স্বপ্ন পূরণ

স্বপ্ন পূরণ

আমাদের পেইজ এ লাইক দিয়ে পাশে থাকুন,ধন্যবাদ

01/08/2022

চকলেট কোকা কোলা কেক।

29/07/2022

আমার বানানো চকলেট।

21/07/2022

মানুষের জীবনে সব দিক ভালো হয় না।প্রতিটি মানুষের এক দিক না এক দিক কমতি থাকে।আর সব মানুষ এক রকম হয় না।একেক জন একেক রকম হয়।

26/06/2022

মিষ্টি

03/06/2022
22/05/2022

আসসালামু আলাইকুম।
উদ‍্যোক্তা হওয়া কিন্তু এতো সহজ না।অনেক কষ্ট এবং ধৈর্যের বেপার।আরো মনের বল সাহস কিন্তু থাকতেই হবে।চাকরি থেকে নিযে কিছু করে খাওয়া অনেক ভালো।উদ‍্যোক্তা হওয়া।চাকরি করবো না চাকরি দিবো কেউ যদি বলে আমি বলবো চাকরি অন্য কে দিবো।অন‍্যের অদিনে না থেকে নিযে কিছু করা অনেক ভালো।

Photos from স্বপ্ন পূরণ's post 15/05/2022

পোস্ট @23@
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন,আশা করি সবাই ভালো আছেন,আমিও আল্লাহ্ রহমতে ভালো আছি,,,
🥀আসলে শিক্ষার কোন বয়স হয় না,আমরা সবাই সবার থেকে শিখি,শিখতে কোন লজ্জা নেই,আজ যুক্ত হয়েছিলাম নারী ঈদপুনর্মিলনী মিট আপে কিছু কথা সুনলাম অনেক ভালো লাগলো,ধন‍্যবাদ সব আপুদের, Wif ছিলো না তাই বেশি ক্ষণ থাকতে পারলাম না,পরে চেস্টা করবো ইনশাআল্লাহ!
অনেক অনেক অনেক ধন্যবাদ প্রিয় স‍্যার কে,এতো সুন্দর একটা পরিবার দেওয়ার জন্য।
আমি কাজ করছি,,,,,
হোমমেট খাবার নিয়ে,
কেক দই আরো কিছু আইটেম নিয়ে,,,
রুপগঞ্জ, ভুলতা,গাউছিয়া থেকে,,,
সবাই পাশে থাকবেন,,,
আমার পেজের নাম
Lipi Kitehen House
আমার পরিচয়
নাম :লিপি আক্তার
ব‍্যাচ:15
রেজী:67723

Photos from স্বপ্ন পূরণ's post 14/05/2022

🌞আসসালামু আলাইকুম🌞
😍সবাই কেমন আছেন😍
🤩আজ কথা বলবো কেকের অতীত নিয়ে🤩
🤲ইতিহাসের পাতা খুলে দেখা যায়,এখন কার কেক এবং প্রাচীন যুগের কেকের মধ‍্যে খুব কমমিলই রয়েছে,আগের দিনের কেক গুলো অনেক টা পাউরুটির মতো ছিলো। আর কেককে মিষ্টি করার জন্য উপরে মধু দেওেয়া হতো, মাঝে মাঝে একে আকর্ষণীয় ও আরো সুস্বাদু করার উদ্দেশ্যে বাদাম এবং ড্রাই ফ্রুটস দেওয়া হতো,খাদ‍্য গবেষকদের মতে প্রাচীন মিশরীয়রা পৃথিবীতে প্রথম বার কেক বানানোর কৌশল আবিষ্কার করতে সক্ষম হন। দ‍্য অক্সফোউ ইংলিশ উিকশনারি অনুসারে কেক শব্দটি প্রথম ব‍্যবহৃত হয়।১৩ শতকে কাকা Kaka নামক প্রাচীন নর্স শব্দ হতে উৎপত্তি লাভ করে এই কেক শব্দটি মধ‍্যযুগীয় ইউরোপ বাসী ও কেক তৈরি করতে পারতো তারা মূলত ফ্রুট কেক এবং জিঞ্জার ব্রেড বানানোর ক্ষেত্রেই নিজেদের দক্ষতা প্রকাশ করতে সক্ষম হয়। আর এসব কেক কয়েক মাস পযর্ন্ত সংরক্ষণ করা যেত🤲
ভেনিলা কেক প্রতি ১ পাউন্ড ৫০০টাকা করে।
নাম :লিপি আক্তার
ব‍্যাচ:15
রেজী:67723
রুপগঞ্জ থেকে কাজ করছি,হোমমেট খাবার নিয়ে,
কেক
দই
আরো কিছু আইটেম নিয়ে।

