noman_bin_hossain

noman_bin_hossain

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from noman_bin_hossain, Web designer, .

24/03/2023

২য় রমজান, ১৪৪৪ হিজরি(২০২৩ই),
২৫শে মার্চ, রোজঃ শনিবার ঢাকার,
সেহরির শেষ সময়ঃ ০৪ঃ৩৮ মিনিট,
ইফতারে সময়ঃ ০৬ঃ১৫ মিনিট।

11/06/2022

আলহামদুলিল্লাহ্।
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর সিজিপিএ ক্যালকুলেটর অনলাইনে পাবলিশ করেছি।

কোডিং
ডিজাইন ♻️ টেস্টিং
ভেরিফাই
*পুনরাবৃত্তি

ইটারেটিভ মডেল অনুসরণ করে ওয়েবসাইট'টি সম্পূর্ণ করেছি।

এই প্রোজেক্টটি HTML, CSS এবং js দিয়ে করা হয়েছে।

আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করেছেঃ ইঞ্জিঃ মোঃ সাজিদ হাসান স্যার।

সবাই আমার জন্য দোয়া করবেন।
( মোবাইলে পিসি মুড চালু করলে আরও ভালো দেখা যাবে)
----------------------------------------------
𝗔𝗹𝗵𝗮𝗺𝗱𝘂𝗹𝗶𝗹𝗹𝗮𝗵.
𝗜 𝗵𝗮𝘃𝗲 𝗽𝘂𝗯𝗹𝗶𝘀𝗵𝗲𝗱 𝗖𝗚𝗣𝗔 𝗰𝗮𝗹𝗰𝘂𝗹𝗮𝘁𝗼𝗿 𝗼𝗳 𝗗𝗶𝗽𝗹𝗼𝗺𝗮 𝗶𝗻 𝗘𝗻𝗴𝗶𝗻𝗲𝗲𝗿𝗶𝗻𝗴 𝗼𝗻𝗹𝗶𝗻𝗲.

𝗖𝗼𝗱𝗶𝗻𝗴
𝗗𝗲𝘀𝗶𝗴𝗻 ♻️ 𝗧𝗲𝘀𝘁𝗶𝗻𝗴
𝗩𝗲𝗿𝗶𝗳𝘆
* 𝗥𝗲𝗽𝗲𝘁𝗶𝘁𝗶𝗼𝗻

𝗜 𝗵𝗮𝘃𝗲 𝗰𝗼𝗺𝗽𝗹𝗲𝘁𝗲𝗱 𝘁𝗵𝗲 𝘄𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 𝗳𝗼𝗹𝗹𝗼𝘄𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲 𝗜𝘁𝗲𝗿𝗮𝘁𝗶𝘃𝗲 𝗠𝗼𝗱𝗲𝗹.
𝗧𝗵𝗶𝘀 𝗽𝗿𝗼𝗷𝗲𝗰𝘁 𝗶𝘀 𝗱𝗼𝗻𝗲 𝘄𝗶𝘁𝗵 𝗛𝗧𝗠𝗟, 𝗖𝗦𝗦 𝗮𝗻𝗱 𝗷𝘀.

𝗛𝗲𝗹𝗽𝗲𝗱 𝗺𝗲 𝗼𝘃𝗲𝗿𝗮𝗹𝗹: 𝗘𝗻𝗴. Md. Sajid Hasan 𝗦𝗶𝗿.

𝙋𝙧𝙖𝙮 𝙛𝙤𝙧 𝙢𝙚.
( 𝙄𝙛 𝙮𝙤𝙪 𝙩𝙪𝙧𝙣 𝙤𝙣 𝙋𝘾 𝙢𝙤𝙙𝙚 𝙤𝙣 𝙢𝙤𝙗𝙞𝙡𝙚, 𝙮𝙤𝙪 𝙬𝙞𝙡𝙡 𝙨𝙚𝙚 𝙗𝙚𝙩𝙩𝙚𝙧.)






