Al-Quran & Hadis

Al-Quran & Hadis

Allah is most merciful

10/06/2024
10/05/2024

ঘুস খোরের নমুনা.....

ঘুষ বড় ধরণের পাপ হলেও মানুষ এই অবৈধ কাজে দিন দিন জড়িয়ে পড়ছে। বর্তমান সমাজে তো ঘুষ মহামারীতে রূপ নিয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘তাদের অনেককেই তুমি দেখবে পাপে, সীমালঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর; তারা যা করে নিশ্চয় তা নিকৃষ্ট’ (সুরা মায়েদা: ৬২)। অন্য আরেকটি আয়াতে ঘুষ নিষেধের ব্যাপারে আরও স্পষ্টভাবে বলা হয়েছে, ‘তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন-সম্পত্তির কিছু অংশ জেনে-বুঝে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারককে উৎকোচ দিও না।’ (সুরা বাকারা: ১৮৮)

25/10/2023

"তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে যে ব্যক্তি দলিল (প্রমাণ) ব্যতীত নিজ নফসের অনুসরণ করে "
(সুরা কাসাস -৫০)

02/08/2023

নিশ্চয়ই মুসলিম, ইয়াহুদী, খৃষ্টান এবং সাবেঈন সম্প্রদায় (এদের মধ্যে) যারা আল্লাহর প্রতি ও বিচার দিবসের প্রতি বিশ্বাস রাখে এবং ভালো কাজ করে, তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে, তাদের কোন প্রকার ভয় নেই এবং তারা চিন্তিতও হবেনা।

সূরা বাকারা : ৬২

02/08/2023

Verily! Those who believe and those who are Jews and Christians, and Sabians, whoever believes in Allah and the Last Day and do righteous good deeds shall have their reward with their Lord, on them shall be no fear, nor shall they grieve.

নিশ্চয়ই মুসলিম, ইয়াহুদী, খৃষ্টান এবং সাবেঈন সম্প্রদায় (এদের মধ্যে) যারা আল্লাহর প্রতি ও বিচার দিবসের প্রতি বিশ্বাস রাখে এবং ভালো কাজ করে, তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে, তাদের কোন প্রকার ভয় নেই এবং তারা চিন্তিতও হবেনা।

Sura Baqara: ৬২

02/07/2023

ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেন,

“ বিয়ে করো, কেননা আল্লাহর কোন এক বান্দা যদি জ্বিনায় লিপ্ত হয়, তাহলে আল্লাহ তার থেকে ঈমানের নূর ছিনিয়ে নেন,যা আর কখনই তাকে ফিরিয়ে দেন না। ”

[আত-তাবাক্বাতুল কুবরা, ইবনু সা'দ, ৫/২৮৭]

27/06/2023

– "যার চরিত্র যেমন, তার জীবন সাথীও হবে তেমন"🌿 -
– [📖সূরা নূর- ২৬💛]

27/06/2023

আগামীকাল বুধবার "ফজর নামাজ থেকে শুরু করে রবিবার আসর নামাজ" পর্যন্ত সর্বমোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর প্রত্যেক নারী-পুরুষের জন্য ১ বার করে তাকবীরে তাশরীক পাঠ করা ওয়াজিব৷ তাই স্মরণে রেখে অবশ্যই তাকবীরটি পাঠ করবেন। ইন শা আল্লাহ।

25/06/2023

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযিম!
সুবহানআল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযিম সুবহনাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযিম!

ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস

হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!!

রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাছানা ওয়া ফিল আখিরাতি হাছানা ওয়া কিনা আজাবান্নার

ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া জাব্বারু,ইয়া বাসিতু,ইয়া ওয়াদুদু,ইয়া যুল যালালি ওয়াল ইকরাম,ইয়া আরহামার রহিম, আল্লাহ গো 🤲ও আল্লাহ🤲ও আরশ আজিমের মালিক তুমি তোমার তাওহীদ এর কালিমা (লা ইলাহা ইল্লাল্লাহু) এর উছিলায় সকল মুসলমান দের পেরেশান দূর করে দাও ইয়া আল্লাহ তুমি আমার মনের আসা পুরন করে দাও!! ও আমার সব গুলো দয়া কবুল করে দাও ইনশাআল্লাহ আমিন!!
আমি বিশ্বাস করি আল্লাহ একদিন তুমি আমার সব দোয়া কবুল করবে এবং আমার দুর্বলতা গুলোকে শক্তিতে রুপান্তর করবে ইনশাআল্লাহ আমিন!!😭😭🤲🤲

22/06/2023

জান্নাতিরা ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত্যশীল ও দানকারী এবং শেষ রাতে ক্ষমাপ্রার্থনাকারী।
(সুরা আল ইমরান--১৭)

Website