Wide Angle Photography

Wide Angle Photography

want to capture the beautiful moment?want to be in the heart of others?Knock me anytime.Me partho is always ready at your service.01676497104

22/04/2017

ফেব্রুয়ারি ২০১৭ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৭২ লক্ষ। যার মধ্যে ৬ কোটি ৩১ লক্ষ গ্রাহকই মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। বাদ বাকী ৪১ লক্ষ গ্রাহক আইএসপি, পিএসটিএন বা ওয়াই ম্যাক্স ব্যবহার করেন। তার মানে ব্যবহৃত ইন্টারনেটের বড় অংশ মোবাইল ইন্টারনেটের মাধ্যমেই ব্যবহৃত হয়।
বাংলাদেশে প্রতি সেকেণ্ডে ইন্টারনেট ব্যবহৃত হয় ৪০০ জিবি। প্রতি মিনিটে ৪০০*৬০ জিবি। প্রতি ঘন্টায় ৪০০*৬০*৬০ জিবি। বাংলাদেশে প্রতিদিন ইন্টারনেট ব্যবহৃত হয় ৪০০*৬০*৬০*২৪= ৩৪৫৬০০০০ জিবি। প্রতি জিবি গড়ে ২০০ টাকা হিসেবে প্রতিদিন ব্যবহৃত ইন্টারনেটের দাম ৩৪৫৬০০০০*২০০= ৬৯১.২ কোটি টাকা। সরকারের কাছে প্রতি জিবি ২৬ পয়সা হিসেবে প্রতিদিন ব্যবহৃত ৩৪৫৬০০০০ জিবি ইন্টারনেটের ক্রয়মুল্য ৩৪৫৬০০০০*.২৬= ৮৯.৮৬ লক্ষ টাকা। তার মানে দাঁড়ালো প্রতিদিন ৮৯.৮৬ লক্ষ টাকায় কেনা ইন্টারনেট জনগণের কাছে বিক্রি করা হচ্ছে ৬৯১.২ কোটি টাকায়।
প্রতিদিন ইন্টারনেট খাত থেকে মুনাফা ৬৯১২০০০০০০-৮৯৮৬০০০= ৬৯০.৩ কোটি টাক। প্রতি বছর ইন্টারনেট খাত থেকে মুনাফা ৬৯০.৩*৩৬৫= ২৫১৯৬০০২৫৬০০০ বা ২ লক্ষ ৫১ হাজার ৯৬০ কোটি টাকা। অপারেটরদের কাছ থেকে প্রতি বছর ইন্টারনেটের দাম হিসেবে সরকার পায় ৮৯.৮৬*৩৬৫= ৩২৮ কোটি টাকা মাত্র (প্রায়)।
২০১৬-২০১৭ সালে বাংলাদেশের জাতীয় বাজেট ছিল ৩ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। দেখা যাচ্ছে, শুধুমাত্র ইন্টারনেট খাতের এই টাকা যোগ হলেও জাতীয় বাজেট দাঁড়াতো ৬ লক্ষ কোটি টাকা, প্রায় দুই গুণ। অথচ এই আড়াই লক্ষ কোটি টাকার পুরোটাই নিয়ে গেছে বিদেশী বেনিয়ারা। যেসব রাজনীতিবিদ এবং আমলারা জনগণের এই পকেট কাটার সুযোগ করে দিয়েছেন তারা সর্বোচ্চ কতো পেয়েছেন? ৫০০ কোটি? ১০০০ কোটি? ২০০০ কোটি টাকা? যা ২ লক্ষ ৫২ হাজার কোটি টাকার তুলনায় সামান্য টাকা।
এই মহা ডাকাতি কি বন্ধ হবে না? ইন্টারনেটের দাম কমাও, ডাকাতি বন্ধ করো। অন্যান্য উন্নত, উন্নয়নশীল দেশের তুলনায় আমাদের দেশের ইন্টারনেট মুল্য প্রচুর পরিমান বেশি। এইভাবে ডিজিটাল বাংলাদেশ সম্ভব?
প্রতি জিবি ২৬ পয়সায় কেনা ইন্টারনেট মুল্য প্রতি জিবি 200 থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

01/12/2016

Photography can only represent the present. Once photographed, the subject becomes part of the past.

20/11/2016

“The picture that you took with your camera is the imagination you want to create with reality.”

18/11/2016

The camera is an instrument that teaches people how to see without a camera.

Dorothea Lange

Telephone

Website