BCS and Bank Preparation

BCS and Bank Preparation

Job preparation

01/03/2023

Sobai kemon asen?

11/09/2022

মেলায় হারিয়ে যাওয়া দুই বোন..!

২০০ ডলারের Shopify বায়ার ইন্টারভিউ ।। Buyer Interview By Outsourcing BD Institute 12/06/2022

২০০ ডলারের Shopify বায়ার ইন্টারভিউ ।। Buyer Interview By Outsourcing BD Institute আসসালামু আলাইকুমআপনি কি নিশ্চিত ইনকাম করার জন্য ফ্রিল্যান্সিং কিংবা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে আগ্রহী ?আমা.....

31/03/2022
23/03/2022
Photos from BCS Specials's post 14/03/2022
26/01/2022

৯ম-১০ম বোর্ড বই এর ইতিহাস থেকে ২২৬ টি প্রশ্ন ও উত্তর

১। বাংলায় স্বাধীন সুলতানি আমল স্থায়ী হয়েছিলো - ২০০ বছর
২। বাংলায় অসহযোগ আন্দোলনের মূলমন্ত্র ছিলো - স্বদেশী আন্দোলন
৩। ব্রিটিশ শাসনকালে নারী সমাজ ব্যাপকভাবে পিছিয়ে থাকার কারন - সামাজিক অনুশাসন
৪। সুবেদার সুজা ক্ষমতায় ছিলেন - ১১ বছর
৫। বাংলার রাজদরবারে ফার্সি হয় - সুলতানিদের সূত্রে
৬। পূর্ববঙ্গ বাংলাদেশের একটি পরিচয়। এই পরিচয় এর সাথে সম্পৃক্ত - বঙ্গভঙ্গ
৭। কাসিম বাজারে ওলন্দাজের ফেক্টরি ছিলো - সিল্কের
৮। ফখরুদ্দিন মোবারক শাহ স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন - বাংলায়
৯। ভাস্কো - ডা - গামা ভারতের কোন বন্দরে আসেন - কালিকট
১০। ফরাসিরা ইংরেজদের সাথে যুদ্ধ হেরে কোথায় চলে যায় - ইন্দোচীনে
১১। শায়েস্তা খানের দৈনিক আয় - ২ লক্ষ টাকা
১২। বার্নিয়ার ছিলেন - ফরাসি পর্যটক
১৩। মুঘল সম্রাট আকবরের পুত্র - জাহাঙ্গীর
১৪। মুদ্রণযন্ত্র আবিষ্কারের ফলে বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ করে সৃষ্টি করেছিলো - জনমত
১৫। চন্দননগর ও চুঁচুড়ায় শক্ত ঘাটি গড়েছিল - পর্তুগিজ
১৬। বাংলা থেকে বেশি পুঁজি পাচার হয় - সুবেদার সুজাউদ্দিন এর আমলে
১৭। ঘন ঘন কৃষক বিদ্রোহ কোন মুঘল আমলে - সম্রাট জাহাঙ্গীর
১৮। ১৯৪০ সালের দ্বি- জাতিতত্বের ভারত বিভক্তি ফরমুলা - মুসলিম লীগের
১৯। ১৮২১ সালে মুদ্রণযন্ত্র আবিষ্কার হয় - শ্রীরামপুরে
২০। বৃটিশ সময়ে মুষ্টিমেয় জমিদার শ্রেনিকে বলা হতো - সুবিধাপ্রাপ্ত শ্রেণী
২১। কোন জাতি বাংলা কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করেছিলো? - দিনেমার
২২। ভারত সচিব কত সদস্য বিশিষ্ট পরামর্শক সভা বা কাউন্সিলের মাধ্যমে ভারতে শাসনের ব্যবস্থা করেন? - ১৫ জন
২৩। ভাস্কো - ডা - গামা জাতিতে - পর্তুগিজ ( কালিকূট বন্দরে)
২৪। বাংলায় দ্বৈত শাসন - লর্ড ক্লাইভ
২৫। আল বুকার্ক - দক্ষ নাবিক ( ভারত মহাসাগর কর্তৃত্ব)
২৬। বাংলায় রাজপুতনা থেকে এসেছিলো - মারওয়াড়িরা
২৭। সম্রাট আকবরের সেনাপতি - মানসিংহ
২৮। স্বদেশী আন্দলনের সূত্র ধরে যা ঘটে তা হলো - স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন
২৯। সেনরা বাংলায় এসেছিলো - দক্ষিণ ভারত হতে
৩০। বাংলার সাথে তুর্কির যোগাযোগ - ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি
৩১। " ভাগ করো, শাসন করো " - নীতির প্রবক্তা? - ব্রিটিশরা
৩২। বৃটিশ মন্ত্রিসভা কর্তৃক কয়জন মন্ত্রীকে ভারত সচিব পদে মনোনীত করা হয়? - ১ জন
৩৩। বঙ্গীয় আইনসভা প্রতিষ্ঠানকালে কতো জন সদস্য ছিলো? - ১২ জন
৩৪। নবাব সিরাজ উদ্দৌল্লার রাজধানী - মুর্শিদাবাদ
৩৫। বার ভূইয়ারা প্রায়ই সবাই - রাজপুত বংশের
৩৬। কোন ইংরেজ সেনাপতি কলকাতা দখল করেন? - ওয়াটসন
৩৭। ১৬৮৬ সালে ইংল্যান্ড এর রাজা ছিলেন - দ্বিতীয় জেমস
৩৮। বাংলায় অসহযোগ আন্দোলনের মূলসূত্র - স্বদেশী আন্দোলন
৩৯। সিরাজউদ্দৌলা সিংহাসনে বসে - ২৩বছর
৪০। স্বাধীন সুলতানি আমলের সুলতানরা ছিলেন না - বাঙালি
অধ্যায় দুই
৪১। বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে - ডাকসু, ছাত্রলীগ
৪২। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর ও টাঙগাইল কতো নং সেক্টরে ছিলো? - ৮ ও ১১ নং,
৪৩। মুক্তিযুদ্ধেরর প্রথমদিকে মুজিবনগর সরকার এর মিশন ছিলো - ২ টি
