Shahed Teach
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shahed Teach, Education Website, .
Follow the page⬇️⬇️
শিক্ষামূলক আপডেট তথ্য পেতে চাইলে পেইজটি ফলো করে করে পাশে থাকেন ⤵️
চট্টগ্রাম বোর্ডের অধীনে ২০২২ সালে এইচএসসি পরিক্ষার বোর্ড চ্যালেঞ্জের আবেদর পদ্ধতি নোটিশ প্রকাশিত হয়েছে⤵️
এইবছর ২০২২ সালে এসএসসি পরিক্ষায় যে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে তাদেরকে প্রথম আলো কর্তৃক দেওয়া হবে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা। তাই এই সংবর্ধনা পেতে হলে অবশ্যই শিক্ষার্থীকে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে।রেজিষ্ট্রেশন সম্পূর্ণ ফ্রিতে।
রেজিষ্ট্রেশন শেষ সময় : ১০ জানুয়ারি ২০২৩ ইং
♣ সংবর্ধনা যা যা থাকছে ♣
♦ ক্রেস্ট
♦ সার্টিফিকেট
♦ প্রথম আলো ই–পেপার ফ্রি সাবস্ক্রিপশন (১ মাস)
♦ চরকি ফ্রি সাবস্ক্রিপশন (১৫ দিন)
♦ শিখো স্কলার্স
♥ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নিজ নিজ জেলায় ♥
📛 ভর্তি বিজ্ঞপ্তি নোটিশ 📛
২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (BTEB)
বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য নিচের নোটিশে রয়েছে।
আবেদন করার লিংক এবং নোটিশ লিংক:: www.btebadmission.gov.bd
২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির আবেদন প্রথম পর্যায়ের আবেদন শুরু আগামীকাল ০৮/১২/২২ ইং থেকে ১৫/১২/২২ ইং।
জেলা ও উপজেলা পর্যায়ে ৫-১১ বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু হচ্ছে আজ। আগামী ১২ কর্মদিবস পর্যন্ত এই কর্মসূচি চলবে। এরপর এক দিন শুধু জেলা ও উপজেলা পর্যায়ের স্কুলের বাইরে থাকা ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য সারা দেশে একযোগে কমিউনিটি পর্যায়ে টিকা কার্যক্রম পরিচালিত হবে।
সকাল ৯টায় টিকাদান কার্যক্রম শুরু হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/প্রতিনিধি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা পৌরসভা কর্তৃপক্ষ আলোচনা করে সমন্বয়ের মাধ্যমে টিকা প্রদান কার্যক্রমের সময় নির্ধারণ করবে।
এরই মধ্যে সুরক্ষা ওয়েবপোর্টাল বা অ্যাপের মাধ্যমে এই বয়সসীমার শিশুদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করতে হবে।
নিবন্ধনের পর কোভিড-১৯ টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে নিকটস্থ স্কুল ভ্যাকসিনেশন সেন্টার ও পরবর্তী সময়ে কমিউনিটি পর্যায়ে (স্কুলবহির্ভূত শিশু) কাছের কেন্দ্র থেকে টিকা নিতে হবে। কোনো কারণে শিশুর সুরক্ষা নিবন্ধন সম্ভব না হলেও লাইনে তালিকা করার মাধ্যমে টিকা দেওয়া হবে।
৩ অক্টোবর’২২ পর আর হবেনা ১ম ডোজের সুযোগ
সুতরাং ১ম ডোজের সুযোগ শেষ হওয়ার আগেই নিজের প্রাপ্য ভ্যাকসিনটি বুঝে নিন।
আলহামদুলিল্লাহ.বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিমকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা দেওয়া হয়েছে।♥️
আলহামদুলিল্লাহ, দারুণ খুশির খবর।
বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বিশ্বজয়। ১১১ টি দেশের অংশগ্রহণে পবিত্র মক্কায় অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ সালেহ আহমদ তাকরীম-এর ৩য় স্থান অর্জন।♥️🌷
আগামী ১১ অক্টোবর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হবে ৫ থেকে ১১ বছরের শিশুদের কোভিড টিকাদান কার্যক্রম।
☞ চোখ উঠা কিংবা কনজাংটিভাইটিস হলে হলে করণীয় কি?
সম্প্রতি চোখ উঠা বা কনজাংটিবাটিস বা পিঙ্কআই রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে, এতে অনেকেই শঙ্কিত হচ্ছেন!
