Mahbub 77
”আত্ম সমালোচনা” করে নিজেকে সংশোধন করা সবচেয়ে বড় কাজ।
লাজ নেই নন্দের
সাজ করে সাজে অন্ধ...!
কাজ নেই ঘুরে শুধু
জীবনটা তার মন্দ...!!
লব্দ জ্ঞানে নন্দ তাই
করে ধান্দা করার ফন্দি..!
শব্দ করে পিঠুনি দিয়ে
নন্দ দুলাল হয় বন্দি...!!
উৎসর্গ : শ.ম. শহীদ ভাই।
আমরা নিজ চোখে যা দেখি, তাকে সত্যি মনে করি, অপর পক্ষ যা দেখে তাকে সত্য বলে মনে করি না।
অপর পক্ষ যা দেখছে, তা হয়তো সত্যি, কিন্ত সে যদি আমার পক্ষ হয়ে আমার জায়গা হতে তা দেখে তখন সেও আমার মতো করে দেখবে এবং সেটাই সত্য বলে মত প্রকাশ করবে।
অবস্থান পরিবর্তন করে দেখলে মতেরও পরিবর্তন হবে।
”ইচ্ছে ছিল”
Mahbub 77
ইচ্ছে ছিল নীল আকাশ দেখার
তোমার চোখের মণিতে তাই দেখলাম ...!
ইচ্ছে ছিল প্রজাপতির মতো উড়ে বেড়াবার
তোমার চোখের পাপড়িতে তাই হলো ...!
ইচ্ছে ছিল ভরা পূর্ণিমায় চাঁদ দেখবো
তোমার রূপ দেখে সে সাধও মিটলো ...!
ইচ্ছে ছিল বিশাল সমুদ্রে অবগাহন করার
তোমার ভালোবাসার অশ্রুতে তাও হলো ...!
ইচ্ছে ছিল ঝুমঝুম বৃষ্টিতে ভিজবো
তোমার কোমল পরশে ঘেমে তাই হলাম ...!
আমার সব আশা পূর্ণ করে দিলে তুমি
তাইতো তোমায় এতো ভালবাসি আমি ...!!
( ছবি দেখে রচিত)
ঘরোয়া টিপস –পর্ব ০৪
Mahbub 77
১। ময়দা গরম পানি/টকদই দিয়ে মেখে পাতলা কাপড় দিয়ে কিছুক্ষণ জড়িয়ে রাখলে পরোটা নরম হয়।
২। দিয়াশলাই বাক্সে কয়েকটা শুকনো চাল রেখে দিলে বর্ষাকালেও দিয়াশলাইয়ের বারুদ ভালো থাকে।
৩। সিদ্ধ আটার রুটি বানাতে পানিতে সামান্য তেল দিলে রুটি নরম হবে।
৪। কমলার খোসা ও লবঙ্গ একসঙ্গে জ্বাল দিলে রান্নাঘরের দুর্গন্ধ দূর হবে।
৫। মোমবাতি যাতে বেশি সময় ধরে জ্বলে, তাই একে রেফ্রিজারেটরে রেখে দিন।
৬। ঘরে খানিকটা কর্পূর ছিটিয়ে দিলে ছারপোকার উপদ্রব থাকবে না।
৭। চাল ধোয়া পানিতে স্টীল /কাঁচের বাসন কিছু সময় ডুবিয়ে তারপর ধুয়ে নিলে বাসন ঝকঝক করবে।
(চলবে)
জীবন একটা কম্পিউটার
Mahbub 77
জীবন মানে Computer নেই কোনো RAM
জীবন মানে Life চলছে অবিরাম।
জীবন মানে Hard disk জঞ্জালে ভরা Giga byte
জীবন মানে Windows নয়তো কোনো Right
জীবন মানে Load নেই এর Limit
জীবন মানে Page করা যায় না Delete
জীবন মানে Undo Redo নয়তো Cut, Copy
জীবন মানে Photoshop নয়কো কোনো Floppy
জীবন মানে Keyboard নয়তো লেখার File
জীবন মানে Monitor নয়তো শুধু All
জীবন মানে Sign in চলছে শুধু Fight
জীবন মানে Switch on নয়তো Log out.
