Cox’s Information 123456
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cox’s Information 123456, Tourist Information Center, .
সকলকে নতুন বছরের শুভেচ্ছা
সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছি,
আপনাদের যে কোন তথ্য ও অভিযোগ করার জন্য যোগাযোগ করোন, জেলা প্রশাসকের তথ্য ও অভিযোগ কেন্দ্রে।
সমুদ্র সৈকত
কক্সবাজার সমুদ্র সৈকত পরিস্কার রাখার লক্ষে
চলছে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান,
আসুন আমরা সকলে মিলে কক্সবাজার সমুদ্র সৈকতকে পরিস্কার রাখি.
কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আশা সকল
সম্মানিত পর্যটকদের ও দৃষ্টি আকর্ষণ করছি,
আসুন আমরা কক্সবাজার সমুদ্র সৈকতকে পরিস্কার রাখার লক্ষে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফালাই, এবং ব্যবহারিত প্লাস্টিক দিয়ে উপহার নিন
এই গরুটা হলো একটা অসহায় মহিলার,
গত কয়েক দিন আগে এই লোকটি নিজ দায়িত্বে গরুটি নিয়ে যায়, এখনো গরু ও লোকটিকে খুজে পাওয়া যায়নি, যদি কোন হৃদয় মান লোক, এই সাদা সার্ট ও লুঙ্গি পড়া লোকটিকে চিনেন, তাহলে একটা মেসেজ করার জন্য অনুরুধ করা হলো।
কক্সবাজার সমুদ্র সৈকত
নিশি রাতে চাঁদের আলো____
_____ বন্ধু তুই থাকিস
ভাল সন্ধা শেষে রাত আসে _____
_____তোর সৃতি চোখে ভাসে
বন্ধু তুই সুখে থাকিস _____
____ কষ্ট হলেও আমায় তুই মনে রাখিস
সুগন্ধা পয়েন্টে উচ্ছেদ অভিযান
তাকে দেখে ঘুচে যেত দুর্ভাবনা মোর, জীবন আমার মনে হতো সুখী দীপ্ত ভোর । তার মিলনে পেতাম প্রীতি তার কুটিরে আশা, তার জীবনে পেতাম জীবন মিটত প্রাণের তৃষা ।
জাতীয় খেলা কে কে খেলেছেন।
আজ কক্সবাজার সমুদ্র সৈকতে ৬ নাম্বার সতর্ক সংকেত হওয়ার কারনে কঠোর ভাবে নজর দাড়ি চলতেছে, যেনো পর্যটকের কোন সমস্যা না হয়।
আজ সকাল ৯.৪১ মিনিটে ভাটা শুরু হয়েছে,
দুপুর ১৬.১১ মিনিটে জোয়ার শুরু হবে.
এবং রাত ২২.০১ মিনিটে ভাটা শুরু হবে।
স্থান,, কক্সবাজার সমুদ্র সৈকত
রাতের আকাশে তাকালে দেখি লক্ষ্য তারার মেলা, এক চাঁদকে ঘিরেই যেন তাদের যত খেলা.. বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত, আমার কাছে তুই যে বন্ধু ..ওই আকাশের চাঁদ…..!
