Language with Entertainment

Language with Entertainment

If you would be a good boy.U will get a good girl

17/03/2024

Paraphrase কি এবং কিভাবে এটির Advance ব্যবহার হয় ?

- Paraphrase হল অর্থকে ঠিক রেখে ভিন্নভাবে লেখা । ভিন্নভাবে বলতে, একই Word বারবার না লিখে সেটির Synonym লেখা । একই রকম ভাবে, একই Grammar এ না লিখে, অর্থকে ঠিক রেখে ভিন্ন Grammar এ লেখা । মোটকথা Paraphrase হল Rewriting বা অর্থ ঠিক রেখে ভিন্নভাবে বলা ।
- যেভাবে Paraphrase করা যেতে পারে –
- 1) সরাসরি synonym এর ব্যবহার
This is Difficult = This is hard / Complicated/ Arduous - Paraphrase

- 2) কোন Word এর Antonym + সাথে Negative করে দেয়া ।
He is poor= He is not rich – Paraphrase

3) Change active to passive. ...
I will buy a pen. A pen will be bought – Paraphrase

- 4) একই শব্দকে ভিন্ন Parts of speech এ বলা । (e.g. change the verb into a noun) ...
The boss investigated the allegations = "The boss conducted an investigation about the allegations." – Paraphrase
- She is beautiful – Her beauty attracts me a lot – Paraphrase

16/03/2024

Some important Spelling ( মনে রাখার কৌশল )
এইগুলো বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছে।
১। Lieutenant ( লেফটেনেন্ট ) - সামরিক কর্মী।
Lie u ten ant- মিথ্যা তুমি দশ পিপড়া।
২। Psychological ( সাইকোলজিক্যাল ) - মনস্তাত্ত্বিক।
Psy cholo gi cal- পিসি চলো যাই কাল।
৩। Assassination ( এ্যাসএ্যাসিনেশন )- গুপ্তহত্যা।
Ass ass i nation - গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।
৪। Questionnaire- প্রশ্নমালা।
Question nai re - কোশ্চেন নাই রে।
৫। Assessment - কর নির্ধারণ।
Ass e ss men t- গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
৬। Hallucination- অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস।
Hall u ci nation- হলে তুমি! ছি জাতি।
৭। Diarrhoea- উদারাময়।
Dia rr hoea - ডায়াল করো ডাবল rr হয়ে যাবে।
৮। Bureaucracy- আমলাতন্ত্র।
Burea u cracy- বুড়িয়া তুমি cracy.
৯। Restaurant- রেস্টুরেন্ট।
Rest a u r ant - বিশ্রাম এ তুমি আর পিপড়া।
১০। Parallel- সমান্তরাল।
Par all e l -পার করো সকলকে ই।
১১। Illegitimate- অবৈধ।
Illeg i tim ate - অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
১২। Miscellaneous- বিবিধ।(কঠিন বানান)
Mis cell an e o us- মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে।

15/03/2024

IELTS Listening এ একজন আরেক জনের সাথে যে Word গুলোর মাধ্যমে একমত পোষণ করে।
*I would like to think so
*Sure
*Ok
*Well
*Hmm
*Yes
*That's good
*Fine
*Definitely
*Obviously
*Sounds good
*Great
*Fantastic
*Of course
* All right

15/03/2024

রিডিং এ যারা List of Heading নিয়ে সমস্যায় আছেন তারা এই Tips গুলো দেখে নিন।

১। প্রথমেই paragraph (প্যারাগ্রাফ) পড়ে আনসার শুরু করব নাকি সবগুলো আগে প্রশ্ন আগে পড়ে নিব এটা নিয়ে অনেকেই confused (কনফিউজড) হয়ে যান, আমি বলব আপনি যেভাবে করতে অভ্যস্ত হয়েছেন সেভাবেই করেন। এখানে নরমালি 6 (ছয়) থেকে 8 (আটটি) প্যারা দেওয়া থাকে যার মধ্যে দুটি প্যারা পাবেন আপনি অনেকটা বড়, দুই বা তিনটি পাবেন ছোট বাকিগুলো মিডিয়াম সাইজ হবে। এক্ষেত্রে আমি ছোট প্যারাগুলো আগে শেষ করি এতে করে অপশন কমে যায় এবং পরের গুলো করতে সুবিধা হয় এরপর মাঝারি গুলো পড়া শুরু করি সর্বশেষ বড় গুলো পড়ি।

