HSC & Admission Seeker's

HSC & Admission Seeker's

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HSC & Admission Seeker's, College & University, .

20/07/2023

আজকে আমি সুন্দর না বলে আমার ক্লাস গুলো তোমরা করো না 🙂

10/07/2023

১/ "পলল পাখা" জাতীয় ভূমিরূপ গড়ে উঠে -
পাহাড়ের পাদদেশে।

২/ সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০ হচ্ছে একটি
- দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল।

৩/ অলৌকিক ইস্টিমার গ্রন্থের রচয়িতা কে ?
- হুমায়ুন আজাদ।

৪/ " মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে" এইটি
কার উক্তি?
- মীর মশাররফ হোসেনের।

৫/ বাংলাদেশে "গ্রাম থিয়েটারের" প্রবর্তক কে?
- সেলিম আল দীন।

৬/কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
- দীনেশরঞ্জন দাশ।

৭/ বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
- মুর্শিদকুলি খান।

৮/ ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?
- বাণিজ্য মন্ত্রণালয়।

৯/ 'Black Lives Matter' কী ?
- বর্ণবাদ বিরোধী আন্দোলন।

১০/ 'গ্রিনপিস' যাত্রা শুরু করে কত সালে?
- ১৯৭১ সালে।

09/07/2023

⭐রবীন্দ্রনাথ ঠাকুর এর সকল উপাধি⭐
১."বিশ্বকবি " ( যিনি দিয়েছেন-> ব্রহ্মবান্ধব উপাধ্যায়)
২."স্যার (নাইটহুড) "( যিনি দিয়েছেন->ব্রিটিশ সরকার)
৩."কবিগুরু"( যিনি দিয়েছেন->ক্ষিতিমোহন সেন)
৪."জীবনশিল্পী "( যিনি দিয়েছেন->অন্নদাশস্কর রায়)
৫."গুরুদেব"( যিনি দিয়েছেন->মহাত্মা গান্ধী)
৬."ভারতের মহাকবি"( যিনি দিয়েছেন->চীনা কবি চি. সি. লিজন)
৭."কবি সার্বভৌম"( যিনি দিয়েছেন->সংস্কৃত কলেজ)
৮."পরম গুরু"( যিনি দিয়েছেন->পুরীর রাজা)
৯."ভারত ভাস্কর"( যিনি দিয়েছেন ->ত্রিপুরার রাজা)
**নোট : রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়।
(বন্ধুদের মেনশন দিন।
শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন।)

Photos from HSC & Admission Seeker's post 26/06/2023

আর কত প্রতিযোগিতা?ছেলে মেয়ে সরকারী স্কুল কলেজে ভর্তি হতে হবেই।মেডিকেল,বুয়েট,,চুয়েট,রুয়েট,কুয়েটে ভর্তি হতে না পারলে লোকজন কি বলবে?আত্মীয় স্বজন,পাড়া প্রতিবেশি দের কিভাবে মুখ দেখাবো?
এই প্রতিযোগিতার নির্মম বলি
চট্টগ্রাম কলেজের প্রাক্তন মেধাবী ছাত্র
এইচ এস সি -২২ব্যাচের
🔷প্রত‍্যয় বড়ুয়া।
ভর্তি পরীক্ষায় কৃতকার্য হতে না পেরে প্রচন্ড মানসিক চাপে নিজেকেই শেষ করে দিল।বন্ধ হোক মেধা কে নিয়ে এসব প্রতিযোগিতা।

17/06/2023

দুটি মানচিত্র 💔

01/12/2022

ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে দিলো তিউনিসিয়া!! কথা সেটা না।
#গুরুত্বপূর্ণ একটা সাধারণ জ্ঞান, যেটা থেকে প্রতিবছর কোনো না কোনো ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে।

প্রশ্নঃ আরব বসন্তের সূতিকাগার বলা হয় কোন দেশকে?

উত্তর ঃ তিউনিসিয়া।

28/11/2022

#সাম্প্রতিক_তথ্য
জি আই পণ্যের মর্যাদা পাচ্ছে- বগুড়ার দই
এবং শীতলপাটি
-প্রথম আলো

23/11/2022

দুইটি সুখবর তোমার জন্য..

1️⃣ বাংলা খাতা দেখা শেষ। বাংলায় সকলের ভালো মার্ক। ৭০-৮৫ এর ভিতরে বেশির ভাগ। ঢাকা আর চট্টগ্রাম এ+ এর সংখ্যা বেশি। অলরেডি খাতা বোর্ডে পাঠানো শুরু হয়েছে।

2️⃣ ইংরেজি খাতা দেখা রানিং। আমার জানা সর্বশেষ তথ্য মতে ইংরেজিতে ও ভালো মার্ক তবে বাংলার চেয়ে কম। দিনাজপুরের স্টুডেন্ট নাম্বার কম পাচ্ছে। তবে অভারঅল ভালো। এই বছর ঢাকা বোর্ডে পাশের হার এবং এ+ সংখ্যা বেশি হবে শিক্ষা অধিদপ্তরের মতে।💖
সংগৃহীত!!

22/11/2022

OMR সিটে ভুল হলে কি রেজাল্ট আসবে.?

১–OMR শিটে রেজিষ্ট্রেশন নম্বর ভুল হলে কি রেজাল্ট আসবে?

কিছুই হবেনা,,আপনার রোল নাম্বার সঠিক হলে হবে।

২– OMR শিটে রোল নম্বর ভুল হলে কি রেজাল্ট আসবে?

কিছুই হবে না,,আপনার রেজিষ্ট্রেশন নাম্বার সঠিক হলে হবে।
মানে এই দুইটা থেকে যেকোনো একটা সঠিক হলেই যারা খাতা কাটবে তারা আপনার খাতাটি খুঁজে বের করতে পারবে,,দুইটায় একসাথে ভুল করলে সেক্ষেত্রে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।

৩– সেট কোড লিখেন নাই বা ভরাট করেন নাই?

তাহলেও উপায় আছে। আপনার খাতাটি পরীক্ষা করে দেখা হবে আপনার খাতাটি কোন সেটের সাথে বেশি সাদৃশ্য রয়েছে, এবং সে সেট অনুযায়ী আপনারা খাতাটি কাটা হবে। লেখা বা ভরাট যেকোনো একটা করা থাকলেতো আর কোনো সমস্যাই নাই।

৪– বিষয় কোড ভুল?