লাবনী পয়েন্ট, তথ্য ও অভিযোগ কেন্দ্র
কক্সবাজার সমুদ্র সৈকত
কক্সবাজার সমুদ্র সৈকত
কক্সবাজার সমুদ্র সৈকত
জীবনের জুকি নিয়ে, কক্সবাজার সমুদ্র সৈকতের ৫ (পাঁচ) কিলোমিটার দূরে সাগরের ভিতর থেকে, বীচ কর্মী ও লাইফ গার্ড কর্মীরা এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে।
কক্সবাজার বেড়াতে আসা সম্মানিত পর্যটকদেরকে আন্তরিক শুভেচ্ছা।
বেড়াতে আসা পর্যটকদের জন্য, বীচ ক্যামেরা ম্যান সম্পর্কে কিছু তথ্য।
**ক্যামেরা ম্যানদের পরিচয়**
(১) আপনারা যখন বীচে আসবেন তখন দেখবেন কিছু ছেলে এসে আপনাদেরকে জিজ্ঞেস করবে স্যার কিছু ছবি তুলে দিবো,
তারাই হলো ক্যামেরা ম্যান।
(২) ক্যামেরা ম্যানদের গায়ে লাল গেঞ্জি পরা থাকবে
(৩) গেঞ্জিতে হাতে, বুকে ও পিঠে, একটা ছিরিয়াল নাম্বার থাকবে।
(৪) গায়ের গেঞ্জির সামনে একটা অভিযোগ নাম্বার লেখা থাকিবে।
#যখন আপনারা ক্যামেরা ম্যানকে ছবি তুলার অনুমতি দিবেন,
# #তখন পর্যটকদের করনীয় #
(১) আপনাদের পার্সোনাল মোবাইলে ক্যামরা ম্যানের একটা ছবি তুলে রাখুন,
(২) তার গায়ের গেঞ্জির সিরিয়াল নাম্বাটা মনে রাখবেন,
(৩) ক্যামেরা ম্যানের কাছে আপনার কোন মালামাল জমা রাখবেন না,
(৪) ক্যামেরা ম্যানের কথা মত বীচের বাহিরে কোথাও যাবেন না,
(৫) ছবি তুলার আগে ছবির দাম জেনে নিন।
*4R - ১৫ টাকা,
পেনড্রাইভ/ মেমোরী কার্ড - ৫ টাকা, প্রতি পিচ।
(৬) কোন ক্যামেরা ম্যান যদি খারাফ আচরন ও কোন ধরনের হয়রানি করে, তাহলে সাথে সাথে তার গায়ের গেঞ্জির অভিযোগ নাম্বারে কল করুন, অথবা জেলা প্রশাসকের তথ্য ও অভিযোগ কেন্দ্র অভিযোগ করুন,
** তথ্য কেন্দ্রের নাম্বার**
লাবনী = ০১৮৯৩৩৯৮৯৮৮
সুগন্ধা = ০১৮৯৩৩৯৮৯৯০
কলাতলী =০১৮৯৩৩৯৮৯৯২
অনুরুধ কর্মে
বি এম সি এফ
কক্সবাজার
কক্সবাজার
সমুদ্র সৈকতে বেড়াতে আসা সকল কে সাগতম,
পর্যটকদের বীচ ব্যবহারের কিছু নিয়মাবলী,
(১) রাতের বেলা সমুদ্রে নামা থেকে বিরত থাকুন,
(২) রাতে নির্জন এলাকায় যাওয়া থেকে বিরত থাকুন,
(৩) রাতে অন্ধকার এলাকায়, অথবা নির্জন বাগানে যাওয়া থেকে বিরত থাকুন
(৪) রাতে, লাবনী, সুগন্ধা কলাতলী পয়েন্টের ( যেখানে নিরাপত্তা কর্মীরা এবং লাইটের আলো থাকে সেখানে বীচে যাওয়া জাবে,
(৫) বীচে কোনো অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাবেন না, এবং অপরিচিত লোকের কাছে আপনার মালামাল জমা রাখবেনা
(৬) অপরিচিত লোকের সাথে কোথাও যাবেন না,
(৭) বীচে কোনো সমস্যা হলে সাথে সাথে যোগাযোগ করুন জেলা প্রশাসকের তথ্য ও অভিযোগ কেন্দ্রে,
যে কোন তথ্য এর জন্য যোগাযোগ করুন,
পর্যটক তথ্য কেন্দ্র
অভিযোগের জন্য যোগাযোগ করুন.
(মোবাইল কোট)
0 1733373127
নির্বাহী ম্যাজিস্ট্রেট
পর্যটন ও প্রটোকল শাখা , । কক্সবাজার.
অনলাইন অভিযোগ করুন.
