QatarLa news

QatarLa news

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from QatarLa news, Media/News Company, .

24/10/2024

পৃথিবীর সব ‘আয়োজন’ বৃথা, যদি আখিরাত ভুলে যাই।
পৃথিবীর সব 'পরিচয়' ধোকা, যদি রবের গোলাম না হই।

23/10/2024

اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

উচ্চারণ : আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।

অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই’। [105]

13/10/2024

সময় খারাপ যাচ্ছে??
ধৈর্য্য ধরে আর কিছুটা সময় পার করুন,,, রব আপনাকে সুখবর দেবেই ইনশাল্লাহ।

শুভ রাত্রি

11/10/2024

মনে হচ্ছে দুইদিন পর পরই শুক্রবার চলে আসতেছে! কত দ্রু*ত সময় চলে যাচ্ছে।
এটা কি আমার এমন লাগতেছে নাকি আপনাদের ও একি অবস্থা?

09/10/2024

মিথ্যা কথা স্বাদ বেশি, সত্য কথা তিতা বেশি, অসৎ লোকের বন্ধু বেশি, সৎ লোকের দুশমন বেশি।

04/10/2024

যে অনুপ্রেরণা তুমি বাহিরে খুঁজতেছো,তা তোমার নিজের ভেতরে আছে। নীরব হও এবং তা শুনো।

03/10/2024

পরকালের প্রতি বিশ্বাস
মানুষের চরিত্র-জীবনকে সুন্দর
করতে পারে।

02/10/2024

কাতারে যারা ড্রাইভার হিসেবে ভালো প্রাইভেট কোম্পানিতে কোনো চাকরি খুঁজছেন, তাদের জন্য কমেন্টে একটি কাজের খবর।

27/08/2024

কাতারে যারা সড়কে বাইক বা গাড়ি চালান, তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা। কোনোভাবেই বাম লেনে মোটরবাইক, ট্যাক্সি-লিমুজিন এবং ২৫ জনের বেশি যাত্রী পরিবহনকারী বাস চালানো যাবে না।

02/08/2024

👑

16/07/2024

ভাগ্যের উপর কারোর হাত নেই
সবকিছু পরিবর্তন করার মালিক
একমাত্র আল্লাহ.🤲

13/07/2024

_ অতিরিক্ত চিন্তা বাদ দাও, যা তাকদীরে আছে তাই হবে,মুচকি হেঁসে বলে দাও!🌸🌼

-আলহামদুলিল্লাহ্-!🖤🌸

10/07/2024

সব বাবাদের ঘাড়ের ওপর পুরা সংসারের চাপ সে একাই বহন করে চলে।
( #পৃথিবীর াবাদের_কে_জানাই_হাজার_সালাম)
This is a great father❤️❤️❤️🫡

