Neurosurgeon Azam Zico
A passionate practitioner of neurosurgery and loving caregiver. Neurosurgeon at Dhaka Medical Colleg
নিউরোসার্জারি ও ২ রাকাত নামায
জায়ান্ট সাইজের একটা ব্রেইন টিউমার(Vestibular Schwannoma) অপারেশন করছি, বেশ ঝক্কি পোহাতে হলো কারণ হাইলি ভাস্কুলার॥যাইহোক টিউমার বের করা শেষ,
রক্তক্ষরণ প্রবণতা বন্ধ করার সব ব্যবস্থা(Ist attempt)নিয়ে আমি ওটি থেকে সোজা চেম্বারে যাই তখন রাত ১১.৩০॥দুইজন রোগী দেখতে না দেখতেই ওটি থেকে ফোন রক্তক্ষরণ শুরু হইছে ওটিতে যেতে হবে॥
2nd Attempt: দেখলাম একটা পয়েন্টে রক্তক্ষরণ হচ্ছে, কটারি করে বের হলাম রাত সাড়ে১২॥
খেতে বসলাম, একটু খাওয়ার পরে ডা ইরফান বের হয়ে এসে বললো, ভাই আবার bleeding শুরু হইছে, আসেন॥
3rd attempt: আবার ও ব্লিডিং বন্ধ করে চেম্বারে গেলাম, রোজার দিন সব রোগীরা রাত ৮-৯ থেকে বসে আছে॥ রাত ১-২ টা পর্যন্ত রোগী দেখা শেষ করলাম॥
এরপর আবার ফোন আসলো ব্রেইন ফুলে উঠতেছে. বললাম হাড় খুলা ব্রেইনের জন্য জায়গা করে দিতে হবে॥ একটু পরে আমি ওটিতে আসলাম,দেখলাম ব্রেইন ফুলে বের হয়ে আসতেছে, মন খারাপ করে বসে আছি হঠাৎ মনে পরলো, দুই রাকাত সালাতুস হাজতের নামায পড়ি, কারণ আমার পক্ষে সম্ভব সব কিছুই করছি, এখন আল্লাহর কাছে রোগীর জান ভিক্ষা চাই॥
অবশেষে অপারেশন শেষ হলো॥ রোগী ICU তে রাখলাম, একদিন পরেই লাইফসাপোর্ট খুলে দিলো, পরেরদিন ওয়ার্ডে নিয়ে আসলাম রোগী॥(চলবে)
গল্প-১ঃ ইলিয়াছ ভাই, কাতার থাকেন, হঠাৎ ব্রেইন টিউমার ধরা পড়ে মাথায় আকাশ ভেঙ্গে পরে॥ কিন্তু অপারেশন সফল হলে আবার জীবিকার তাগিদে কাতার ফেরত যায়॥দেশের রেমিটেন্স প্রবাহে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে॥
কাতার থেকে গতকাল আসছে আমার সাথে দেখা করতে, আমার Attendant মো সেলিম এর জন্য একটা ঘড়ি উপহার হিসেবে নিয়ে আসছে॥আমার জন্য নিয়ে আসছে চকোলেট॥
গল্প-২ঃ মধ্যবয়সী, পরিবারের একমাত্র উপার্জনক্ষম, ব্রেইনটিউমার হইছে জানার পর পরিবারের সবাই দিশেহারা॥ ওনাদের এলাকায় আরেকটা রোগীর ব্রেইনটিউমার অপারেশন করে ভালো হয়, তাদের কাছ থেকে শুনে আমার কাছে আসছে॥ অপারেশন পরে বুঝাই যায়না কোথায় অপারেশন হইছে॥ পরিবারের সবার মুখে হাসি, আরেকটি পরিবারের বিপদের সময় পাশে দাঁড়াতে পেরে সৌভাগ্যবান মনে হচ্ছে॥
My very first Journey by metrorail in Dhaka city
আমার আবেশ কাটতেছে না॥
কি অসাধারণ সে অনুভুতি
Gala Dinner and certificate receiving ceremony
“স্কালবেস ফেলোশীপ”
Alhamdulillah
Successful brain tumor surgery at old age
Magic Of Neurosurgery
A magical treatment of Trigeminal Neuralgia.