২। প্রতিটি প্রশ্নের main keyword দাগাবো তবে কোনভাবেই article, preposition কে keyword হিসেবে দেখানোর প্রয়োজন নেই। কোন প্যারাতে transitional word (however, although, but, at the same time…) থাকলে সেই sentence টা খুব ভালোভাবে পড়তে হবে। কারণ এই ওয়ার্ডগুলো থাকলে sentence এর অর্থ পুরোপুরি change হয়ে যায়

৩। Para বড় হলে Half পর্যন্ত পড়বো আর ছোট হলে পুরোটাই পড়ে নিতে হবে। প্রত্যেক প্যারার প্রথম এবং শেষের দুই লাইন খুব ভালোভাবে focus দিয়ে পড়তে হবে। তবে এই নিয়মটি যে সবসময় প্রযোজ্য হবে এটি শতভাগ নিশ্চিত দিয়ে বলা যায় না যখন প্রথমবার শেষ দুই লাইন পড়ার পর উত্তর পাওয়া যায় না তখন পুরো para পড়ে ধারণা নিয়ে উত্তর করতে হবে।

৪। যদি কোন প্রশ্নের একটি sentence এর সাথে কোন প্যারার অর্থ পুরোপুরি মিলে যায় তাহলে বুঝে নিতে হবে এর ভেতরে ঘাপলা আছে এর জন্য sentence এর মূলভাবটি খুব ভালোভাবে বুঝতে হবে।

৫। ধরেন একটি প্রশ্নের উত্তর কোনভাবেই মিলাতে পারছেন না তাহলে ওই প্রশ্নটিতে সময় নষ্ট না করে পরের প্রশ্নে চলে যান এবং সবার শেষে ওই প্রশ্নটির answer করুন।

15/03/2024

Listening MCQ সমাধানের Tips.
আমরা জানি ,আইইএলটিএস এ Listening test এরমধ্যে MCQ Part টা অন্যান্য অংশ থেকে তুলনামূলকভাবে একটু কঠিন। বেশির ভাগ শিক্ষার্থী এই অংশে সমস্যার সম্মুখীন হয়। যারা লিসেনিং 8/9 পেতে চান তাদেরকে অবশ্যই এই অংশের দিকে বিশেষভাবে Focus দিতে হবে এবং Tips and tricks এর পাশাপাশি অবশ্যই নিয়মিতভাবে Practice করে যেতে হবে ।

১. Section two এর 11 নাম্বার হতে যদি MCQ শুরু হয় তাহলে Section one শেষ হওয়ার পর author বলবে now you have 30 second to check your answer সেই সময় answer check না করে আমরা12 নাম্বার থেকে প্রশ্নএবং উত্তর পড়া শুরু করে keyword গুলো দাগাবো ,এখানে বলে রাখা ভালো যে, যদি কোন প্রশ্নের উত্তরের সাইজ ছোট হয় তাহলে সে প্রশ্নের উত্তর পড়ার দরকার আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করিনা,তবে কেউ যদি প্রশ্নের উত্তর না পড়ে উত্তর দিতে না পারেন তাহলে অবশ্যই প্রশ্নের উত্তর পরে নিবেন।যেমনঃ
a.Lack of play ground
b.Lack of parking space
3. Lack of restaurant and coffee shop

লক্ষ করে দেখুন এখানে তিনটি প্রশ্নতেই Lack of দেওয়া আছে, সুতরাং এটি বারবার পড়ার কোনো যৌক্তিকতা নেই।আবার. …..
When the group meet at the airport they will have
a.Breakfast
b..Coffee
c.Lunch
এ ধরনের প্রশ্ন থাকলে আগে অপশন পড়ে সময় নষ্ট করা কোনো যৌক্তিকতা নেই ।

এখন প্রশ্ন করতে পারেন 11 নাম্বার দিয়ে শুরু না করে কেন 12 নাম্বার দিয়ে শুরু করবো? এখানে আমার যুক্তি হচ্ছে 11 নম্বর প্রশ্ন শুরু করার আগে Speaker বেহুদা বেশ কিছু কথা বলবে তখন আমরা এই সময়টায় 11 নাম্বার প্রশ্ন এবং উত্তর পড়ে নিব।

