Let's get solved

Let's get solved

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Let's get solved, Educational consultant, .

30/04/2024

তিন ধরনের মানুষ সবসময় পেরেশান থাকে,
সাহায্যকারী, দায়িত্বশীল, এবং যার অন্তর পরিচ্ছন্ন।

---হযরত আলী (রা:)

14/02/2024

ব্রেকিং!!! ১-১৫তম শিক্ষক নিবন্ধন সনদ বাতিল ঘোষণা। পরবর্তী সনদের স্থায়িত্ব হবে ৩ বছর!

12/02/2024

বিগত ৫ বছরে
দাম বাড়ে নি এমন একটি
জিনিসের নাম বলুন?

11/02/2024

আপনি যখন পড়া শুরু করেছিলেন তখন জি আই পণ্য কতটি ছিল?

10/02/2024

খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পদের পরিক্ষা আগামী মার্চে।

09/02/2024

ব্রেকিং! অস্থিরতাময় শিক্ষাব্যবস্থায় শিক্ষাক্রমে আবারো পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। তবে কত মার্কের সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি!!!

09/02/2024

প্রাইমারি ৩য় ধাপের পরীক্ষা রমজানের মধ্যেই অনুষ্ঠিত হবে!

08/02/2024

আপনার চাকরির বয়স আর কয় মাস আছে ❓

21/08/2023

🤨 বুদ্ধির খেলা😊
- একটি পরিবারে মা বাবা ও ৭ জন ছেলে আছে।প্রত্যেক ছেলের একটি করে বোন আছে।ঐ পরিবারে সদস্যের সংখ্যা কত?

05/05/2023

🔖 পরীক্ষার হলে মারাত্মক বিভ্রান্তি সৃষ্টিকারী কিছু প্রশ্ন।

প্রশ্ন ১. সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান কয়টি?
◾সঠিক উত্তর:
সাংবিধানিক পদ ৯টি, সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি।

প্রশ্ন ২. মৈমনসিংহ গীতিকা সংগ্রহ কে করে?
দীনেশচন্দ্র সেন/ চন্দ্রকুমার দে?
◾সঠিক উত্তর:
সংগ্রহ করেন — চন্দ্রকুমার দে।
আর সম্পাদনা করেন — দীনেশচন্দ্র সেন।

প্রশ্ন ৩: সমুদ্রের পানি নীল দেখায় আপতিত সূর্যের আলোর–
বিক্ষেপন/প্রতিসরণ?
◾সঠিক উত্তর:
বিক্ষেপন।

প্রশ্ন ৪: বাংলাদেশের জিডিপিতে (বর্তমানে) কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
কৃষি/শিল্প/সেবা?
◾সঠিক উত্তর:
সেবা।

প্রশ্ন ৫: বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
EU / WTO
◾সঠিক উত্তর: EU
ব্যাখ্যা : সবচেয়ে বড় অর্থনৈতিক জোট — ইইউ।
সবচেয়ে বড় বাণিজ্যিক গোষ্ঠী — WTO.

প্রশ্ন ৬: বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?
রবীন্দ্রনাথ ঠাকুর/বিষ্ণু দে
◾সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
ব্যাখ্যা : বিষ্ণু দে'র অনুবাদটা ১৯৫০ সালের পরে কিন্তু রবি ঠাকুর মারা যান ১৯৪১ সালে।

প্রশ্ন ৭: ‘গাহি সাম্যের গান, ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান’ – পঙিক্তটি নজরুলের কোন কবিতার অংশ?
সাম্যবাদী/জীবন- বন্দনা
◾সঠিক উত্তর:
জীবন – বন্দনা।
ব্যাখ্যা : এটা জীবন বন্দনা কবিতার অংশ আর সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম বলেছেন, “গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান!”

প্রশ্ন ৮: মোট সেক্টর কমান্ডার কতজন?
১৬ জন/১৯ জন।
◾সঠিক উত্তর:
১৬ জন ( সোর্স : স্বাধীনতার দলিলপত্র)

প্রশ্ন ৯: বৃহত্তম অর্থনীতির দেশ??
China / USA
◾সঠিক উত্তর : USA
ব্যাখ্যা : জিডিপিতে শীর্ষ — USA আবার অন্যদিকে পিপিপিতে শীর্ষ — China.
বৃহত্তম অর্থনীতি বলতে সাধারণত জিডিপির ভিত্তিতে বুঝানো হয় তাই অপশনে দুইটাই থাকলে USA অপশনটাই বেটার।

প্রশ্ন ১০ : মুসলিম নারী জাগরণের কবি কে?
বেগম রোকেয়া/শামসুন্নাহার
◾সঠিক উত্তর: শামসুন্নাহার।
ব্যাখ্যা : বেগম রোকেয়া কবি ছিলেন না। বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
॥॥॥
Collected

23/02/2023

'নিউমুর' দ্বীপের অপর
নাম কী?

07/11/2022

#বিসিএস ভাইভা
#বিসিএস All caders
#মুক্তিযুদ্ধ

একটা ট্রিকি প্রশ্ন উত্তর জেনে নিন। অনেক ভাইভা প্রার্থী বিপাকে পড়তে হয়েছে।

প্রশ্ন: বলুন ১৫ আগস্ট কেন বিখ্যাত ?