৪৪। শ্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দেয় - ছাত্র সংগ্রাম পরিষদ
৪৫। প্রথম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন - ঢাকা বিশ্ববিদ্যালয়ে
৪৬। কাদেরিয়া বাহিনী - টাঙ্গাইল অঞ্চলের
৪৭। মুক্তিযুদ্ধে মোট সেক্টর - ১১ টি
৪৮। রাজশাহী সারদা পুলিশ লাইন আক্রমণ করা হয় - ২৭ মার্চ
৪৯। আকবর বাহিনী - মাগুরা অঞ্চলের
৫০। ১৯৭১ সালে মুজিবনগর সরকার গঠিত হয় - ১০ ই এপ্রিল
৫১। আওয়ামীলীগ সর্বাত্মক আন্দোলন শুরু করে - পার্লামেন্টারি পার্টির বৈঠকে
৫২। বঙ্গবন্ধু, ভূট্রো ও ইয়াহিয়ার বৈঠক হয় - ঢাকায়
৫৩। ছাত্রলীগের বাঝাইকৃত কর্মীদের নিয়ে গঠিত - মুজিব বাহিনী
৫৪। ২৫ শে মার্চ জাতীয় পরিষদ অধিবেশনে যোগদানের ব্যাপারে বঙ্গবন্ধুর শর্ত ছিলো - ৪ টি
৫৫। অনিয়মিত বাহিনীর সরকারি নাম - মুক্তিযোদ্ধা
৫৬। শিল্পী জর্জ হ্যারিসন - ইংল্যান্ড এর
৫৭। বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন - আব্দুল হান্নান, মেজর জিয়া
৫৭। মুজিবনগর সরকারের কার্যক্রম - ২ ভাগে বিভক্ত
৫৮। ১৯৭০ সালো আওয়ামীলীগ ক্ষমতা হস্তান্তরের দাবি জানায় - গনরায়ের ভিত্তিতে
৫৯। ১৯৭১ সালে ইয়াহিয়া ঢাকা সফরে আসেন - ১৪ ই মার্চ
৬০। মুক্তিযুদ্ধে চিপ অব ষ্টাফ - লে: কর্ণেল রব ( ডেপুটি - গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার)
৬১। ১৯৭১ সালে ৭ মার্চের জনসেবায় উপস্থিতি - ১০ লক্ষ প্রায়
৬২। অপারেশ সার্চ লাইট পরিকল্পনাকারী - রাও ফরমান আলী
৬৩। অপারেশন সার্চলাইট অনুযায়ী বঙ্গবন্ধু কে গ্রেফতার - রাত দেড়টায়
৬৪। আল শামসের কার্যক্রম - আল - বদর এর অধীন
৬৫। ঢাকার বাইরে অপারেশন সার্চ লাইট নেতৃত্ব - মেজর জেরারেল খাদিম হোসেন রাজা
৬৭। শহীদ সাবের ও আনোয়ার পাশা - সাহিত্যিক
৬৮। ইয়াহিয়া জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত করেন - ১ লা মার্চ, পুনরায়
- ২৫ মার্চ।।
৬৯। পাকদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ - জয়দেবপুর
৭০। ঢাকায় গেরিলা বাহিনী পরিচিত - ক্রাক প্লাটুন
৭১। এমভি সোয়াত ১৯৭১ সালের ৩রা মার্চ - চট্রগ্রামে
৭২। বাংলাদেশের প্রথম মিশন - কলকাতায়
৭৩। মার্চ মাসে অসহযোগ আন্দোলন শুরু হয় - ৩ তারিখে
অধ্যায় : ০৩
৭৪। কোন কাপড় দিয়ে বহু কাহিনী বা কিংবদন্তি সৃষ্টি হয় - মসলিন
৭৫। জাতীয় সঙ্গীত কোন সুরে গাই - বাউল
৭৬। বাঙালি প্রথম কোন কোন সাহিত্যে কর্মের সন্ধান পায় - চর্যাপদ
৭৭। কান্তজীর মন্দির - দিনাজপুরে
৭৮। বাঙালি সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী - প্রাচীন জাতি
৭৯। চর্যাপদ আবিষ্কারক - পন্ডিত হরপ্রসাদ শাস্রী
৮০। শাব্দিক অর্থ ছাড়াও চর্যাপদের বুঝতে হয় - ভাবার্থ
৮১। আমাদের দেশের মাটি - পলি মাটির
৮২। আলাওলের রচনা - পদ্মাবতী
৮৩। মুগা জাতীয় সিল্ক পরিচিত - পত্রোর্ণ
৮৪। প্রাচীকালে বাংলায় সুনাম ছিল - দুকূল কাপড়ের
৮৫। ভাস্কর্য স্বকীয়তা ও স্বাতন্দ্র্যে উজ্জ্বল এক প্রতিভার নাম - নভেরা আহমেদ
৮৬। যে গান হিন্দু - মুসলমান সবাই গেয়ে থাকে - বাউল, ভাটিয়ালি
৮৭। বাঙালি মুসলমান সমাজে নৃত্যচর্চার দ্বার উন্মেচন করেছিলেন - বুলবুল চৌধুরী
৮৮। কাজী নজরুল ইসলাম মাত্র কুড়ি বছরে গান রচনা করেন - ৬ হাজার
৮৯। পত্রোর্ণ নামে এন্ডি বামুগা জাতীয় সিল্ক তৈরি হতো - মগধ ও পান্ডে
৯০। বাংলা ভাষা ও সাহিত্যির ইতিহাস রচনা করেন - ড. মুহাম্মদ শহীদুল্লাহ
৯১। স্থাপত্যকলায় গগনচুম্বী ভবন নির্মাণ পদ্ধতির প্রবর্তক, বিশ্বের বহু বিখ্যাত ভবন ও স্থাপনার নকশাকার - এফ. আর. খান
৯২। সাধারণ মানুষ গানের মাধ্যমে সাধনা করে - আধ্যাত্মিক
৯৩। শহরাঞ্চলে আসর হয় - খেউড় গানের
৯৪। বাংলার স্থাপত্য শিল্পে ইরানী প্রভাব - সুলতানি আমলে
৯৫। বাংলা কীর্তন গানের কাহিনী আসে - রাধা ও শ্রীকৃষ্ণ
৯৬। আমাদের জাতীয় সংগীতের সুর মূর্ছনা সৃষ্টি হয়েছে - রবি ঠাকুরের হাতে
৯৭। কোন সমাজে পুথি সাহিত্যির ব্যাপক কদর হয় - মুসলমান সমাজে
৯৮। জাতির মননের প্রতীক - বাংলা একাডেমী