(3) DC Office Cox's Bazar
অনুরুদ কর্মে
বি এম সি এফ
কক্সবাজার
আজ ২১-০৭-২০২২ ইং তারিক,
নাম,রেদোয়ান উদ্দিন
ঠিকানা, বি-বাড়িয়া সরাইল
তিনি কক্সবাজার সমুদ্র সৈকত কলাতলীতে বেড়াতে এসে কোন কারনে তার মোবাইলটি হারিয়ে ফেলে, তখন তিনি মোবাইল হারানো বিষয়টি ডিউটিতে থাকা বীচ কর্মীদেরকে জানায়, তখন বীচ কর্মীরা খোজ খবর নিয়ে জানতে পারে মোবাইলটি একটি পথশিশু পেয়েছে, তখন তারা ছেলেটিকে খুজে বের করে মোবাইলটি মালিককে বুঝিয়ে দেয়।
কক্সবাজার সমুদ্র সৈকতে যেকোন প্রয়োজনে জেলা প্রশাসনের সহোযোগিতা নিন।
নাম, আবু বক্কর ছিদ্দিক
পিতা, সামছু মিয়া
ঠিকানা, জাহাংগির নগর, ঢাকা
এই ছেলেটি আজকে মাগরিবের সময় কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে, কলাতলী পয়েন্টে পানিতে নামে, তখন হটাত করে ছেলেটি পানির স্রোতের কারনে গবিরে চলে যায়, তখনই বিষয়টি বীচ কর্মীদের নজরে আসে ছেলেটি পানিতে ডুবে যাচ্ছে, সাথে সাথে বীচ কর্মী ও লাইফ গার্ড ছেলেটিকে উদ্ধার করে হসপিটাল নিয়ে যায়, এখন ছেলেটি সুস্থ আছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা সকল পর্যটকদের কাছে অনুরোধ।
বীচ ব্যাবহারের সময় বীচ সম্পর্কে জেনে নিন,
১/ সমুদ্রে নামার আগে জোয়ার ভাটা সম্পর্কে জেনে নিন,
২/ লাইফ গার্ড ও বীচ কর্মীদের নির্দেশিত এলাকায় সমুদ্রে নামু্ন,
৩/ যেখানে লাইফ গার্ড ও বীচ কর্মী থাকবেনা সেখানে সমুদ্রে নামা থেকে বিরত থাকুন,
৪/ যারা সাতার জানেন না, তারা হাটু পানির বাহিরে জাবেন না, (লাইফ গার্ড দের সাথে কথা বলে নামুন)
৫/ ইনানী ও পাটুয়ারটেক পাথর বীচ সেখানে পানিতে নামা নিরাপদ না,
৬/ লাইফ গার্ড দের চিন্তিত এলাকা লাল হলুদ পতাকার মাজখানে সমুদ্রে নামা জাবে,
৭ / কোমর পানির বাহিরে জাবেননা,
৮/ কোনো সমস্যা হলে হাত তুলে লাইফ গার্ড ও বীচ কর্মীদের সহযোগিতা নিবেন।
৯/ মাদকাসক্ত অবস্থায় সমুদ্রে নামা থেকে বিরত থাকুন,
১০/ ছোট ছোট বাচ্চাদেরকে হাতে হাতে রাখুন, হাত থেকে ছারবেননা,।
ঢাকা, মোহাম্মদপূর ১২০৭,
থেকে আগত
স্নেহা আক্তার সাব্বির,
আজ সকাল ১০ টার সময় কক্সবাজার সমুদ্র সৈকত বেড়াতে এসে তার বেনিটি ব্যাগটি হাড়িয়ে পেলে,
তখন তিনি সেখানে ডিউটিতে থাকা BMCF সদস্যাদেরকে বিষয়টি জানায়, সাথে সাথে তারা খোঁজ খবর নিয়ে জানতে পারে একটি ছেলে ব্যাগটি পেয়েছে, তখন BMCF সদস্যারা ঐ ছেলেটিকে খোঁজে বের করে পর্যটকের ব্যাগটি তাদেরকে বুঝিয়ে দেয়।
(সকল পর্যটকদের কাছে অনুরোধ আপনাদের যে কোন তথ্য ও অভিযোগের জন্য যোগাযোগ করুন জেলা প্রশাসকের তথ্য ও অভিযোগ কেন্দ্রে)
কক্সবাজার সমুদ্র সৈকত, লাবনী পয়েন্টে চলিতেছে।
সম্মানিত পর্যটকদের বিনিত অনুরোধ
১/ রাতের বেলা সমুদ্রে নামবেন না.
২/ ছোট ছোট বাচ্চাদেরকে হাতে হাতে রাখুন, হাত থেকে ছারবেন না, যদিও হারিয়ে যায় তাহলে জেলা প্রশাসকের তথ্য ও অভিযোগ কেন্দ্রতে জানাবেন.
