The Lawgical Network

The Lawgical Network

Welcome to The Lawgical Network. We make the law accessible and understandable for everyone.

11/04/2020

FEEDING THEM OR KILLING THEM? | SOCIAL DISTANCING IN BANGLADESH

সময়ের এই চরম ক্রান্তিকালে অসহায় মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসছে অনেক তরুণ-তরুণী। প্রতিদিনই হাজারো অনাহারী মানুষের খাবার ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে তারা বিতরণ করছে ত্রাণ সামগ্রী। ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো এই মানুষগুলোর জন্য আমাদের শুভকামনা।

কিন্তু এই মহৎ কাজ করার সময় আমরা "সোশ্যাল ডিস্টান্সিং” উপেক্ষা করে বিপদ আরও বাড়িয়ে তুলছি নাতো? জন সাধারণের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে আমরা জন-সমাগম তৈরি করে নিজেদের অজান্তেই ছড়িয়ে দিচ্ছিনাতো "করোনা" নামের এই বিষাক্ত ভাইরাস?

আমাদের এই ভিডিওর উদ্দেশ্য কোন ভাবেই আত্মত্যাগী এই মানুষগুলোকে “ডিমোটিভেট” করা নয়। বিপদের সময় তাদের এই নিশ্বার্থ অবদান সত্যিই প্রশংসার দাবিদার। আমরা শুধু এটাই চাই, যে এই কাজ গুলো করার সময় আমরা যেন সাবধান থাকি। কারণ আমাদের একটি সামান্য ভুল আমাদের দেশের জন্য এবং দেশের মানুষের জন্য হতে পারে অনেক বড় কোন ক্ষতির কারণ।

আমাদের অন্যান্য ভিডীও গুলো দেখতে ভিজিট করুন:
https://bit.ly/lawgicalnetwork_yt

08/04/2020

আমরা কি আমাদের কর্মীদের কোয়াকেন্টাইন ভঙ্গ করে কাজে যোগ দিতে বাধ্য করতে পারি? | আইন কি বলে?

বাংলাদেশে COVID-19 করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। আর এর মাঝেও কিছু ছোট-মাঝারি ব্যাবসা প্রতিষ্ঠান চালু রাখছে তাদের কার্যক্রম। এতে করে বিপদের সম্মুখীন হচ্ছে সেখানে কর্মরত কর্মী'রা।

প্রশ্ন হল, এই বিপদের সময়ে কোন ব্যাবসা প্রতিষ্ঠান কি তাদের কর্মীদের ঘরের বাইরে কাজ করাতে বাধ্য করতে পারে? এ ব্যাপারে আইন কি বলে জানতে দেখুন এই ভিডীওটি।

31/03/2020

What happens if you don't maintain the Quarantine in Bangladesh?

কোয়ারেন্টাইন! এক মাস আগেও এই শব্দটা কত অপরিচিত ছিল। অথচ এখন এই শব্দটাই আমাদের সবার মুখে মুখে। কিন্তু আমরা সবাই কি আসলে এই শব্দটির প্রকৃত অর্থ বুঝে কোয়ারেন্টাইন মেনে চলছি? নাকি আমরা না বুঝেই নিজেদের অজান্তেই ছড়িয়ে দিচ্ছি করোনা ভাইরাস আর কাছের মানুষগুলোকে ফেলছি বিপদের মুখে! বিদেশফেরত নাগরিক যারা অবাধে রাস্তায় ঘোরাফেরা করে আইন তাদের জন্য কি শাস্তির ব্যাবস্থা রেখেছে?

আমরা সবাই একটা সংকটময় মুহুর্ত পার করছি। আমরা জানি, এই অন্ধকারের পরে আলো আসবে। কিন্তু জানিনা যে আলো আসতে আসতে আরও কতগুলো জীবনপ্রদীপ নিভে যাবে। আমাদের সুরক্ষা এবারে আমাদের নিজেদের হাতে। তাই চলুন এবারে আমরা "ইউনাইটেড" না হয়েই "ইউনিটি" প্রদর্শন করি।

29/03/2020

Can the doctors be forced to treat Coronavirus patients? | What does the law say?

Lately, there have been a lot of debates about the fact that "How can the government make the doctors treat COVID-19 patients against their will?". In light of the recent nationwide deployment of the Bangladesh Army in the streets, another question arises now, "Are we moving towards a State of Emergency?"