-এটা কোনো সমস্যা না,,কারণ আপনার খাতাটা একটা বান্ডিলের মধ্যে থাকে,,স্যারেরা সহজেই বুঝতে পারে আমার খাতাটি কোন বিষয়ের।

পাশ করা যতটা সহজ, ফেল করা ততটা সহজ না।
একটা স্যার কখনো চায়না একটা শিক্ষার্থী ফেল করুক। স্যাররা সর্বোচ্চ চেষ্টা করে তোমার খাতাটি কেটে একটা রেজাল্ট বের করার জন্য। সুতরাং যারা বলো একটা ভুল মানে, এক বছর শেষ। অবশ্যই ফেল।

তাদেরকে বলতেছি আগে বিষয় গুলো ভালো করে জানো তারপর কথা বলতে এসো। না জেনে কারো মন ভেঙে দেওয়ার অধিকার তোমার নাই।

যারা ভুল করেছো বলে খুব টেনশনে আছো তাদেরকে বলছি,টেনশনের কোনো কারণ নাই।

ধন্যবাদ

07/11/2022

এইচএসসি ২০২২
গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ বানান।

অধ্যায়ন - অধ্যয়ন

অপরাহ্ন - অপরাহ্ণ

আইনজীবি - আইনজীবী

আকাংখা - আকাঙ্ক্ষা

ইতিমধ্যে - ইতোমধ্যে

ইতিপূর্বে - ইতঃপূর্বে

উচ্ছাস - উচ্ছ্বাস

উপরুক্ত/উপরোক্ত - উপর্যুক্ত

ঐক্যতান - ঐকতান

কাৰ্য্যালয় - কার্যালয়

কৃতিবাস - কৃত্তিবাস

গীতাঞ্জলী - গীতাঞ্জলি

দারিদ্রতা - দরিদ্রতা/দারিদ্র্য

দুরাবস্থা - দুরবস্থা

দৈন্যতা - দৈন্য/দীনতা

নূন্যতম - ন্যূনতম/ন্যূনপক্ষে

নিশিথিনি - নিশীথিনী

পানিণী - পাণিনি

পিপিলিকা - পিপীলিকা
পুরষ্কার - পুরস্কার

অশুদ্ধ বানান - শুদ্ধ বানান

পোষ্টমাস্টার - পোস্টমাস্টার

পৈত্রিক - পৈতৃক

প্রনয়ণ - প্রণয়ন

প্রতিযোগীতা - প্রতিযোগিতা

প্রাণীবিদ্যা - প্রাণিবিদ্যা

প্রোজ্জলন - প্রোজ্জ্বল/প্রজ্বলন

বহিস্কার - বহিষ্কার

বাল্মিকী - বাল্মীকি

বিভিষিকা - বিভীষিকা

বুদ্ধিজীবি - বুদ্ধিজীবী

ব্রাহ্মন - ব্রাহ্মণ

ভাতুস্পুত্র - ভাতুষ্পুত্র

ভূবন - ভুবন

ভৌগলিক - ভৌগোলিক

মনকষ্ট - মনঃকষ্ট

মনমোহন - মনোমোহন

মনিষী - মনীষী

মরীচীকা - মরীচিকা

মনোপুত - মনঃপুত

মুখস্ত - মুখস্থ

পড়ার শেষে done লিখে উৎসাহিত করবেন। আর পরবর্তী আপডেট ধারাবাহিক ভাবে পাওয়ার জন্য ফলো দিয়ে সাথেই থাকুন❤️
©

30/10/2022

এর জন্য...

⚠️ এইচএসসি ২২ এর পরীক্ষায় কত মার্কে পাশ এ নিয়ে সবার মনেই প্রশ্ন আছে। পূর্বের পরীক্ষায় যেমন মার্ক ধরে পাশ দেওয়া হতো সেই সমীকরণে পাশের মান বন্টন -

মৌলিক বিষয় সমূহঃ ( সকলের প্রযোজ্য )

❗👉 বাংলা ১ ম পত্রঃ সৃজনশীল অংশে ১৩ নাম্বার এবং বহুনির্বাচনী অংশে ৫ নাম্বার অর্থাৎ , মোট ১৮ নম্বর পেতে হবে ।
( CQ এবং MCQ অংশে আলাদাভাবে পাশ করতে হবে )

❗👉 বাংলা ২ য় পত্রঃ ৩৩ % নম্বর পেলেই পাশ । (৩৩%=১৭ মার্ক)

( দুই পত্র অর্থাৎ , বাংলা ১ ম ও ২ য় মিলে ৩৩% পেলেই পাশ নয় , পেতে হবে আলাদা ভাবে )

❗👉 ইংরেজি ১ ম ও ২ য় পত্রঃ ১ ম পত্র ও ২ য় পত্র মিলে মোট ৩৩% নম্বর পেলেই পাশ । (৩৩%=৩৩ মার্ক)
বিষয়টা আরেকটু সহজ করিঃ এক পত্রে যদি ১০ নাম্বার পাও এবং অন্য পত্রে ২৬ নম্বর পাও অর্থাৎ মোটে দুই মিলে ৩৬ নাম্বার তাহলেই ইংরেজিতে তুমি পাশ ।

❗👉 বিজ্ঞান বিভাগের বিষয় সমুহঃ
সৃজনশীল অংশঃ ১ ম এবং ২ য় পত্রে মিলে ২২ নম্বর পেলেই পাশ । এক পত্রে ২ ও অন্যটিতে ২৫ পেলেও পাশ ।

❗👉 বহুনির্বাচনী অংশঃ দুই পত্র মিলে ১০ পেলেই পাশ এক পত্রে ০২ ও অন্য পত্রে ৯ পেলেও পাশ ।



মানবিক বিভাগের বিষয় সমুহঃ
সৃজনশীল অংশঃ ১ ম এবং ২ য় পত্র মিলে ২৬ নাম্বার পেলেই পাশ । এক পত্রে ৫ নম্বর ও অন্যটিতে ২৬ নম্বর পেলেও পাশ ।

বহুনির্বাচনী অংশঃ দুই পত্র মিলে ১০ পেলেই পাশ এক পত্রে ০৫ এবং অন্য পত্রে এ ৮পেলেও পাশ ।

ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয় সমুহঃ
সৃজনশীল অংশঃ ১ ম এবং ২ য় পত্র মিলে ২৬ নাম্বার পেলেই পাশ । এক পত্রে ৫ নম্বর ও অন্যটিতে ২৬ নম্বর পেলেও পাশ ।

বহুনির্বাচনী অংশঃ দুই পত্র মিলে ১০ পেলেই পাশ এক পত্রে ০৫ এবং অন্য পত্রে এ ০৮ পেলেও পাশ ।

**মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ব্যবহারিক থাকা সাবজেক্ট -ঃ
সৃজনশীল অংশঃ ১ ম এবং ২ য় পত্রে মিলে ২২ নম্বর পেলেই পাশ । এক পত্রে ২ ও অন্যটিতে ২৩ পেলেও পাশ ।

বহুনির্বাচনী অংশঃ দুই পত্র মিলে ০৮ পেলেই পাশ এক পত্রে ০২ ও অন্য পত্রে ৭ পেলেও পাশ ।

❗👉 MCQ এবং CQ তে আলাদা পাশ করতে হবে।

❗👉 এ+ দুই পত্র মিলিয়ে ৮০% নাম্বার পেতে হবে।

বি.দ্র : সবার জন্য শুভকামনা রইল 🥰

30/10/2022

🧚‍♀️ক্ষায় 🐎R 🥚 🦶বি

24/10/2022

থেমে যাক এ দূর্যোগ, ভালো থাকুক দক্ষিন বাংলা.......

21/10/2022

সিরাজুদ্দৌলার পুরো নাম
"নবাব মনসুর উল-মুল্ক সিরাজ উদ্দৌলা শাহ কুলী খান মির্জা মুহম্মদ হয়বৎ জঙ্গ বাহাদুর"

20/10/2022

এইচএসসি সাজেশন

"আমার পথ " গল্প থেকে ২০ টি সংক্ষিপ্ত প্রশ্ন (উত্তরসহ):-

০১.কাজী নজরুল ইসলাম বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন?
উঃ- ১১ জ্যৈষ্ঠ ১৩০৬

০২.কাজী নজরুল ইসলাম কবে পদ্মভূষন উপাধি লাভ করেন?
উঃ- ১৯৬০ সালে।

০৩.কোন পথ কবির বিপথের?
উঃ- সত্যের বিরোধী পথ।

০৪. কোথায় বিনয় নিশ্চয় থাকে?
উঃ- স্পষ্টবাদিতায়।

০৫.কাজী নজরুল ইসলাম কত সালে মারা যান.?
উঃ- ১৯৭৬ সালে।

০৬.কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা হয় কোথায়?
উঃ- করাচি।

০৭.কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কী ?
উঃ- বাঁধনহারা।

০৮.কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধের নাম কী?
উঃ- তুর্ক মহিলার ঘোমটা খোলা।

০৯.নজরুলের ছদ্মনাম কী ?
উঃ- ধুমকেতু।

১০.নজরুল কত সালে ১ম বিশ্বযুদ্ধে যোগ দেন?
উঃ- ১৯১৭

১১.স্বাধীনতা অর্জনের মূল মাধ্যেম কী ?
উঃ-আত্মনির্ভরতা

১২.কে বাইরে ভয় পায়?
উঃ- যার ভিতরে ভয়।

১৩.কার আর কাউকে চিনতে বাকি থাকে না?
উঃ- যে নিজেকে চিনে।

১৪. প্রাণ প্রচুর্যের উৎস বিন্দু কী?
উঃ- সত্যের উপলব্ধি।

১৫.আমার পথ প্রবন্ধে কোন মহাপুরুষের কথা উল্লেখ আছে?
উঃ-মহাত্মা গান্ধী।

১৬.গোটা সমাজকে ঐক্যবদ্ধ করার মূলমন্ত্র কী?
উঃ- সম্প্রীতি।

১৭.সত্য প্রতিষ্ঠার জন্য কাজী নজরুল ইসলাম কিসের প্রয়োজন অনুভব করেছেন।
উঃ- আগুনের সম্মার্জনার।

১৮.সবচেয়ে বড় দাসত্বের পথ কী?
উঃ- পরাবলম্বন হওয়া।

১৯."সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্ণিশ করে না "এখানে সে কে?
উঃ- যে নিজেকে চেনে।

২০আমার পথ প্রবন্ধের মূল বিষয় কী?
উঃ- আত্মসত্য অর্জন।

পড়া শেষে ডান লিখে উৎসাহিত করবেন আর পরবর্তী আপডেট ধারাবাহিক ভাবে পাওয়ার জন্য সাথেই থাকুন❤️
✍️Rakib Ahmed
HSC & Admission Seeker's

12/10/2022

▪️গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
→ জাতীয় সংসদ ভবনের ডিজাইনার কে.?
উত্তরঃ লুই আই কান
→ স্বাধীনতালগ্নে বাংলাদেশের জেলা কতটি.?
উত্তরঃ ১৯টি
→ সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান..?
উত্তরঃ ৩য়
→ সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয়.?
উত্তরঃ পাগ-মার্গ
→ সম্রাট জাহাঙ্গীরের দরবারে ১ম ইংরেজ দূত কে.?
উত্তরঃ ক্যাপ্টেন হকিন্স
→ ঢাকার “ধোলাই খাল” কে খনন করেন.?
উত্তরঃ ইসলাম খান
→ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে.?
উত্তরঃ ৪১ নং
→ ”রোসাটম” কোন দেশের জাতীয় বিমান সংস্থা.?
উত্তরঃ রাশিয়ার
→ ওয়াটারলু যুদ্ধ হয় কোন সালে.?
উত্তরঃ ১৮১৫ [বেলজিয়ামে]
→ বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক.?
উত্তরঃ অস্ট্রেলিয়া
→ “জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি” সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে.?
উত্তরঃ ৮

09/10/2022

▪️ Recent GK
▪️কাতার বিশ্বকাপ সামনে রেখে অফিশিয়াল গান প্রকাশিত হয়েছে।
▪️অফিশিয়াল গান হচ্ছে- ‘লাইট দ্য স্কাই’,
▪️৭ অক্টোবর, ২০২২ মুক্তি পেয়েছে।

▪️বিশ্বে নারীদের ক্ষমতা বোঝানোই মূলত এই গানের থিম।
▪️আরবের চার বিখ্যাত নারী গায়িকা এই গান গেয়েছেন। তারা হলেন-
➡মরক্কোর নুরা ফাতেহি;
➡ইরাকের রাহমা রিয়াদ,
➡আমিরাতের বালকিস এবং
➡ মরক্কোর পুরস্কারপ্রাপ্ত গায়িকা মানাল।