Website Link: https://diplomacgpa.nomanbinhossain.com/

18/05/2022

𝘼𝙡𝙝𝙖𝙢𝙙𝙪𝙡𝙞𝙡𝙡𝙖𝙝.
𝘾𝙖𝙢𝙥𝙪𝙨 𝘼𝙢𝙗𝙖𝙨𝙨𝙖𝙙𝙤𝙧 𝙄𝙣𝙩𝙚𝙧𝙣(𝘾𝙤𝙢𝙥𝙡𝙚𝙩𝙚𝙙) .

𝙁𝙧𝙤𝙢 𝙩𝙝𝙚 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗠𝗼𝗱𝗲𝗹 𝗨𝗻𝗶𝘁𝗲𝗱 𝗡𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 (𝙄𝙈𝙐𝙉) 𝙤𝙧𝙜𝙖𝙣𝙞𝙯𝙖𝙩𝙞𝙤𝙣....
𝙑𝙞𝙨𝙞𝙩𝙞𝙣𝙜 𝘾𝙖𝙧𝙙.

15/05/2022

𝗔𝗹𝗵𝗮𝗺𝗱𝘂𝗹𝗶𝗹𝗹𝗮𝗵.
𝙰𝚕𝚖𝚘𝚜𝚝 𝚊𝚕𝚕 𝚠𝚘𝚛𝚔 𝚒𝚜 𝙳𝚘𝚗𝚎.

𝐀𝐰𝐚𝐢𝐭𝐢𝐧𝐠 𝐏𝐮𝐛𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧....

14/05/2022

আলহামদুলিল্লাহ্।
NACTAR Fundamental of Web Page Design.

23/12/2021

100 𝘿𝙖𝙮𝙨 𝙪𝙣𝙩𝙞𝙡 𝙍𝙖𝙢𝙖𝙙𝙖𝙣!

𝘼𝙡𝙝𝙖𝙢𝙙𝙪𝙡𝙞𝙡𝙡𝙖𝙝.

20/12/2021

Swimming Time....

16/12/2021

১৯৭১ থেকে ২০২১...
এগিয়ে যাক প্রিয় মাতৃভূমি। 🇧🇩

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। সেইসাথে বিনম্র শ্রদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি।

#1971

10/08/2021

Happy new year (Hijri 1443) 💖✨

O Allah, bring this year upon us with Security, Iman, Safety, Islam, Your pleasure, and Protection from shaytan.❤🥀\

03/08/2021

Alhamdulillah.

Thanks
Nactar
Cisco Networking Academy
Cisco

💠 Spacial Thanks

Dr. Md. Rabiul Islam sir
BAUET
Department of Computer Science and Engineering.

25/05/2021

Gadgets...

Will continue

Inshallah.

22/05/2021

গুগল ইন্টার্নি এর অফার কিভাবে পাবেন বা গুগল ইন্টার্নিতে কিভাবে আবেদন করবেন?

প্রথমেই জেনে নেই গুগল এর ইন্টার্নিটা আসলে কি?
বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বা সফটওয়্যার কোম্পানি ( যেমন, গুগল, মাইক্রোসফট, আমাজন, ফেইসবুক ইত্যাদি ) ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এর জন্য ইন্টার্নি এর সুযোগ দিয়ে থাকে। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং না অন্যান্য সেকটর যেমন বিজনেস বা অন্যান্য সেকটর এর জন্যও সুযোগ দেওয়া হয়। আর এই ইন্টার্নিতে ভার্সিটিতে পড়া ফাস্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার এর স্টুডেন্ট পড়াশুনা করা অবস্থাতেই তারা এই বড় বড় কোম্পানিতে ইন্টার্নি করার সুযোগ পায়। শুধুমাত্র ফাস্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার এর স্টুডেন্ট ই যে ইন্টার্নি এর অফার পায় সেটা না অনেক এই গ্রাজুয়েশন কমপ্লিট কিংবা PHD হোল্ডার রাও পেয়ে থাকেন এই সুযোগ। সারাবিশ্বের সবার জন্য এই ইন্টার্নি করার সুযোগ থাকে আর অবশ্যই এটা অনেক বড় সুযোগ সবার জন্য। কোম্পানি ভেদে সারাবছর ইন্টার্নি করার সুযোগ থাকে বছরে দুইবার কিংবা তিনবার। সর্বোচ্চ ৬০০০ ডলার থেকে সর্বোনিম্ন ৩০০০ ডলার বৃত্তি পাবার সুযোগ থাকে। আজকে আমি শুধুমাত্র গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর ইন্টার্নি নিয়ে আলোচনা করবো। সাধারণত ৬ ক্যাটাগরি এর ইন্টার্নি এর অফার দিয়ে থাকে গুগল।