৯৯। দুকূল কাপড় সুনাম - প্রাচীন কালে
১০০। ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর, রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম - বেসরকারি উদ্যোগে ( বেসরকারি প্রতিষ্ঠান)
১০১। বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা মনন চর্চার প্রতিষ্ঠান - শিশু একাডেমী
১০২। নাগরিক সঙ্গীতের বিকাশ ঘটে - হিন্দুস্থানীয় উচ্চাঙ্গ সংগীতের প্রভাবে
১০৩। চিত্রকলায় পথিকৃৎ - জয়নুল আবেদীন
১০৪। নিধু বাবু - নাগরিক গানের জন্য বিখ্যাত
১০৫। ধর্মমঙ্গল লিখছেন - ঘনরাম
১০৬। বাংলাদেশে প্রচুর পোড়ামাটির কাজ রয়েছে - সোমপুর বিহারে
অধ্যায় : ০৪
১০৭। উত্তরা গনভবন - মূল্যবান স্থাপত্য কীর্তির নিদর্শন
১০৮। মোঘল যুগে সোনারগাঁ বিখ্যাত ছিলো - মসলিন শাড়ির জন্য
১০৯। শশীগজ অবস্থিত - ময়মনসিংহ
১১০। ১৯৫৭ সালের ভিক্টোরিয়া পার্কের পূর্ব নাম ( ইংল্যান্ড রানীর নাম) - আন্টাঘর ময়দান
১১১। পানামা নগরে কোন বিষয়টি বিশেষভাবে লক্ষ করা যায় - সুষ্ঠু নগর পরিকল্পনা
১১২। দিঘাপাতিয়ার জমিদার কোন এলাকার জমিদার - নাটোর
১১৩। মানিকগঞ্জের সাটুরিয়ায় কোন জমিদারের বাড়ি - বালিয়াটির জমিদার বাড়ি
১১৪। শিয়া মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান - ইমামবাড়া
১১৫। আহসান মঞ্জিল কাদের প্রাসাদ নামে পরিচিত - ঢাকার নবাবদের
১১৬। ইটালীতে তৈরি মূর্তি কোন জাদুঘরে স্থান - ময়মনসিংহ
১১৭। ' প্রত্ন ' শব্দের অর্থ - প্রাচীন
১১৮। পানাম নগরের উত্তর পাশে ইমারত - ৩১ টি
১১৯। বলধার জমিদার - নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী
১২০। সুলতানি আমলে বাংলার রাজধানী - সোনারগাঁ
১৩১। তাজহাট জমিদার প্রসাদ - রংপুরে
১৩২। পাথরের ফুলদানি কোন জাদুঘরে - ময়মনসিংহ
১৩৩। পানামা নগরে ইমারত সংখ্যা - ৫২ টি
১৩৪। কোন বাড়িতে লোকশিল্প জাদুঘর - সরদার বাড়ি
১৩৫। রঙ্গিন মোজাইকের -পানামা নগরী প্রতিষ্ঠিত হয় - উনিশ শতকে
১৩৬। কতো দশক পাকিস্তানের ঔপনিবেশিক শাসনের অধীন আমাদের থাকতে হয় - দু দশক
১৩৭। লালবাগ মসজিদটি পুরোনো ঢাকার কোন রোডে - হরনাথ ঘোষ রোডে
১৩৮। ইংরেজদের সমর্থক নবাব কে ছিলেন - আব্দুল গণি
১৩৯। বাংলাদেশের জাতীয় মন্দির - ঢাকেশ্বরী
অধ্যায় - ০৫
১৪০। - গারোদের পরিবার প্রধান - মা
১৪১। বাংলাদেশের কোন জাতিসত্তার গায়ের রং ঈষৎ লোক - চাকমা
১৪২। চাকমাদের মধ্য কারা বউচি খেলে - ছোট মেয়েরা
১৪৩। খাসিয়া জনগোষ্ঠীর অপর নাম - খাসি
১৪৪। গারো মহিলাদের নিজেদের তৈরি পোশাকের নাম - দকশাড়ি
১৪৫। কোন সমাজে রাজার পদটি বংশানুক্রমিক - চাকমা
১৪৬। চাকমারা বাঁশ ও বেদ দিয়ে তৈরি করে - বাদ্যযন্ত্র
১৪৭। সাঁওতাল বিবাহে অনুষ্ঠিত ' দোন ' ও ' ঝিকা ' কী - নাচ
১৪৮। চাকমা সমাজের মূল অংশ - পরিবার
১৪৯। কারা অলংকার পড়তে বেশি ভালোবাসে - সাঁওতালরা
১৫০। খাসিয়া কোন অঞ্চলের ক্ষুদ্র জাতিসত্তা - সিলেট
১৫১। গারোদের বিশেষ খাদ্য - কঁচি বাঁশ গাছের গুঁড়ি
১৫২। কারা নিজেকে পোশাক তাঁত দিয়ে তৈরি করে - চাকমা
১৫৩। চাকমা সার্কেলের প্রধান কে - চাকমা রাজা
১৫৪। গারোরা সাধারণত নিজেদের কি নামে পরিচয় দিতে বেশি পছন্দ করে - মান্দি
১৫৫। সালজং বা সূর্য, ছোছুঁম গোয়েবা প্রভূতি দেবদেবীর পূজা করতো - গারোরা
১৫৬। চাকমা সমাজের ধর্মীয় অনুষ্ঠান - গৌতম বুদ্ধের জন্ম ও মৃত্যু দিবস
১৫৭। গারো সমাজের দল হলো - সাংমা ও মারাক
১৫৮। চাকমাদের বৌদ্ধ মন্দির কে কি বলে - কিয়াং
১৫৯। ভারতের কোন রাজ্যে কিছু সাওতাঁল বাস করে - পশ্চিমবঙ্গ
১৬০। কতোগুলো চাকমা পরিবার নিয়ে গঠিত হয় - আদাম
১৬১। গারোদের কাছে কচি বাঁশগাছের গুঁড়ির জনপ্রিয় নাম - মিউয়া
১৬২। বাংলাদেশের ক্ষুদ্রজাতিসত্তা - মঙ্গোলিয়া জনগোষ্ঠীর
১৬৩। চাকমাদের পাড়া বা মৌজা প্রধানকে বলা হয় - হেডম্যান
১৬৪। গারোরা বজ্র দেবতাকে - গোয়েরা বলে
১৬৫। গারোরা উৎপাদন করে - সবজি ও আনারস
১৬৬। চাকমা মেয়েদের পরনের কাপড়ের
নাম - পিনোন
১৬৭। চাকমা সমাজের মূল অংশ - পরিবার
১৬৮। সাঁতালদের প্রধান খাদ্য - ভাত