📌গানটিতে শুধু ইংরেজিই নয়; হিন্দি, মরক্কোর আরবি ভাষাও রয়েছে।

08/10/2022

এইচএসসি সাজেশন

অপরিচিতা গল্প থেকে ২৫ টি সংক্ষিপ্ত প্রশ্ন (উত্তরসহ):-

১। গল্পকথক এর নাম কি?
- অনুপম।

২। গল্পকথক এর বর্তমান বয়স কত?
- 2৭ বছর।

৩। অনুপম ও কল্যাণীর বয়সের ব্যবধান কত বছর ?
-আট বছর ।

৪। অনুপমের পিসতুতো ভাই ও বন্ধুর নাম কি?
-বিনু ও হরিশ।

৫। অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট ও আসল অভিভাবক কে?
-অনুপমের মামা।

৬। পন্ডিতমশাইরা অনুপমকে কি নিয়ে এবং কিসের সঙ্গে তুলনা করে বিদ্রুপ করতেন?
- সুন্দর চেহারা। শিমুল ফুল ও মাকাল ফল এর সাথে।

৭। অনুপমের মামা কলকাতার বাহিরের পৃথিবীটাকে কি বলে জানেন?
-আন্দামান দ্বীপের অন্তর্গত।

৮। কন্যাকে আশীর্বাদ করার জন্য এবং অত্যন্ত আঁটো ভাষার ব্যক্তিটির নাম কি?
-বিনু।

৯। হরিশ কোথায় কাজ করে এবং ছুটিতে কোথায় এসেছে?
- কানপুর। কলকাতায়।

১০। সর্বত্রই কার খাতির?
- হরিশ।

১১। অনুপমের মামার মতে কাদের তেজ থাকাটা দোষের?
- বেহাই সম্প্রদায়ের।

১২। বিয়ে ভাঙ্গার পর কল্যাণী কি গ্রহণ করেছে?
- কল্যাণী নারীশিক্ষার ব্রত গ্রহণ করেছে।

১৩। অবকাশের মরুভূমির মধ্যে অনুপম কি দেখেছিল?
- নারীর রূপের মরীচিকা।

১৪। শম্ভুনাথ এর বন্ধু এবং গল্পকথক এর বাবা পেশায় কি ছিলেন?
- উকিল।

১৫। বিয়ে উপলক্ষে কন্যাপক্ষকে কোথায় আসতে হয়েছিল?
- কলকাতায়।

১৬। অনুপমের মামা কোন দাবিতে নালিশ করবেন?
- বিবাহের চুক্তি ভঙ্গ মানহানির দাবিতে।

১৭। অপরিচিতা গল্পটি কোন জবানিতে লেখা?
- উত্তম পুরুষের।

১৮। শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন?
- ডাক্তার।

১৯। কে ভ্রমণে বের হয়েছেন?
- কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব।

২০। অসম্ভব ধুম করে কি সম্পন্ন হল?
- গায়ে হলুদ।

২১। অপরিচিতা কি ধরনের রচনা?
- ছোট গল্প।

২২। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ও শেষ ছোট গল্পের নাম কি?
- ভিখারিনী ও মুসলমানীর গল্প।

২৩। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যু তারিখ বাংলা ও ইংরেজি তে কত?
- জন্ম ৭ ই মে,১৮৬১ খ্রিষ্টাব্দ (২৫ এ বৈশাখ,১২৬৮ বঙ্গাব্দ।)
- মৃত্যু ৭ই আগস্ট, ১৯৪১ খ্রিষ্টাব্দ ( ২২ শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ।)

২৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয় কোন সময়কে?
- যখন তিনি কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করছিলেন।

২৫) রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে কবিতা লেখা শুরু করেন ?
-- আট বছর।

__ পড়ার শেষে ডান লিখে উৎসাহিত করবেন আর পরবর্তী আপডেট ধারাবাহিক ভাবে পাওয়ার জন্য সাথেই থাকুন

07/10/2022

মেডিকেলে ভর্তির জন্য কোচিং করার সামর্থ্য ছিল না আমার।
বাড়িতে বসে বসে কোরআন পড়তাম আর ভর্তি পরীক্ষার পড়া পড়তাম।

ভর্তি পরীক্ষার রেজাল্টের দিন আমার বন্ধুরা রংপুর মেডিকেলের লিস্টে আমার নামটা খুব নাকি খুঁজেছিল। খুঁজে পায়নি। পরে একজন ফান করে বলেছিল, ডিএমসির লিস্টে দেখি তো। ডিএমসির লিস্টে আমার নাম দেখে তারা হতবাক হয়ে যায়।

- ডা.আবেদুর রহমান(ডিএমসি)

06/10/2022

#বিলাসী

বিলাসী গল্প থেকে ২০ টি সংক্ষিপ্ত প্রশ্ন (উত্তরসহ):-

১। বিলাসী গল্পের লেখকের নাম কি?
উঃ- 'বিলাসী' গল্পের লেখকের নাম শরৎচন্দ্র চট্রোপাধ্যায়।

২। শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম কি?
উঃ- শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম 'মন্দির'।

৩। 'বিলাসী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ- 'বিলাসী ' গল্পটি 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয়।

৪। বর্তমানে কোন শ্রেনিকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হত?
উঃ- বর্তামানে সপ্তম শ্রেণীকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হত।

৫। ন্যাড়া প্রায় কত মাস মৃত্যুন্জয়ের খবর নেয় নি?
উঃ- ন্যাড়া প্রায় দুই মাস মৃত্যুন্জয়ের খবর নেয় নি।

৬। দেশের কতজন নরনারী ঐ পল্লিগ্রামেরই মানুষ?
উঃ- দেশের নব্বই জন নরনারী ঐ পল্লিগ্রামেরই মানুষ।

৭। কত মিনিট পরে মৃত্যুন্জয় একবার বমি করে দিল?
উঃ- প্রায় পনেঁরো-কুড়ি মিনিট পরে মৃত্যুন্জয় একবার বমি করে দিল।

৮। বিলাসী গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে?
উঃ- 'বিলাসী' গল্পটি ন্যাড়ার জবানিতে বর্নিত হয়েছে।

৯। 'বিলাসী' গল্পের ন্যাড়া কত ক্রোশ পথ হেটে স্কুলে যেত?
উঃ- 'বিলাসী' গল্পের ন্যাড়া দুই ক্রোশ পথ হেটে স্কুলে যেত।

১০। বিলাসী কিভাবে আত্মহত্যা করেছিল?
উঃ- বিলাসী বিষপানে আত্মহত্যা করেছিল

১১। মৃত্যুন্জয়ের বাগানটা কত বিঘার ছিল?
উঃ- মৃত্যুন্জয়ের বাগানটা কুড়ি-পঁচিশ বিঘার ছিল।