২. Article, preposition ,and,but, be verb কখনোই main keyword হিসেবে ব্যবহৃত হবে না, তাই এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই ।

৩.যদিও এটি কোনো নিয়ম নেই বা যৌক্তিক tricks হিসেবে শতভাগ সঠিক মানদণ্ডে বিবেচনা করা ঠিক হবে না তবুও নিজের অভিজ্ঞতা থেকে বলছি author প্রথমে যে উত্তরটি বলবে 75% ক্ষেত্রে সেটি সঠিক উত্তর হয়না। ৫/৬ টি প্রশ্ন থাকলে হয়তো ১/২ টি উত্তর পাবেন যেটি প্রথমে বলছে, কিন্তু MCQ যদি Section three তে থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রেই সাধারণত Speaker যে উত্তরটি প্রথমে বলবে সেটি সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে না।

৪.কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় Speaker তিনটি অপশনের মধ্যে শুধুমাত্র একটি Option বলবে ,তবে এটি খুবই Rare Case .Speaker যদি কোন প্রশ্নের উত্তর সরাসরি বলে তাহলে সেটি কখনোই সঠিক Answer হবে না কারণ উত্তর সবসময় paraphrase করে হয়। Section 3 তে author একই Sentence এ দুইটি option বললে কখনোই সেটি সঠিক উত্তর হবে না। সে ক্ষেত্রে ধরেই নেওয়া যায় তৃতীয় option টি সঠিক উত্তর হবে। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে, প্রশ্ন যে Tense এ থাকবে উত্তর ও ঠিক সেই Tense এই হবে।প্রশ্নে অতীতের কোনো ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে ,যেমন প্রশ্নে বলা হয়েছে আপনি কখন কক্সবাজার গিয়েছিলেন? Option এ আছে আগামী বছর কক্সবাজার যাব অথবা বললেন বর্তমানে আমার কক্সবাজার যেতে ভালো লাগে, তাহলে এই দুটির কোনোটিই সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে না,কারণ প্রশ্ন করা হয়েছে অতীতের ঘটনা সম্পর্কে ।

৫. কোন সময় যদি আপনি নিশ্চিত হন যে তিনটি অপশনের মধ্যে দুইটি অপশন কোনভাবেই উত্তর হওয়া সম্ভব নয় তার মানে তৃতীয় অপশনটি আপনি না বোঝা সত্বেও ওটাই Answer হবে যেহেতু অন্য দুটি Option আপনি সহজেই বাদ দিতে পেরেছেন, এটাকে বলা হয় elimination process

15/03/2024

IELTS Listening এর জন্য এই Transitional World গুলো আপনাকে মাথায় রাখতে হবে।

Positive Transitional Word
 Yes
 Yeah
 Right
 That’s right
 Huh-huh
 Exactly
 I see
 That’s sound good
 Hmm
 Absolutely

Negative Transitional Word

 Yet
 But
 Not
 Not at all
 Maybe
 However
 Despite
 On the other hand
 Whereas
 Unlike
 As opposed to
 Nevertheless
 While