১. Software Engineering Internship
২. STEP (formerly Engineering Practicum)
৩. User Experience Internship
৪. Associate Product Manager Internship
৫. Mechanical Engineering Internship
৬. Hardware Engineering Internship

গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টার্নি পাবার জন্য আপনাকে অবশ্য কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশুনা করতে হবে কিংবা এই রিলেটেড ফিল্ড এ কাজ করতে হবে কিংবা কাজ এর অভিজ্ঞতা থাকতে হবে। ভার্সিটি এর প্রথম অ্যান্ড সেকেন্ড ইয়ার এর স্টুডেন্ট এর জন্য STEP ইন্টার্নি এর অফার থাকে। এর লোকেশন ৩ মানে আপনি এই ৩ দেশ এর আন্ডার এ ইন্টার্নি করতে পারবেন ( USA, Canada, Singapore ) এটা ছাড়াও আরও কিছু দেশ আছে তবে এশিয়া মহাদেশ এর জন্য এই ৩টাই বেস্ট। আর ভার্সিটি এর ফাস্ট কিংবা সেকেন্ড ইয়ার এর যে কেউ এই ইন্টার্নি এর সুযোগটা পেতে পারে তবে তার আগে আপনাকে অবশ্যই সফটওয়্যার এর সিস্টেম সমন্ধে ভালো ভাবে জানতে হবে সেই সাথে এলগোরিদম সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। C, C++, JAVA, HTML, API, TCP or IP, Python, SQL, CSS, JavaScript and/or Unix/Linux. এই টপিকস গুলা সমন্ধে বেসিক ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ভয় পাবার কারণ নেই, আপনাকে যে এই গুলার সব খুব ভালো মতো জানতে হবে সেটা না তবে খুব ভালো ভাবে এদের মধ্যে ৪-৫ টার বেসিক কনসেপ্ট থাকতে হবে। প্রতিবছর ৫০হাজার - ১ লাখ এর বেশী মানুষ ইন্টার্নি এর জন্য আবেদন করে থাকে তার মধ্যে থেকে সব ক্যাটাগরি মিলিয়ে ১৫,০০০++ জন এরও বেশী মানুষকে সিলেক্ট করা হয়। তারমানে ইন্টার্নি এর সুযোগ অনেক বেশী থাকে। অনলাইন এ আবেদন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আপনার সিভি, সেই সাথে অন্যান্য ডকুমেন্ট সেই সাথে কভার লেটার যেন তথ্যবহুল হয়। আপনার প্রাথমিক আবেদন যাচাই করার পর, যদি তাদের ভালো লাগে তাইলে আপনাকে তারা মেইল করে আপনার সাথে একটা প্রাথমিক ইন্টার্ভিউতে বসবে। আর এই জন্য প্রথমেই আপনার CV বা Resume টা ভালোভাবে বানাতে হবে, সেই সাথে এই সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। CV নিয়ে আমার লেখা পোস্ট আছে ( https://www.facebook.com/105673374112892/posts/521350249211867/ ) আপনারা চাইলে এটাও ফলো করতে পারেন। দ্যান, ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তারা আপনার সাথে প্রাথমিক কথা বার্তা বলবে, সেই সাথে আপনার স্কিল সমন্ধে তাদের ধারণা ক্লিয়ার