BCS & BANK Exam Preparation-BBEP
This Group For......
BCS & BANK Job Seekers
[অবশেষে অপেক্ষার অবসান]
৪৩ তম বিসিএস পরীক্ষাঃ- ২০২০ ।
পদ সংখ্যাঃ
ক) সাধারণ ক্যাডারঃ- ৫৫০ টা।
খ) প্রফেশনাল ক্যাডার/টেকনিক্যাল ক্যাডারঃ- ৩১০ টা।
গ) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারঃ- ৮৪৩ টা।
মোট পদসংখ্যাঃ ১,৮১৪ টা
আবেদন শুরুঃ ৩০/১২/২০২০।
আবেদন শেষঃ ৩১/০১/২০২১।
আবেদন লিংকঃ http://bpsc.teletalk.com.bd
Preli Guide lines:
বিগত CTI এর প্রশ্নগুলো বিশ্লেষন করলে নিম্নোক্ত অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসতে দেখা যায়।
English:
1.One word substitution ***
2. idioms & phrases***
3. preposition***
4. English Literature***
5. Tag Question**
6. Article**
7. narration*
8. degree*
9. spelling/synonym/antonym***
10. number***
Math:
1. algebra/equation***
2. geometry***
3. log & indices***
4. number system**
5. profit & loss***
6. interest***
7. time & work***
8. percentage*
9. simplification**
10. blood relation**
11. basic terms of feet, mile, yards, square feet. ***
Bangla:
১. শুদ্ধ- অশুদ্ধ/ ণত্ব - ষত্ব বিধান***
২. প্রবাদ-প্রবচন***
৩. রবীন্দ্রনাথ ঠাকুর ***
৪. পত্রিকার সম্পাদক/মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন বিষয়ক গ্রন্থ ***
৫. ধ্বনি পরিবর্তন ***
৬. পরিভাষা***
৭. সমার্থক শব্দ***
৮. ছন্দ*
৯. সমাস*
১০. দিরুক্তি শব্দ*
১১. বাগধারা**
১২. বিপরীত শব্দ*
১৩. লিংগ/বাক্য/শব্দ**
১৪. Translation***
১৫. উক্তি**
১৬. বিরামচিহ্ন *
GK:
1. জাতিসংঘ***
2. বালাদেশের মুক্তিযুদ্ধ***
3. অর্থনেতিক সমীক্ষা ২০২০***
4. সংবিধান***
5. আন্তর্জাতিক সংস্থা ***
6. বাংলাদেশের নদ-নদী***
7. সাম্প্রতিক ঘটনাসমূহ ***
ICT:
1.OS
2.MS Word,Excel,power point
3.Computer Network,Mobile Network
4.Computer Languages
5.Computer History
#প্রাইমারি_শিক্ষক_নিয়োগ_প্রস্তুতিঃ
****যারা একবারেই নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক এবং মনে প্রানে শিক্ষক হতে চান তাদেরকে ছোট্ট একটি পরামর্শ দিতে চাই।ভাল লাগলে অনুসরণ করতে পারেন।
#প্রথমত, সর্বশেষ অনুষ্ঠিত শিক্ষক নিয়োগ -২০১৮ ( অনুষ্ঠিত হয় -২০১৯) পরীক্ষার প্রশ্নের ৪ টা ধাপের প্রশ্নসহ বিগত বছরের সকল প্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করলে ( গনিতের ব্যাখ্যাসহ) আপনি ভাল একটা ধারনা পাবেন, কেমন প্রশ্ন হয় । পরবর্তী পরীক্ষায় বিগত প্রশ্ন থেকে কিছু প্রশ্ন হুবুহু কমন পাবেন।
#প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে কোন একটি বই ভাল করে শেষ করবেন ভাল প্রস্তুতি নেয়ার জন্য। ❤প্রাইমারি শিক্ষক নিয়োগ এনালাইসিস( গাজি মিজানুর রহমান স্যার )। খুবই ভাল সাজেশনসহ গুছিয়ে লিখা আছে। অথবা প্রফেসর শিক্ষক নিয়োগ গাইড বা জয়কলি অথবা জর্জ প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড। এগুলো বাজারে প্রকাশিত অন্যতম ভালো মানের বই।
#শুধু_গনিতের_জন্য_আলাদা_করে_খাই_রুলস_Basic_math_বা #আরিফুর_রহমান এর শটকার্ট ম্যাথ পড়তে পারেন।
❤❤❤যারা বেশি সময় পাবেন এবং বেশি পড়তে চাইলে, নিচের অংশ টুকু তাদের জন্য।
#স্কুল ও কলেজ নিবন্ধন (১ম-১৬তম) পরীক্ষার সকল প্রশ্ন গুলো গনিতের ব্যাখ্যাসহ পড়লে আপনার কনফিডেন্স লেবেলটা অনেক বেড়ে যাবে। অনেক সময় কিছু প্রশ্ন হুবহু কমন পাবেন।
#১০ম-৪০ তম বিসিএস পরীক্ষার বাংলা, গনিত(ব্যাখ্যাসহ), ইংরেজি শুধু গ্রামার অংশ, এবং সাধারন জ্ঞান অংশটুকু পড়বেন। প্রস্তুতি টা স্ট্রং হবে এবং কিছু প্রশ্ন হুবুহু কমন পাবেন।
#অতিরিক্ত পড়তে চাইলে প্রফেসর জব সলুশন বা রিসেন্ট জব সলুশন পড়তে পারেন।কারন পড়ার কোন শেষ নেই।
#ক্ষুদ্র মানুষ,ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নিয়মিত পড়াশুনা করুন, নেগেটিভ ধারণা(টাকা ছাড়া জব হয় না) পরিহার করুন ।পড়াশুনার মধ্যে লেগে থাকুন। সবার জন্য শুভ কামনা রইল।
Abdus Salam
সহকারী শিক্ষক
নিয়োগ পরীক্ষা -২০১৮(সর্বশেষ)
বিঃদ্রঃ কোন প্রকার কোটা ছিল না।
কীভাবে আসন্ন জনতা ব্যাংকের ৩১ তারিখের পরীক্ষায় ভালো করবেন!
