Al Lahif

Al Lahif

“Way to the glory of religion.”

Glorious Islamic content square.

02/10/2024

দেশে পৌঁছেছেন মিজানুর রহমান আজহারী।
Al Lahif

30/09/2024

হে আমার রব আমি তো তোমাকে ডেকে কখনো ব্যর্থ হয়নি।
সূরা মারইয়াম - ০৪
Al Lahif

24/09/2024

বস্তুতঃ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।
সূরা আল-আলা: ১৬-১৭
Al Lahif

23/09/2024

দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের, যারা তাদের সালাতে উদাসীন।
সূরা আল-মাউন: (৪-৫)
Al Lahif

22/09/2024

যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে বিপদ মুক্তির পথ দেন।
সূরা আত-তালাক - ০২
Al Lahif

22/09/2024

একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, অন্যের সম্পত্তির অংশ গ্রাস করার জন্য ইচ্ছাকৃতভাবে কর্তৃপক্ষকে ঘুষ দিও না, জেনেও যে এটা পাপ!
সুরাহ আল বাকারাহঃ ১৮৮
Al Lahif

22/09/2024

মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে যা থেকে তোমরা পলায়ন করতে চাইতে।
সূরা ক্বাফ - আয়াতঃ ১৯
Al Lahif

22/09/2024

নিশ্চয়ই সব কিছুর শেষ গন্তব্য তোমার রবের নিকট
সুরাহ আন-নাজমঃ ৪২
Al Lahif

21/09/2024

কিয়ামত নিকটবর্তী।
সূরা আন-নাজম - ৫৭
Al Lahif

20/09/2024

আর সেদিন পরিমাপ হবে যথাযথ। সুতরাং যাদের পাল্লা ভারি হবে তারাই হবে সফলকাম।
সূরাঃ আল-আ'রাফ - ০৮
Al Lahif

15/09/2024

আনাস (রাযি.) বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দু’ হাত তুলে দু’আ করলেন, হে আল্লাহ্! আমাদের আশে পাশে, আমাদের উপর নয়। হে আল্লাহ্! টিলা, মালভূমি, উপত্যকায় এবং বনভূমিতে বর্ষণ করুন। আনাস (রাযি.) বলেন, তখন বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং আমরা বেরিয়ে রোদে চলতে লাগলাম।
বুখারিঃ ১০১৪
Al Lahif

12/09/2024

তোমরা খাও ও পান করো কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না।
সূরা আল আ’রাফ - ৩১
Al Lahif

12/09/2024

অসীম দয়ালু রবের পক্ষ থেকে জান্নাতীদের বলা হবে ‘সালাম’।
সূরা ইয়াসিন - ৫৮
Al Lahif

11/09/2024

তোমরা একে অপরকে আপত্তিকর নামে ডাকবেনা।
সূরা আল-হুজুরাত- ১১
Al Lahif

09/09/2024

প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর ‘অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলতা পাবে। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী।
সূরাঃ আলে-ইমরান | Al-i-Imran | سورة آل عمران - আয়াতঃ ১৮৫
Al Lahif.

09/09/2024

রাসুলুল্লাহ (স) বলেছেন -
আল্লাহর কাছে অতি ঘৃণিত হলো ঝগড়াটে ব্যক্তি।
বুখারী- ৪৫২৩
Al Lahif

08/09/2024

যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না।
সহীহ মুসলিমঃ ৯১
Al Lahif

08/09/2024

হযরত মুহাম্মাদ (স) বলেছেন, জান্নাতে এমন সব নেয়ামত প্রস্তুত রাখা হয়েছে, যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো অন্তর কল্পনাও করেনি।
সহীহ বুখারীঃ ৩২৪৪
Al Lahif

08/09/2024

যে ব্যক্তি জীবিকা প্রশস্ত করতে ও আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে।
সহীহ বুখারীঃ ৫৯৮৫
Al Lahif

08/09/2024

আর সে বিষয়ের পেছনে ছুটো না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, নিশ্চয় কান, চোখ ও অন্তকরণ এদের প্রতিটির ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে।
সূরাঃ আল-ইসরা (বনী-ইসরাঈল) - ৩৬
Al Lahif.

07/09/2024

যে সংগীতে বাংলাদেশ শব্দটিই নেই, যে সংগীত
বাংলাদেশ জন্মের আগে লিখিত, সেই সংগীত কিভাবে বাংলাদেশের জাতীয় সংগীত হতে পারে? - শায়েখ আহমাদুল্লাহ

06/09/2024

জুম’আ বার, দরুদ পাঠের দিবস।
Al Lahif

04/09/2024

তবে যারা তাওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পূণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন।
সূরা আল-ফুরকান - আয়াতঃ ৭০
Al Lahif.

04/09/2024

যারা আল্লাহ ও তাঁর রসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেছেন আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক শাস্তি।
সূরা আহযাব - ৫৭
Al Lahif.

03/09/2024

তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার (নেক) বান্দাদের মধ্যে শামিল হও। আর প্রবেশ করো আমার জান্নাতে। - আল্লাহ তায়ালা
সূরা আল ফাজর ২৭-৩০
Al Lahif

Website