ঘরোয়া টিপস- পর্ব -০৩
১। গরমে জিহ্বা পুড়ে গেলে আধা চা চামচ চিনি পোড়া জায়গায় রেখে দিলে জ্বালা পোড়া কমে যাবে ।
২। যে কোনো মসলা শীতল ও অন্ধকার জায়গায় রাখলে বেশিদিন ভালো থাকে ।
৩। ন্যুডলস সিদ্ধ করার পর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে ঝরঝরা থাকে।
৪। হাত পুড়ে গেলে দ্রুত টুথপেস্ট অথবা পাকা কলা মেখে পোড়া স্থানে লাগান, জ্বালা কমে যাবে ।
৫। বাটা মশলা কয়েকদিন ব্যবহার করার জন্য মশলায় তেল ও লবণ মাখিয়ে নিন ।
৬। ফ্রিজে একটি পাতিলেবু টুকরো টুকরো করে কেটে রেখে দিন দেখবেন ফ্রিজের ভেতরে কোন গন্ধ নেই ।
৭। পেয়াঁজ এবং আলু একসাথে একই পাত্রে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
(চলবে)
ঘরোয়া টিপসঃ পর্ব ০২
১। চায়ের কাপে লেগে থাকা বাদামী রংয়ের দাগ লবণ দিয়ে ঘষলে উঠে যায়।
২। চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রাখলে পিঁপড়া আসবে না।
৩। রান্নার সময় হাতে হলুদের দাগ হলে, আলুর খোসা ছাড়িয়ে হাতে ঘষুন আর হলুদের দাগ থাকবে না।
৪। পিঁয়াজ কাটার আগে দু’ফালি করে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে কাটলে চোখে পানি আসে না।
৫। ভাত সিদ্ধ হওয়ার আগে পানিতে কয়েক ফোটা লেবুর রস ও এক চামচ তেল দিলে ভাত ঝরঝরা থাকে।
৬। কাপড়ে তেলের দাগ লাগলে দাগের উপর সাদা চক ঘষে তারপর ধুয়ে ফেলুন, তেলের দাগ চলে যাবে।
৭। রসুনের খোসা ছাড়ানোর আগে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, অনায়াসে খোসা ছাড়াতে পারবেন।
পর্যটকদের জন্য অসম্ভব সুন্দর একটা জায়গা। #ভ্রমন
”হাসি”
Mahbub 77
হাসি দুটি অক্ষরের মিলন
ঘরকে করে তোলে সুখময় ..!
হাসি এক অবারিত সমুদ্র
ব্যবসায়ী হয় লাভময় ...!!
হাসি বন্ধুত্বের প্রতীক,
বহু দিনের জমানো ধন ...!
হাসি এক অনাবিল বিশ্রাম
শান্তি পায় পরিশ্রান্ত মন ...!!
হাসি দিনের আলো
হতাশ মানুষের কাছে ...!
হাসি কস্ট লাঘবের ক্যাপসুল
দু:খীর লাগি সুর্য রশ্মি সাজে ...!!
হাসি জনপ্রিয়তার ট্যাবলেট
যা কেনা বা ধারযোগ্য নয়...!
হাসি শুধু হাসিই
যে স্মৃতি শুধু মনে রয় ..!!
আমার বাড়ি
Mahbub 77
আমার বাড়ি সবুজ রঙের, মাঝখানেতে লাল
দেখে যেও কেমন আছি, কেমন হালচাল।
আছে আরো সবুজ মাঠ, আরও আছে খাল
যেথায় আছে নারকেল, সুপারি, গজারি আর শাল।
নদীর বুকে নৌকা চলে, দিয়ে বাহারি পাল
আসো তুমি আমার বাড়ি, আজ না হয় কাল।
খেতে দেবো মুডি মুড়কি, আর না হয় ঝাল
এসো কিন্তু অপেক্ষায় থাকবো ২০২৩ সাল।
আসবে তুমি দেখবে আমার, এ কেমন হাল।
খাওয়াবো তোমায় শুধু, ভাত আর ডাল।
আসলে তুমি দেখতে পাবে, সুন্দরী শালীর গাল।
ধরে রাখবো তোমায় আমি, বেড়ি দিয়ে জাল।
তোমার জন্য থাকবো আমি, দেবো শুধু ফাল।
আমি আছি তুমিও আছো নেই আমাদের দল।
আমার বাড়ি সবুজ রঙের মাঝখানেতে লাল
আমরা সবাই এ দেশেতে থাকবো চিরকাল।।
”আমিত্ব “
Mahbub 77
নারীর নারীত্ব - কখনো হয় বন্ধাত্ব
নারীর সত্ব- রূপ নেয় মাতৃত্ব ..!
পুরুষ হলেই- নয় তা পুরুষত্ব
সন্তানের দায়িত্ব- নয় তা পিতৃত্ব ..!
সঠিক নেতৃত্ব- বিবেক জাগ্রত
নেই পক্ষপাতিত্ব- নেই দাসত্ব ..!
নেই প্রভুত্ব- নেই প্রাচীনত্ব
সঠিক কর্তৃত্ব -বাড়াবে মনুষত্ব ..!