বাংলায় একটা প্রবাদ আছে,'সোনার কাঠি,রূপোর কাঠি' অর্থাৎ, ২০১৬ সালের সার্কুলার হওয়ার কারণে এ পরীক্ষাটা অনেকের কাছে বাঁচা-মরার একমাত্র অবলম্বন বটে।
বল পায়ে থাকলে যে শুধু গোল করা যাবে বিষয়টা এমন নয়;প্রতিপক্ষের বিপদ সীমানায় ঢুকতে হলে আপনাকে কৌশলী হতে হবে; না হয় গোল দেওয়া তো দূরের কথা;গোল খেয়েও যেতে পারেন।
হাতে আর বেশি সময় নেই;তাই মুরগি আগে না ডিম আগে টাইপের আজাইরা প্রশ্নে সময় না দিয়ে স্পেসিফিক টপিকসমূহ পড়তে হবে।
কক্সবাজারে গেলে আপনাকে আগে থেকে চোরাবালির সম্পর্কে খোঁজ-খবর নিয়ে রাখতে হবে।তাহলে বিপদ এড়ানো সহজ হবে।আর নিয়োগ পরীক্ষার হলে যাওয়ার আগে বাংলাদেশের শিক্ষকরা নিয়োগ পরীক্ষায় কী কী প্রশ্ন করতে পারেন সে সম্পর্কে আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে।
একটা ভবিষ্যৎবাণী করি—জনতা ব্যাংকের এ নিয়োগ পরীক্ষার প্রশ্ন যত সহজই হউক আর কঠিনই হউক 'Cut off Marks' থাকবে ৪৪-৪৮ MCQ;out of 80 MCQ।এটা ফিক্সড কোনো সিদ্ধান্ত নয়।আমার ধারণা কেবল।এত কম MCQ প্রশ্ন দেখে অনেকেন কনফিডেন্স বেড়ে গিয়েছে।কনফিডেন্স বেড়ে গেলে পড়ার গতি বাড়িয়ে দিতে হয়।আর কী কী পড়তে হবে সে সম্পর্কে ধারণা রাখতে হবে।
বাংলা: যে ফ্যাকাল্টিই প্রশ্নই করুক নবম-দশম শ্রেণির বাংলা বোর্ড ব্যাকরণ থেকে হুবহু ৪-৭ টা প্রশ্ন উনাদের করতেই হবে।এত নিয়ম কানুন শেখার দরকার নেই।যাদের জবটি খুব প্রয়োজন এ অল্প কয়দিনে পুরো বইটি ২-৩ বার শুধু রিডিং দিয়ে যান।যা মনে থাকুক;হয়তো পরীক্ষার হলে অপশন দেখলে কিছুটা হলেও মনে আসতে পারে। আর ১০-৪০ বিসিএসের সব বাংলা প্রশ্ন পড়ে ফেলুন ২-৩ টা কমন পাবার আশা করা অমূলক হবে না।তারপর ২০১০-২০২০ সাল পর্যন্ত সব ব্যাংকের বাংলা প্রশ্নগুলো হৃদয়াঙ্গম করুন;এখান থেকে ৪-৫ টা প্রশ্ন কমনের আশা করতে পারেন।আপাতত বাংলার জন্য আর কিছু পড়ার দরকার নেই।চান্স পাওয়ার জন্য ১৬ তে ১৬ পেতে হবে, আপনাকে এ কথা কোন কুতুব বলছে?
ইংরেজি: ইংরেজি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।পৃথিবীতে সবচেয়ে সহজ ও কম সময়ে একমাত্র ইংরেজির প্রস্তুতি নেওয়া যায়।
এ কম সময়ে CLIFFS TOEFL এর মিনিটেস্ট ১-৬ এর সব প্রশ্ন বোঝে বোঝে সমাধান করবেন।আশা রাখছি,গ্রামারের ম্যাক্সিমাম রুল কাভার হয়ে যাবে।
IDIOM,Preposition,One to many,Proverb এ চার সেগমেন্ট পড়ুন PC DAS থেকে;ভাগ্য ভালো থাকলে হুবহু কমন পাবেন।
SPELLING যেকোনো একটা বই থেকে লিখে লিখে চর্চা করুন;যাতে পরীক্ষার হলে অপশন দেখলে কনফিউজড হয়ে না যান।
Vocabulary এর জন্য যারা আগে থেকে Wordsmart পড়েছেন তারা এটি আবার পড়ুন;যারা পড়েননি তারা ব্যাংকের প্রিভিয়াসগুলো পড়ুন।এখন এ সাগরে সাঁতার না কাটাই ভালো;অত সময় কোথায়?২-৩ নাম্বারের জন্য জান দিয়ে দেবেন না কি?
গণিত : ২০১৬ সালের পর থেকে ব্যাংকের পরীক্ষাগুলো আগারওয়াল বেইজড হয়ে গিয়েছে:অত মোটা বই পড়ার সময় আসলে নেই।
যারা ম্যাথে ভালো তারা 6 টি অধ্যায় বেছে নিয়ে বারবার করুন।ফল হাতে-নাতে পাবেন।তাহলে রিটেনে মূলত আপনিই ছক্কা মারবেন।কোন ছয় অধ্যায় করবেন;মনে মনে প্রশ্ন এসে গিয়েছে।এই নেন প্রশ্নের সমাধান--
Profit and loss
Time and work
Train
Speed and Distance
Mensuration
Interest
আর যারা গণিতে দুর্বল;তারা ২০১৬-২০১৯ পর্যন্ত সব ফ্যাকাল্টির প্রশ্নগুলো সমাধান করে ফেলুন।অন্তত ১০ টা ম্যাথ পারার সক্ষমতা হয়ে যাবে।১০ টা ম্যাথ পারলে ব্যাংক প্রিলিতে চান্স পাওয়া কোনো ঘটনাই নয়।
কম্পিউটার : সবচেয়ে মজার ব্যাপার হলো কম্পিউটারে প্রস্তুতি নেওয়ার 'র মেটেরিয়ালস' খুব কম;তাই সহজে এ সেগমেন্টে প্রস্তুতি হয়ে যায়;আর ভালো নাম্বারও পাওয়া যায়।
Examveda এর সব প্রশ্ন টাইট মুখস্থ করে ফেলুন।
Easy Computer ২-৩ বার রিডিং পড়ে যান;যাতে পরীক্ষার হলে অপশন দেখলে আন্দাজ করতে পারেন।সর্বোপরি ২০১৪-২০১৯ সালের সব প্রশ্ন আমার দায়িত্বে না আপনার দায়িত্বে মুখস্থ করবেন;সে প্রশ্ন রেখে গেলাম।
সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞানের অতি পণ্ডিতরা অনেক সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাঁশ খেয়ে যান।এখানে জীবন-যৌবন দিয়ে ফেলার কোনো মানে হয় না।হয়তো সাধারণ জ্ঞান বেশি পারলে বন্ধু-বান্ধদের একটু প্রশংসা পেয়ে আত্মতৃপ্তি পাবেন;মাগার জব পাওয়া কঠিন হয়ে যাবে।আপনারে মূলত ব্যাংক জব দেবে ইংরেজি আর গণিত।সাধারণ জ্ঞানে সময় কম দিয়ে ইংরেজি আর গণিতে সময় দিলে মিনিমাম এক বছর আগে ব্যাংক জব ম্যানেজ হয়ে যাবে।
এক বছর আগে ব্যাংক জব পেলে;অর্থাৎ ৯ গ্রেডে পার মানথে লাঞ্চবিলসহ ৩৭৫০০*১২=৪৫০০০০
ফেস্টিভাল বোনাস ৪৬২০০ আর বৈশাখিভাতা ৪৬৩০; সব মিলিয়ে ৫ লক্ষ টাকা এগিয়ে থাকবেন।আর ১০ গ্রেডে হলে অর্থাৎ, আপনাদের জনতার এ পোস্টে সব মিলিয়ে ৩ লক্ষ ৫০ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে।
একটুও বুঝি লোভ হচ্ছে না;লোভ হলে তো ভাই এ টপিকগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে।
রেমিটেন্সের সর্বশেষ অবস্থা
রিজার্ভের পরিমাণ
সর্বশেষ ব্যাংক কোনটি ও বাংলাদেশ ব্যংক সম্পর্কে তথ্য জেনে রাখা।
সর্বশেষ মোবাইল ব্যাংকিং কার
২০২০ সালের অর্থনৈতিক সমীক্ষা
করোনা নিয়ে সব তথ্য জানা
নোবেল পুরস্কার ২০২০
পারলে কারেন্ট অ্যাফেয়ার্সের আগস্ট,সেপ্টেম্বর ও অক্টোবর সংখ্যা পড়ে ফেলা।
১০-৩৪ বিসিএস পর্যন্ত ফিক্সড যত সাধারণ জ্ঞান আছে সব মুখস্থ করে ফেলা।
২০১৭-২০২০ সালে অনুষ্ঠিত সব ব্যাংকের সাধারণ জ্ঞান জেনে নেওয়া।
সাধারণ জ্ঞান সম্পর্কে আর জ্ঞান চাইলে সত্যি সত্যি অজ্ঞান করে দেবো।
এত বড়ো পোস্ট যারা ধৈর্য ধরে পড়েছেন;তারা এ কয়দিন কাঁপিয়ে পড়াশোনা করবেন না;আর জনতা ব্যাংকে চান্স পাবেন না;অন্তত এটা আমি বিশ্বাস করতে চাই না।
ইতি,
তোমার অপ্রিয়;তোমাদের প্রিয় ইকারাস
জনতা ব্যাংক এর অফিসার(টেলার) প্রিলি. প্রস্তুতি
**********
হাতে আছে মাত্র ১৩ দিন! মন চাচ্ছে শেষ কামড়টা দিয়ে ছাড়বেন! কিন্তু না, এই অল্প সময়ে পারবেন না।
প্রস্তুতির ধরণ-১ঃ
সব থেকে বেস্ট উপায় হলঃ ২০১৭ সাল থেকে শুরু করে ২০২০ সালের জানুয়ারী /ফেব্রুয়ারি পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সেগুলো মুখস্থ করে ফেলুন।ম্যাথগুলো প্রাকটিস করুন।
যাদের প্রস্তুতি মোটামুটি বা ৫০% প্রস্তুতি আছে তাঁরা একান্ত যদি প্রিলিতে টিকতে চান এই পথটি অনুসরণ করলে আশা রাখি একটা ভাল কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন।
প্রস্তুতির ধরণ-২ঃ
যাদের প্রস্তুতি ভাল ছিল কিন্তু করোনাকালীন ভাঁটা পড়ে ছিল তারা একটু রিভিশন দিলেই স্মৃতি ফিরে পাবেন। এক্সাম হলে ৫২-৫৫% নম্বর পেলেই টিকে যাবেন।কারণ গত এক বছরে বহু বাঘা প্লেয়ারগণ ইতোমধ্যে রাষ্ট্রয়াত্ব ব্যাংকগুলোতে সিনিয়র অফিসার,অফিসার পদে জয়েন করে মাঠ মোটামুটি ফাঁকা করে দিয়েছেন।
আসুন কী করা যেতে পারে এই ১৩ দিন?
১-৩ দিনঃ
#বাংলা ব্যাকরণ অংশে গুরুত্ব দিন। এক্ষেত্রে,
প্রফেসরস/এমপিথ্রি গাইড থেকে নিচের টপিকগুলোর অধ্যায় শেষে বিভিন্ন পরীক্ষায় আগত যে এমসিকিউ গুলো আছে সেগুলো রিভিশন দিন।
ধ্বনি/ বর্ণ, পরিভাষা, প্রমিত বানান,সমার্থক শব্দ/ শব্দার্থ, সমাস, বাচ্য পরিবর্তন, সন্ধি, এক কথায় প্রকাশ,কারক, প্রয়োগ-অপপ্রয়োগ,বাগধারা, বঙ্গানুবাদ (প্রবাদ বাক্য) প্রাচীন যুগের একদম বেসিক থেকে প্রশ্ন(চর্যাপদ), আধুনিক যুগ থেকে বহুল পরিচিত কবি-সাহিত্যিকদের সৃষ্টিকর্ম থেকে দুই/তিনটা প্রশ্ন/ মুকৃ্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম থেকে ১ টা/ ২ টা প্রশ্ন।
সাথে রিসেন্ট প্রকাশিত কোন ব্যাংক জব সলুশন গাইড থেকে ২০১৭-২০২০ পর্যন্ত বাংলা পার্টের সব প্রশ্ন।
৪-৬দিনঃ
#ইংলিশ এর ক্ষেত্রে বেসিক / গ্রামার এর উপর যাদের জ্ঞান ভাল তাঁরা বেশ এগিয়ে থাকবেন। এক্ষেত্রে, Synonym,Antonym, Phrases & Idioms, Oneword Substitution, Pair/Analogy, Fill in the gap with appropriate preposition / phrasal verb, Sentence Transformation, Voice, Narration, Spelling, Translation (প্রবাদবাক্য).