৩/ অপরিচিত কোনো লোকের কাছ থেকে কিছু খাবেন না,
৪/ অপরিচিত লোকের কাছে ( ক্যামেরা ম্যান, কিটকট ব্যাবসায়ি, টিউব ব্যাবসায়ি, ঘোড়া ও গাড়ি চালক) আপনার মালামাল জমা রাখবেনা, আপনাদের জন্য লকারের ব্যাবস্থা আছে, সেখানে আপনাদের মালামাল রাখতে পারেন.
৫/ আপনাদের যে কোন তথ্য ও অভিযোগ জানাতে যোগাযোগ করুন জেলা প্রশাসকের তথ্য ও অভিযোগ কেন্দ্রে।
সকল পর্যটক এর কাছে অনুরোধ রইল রাতের বেলায় সমুদ্রের পানিতে নামা সম্পূর্ণ নিষেধ । দিনের বেলায় জোয়ার এবং বাটা যেকোনো সময় পানিতে নামা যাবে লাল হলুদ পতাকা মাজখানে কারণ ঐখানে আপনাদের জন্য লাইফ গার্ডের ব্যবস্থা রয়েছে । দয়া করে সবাই এই নিউজটা পড়ুন এবং সবার কাছে শেয়ার করুন যাতে সবাই বুঝতে পারে এবং জানতে পারে।
এবং যে কোন তথ্যর জন্য যোগাযোগ করুন জেলা প্রশাসকের তথ্য ও অভিযোগ কেন্দ্রে।
আনুরুধ কর্মে
(বি এম সি এফ)
কক্সবাজার সমুদ্র সৈকত
কক্সবাজার
সমুদ্র সৈকতে বেড়াতে আসা সকল কে সাগতম,
পর্যটকদের বীচ ব্যবহারের নিয়মাবলী,
(1) গোসলের সময় লাইফ জ্যাকেট,লাইফ বয়া ব্যবহার করুন!
(2) কোমর পানির উপরে সমুদ্রে গোসল নিরাপদ নয়.
(3) সাঁতার না জানলে সমুদ্রে নামা থেকে সম্পূর্ণ বিরত থাকুন.
(4) পানিতে নামার পূর্বে দায়িত্বরত বীচ কর্মীদের পরামর্শ নিন.
(5) ছোট বাচ্চা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন.তাদেরকে হাতে হাতে রাখুন.
(6) পানিতে বিপদে পড়বে আত;কিত না হয়ে পানিতে গা ভাসিয়ে দিতে হবে,এবং হাত উঠিয়ে সহায়তার জন্য চিৎকার করতে হবে,
(7) সমুদ্র সৈকতে সকল ধরনের খেলাধুলা ও যানবাহন চলাচল নিষিদ্ধ.
(8) বীচ ভ্রমন বা গোসলের সময় মূল্যবান জিনিসপত্র নিজ দায়িত্বে রাখুন,
(9) বীচ এলাকায় সকল ধরনের ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন এবং পরিবেশ সুন্দর রাখতে সহায়তা করুন,
(10) বীচ এলাকায় কোন মহিলাকে উত্যক্ত হয়রানি কিংবা অনুমতি ব্যতীত ছবি তোলা যাবে না.
যে কোন তথ্য এর জন্য যোগাযোগ করুন,
পর্যটক তথ্য কেন্দ্র
অভিযোগের জন্য যোগাযোগ করুন.
(মোবাইল কোট)
0 1733373127
নির্বাহী ম্যাজিস্ট্রেট
পর্যটন ও প্রটোকল শাখা , । কক্সবাজার.
অনলাইন অভিযোগ করুন.
