Geography For WBCS by Arghya Sir

Geography For WBCS by Arghya Sir

A Solution to your Quest

14/08/2024

Interested may contact.... # Adhyayan Academy #

07/05/2024

Interested may contact

Photos from Geography For WBCS by Arghya Sir's post 30/04/2024
18/03/2024

আগামীকাল ১৯ মার্চ পুলিশ পারমিশন হয়ে গেছে ।
ছাত্র হিসেবে নিজের দাবি নিজে সামনে রাখার জন্য ছাত্র- শিক্ষক আগামীকাল ১৯ মার্চ আসবে।
নেতার পেছনে থেকে নেতার হাত দিয়ে দাবি পৌঁছে দেওয়ার জন্য ২০ তারিখ এসো। যার যেদিন ভালো লাগবে এসো । কিন্তু এসো ।
এতে রেষারেষির কিছু নেই
দাবি সবারই এক
১. ফুড SI পরীক্ষা এখনই ক্যান্সেল করতে হবে ।
২. আগামী ৬ মাসের মধ্যে re _exam করাতে হবে।
৩. পরীক্ষার কার্বন কপি পরীক্ষার শেষে দিতে হবে প্রশ্ন পত্রের সঙ্গে ।
৪. যথেষ্ট চেকিং করে এক্সাম নেওয়ার ব্যাবস্থা করতে হবে ।
৫. পরীক্ষা একটা শিফট এ নিতে হবে ।
❌ CBT দাবী এখনই নয়
কয়েকটি কারণ:
PSC এর পরীক্ষা নেওয়ার সদিচ্ছা কতটা সেটা শেষ তিন বছরের শীতঘুম থেকে দেখা গেছে ।
ওদের অজুহাত ওদের সামনে দিয়ে দিলে লুফে নিতে ৪ বার ভাববে না ।
CBT নিতে গেলে vendor কে টেন্ডার দেওয়া একটা লম্বা process, যদি একজনই প্রশ্ন সেটার হয় ও এক্সাম কন্ডাক্ট করে তাহলে যে সময় লাগবে , আলাদা আলাদা হলে আরো সময় লাগবে ।
CBT করতে পিএসসি এর যে ফান্ডিং প্রয়োজন সেটার অ্যারেঞ্জ এর অজুহাতে সময় অনেক টা টেনে দিতে পারে ।
✅ CBT করার পক্ষে আমিও তবে এখন নয় ,
পরে যে যবে পিএসসি এর সমস্ত অবজেক্টিভ এক্সাম CBT করার জন্য আন্দোলন করবে আমার সাপোর্ট প্রথম থাকবে তোমাদের জন্য ।
এর পরে কে কবে কি করবে, আসবে, যাবে, সাপোর্ট করবে , করবে না সম্পূর্ণ ব্যাক্তিগত ব্যাপার ।

14/01/2024

Thank You # Adhyayan Academy for Competitive Examinations

02/01/2024

JANUARY এর 10 তারিখ পুরুলিয়া যাবো। অযোধ্যা , মুখোশ গ্রাম, পাখি পাহাড় এই দিক টা। FOODING LODGING দরকার। আমার কোনো পরিচিত ছাত্র বা বন্ধু যদি থাকো একটু জানাও।

05/07/2022

5. Which one of the following planets is the brightest?
a. Mars
b. Mercury
c. Venus
d. Jupiter

05/07/2022

4. Which of the following planets has largest number of satellites of moons?
a. Jupiter
b. Neptune
c. Earth
d. Saturn

05/07/2022

3. Which planet was named after the Roman God Zeus?
a. Earth
b. Mars
c. Venus
d. Jupiter

05/07/2022

2. Which one of the following is the largest satellite in solar system?
a. Ganymede
b. Titan
c. Europa
d. Triton

05/07/2022

1. The colour of the star is an indication of its
a. Distance from the earth
b. Distance from the sun
c. Temperature
d. Luminosity

Website