যখন প্রৌঢ়ত্ব - করবে আয়ত্ব
বিবেক কুন্ঠিত- অস্তিত্বহীন অমরত্ব..!
নেই অন্ধত্ব- আছে নতুনত্ব
ঘুচবে দূরত্ব- বাড়বে বন্ধুত্ব ..!
নতুন রাজত্ব- থাকবে মহত্ব
হারবে পশুত্ব- নতুন সমাজতত্ব ..!
মানবতার ঘনত্ব- হবে বৃহত্ব
উদার মনস্তত্ব- মানবতার বিশেষত্ব ..!
আমার আমিত্ব- নয় ঘুমন্ত
কবির কবিত্ব তাঁরই কৃতিত্ব ..!!
সচরাচর আমরা যে ভুল ( টাইপ মিসটেক) করিঃ পর্ব-০১
(x ভুল বা অশুদ্ধ শব্দ) চিহ্নিত করে দেয়া হলোঃ
১। তোমার আসা (x আশা) খুব জরুরি, আশা (x আসা) করি আসবে ।
২। ঢাকায় যেতে আমার মন চায় (x চাই)
৩। আমি চট্টগ্রাম যেতে চাই (x চায়)।
৪। আমিও ( x আমি ও) সেখানে যাবো।
৫। সকল সদস্য/ সদস্যগণ ( x সকল সদস্যগণ) উপস্থিত থাকবেন।
৬। কীভাবে (x কিভাবে) আমি তা পেতে পারি?
৭। রানা কি (x কী) খেয়েছে [উত্তর হ্যাঁ বা না হবে]
৮। রানা কী (x কি) খেয়েছে? [ উত্তরঃ বিস্তারিত ভাবে- চা, নাস্তা, ভাত ...]
৯। সৈকত আজ গ্রুপে পোস্ট (x পোষ্ট) করেছে।
১০। লাল জামা পরে (x পড়ে) এই বইটি পড় (xপর)।
১১।তুমি আমায় আর কত জ্বালা (x জালা) দেবে?
১২। ভুল (x ভূল) করেও কখনো ভুল (x ভূল ) করো না।
১৩। সে একজন প্রতিযোগী (x প্রতিযোগি), তাকে প্রতিযোগিতা ( x প্রতিযোগীতা) করতেই হবে।
১৪।ইতোমধ্যে (x ইতিমধ্যে) বিষয়টি সবাই জেনে গেছে।
১৫। উপরের মতামতের সাথে ঐকমত্য (x ঐক্যমত) পোষণ করলাম।
Mahbub 77
কী লিখব
Mahbub 77
কী লিখব ?
কিছুই তো
বলতে চাই না ...!!
যা বলতে চাই
তা লেখা যায় না
যা লেখা যায়,
তা বলতে চাই না ...!!
বলা আর না বলা,
লেখা আর না লেখা
দু'য়ের যাঁতাকলে
শব্দের অনশনে
ভেবে ভেবে
গড়ায় সময় ..!!
সময়ও আমাকে
দেয়না সময়।
অতএব
আয় ঘুম
ঘুম আয় ..!!
খাগড়াছড়ি জেলার সৌন্দর্য উপভোগ
#ভ্রমন #
তুমি বারো মাসে
Mahbub 77
বৈশাখে হলো দেখা, হলো বিনিময় দৃষ্টি
জৈষ্ঠ্যে হলো ভাবের, আদান-প্রদান সৃষ্টি...!!
আষাঢ়ে নেমে আসলে তুমি হৃদয় মাঝে
শ্রাবণে হলো ঢের কথা, সকাল সাঁঝে..!!
ভাদ্র মাসে করলে শুরু, ঢের সারা ঝগড়া
আশ্বিণ মাসে আড়ি দিয়ে, মুখ করলে বাগড়া..!!
কার্তিক মাসে হলো অবসান, ভুল বুঝাবুঝি
অগ্রহায়ন মাসে আবার হারিয়ে, তোমায় খুঁজি..!!
পৌষ মাসেতে লাগলো শীত, তোমায় করলাম বিয়া
মাঘ মাসেতে কেমন করে, করলে পরকিয়া ..!!
ফালগুন মাসে তোমায় ছেড়ে, ধরলাম নতুন বেশ
চৈত্র মাসে একা একা, ঘুরি দেশ বিদেশ...!!