✅কেস-১:
৫৫ বছরের ভদ্রমহিলা, তীব্র বাথা (Sharp,lancinating, short lived, with pain free interval) চোয়াল, দাঁত ও মুখের এক সাইড।এতো ব্যথা যে দাঁত দুইটা তুলে ফেলেছেন, ***বাংলাদেশের জন্য এইটা একটা স্পেশাল ডায়াগনস্টিক ক্লু🤪🤪, এইটা ডেন্টিস্টদের দোষ না সাধারণত কোয়াক ডেন্টাল প্রাক্টিশনাররা এমন কাজ করে।
✅কেস-২:
৬০ বছরের ভদ্রমহিলা, তীব্র ব্যাথার জন্য খেতে পারতেন না, উনিও দুইটা দাঁত তুলে আসছেন।
✅Investigation; MRI of Brain with Fiesta Protocol: abnormal vesicular loop compression on root entry zone.
✅Treatment;
a)Non surgical(Carbamazepine,Botox, pregabalin)
b)Surgical
যাই হোক যদি আপনি ম্যাজিক রেজাল্ট পেতে চান তাহলে সার্জারী করাবেন।
Recurrence হবে কিনা? - অনেকটাই সার্জিক্যাল টেকনিকের উপর Depend করে।
Complication: খুবই মিনিমাম
এতোদিন এক কানে শুনতো না এখন দুই কানেই শুনেনা, এই গল্প
Neurofibromatosis Type-2 (NF-2)এর
রুগী-১; প্রথমে এক কানে শুনতো না, গ্রামে থাকে আরেক কান দিয়ে কাজ চালিয়ে নিতো, যখন দুই কানেই শুনতো না তখন পরীক্ষা করে ২টা ব্রেইন টিউমার(Bilateral CP Angle Tumor) ধরা পরে, ডাঃ বললেন, দেশে অপারেশন করলে ভালো হবে না ভারতে যান। কিন্তু রুগীর টাকা নেই, টাকা যোগাড় করতে না পেরে হাল ছেড়ে দিছেন, এর মাঝে যখন চোখে দেখার সমস্যা হয় তখন অন্য ডাক্তার দেখাইছেন, তিনি Secondary Optic Atrophy dx করে দেশেই অপারেশনের কথা বললেন, অপারেশনের আগে পরীক্ষা করে দেখলাম শ্রবণ ও দৃষ্টি শক্তি নেই, অনেক দেরি করে ফেলছে। অপারেশন করে দিলাম রুগী সবই ঠিক আছে কিন্তু কান ও চোখের কোন উন্নতি হলো না। দায় কার?
রুগী-২; গাড়ী চালাতেন, কিন্তু মালিকের কথা ঠিকমতো শুনতো না বলে বকা খেতো, EnT Specialist and scientist ডা আরেফিন কে দেখালেন, এমআরআই করে ব্রেইন টিউমার ধরা পড়লে আমার কাছে রেফার্ড করে।
সার্জারী করে দেই। অপারেশনের পরে আবার ও নিজ কাজে ফিরেছেন।
রুগী-৩; অল্প বয়স দুই পায়ে শক্তি পায় না বলে Dorsal Spine এর এমআরআই করে দেখা গেলো spinal SOL অপারেশন করার পর আবার হাটতে পারে, রুগীর আরো কিছু সমস্যা ছিলো বলে আমি নিজে ফোন করে ডা শাওলিকে বলি রুগী যেন আবার দেখা করে।রুগী আসছে ১ বছর পরে দুই কানে যখন কিছুই শুনে না। যাই হোক পরীক্ষা করে দেখা গেলো Bilateral Vestibular Nerve Schwannoma, কয়েকটা meningioma ও আছে, এর সাথে Spinal Sol তো ছিলোই।
This is Neurofibromatosis Type -2।
এবার অপারেশন করলাম ঢামেকহা তে।
ডাঃ ইসমে আজম জিকো
নিউরোসার্জন
কে৫৯
ঢামেক
একজন সিনিয়র চিকিৎসক যদি আপনার প্রতি আস্থা রাখে তখন সেই আস্থার চাপটা একটু বেশিই হয়॥
Microscopic discectomy for PLID
Excellent outcome
আমার জন্য ছয় প্যাকেট মিস্টি আর সুন্দর একটা হাতঘড়ি উপহার হিসেবে এনেছেন।
ধন্যবাদ ডা. সায়মা হক আপা
One Year follow up of Brain tumor(Temporal Glioma)
