Door Point Delivery DpD

Door Point Delivery DpD

There is a collection of different types of modern sarees and thrips from home and abroad.DpD

এখানে দেশি এবং বিদেশি আধুনিক শাড়ী ও থ্রিপিসের বিভিন্ন ধরনের সংগ্রহ রয়েছে। ডোর পয়েন্ট ডেলিভারি আপনাদের পছন্দের পন্য আপনাদের কাছে পৌছে দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের পণ্য গুলো সাধারনত দেশীয় সংস্কৃতি তুলে ধরার একটি চেষ্টা মাত্র। পাশাপাশি বিদেশী কালেকশনের ও সমাহার। আশা করছি আপনারা আপনাদের পছন্দের রুচিশীল পন্য গুলি এখানেই পেয়ে থাকবেন।


There is a collection of different types of modern sarees

28/11/2023
17/08/2023

এখন অনেক শান্ত হয়েছি জানিস?
সেই যে দেখার বাউন্ডলে স্বভাব নেই।
হুটহাট বলার নেই, মন পুড়ছে চাওয়ার কিছুই নেই,
চুমু খাওয়ার ইচ্ছে নেই!

তুই হয়তো পারিস বটে,
মিথ্যে প্রেমের লাগাম টেনে নতুন ঠোঁটে রঙ চেনাতে।
আমার ওসব যায় না এখন, ঘেন্না লাগে নতুন বুকে!
কে জানে সেও হয়তো স্বপ্ন খুনি অন্য কারো চোখে।

এখন অনেক ঘরমুখো জানিস,
বলতে পারিস ভীতুও বটে।
মায়ের ভয়ে বাবার চোখে মাঝরাতের ফোন কল,
ডাকে না আর আমায় মাঠে।
কি ভাবছিস বদলে গেছি,
নারে অবুঝ হয়তো আমি মরে গেছি!
বলতে পারিস বেঁচেই গেছি,
মিথ্যে প্রেমের পথ গুছিয়ে এখন অনেক ভালোই আছি।

এখন অনেক বুঝতে পারি জানিস?
গলির মোড়ে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটা অংকে কাঁচা,
জানিস বলেছিলাম নেয়নি মাথায়, বলেছিল ভাগেন চাচা।
শুনবি সেই ছেলেটা ফেল করেছে,
এই যে এখন মাথার চুলে পাক ধরেছে।

এখন আমি ভালোই আছি জানিস,
মিথ্যে খেলার সুযোগ নিয়ে লুকিয়ে কেউ চায় না চোখে,
বলতে পারিস দেইনি সুযোগ বসতে এ নরম বুকে।
ইচ্ছে হলে দেখতে আছিস শেষ গোসলে,
শর্ত আছে সেখানটাও আসতে হবে
মিথ্যে জলের বোতল ফেলে।
বলেই দিয়েছি খোদার কাছে,
শেষ যাত্রায় দেখতে এলে ক্ষমা পাবি।
আমি এখন অংকে পাকা সেখানেও শর্তের দাবি।
অন্য হাতে অন্যের হয়ে আসতে হবে
মিথ্যে জলের বোতল ফেলে।
চিঠির ভাজটা খুলে দেখিস
কার চোখে স্বপ্ন আঁকার অভিমানে যাচ্ছি চলে।

★এখন অনেক ভালোই আছি
লেখা— মোঃ মেহেদী হাসান

14/07/2023

Alhamdulillah

12/06/2023

I gained 1 follower, created 11 posts and received 4 reactions from March to June! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

06/05/2023

ভালোবেসে যাদের প্রতি তুমি,
বাড়াবে হাত সরলতার।
তারাই একদিন আঘাত দিবে,
সুযোগ নিবে তোমার দু্র্বলতার

~ অভিজিৎ চৌধুরী

30/03/2023

ভাগ্যিস...!
তরে পাই নাই..!!
তরে
পাইয়া গেলে
আর এতো কিছু পাওন
হইতো না...!

রাইত জাইগা
রাইতের দৈর্ঘ্য মাপন হইতো না...!

গভীর রাইতে,
ডাহুক পাখির ডাক শুইনা
বুকের ভেতর ডা
ছ্যেঁত কইরা উঠতো না...!

তরে পাইয়া গেলে
নিরবে প্রকৃতির লগে
কথা কওন হইতো না...!

তরে পাইয়া গেলে,
আমার আর
শূন্য-শূন্য লাগতো না...!

ভাগ্যিস
তরে পাই নাই...!!

তরে পাইয়া গেলে
বুঝবার পারতাম না
না পাওয়া কি...!!

তরে পাইয়া গেলে
কইবার পারতাম না
মানুষ মনের ভিতর কান্দে কেন?..
তরে পাই নাই বইলাই
হয়তো কইতে পারি
কারো পূর্ণতা দেখতে
কতো সুখ....!!

ভাগ্যিস...!
তরে পাই নাই ..
তরে পাইলে,
কইবার পারতাম না
মানুষের মনে কতো অসুখ...!
সংগ্রহ

19/03/2023

🥰♥️

11/03/2023

আল্লাহু আকবর ♥️

31/12/2022

তোমাকে আজন্ম দেখতে চাওয়ার ইচ্ছেটা-
ঠিক একদিন মরে যাবে।
যেভাবে তুমি ফিরে গেছো নতুন নীড়ের খোঁজে!

আমাদের শেষ সন্ধ্যে আর থেকে যাওয়ার প্রতিশ্রুতি,
আমি এখনও ভুলে যাই নি।
ভুলে যাই নি তোমার ছলছল দুটি চোখ
আর সহজ করে বেঁচে থাকার তীব্র অভিযোগ।
অথচ, তুমি ভুলে গেছো
ভুলে গেছো আমাদের শেষ অপরাহ্নের কথা!

22/10/2022

"একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দুরত্ব বেড়ে যায়।
তখন সে গহনা, শাড়ি, দামী জিনিস এসবের প্রতি ভালোলাগা খুঁজে পায়।

-"স্ত্রী হলো মাটির মত আর ভালোবাসা হলো জল,
আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মত আকৃতি দিতে পারবেন।

-"আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ্য টাকা দামের জিনিস চাইবেনা, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে ৩০ টাকা দামের ফুচকা খান।

-"আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবেনা, আমাকে দামী গাড়ী কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুট খোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান।

-"পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবেনা আমার কষ্ট হচ্ছে,
যদি আপনি আপনার স্ত্রীর কে ভালোবেসে কপালে একটা চুমু খান, তাঁর কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছো।

-"ভালোবাসা তো শুধু দামী জিনিসের মধ্যেই লুকিয়ে থাকেনা,

-"মাঝে মধ্যে ভালবাসা ১৫ টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া ৩০ টাকা দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে,

-" কেয়ার থাকলে সংসার যুদ্ধ ক্ষেত্র না হয়ে, হবে স্বর্গ.....

তাই নিজের স্ত্রীকে উত্তম ভালবাসাটা দিন।❤️🌸

Videos (show all)

🥰♥️
আল্লাহু আকবর ♥️
বৃষ্টি স্নানত সন্ধ্যা ♥️
সৌন্দর্যের লীলাভূমি
প্রতিচ্ছবিতে সীমাবদ্ধতা আমার

Website