সারাদিন শান্তি
Mahbub 77
শান্তি তোমাকে পেয়েছি, সারাদিনের মাঝে
কাজে কর্মে, শয়নে স্বপনে, সকাল সাঝে।।
শারদীয় প্রভাতে কোরানের বাণী বয়ে
তুমি এলে যেন, আলোর দিশারি হয়ে।।
সকালের মিষ্টি রোদে, তুমি এলে দ্বারে
নতুন জীবন গড়ার প্রেরণা, দিলে বারেবারে।।
শ্রান্ত অপরাহ্ণে, হয়ে মৃদু সমীরণ
প্রাণে এনে দিলে, আশার ষ্পন্দন।।
দিনান্তের ক্লান্তিতে তুমি এলে গোধুলি বেলায়
নমি: আমি তোমায়, নাহি করি অবহেলা।।
নিশিথে এলে নিদ্রার সুকোমল পরশ দিতে
শান্তি তুমি আবার এসো, আসছে প্রভাতে।।
হর্টিকালচার পার্ক, খাগড়াছড়ি।
#ভ্রমন
ঘরোয়া টিপস: পর্ব ০১
১। অনেকদিন বন্ধ থাকা ঘর খুললে একটা ভ্যাপসা গন্ধ বের হয়। ২/৩ টা দিয়াশলাই কাঠি জ্বালালে দু-তিন মিনিটের মধ্যে ঘর থেকে গন্ধ চলে যাবে।
২। ঠাণ্ডা চা-পাতা ফোটানো পানি দিয়ে কাঠের আসবাবপত্র পালিশ করুন, ঝকঝকে হয়ে উঠবে।
৩। ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন, দাগ উঠে যাবে।
৪। ব্যবহৃত চা-পাতা ভালো করে রোদে শুকিয়ে ঐ চা’পাতা ধুনোর বদলে ব্যবহার করুন। শুকনো চা’পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সমস্ত মশা, মাছি পালিয়ে যাবে।
৫। ইস্ত্রি করার সময় কাপড়ে যে পানি ছিটান তাতে কয়েক ফোঁটা পারফিউম দিন। ইস্ত্রি হওয়া কাপড়টি সুগন্ধ ধরে রাখবে।
”স্মৃতিনীড়”
”আকাশের মন”
স্মৃতিনীড়
আকাশের মনে আজ বড় ব্যাথা,
কেউ তার সাথে কয়না কোন কথা।
তাইতো তার বেজায় গুমড়া মুখ ,
এখনই ভিজবে তার দু' চোখ।
বন্ধু তোমার কেন এমন হলো?
তুমি তো আর আকাশ নও বলো।
বরিষণ হলে তোমার তো লাভ,
লেখার জন্য পাবে অনেক ভাব।
আমি অধম কী আর করি,
যাই, ফেইসবুকটাই না হয় খুলি।
যদি পাওয়া যায় বন্ধুর দেখা
চ্যাট করবো আর কিছু লেখা।
হেসোনা বন্ধু তুমিও কর চ্যাট
আমায় দিও না কোন ভ্যাট।
আউলা কেশে
বাউলা বেশে
সুন্দরী যায় চলে...!
তার বেদনায়
কাশ বনের
ফুলেরা তাই দোলে...!!
(স্মৃতিনীড়)
অস্তিত্বে মিশে আছো তুমি
ঘুরে বেড়ানোর অদম্য
ইচ্ছার লালিত স্বপ্নগুলো।
একটুখানি ঠাই
একটুখানি ভালোবাসা
দেশ হতে দেশান্তরে।
শ্রান্ত বিষন্ন মন খোঁজে
কিছু সুখ, কিছু শান্তি।
না পাওয়ার বেদনা
তিলে তিলে হয়
দু'টুকরো মমি।।
”স্মৃতিনীড়”
পাগলামির মিশ্রনেই
সৃষ্টি বড় কিছুর।
আমার ভালোবাসায়ও
আছে কিছু পাগলামি।
ভালোবাসি শুধু
প্রতিদান নয়।
গাগলামিতেও
থাকে কিছু কারণ।
বুঝাতে, বুঝতে
সময়ের প্রয়োজন।।
চারিপাশে মোর
শব্দেরা করে খেলা।
করে নৃত্য তারা
শব্দহীন বেলা।
হয় না গাঁথা মালা
শব্দেরা করে কেন জ্বালা
শব্দের কাছে ঋণী আমি
শব্দ হোক আমার খেলা।
শব্দেরা সব পালিয়ে গেছে,
পাছে যদি হয়রে ধরা,
কী বলতে কী বলি,
কী তার মানে তাতেই হবে মরা।
মনটা তো লেখার স্লেট নয়,
যা ইচ্ছে লিখব
দেখে দেখে পারি যদি,
তবেই তা শিখব।
শিখতে শিখতে যদি পারি,
লিখব তখন আমি
যদি দিতেন তেমন কিছু
আমার অর্ন্তযামী।