১২। কাকে অন্নপাপে দায়ী করা হয়েছিল?
উঃ- মৃত্যুন্জয়কে অন্নপাপে দায়ী করা হয়েছিল।

১৩। 'প্রত্নতাত্ত্বিক' অর্থ কী?
উঃ- 'প্রত্নতাত্ত্বিক' অর্থ পুরাতত্ত্ববিদ।

১৪। 'বিলাসী' গল্পে মৃত্যুন্জয় কোন ক্লাসে পড়ত?
উঃ- 'বিলাসী' গল্পে মৃত্যুন্জয় থার্ড ক্লাসে পড়তেন।

১৫। মৃত্যুন্জয়ের কিসের বাগান ছিল?
উঃ- মৃত্যুন্জয়ের আম-কাঠালের বাগান ছিল।

১৬। মৃত্যুন্জয় কোন বংশের ছেলে?
উঃ- মৃত্যুন্জয় মিত্তির বংশের ছেলে।

১৭। মৃত্যুন্জয় কার বাড়ীর সাপ ধরেতে গিয়েছিল?
উঃ- মৃত্যুন্জয় গোয়ালার বাড়ীর সাপ ধরতে গিয়েছিল।

১৮। সাপের দেবীর নাম কী?
উঃ- সাপোর দেবীর নাম মনসা?

১৯। ফুলদানিতে জল দিয়ে বিজিয়ে রাখা বাসিফুলের মতো কে?
উঃ- বিলাসী

২০৷ শরৎচন্দ্র চট্রোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল?
উঃ- ২৪ বছর বয়সে

06/10/2022

বই পড়া একটা হারাম কাজ 😛

Photos from HSC & Admission Seeker's post 05/10/2022

২৬-৩১ বছরের মধ্যে শান্তিরক্ষা করতে গিয়ে পরপারে চলে গেলেন। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বিদ্রোহীদের পুঁতে রাখা বোমায় গতকাল মৃত্যুবরণ করেন।

জান্নাত কামনা করছি।

04/10/2022

নিচের 𝐯𝐨𝐢𝐜𝐞 রূপান্তরটি দুইবার চাকরির পরীক্ষায় এসেছে।
১১তম শিক্ষক নিবন্ধন ২০১৪ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৯
𝐃𝐨𝐧'𝐭 𝐝𝐨 𝐢𝐭. 𝐌𝐚𝐤𝐞 𝐢𝐭 𝐩𝐚𝐬𝐬𝐢𝐯𝐞.
𝐀. 𝐋𝐞𝐭 𝐧𝐨𝐭 𝐢𝐭 𝐛𝐞 𝐝𝐨𝐧𝐞.
𝐁. 𝐋𝐞𝐭 𝐢𝐭 𝐧𝐨𝐭 𝐛𝐞 𝐝𝐨𝐧𝐞.
𝐀𝐧𝐬: 𝐁
কারণ, 𝐩𝐫𝐨𝐧𝐨𝐮𝐧 এর পরে 𝐧𝐨𝐭 বসে।
𝐀𝐜𝐭𝐢𝐯𝐞 : 𝐃𝐨𝐧'𝐭 𝐡𝐚𝐭𝐞 𝐭𝐡𝐞𝐦.
𝐏𝐚𝐬𝐬𝐢𝐯𝐞 : 𝐋𝐞𝐭 𝐭𝐡𝐞𝐦 𝐧𝐨𝐭 𝐛𝐞 𝐡𝐚𝐭𝐞𝐝.
এছাড়াও একটা 𝐀𝐬𝐬𝐞𝐫𝐭𝐢𝐯𝐞 𝐬𝐞𝐧𝐭𝐞𝐧𝐜𝐞 দেখুন, বুঝতে পারবেন। 𝐃𝐨𝐞𝐬 𝐡𝐞 𝐧𝐨𝐭 𝐠𝐨 𝐭𝐨 𝐬𝐜𝐡𝐨𝐨𝐥 𝐫𝐞𝐠𝐮𝐥𝐚𝐫𝐥𝐲?
তবে সংক্ষিপ্ত রূপ (𝐜𝐨𝐧𝐭𝐫𝐚𝐜𝐭𝐞𝐝 𝐟𝐨𝐫𝐦) লিখলে 𝐧𝐨𝐮𝐧, 𝐩𝐫𝐨𝐧𝐨𝐮𝐧 উভয়ের আগে ব্যবহার করা যায়।
𝐃𝐨𝐞𝐬𝐧'𝐭 𝐡𝐞/𝐑𝐚𝐡𝐢𝐦 𝐠𝐨 𝐭𝐨 𝐬𝐜𝐡𝐨𝐨𝐥 𝐫𝐞𝐠𝐮𝐥𝐚𝐫𝐥𝐲?

𝐍𝐨𝐭 & 𝐩𝐫𝐨𝐧𝐨𝐮𝐧

𝐧𝐨𝐭 সাধারণত 𝐧𝐨𝐮𝐧 এর আগে বসে কিন্তু 𝐩𝐫𝐨𝐧𝐨𝐮𝐧 এর পরে বসে।
(𝐈𝐧𝐭𝐞𝐫𝐫𝐨𝐠𝐚𝐭𝐢𝐯𝐞, 𝐢𝐦𝐩𝐞𝐫𝐚𝐭𝐢𝐯𝐞 𝐬𝐞𝐧𝐭𝐞𝐧𝐜𝐞 এবং 𝐨𝐩𝐭𝐚𝐭𝐢𝐯𝐞 𝐬𝐞𝐧𝐭𝐞𝐧𝐜𝐞 এবং 𝐈𝐧𝐯𝐞𝐫𝐭𝐞𝐝 𝐜𝐨𝐧𝐝𝐢𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 এর ক্ষেত্রে)
𝐃𝐨𝐞𝐬 𝐧𝐨𝐭 𝐑𝐢𝐧𝐚/𝐁𝐨𝐧𝐲 𝐠𝐨 𝐭𝐨 𝐬𝐜𝐡𝐨𝐨𝐥 𝐫𝐞𝐠𝐮𝐥𝐚𝐫𝐥𝐲?
𝐇𝐚𝐬 𝐧𝐨𝐭 𝐑𝐢𝐧𝐚/𝐁𝐨𝐧𝐲 𝐫𝐞𝐭𝐮𝐫𝐧𝐞𝐝 𝐡𝐨𝐦𝐞 𝐲𝐞𝐭?