করবে। যদি আপনাকে ভালো লাগে আপনার সাথে কথা বলে, তারপর তারা একটা অনলাইন প্রোগ্রামিং কনটেস্ট এর আয়োজন করবে। এটা মানুষ ভেদে চেঞ্জ হতে পারে যে তারা কি কনটেস্টটা দিবে তবে সচরাচর ৮৫% মানুষ এর জন্য তারা গুগল অনলাইন চ্যালেঞ্জ দেয়। গুগল অনলাইন চ্যালেঞ্জ এ আপনাকে দুইটা প্রশ্ন করা হবে বা দুইটা কোড দিবে আপনাকে করতে। প্রতিটা কোড এর সময় থাকবে ৩০ মিনিট করে, তারমানে আপনাকে ১ ঘন্টা বা ৬০ মিনিট এর মধ্যে কোডটা করে দিতে হবে ( এই ব্যাপারে আমি পরে বিস্তারিত পোস্ট করবো, সেই সাথে কি টাইপ প্রশ্ন করে ইভেন প্রশ্ন এর প্যার্টান ও দিয়ে দিব ) এখন সাধারন আলোচনা করছি এই ব্যাপারে। গুগল এর অনলাইন চ্যালেঞ্জ এর আগে আপনাকে গুগল থেকে চ্যালেঞ্জ এর আইডি সেই সাথে পাসকি দিয়ে দিবে। আর এই কোডিংটা Hackerearth প্লাটফরম এ সাধারণত হয়। সাধারণত আপনাকে তারা ( Array, Dp, Recursion, Trees, String Manipulation সেই সাথে এই রিলেটেড ইম্পরট্যান্ট প্রশ্ন করতে পারে )। যদি এই ধাপটা আপনি সাকসেস হন, তাহলে তারা আর একবার আপনার সাথে আলোচনাতে বসবে তারপরে আপনাকে ইন্টার্নি এর অফার দিবে। আর অবশ্যই এটা আপনার জন্য অনেক বড় গর্বের হবে সেই সাথে অন্যরকমের একটা অভিজ্ঞতা আপনার সঞ্চার হবে। তার কারণ আপনি গুগল এর অফিস এই ইন্টার্নি করবেন, তাদের সাথেই কাজ করবেন। সবার সাথে একটা ভালো রিলেশন ক্রিয়েট হবে আর ৩ মাস আপনাকে গুগলারও ধরা হবে সেই সাথে যেহেতু এটাও জব তাই প্রতিমাসেই আপনি টাকা পাবেন আর ভালো ইন্টার্নি করলে তারা আপনাকে রেখেও দিবে, তবে অবশ্যই এটা আপনার Work field এর কাজ আর ওদের সাথে আপনার Understanding এর উপরে নির্ভরশীল। তারমানে আপনি গুগল এর পার্মানেন্ট জবও পেয়ে যাবেন। আশাকরি ইন্টার্নি এর ব্যাপারে আপনার কিছুটা হলেও কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর হ্যাঁ প্রতিবছর ২ কিংবা কোন কোন ক্ষেত্রে ৩টা সিজন থাকে ইন্টার্নি এর। এখন খুব সম্ভবত সামার এর জন্য অ্যাপ্লিকেশানটা খোলা আছে, উপরোক্ত যোগ্যতা যাদের আছে তারা সামার এর জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন। সবার জন্য শুভ-কামনা। আর হ্যাঁ গুগল এর ইন্টার্নি এর আবেদন এর লিংঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, ( https://careers.google.com/jobs/results/?company=Google&company=YouTube&employment_type=INTERN&jlo=en_US&q=STEP ) এই লিংঙ্কটা কাজ না করলে ( https://careers.google.com/students/ )
এই লিংঙ্ক এ গিয়ে অনলাইন এ আবেদন করতে পারবেন। সবার জন্য শুভ-কামনা.