সাথে রিসেন্ট প্রকাশিত কোন ব্যাংক জব সলুশন গাইড থেকে ২০১৭-২০২০ পর্যন্ত ইংলিশ অংশের কোন প্রশ্ন বাদ দিবেন না।
৭-৯ দিনঃ
#গণিতের ক্ষেত্রে যারা আগে থেকেই পারদর্শী তাঁরা অনায়াসেই ৮০% ম্যাথ পারবেন। এক্ষেত্রে ব্যাংকার্স রিক্রুটমেন্টের ২০১৭-২০২০ পর্যন্ত অংকগুলো কষ্ট হলেও শেষ করার চেষ্টা করবেন।এই কষ্টের সুবাদে হুবহু অনেক অংক কমন পেতে পারেন।
১০-১১দিনঃ
#সাম্প্রতিক_বিষয়াবলীর জন্য সংশ্লিষ্ট পরীক্ষার ডেট থেকে তিন- চার মাস পূর্বের কারেন্ট এ্যাফেয়ার্স পড়তে হবে। এক্ষেত্রে বিভিন্ন সূচকে বাংলাদেশ সহ অন্যান্য দেশের অবস্থান, ডিজিপি,মাথাপিচু আয়, মেগা প্রজেক্ট, সম্মেলন(আন্তর্জাতিক সম্মেলন,জাতিসংঘ অধিবেশন ইত্যাদি), পুরস্কার/নোবেল প্রাইজ-২০২০, #করোনা ইত্যাদি। সাথে সাথে ১০-৪০ বিসিএস এর জিকে অংশ মুখস্থ(এক্ষেত্রে সময়ের পরিক্রমায় যেগুলো মূল্য হারিয়েছে সেগুলো বাদ দিতে হবে।যেমন: ৮ বছর আগে গুরুত্বপূর্ন কোন একটা ডেট এর মূল্য ছিল বা ৯ বছর আগে শান্তিতে নোবেল- এমন জিনিষ পুরাই বাদ)।
১২-১৩ দিনঃ
#কম্পিউটার অংশের জন্য কম্পিউটার পেরিফেরাল (মাউস,কী বোর্ড,সিপিইউ,মনিটর,স্কানার ইত্যাদি), নেটওয়ার্ক, মডুলেশন-ডিমডুলেশন, ই-মেইল,ইন্টারনেট, কম্পিউটার প্রোগ্রাম, মেমোরি/স্টোরেজ, পাওয়ারপয়েন্ট, কনভার্ট ডিজিট (বাইনারী,অক্টাল,হেক্সা ডেসিমাল),এন্টিভাইরাস ইত্যাদি।
এর সাথে ২০১৭-২০২০ পর্যন্ত প্রিভিয়াস ব্যাংক প্রশ্ন থেকে কম্পিউটারের কোন প্রশ্ন যেন বাদ না যায়।
১৪ নং দিনঃ রিজার্ভ ডে(মন চাইলে ইংলিশ/সাধারণ জ্ঞানের কারেন্ট এ্যাফেয়ার্স চোখ বুলাতে পারেন। অনেকেই বাসে জার্নি করবেন)
[২০২০ এ তেমন কোন পরীক্ষা হয়নি। তাই ২০১৭-২০১৯ পর্যন্ত প্রিভিয়াস সব প্রশ্ন পড়ে ফেলবেন]
শেষ সময়ে এলোমেলো পরিশ্রম/ পড়াশোনা না করে কৌশলী পরিশ্রম করুন।
নিরন্তর শুভকামনা♥জেবিএল পরিবারের কামিং সদস্যদের।
Rezwanul Hoque Palash
সিনিয়র অফিসার
জনতা ব্যাংক লিমিটেড
নীলফামারী(মেইন) ব্রাঞ্চ।
নোবেল পুরুস্কার ২০২০
প্রথম আলো
০১.১০.২০২০
১. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থীদ্বয় সরাসরি ৩টি বিতর্কে অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ৩ নভেম্বর, ২০২০।
২. ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে এসিডদগ্ধ, শারীরিক ও যৌন নির্যাতনে শিকার নারী ও শিশুদের স্বাস্থ্য ও আইন সহায়তা প্রদান করা হয়। সারাদেশে কতটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার রয়েছে?
উত্তর: ১১টি।
৩. প্রথমবারের মত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (ICDDR,B) নির্বাহী পরিচালক হলেন একজন বাংলাদেশি। তার নাম কী?
উত্তর: ড. তাহমিদ আহমেদ।
৪. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫। স্থায়ী সদস্যদেশ ৫টি। অস্থায়ী সদস্যদেশ কতটি?
উত্তর: ১০টি।
৫. ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়। মোঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাঁকি উত্তর প্রদেশের অযোধ্যায় কত সালে বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন?
উত্তর: ১৫২৮ সালে।
৬. উইকিলিকসের প্রতিষ্ঠাতার নাম জুলিয়ান অ্যাসাঞ্জ। গুপ্তচরবৃত্তির অভিযোগে বর্তমানে তিনি কোন দেশের কারাগারে আটক রয়েছেন?
উত্তর: যুক্তরাজ্য।
৭. আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও নাগোরনো কারাবাখ অঞ্চলে শাসনকার্য পরিচালনা করছেন কারা?
উত্তর: রিপাবলিক অব আর্তাসক নামের একটি সরকার।
৮. কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল কী নামে পরিচিত?
উত্তর: অভিকর্ষ।
৯. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য চীনের কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেন?
উত্তর: সিএমসি (CMC)।
১০. ধোঁয়াহীন তামাকপণ্য ব্যবহারের দিক দিয়ে বিশে^ বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: দ্বিতীয়।
১১.স্বাধীনতা সড়ক কোথায় অবস্থিত?