𝐃𝐨𝐞𝐬 𝐡𝐞/𝐬𝐡𝐞 𝐧𝐨𝐭 𝐠𝐨 𝐭𝐨 𝐬𝐜𝐡𝐨𝐨𝐥 𝐫𝐞𝐠𝐮𝐥𝐚𝐫𝐥𝐲?
𝐇𝐚𝐬 𝐡𝐞/𝐬𝐡𝐞 𝐫𝐞𝐭𝐮𝐫𝐧𝐞𝐝 𝐡𝐨𝐦𝐞 𝐲𝐞𝐭?

তবে 𝐜𝐨𝐧𝐭𝐫𝐚𝐜𝐭𝐞𝐝 𝐟𝐨𝐫𝐦 হলে 𝐩𝐫𝐨𝐧𝐨𝐮𝐧 এর আগে বসতে পারে। 𝐃𝐨𝐞𝐬𝐧’𝐭 𝐡𝐞/𝐬𝐡𝐞 𝐠𝐨 𝐭𝐨 𝐬𝐜𝐡𝐨𝐨𝐥?
𝐇𝐚𝐬𝐧’𝐭 𝐡𝐞/𝐬𝐡𝐞 𝐫𝐞𝐭𝐮𝐫𝐧𝐞𝐝 𝐡𝐨𝐦𝐞 𝐲𝐞𝐭?

𝐓𝐫𝐚𝐧𝐬𝐥𝐚𝐭𝐞 𝐢𝐧𝐭𝐨 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 :
তুমি কি আমার জন্য অপেক্ষা করবে না?
[মৎস্য অধিদপ্তরের কম্পিউটার অপারেটর ২০১১]
𝐀. 𝐖𝐢𝐥𝐥 𝐲𝐨𝐮 𝐧𝐨𝐭 𝐰𝐚𝐢𝐭 𝐟𝐨𝐫 𝐦𝐞?
𝐁. 𝐖𝐢𝐥𝐥 𝐧𝐨𝐭 𝐲𝐨𝐮 𝐰𝐚𝐢𝐭 𝐟𝐨𝐫 𝐦𝐞?
𝐂. 𝐖𝐢𝐥𝐥 𝐲𝐨𝐮 𝐰𝐚𝐢𝐭 𝐟𝐨𝐫 𝐦𝐞?
𝐃. 𝐖𝐢𝐥𝐥 𝐲𝐨𝐮 𝐰𝐚𝐢𝐭 𝐟𝐨𝐫 𝐭𝐨 𝐦𝐞?
𝐀𝐧𝐬:𝐀

সে কি মাছ পছন্দ করে না? 𝐓𝐫𝐚𝐧𝐬𝐥𝐚𝐭𝐞 𝐢𝐧𝐭𝐨 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
[𝐌𝐁𝐒𝐓𝐔 𝐀 12-13
𝐀. 𝐇𝐞 𝐝𝐨𝐞𝐬 𝐧𝐨𝐭 𝐥𝐢𝐤𝐞 𝐟𝐢𝐬𝐡?
𝐁. 𝐃𝐨𝐞𝐬𝐧’𝐭 𝐡𝐞 𝐥𝐢𝐤𝐞 𝐟𝐢𝐬𝐡?
𝐂. 𝐃𝐨 𝐡𝐞 𝐥𝐢𝐤𝐞 𝐟𝐢𝐬𝐡?
𝐃. 𝐃𝐨 𝐡𝐞 𝐧𝐨𝐭 𝐥𝐢𝐤𝐞 𝐟𝐢𝐬𝐡?
𝐀𝐧𝐬:𝐁 অথবা 𝐃𝐨𝐞𝐬 𝐡𝐞 𝐧𝐨𝐭 𝐥𝐢𝐤𝐞 𝐟𝐢𝐬𝐡?

𝐒𝐡𝐞 𝐜𝐨𝐨𝐤𝐬 𝐫𝐢𝐜𝐞. (𝐌𝐚𝐤𝐞 𝐢𝐭 𝐧𝐞𝐠𝐚𝐭𝐢𝐯𝐞-𝐢𝐧𝐭𝐞𝐫𝐫𝐨𝐠𝐚𝐭𝐢𝐯𝐞)
[𝐑𝐔 𝐁𝐁𝐀 03-04]
𝐀𝐧𝐬: 𝐃𝐨𝐞𝐬 𝐬𝐡𝐞 𝐧𝐨𝐭 𝐜𝐨𝐨𝐤 𝐫𝐢𝐜𝐞.
𝐇𝐞 𝐰𝐞𝐧𝐭 𝐡𝐨𝐦𝐞. (𝐌𝐚𝐤𝐞 𝐢𝐭 𝐧𝐞𝐠𝐚𝐭𝐢𝐯𝐞-𝐢𝐧𝐭𝐞𝐫𝐫𝐨𝐠𝐚𝐭𝐢𝐯𝐞)
[𝐑𝐔 07-08]
𝐀𝐧𝐬: 𝐃𝐢𝐝 𝐡𝐞 𝐧𝐨𝐭 𝐠𝐨 𝐡𝐨𝐦𝐞?

𝐓𝐡𝐞 𝐢𝐧𝐭𝐞𝐫𝐫𝐨𝐠𝐚𝐭𝐢𝐯𝐞 𝐟𝐨𝐫𝐦 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐬𝐞𝐧𝐭𝐞𝐧𝐜𝐞 '𝐇𝐞 𝐢𝐬 𝐚 𝐠𝐫𝐞𝐚𝐭 𝐬𝐜𝐡𝐨𝐥𝐚𝐫' 𝐢𝐬 - [সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২০১২]
𝐀. 𝐈𝐬 𝐡𝐞 𝐚 𝐠𝐫𝐞𝐚𝐭 𝐬𝐜𝐡𝐨𝐥𝐚𝐫?
𝐁. 𝐈𝐬 𝐡𝐞 𝐧𝐨𝐭 𝐚 𝐠𝐫𝐞𝐚𝐭 𝐬𝐜𝐡𝐨𝐥𝐚𝐫?
𝐂. 𝐈𝐬 𝐡𝐞 𝐚 𝐛𝐢𝐠 𝐬𝐜𝐡𝐨𝐥𝐚𝐫?
𝐃. 𝐈𝐬 𝐧𝐨𝐭 𝐡𝐞 𝐚 𝐠𝐫𝐞𝐚𝐭 𝐬𝐜𝐡𝐨𝐥𝐚𝐫?
𝐀𝐧𝐬: 𝐁