১৬৯। সাঁওতালদের ধর্ম - হিন্দু ও খ্রিষ্টান
১৭০। কতোগুলো আদাম নিয়ে চাকমাদের - মৌজা গঠিত হয়।
১৭১। সাঁওতালরা - অষ্ট্রেলয়েড জনগোষ্ঠীর লোক
১৭২। মাটির ঘরে বাস করে - সাঁওতালরা
১৭৩। চাকমারা ভাতের সাথে খায় - মাছ, শাকসবজি
১৭৪। চাকমাদের প্রধান খাদ্য - ভাত
১৭৫। গারো সমাজের প্রধান কয়টি দল - পাঁচটি
১৭৬। কতোগুলো পাড়া নিয়ে গঠিত - মৌজা
১৭৭। কিয়াং বলতে বুঝায় - বৌদ্ধ ভিক্ষুদের
১৭৮। গারোরা ' চন্দ্র ' কে কী বলে ডাকে - ছোছুম
১৭৯। সার্কেল প্রধান চাকমা - চাকমা রাজা
অধ্যায় : ০৬
১৮০। বর্তমানে বাংলাদেশের সম্ভাবনা শিল্প - ওষুধ শিল্প
১৮১। কৃষি ভিত্তিক সমাজ গড়ে ওঠে - প্রাচীন যুগে
১৮২। বাংলাদেশেন পাহাড়ি অঞ্চল কতো ভাগ - ১০ ভাগ
১৮৩। বর্তমানে চিনিকল - ১৭ টি ( আপডেট ১৫ টি)
১৮৪। ১৯৭৪ সালে বাংলাদেশে বস্রকল - ৮ টি
১৮৫। বর্তমানে দেশে কতো ধরনের প্রানিজ সম্পদের ব্যবহার রয়েছে - তিন ধরনের
১৮৬। দেশের মোট ভূমির বন - ১৭.৬২%
১৮৭। অতি অল্প সময়ে কোন শিল্পটি বৃহত্তম রপ্তানিমুখী - পোশাক শিল্প
১৮৯। বর্তমানে ইউরিয়া সার - কারখানা আছে ৬ টি
১৯০। প্রাণীজ সম্পদ কে কতো ভাগে ভাগ করা যায়? - ৩ ভাগে
অধ্যায় - ০৭
১৯১। পাকিস্তান ও থাইল্যান্ডে কিশোর অপরাধ - ৭ থেকে ১৮ বছর
১৯২। স্বাভাবিক ভাবে কৌতূহল প্রবণ - শিশুরা
১৯৩। বাংলাদেশ সরকার কতো সালের মধ্য নিরক্ষরতা দূর করতে অঙ্গীকারবদ্ধ ছিলো? - ২০১৪ সাল
১৯৪। আমেরিকার তথ্যপ্রযুক্তি খাতের কত ভাগ ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল? - ২৩%
১৯৫। জাতীয় জনসংখ্যা দিবস - ২ রা ফেব্রুয়ারি
অধ্যায় : ০৮
১৯৬। বায়ুমণ্ডলের গৌণ গ্যাস গুলো কি বলে - ওজোন স্তর
১৯৭। পৃথিবীর ফুসফুস - আমাজন
( বি: দ্র : এই অধ্যায় এর বাকি অংশ ভূগোল পার্টে রয়েছে)
অধ্যায় : ০৯
১৯৮। শাসন বিভাগের প্রধান - রাষ্ট্রপতি
১৯৯। ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় মূলনীতি - ৪ টি
২০০। সরকারকে জাহাজের কীসের সঙ্গে তুলনা করা যায়- ইঞ্জিন
২০১। বাংলাদেশের সংসদ - এক কক্ষ বিশিষ্ট
২০২। সংবিধান রাষ্ট্র পরিচালনার - দলিল
২০৩। বাংলাদেশের আইন সভার নির্বাচিত সদস্য - ৩০০ জন
২০৪। রাষ্ট্রের মূল চালিকাশক্তি - সরকার
২০৫। জনগণের ভোটে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে কি বলে - প্রজাতন্ত্র
২০৬। কোন দেশের সরকারের সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্য ক্ষমতা বন্টন করা হয়? - যুক্তরাষ্ট্র ও ভারত
২০৭। জাতি হিসাবে বাংলাদেশের জনগণ - বাঙালি
২০৮। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান - রাজনৈতিক
২০৯। সরকারের ধরন গুলোর ভিত্তিতে বাংলাদেশের সরকার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য - ৪ টি
২১০। সরকার রাষ্ট্রের কতোতম উপাদান - ৩য়
২১১। বাংলাদেশ সরকারের জনমত প্রকাশ করে সরকারের কোন বিভাগ - আইন বিভাগ
২১২। বাংলাদেশ সংবিধান প্রণীত হয় - ৪ঠা নভেম্বর, ১৯৭২
২১৩। রাষ্ট্রের মূল চালিকা শক্তি - সরকার
২১৪। বাংলাদেশে কেমন সরকার বর্তমান - মন্ত্রিপরিষদ শাসিত
২১৫। গনতন্ত্রের কয়টি অঙ্গ - ২ টি
২১৬। ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে গ্রহণ করার উদ্দেশ্য কয়টি - ২ টি
২১৭। সুপ্রিম কোর্টের বিভাগ - ২ টি
২১৮। সংবিধানের প্রধান বৈশিষ্ট্য - ১২টি
২১৯। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন - ৫০ টি
২২০। চেয়ারম্যানসহ কতোজন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত - ২১ জন
২২১। বাংলাদেশের আইনসভার অফিসিয়াল নাম - জাতীয় সংসদ
২২২। এক ব্যক্তি বা এক দলের শাসন - একনায়কতন্ত্র
২২৩। ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে গনতান্ত্রিক সরকার কে কতো ভাগে ভাগ করা যায়? - ২ ভাগে
২২৪। বাংলাদে্শের সংবিধান বিভক্ত - ১১ ভাগে
২২৫। নিম্নদিক থেকে গ্রামাঞ্চল কতোতম স্তর ইউনিয়ন পরিষদ - দ্বিতীয়
২২৬। জাতীয় সংসদে স্পিকার - ১ জন
🌹🌹 আমার টাইমলাইনে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করা হয়েছে🌹🌹