উত্তর: মুজিবনগরের বাংলাদেশ ও ভারত সীমান্তে।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার অন্যতম ট্রাম্পকার্ড বাংলা।বাংলায় ভাল মার্কস তুলতে পারলে পাশ করা সহজ হয়ে যায়। বাংলা নতুন সিলেবাস অনুযায়ী পড়লেই ভাল মার্কস আসে।বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করলে বাংলার একটা কমন প্যাটার্ণ পাওয়া যায়।সে অনুযায়ী আমি মোটামুটি একটা সাজেশন করেই পড়ি।আপনি এরচেয়ে বেশি পড়তে পারেন, তবে এগুলো অবশ্যই পড়ে যাবেন।বই হিসেবে নিতে পারেন জর্জ এমপিথ্রি অথবা অ্যাসুরেন্স(আমি নিজে পড়ি)।
বাংলা প্রিলিমিনারি সাজেশনসঃ
মোটঃ৩৫ মার্কস।
টার্গেট(২৫ মার্কস)
ব্যাকরণঃ১৫
যে টপিকগুলো অবশ্যই পড়বেন।
১)ধ্বনি/বর্ণ ***
২)বানান**
৩)যুক্তবর্ণ/সন্ধি ***
৪)প্রকৃতি-প্রত্যয় ***
৫)বাগধারা*
৬)শব্দের শ্রেণী**
৭)সমার্থক শব্দ+বীপরীতার্থক শব্দ ***
৮)পরিভাষা***
৯)বাক্য/পদ প্রকরণ***
১০)কারক*
১১)উপসর্গ*
১২)ছন্দ*
(বিদ্রঃ১০,১১,১২ সিলেবাসে নেই তবু দেখে যাওয়া ভাল,না পড়লেও চলবে)
১৩)সমাস***
সাহিত্য ২০ঃ
সাহিত্যে শত শত লেখক পড়ে মাথা নষ্ট করবেন কিনা সেটা আপনার বিষয়।প্রিলির জন্য আমি নিম্নের গাইডলাইন দিলাম।আশাকরি কমপক্ষে ১২-১৫ পাবেন
১)প্রাচীনযুগ(চর্যাপদ)***
২)মধ্যযুগ
ক)অন্ধকার যুগ***
খ)শ্রীকৃষ্ণকীর্তন কাব্য***
গ)বৈষ্ণব পদাবলি***
ঘ)মঙ্গলকাব্য***
ঙ)অনুবাদ সাহিত্য***
চ)রেসাঙ্গ রাজসভা***
ছ)পুথি সাহিত্য+রোমান্টিক প্রণয়োপাখ্যান***
জ)নাথ সাহিত্য**
৩)আধুনিক যুগ
ক)পত্রিকা/সাময়িকী***
খ)বিখ্যাত গান***
গ)মুক্তিযুদ্ধ+ভাষাআন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম***
ঘ)পিএসসি নির্ধারিত ১১জন সাহিত্যিক****
১)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর***
২)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়***
৩)মাইকেল মধুসূদন দত্ত***
৪)মীর মশাররফ হোসেন***
৫)রবীন্দ্রনাথ ঠাকুর***
৬)কাজী নজরুল ইসলাম***
৭)জসীমউদ্দীন***
৮)দীনবন্ধু মিত্র**
৯)বেগম রোকেয়া**
১০)ফররুখ আহমদ*
১১)কায়কোবাদ*
এখান থেকে ৫-৬ টা প্রশ্ন পাবেনই।
ঙ)সমসাময়িক ও অাধুনিক লেখকঃ
(আমি এখানে মাত্র ২০ জনের নাম দিচ্ছি,এখান থেকে ৫-৬ টা প্রশ্ন পাবেনই।)
১)আখতারুজ্জামান ইলিয়াস***
২)প্রমথ চৌধুরী***
৩)নির্মলেন্দু গুণ***
৪)সৈয়দ শামসুল হক***
৫)হুমায়ুন আজাদ***
৬)মানিক বন্দোপাধ্যায়***
৭)মুনীর চৌধুরী***
৮)শামসুর রহমান***
৯)শহীদুল্লাহ কায়সার***
১০)সেলীম আল দ্বীন***
১১)শওকত ওসমান**
১২)জহির রায়হান***
১৩)জীবনানন্দ দাশ***
১৪)আহসান হাবীব**
১৫)আহমদ ছফা**
১৬)জাহানার ইমাম***
১৭)তারাশঙ্কর বন্দোপাধ্যায়**
১৮)ডিএল রায়**
১৯)বিহারিলাল চক্রবর্তী**
২০)মোতাহের হোসেন চৌধুরী**
এছাড়া পড়তে পারেন
১)আবুল মনসুর আহমদ**
২)আবুল ফজল**
৩)আব্দুল গাফফার চৌধুরী**
৪)আলাউদ্দীন আল আজাদ*
৫)বিভূতিভূষণ বন্দোপাধ্যায়**
৬)সুকান্ত ভট্টাচার্য**
৭)সেলিনা হোসেন**
৮)হাসান হাফিজুর রহমান**
৯)হুমায়ুন আহমেদ**
এই মোট ৪০ জন লেখক ও সাহিত্যিক পড়ুন নিশ্চিন্তে।
আমার দৃঢ় বিশ্বাস,এভাবে পড়লে আপনি কমপক্ষে ২৫ পাবেন ইনশাআল্লাহ।
বিঃদ্রঃআমার পোস্ট বা সাজেশনগুলো মূলত নতুন এবং অপেক্ষাকৃত যাদের প্রস্তুতি কম তাদের জন্য।বাকিরা এড়িয়ে যাবেন।
ধন্যবাদ।
মোঃআনোয়ার হোসেন।
সহকারী রাজস্ব কর্মকর্তা(৩৭ তম বিসিএস নন-ক্যাডার)
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা(সুপারিশপ্রাপ্ত),৩৮ তম বিসিএস।
♥বাংলাদেশ ব্যাংক
♦সোনালি ব্যাংক
♦জনতা ব্যাংক
♦অগ্রানী ব্যাংক
♦রুপালি ব্যাংক
♦বাংলাদেশ কৃষি ব্যাংক
♦বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক
♦প্রবাসী কল্যান ব্যাংক
♦রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
♦কর্মসংস্থান ব্যাংক
♦ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ
♦হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন
♦বেসিক ব্যাংক
♦বাংলাদেশ সমবায় ব্যাংক
#ব্যাংকের প্রিলিমিনারি/এমসিকিউ প্রস্তুুতি -১
:::::
::::::
যে কোন জব পরীক্ষার গুরুত্বপূর্ণ ধাপ হলো এমসিকিউ বা বাছাই পর্ব। যেখানে সামান্য ভুলের জন্য অনেক বাঘা বাঘা পরীক্ষার্থীও বাদ পড়ে যায়। তাই এটাকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত।
#আজ থাকছে বাংলাঃঃ
ব্যাংক জব পরীক্ষায় সবচেয়ে কঠিন এবং নতুন নতুন প্রশ্নের মুখোমুখি হবেন আপনি বাংলায়। তবে একটু কৌশলী হলেই যত কঠিন প্রশ্নই হোক না কেন আপনি