𝐖𝐞 𝐚𝐫𝐞 𝐩𝐫𝐨𝐮𝐝 𝐨𝐟 𝐨𝐮𝐫 𝐟𝐫𝐞𝐞𝐝𝐨𝐦 𝐟𝐢𝐠𝐡𝐭𝐞𝐫𝐬. (𝐌𝐚𝐤𝐞 𝐢𝐭 𝐢𝐧𝐭𝐞𝐫𝐫𝐨𝐠𝐚𝐭𝐢𝐯𝐞) [৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন ২০১০]
𝐀. 𝐀𝐫𝐞 𝐰𝐞 𝐩𝐫𝐨𝐮𝐝 𝐨𝐟 𝐨𝐮𝐫 𝐟𝐫𝐞𝐞𝐝𝐨𝐦 𝐟𝐢𝐠𝐡𝐭𝐞𝐫𝐬?
𝐁. 𝐀𝐫𝐞 𝐰𝐞 𝐧𝐨𝐭 𝐩𝐫𝐨𝐮𝐝 𝐨𝐟 𝐨𝐮𝐫 𝐟𝐫𝐞𝐞𝐝𝐨𝐦 𝐟𝐢𝐠𝐡𝐭𝐞𝐫𝐬?
𝐂. 𝐀𝐫𝐞 𝐧𝐨𝐭 𝐰𝐞 𝐩𝐫𝐨𝐮𝐝 𝐨𝐟 𝐨𝐮𝐫 𝐟𝐫𝐞𝐞𝐝𝐨𝐦 𝐟𝐢𝐠𝐡𝐭𝐞𝐫𝐬?
𝐃. 𝐃𝐨𝐧'𝐭 𝐰𝐞 𝐩𝐫𝐨𝐮𝐝 𝐨𝐟 𝐨𝐮𝐫 𝐟𝐫𝐞𝐞𝐝𝐨𝐦 𝐟𝐢𝐠𝐡𝐭𝐞𝐫𝐬?
𝐀𝐧𝐬:𝐁

𝐇𝐞 𝐝𝐢𝐝 𝐢𝐭. (𝐌𝐚𝐤𝐞 𝐢𝐭 𝐢𝐧𝐭𝐞𝐫𝐫𝐨𝐠𝐚𝐭𝐢𝐯𝐞) [𝐈𝐔 𝐃 15-16]
𝐀. 𝐃𝐢𝐝 𝐡𝐞 𝐝𝐨 𝐢𝐭? 𝐁. 𝐃𝐢𝐝 𝐡𝐞 𝐧𝐨𝐭 𝐝𝐨 𝐢𝐭?
𝐂. 𝐂𝐨𝐮𝐥𝐝 𝐈 𝐧𝐨𝐭 𝐝𝐨 𝐢𝐭? 𝐃. 𝐌𝐮𝐬𝐭 𝐈 𝐧𝐨𝐭 𝐝𝐨 𝐢𝐭?
𝐀𝐧𝐬:𝐁

𝐍𝐞𝐠𝐚𝐭𝐢𝐯𝐞 𝐈𝐦𝐩𝐞𝐫𝐚𝐭𝐢𝐯𝐞 𝐬𝐞𝐧𝐭𝐞𝐧𝐜𝐞 এর 𝐯𝐞𝐫𝐛 এর 𝐨𝐛𝐣𝐞𝐜𝐭 টি 𝐩𝐫𝐨𝐧𝐨𝐮𝐧 হলে 𝐨𝐛𝐣𝐞𝐜𝐭 এর পরে 𝐧𝐨𝐭 বসে।
𝐀𝐜𝐭𝐢𝐯𝐞 𝐯𝐨𝐢𝐜𝐞 : 𝐃𝐨𝐧’𝐭 𝐡𝐚𝐭𝐞 𝐡𝐢𝐦.
𝐏𝐚𝐬𝐬𝐢𝐯𝐞 𝐯𝐨𝐢𝐜𝐞 : 𝐋𝐞𝐭 𝐡𝐢𝐦 𝐧𝐨𝐭 𝐛𝐞 𝐡𝐚𝐭𝐞𝐝.

𝐓𝐡𝐞 𝐩𝐚𝐬𝐬𝐢𝐯𝐞 𝐟𝐨𝐫𝐦 𝐨𝐟 '𝐃𝐨𝐧'𝐭 𝐝𝐨 𝐢𝐭' 𝐢𝐬-
[১১তম শিক্ষক নিবন্ধন ২০১১]
𝐀. 𝐋𝐞𝐭 𝐧𝐨𝐭 𝐢𝐭 𝐛𝐞 𝐝𝐨𝐧𝐞. 𝐁. 𝐋𝐞𝐭 𝐢𝐭 𝐛𝐞 𝐧𝐨𝐭 𝐝𝐨𝐧𝐞.
𝐂. 𝐋𝐞𝐭 𝐢𝐭 𝐛𝐞 𝐝𝐨𝐧𝐞 𝐧𝐨𝐭. 𝐃. 𝐋𝐞𝐭 𝐢𝐭 𝐧𝐨𝐭 𝐛𝐞 𝐝𝐨𝐧𝐞.
𝐀𝐧𝐬:𝐃

𝐎𝐩𝐭𝐚𝐭𝐢𝐯𝐞 𝐬𝐞𝐧𝐭𝐞𝐧𝐜𝐞 এ
𝐌𝐚𝐲 𝐡𝐞 𝐧𝐨𝐭 𝐬𝐮𝐟𝐟𝐞𝐫. (সে কষ্ট না পাক/সে যেন কষ্ট না পায়)

𝐈𝐧𝐯𝐞𝐫𝐭𝐞𝐝 𝐜𝐨𝐧𝐝𝐢𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 এ এমন প্রয়োগ দেখা যায়।
𝐇𝐚𝐝 𝐡𝐞 𝐧𝐨𝐭 𝐫𝐞𝐬𝐢𝐠𝐧𝐞𝐝, 𝐰𝐞 𝐰𝐨𝐮𝐥𝐝 𝐡𝐚𝐯𝐞 𝐛𝐞𝐞𝐧 𝐟𝐨𝐫𝐜𝐞𝐝 𝐭𝐨 𝐬𝐚𝐜𝐤 𝐡𝐢𝐦. (সে পদত্যাগ না করলে তাকে পদচ্যুত করতে আমাদেরকে বাধ্য করা হতো) [𝐃𝐔 𝐀 12-13]
𝐑𝐚𝐤𝐢𝐛 𝐰𝐨𝐮𝐥𝐝 𝐜𝐞𝐫𝐭𝐚𝐢𝐧𝐥𝐲 𝐡𝐚𝐯𝐞 𝐚𝐭𝐭𝐞𝐧𝐝𝐞𝐝 𝐭𝐡𝐞 𝐩𝐫𝐨𝐜𝐞𝐞𝐝𝐢𝐧𝐠𝐬 𝐡𝐚𝐝 𝐡𝐞 𝐧𝐨𝐭 𝐡𝐚𝐝 𝐚 𝐟𝐥𝐚𝐭 𝐭𝐢𝐫𝐞.
[𝐂𝐔 𝐂1 14-15, 𝐉𝐔 𝐄 16-17, 𝐜𝐥𝐢𝐟𝐟𝐬 𝐓𝐎𝐄𝐅𝐋 𝐏𝐓 3 𝐏𝐚𝐫𝐭 𝐀 𝐐:6
𝐈𝐧 𝐭𝐡𝐞 𝐩𝐮𝐛𝐥𝐢𝐜 𝐢𝐧𝐭𝐞𝐫𝐞𝐬𝐭 : 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 𝐉𝐚𝐡𝐚𝐧𝐠𝐢𝐫 𝐀𝐥𝐚𝐦
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম▪️