20/01/2022
19/01/2022
18/01/2022
17/01/2022
17/01/2022
11/01/2022
11/01/2022
05/01/2022
05/01/2022
Photos from Master Jahangir Alam's post 03/01/2022
29/12/2021

বিসিএস থেকে শুরু করে যেকোনো সরকারি জবের জন্য ৯ম-১০ম শ্রেনীর সাধারণ বিজ্ঞান বই হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন একনজরে

♦♦১ম অধ্যায়ঃ
১।প্রাণীদেহে শুষ্ক ওজনের কতভাগ প্রোটিন - ৫০%।
২।খাদ্যের উপাদান - ৬টি।
৩।আমিষের গঠনের একক - অ্যামাইনো এসিড।
৪।মানবদেহে কয়ধরনের অ্যামাইনো এসিড রয়েছে - ২০ ধরনের♦
৫।মানুষের প্রধান খাদ্য - শর্করা।
৬।পানিতে দ্রবনীয় ভিটামিন - B,C♦
৭।ঢেকি ছাটা চাল ও আটার ভিটামিন থাকে - থায়ামিন।
৮।দৈনিক পানি পান করা উচিত - ২-৩ লিটার♦
৯।ব্রাইন বলা হয় - লবনের দ্রবনকে।
১০।পুষ্টির ইংরেজী শব্দ - Nutrition।
১১।কোষ গঠনে সাহায্য ও নিয়ন্ত্রন করে - ভিটামিন ই ও লাইসিন।
১২।কার্বোহাইড্রেট C:H:O এর অনুপাত - ১:২:১♥
১৩।খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত - শর্করা।
১৪।FRUIT SUGAR বলা হয় - ফ্রুকটোজকে।
১৫।অামিষের শতকরা নাইট্রোজেন পরিমান - ১৬%
১৬।অামিষের মৌলিক উপাদান কয়টি - ৪টি♦
১৭।ইলিশের প্রোটিন অাছে - ২০
১৮।মাছ থেকে কতভাগ প্রোটিন অাসে - ৮০ ভাগ।
১৯।অামিষের অভাবে হয় - ম্যারাসমাস রোগ।
২০।মহিষের দুধে শক্তির পরিমান - ১১৭ ক্যালরী।
২১।শক্তি উৎপাদক খাদ্য - শর্করা।
২২।ভিটামিন এভাবে রোগ - রাতকানা, জেরপথ্যালমিয়া ♦
২৩।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০ ধরনের♦
২৪।ভিটামিন বি - ২০ প্রকার।
২৫।প্রাপ্ত বয়স্ক লোকের লৌহের প্রয়োজন - ৯গ্রাম♥
২৬।খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক - কিলোক্যালরী।
২৭।Quetelet Index বলা হয় - BMI
২৮।BMI- Body Mass index
২৯।দেহের চর্বি পরিমান নিদের্শক - BMI
৩০।BMI- ওজন/(উচ্চতা)^২
৩১।BMIএর অপর নাম - QLI ♦
৩২।বোরহানিতে পাওয়া যায় - ল্যাকটিক এসিড♦
৩৩।ভিনেগার কী - অ্যাসেটিক এসিডের ৫% দ্রবন।
৩৪।তামাকে কোন পদার্থ থাকে - নিকোটিন, ক্যাফেইন।
৩৫।ধূমপান করার উপাদানটি নাম - Nicotina♦
৩৬।সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় - আফ্রিকায়।
৩৭।পরিপোষক ইংরেজী শব্দ - Nurtrients।
৩৮।উৎপত্তিগত আমিষ - ২ প্রকার
৩৯।মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম - ২ভাগ
৪০।মানবদেহে ওজনের মোট পানি - ৬০ থেকে ৭৫ভাগ।
৪১।মানবদেহে ফসফরাসের প্রয়োজন - ৫গ্রাম
৪২।এসিডোমিস হয় - পানির অভাবে
৪৩।মানুষের মৃত্যু হয় - ১০% পানির অভাবে
৪৪।মানবদেহের বৃদ্ধির সময়সীমা - ২০ থেকে ২৪ বছর।
৪৫।পুষ্টি - ৪ প্রকার।
৪৬।এইডসের ভাইরাসের নাম - HIV♦
৪৭।এ পযর্ন্ত অ্যামোইনো এসিডের সন্ধান পাওয়া গেছে - ২০ ধরনের♥
৪৮।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০
৪৯।স্নেহ - ২ প্রকার।
৫০।বিজ্ঞান শব্দের অর্থ - বিশেষ জ্
৫১।স্নেহে দ্রবনীয় - ভিটামিন A,D,E,K♦♥♦
৫২।ফল পাকানোর জন্য দায়ী - ক্যালসিয়াম কার্বোইড।
৫৩।HIV অাক্রমন করে - রক্তে শ্বেতকনিকায় লিম্ফোসাইটকে।
৫৪।আমাশয় - ২ প্রকার।এমিবিক ও ব্যাসিলারি।
৫৫।ভাইরাস - প্রকৃত পরজীবী।
৫৬।ভাইরাসকে বলা হয় - অকোষীয় জীব।
৫৭।ছত্রাকে বলা হয় - মৃতজীবী জীব।
৫৮।অনুজীবকে বলা হয় -আদিজীব।
৫৯।প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান - বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক♦
৬০।ধূমপানের উপাদানটির বিজ্ঞানিক নাম - Nicotiana Tabacum।
♦♦২য় অধ্যায়ঃ
১।পানির ঘনত্ব নির্ভরশীল - তাপমাত্রা উপর।
২।ভূ-পৃষ্টের মোট পানির শতকরা মিঠাপানি - ১ ভাগ।
৩।পানির ঘনত্ব সবচেয়ে বেশি - ৪ ডিগ্রী সে:♦♥
৪।বিশুদ্ধ পানির ধর্ম - স্বাদহীন,বর্ণহীন,গন্ধহীন।
৫।কোন জলীয় দ্রবণ এসিডীয় হলে এর pH - ৬.৫।
৬।বিশুদ্ধ পানির pH - ৭♦
৭।শুধু পানিতে জন্মায় - সিংগারা।
৮।ওষুধ তৈরিতে পানি বিশুদ্ধ করা হয় - পাতন প্রক্রিয়ায়।
৯।এসিডের পরিমান বাড়লে pH এর মান - কমে।
১০।ব্লিচিং পাউডারের সংকেত - Ca(OC1)C1♦