15/03/2024

64 টি Vocabulary নিন্মে দেওয়া হলোঃ
1. required = অপরিহায্র্য, অবশ্যক, প্রয়োজন, প্রয়োজনীয়
2. stipulations = ভিভিন্ন/শর্তাবলী
3. approach = অভিগমন, অভিগমন করা, এগন, কাছান, ঘেঁষা, নিকটস্থ হত্তয়া, সদৃশ হত্তয়া, সমকক্ষ হত্তয়া, সমীপবর্তী হত্তয়া
4. pledges = অঙ্গীকার
5. adverse = প্রতিকূল
6. drastically = মারাত্মকভাবে,আয়তন বহুলাংশে
7. merely = নিছক
8. damage = ক্ষতি, ক্ষতি করা, খারাপ করা, শয়তানি করা
9. sympathetic = সহানুভূতিশীল
10. coalitions = সম্মেলন, জোট
11. era = যুগ
12. collectively = সমবেতভাবে
13. convention = সম্মেলন
14. decade = দশক
15. enhance = বাড়ান,বৃদ্ধি করা
16. reminded = স্মরণ করিয়ে
17. threshold = প্রান্তিক
18. attend = মনোযোগ দেত্তয়া,পরিচর্যা করা
19. performance = কর্মক্ষমতা
20. implementation = বাস্তবায়ন
21. failed = ব্যর্থ
22. empowered = ক্ষমতায়
23. wildfires = দাবানল
24. mechanism = কলকব্জা, কলের গঠন, যন্ত্রনিম্র্মাণ, সর্ববিধ যন্ত্র
25. compromise = আপস
26. signatories = স্বাক্ষরকারীদের
27. consensus = সর্বসম্মতি (Unanimousness)
28. inevitably = অনিবার্যভাবে, অবশ্যম্ভাবীরূপে
29. beyond = তার পরেও
30. recognise = চেনা
31. implement = বাস্তবায়ন
32. basis = ভিত্তি
33. mean = নীচ
34. rethink = পুনরায় চিন্তা করা
35. emissions = নির্গমন
36. potential = সম্ভাব্য
37. unleashed = উন্মোচিত
38. adaptation = অভিযোজন
39. instead = পরিবর্তে
40. progress = অগ্রসর ও সমৃদ্ধ্ব হওয়া( advance)
41. withdrew = প্রত্যাহার,অপসরণ হত্তয়া
42. tackle = অস্ত্রশস্ত্র-,সাজসরঁজাম
43. stark = সম্পূর্ণভাবে,ডাহা
44. leads = বিশালাকার,পরিচালনা
45. decades = কয়েক দশক ধরে
46. launch = আরম্ভ, আরম্ভ করান, আরম্ভ হত্তয়া, চালু করা, ছোড়া, জলে নামান, জলে ভাসান, ঝাঁপাইয়া পড়া, দাগা, ধাবিত করা, নিজেকে নিক্ষিপ্ত করা, প্রবৃত্ত করান, প্রেরণ করা, বেগে ছুটিয়া যাত্তয়া, সবেগে নিক্ষেপ করা
47. humanitarian = মানবিক
48. race = জাতি
49. urgency = জরুরি, চাড়া
50. ever = চিরকাল
51. effective = কার্যকর, কার্যোপযোগী, ঘটাইতে সক্ষম, চালু, ফলপ্রদ, ফলপ্রসূ, বলবৎ, বহাল, বাস্তবিক, শক্তিমান্, সক্রিয়, সার্থক
52. resilience = স্থিতিস্থাপকতা
53. situation = অবস্থা, অবস্থানস্থল, চাকরি, চাকরী, জায়গা, পদ, পরিবেশ, পরিস্থিতি, সন্ধিক্ষণ, সাময়িক অবস্থা, স্থল, স্থান, হাল
54. summit = সর্বোচ্চ সীমা,শিখর
55. appropriate = যথাযথ
56. unequivocally = দ্ব্যর্থহীনভাবে
57. assessment = মূল্যায়ন
58. plethora = আধিক্য
59. coalition = জোট
60. conference = সম্মেলন
61. negotiation = আলাপালোচনা
62. catastrophic = সর্বনাশা
63. monitoring = পর্যবেক্ষণ
64. revolution = বিপ্লব
-
[Collected and edited]

15/03/2024

20 টি Common English Words :
1. Off and on → মাঝে মাঝে।
2. Frequently → বারবার।
3. Intermittently → থেমে থেমে।
4. Come what may → যাই ঘটুক না কেন।
5. Nothing serious → মারাত্মক কিছুই না।
6. Sooner or later → দু'দিন আগে অথবা দু'দিন পর
7. What. a luck → কি ভাগ্য!
8. That sounds good → ওহ বেশ ভালো।
9. What a disaster! → কী সর্বনাশ।
10. The fact is → ব্যাপারটি হচ্ছে।
11. That would be nice → সেটা দারুন হবে।
12. Wow! Nice → ওয়াও! দারুন।
13. Wait a little bit → একটু অপেক্ষা করুণ।
14. No wonder → অবাক হওয়ার কিছুই নেই।
15. Nothing else than → তাছাড়া কিছুই না।
16. Somewhere else → অনয কোথাও।
17. So excited → খুবই উত্তেজিত।
18. I highly appreciate thay → আমি খুবই কৃতজ্ঞ যে।
19. It's all a hoax! → সব ধোঁকাবাজি আর কি!
20. By the way → ও ভালো কথা।
------------------------------
[Collected and edited]

12/03/2024

Remove a,e,i,o,u from your name 🙂

12/11/2023
01/08/2021

বিজ্ঞান দিয়ে কুরআন বিচার করা কি ঠিক?