Log In 22/05/2021

ভালো জব পাবার প্রথম শর্তই হলো, আপনাকে ভালো একটা CV বানাতে হবে, যেন CV টা দেখেই যারা ইন্টার্ভিউ নিবে তাদেরকে আপনার প্রতি আকৃষ্ট করাতে পারে। একটা ভালো জব এর জন্য CV টা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর আপনাকে অবশ্যই CV বানানোর সময় খেয়াল রাখতে হবে, CV টা যেন অন্য সবার থেকে একটু আলাদা ফরমেট এর হয়। CV তে আপনার সব ইনফরমেশন গুলো অ্যাড করার চেষ্টা করবেন। যদি আপনি টিউশনিও করান, তবুও চেষ্টা করবেন এটা অভিজ্ঞতার মধ্যে ফেলতে। মনে রাখবেন আপনার যতো কাজ এর অভিজ্ঞতা থাকবে, আপনার মূল্য ততোই বাড়তে থাকবে। সেটা যে কোন টাইপ এর কাজ হতে পারে। আপনার জীবনের যতো অর্জন, যদি অনলাইন থেকে কোন কোর্সও করেন তবুও সার্টিফিকেট এ অ্যাড করে দিবেন। মোট কথা, আপনার জীবনের এমন কোন কিছু নেই যেটা আপনি বাদ রাখবেন। মনে রাখবেন, CV তে যতো সুন্দর করে আপনি নিজের স্কিলকে ফুটিয়ে তুলতে পারবেন, ততো তাড়াতাড়ি আপনি ভালো জব পাবেন আর জব এ সহজেই কোম্পানিকে আকৃষ্ট করতে পারবেন। আজকে আমি আপনাদের একটা সাইট সমন্ধে পরিচয় করিয়ে দিব। যে সাইটটা আমি নিজেই ব্যবহার করি, আমার নিজের CV বানানোর জন্য। ( https://app.zety.com/login ) আপনি এই সাইট এ অনেক অনেক ভালো ভালো CV বানানোর ফরমেট পাবেন। সেই সাথে বানাতেও পারবেন। গুগল, মাইক্রোসফট, ফেইসবুক, আমাজন, ইনটেল সহ আমাদের দেশ এর বড় বড় কোম্পানি গুলোতে এই টাইপ এর CV গুলো অনেক বেশী গ্রহণযোগ্য। তাই আপনারা দেরী না করে ওয়ার্ল্ড ক্লাস একটা CV এখনি বানিয়ে ফেলতে পারেন। তবে সবসময় চেষ্টা করবেন CV টা যেন ১ পেইজ এর হয়, ২ পেইজ এর না হওয়াটাই বাঞ্ছনীয়। আর হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন, ইন্টারন্যাশনাল CV তে ছবি, কারো রেফারেন্স, জন্মতারিখ এই গুলো এড়িয়ে যেতে। সেই সাথে Resume তে বিভিন্ন Programming Skills রেটিং আকারে না দিয়ে Expert, Familiar, Advanced এইভাবে দিলে ভালো। Resume তে বিভিন্ন প্রজেক্ট এর সাথে GitHub লিংকও দেয়া উচিত। বিশেষত যদি, Mid-Range Software Company তে চাকরির জন্য আবেদন করা হয়। আশাকরি আপনারা উপরের লেখাটা ভালো ভাবে ফলো করলে একটা মান-সম্মত মানের CV বা Resume বানাতে পারবেন।

Log In Log in to access the resume builder by Zety (previously Uptowork.) Also works for the cv maker and cover letter builder! Access your account now.

21/05/2021

Special Day.

Photos from noman_bin_hossain's post 20/05/2021

কম হোক বা বেশি হোক, সামর্থ অনুযায়ী সহযোগিতা করা প্রয়োজন।

আপনারা সবাই বিকাশসহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে টাকা ডোনেশন করতে পারবেন।
নিচে বিকাশের মাধ্যমে ডোনেশনের স্টেপ দেয়া হলো।

I am 𝗳𝗿𝗼𝗺 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵 𝗮𝗻𝗱 𝘀𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝗣𝗮𝗹𝗲𝘀𝘁𝗶𝗻𝗲 🇵🇸 🇵🇸 🇵🇸

14/05/2021

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

ঈদ মোবারক।

02/05/2021

Alhamdulillah

02/05/2021

রমজানঃ- ২০
০৩-০৫-২০২১
রোজঃ সোমবার(ঢাকা জেলা)
শেহরির শেষ সময়ঃ ৩:৫৭
ইফতারের সময়ঃ ৬:৩২

01/05/2021

রমজানঃ- ১৯
০২-০৫-২০২১
রোজঃ রবিবার(ঢাকা জেলা)
শেহরির শেষ সময়ঃ ৩:৫৮
ইফতারের সময়ঃ ৬:৩১

30/04/2021

রমজানঃ- ১৮
০১-০৫-২০২১
রোজঃ শনিবার(ঢাকা জেলা)
শেহরির শেষ সময়ঃ ৩:৫৯
ইফতারের সময়ঃ ৬:৩১

