B.Sc department in Hemnogor Degree College
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from B.Sc department in Hemnogor Degree College, Education, .
Bsc 1st year final exam routine (2019-2020) session
পরীক্ষার্থী ১৪ জন
৩০/১২/২১-স্বাধীন বাংলাদেশের অভু্্যদয়ের ইতিহাস
২/১/২২-প্রানীবিজ্ঞান
৫/১/২২-গণিত
৬/১/২২-রসায়ন
৮/১/২২-উদ্ভিদবিজ্ঞান
১২/১/২২-পদার্থ বিজ্ঞান
১৫/১/২২-রসায়ন
১৯/১/২২-প্রাণিবিজ্ঞান
২২/১২/২২-উদ্ভিদ বিজ্ঞান
২৫/১/২২-পদার্থ বিজ্ঞান
২৬/১/২২-গণিত
At present,,,,There is a very dangerous problem in the whole world....and that problem is creat for a virus...it's name is Corona Virus(COVID-19)...The virus first discover in China.then it spreads in the whole world..now,Our country in Bangladesh,,,,The virus found among the people's body and it's grew up day by day.Old mans and the children are morely affected on it..For protect us,,,we all should wash hand with soap since 20 secends and we should continue it after 1 hour to 1 hour...When we go out side from our home,we should also must be wear musk...and everyone should maintains the social distance...and all the rules of governments..Now,we all need to stay home and keep home everybody...Thus we can safe us....
Be happy,Stay happy
Stay home and keep home....
বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত৷এর সর্বমোট সীমারেখা ২.৯২৮ মাইল বা ৪,৭১১.১৫ কিমি৷
Our subjects......our books.....
প্রোটোপ্লাস্টকে প্রধানত ২টি অংশে বিভক্ত করা হয়েছে৷
১=সাইটোপ্লাজম৷
২=নিউক্লিয় বস্তু৷
ব্যাকটেরিয়ার স্বভোজীতাকে ২ ভাগে ভাগ করা হয়েছে ৷
১=সালোকসংশ্লেষণ৷
২=রাসায়নিক সংশ্লেষণ ৷
45'C তাপমাত্রার ঊর্ধ্বে যেসব ব্যাকটেরিয়া উচ্চহারে সংখ্যাবৃদ্ধি ঘটায় তাদেরকে উচ্চ তাপপ্রিয় বা Themophiles বলে৷
দুটি কোষের দৈহিক সংস্পর্শের মাধ্যমে একটির জিন অপরটিতে স্থানান্তর হওয়ার প্রক্রিয়াকে কনজুগেশন বলে৷
প্রতিকূল পরিবেশে Bacillus-এর বিভিন্ন প্রজাতিতে দেহ কোষটির অভ্যন্তরে স্পোর বা রেণু উৎপাদিত হয় যাকে এন্ডোস্পোর বলে৷
যেসব জীব কেবল উদ্ভিদ অথবা প্রাণীর মৃত অথবা মৃত দেহাংশ থেকে পুষ্টি আহরণ করে এদের মৃতজীবী বলে ৷
ক্যাপসিল বা স্লাইম স্তরের নিচে এবং সাইটোপ্লাজমীয় পর্দার ঠিক বাইরে যে দৃঢ় গঠন ব্যাকটেরিয়াকে ঘিরে রাখে এবং ব্যাকটেরিয়ার নির্দিষ্ট আকৃতি দান করে তাকে কোষপ্রাচীর বলে ৷
একটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হলো =Nitrosomonas.
কুন্ডালাকৃতির ব্যাকটেরিয়া কে Spirillum বলে৷
মাটিতে বসবাসকারী কয়েকটি ব্যাকটেরিয়া হলো:-
1=Bacillus.
2=Chlostredium.
3=Rhizobium.
ফ্ল্যাজেলার কাজ হলো:-
১=চলনে সহায়তা করে৷
২=ব্যাকটেরিয়া কে কোনকিছুর সাথে আটকে রাখতে সহায়তা করে৷
৩=খাদ্য গ্রহনে সহায়তা করে৷
সুনির্দিষ্ট আকারের দলে যেসব ব্যাকটেরিয়াকে অন্তর্ভুক্ত করা যায় না এবং নির্দিষ্ট আকার বিহীন ব্যাকটেরিয়াদের বহুরূপী ব্যাকটেরিয়া বলে৷
কোনো দাতা কোষের কোষমুক্ত নগ্ন DNA গ্রহীতা কোষ প্রবিষ্ট হয়ে বংশগতীয় পুনর্বিন্যাস ঘটলে তাকে ট্রান্সফরমেশন বলে ৷
মানুষের অন্রে বসবাসকারী ব্যাক্টেরিয়ার নাম হলো = E.coli ৷
গ্যাস ধ্রুবক R-কে অ্যাভোগ্রেডো সংখ্যা (N)a দিয়ে ভাগ করলে যে স্থির মান পাওয়া যায় তাকে বোল্ডজম্যান ধ্রুবক বলে৷
পর পর দুটি সংঘর্ষের ফলে একটি গ্যাসীয় অনু যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে ঐ গ্যাসের অণু সমূহের গড় মুক্তপথ বলে ৷
সংকট তাপমাত্রায় সর্বনিম্ন যে নির্দিষ্ট পরিমাণ চাপ প্রয়োগে কোন গ্যাসকে তরলীভূত করা যায় তাকে গ্যাসটির সংকট বা সন্ধি চাপ বলে ৷
কোন গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাসটির অণু সমূহের বর্গমূল গড় বর্গবেগ বলে৷
তরলের যে ধর্মের জন্য তার প্রতিটি স্তর সন্নিহিত অপর স্তরসমূহকে গতিতে বাধা প্রদান করে, তরলটির ঐ ধর্মকে সান্দ্রতা বলে৷
যৌগ ২ প্রকার৷
১=জৈব যৌগ৷
২=অজৈব যৌগ৷
কোন মিশ্রনের কোন একটি উপাদানের মোল সংখ্যার সাথে ঐ মিশ্রণের মোট মোল সংখ্যার অনুপাত কে ঐ উপাদানের মোল ভগ্নাংশ বলে৷
SATP=(Standard Ambient Temperature and Pressure).
STP=(Standard Temperature and Pressure).
বস্তকণার গতির ফলে যে শক্তির উদ্ভব হয় তাকে বস্তুকণাটির গতিশক্তি বলে ৷
কোন ধারার বস্তুকণার স্থিত অবস্থানের কারণে ঐ বস্তুকণার মধ্যে বিদ্যমান শক্তিকে তার স্থিতিশক্তি বলে ৷