07/05/2022
07/05/2022

মিষ্টি দই বানালাম।
কেমন হয়ছে।

27/04/2022
19/04/2022

আজকের কাজ ডল কেক।

18/04/2022
17/04/2022

কেক পুডিং।

Photos from স্বপ্ন পূরণ's post 14/04/2022

কালোজাম মিষ্টি।

09/04/2022

বার্গার

21/03/2022

পুডিং

20/03/2022

চকলেট কেক।

19/03/2022

বাটার বিস্কুট

17/03/2022

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন।
আল্লাহ্ চাইলে সব পারে।সকালের রাজাকে বিকালে ফকির বানাতে পারে।আবার ফকির কেও রাজা বানাতে পারে।আল্লাহ মানুষের রুপ দেখে না।।কে কতো বড়লোক তা দেখে না।আল্লাহ মানুষের ঈমান আকিদা দেখে।আমরা আজ টাকার পিছনে গুরছি।কিন্তু আল্লাহ্ বলেছের টাকা তোমাদের জন্যেই বানাইছি।তোমাদের কে টাকার জন্য বানাইনি।তোমরা আমার হও সারা দুনিয়া তোমার হবে। আল্লাহ্ কাছে নেক মন নিয়ে কিছু চাইলে আল্লাহ্ ঠিক দেন। চাওয়ার মতো চাইতে হবে।

17/03/2022

কমলার মিষ্টি।

Photos from স্বপ্ন পূরণ's post 22/02/2022

আমার বানানো কিছু বিস্কুট।

22/02/2022

অরেঞ্জ পাউন্ড কেক।

16/02/2022

পাউন্ড কেক

Photos from স্বপ্ন পূরণ's post 09/02/2022

আসসালামু আলাইকুম।
আজ কথা বলবো মিষ্টি নিয়ে।
কম বেশি আমরা সবাই মিষ্টি খেতে সবাই পছন্দ করি।কিন্তু বাহির থেকে যে কিনে খাই তাতে কোন গিরান্টি নাই।কি ভাবে যে বানাই এক বার দেখলে আর কখনো খেতে ইচ্ছা করবে না।কিন্তু আমরা তো কম দাম খুজি যে খানে কম দাম ওটাই নেই।দাম একটু না হয় বেশি হক তাও তো ভালো কিছু খেতে পারবো।আজ কাল বাহির থেকে যা কিনি মনের ভিতর কেমন জেনি করে।না যেনি কিভাবে বানিয়েছে।আল্লাহ ভালো যানে।।বাহিরের খাবার খাওয়া শরিলের জন্য খুব ক্ষতিকর এখন।।।তাই আমরা চেষ্টা করবো ভালো খাবার খাওয়ার।ধন‍্যবাদ।।।।

05/02/2022

চার ফ্লেভার কেক।।।

04/02/2022
13/01/2022

বিস্কুট

Photos from স্বপ্ন পূরণ's post 01/01/2022

আলহামদুলিল্লাহ্
আজকের ডেলিভারি।

23/12/2021

পাউন্ড কেক।

20/12/2021

পুতুল কেক

18/12/2021

আলহামদুলিল্লাহ্
চকলেট কেক

15/12/2021

👑দু তলা কেক👑