একটি ভালো মার্ক পেয়ে যাবেন। কিছু অধ্যায় থেকে ব্যাংকে ও অন্যান্য জব পরীক্ষায় ৭/৮ টি প্রশ্ন অবশ্যই থাকে। যেমন
::::
১.সন্ধি/ ধ্বনি/বর্ণ
২. সমার্থক শব্দ
৩. বিপরীত শব্দ
৪.বাগধারা ও প্রবাদ-প্রবচন
৫. এক কথায় প্রকাশ
৬. পরিভাষা
৭. বানান শুদ্ধি
৮. বাক্য
৯. সমাস
১০. কারক
উপরোক্ত অধ্যায় গুলো আপনি বারংবার পড়লেই ২০ টি প্রশ্নের কমপক্ষে ৮/১০ টি প্রশ্ন কমন পেয়ে যাবেন আশাকরি। বাকি ১০/১২ টি প্রশ্ন সাহিত্যে বা ব্যাকারণের অন্যান্য অংশ হতে করা হয়।
নিচের সাহিত্যিকদের সম্পর্কে ভালো করে পড়বেন ঃ
১. কাজী নজরুল ইসলাম
২. রবীন্দ্রনাথ ঠাকুর
৩. জসীম উদ্দিন
৪. জীবনান্দ দাস/মানিক বন্দোপাধ্যায়
৫. শরৎচন্দ্র
৬. মাইকেল মধুসূদন দত্ত
৭. বঙ্কিম চট্টপাধ্যায়
৮. হুয়ায়ন আহমেদ
৯. মীর মশাররফ হোসেন
১০. সেলিম আল দীন
১১. শামসুর রহমান
১২. সৈয়দ শামসুল হক
#কী বই পড়বেন ঃঃ
বাজারে বাংলার জন্য অনেক ভালো বই রয়েছে। আপনি যথেষ্ট মেধাবী ও সচেতন তাই লাইব্রেরীতে গিয়ে কয়েকটি বই দেখলেই বুঝতে পারবেন কোনটি ভালো বা আপনারা মনমতো। তবে নিচের বই গুলো আপনি দেখতে পারেন
১.Dr. Shahnewaz Hossain এর রচিত বাংলা (এমপিথ্রি)
২.অধ্যাপক ড. সৌমিএ শেখরের "বাংলা প্রশ্নের টীকা-ভাষ্য"।এই বইতে ১০০০ বাংলা প্রশ্নের ব্যাখা রয়েছে।
৩.অগ্রদূত বাংলা (সমসাময়িক বইয়ের মধ্যে ভালো)
৪. আরিফুর রহমানের সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রশ্নগুলো খুব ভালো করে পড়া। এবং সর্বশেষ রিসেন্ট পরীক্ষার অংশটুকু পড়া।
চলবে......
মোঃ ইউসুফ আলী
সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (জেনারেল) পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিবে বাংলাদেশ ব্যাংক। প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় পাস করতে হলে কৌশলী হতে হবে। জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ আলমগীর মাহমুদ ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অফিসার (জেনারেল) জুলিয়া খাতুনের সঙ্গে কথা বলে প্রস্তুতির পরামর্শ লিখেছেন -এম এম মুজাহিদ উদ্দীন
পরীক্ষা পদ্ধতি
সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা হয় তিন ধাপে। প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা হয় ১০০ নম্বরে, এমসিকিউ পদ্ধতিতে। দ্বিতীয় ধাপে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা আর সব শেষে ভাইভা (২৫ নম্বর)।
প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার জ্ঞান ও তথ্য-প্রযুক্তির ওপর মোট ১০০ নম্বরের প্রশ্ন হয়। এ ক্ষেত্রে সাধারণত গণিতে ৩০ নম্বর, ইংরেজিতে ২৫ নম্বর, বাংলায় ২০ নম্বর, সাধারণ জ্ঞানে ১৫ ও কম্পিউটার তথ্য-প্রযুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন আসে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর করে কাটা পড়বে।
প্রস্তুতি-ছক ফ্যাকাল্টি অনুযায়ী
বর্তমান সময়ের ব্যাংকের নিয়োগ পরীক্ষা হয়ে থাকে ফ্যাকাল্টিভিত্তিক। যখন জানা যাবে যে পরীক্ষার দায়িত্ব কোন ফ্যাকাল্টি নিয়েছে, তাহলে সে আলোকে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া যাবে। সাধারণত আইবিএ, বুয়েট, এইউএসটি ইত্যাদির অধীনে পরীক্ষা নেওয়া হয়। বিগত প্রশ্ন দেখে বুঝতে হবে কোন ফ্যাকাল্টির প্রশ্নের ধরন কেমন, কোন ফ্যাকাল্টির পরীক্ষায় কোন কোন টপিকস থেকে বেশি প্রশ্ন আসে।
এ জন্য প্রস্তুতির শুরুতেই ফ্যাকাল্টিভিত্তিক বিগত সালের প্রশ্ন (সমাধানসহ) সংবলিত বই বাজার থেকে সংগ্রহ করতে হবে।
কোনো বিষয়ে অবহেলা নয়
ব্যাংকের চাকরির পরীক্ষায় কোনো বিষয়কেই অবহেলা করা যাবে না। তবে গণিত ও ইংরেজিতে বাড়তি গুরুত্ব দিতে হবে। কোনো একটি বিষয়ে খারাপ করা মানে অন্যদের থেকে পিছিয়ে থাকা। পরীক্ষা হওয়ার এখনো মাস কয়েক সময় আছে। এ সময়টায় সব বিষয়ের ওপরই জোরালো প্রস্তুতি নিতে হবে।
গণিতভীতি আর নয়
ব্যাংকের চাকরির পরীক্ষায় সফল হওয়ার জন্য গণিতে দক্ষ হওয়া ছাড়া উপায় নেই। চাকরিপ্রার্থীদের প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় হাতে আছে। এ জন্য এখন থেকে প্রতিদিন তিন-চার ঘণ্টা নিয়মিত গণিত অনুশীলন করতে হবে।
নিয়মিত গণিত অনুশীলন করতে পারলে আগামী ছয় মাসে গণিতভীতি কেটে যাবে। গণিতে যাঁদের ব্যাসিক দুর্বল, তাঁরা সপ্তম থেকে দশম শ্রেণির গণিত বই থেকে প্রস্তুতি শুরু করতে পারেন।
ইংরেজির ভয় করব জয়