04/10/2022

▪️বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ২০টি কবির ছদ্মনাম
১. রবীন্দ্রনাথ ঠাকুর- ভানুসিংহ।
২. কাজী নজরুল ইসলাম- ধূমকেতু।
৩. মীর মশাররফ হোসেন-গাজী মিয়া।
৪. প্রমথ চৌধুরী- বীরবল।
৫. সমরেশ বসু- কালকূট।
৬. মাইকেল মধূসুদন দত্ত- এনেটিভ।
৭. সুনীল গঙ্গোপাধ্যায়- নীললোহিত।
৮. মোহিতলাল মজুমদার- সত্যসুন্দর দাশ।
৯. অচ্যিন্ত কুমার সেনগুপ্ত- নীহারিকা দেবী।
১০. প্যারীচাঁদ মিত্র- টেকচাঁদ ঠাকুর।
১১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- অনিলাদেবী।
১২. মোহাম্মদ জহিরুল্লাহ- জহির রায়হান।
১৩. শওকত ওসমান- শেখ আজিজুর রহমান।
১৪. কাজেম আল কোরেশী- কায়কোবাদ।
১৫. বলাইচাঁদ মুখোপাধ্যায়- বনফুল।
একরকম আরো পোস্ট রেগুলার পেতে আমার সাথে এড হয়ে যান ফেইসবুকে।
১৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত।
১৭. মানিক বন্দ্যোপাধ্যায়-প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়।
১৮. কালীপ্রসন্ন সিংহ- হুতোম পেঁচা।
১৯. জসীম উদ্দিন- জমির উদ্দিন মোল্লা।
২০. রাজশেখর বসু- পরশুরাম।

04/10/2022

রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্স আজ ঘোষণা করেছে নোবেল পুরস্কার ২০২২। পদার্থবিজ্ঞানে এ বছর নোবেল পেয়েছেন:

১. অ্যালাইন অ্যাসপেক্ট( ফ্রান্স)
২. জন এফ ক্লজার (মার্কিন যুক্তরাষ্ট্র)
৩. অ্যান্টন জেলিঙ্গার(অস্ট্রিয়া)

02/10/2022

ব্রেকিং নিউজ

শান্তিতে নোবেলের জন্য মনোনীত বাংলাদেশি চিকিৎসক রায়ান সাদী

23/09/2022

SAFF Women's Championship 2022

❖ আসর → ৬ষ্ঠ।
❖ সময়কাল → ০৬ - ১৯ সেপ্টম্বর ২০২২।
❖ আয়োজক ও স্বাগতিক দেশ → নেপাল।
❖ অংশগ্রহণকারী দল → ৭ (১টি উপ-কনফেডারেশন থেকে)।
❖ ভেন্যুর নাম → দশরথ রঙ্গশালা স্টেডিয়াম, কাঠমান্ডু।
❖ ম্যাচের সংখ্যা → ১২ টি।
❖ অংশগ্রহণকারী দেশগুলোর নাম → ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ, ভূটান, শ্রীলঙ্কা।
❖ সর্বোচ্চ চ্যাম্পিয়ান দেশ → ভারত (৪ বার)।
❖ শীর্ষ গোলদাতা → সাবিনা খাতুন, বাংলাদেশ (৮টি গোল)।
❖ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় → ১৯ সেপ্টেম্বরে বাংলাদেশ ও নেপাল (৩-১) গোল, দশরথ রঙ্গশালা স্টেডিয়াম।

22/09/2022

◆◆রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসসমূহ:
(তার রচিত উপন্যাসের সংখ্যা ১৩ টি)
১. বৌ ঠাকুরানীর হাট- ১৮৮৩
২. রাজর্ষি -১৮৮৭
৩. চোখের বালি -১৯০৩
৪. নৌকাডুবি -১৯০৬
৫. প্রজাপতির নির্বন্ধ -১৯০৮
৬. গোরা- ১৯১০
৭. ঘরে বাইরে -১৯১৬, চরিত্র: নিখিলেস-বিমলা -৩৪,৩৬ বিসিএস
৮. চতুরঙ্গ- ১৯১৬
৯. যোগাযোগ -১৯২৯
১০. শেষের কবিতা -১৯২৯
১১. দুই বোন -১৯৩৩
১২. মালঞ্চ -১৯৩৪
১৩. চার অধ্যায় -১৮৩৪

●রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস -বৌ ঠাকুরানীর হাট।
● বাংলা সাহিত্যে তাঁর রচিত প্রথম মনস্তাত্ত্বিকমূলক সমাজিক উপন্যাস -চোখের বালি।
● তাঁর রচিত "গোরা" -একটি রাজনৈতিক উপন্যাস।

21/09/2022

গুরুত্বপূর্ণ কিছু synonym

1.honesty (সততা) - integrity (সততা)
2.world (পৃথিবী) - globe(পৃথিবী)
3.believe(বিশ্বাস করা) - trust(বিশ্বাস করা)
4.people(জনসাধারণ) - public(জনসাধারণ)
5.Sufferings (দুর্ভোগ) - Distresses(কষ্ট)
6. jeopardy (বিপদ)- peril(বিপদ)
7.mandatory(বাধ্যতামূলক) - compulsory(বাধ্যতামূলক)
8. aversion(অনিচ্ছা) - reluctance (অনিচ্ছা)
9.victory(বিজয়) - success (সাফল্য)
10.rule(নিয়ম) - principle (নীতি)

পড়া শেষে Done লিখবা ❤️

Website