১১।আমেরিকায় উত্তর ওহাইও অঙ্গরাজ্যের মরা হ্রদটি নাম - এরি।
১২।রামসার চুক্তি হয় - ১৯৭১ সালে♦
১৩।রামসায় কনভেনশন সংশোধন হয় - ১৯৮২ সালে।
১৪।গঙ্গা পানি বন্টন চুক্তি হয় - ১৯৭৭ সালে।
১৫।বুড়িগঙ্গা নদীর সাথে তুলনা করা হয় - এরি হ্রদের সাথে।
১৬।পানির স্ফুটনাঙ্ক - ৯৯.৯৮ ডিগ্রী সে:।
১৭।সমুদ্রের পানিকে বলে - Marine Water♦
১৮।পানির অনুতে আছে - ২টি হাইড্রোজেন।
১৯।পৃথিবীর পানির মধ্যে শতকরা সমুদ্রের পানি - ৯০ ভাগ।
২০।পানির দ্রবীভূত অক্সিজেন মাত্রা ঠিক থাকে - সালোকসংশ্লেষনের মাধ্যমে।
২১।নদনদীর পানি - ক্ষারীয়।
২২।একলিটার বিশুদ্ধ পানির pH - ৭
২৩।ত্বক ও ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে - পারদ/U।
২৪।রক্ত শূন্যতা হয় - সীসার অভাবে♦
২৫।রামসায় চুক্তিতে বাংলাদেশ সম্মতি জ্ঞাপন ও স্বাক্ষর করে - ১৯৭৩ সালে♦
২৬।লোনা পানির ইংরেজী শব্দ - Saline Water।
২৭।নাব্যতা হ্রাসকালে ভূমিকা আছে - তেল।
২৮।pH কমলে প্রাণীদেহে হতে নিগৃত হয় - Ca।
২৯।ইলিশ মিঠা পানিতে আসে - প্রজনেন জন্য♦
৩০।ইলিশ ডিম নষ্ট করে - লবণাক্ত পানিতে।
৩১।ভূ-গর্ভস্থ শতকরা লবণাক্ত পানির পরিমান - ৯৭ ভাগ।
৩২।বন্যার সময় পানি বিশুদ্ধকরন করার জন্য ব্যবহার করা হয় - সোডিয়াম হাইপোক্লোরাইড।
৩৩।পানির মধ্যে ধূলিকনা পৃথক করার প্রক্রিয়া - পরিস্রাবন।
৩৪।খাওয়ার পানির জন্য সহজলভ্য প্রক্রিয়া - স্ফুটন।
৩৫।কঠিন বর্জ্য পঁচতে সময় লাগে - ১ থেকে ২ দিন।
৩৬।সম্প্রতি তেজস্ক্রিয়া ঘটেছে - জাপানের ফুকুশিমা।
৩৭।মানুষ বিকলাঙ্গ হয় - পারদের অভাবে।
৩৮।এরি হ্রদকে মরা হ্রদ ঘোষণা করা হয় - ১৯৬০ সালে।
৩৯।প্রাণীশূন্য নদীকে বলে - Dead Lake♦
৪০।ETP - Effluent Treatment Plant♦
৪১।ঢাকা শহরে প্রতিনিয়ত কঠিন পদার্থ উৎপন্ন হয় - ৫০০ মে: টন।
৪২।বাংলাদেশ ভারত হতে গঙ্গা পানির ন্যায্য হিসাবে পাওয়ার চুক্তি হয় - ১৯৯৬ সালে♦
৪৩।ভারত সরকার গঙ্গা পানির গতিপথ পরিবর্তন করে - ১৯৭৫ সালে।
৪৪।মানুষের মৌলিক অধিকার - ৫টি।(আমরা জানি, মৌলিক অধিকার ৬টি।কিন্তু ৯ম শ্রেনীর বইয়ে ৫ টি।আবার ৩য় শ্রেনীর বইয়ে ৬টি)♦
৪৫।রামসার কনভেনশন সংশোধন হয় - ২ বার♦
৪৬।অম্লীয় পানির pH - ৪♦
৪৭।বরফের গলনাঙ্ক - ০ ডিগ্রী সে:।
৪৮।১ কিউসেক পানির ভর - ১০০০ কেজি♦
৪৯।পানির অনুর আকৃতি - কৌণিক।
৫০।পানি একটি - উভধর্মী পদার্থ।
#৩য় অধ্যায়ঃ
১।রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে - প্লীহাতে♦
২।অনুচক্রিকার গড় আয়ু - ৫ থেকে ১০ দিন।
লোহিত রক্ত কণিকায় গড় আয়ু - ১২০ দিন♦
শ্বেতকণিকার গড় আয়ু - ১-১৫ দিন♦
৩।লোহিত কণিকার আকৃতি - চ্যাপ্টা।
৪।সর্বজন দাতা গ্রুপ - O+ গ্রুপ।
৫।রক্তে অ্যান্টিজেন নেই - O+ গ্রুপে।
৬।হৃৎপিন্ডের আকৃতি - ত্রিকোণাকার।
৭।রক্তে কিসের পরিমান বেশি থাকা শরীরে জন্য উপকারি - HDL♦
৮।রক্তে কোলেস্টেরল স্বাভাবিক পরিমান - ১০০-২০০mg/dl।
৯।মানুষের স্বাভাবিক রক্তচাপ -১২০/৮০ mmHg♦
১০।মানুষের মোট ওজন শতকরা - ৮% রক্ত।
১১।ধমনির রক্তের pH - ৭.৪।
১২।পূর্ণবয়স্ক মানুষের রক্তের পরিমান - ৫-৬ লিটার♦
১৩।রক্ত গঠিত - যোজক টিস্যু।
১৪।রক্তের প্রধান উপাদান - লৌহ।
১৫।রক্তের প্রধান উপাদান - ২টি।
১৬।রক্তে রেচন পদার্থ - ইউরিয়া♦
১৭।রক্ত লাল দেখায় - হিমোগ্লোবিন থাকায়।
১৮।দেহের প্রহরী - শ্বেতকণা।
১৯।রক্তে লিম্ফোসাইটের পরিমান - ২০-৪৫%
২০।হিমোগ্লোবিন থাকে না - শ্বেতকণিকায়♦
২১।রক্তে অ্যান্টিজেন থাকে - ২টি।
২২।AB গ্রুপে রক্তের মানুষ - ৩%।
২৩।হৃৎপিন্ড বেষ্টনকারী পদার্থের নাম - পেরিকার্ডিয়াম (২ স্তর)।
২৪।নিলয়ের অপর নাম - ভেন্টিকল♦
২৫।একটি হৃৎস্পন্দনের সময় লাগে ০.৮ সেকেন্ড।
২৬।হৃৎপিন্ড প্রসারণকে বলা হয় - ডায়াস্টোল♦
২৭।প্রতিমিনিটে হার্টবিটকে বলে - ডাব।
২৮।কার্ডিয়াক চক্রের ধাপ - ৪টি♦
২৯।LDL এর পূর্ণরুপ -Low Density Lipoprotein।
৩০।সমগ্র রক্তে -৫৫% রক্তরস, ৪৫% রক্তকণিকা।
৩১।রক্তের তরল অংশকে বলে - প্লাজমা।
৩২।রক্ত কণিকা - ৩ প্রকার♦
৩৩।রক্ত রসের -১০% জৈব ও অজৈব।