স্যার, ১৫ আগস্ট অপারেশন জ্যাকপট এর জন্য বিখ্যাত। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের নৌপথে পাকিস্তানি সৈন্য ও অন্যান্য সমর সরঞ্জাম পরিবহন ব্যবস্থা বানচাল করার লক্ষ্যে রাতে চট্টগ্রাম বন্দরে মুক্তিবাহিনীর ২০ জনের ৩ টি গ্রুপ আক্রমণ করে এতে পাকবাহিনীর সমরাস্ত্র ও গোলাবারুদ বোঝাই কয়েকটি জাহাজ সবগুলো ধ্বংস হয়ে যায়। ফলে পাক বাহিনীর মনোবলে চিড় ধরে। এটি ছিল পাক বাহিনীর বিরুদ্ধে মুক্তিবাহিনীর প্রথম বড় ধরনের ধ্বংসাত্মক আক্রমণ।

এই অপারেশন এর লক্ষ্যে ভারতীয় নৌবহিনীর অধীন মুক্তিবাহিনীর ১৫০ জন সেচ্ছাসেবী প্রয়োজনীয় প্রশিক্ষণ নেন।

NB: উত্তেজনাবশত বলে ফেলবেন না ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতার সপরিবারকে হত্যা করার জন্য এই দিনটি বিখ্যাত। এটা একটা ট্রিকি প্রশ্ন। বিখ্যাত এবং কুখ্যাত এর মধ্যে ফারাকটা নিশ্চই জানেন। এভাবে অনেকে ভাইভা প্রার্থী উত্তর দিয়ে বিপাকে পড়েছে।

Follow:BCS Written And Viva Practice

Script: BCS written and viva admin (Biddabari)

31/10/2022

'তদ্ভব' এর অর্থ হলো-
ক)তার সমান
খ)তার থেকে ভাবনা
গ)তার থেকে উৎপন্ন
ঘ)তার ভুবন

06/10/2022

প্রাইমারি নিয়োগ ৩২,৫৭৭ পদ থেকে বেড়ে ৫৮,০০০!
বৃদ্ধি পাচ্ছে ২৫,০০০+
সূত্র: দৈনিক নয়া দিগন্ত
(নিউজ লিংক কমেন্টে)

29/09/2022

বিশ্ব হার্ট দিবসে সবাইকে
আমার হৃদয় থেকে শুভেচ্ছা

28/09/2022

বায়ুদূষণে বিশ্বে ঢাকা ২য়

27/09/2022

অভ্যর্থনা (Welcome) হলো সংবর্ধনা, আপ্যায়ন, সমাদর ও সসম্মানে গ্রহণ ইত্যাদি। পৃথিবীতে ইসলাম এসেছে সভ্য, উন্নত ও চির সুন্দর সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও বৈশ্বিক পরিমণ্ডলের ক্ষুদ্র থেকে শুরু করে সব বিষয়ে রয়েছে ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা। অতিথিদের সম্মান ও অভ্যর্থনা জানানোর পদ্ধতি নিম্নরূপ—

সালাম : সালামের মাধ্যমে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, হিংসা-বিদ্বেষ দূর হয় এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে ঈমানি পরিবেশ তৈরি হয়। মহান আল্লাহ প্রথম মানুষ হিসেবে আদম (আ.)-কে সৃষ্টি করেন। এরপর ফেরেশতা কর্তৃক তাকে অভ্যর্থনা জানানোর আয়োজন করেন। আদম (আ.) ফেরেশতাদের উদ্দেশ্যে ‘আস-সালামু আলাইকুম’ বললে ফেরেশতারা জবাবে বলেন, ‘আস-সালামু আলাইকা ওয়া রহমাতুল্লাহ’।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যখন মহান আল্লাহ আদম (আ.)-কে সৃষ্টি করলেন, তখন বললেন, যাও, অমুক স্থানে ফেরেশতাদের একটি দল আছে, তাদের সালাম করো এবং তাদের জবাব শোনো। কারণ সেটিই তোমার এবং তোমার সন্তানদের অভিবাদন। আদম (আ.) গিয়ে ফেরেশতাদের উদ্দেশ্যে ‘আস-সালামু আলাইকুম’ বলে সালাম দিলেন। ফেরেশতারা জবাবে বলেন, ‘আস-সালামু আলাইকা ওয়া রহমাতুল্লাহ’। তারা ‘ওয়া রহমাতুল্লাহ’ বেশি বলেন। তখন থেকেই সালামের সূচনা হয়। (বুখারি, হাদিস : ৫৮৭৩; মুসলিম, হাদিস : ৭৩৪২)

27/09/2022

জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?
— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
২. জাতিসংঘ এর নামকরণ করেন কে?
— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
৩. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?
— ১ জানুয়ারি, ১৯৪২।
৪. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে?
— মহাসচিব।
৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
— নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৬. জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয় কোথায়?
—জেনেভা, সুইজারল্যান্ড।
৭. জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন— জন ডি রকফেলার জুনিয়র।

22/09/2022

আজ Voice change এর
Present Indefinite Tense - এ কিভাবে Active থেকে Passive করা হয় তা দেখালাম।
এর প্রথম অংশ আগেরবার দিয়েছি,,

22/09/2022

Voice change এর প্রাথমিক কিছু আলোচনা

22/09/2022

লিঙ্গ পরিবর্তন বাংলা ব্যাকরণ

বাংলা ব্যাকরণের কয়েকটি গুরুত্বপূর্ণ লিঙ্গ পরিবর্তন :

কাঙ্গাল শব্দটির স্ত্রী-বাচক শব্দ:কাঙ্গালিনী
দেবর শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ননদ/জা
ষাঁড় শব্দটির স্ত্রী-বাচক শব্দ:গাভী
কপোত শব্দটির স্ত্রী-বাচক শব্দ:কপোতী
বাদশাহ শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বেগম
দাতা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:দাত্রী
সভ্য শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মহিলা সভ্য

03/09/2022
08/08/2022

সহজেই লাভ ক্ষতির গণিত সমাধান,,,

Website