একবছরের বেশি হয়ে গেল ব্রেইন টিউমার অপারেশন করেছি, MRI করে দেখা গেলো কোন টিউমার নেই, রুগী ও সুস্থ্য।
Alhamdulillah
Dr Isma Azam Zico
Neurosurgeon
Dmch
নিউরোসার্জারীর ম্যাজিক
ছোট্ট মিষ্টি মেয়ে,
ব্রেইন টিউমার নিয়ে ঢামেকহাতে ভর্তি,
অপারেশনের আগেই ডান সাইডের শক্তি কমে যায়,
অপারেশনের ২-৩ দিন পরেই রুগীর শক্তি ফিরে আসে,
অপারেশনের পরে MRI করে দেখা যায় টিউমার পুরোটাই বের করা গেছে।
#আর্তমানবতার_সেবায়_ঢামেকহা
১৭/১০/২০২১
সত্যি
অমি হবো মাটি;
আমার উপরে চলে বাহন
কিন্তু মুখে থাকে না কথন।
আমার উপরে ওভারপাস,মেট্রোরেল ,
ভিতরে আন্ডারপাস,বঙ্গবন্ধু টানেল,
আমাকে কেটে খুড়ে ফসল ফলায়
আবার বানায় ব্রুজ দুবাই
কিন্তু আমি কাঁদি না, সয়ে যাই।।
পুজার মন্ডপে পবিত্র কুরআন
মুসলিমদের যায় প্রাণ
মন্দিরের সামনে গরুর মাংশ
হিন্দুরের মনে তীব্র কস্ট
কিন্তু সবাই যদি মাটির মতো
সয়ে যায়,
দুনিয়াটা কতোই না সুন্দর হয়!!!
ডা জিকো
(আমার প্রথম কবিতা)
বিদেশী নিউরোসার্জন যখন কোন টপিকস বোঝার জন্য
ইনবক্সে নক দেয় তখন মনে হয় ভালো একটা পজিশনে বাংলাদেশের নিউরোসার্জারী
It was so risky surgery but microscopic surgery made it successful.
বান্দরবান থেকে পাহাড়ি এক রুগী আসছিলো লাঠি ভর দিয়ে,
অপারেশনের ৭ মাস পরে ফলোআপে আসছে পুরা শক্তি ফেরত নিয়ে,
রুগী বাংলা বলতে পারে না কিন্তু বোঝে, আর আমি পাহাড়ি ভাষা বুঝতে ও বলতে কোনটাই পারি না, রুগীর ভাতিজা ট্রান্সলেট করে দিত।ভিজিট নিলাম না, রুগী গরিব, পরীক্ষা নিরীক্ষায় সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য লিখে দিলাম।
পাহাড়ি উপজাতির ভালোবাসা ও পেলাম (পাহাড়ি মধু আর চাল)
360 degree stabilisation with fusion for
65years M with traumatic Quadriparesis
রেইন টিউমারের লক্ষণসমুহ:
1. #মাথা ব্যথা
2. দৃষ্টি শক্তি কমে আসা
3. খিচুনী
4. আস্তে আস্তে হাত পায়ের শক্তি কমে আসা
5. নাকে ঘ্রাণ না পাওয়া,
6. চোখে একজিনিস দুইটা দেখা
7. চোখ টেরা হয়ে যাওয়া
8. মুখমন্ডলের একসাইড ব্যথা বা অনুভুতি কমে যাওয়া
9. কানের শ্রবণ শক্তি কমতে থাকা
10. কানে ঝিঝি শব্দ শোনা
11. হাটতে গিয়ে ভারসাম্য ঠিক রাখতে না পারা
12. খাবার গিলতে অসুবিধা
13. জিহ্বার এক পাশের শক্তি কমে যাওয়া
14. অনিয়মিত মাসিক বা স্তনদিয়ে দুধ আসা( বাচ্চা নেই এমনকি অবিবাহিতা মেয়েদের)
15. যৌন আগ্রহ কমে আসা
16. মোটা হয়ে যাওয়া
17. হাতপা জিহ্বা বড় হতে থাকা
18. বাচ্চাদের অস্বাভাবিক যৌনাগ্রহ
19. পারসোনালিটি পরিবর্তন, প্রসাব হওয়া বুঝতে না পারা
20. কথা কম বলা বা বলতে অসুবিধা, স্পষ্ট না,
21. একসাইডের শক্তি কমে আসা বা ব্যথা করা
22. কাউকে চিন্তে না পারা
23. মাঝে মাঝে হঠাৎ করে অজ্ঞাণ হওয়া আবার ভালো হয়ে যাওয়া
24. বমি বমিভাব।
25. হঠাৎ অজ্ঞাণ হয়ে যাওয়া
এখন এই সমস্যা গুলো কখনো শুধু একটি সমস্যা দেখা দিতে পারে বা একাধিক সমস্যা একসাথে দেখা দিতে পারে।
মাথা ব্যথা কখন ব্রেইন টিউমারের লক্ষণ?