29/04/2021

"১৭ রামাদ্বান, বদর যুদ্ধ"
"বদরের প্রান্ত থেকে ২৬ এপ্রিল, ২০১৮ তে তোলা_নোমান বিন হোসাইন "

১। হক্কের পক্ষে মাত্র ৩১৩জন vs বাতিলের পক্ষে ১০০০
২। বদর প্রান্তরে মালাইকাদের অবতরণ
৩। সাহাবাদের চোখে কাফিরদের সংখ্যা কম করে দেখানো।
৪। শাইত্বনের আতংকিতবস্থায় পলায়ন।
৫। মুসলিমদের/ইসলামের একতরফা বিজয়।

#শিক্ষা:
১। সংখ্যা কখনো হক্ব প্রতিষ্ঠার মানদন্ড নয়।

২। তাওক্বুল করে বান্দা আল্লাহর দিকে ক্বদম ফেললে আল্লাহ তার দিকে ছুটে আসেন।

৩। চরম প্রয়োজনে মহান আল্লাহ বান্দাকে আশাতীত উপায়ে সাহায্য করে থাকেন।

৪। ঈমানের সর্বোচ্চ চূড়া জিহাদ। এতে অংশগ্রহণ করলে গায়েবী মদদ চলে আসে। নি:সন্দেহে মহান আল্লাহ বিজয় দেন। লোকসংখ্যা কোন বিষয় নয়।

৫। এই সময়টাতে পুন: পুন: সাহস দেন। বান্দার খবর তো তিনি জানেন। তার দৌড় কতটুকু।

৫। আল্লাহর ভালোবাসা নিঁখাদ। না দেখে বিশ্বাস করা সত্তার জন্য স্ত্রী-সুখ-সন্তান-সালতানাত ফেলে দিয়ে যুদ্ধ করতে আসে, এমন মুমিনদের কে আর বাঁচাবে তিনি ছাড়া? অদ্ভুত এক ভালোবাসা, দয়া, প্রতিদান।

৬। অন্যদিকে কুফফাররা একদম কোনঠাসা। তাদের কোন সাহায্যকারীই যে নেই। কিচ্ছুক্ষণ তাদের সাথে শাইত্বন যাও ছিল, ফিরিশতা দেখা মাত্রই পালিয়ে গেল।

৭। আল্লাহ্‌ বান্দার পরীক্ষা নেন। যার পরীক্ষা যত বড় তার যাজা দুনিয়া ও আখিরাতে তত বেশী।

লিখাঃ সংগৃহীত.
"র'দ্বিতু বিল্লাহি রব্বাও
ওয়া বিল-ইসলামি দ্বীনাও
ওয়া বি মুহাম্মাদিন-নাবিয়্যান"

29/04/2021

রমজানঃ- ১৭
৩০-০৪-২০২১
রোজঃ শুক্রবার(ঢাকা জেলা)
শেহরির শেষ সময়ঃ ৪:০০
ইফতারের সময়ঃ ৬:৩০

28/04/2021

রমজানঃ- ১৬
২৯-০৪-২০২১
রোজঃ বৃহস্পতিবার
শেহরির শেষ সময়ঃ ৪:০১
ইফতারের সময়ঃ ৬:৩০

27/04/2021

রমজানঃ- ১৫
২৮-০৪-২০২১
রোজঃ বুধবার
শেহরির শেষ সময়ঃ ৪:০২
ইফতারের সময়ঃ ৬:২৯

26/04/2021

রমজানঃ- ১৪
২৭-০৪-২০২১
রোজঃ মঙ্গলবার
শেহরির শেষ সময়ঃ ৪:০৩
ইফতারের সময়ঃ ৬:২৯

25/04/2021

রমজানঃ- ১৩
২৬-০৪-২০২১
রোজঃ সোমবার
শেহরির শেষ সময়ঃ ৪:০৪
ইফতারের সময়ঃ ৬:২৯

24/04/2021

রমজানঃ- ১২
২৫-০৪-২০২১
রোজঃ রবিবার
শেহরির শেষ সময়ঃ ৪:০৫
ইফতারের সময়ঃ ৬:২৮

23/04/2021

The Lancet Journal আবার কি বলে!!!!!

