RH.Nabil
Because of musician/band
Song - এই শহরে | Ei Shohore
Sanaul Fahad
💝Cumilla .💝
.
Eid Mubarak ....🌙
শুভ জন্মদিন অনিকেত প্রান্তর!
২০০৬ সালের এই দিনে অর্থাৎ পহেলা এপ্রিল মুক্তি পায় আর্টসেল এর দ্বিতীয় ও সর্বশেষ এলবাম 'অনিকেত প্রান্তর'। আজ যার পনের বছর পূর্ণ হলো । মূলত এ এলবামটিই আর্টসেল এর আকাশচুম্বী জনপ্রিয়তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায় । এই এলবামের টাইটেল ট্র্যাক 'অনিকেত প্রান্তর' নামের ১৬ঃ২০ মিনিটেএ সেই মহাকাব্য এদেশের ব্যান্ড মিউজিক ইতিহাসে যোগ করে অন্য এক মাত্রা । এছাড়াও এলবামের বাকি সব গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে । এলবামে মোট ১০ টি ট্র্যাক আছে।
১.লীন
২.স্মৃতিস্মারক
৩.ধূসর সময়
৪.পাথর বাগান
৫.শহীদ সরণি
৬.ছায়ার নিনাদ (Instrumental)
৭.ঘুনে খাওয়া রোদ
৮.তোমাকে
৯.গন্তব্যহীন
১০.অনিকেত প্রান্তর
পনের বছর হয়ে গেছে আর্টসেল এর দ্বিতীয় এলবাম রিলিজের । বারবার আশা দিয়েও হতে হয়েছে আশাহত । আশাটা জোরালো হতে পারতো দুই বছর আগে সংশয় রিলিজের মাধ্যমে তারই আভাস মিলেছিলো । হয়তো সংশয়ের ঘোর এখনো কাটেনি । কিন্তু মানুষের চাওয়া ও না পাওয়ার আকাঙ্খাকে কয়েকগুণ এক্সাইটমেন্টে ভরিয়ে দিতেই হয়তো ভক্তকুলের হৃদয়ে আর্টসেলের এই শৈল্পিক লুকোচুরি । তাই আমরা আশা করতে পারও, হয়তো আশাহত হবোনা এই আশায় ।
আর্টসেল এর মোট ৪০ টি গান আছে । আমরা নতুন এলবাম নতুন এলবাম করি কিন্তু অনেকেই আর্টসেল এর পুরোনো গানগুলোই ভালোভাবে শুনি নি । এই এলবামের বাইরে 'বাংলাদেশ, স্মৃতি ও আমরা', 'ছেড়া আকাশ', 'অবিমৃষ্যতা', 'স্পর্শের অনুভূতি', 'অস্তিত্বের দিকে পদধ্বনির সম্মোহন', 'অপ্সরী', 'মুখোশ', 'ইতিহাস', 'স্বপ্নের কোরাস', 'রুপক' সহ আরো বেশ কয়েকটি গান রয়েছে যেগুলো আমাদের শ্রোতাদের মাঝে খুব বেশি জনপ্রিয় নয় কিন্তু প্রত্যেকটা গানই মাস্টারপিস । তাই নতুন এলবাম নতুন এলবাম করে গলা ফাটানোর আগে এই গানগুলোই ভালো করে শোনা উচিত ।
ভালো থাকুক প্রিয় আর্টসেল!
বেঁচে থাকুক আর্টসেলিজম!
🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
🖤🤘🖤
মহান স্বাধীনতা দিবস ২৬ শে মার্চ 🇧🇩.
Happy birthday legend🌸❤
আত্মহত্যা না করলেও পারতেন💔
Chester Charles Bennington
শুভ জন্মদিন হে জাতির পিতা। তুমি থাকবে, তুমি আছো । যত দিন রবে এই দেশ ততদিন রবে তোমার ভালোবাসার রেশ । সালাম তোমায় হে জাতির পিতা.
শেখমুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে .
জয় বাঙলা জয় বঙ্গবন্ধু .♥
💝(কুমিল্লা শহর )💝
💝🎸,,,,,❣️