☞ কিভাবে ছড়ায় ?
- এটা একটা অত্যন্ত ছোঁয়াচে রোগ, রোগীর সংস্পর্শে এলে বা ব্যবহারিত জিনিসপত্র, কাপড়, টাওয়াল ,টিস্যু, ইত্যাদি শেয়ার করলে, এমনকি চোখের কাছাকাছি এসে আক্রান্ত রোগীর চোখের দিকে সুস্থ ব্যক্তি তাকালেও এ রোগ হয়ে যেতে পারে।
☞ রোগের লক্ষণ
- প্রথমে একটা চোখ আক্রান্ত হলেও বেশিরভাগ ক্ষেত্রেই পরবর্তীতে দ্বিতীয় চোখটিও আক্রান্ত হয়।
শুরুতে চোখে ময়লা পরার অনুভূতি, চোখ খচখচ করা, চোখ গোলাপি বা লাল হতে পারে ,
চোখ ফুলে যেতে পারে, চোখে প্রচণ্ড রকম অস্বস্তি লাগতে পারে, ব্যাথা হতে পারে, ঝাপসা দেখা ,চোখ দিয়ে অনবরত পানি ঝরতে পারে এমনকি পুঁজও বের হতে পারে!
☞ রোগ হলে কি করবো ?
- কোন আতঙ্কের দরকার নেই, বেশিরভাগ ক্ষেত্রে এটা ভাইরাস জনিত রোগ এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যে সম্পূর্ণ নিরাময় হয়ে যায়।
অহেতুক আক্রান্ত চোখ ঘষা মজা করবেন না।
চোখকে বিশ্রাম দিন,
চোখের কাজ যেমন পড়ালেখা, টিভি, মোবাইল ব্যবহার সীমিত করবেন।
নিজের এবং অন্যের চোখ ঝুঁকিমুক্ত রাখতে চোখে কালো সানগ্লাস ব্যবহার করবেন।
বেশি ব্যাথা হলে কুসুম গরম ভাব ব্যবহার করা যেতে পারে, সাথে প্যারাসিটামল বা নাপা জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে এবং চুলকালে এন্টিহিস্টামিন (যেমন - এলাট্রল, এলসেট) দিনে একবার করে খাওয়া যেতে পারে ।
বেশিরভাগ ক্ষেত্রে কোন এন্টিবায়োটি ড্রপ বা মলমের প্রয়োজন পড়ে না । তবে ব্যাকটেরিয়া জনিত ক্ষেত্রে বা ঝুঁকিপূর্ণ রোগীর ক্ষেত্রে এন্টিবায়োটিক ড্রপ (ক্লোরামফেনিকল) বা মলম ব্যবহার করতে হয়।
☞ কখন ডাক্তারের শরণাপন্ন হবেন?
- যদি চোখ দিয়ে আঠালো পুঁজ বের হয়, সকালবেলা চোখ খুলতে না পারেন, প্রচন্ড মাথা ব্যাথা সাথে জ্বর হলে , চোখে ঝাপসা দেখা গেলে কিংবা এক সপ্তাহের মধ্যে রোগীর কোন উন্নতি না হলে।
লিখাঃ- ডাঃ মুরাদ হোসাইন....