ব্যাংকে চাকরি পেতে হলে আপনাকে ইংরেজির ভয়কে জয় করতেই হবে। শুধু ব্যাংক নয়, যেকোনো চাকরির জন্যই ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি ইংরেজিভীতি থাকে তাহলে আজ থেকেই এ ভীতি কাটানোর জন্য ইংরেজি বইয়ের সঙ্গে সখ্য গড়ে তুলুন।
প্রতিদিন নিয়ম করে ভোরবেলা ভোকাবুলারি পড়ুন। আগামী দিন পড়ার সময় আবার সেই ভোকাবুলারিগুলো রিভিশন দিন।
ভোকাবুলারির প্রস্তুতির জন্য Dr. Mohiuddin-এর An Exclusive book of synonyms and antonyms বইটির সাহায্য নিতে পারেন। এ ছাড়া প্রতিদিন ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস করুন। অজানা শব্দগুলো নোট করে পড়ুন। গ্রামারের জন্য Cliffs Toefl I Barron’s Toefl বই দুটি ধীরে ধীরে পড়তে পারেন। বাজারের প্রচলিত গাইড বই থেকে বিগত সালের প্রশ্নগুলো অনুশীলন করুন। আশা করি, ইংরেজির ভয় আপনি জয় করতে পারবেন।
বাংলায়ও গুরুত্ব দিতে হবে
প্রিলিমিনারি পরীক্ষায় ‘বাংলা’ থেকে সাধারণত ২০ নম্বরের মতো প্রশ্ন করা হয়। তাই বেশি নম্বর পেতে হলে বাংলা বিষয়েও গুরুত্ব দিতে হবে।
বাংলা অংশে সাধারণত ব্যাকরণ ও সাহিত্য থেকে প্রশ্ন করা হয়। ব্যাকরণ অংশে প্রস্তুতির জন্য নবম-দশম শ্রেণির বোর্ড ব্যাকরণ বইটা খুব ভালোভাবে পড়তে হবে।
এককথায় মুখস্থ করে ফেলতে হবে। ভাষা, ধ্বনি, বর্ণ, সমাস, কারক ও বিভক্তি, সন্ধিবিচ্ছেদ, বচন, শব্দের প্রকারভেদ, লিঙ্গান্তর, বাক্য, বাগধারা, এককথায় প্রকাশ ইত্যাদির ওপর প্রশ্ন থাকে বেশি। তাই এ বিষয়গুলোয় বেশি মনোযোগ দিতে হবে। তবে কিছু কিছু বিষয় আছে, যেগুলো নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইয়ের ওপর নির্ভর করলে চলবে না, বিস্তর প্রস্তুতি নিতে হবে। এ ক্ষেত্রে ড. সৌমিত্র শেখরের লেখা ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’ বইটি পড়া যেতে পারে।
আর যেসব টপিক পড়তে হবে তা হলো—সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, বানান, শব্দের প্রয়োগ-অপপ্রয়োগ, এককথায় প্রকাশ, প্রবাদ-প্রবচন প্রভৃতি।
ব্যাকরণ ও সাহিত্যের কিছু বিষয় মনে থাকে না।
সাহিত্য থেকে সাধারণত কম প্রশ্ন আসে। সাহিত্য অংশে বিগত সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালো
করে পড়তে হবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিকদের জীবনী, সাহিত্যকর্ম, তাঁদের বিভিন্ন কবিতা ও উপন্যাস, উক্তি, বিখ্যাত পত্রিকার সম্পাদকদের নাম ও প্রকাশ সাল প্রভৃতি সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে।
যত পারেন মডেল টেস্ট দিন
পরীক্ষার আগ পর্যন্ত যত পারেন মডেল টেস্ট দিন। এ ছাড়া এ সময়ের মধ্যে অন্যান্য নিয়োগ পরীক্ষা থাকলে অংশ নেওয়ার চেষ্টা করুন। যদি ওই পরীক্ষা ভালো হয়, পাস করেন; তাহলে তো ভালোই। আর যদি না-ও পাস করেন, অন্তত প্রস্তুতি পর্বটা সাড়বে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের বিভিন্ন গ্রুপের মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হয়, সেখানে অংশগ্রহণ করা যেতে পারে। আর এসবের কোনো সুযোগই যদি না হয়, তাহলে ঘরে বসে সময় বেঁধে নিজেই নিজের মডেল টেস্ট নিন।
নেতিবাচক বিষয় থেকে নিজেকে দূরে রেখে নিজের সব মেধা ও পরিশ্রম সমন্বয় করুন। পরিশ্রম কখনো বৃথা যায় না।
-দৈনিক কালের কণ্ঠ /চাকরি আছে
Barron's TOEFL
Problems with verbs
Problem-5: Irregular Past Forms
আমাদের সবারই জানা আছে Verb এর ৩ টা form.
1. Present
2. Past
3. Past Participle
আবার Participle ৩ ধরনের -
1. Present Participle (Verb in base/present form+ ing)
2. Past Participle ( verb এর 3rd form)
3. Perfect Participle ( Have+ing=Having+verb-pp)
আবার verb কে past এবং past participle করার ক্ষেত্রে verb পরিবর্তন ২ ধরনের হয়।
a. Regular verb
b. Irregular verb
verb এর past এবং past participle করতে হলে অবশ্য আপনাকে জানতে হবে verbটি regular না irregular.
Regular verb হলো অইসব verb যার Past form এবং past participle form একই হয়।
Examples:
Present --- past ---- past participle
Work ------ worked--- worked
Want ------ wanted---- wanted
অন্যদিকে,
irregular verb হলো সেই সব verb যার past form এবং past participle form ভিন্ন। অর্থাৎ present form, past form এবং past participle form সব আলাদা। একটার সাথে অন্য ২ টার একদম মিল নাই। তার মানে হলো এই verb গুলো কোনো নিয়মের ধার ধারে না। সেজন্যই সে regular না, irregular.
