Ayman Anamika Vlog
Assalamu walaikum,
We are two sisters. Here we will show our daily life. Hope you will be with us.
মজার মজার কাবাব খেতে চাও? তাহলে চলে যাও খিলগাও এর Kabab station 😋
ফুলের রাজ্য..
Heart Broken 💔💔💔
Made By Isreal
Pictures From Gaza
May Allah Protect & Save Gaza 😭
Ameen
🇵🇸
❤️
Ayman এর Engagement..
বৃষ্টির দিনে বৃস্টি আপ্পির বিয়ে..
বৃস্টি আপ্পিকে বিদাই দিয়ে দিলাম..😔
বৃষ্টি আপ্পির Birthday ছিল..❤️
দাদু বাড়ি
Day-2
বৃস্টি আপ্পির বিবাহ..❤️
নানু বাড়ি থেকে চলে আসার সময়😔
নানুর বাড়ি
Day-2
নানু বাড়িতে যাই 😊
চাঁদ রাতে আমাদের ব্যস্ততা..
Eid Mubarak everyone ❤️
আজকে ছাদে উঠে অনেক ক্ষন ধরে বসে বসে ভাবছিলাম,
আল্লাহর নিয়তি..
একপাশে আগাছা জন্মেছে এই আগাছাগুলোকে কখনো পানি দেওয়া হয়না তবুও কি সুন্দর করে বাতাসে হেলছে দুলছে কত সুন্দর করে বেঁচে আছে।
আর অন্যপাশে, এই লেবু গাছটাকে কিছু দিন পানি দেওয়া হয়নি তারপর থেকে অনেক দিন হলো বাঁচানোর জন্য পানি দিয়ে এই যাচ্ছি ডে বাই ডে কিন্তু গাছটা পুরো মৃতপ্রায়।
এটা থেকে কি বুঝতে পারলাম জানেন!
সমাজে অনেক বঞ্চিত বা নিন্মবিত্ত মানুষ আছে যারা কিনা ততো আরাম আয়েশ করেনা কিন্তু তারা খুব সুন্দর করে বেঁচে আছে তাঁদের রোগও সমাজের উচ্চবিত্ত মানুষের মতো হয়না তাঁদের বড়ো বড়ো হসপিটালে যাওয়ার সামর্থ নেই তাঁদের আছে শুধু নাপা কিংবা সর্বোচ্চ সরকারি হসপিটালে যেয়ে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে একটা ডক্টর দেখানোর সামর্থ ইভেন সেই ডক্টর দেখিয়ে ভালোও হয়ে যায় আর এটাই আল্লাহর রহমত।
অন্যদিকে, সমাজের উচ্চবিত্ত মানুষ অনেক আরাম আয়েশএ থেকে যদি হঠাৎ করে তাঁদের সেই আরাম আয়েশ কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায় তাহলে তাঁরাও ঠিক লেবু গাছটার মতো একি ভাবে অসুস্থ হয়ে যায়। আর তাঁদের ওষুখ ছোটখাটো না তাঁদের ওষুখ হয় অনেক বড়ো ওষুখ আর তারা সেই ওষুখ সারাতে যায়ও অনেক বড়ো বড়ো হসপিটালে তবুও কিছু ওষুখ ভালো হয় আবার কিছু ওষুখ বইতে হয় মৃত্যু পর্যন্ত আর এটাই আল্লাহর নিয়তি।
(Anamika)