We have tried to answer these questions, and explain a few laws that facilitate these decisions, without taking a side. What should we talk about next? Let us know in the comments section below

Until then

27/03/2020

All of us may not be doctors, and we may not have any treatment to Coronavirus (Covid-19), but we can surely save lives if we are considerate towards our social responsibilities. Let’s be kind and be giving to these poor souls who are getting hit by this Epidemic the hardest! And let us all overcome this situation with unity and faith

করোনা হয়তো বা সবাইকে আক্রমণ করবে না, কিন্তু এভাবে চললে হয়তো ক্ষুধার জ্বালা সবাইকেই করবে। আমরা প্রতিনিয়ত হোম কোয়ারেন্টাইনে থাকার বাধ্য-বাধকতার প্রচারনায় মগ্ন থাকি, কিন্তু সাত কোটিরও বেশি নিম্নবিত্তের এই দেশে দিনমজুরদের কথা বেশিরভাগ সময় মনে করতে ভুলে যাই।

এটি লোক দেখানো কোনো পোস্ট না; এটি আমার মত এক ক্ষুদ্র মানুষের অতিসামান্য প্রচেষ্ঠার পোস্ট যাতে হয়তো হাতে গোনা কয়টি পরিবার অন্তত কয়েক বেলা ক্ষুধার জ্বালা থেকে মুক্তি পাবে। হয়তো এই অতি-প্রয়োজনীয় সামগ্রীর ব্যাগ হাতে পেলে একটি অসহায় পরিবারের মলিন চেহারায় এক টুকরো হাসি ফুটবে।

তাই সমাজে অনেক বিত্তশালী ও উদার মনের অধিকারী আছেন যারা চাইলেই এই দূর্ভাগ্যজনিত খেটে খাওয়া দরিদ্র মানুষগুলোর তীব্র কষ্ট ক্ষনিকের জন্য হলেও দূর করতে পারবেন।

আমি আমার জায়গা থেকে প্রতিনিয়ত এভাবে প্রয়োজনীয় সামগ্রী বিতরন করার প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই, এবং সকলেই আমার যারা পারবো, নিজ নিজ জায়গা থেকে যেন সকল স্থরের এই সুবিধাবঞ্চিত মানুষগুলোর বেদনা নির্ণয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রচেষ্ঠা করে যাই

26/03/2020

Punishment of Hoarding/Stockpiling in Bangladesh | Bangladeshi Law

বর্তমান পরিস্থিতিতে একটি কোয়েশ্চান বার বার ঘুরে ফিরে আসে, আবারও কি বাড়বে পন্যের দাম? অসাধু ব্যবসায়ীরা কি পরিস্থিতির সুযোগ নিয়ে পন্য মজুদ করে আমাদের ভোগান্তিতে ফেলবে?

মজুতদারি বা stockpiling কি? মজুতদারদের কি ধরনের শাস্তি হতে পারে এবং কোন আইনের মাধ্যমে? সবচেয়ে বড় কথা, লকডাউনের ভয়ে যদি আমরা নিজের প্রয়োজনেও মজুদ করি, তাতেও কি শাস্তি হতে পারে?

এসকল প্রশ্নের উত্তর নিয়ে আমাদের এই ভিডিওটি। দেখার পর আপনার যদি আরো কোন প্রশ্ন থাকে, জানিয়ে দিন আমাদের কমেন্টে এখনি!

24/03/2020

How to keep your DAD at home during Coronavirus outbreak

সকল বাবাই একটু কেমন যেন, অন্যরকম! আমাদের বেলায় খুব কেয়ারফুল আর নিজের বেলায় একদম উল্টোটা। আমাদের ছোটবেলার কল্পনার সুপারহিরো বাবারা যখন নিজেদেরকে সত্যিকার অর্থেই সুপারহিরো ভাবে তখন সন্তান হিসেবে আমাদেরও দায়িত্ব থাকে তাদেরকে এভাবে বাস্তবে ফিরিয়ে নিয়ে আসা।

বর্তমান পরিস্থিতিতেও তাদেরকে কোনভাবেই আটকে রাখা যাচ্ছেনা! ঠিক এমন সময়ে আমার পাশের বাসায় থাকা স্কুলপড়ুয়া একটা বাচ্চা ছেলে সে তার বাবাকে কিভাবে বাসায় থাকতে বাধ্য করেছে সেটা শুনে মনে হল, আসলেই তো! এভাবে তো ভেবে দেখিনি! শেষ পর্যন্ত বাবাকেই ইমোশনাল ব্ল্যাকমেইল? 😜 অবশ্য ইমোশনাল ব্ল্যাকমেইল থেকে যদি ভালো কিছু হয় তবে তো সেটাই ভালো! 😇

Videos (show all)

FEEDING THEM OR KILLING THEM? | SOCIAL DISTANCING IN BANGLADESH
আমরা কি আমাদের কর্মীদের কোয়াকেন্টাইন ভঙ্গ করে কাজে যোগ দিতে বাধ্য করতে পারি? | আইন কি বলে?
Can the doctors be forced to treat Coronavirus patients? | What does the law say?
Punishment of Hoarding/Stockpiling in Bangladesh | Bangladeshi Law
How to keep your DAD at home during Coronavirus outbreak

Website