Examples:
Present---- Past -- Past Participle
Begin ---- began-- begun
Do ---------- did ----- done
Know --knew -- known
এবার নিজের মতো করে regular & irregular verb গুলো দেখে নেন। অনেক ক্ষেত্রে চোখ বন্ধ করে মুখস্থ করে নেন।
মনে রাখবেন, বাক্য গঠনে verb এর form খুবই গুরুত্বপূর্ণ।
পড়ার বিকল্প নাই কিন্তু।
ভালো লাগলে উৎসাহ দিবেন। শেয়ার করে বন্ধুদের উপকার করবেন। মোবাইলে টাইপ করেছি খুব তাড়াতাড়ি,ভুল হলে কমেন্টে জানান।
বাংলাদেশ ব্যাংক।
মুঘল সম্রাটদের পদক্রম।
করনা কালে বাংলাদেশ চীন বাণিজ্য
সুত্র: বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক - সহ
অন্যান্য ব্যাংকের পরীক্ষার প্রস্তুতি
**********************************************************
সামনে বাংলাদেশ ব্যাংক সহ অনেক পরীক্ষা। আশা করা যায় দুই / তিন মাসের মধ্যে পরীক্ষা হতে পারে যদি পরিস্থিতি ভালো হয় । কখন হবে পরীক্ষা এটার জন্য বসে থাকলে অনেক পিছিয়ে থাকবেন , এখনি পড়াশোনার মোক্ষম সময় । প্রস্তুতি - নিতে থাকুন, এগিয়ে থাকবেন ।
কোন বই - কিভাবে পড়বেন - টপ সাজেশন - বুক লিস্ট
**********************************************************
বর্তমান সময়ে পরীক্ষার ধরণ অনুযায়ী প্রস্তুতি নিতে হবে তাহলেই আসবে সাফল্য। এখনকার সময় গুলো তে পরীক্ষা হচ্ছে ফ্যাকাল্টি বেইজড, আর আপনি যদি পড়তে থাকেন গতানুগতিক তাহলে যে কোন পরীক্ষার প্রিলিতেই পাশ করা অসম্ভব হয়ে যায় । তাই যে কোন পরীক্ষা দেওয়ার আগে জেনে যাবেন পরীক্ষা কে নিচ্ছে AUST, Arts Faculty অথবা IBA.ওই অনুযায়ী প্রস্তুতি নিন , তাদের বিগত সালের প্রশ্ন গুলো ভালো করে আগে পড়ে নিন তারপর গতানুগতিক পড়তে থাকুন । কিছুদিন আগের বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল পরীক্ষা সহ অনেক পরীক্ষায় হুবহু অপশন সহ বিগত পরীক্ষায় আসা প্রশ্ন থেকে কমন এসেছে , তাই আগে বিগত সালের ফ্যাকাল্টি বেইজড প্রশ্ন শেষ করুন তারপর গতানুগতিক ধারায় পড়তে থাকুন।
💥 এখনকার সময়ে সাধারণত বিসিএস বাদে অন্যান্য পরীক্ষা গুলোতে যে ধরনের প্রশ্ন আসেঃ
১. সেকশন A: বাংলা (১৫- ১৮ টি ) প্রশ্ন
2.সেকশন B: ইংরেজি (১৫- ১৬ টি ) প্রশ্ন
৩.সেকশন C:গণিত (২০ - ২২ টি প্রশ্ন )
৪.সেকশন D:সাধারণ জ্ঞান (২০-২২ টি ) ও কম্পিউটার (৮- ১০ টি ) প্রশ্ন আসে ।
💥 কোন বই পড়বেনঃ
*********************************************
➡️১। #বাংলাঃ বাংলার জন্য জর্জ এর MP3 বা অগ্রদূত এর বাংলাটা পড়তে পারেন । বাংলায় একটা স্ট্রং জোন তৈরি করুন , বাংলা আপনাকে এগিয়ে রাখবে।
➡️২। #ইংরেজিঃ ইংরেজি গ্রামারের জন্য Competitive Exams অথবা MASTER বা ইংলিশ টিউটর থেকে বুঝে বুঝে পড়ুন। Saifur's এর ভোকাবুলারির বই দেখতে পারেন।
➡️৩। #গনিতঃ ফ্যাকাল্টি বেইজড কোন ম্যাথ বই পড়ুন , বেসিক ম্যাথ আগে ক্লিয়ার করুন,ম্যাথ বাইবেল বা অন্য কোন বই দেখতে পারেন । গণিতটা প্রতিদিন প্যাকটিস করে নিজের আয়ত্তে নিন।
➡️৪। #সাধারন জ্ঞানঃ বাংলাদেশ বিষয়াবলি + আন্তর্জাতিক বিষয়াবলি - জর্জ এর ,সম্ভব হলে আজকের বিশ্ব বেসিক ক্লিয়ার করার জন্য । রিসেন্ট তথ্যের জন্য ( রিসেন্ট ভিউ বা বেসিক ভিউ বা আলাল'স সাম্প্রতিক আওয়ার ও কারেন্ট অ্যাফেয়ার্স এবং সহায়ক হিসেবে শেষের দিকে প্রফেসরস এর বিশেষ সংখ্যা পড়তে পারেন।
➡️৫। #কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ " Self Suggestion কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি" বইটি দেখতে পারেন , ফ্যাকাল্টি বেইজড প্রশ্ন AUST,Arts faculty, IBA এর সকল প্রশ্নের সমাধান দেয়া আছে , স্বল্প সময়ে প্রস্তুতি নেয়া যায়। গত কয়েকটি পরীক্ষায় এখান থেকে হুবহু কমন ছিল ।
💥কিভাবে_পড়বেনঃ
***********************
✔️প্রতিটি সাবজেক্টকে প্রতিদিন টপ প্রায়রিটি দিয়ে আপনার সুযোগ , সময় এবং সাধ্যমত একটা প্লান করুন , পড়তে থাকুন । বেসিক ক্লিয়ার করে পড়ুন ,জয় আপনারই হবে ইনশা আল্লাহ্ । বেশি বই পড়ে মনে না রাখার চেয়ে , ভালো মানের বই অল্প করে বার বার বেসিক ক্লিয়ার করে পড়লে মেমোরাইজ জোন তৈরি হবে, মনে থাকবে বেশি। এই বইগুলো পড়লে আপনার ব্যাংক ছাড়াও অন্যান্য চাকরির জন্য সহজ হয়ে যাবে,যদি টার্গেট থাকে আপনার বাংলাদেশ ব্যাংকের AD , তাহলে আজকে থেকেই শুরু করুন , সাফল্য আপনার কাছে ধরা দিতে বাধ্য।
সাজেশনটি একান্ত আমার বেক্তিগত , ভালো লাগলে লেখাটি শেয়ার, কপি , পেস্ট বা অন্য কোথাও পোস্ট করতে পারেন , কোন রেস্ট্রিকশন নাই , না লাগলে এড়িয়ে যাবেন। সবার প্রস্তুতি ভালো হউক সেই কামনায় ,"একটি ভালো বই ও পরিশ্রম বদলে দিতে পারে আপনার সম্ভবনার দোয়ার " তাই এখনি শুরু করুন ধন্যবাদ ও শুভ কামনা