আল্লাহ সবাইকে ক্ষমা করুন.... আমিন
এইচএসসি-২০২২ সালের পরীক্ষার রুটিন
দীর্ঘ অসুস্থতার পর ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
২০২২-২৩ অর্থবছরে স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা বৃত্তির অনলাইন আবেদন বিজ্ঞপ্তি।
শুক্র & শনি বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান
দেশব্যাপী নেওয়া কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের বিশেষ উদ্যোগে শোকের মাস হোক শক্তির। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১১ আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হলো ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম। আগামী ২০ আগস্ট শনিবার শুরু হবে বাদ পড়াদের ১ম, ২য় ও বুস্টার ডোজ প্রদানের বিশেষ টিকাদান ক্যাম্পেইন। ভ্যাকসিন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন ১৬২৬৩ অথবা ৩৩৩ নম্বরে।
৫-১১ বছর বয়সীরা পাবে করোনার টিকা
মাউশির আদেশে শিশুদের ভ্যাকসিন প্রয়োগের জন্য সুরক্ষা প্ল্যাটফর্মে নিবন্ধন করতে বলা হয়েছে। পাশাপাশি যে ১২টি শর্ত ও নির্দেশনা তুলে ধরা হয়েছে সেগুলো হলো—
১। শিক্ষার্থীদের বয়সসীমা হবে ৫ বছর থেকে ১১ বছর (১১ বছর ৩৬৪ দিন) পর্যন্ত;
২। ভ্যাকসিন নিতে হলে শিক্ষার্থীদের অবশ্যই সুরক্ষা অ্যাপ বা ওয়েবসাইটে নিবন্ধিত হতে হবে;
৩। শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই ১৭ ডিজিটের (ডিজিটাল) হতে হবে;
৪। যেসব শিক্ষার্থীর ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর নেই, তাদের অবশ্যই ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন করিয়ে নিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদেরকে বিষয়টি নিশ্চিত করতে হবে;
৫। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সুরক্ষা অ্যাপ বা ওয়েবসাইটে নিবন্ধন বাধ্যতামূলক নয়;
৬। বিদেশি পাসপোর্টধারী শিক্ষার্থীরা সুরক্ষা প্ল্যাটফর্মে নিবন্ধিত হওয়ার আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত এক্সেল ছকে নির্ধারিত ফরম্যাটে [email protected] ঠিকানায় তথ্য পাঠাবে। এ ক্ষেত্রে পাসপোর্ট নম্বর, দেশের আইডি, নাম, লিঙ্গ, ভিসার ধরন, ভিসার নম্বর, ভিসার মেয়াদ, অভিভাবকের কর্মস্থল এবং জন্ম তারিখের মতো তথ্যগুলো পূরণ করতে হবে;
৭। কোনো শিক্ষার্থী যেন ভ্যাকসিন থেকে বাদ না পড়ে, সেভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তালিকা প্রণয়ন করতে হবে;
৮। শিক্ষার্থীদের ভ্যাকসিনপ্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রচারণা চালাতে এবং সংশ্লিষ্ট অভিভাবকদেরকে নিয়মিত এ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানকে;
৯। ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম সুশৃঙ্খলভাবে শেষ করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয়সংখ্যক স্কাউট/গার্ল গাইডস/রোভার স্কাউট/গার্ল ইন রোভার/রেড ক্রিসেন্ট/বিএনসিসি সদস্যদের স্বেচ্ছাসেবক হিসাবে নিয়োজিত করতে হবে। যেসব প্রতিষ্ঠানে এ ধরনের দল নেই, সেসব প্রতিষ্ঠান নিজস্ব শিক্ষার্থীদের নিয়ে প্রয়োজনীয়সংখ্যক স্বেচ্ছাসেবক দল গঠন করে কার্যক্রম পরিচালনা করবে;
১০। প্রতিটি প্রতিষ্ঠান ভ্যাকসিন কেন্দ্রে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষককে দায়িত্ব দেবে;
১১। নির্ধারিত সূচি অনুযায়ী নির্ধারিতসংখ্যক শিক্ষার্থীর ভ্যাকসিন কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে হবে;
১২। ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা বা পরামর্শের জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক/ উপপরিচালক/ জেলা শিক্ষা/ উপজেলা মাধ্যমিক শিক্ষা/ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দফতরের সঙ্গে প্রতিষ্ঠান প্রধানরা যোগাযোগ রাখবেন।
৫ বছর হতে ১১ বছর বয়সী শিশুরাও এখন থেকে করোনাভাইরাসের টিকা নিতে পারবেন। করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য সুরক্ষা ওয়েব পোর্টালে বয়সসীমা ৫ বছর ও তদূর্ধ্ব করা হয়েছে।
নিবন্ধন করতে ভিজিট করুন https://surokkha.gov.bd/enroll এই ঠিকানায়। ‘জন্ম নিবন্ধন সার্টিফিকেট’ নিবন্ধন নির্বাচন করে জন্ম সনদ নম্বর ও জন্ম তারিখ প্রদান করে নিবন্ধন সম্পন্ন করুন।
চট্টগ্রামের মীরসসরাইয়ে মর্মান্তিক দূর্ঘটনায় নিহত প্রত্যেকেই আল্লাহ তায়ালা জান্নাতবাসী দান করুক।
বন্ধ হচ্ছে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম। নভেম্বরর পর আর দেয়া হবে না এই টিকা। তবে চলমান থাকবে বুস্টার ডোজ কার্যক্রম।