৩৪।রক্তরস আলাদা করলে রক্তের রং হবে - হালকা হলুদ।
৩৫।প্লেটলেট অর্থ - অণুচক্রিকা♦
৩৬।ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয় - পারপুরা।
৩৭।মানুষের রক্তের A গ্রুপ শতকরা - ৪২%।
৩৮।মানুষের রক্তের B গ্রুপ শতকরা - ৯%।
৩৯।মানুষের রক্তের AB গ্রুপ শতকরা - ৩%।
৪০।মানুষের রক্তের O+ গ্রুপ শতকরা - ৪৬%।
৪১।RBC - Red Blood cell।
৪২।রেসাস ফ্যাক্টরের সংকেত - Rh♦
৪৩।রক্তের গ্রুপ নির্ণয় করে - ডা. কার্ল ল্যান্ডস্টেইনার (১৯০০ সালে)♦
৪৪।Rh ফ্যাক্টরের নামকরন করা হয় - বানর দ্বারা।
৪৫।হৃৎপিন্ডের অবস্থান - দুই ফুসফুসের মাঝে।
৪৬।হৃৎপিন্ডের ওজন - ৩০০ গ্রাম♦
৪৭।হৃৎপিন্ডের সংকোচনকে বলা হয় - সিস্টোল।
৪৮।মানুষের হৃৎপিন্ড প্রকোষ্ঠ - ৪ ভাগে♦
৪৯।রক্তে গ্লুকোজের মাত্রা - ৮০ থেকে ১২০ গ্রাম/ডেসি.লিটার।
৫০।HDL এর পূর্ণরুপ -High Density Lipoprotein♦
♦♦৪র্থ অধ্যায়ঃ
১।বয়:সন্ধিকালের সময়কাল - ১১ হতে ১৯ বছর।
২।টেস্টটিউবের প্রথম সফলতা পায় -ড.প্যাট্রিক♦ স্টেপটো ও ড. রবার্ট এডওয়ার্ডের, ইংল্যান্ড।
১৯৭৮ সালে ২৫ জুলাই ১১.৫৭ মিনিটে লুইস জয় ব্রাউন নামের এক বেবি।
৩।শৈশবকাল বলা হয় - ৫ বছর পর্যন্ত♦
৪।মানুষের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী - ২টি।
৫।ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী - টেস্টোস্টেরন♦
#মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী - ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন♦
৬।প্রথম টেস্টিটিউব বেবি উদ্ভাবন করন - পেট্রুসি(১৯৫৯ সালে,ইটালিতে)।
৭।লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা - ১ জোড়া♦
৮।স্ত্রী লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা - XX♦
পুরুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা -XY♦
৯।মানব কোষে ক্রোমোজোম সংখ্যা - ২৩ জোড়া♦
১০।পৃথিবীর উৎপত্তি ও জীনের উৎপত্তি ঘটনা প্রবাহকে বলে - রাসায়নিক বিবর্তন♦
১১।সর্বপ্রথম জীনের উৎপত্তি - সমুদ্রের পানিতে♦
১২।সংযোগকারী জীব বলা হয় - প্লাটিপাস (সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণির মধ্যে)।
১৩।বয়:সন্ধিকালে কোন হরমোন প্রভাব নেই
ইনসুলিন♦
১৪।বয়:সন্ধিকালে পরিবর্তনের জন্য দায়ী - হরমোন।
১৫।বয়:সন্ধিকালে পরিবর্তন প্রধানত - ৩ প্রকার।
১৬।সর্বপ্রথম জন্ম নেয়া টেস্টিটিউব বেবি বাঁচে - ২৯ দিন।(জন্ম প্রক্রিয়া সম্পন্ন করে ইটালির বিজ্ঞানী ড.পেট্রুসি,১৯৫৯ সালে।)
১৭।বাংলাদেশের জন্ম নেয়া প্রথম ৩টি টেস্টিটিউব বেবির নাম - হিরা,মনি ও মুক্তা (২০০১ সালে)।
১৮।মানুষের অটোসোম - ৪৪ টি♦
১৯।জীবাশ্ম আবিষ্কার করে - জেনোফেন♦
২০।নিউক্লিক এসিড সৃষ্টিতে ভূমিকা রয়েছে - অতি বেগুনি রশ্মি♦
২১।পৃথিবী একটি জ্বলন্ত গ্যাসপিন্ড ছিল - ৪৫০ কোটি বছর।
২২।সর্বপ্রথম কে "ইভোলিউশন" শব্দটি ব্যবহার করেন - হার্বাট স্পেনসার♦
২৩।প্রাণ সৃষ্টিতে শুরুতে সর্বপ্রথম যৌগটি তৈরি হয় - অ্যামাইনো এসিড।
২৪।সময়ের সাথে নতুন প্রজাতির সৃষ্টিকে বলে - জৈব বিবর্তন।
২৫।অসম্পূর্ণ বিভক্ত নিলয় থাকে - সরীসৃপের।
২৬।উভচরের (ব্যাঙ) হৃৎপিন্ড প্রকোষ্ঠের সংখ্যা - ৩।
পাখির হৃৎপিন্ড প্রকোষ্ঠের সংখ্যা - ৪♦
২৭।মানবদেহে লুপ্তপ্রায় অঙ্গটি - ককসিস।
২৮।"বায়োলজি" শব্দের প্রতিষ্ঠাতা" - ল্যামার্ক♦
২৯।বংশগতির মতবাদ দেন - মেন্ডেল♦
বংশগতির বিদ্যার জনক - গ্রেগর জোহান মেন্ডেল।
৩০।মানবদেহে নিষ্কিয় অঙ্গটি - অ্যাপেন্ডিক্স।
৩১।"Origin of species by meanse of natural selection" বইটির লেখক - চালর্স ডারউইন (১৮৫৯ সালে)♦
(জন্ম -১৮০৯ সালে, ইংল্যান্ড সাসবেরি এবং
মৃত্যু-১৮৮২ সালে)।
৩২।স্যামন মাছ প্রজননের ঋতুতে ডিম পাড়ে - ৩ কোটি।
৩৩।"ফিলোসোফিক জুওলজিক" বইটির লেখক - ল্যামার্ক (১৮০৯ সালে)♦
৩৪।"প্রাকৃতিক নির্বাচনে দায় প্রজাতির উদ্ভব" - গ্রন্থেরটি লেখক - চালর্স ডারউইন♦
৩৫।ভাইরাস সৃষ্টি হয় - প্রোটোজোয়া থেকে♦
৩৬।জৈব বিবর্তনের জনক - চার্লস ডারউইন।
৩৭।পৃথিবীর উদ্ভিদ প্রজাতির সংখ্যা - প্রায় ৪ লাখ।