06/07/2024

বাংলাদেশের রাজধানী ঢাকা হতে দেশের ৬৩ জেলার দূরত্ব কত কিলোমিটার জেনে নিন!!
১| শেরপুর ------------ ২০৩ কিঃমিঃ
২| জামালপুর--------------- ১৮৭ কিঃমিঃ
৩| মানিক গন্জ -------------- ৬৪কিঃমিঃ
৪| গাজীপুর -------------------৩৭ কিঃমিঃ
৫| নরসিংদী ------------------৫২কিঃমিঃ
৬| ময়মনসিংহ ---------------১২২কিঃমিঃ
৭| কিশোরগঞ্জ-----------১০২ কিঃমিঃ
৮| নেত্রকোণা ---------------১৫৯কিঃমিঃ
৯| টাংগাইল -----------------৯৮কিঃমিঃ
১০| মুন্সিগঞ্জ---------------২৭ কিঃমিঃ
১১| নারায়ণগঞ্জ --------------------১৭কিঃমিঃ
১২| ফরিদপুর -----------------১৪৫ কিঃমিঃ
১৩| মাদারীপুর -----------------১১১ কিঃমিঃ
১৪| গোপালগন্জ ---------------২৩২ কিঃমিঃ
১৫| রাজবাড়ি----------------- ১৩৬কিঃমিঃ
১৬| শরিয়তপুর ---------------৭৫ কিঃমিঃ
১৭| চট্টগ্রাম --------------------২৬৪ কিঃমিঃ
১৮| কক্সবাজার-------------- ৪১৪ কিঃমিঃ
১৯| নোয়াখালী ------------- ১৬৩ কিঃমিঃ
২০| লক্ষীপুর -----------------২১৬ কিঃমিঃ
২১| ফেনী -------------------১৫১ কিঃমিঃ
২২| কুমিল্লা -----------------৯৭ কিঃমিঃ
২৩| চাঁদপুর ----------------১৬৯ কিঃমিঃ
২৪| ব্রাক্ষণবাড়ীয়া------------১২৭ কিঃমিঃ
২৫| সিলেট------------------ ২৭৮কিঃমিঃ
২৬| সুনামগন্জ------------- ৩৪৬কিঃমিঃ
২৭| মৌলভীবাজার ----------- ২১৪কিঃমিঃ
২৮| হবিগন্জ--------------- ১৭৯কিঃমিঃ
২৯| রাংগামাটি---------------৩৪০কিঃমিঃ
৩০| খাগড়াছড়ি--------------২৭৫ কিঃমিঃ
৩১| বান্দরবান--------------৩৩৮ কিঃমিঃ
৩২| রাজশাহী---------------২৭২ কিঃমিঃ
৩৩| নওগাঁ----------------- ২৮৩কিঃমিঃ
৩৪| চাঁপাইনবাবগন্জ-------৩২০ কিঃমিঃ
৩৫| নাটোর---------------- ২২৩ কিঃমিঃ
৩৬| পাবনা--------------- ১৬১কিঃমিঃ
৩৭| সিরাজগন্জ------------ ১৪২ কিঃমিঃ
৩৮| বগুড়া--------------- ২২৮কিঃমিঃ
৩৯| জয়পুরহাট------------২৮০ কিঃমিঃ
৪০| রংপুর----------------- ৩৩৫ কিঃমিঃ
৪১| গাইবান্ধা---------------৩০১ কিঃমিঃ
৪২| কুড়িগ্রাম---------------৩৯৪কিঃমিঃ
৪৩| লালমনিরহাট----------৩৯০কিঃমিঃ
৪৪| দিনাজপুর--------------৪১৪ কিঃমিঃ
৪৫| নীলফামারী-----------৩৯৬কিঃমিঃ
৪৬| পঞ্চগড়---------------৪৯৪ কিঃমিঃ
৪৭| ঠাকুরগাঁও-------------৪৫৯ কিঃমিঃ
৪৮| খুলনা---------------- ৩৩৫ কিঃমিঃ
৪৯| বাগেরহাট ------------৩৭০ কিঃমিঃ
৫০| সাতক্ষীরা------------৩৪৩ কিঃমিঃ
৫১| যশোর----------------২৭৩ কিঃমিঃ
৫২| মাগুরা---------------১৭৭ কিঃমিঃ
৫৩| নড়াইল-------------- ১৯৫ কিঃমিঃ
৫৪| কুষ্টিয়া-----------------২৭৭কিঃমিঃ
৫৫| ঝিনাইদহ--------------২২৮ কিঃমিঃ
৫৬ |চুয়াডাংগা---------------২৬৭ কিঃমিঃ
৫৭| মেহেরপুর--------------- ২৯৬ কিঃমিঃ
৫৮| বরিশাল-----------------১৭০ কিঃমিঃ
৫৯| ঝালকাটি----------------২৯০ কিঃমিঃ
৬০| পিরোজপুর--------------৩০৪ কিঃমিঃ
৬১| ভোলা-------------------৩১৭কিঃমিঃ
৬২| পটুয়াখালী---------------৩১৯ কিঃমিঃ
৬৩| বরগুনা------------------৩৬১ কিঃমিঃ
....কে কত নম্বরে আছেন ?
আমি আছি ,৪৯ নম্বরে।

#বাংলাদেশ #জেলা

06/07/2024

আগামী বছর প্রথম রোজা হবে।
২/৩/২০২৫ ইং
আলহামদুলিল্লাহ-❤️

18/06/2024
18/06/2024

সবসময় রাস্তায় দেখবেন রিক্সা ড্রাইবারকে এই রিক্সা অথবা মুখ দিয়ে শীষ দিয়ে ডাকে।
কিন্তূ কখনো দেখেছেন কি প্লেন কে কেউ এই বিমান নতুবা শীষ দিয়ে ডাক দেয়?
বরঞ্চ এয়ারপোর্টে দুই ঘন্টা আগে গিয়ে অপেক্ষা করতে হয়।

জানেন কি একটা রিক্সা বানাতে এক দিন সময় লাগে, কিন্তু একটা বিমান বানাতে এক বছর সময় লাগে।

আজকে নিজেকে বানাতে যদি সময় লাগে ভয় পাবার কিছু নাই। যেদিন সফল হয়ে যাবেন সেদিন অন্যরা আপনার সাক্ষাতের জন্য দুই ঘন্টা আগে থেকেই অপেক্ষা করবে ইনশা আল্লাহ, এজন্য ভয় পাবে না কারণ, বড় কিছু হতে হলে সময় লাগবে।

আঁধারে ভয় পেয়োনা
আলো আছে আড়ালে।
অন্ধকার পালিয়ে যাবে
তুমি উঠে দাঁড়ালে ইনশা আল্লাহ,।

Photos from Qatar Living's post 19/05/2024
Photos from QatarLa news's post 23/04/2024

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকায় সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।

20/04/2024

Finally Eid vacation begins ✨❤️
Roaming around in the amazing Dubai🩵

20/04/2024

🇶🇦 বিশ্বের সেরা ১০০ টি বিমান বন্দরের মধ্যে ২০২৪ সালে ১ নাম্বার স্থানে কাতারের দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।🇶🇦

18/04/2024

Videos (show all)

🇶🇦 বিশ্বের সেরা ১০০ টি বিমান বন্দরের মধ্যে  ২০২৪ সালে ১ নাম্বার স্থানে কাতারের দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।🇶🇦

Website