কো‌ভিড নি‌য়ে প্রচ‌লিত ধারণা বদ‌লে দেয়া নতুন তথ্য!
,
ল্যানসেট পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞান জার্নাল। এটি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয়। কোভিড সংক্রান্ত বহু তথ্য এখানে নিয়মিত প্রকাশ হয়। সারা পৃথিবীর সব দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ইত্যাদি সবাই ল্যানসেট রিপোর্টকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। ২০২১ সালের ১২ এপ্রিল এই রিপোর্টে এ বহু তথ্য দিয়ে প্রমাণ করা হয়েছে, যে কোভিড ১৯ বায়ু দ্বারা সংক্রামিত হয়। অন্য কোনো ভাবেই নয়।
প্রসঙ্গত বলা উচিত, জুলাই ২০২০ এ ল্যানসেট জার্নালেই ২২ টি দেশের প্রায় ২২৩ জন বিখ্যাত বিজ্ঞানী (যাঁদের মধ্যে ৪৫ জন নোবেলজয়ী) জানিয়েছিলেন যে কোভিড নিয়ন্ত্রণ কর্মসূচি সম্ভবত ভুল পথে যাচ্ছে। লকডাউন, স্যানিটাইজেশন এসব করে এই ছড়িয়ে পড়া রোখা যাবে না। এতে বিপর্যয় বাড়বে। তখন এটা প্রমাণ করার মতন তথ্য তাঁরা পাননি, এটা একটা হাইপোথিসিস ছিল। এখন বিশাল তথ্য দিয়ে আরো বহু বিজ্ঞানী এটা প্রমাণ করেছেন। যাঁদের আগ্রহ আছে তারা ডাক ডাক গো বা গুগল করে এই রিপোর্ট পড়তে পারেন, খুব সহজবোধ্য ভাবে বোঝানো হয়েছে। এর কিছু অংশ:
১। কোভিড রোগ কোনমতেই হাঁচি, কাশি, কফ, থুতু দিয়ে ছড়ায় না।
২। এটি পোষাক, জুতো, আসবাবপত্র, ধাতু, চামড়া এসব দিয়ে ছড়ায় না।
৩। রোগীর ব্যবহার করা কোনো জিনিস এর স্পর্শে এই রোগ ছড়ায় না।
৪। যানবাহন এর হাতল, সিঁড়ি এসবের মাধ্যমে ছড়ায় না।
৫। এই জীবাণু ছড়ায় রোগীর কথা, নিঃস্বাস বায়ু, হাসি, চিৎকার এমনকি গান থেকেও। জীবাণু বাতাসে মেশে এবং বাতাসে বহুক্ষণ সক্রিয় থাকে।
৬। যেহেতু বৃহৎ অংশের রোগীর কোনোরকম উপসর্গ থাকে না বা খুব হালকা উপসর্গ থাকে, তাই এই আপাত সুস্থ রোগীরাই বেশিরভাগ রোগ ছড়ায়। বাস্তবে যত কোভিড রোগী পাওয়া গেছে তার ৫২% মতন রোগীর উৎস উপসর্গ হীন রোগী।
৭। ঘরের বাইরে থেকে ঘরের ভিতরে রোগ হবার সম্ভাবনা বহু গুণ বেশী এবং সে রোগ ভয়াবহ হবার সম্ভাবনাও ঘরেই অনেক বেশি।
৮। বারবার হাত ধুয়ে, স্যানিটাইজার ব্যবহার করে, বাইরে থেকে ফিরেই জামাকাপড় স্যানিটাইজ করলে কোনো লাভ নেই।
৯। নিঃসন্দেহে প্রমাণিত যাঁরা বাইরে ঘুরেছেন তাঁদের চেয়ে যাঁরা ঘরে বদ্ধ থেকেছেন, তাঁদের রোগ হয়েছে বহুগুণ বেশী, এমনকি ভেন্টিলেটর এর প্রয়োজন বা মৃত্যুও হয়েছে তাঁদের অনেকগুণ বেশি। বাস্তবে মৃতদের প্রায় ৮৬% ই ঘরে বদ্ধ ছিলেন। এই গৃহবন্দী নিয়ে রিপোর্টঁ এ বহু বিস্তারিত আছে। বলা হয়েছে ঘরের থেকে রাস্তা, বড় বাগান, জঙ্গল, নদী এসব এলাকা বহুগুণ ভালো। এমনকি ঘরের থেকে শপিং মলও ভালো বলা হয়েছে, কারণ সেখানে জায়গা অনেক বেশি, তাই বাতাসে জীবাণুর ঘনত্ব কম।