নতুন মাথা ব্যথা সকালে ঘুম থেকে উঠলে বেশি হয় আবার বমি করলে ব্যথা কমে যায়, দিনের পর দিন ব্যথা বাড়তে থাকে,এর সাথে চোখে দেখার সমস্যা হতে পারে বা উপরের যে কোন সমস্যা যোগ হয়,
মাথা ব্যথা যেটা দুই একদিন পর ভালো হয়ে যায় কিছুদিন পর আবার আসে এমন ব্যথা সাধারণত ব্রেন টিউমারের লক্ষণ নয়
দৃষ্টিশক্তি কমে আসা কখন ব্রেইন টিউমারের লক্ষণ?
নতুন করে(new onset) চোখে কম দেখা শুরু করে এবং সেটা দ্রুত খারাপ হতে থাকে, Asymmetrical loss of vision(কোন এক চোখের দৃষ্টিশক্তি অন্য চোখ থেকে দ্রুত খারাপ হতে থাকে),
এবং এরসাথে যদি মাথা ব্যথা বা উপরের যে কোন সমস্যা যোগ হয়।
কানে কম শোনা কখন ব্রেইন টিউমারের লক্ষণ?
যদি এক কানে কম শোনে এবং সেটা দিন দিন খারাপ হতে থাকে, এর সাথে কানে ঝিঝি শব্দ হয়, হাঁটার ভারসাম্যে সমস্যা হয়, বা উপরের যে কোন সমস্যা যোগ হয়।
# # operation in my hometown, Sirajganj # # #
I go to my favorite city Sirajganj to see the patient every Frida.
A relative of one of the senior staff nurses Mr. Malek was suffering from a Brain Tumor.
We operated an via the nose.
Mr. Malek asked it to be done in Sirajganj. First, we hesitated. then agreed to the request.
Filled the car with all the required equipment and went for it!
All praise to Allah the operation was successful!
Credits: Dr. Sajjad Qadir-for refereeing
Thanks, Murad for the overall cooperation.
Feeling very happy!!
CP angle tumor Epidermoid, successfully done in a routine operation (Endoscopy guided) in the EOT of Dhaka Medical (the workload in DMCH Neurosurgery is no joke)
Returned home, took a power nap for an hour lying between my two boys
Made lunch with my wife on a joint adventure.
Got back to the chamber.
All praise to Allah.
Please keep my friend and family safe and sound.
This invention may be accidental but brought immense progress not just n the field of medicine and health but around the world influencing people's prosperity.
This Day in History ---
(World Radiography Day)
In 1895, German physicist was the director of the physics department at the University of Wurtzburg and an active professor there. He had for some time been experimenting with a Lenard tube to produce cathode rays.
On Nov. 8, Roentgen was doing experiments in his darkened laboratory that involved covering the Lenard tube with lightproof paper and projecting the cathode rays onto various objects. Roentgen was surprised to see a piece of fluorescent material glowing under exposure to the cathode rays. He repeated the experiment, moving the fluorescent material further and further away from the Lenard tube. He noticed that the fluorescent material glowed up to two meters away from the Lenard tube’s cathode rays.
Roentgen knew that the cathode rays could not pe*****te the lightproof covering over the Lenard tube, so he hypothesized that the glowing of the fluorescent material must be the result of some new kind of radiation. He began experimenting with putting different materials and objects between the Lenard tube and the fluorescent material and observing how the radiation passed through them.
It wasn’t until he had his wife put her hand in the path of the cathode ray that Roentgen made his famous discovery. The shadows from his wife’s hand over a photographic plate clearly showed the bones inside her hand and her wedding ring, while her flesh became transparent.
Roentgen named his discovery because of their unknown properties. On Dec. 28, 1895, Roentgen published his first paper on X-rays and subsequently received dozens of scientific prizes and awards. Most notably, Roentgen was awarded the first-ever in Physics in 1901 for his work.
Videos (show all)
Contact the practice
Website
Opening Hours
Monday | 08:00 - 22:00 |
Tuesday | 08:00 - 22:00 |
Wednesday | 08:00 - 22:00 |
Thursday | 08:00 - 22:00 |
Saturday | 08:00 - 22:00 |
Sunday | 20:00 - 22:00 |