Light of Deen

Light of Deen

Islamic video....

11/05/2024

তাওবাহ!!
-শাইখ সাঈদ আল কামালী

24/04/2024

ছেড়ে চলে যায় এমন মানুষ জীবনে আসার চেয়ে সারাজীবন কেউ না আসা লক্ষ গুন শ্রেয়। ভাঙ্গা হৃদয়ের চেয়ে শূন্য হৃদয়ে বেঁচে থাকা বেশি স্বস্তির।

24/04/2024

নিজেকে অনেক পরিবর্তন করতে হবে!

আবেগ কমাতে হবে! বাস্তবতা মেনে নিতে শিখতে হবে! অপরিচিত মানুষের সাথে কম মিশতে হবে! কম কথা বলতে হবে, অল্প পরিচয়ে কাউকে বিশ্বাস করা যাবে না! আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো ধরনের আশা করা যাবে না!

ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে!🖤🌸

23/04/2024

পাপের মাত্রা কমলেই,তাপমাত্রা কমে যাবে।

18/04/2024

বিয়ের আগে একজন মেয়ের lifestyle cost জানাটা এই যুগে খুবই গুরুত্বপূর্ণ।

অনেক ছেলে জানেই না একজন মেয়ের হাতখরচ কতো হতে পারে।

একজন ছেলে এক শার্ট/পাঞ্জাবি পরে একই আত্মীয়ের বাড়ি, অনুষ্ঠানে একাধিকবার যেতে পারে। পকেটে টাকা না থাকলেও একজন ছেলে দিব্যি সপ্তাহখানেক চলতে পারে। কোনো অসুবিধা হয় না। কোথাও ঘুরতে গেলে শার্ট-প্যান্ট/পাঞ্জাবি পরেই ছেলে বের হয়ে যেতে পারে।

কিন্তু, একজন মেয়ের লাইফস্টাইল এমন না।

🚫 কোনো আত্মীয়ের বাড়ি একই ড্রেসে দুইবার যেতে চাইলে মেয়েদের মন সায় দেয় না।

আপনি হয়তো মনে করতে পারেন, আমার বউ তো পর্দা করবে।

হ্যাঁ, তা ঠিক। কিন্তু, একেকটি বোরকার দাম সম্পর্কে বিয়ের আগে হয়তো আপনার আইডিয়া না-ও থাকতে পারে।

📍 একেকটা বোরকার দাম যেমন ৭০০ টাকা হতে পারে, তেমনি ৫০০০ টাকার বোরকা পরুয়া মেয়ের অভাব নাই এদেশে।

একজন মেয়ে বাপের বাড়ি থাকাবস্থায় তার কাপড়, মেকআপ, হাতখরচ মাসে লাগতো ধরেন ৩ হাজার থেকে ৫ হাজার।

আপনি বিয়ের পর আপনার স্ত্রীর কাছ থেকে আর্থিক ব্যাপারে সিম্প্যাথি আশা করতে পারেন না। ❌

হ্যাঁ, একজন মেয়ে যদি বুঝে যে আমার স্বামী তার সামর্থ্যানুযায়ী আমাকে দিচ্ছে, এতো আবদার করে কী হবে, তাহলে তো সোনায় সোহাগা।

কিন্তু, স্ত্রী যদি নিজ থেকে না বুঝে, এসব ব্যাপার বুঝাতে যাওয়াটা দাম্পত্য কলহের অন্যতম কারণ।

কারণ, খুব কম মেয়েই কারণ ছাড়া lifestyle cost এ স্যাক্রিফাইস করে!

মেয়ে বিয়ের আগে যেভাবে ব্যয় করতো, বিয়ের পর যদি অন্তত সেভাবে করতে না পারে তাহলে স্বামীর প্রতি তার আনুগত্যের মাত্রা কমতে থাকে, রাগ-ক্ষোভ বাড়তে থাকে।

🔴 কোনো বিষয়ে যখন ঝগড়া শুরু হবে, স্ত্রী তখন আপনার এই অপারগতার কথা তুলবেই তুলবে। আপনাকে খোটা শুনতে হবেই।

এজন্য বিয়ের আগে স্ত্রীর লাইফস্টাইল কস্ট সম্পর্কে ধারণা নিন।

এমন না যে এই প্রশ্ন সরাসরি জিজ্ঞেস করতে হবে।

কিছু প্যারামিটার আছে।

🟢 মেয়ে যদি মা-বাবার একমাত্র মেয়ে হয়, ভাইদের একমাত্র বোন হয়, তাহলে এই মেয়েকে নিশ্চয়ই তার বাপ-ভাই খুব আদর-যত্নে বড় করেছেন, চাহিদামতো সব দিয়েছেন। এই মেয়েরও এমন একজনকে বিয়ে করা উচিত, যে তার চাহিদা পূরণ করতে পারে।

নিজেকে জিজ্ঞেস করুন- আপনি সেই পাত্র কি-না?

🟢 মেয়ের মা-বাবা দুজনই চাকরিজীবী।

এরকম মেয়ের ছোটো ছোটো চাহিদা সাধারণত অপূর্ণ থাকে না। বাবা সংসার চালালে মা তার মেয়ের আবদারগুলো পূরণ করেন।

♦️বিয়ের পর মেয়ে যদি তার বাপের বাড়ি থেকে হাতখরচ আনে, এটার ফল আপনাকে আজ না হলেও ২ বছর পর দিতে হবে৷

সুতরাং, বিয়ের আগে আইডিয়া করে নিন আপনার স্ত্রীর হাতখরচ সম্পর্কে।

এগুলো ঠিকমতো দিতে না পারলে অথবা মানসিকতা না থাকলে বিয়ের সিদ্ধান্তে তড়িঘড়ি করবেন না।

18/04/2024

আন্তর্জাতিক বিশ্লেষক অনেকেরই মত হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যে শুরু হয়ে গেছে৷ আজকেও ড. কাজী ইবরাহীম এই মতামত ব্যক্ত করেছেন৷

আনুষ্ঠানিক শুরু হোক না হোক, আমরা যে বিশ্বযুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে আছি, তাতে তো চোখ-কান খোলা কারো দ্বিমত থাকার কথা না৷

উন্নত বিশ্বের ধনীরা কর্তৃক প্রচুর ব্যয়বহুল বাঙ্কার তথা ভূগর্ভস্থ আশ্রয়স্থল নির্মাণের সংবাদ ইদানীং মিডিয়ায় আসছে৷ এদিকে বাজারে স্বর্ণের ভরি ১লাখ বিশের কাছাকাছি৷

তো কথা হচ্ছে, আমরা তৃতীয় বিশ্বের মানুষ কতটুকু প্রস্তুত আছি এর জন্যে? শারীরীক, মানসিক, অর্থনৈতিক, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতায় কিংবা পানি ও বাসস্থানের স্বয়ংসম্পূর্ণতায়?

অথচ বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি ও প্রভাব আমাদের মতো তৃতীয় বিশ্বের মানুষকে বেশি আক্রান্ত করবে৷ আল্লাহ হেফাজত করুন৷

তাই আপাতত অভ্যন্তরীণ মতবিরোধ পিছনে ফেলে বিশ্ব পরিস্থিতি নিয়ে আমাদের ভাবা দরকার৷ মানুষকে সচেতন করে তোলা দরকার৷
🎙️জিয়াউর রহনান হাফিঃ

Videos (show all)

তাওবাহ!!-শাইখ সাঈদ আল কামালী #collected

Website