16/07/2021

সুন্দর কুরআন তেলওয়াত!!!!!!

13/07/2021

সফল নারী-ই তাদের টার্গেট!!ভারতের মুসলিম নারীকে নিলামে উঠানো হচ্ছে!!

12/07/2021

বোন আমার কেমন হবে আপনার ক্যারিয়ার।

07/07/2021

কথা গুলো শুনলে মন থেকে দোয়া চলে আসে।

06/07/2021

সাদিও মানে! একজন সত্যি কারের মুসলিম তারকা!!!!!

06/07/2021

নারী নেতৃত্ব থেকে বের হওয়ার উপায়!!!!!!!!

03/07/2021

আপনি যা-ই করেন কিছু লোক পেছনে লাগবেই!

08/04/2021

.....জুতায়(জুতা) কথা বলবে.....।রাসূল (সঃ-) এর ভবিষ্যৎ বাণী।

02/12/2020

এটাই সেই জরিপ! যার অনুযায়ী ২০৭০ সালে সর্বশ্রেষ্ঠ ধর্ম হবে ইসলাম!

02/12/2020

গ্রাম থেকে শহরে এসে ডিম হয়েছে মামলেট, প্রযুক্তির ছোঁয়া লেগে ভাস্কর্য হয়েছে মুর্তি।

02/12/2020

প্রাণীর ছবি তৈরি যদি মুর্তি হয় তাহলে গাছ আকা কেন যাবে? গাছের ও তো প্রাণ আছে।

02/12/2020

যেটা স্ত্রী সেটাই বদূ। যেটা লাউ সেটাই কদু। যেটা আনন্দ সেটাই ফুর্তি। যেটা ভাস্কর্য সেটাই মুর্তি।

20/11/2020

ইসলাম তো নতুন ধর্ম তাহলে পৃথিবীর প্রথম ধর্ম কী

15/11/2020

ভক্ত আমার সাকিব ভাই। বুদ্ধি -ঠুদ্বি কিছিই নাই। হজ্জ ও করে পূজায় ও যায় জানি না কোন সাম্প্রদায়িকতায়।

14/11/2020

ক্রিকেটার সাকিব আল হাসান এর কলকাতায় পূজা উদ্বোধন। এইটা কোন সাম্প্রদায়িকতা ভক্ত আমার হজ্জ ও করে।

06/11/2020

দুশ্চরিত্রা মাইয়া(মেয়ে) দুশ্চরিত্রা পোলার(ছেলে) জন্যে ;🗼🕋🗼দুশ্চরিত্রা পোলা দুশ্চরিত্রা মাইয়ার জন্যে ;🗼🕋🗼সুচরিত্রা মাইয়া সুচরিত্রা পোলার জন্যে এবং সুচরিত্রা পোলা সুচরিত্রা মাইয়ার জন্যে ;🗼🕋🗼মানুষ তাদেরকে যাই বলুক না কেন, তারা তা-থেকে পবিত্র ;তাদের জন্যে আছে ক্ষমা ও সম্মানজনক রিজিক।(সূরাঃ-নূর,আয়াত, ২৬)

01/11/2020

জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে মরতে চাই।

Videos (show all)

like /Share কর সবার কাছে পৌঁছে দিন। যাতে মানুষ ইসলাম জানতে পারে।
Like /share করে সবার কাছে পৌঁছে দিন।
Like /Share করে সবার কাছে পৌঁছে দিন।
.....জুতায়(জুতা) কথা বলবে.....।রাসূল (সঃ-) এর ভবিষ্যৎ বাণী!!!!!!!!!
peaceful is islam
আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। সূরাঃ-আতত্বীন,আয়াত, ৫

Website