১০। ঘরের থেকে স্কুল, কলেজ অনেক অনেক নিরাপদ প্রমাণ করা হয়েছে। ল্যানসেট তাই সারা বিশ্বে বিশেষ করে ভারত, বাংলাদেশ, চীন এসব ঘনবসতিপূর্ণ দেশে অবিলম্বে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভ্যাকসিন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করতে বলা হয়েছে। এতে শিক্ষার উন্নতির সাথে শিশু কিশোরদের কোভিড হবার সম্ভাবনাও অনেক কমে যাবে।
১১। লকডাউন এই রোগ নিয়ন্ত্রণে কোনো উপকারী তো নয়ই, বরং দীর্ঘদিন ঘরে বন্দী থেকে শহর এলাকায় এই রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই ঘরে আবদ্ধ দশা না কাটালে সামনে ভয়াবহ রূপ দেখা যাবে, যা এখনো কল্পনার বাইরে।
১২। ঘরে থাকার সময় দরজা জানালা যত বেশী সম্ভব খোলা রাখতেই হবে। বাড়ীর ভিতরে হাওয়া চলাচল না হলে সে বাড়ী ত্যাগ করাই শ্রেয়। কারণ এই রোগ অন্তঃত আরো ১২-১৫ বছর থাকবেই।
১৩। ১৬ বছরের বেশি সবাইকে টিকা নিতে হবে, দ্রুত আরো কম বয়সের শিশুদের এই টিকার আওতায় আনতে হবে।
১৪। ঘন বসতিপূর্ণ শহরে এই রোগ অতিমাত্রায় ক্ষতিকর থাকবেই। আধা শহর বা গ্রামে এই রোগ অল্পদিনেই নিয়ন্ত্রণে চলে আসবে।
১৫। বলা হয়েছে, প্রত্যেকের নিজের পাশের ৫০০ মিটার এলাকায় কোন রোগী থাকলে এই রোগ হবার সম্ভাবনা প্রচুর। বলাই বাহুল্য, বড় শহরে একজনের ৫০০ মিটার এলাকায় এ যত মানুষ থাকেন, একটা গোটা গ্রামে তত মানুষ পাওয়া যাবে না।
১৬। দেখা গেছে একজনের বাড়ীর ৭ টা বাড়ী পরে অন্যজনের কোভিড থেকে ওই ব্যক্তির রোগ ছড়িয়েছে। এরকম উদাহরণ লক্ষ লক্ষ। বাড়ীর দেওয়াল, দরজা চোর আটকাতে পারলেও আরএনএ ভাইরাস আটকাতে পারে না। আর বদ্ধ ঘরে বাতাসে জীবাণুর ঘনত্ব অনেকগুণ বেশী হয়, তাই রোগ ভয়াবহ হয়।
১৭। দিনের বেশিরভাগ সময় বাইরে থাকুন, পারলে মাঝে মাঝেই একটু ফাঁকা জায়গা, গ্রাম, এসব এলাকায় যান। ফুসফুসের জীবাণু কমে যাবে। পারলে ঘন জনবসতি এলাকা ছেড়ে একটু আধা শহর এলাকায় বসবাস করুন। ইউরোপ, আমেরিকায় শহরে বাড়ী বিক্রি করার ধুম পরে গেছে। সবাই গ্রাম এলাকায় বাড়ী খুঁজছে।
তথ্যসূত্র: ইত্তেফাক/এসএ
তথ্যসংগ্রহে: Shafik

23/04/2021

রমজানঃ- ১১
২৪-০৪-২০২১
রোজঃ শনিবার
শেহরির শেষ সময়ঃ ৪:০৫
ইফতারের সময়ঃ ৬:২৮

22/04/2021

রমজানঃ- ১০
২৩-০৪-২০২১
রোজঃ শুক্রবার
শেহরির শেষ সময়ঃ ৪:০৬
ইফতারের সময়ঃ ৬:২৭