৩৮।তিমি সাতাঁরে জন্য ব্যবহার করে - ফ্লিপার।
৩৯।"অনটোজেনি রিপিটস ফাইলোজেনি" কার ভাষ্য - হেকেল।
৪০।একটি সরিষা গাছ হতে বছরে বীজ জন্মায় - ৭,৩০,০০০।
এক জোড়া হাতির থেকে উদ্ভূত সবগুলো হাতি বেঁচে থাকলে ৭৫০ বছরে হাতির সংখ্যা হবে ১ কোটি ৯০ লাখ।
♦♦৫ম অধ্যায়ঃ
১।গাড়ির দুইপাশে ও পিছনে হতে কয়টি দর্পণ ব্যবহার হয় - ৩টি।
২।চাঁদ দিগন্তে দিকে লাল দেখায় কেন - বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য।
৩।+2D লেন্সটির ফোকাস দূরত্ব - ০.৫ মি।
-2D লেন্সটির ফোকাস দূরত্ব - ৫০ সে.মি।
৪।লেন্সের ক্ষমতা এস. আই একক -
রেডিয়ান/মিটার♦
৫।শিশুর স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব - ৫ সেমি♦
৬।চোখের কোন অংশে উল্টো প্রতিবিম্ব গঠিত হয় - রেটিনা।
৭।বয়স্ক মানুষের স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব - ২৫ সেমি।
৮।অাবছা আলোয় সংবেদনশীল হয় - রড♦
৯।রড অনুভূতি ও রঙের পার্থক্য নির্ধারণে সাহায্য করে - কোণ।
১০।আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলে - আপতন কোণ♦
১১।সংকট কোনের ক্ষেত্রে প্রতিসরণ কোণ - ৯০ ডিগ্রী।
১২।ঘন মাধ্যমে আলোর বেগ - কমে যায়।
১৩।উভয় লেন্সের বক্রতার ব্যাসার্ধ ও কেন্দ্র - ২টি।
১৪।উভয় লেন্সের আলোক কেন্দ্র - ১টি।
১৫।অবতল লেন্সের অপর নাম - অপসারী লেন্স♦
১৬।আলো এক প্রকার - শক্তি।
১৭।লেন্স প্রধানত - ২ প্রকার।
১৮।চোখ কাজ করে - অভিসারী লেন্সের মতো।
১৯।চোখের ত্রুটি - ৪ ধরনের।
২০।চোখ ভালো রাখার জন্য বেশি প্রয়োজন - প্রোটিন যুক্ত খাবার♦
২১।যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে - দর্পণ বলে।
২২।নিরাপদ ড্রাইভিং এর শর্ত - নিজ গাড়ির আশে পাশে সর্বদা খেয়াল রাখা♦
২৩।পাহাড়ি রাস্তার বিপদজনক বাঁকে সমতল দর্পণ ব্যবহার হয় - ৯০ ডিগ্রী।
২৪।আলোর প্রতিসরণের সূত্র - ২ টি♦
২৫।মানুষের দর্শনানুভুতির স্থায়িত্বকাল - ০.১ সেকেন্ড।
২৬।চোখের আলোক সংবেদন আবরণ - রেটিনা।
২৭।দর্পণ বিশেষভাবে ব্যবহার হয় - নিরাপদ ড্রাইভিং এ।
২৮।আলোর প্রতিসরণ ব্যবহার হয় - এক্স-রে তে♦
২৯।চোখের রেটিনার রং - গোলাপি।
৩০।চোখের উপাদান নয় - আইভ্রু।
৩১।পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন - আলোর প্রতিসরণের কারনে।
৩২।স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরত্ব - অসীম।
৩৩।+1D ক্ষমতা লেন্সের ফোকাস দূরত্ব -100cm উত্তল।
৩৪।বায়ু সাপেক্ষ কাচের প্রতিসরণাঙ্ক - ১.৫♦
৩৫।রাস্তার বাতিতে ব্যবহার হয় - উত্তল দর্পণ♦
♦♦♥৬ষ্ঠ অধ্যায়ঃ
১।প্রাকৃতিক পলিমার - রাবার♦
২।ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে তৈরি হয় -পি ভি সি পাইপ♦
৩।কৃত্রিম পলিমার - পলিথিন♦
৪।প্যারাসুটের কাপড় তৈরিতে ব্যবহার - নাইলন♦
৫।আলফা কী - পশম।
৬।প্লাষ্টিক শব্দের অর্থ - সহজে ছাঁচযোগ্য।
৭।পলিথিনের সংকেত -
৮।পলিমারের ক্ষুদ্র অনুকে বলে - মনোমার♦
৯।পলিমার শব্দটি - গ্রীক।
১০।গ্রীক শব্দ "মেরোস" এর অর্থ - অংশ।
১১।মানুষের চুলে আর নখে থাকে - কেরাটিন প্রোটিন।
১২।তন্তুর রানী - রেশম।
১৩।চেল্লার অপর নাম - পিল♦
১৪।জন্মদিনে ব্যবহারিত বেলুনে দ্রবীভূত হয় - বেনজিন।
১৫।রাবার সাধারণত কোন ধরনের হয় - হালকা বাদামি।
১৬।"পলি" অর্থ - অনেক♦
১৭।উৎস অনুযায়ী পলিমার - ২ ভাগে ভাগ করা যায়।
১৮।আমরা যে পলিথিন ব্যবহার করি তা - "ইথিলিন" নামক মনোমার হতে তৈরি পলিমার।
১৯।তন্তু - ২ প্রকার♦
২০।প্রায় ৪০ জাতের মেষ হতে পশম তৈরি হয় - ২০০ প্রকার।
♥♦♥৭ অধ্যায়ঃ
১।ভিনেগারের সংকেত - (CH3COOH)♦
২।শক্তিশালী এসিড - সালফিউরিক এসিড,নাইট্রিক এসিড,হাইড্রোক্লোরিক এসিড♦
৩।এসিড নীল লিটমাসকে কোন রং এ পরিবর্তন করে - লাল♦
৪।লাল লিটমাস কাগজকে ক্ষারের মধ্যে ডুবালে কোন রং হবে - নীল।
৫।হিস্টামিনকে অকার্যকর করে - ভিনেগার♦
৬।ভিনেগারের অপর নাম - এসিটিক এসিড,সিরকা♦
৭।টেস্টিংসল্ট যে নামে পরিচিতি - মনোসোডিয়াম গ্লুটামেট♦♦♦♦
৮।জৈব এসিড - (CH3COOH)♦
৯।অম্লীয় দ্রবণের জন্য সঠিক - pH

Website