শুটকি কোল্ড স্টোরেজে বড় ধরণের অগ্নিকাণ্ড সংগঠিত হলে ইপসা প্রয়াস-২ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত নগর স্বেচ্ছাসেবক (Bangladesh Alliance of Youth) তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স 'র সাথে একাত্ম হয়ে অগ্নি নির্বাপণে সর্বাত্মক ভূমিকা রাখে।

Photos from YPSA_Proyash's post 18/04/2023

১৮ এপ্রিল-২০২৩ সেভ দ্য চিলড্রেন ও ইপসা (প্রয়াস-২) প্রকল্পের সহায়তায় চসিক ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের অন্তর্গত তালতলা খাল সংলগ্ন রেলিঙ নির্মাণ বিষয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার, ঠিকাদারের সাথে বিশেষ সভা এবং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ এসরারুল হক এসরাল ' র সহ রেলিঙ নির্মাণ এলাকা পরিদর্শন ও কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

Photos from YPSA_Proyash's post 11/04/2023

আজ ১১ এপ্রিল -২০২৩ খ্রীঃ নং চান্দগাঁও ওয়ার্ডের অন্তর্গত ফরিদাপাড়া তালতলা খাল পরিচ্ছন্নতা ও রেলিং নির্মাণ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনসাধারণ ও কল্যান সমিতি, ইপসা (প্রয়াস-২) র মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।চান্দগাঁও কল্যান সমিতির সহ সভাপতি মুহাম্মদ এয়াকুব খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন চসিক চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব মো. এসরারুল হক, সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মনছুর, বিশিষ্ট সমাজসেবক কামরুল ইসলাম, ইপসা প্রয়াস-২ প্রকল্প সমন্বয়কারী সানজিদা আক্তার, প্রজেক্ট অফিসার মুহাম্মদ আতাউল হাকিম, মনিটরিং ও ইভালুয়েশন অফিসার সৈয়দ মোহন উদ্দিন, আরবান কমিউনিটি ভলান্টিয়ার দলনেতা মু. আবুল কাশেম, এছাড়াও স্থানীয় বাড়ির মালিকদের পক্ষে আলোচনা করেন মু. ইলিয়াস, মু. শাহজাহান, মু. আহসানুল হুদা, মো. ইসমাঈল, মো. জামাল, মো. দিদার, মো. আইয়ুব, সেহাব উদ্দিন প্রমুখ।

সভায় ওয়ার্ড কাউন্সিলর জনাব মো. এসরারুল হক, স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত স্থানীয় অধিবাসী তালতলা খাল নিয়মিত তদারকি, প্রতিমাসে তালতলা খাল পরিচ্ছন্নতাকরণ ও রেলিং নির্মাণ কাজে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

Proyash-II

PROYASH (a Bengali word to serve to achieve something) phase II is a five years urban risk reduction project of Save the Children Bangladesh funded by C&A Foundation. It hopes to reach of people twenty four thousand (24000) direct and one lac twenty thousand (120,000) indirect beneficiaries through its activities with the support of its partner, YPSA (Young Power in Social Action) and Social and Economic Enhancement Program (SEEP), in the disaster vulnerable urban area of Dhaka, Savar and Chattogram.

Its overall purpose is to increase preparedness and resilience of urban slum communities in Dhaka, Savar and Chattogram to cope with shocks and stresses. The objectiveof this projectis to enhance capacities of women, children and relevant government institutions to contribute to urban resilience. Proyash Phase II will work to increase capacity of community based disaster management committees (DMCs), women, children, youth and other community members.

The project’s main interventions target women, youth and children in particular, ensuring their participation in local risk assessments and planning. To sustain the effort, Proyash Phase II will act to build a strong network and liaison with Government, NGOs, INGOs, academia, research institutions and the private sector, so as to ensure a combined effort in effective urban risk management. For sustainability and long-term impact, the project will work with the City Corporations and Municipalities and local government authorities to include risk reduction planning into the annual development plans.

Project Goal:

Videos (show all)

সদ্য প্রশিক্ষিত ৮ নং শুলকবহর ওয়ার্ডের আরবান কমিউনিটি ভলান্টিয়ারগণ  আজকে সকালে জলাবদ্ধতার কারণে যাত্রীসহ সি এন জি  ডূবে গ...