(3) DC Office Cox's Bazar
অনুরুদ কর্মে
বি এম সি এফ
পর্যটন ও প্রটোকল শাখা
কক্সবাজার
আনন্দের চেয়ে জীবনের মূল্য বেশিঃ অনেকক্ষেত্রেই আমরা এটা ভুলে যাই। সাগরে সাঁতার কাটার ক্ষেত্রে সাবধান হওয়া জরুরি। এ বছর বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। সচেতন হওয়া ছাড়া এসব দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়।
সাগরে সাঁতার কাটার ক্ষেত্রে যেসব বিষয় পালনীয়ঃ
১) হলুদ ড্রেস পরিহিত লাইফগার্ড সদস্যদের অনুপস্থিতি সাগরে নামবেন না।
২) জোয়ার-ভাটার সময় জেনে নিরাপদ সময়ে সাগরে নামবেন।
৩) লাইফগার্ড সদস্যদের উপস্থিতিতে কেবলমাত্র নির্দেশিত স্থান বরাবর সাগরে নামবেন। যে স্থানে লাইফগার্ড সদস্যদের কেউ নেই, সেখানে নামবেন না।
৪) বৈরি আবহাওয়ায় এবং সাগরে সংকেত থাকা অবস্থায় সাগরে নামবেন না।
৫) সন্ধার অন্তত দেড় ঘন্টা পূর্বেই সাগর থেকে উঠে আসবেন। স্বল্প আলোতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা দূরহ।
পর্যটকদের কল্যাণে সর্বদা সচেষ্ট জেলা প্রশাসন, কক্সবাজার। পর্যটকদের কথা বিবেচনা করেই বীচে ব্যবস্থা করা হয়েছে ২৭ স্থায়ী সদস্যের লাইফগার্ড টিমের, সাথে রয়েছে আরও ভলান্টিয়ার লাইফগার্ড সদস্য। এছাড়াও রয়েছে বিএমসিএফ সদস্যরা (বীচকর্মিরা)। এছাড়া, আইন-শৃঙ্খলা রক্ষায় আছে ট্যুরিস্ট পুলিশ। অবস্থা বিবেচনায় তারা যখন পর্যটকদের সাগর থেকে উঠে আসতে অনুরোধ করেন, দেখা যায়, অনেক পর্যটক তাদের কথা শুনতে চাননা এবং কিছু কিছু ক্ষেত্রে তর্কে জড়িয়ে পড়েন। দয়া করে, সম্মানিত পর্যটকরা বিষয়টি বুঝবেন, আপনাদের কল্যাণেই তারা দায়িত্বে আছে এবং একজন পর্যটকও যদি দুর্ঘটনায় পতিত হয়, আমরা সকলেই মানসিকভাবে ভীষণ মর্মাহত হই।
আপনাদের কক্সবাজার ভ্রমণ শুভ হোক সে প্রত্যাশায়।
অনুরোধ কর্মে
BMCF
কক্সবাজার সমুদ্র সৈকত
ATTENTION.
Welcome To Cox Bazar,The Longest Sea Beach In The World .
This is for your kind information,
(1)Before going to the beach,gather information about its condition, weather, safe area to swim etc.
(2) Know what a Rip Current is and always avoid it.
(3) Don't go to beach or in the water alone
(4) wear life jacket if you don't know swimming
(5) Don't dive head first, go in feet first the first time
(6) keep the beach and water clean.Don't throw plastic bags or water bottles on the beach or water. Put your rubbish in a bin.
(7) Don't jump in the water.
(8) Don't go to the water in the night time and low tide time.
(9) In any trouble, seek help from BEACH WORKER
(10)Don't take any food/drinks from unknown person in the beach area.
(11)That you are Requested to contact ,at the following coll Number if you face any kind of inconvenience of problems Related to security .
Necessary Co-operation along With
(Mobile Court)
Will be Conducted Against your Complain
01733373127
Executive Magistrate .
and .
Tourist information center
Laboni
(01893398988.01893398989).
Sugandha.(01893398990/01893398991).
Kalatoli. (01893398992/01893398993)
Onlineinformation,
(3) DC,Office Cox Bazar.
Request By,
(BMCF )
Cox Bazar Sea Beach
সকলের অবগতির জন্য জানানো জাচ্ছে যে, এই দুটি কার্ড কক্সবাজার সমুদ্র সৈকতে পাওয়া গেছে, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি এই লোকটাকে চিনেন, তাহলে সুগন্ধা বীচ জেলা প্রশাসকের তথ্য ও অভিযোগ কেন্দ্র যোগাযোগ করতে বলুন,
সকলের অবগতির জন্য জানানো জাচ্ছে যে, এই জাতীয় পরিচয়পত্রটি কক্সবাজার সমুদ্র সৈকতে পাওয়া গেছে, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি এই লোকটাকে চিনেন, তাহলে সুগন্ধা বীচ জেলা প্রশাসকের তথ্য ও অভিযোগ কেন্দ্র যোগাযোগ করতে বলুন,