KGCHSSC Science Club

KGCHSSC Science Club

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KGCHSSC Science Club, Science, Technology & Engineering, .

Moon 21/04/2022

Moon The moon is the only natural satellite of the earth and is the fifth largest moon in the solar system. The presence of the moon helps to stabilize the movement of our planet and to mitigate our climate.

17/04/2022

এই ছবিতে তরল হিলিয়াম দেখা যাচ্ছে যা একটি কাচপাত্রে রাখা এবং কাচপাত্র থেকে তরল হিলিয়াম চুঁইয়ে নিচে পড়ছে। হিলিয়ামের তাপমাত্রা কমাতে কমাতে যখন পরমশূন্য তাপমাত্রার মাত্র দুই ডিগ্রি উপরে নিয়ে আসা হয় তখন তা সুপারফ্লুইডে পরিণত হয়। এই অবস্থায় তরলের সান্দ্রতা (viscosity) থাকে না, ফলে সে যেকোনো পৃষ্ঠ দেশে বাধাহীনভাবে ঘুরে বেড়াতে পারে। ছবিতে দেখা যাচ্ছে, হিলিয়ামের লেভেল কাচপাত্রের নিচে থাকা সত্ত্বেও তা কাচের পৃষ্ঠের উপর দিয়ে বাধাহীনভাবে প্রবাহিত হয়ে পাত্রের বাইরের পৃষ্ঠে চলে আসে এবং কাচের পৃষ্ঠের সাথে লেগে থাকা হিলিয়ামের পর্দা অভিকর্ষের প্রভাবে তলায় একটি ফোঁটার আকার পরিণত হয়ে অভিকর্ষের প্রভাবে নিচে পতিত হয়। সুপারফ্লুইড বা অতিপ্রবাহীর এই ধর্ম কাজে লাগিয়ে চিরস্থায়ী ফোয়ারা তৈরি করা সম্ভব যেই ফোয়ারা একবার চালু করে দিলে নিজের অতিপ্রবাহীতার কারণে চিরস্থায়ী ভাবে চালু থাকবে।

একই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সুপার কন্ডাক্টর বা অতিপরিবাহীর ক্ষেত্রে। একটি আংটি আকৃতির অতিপরিবাহীর কোনো অংশে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হলে তা চিরস্থায়ীভাবে সেই রিংয়ে চক্রাকারে চলতে থাকে। সাধারণ পরিবাহীর সামান্য হলেও রোধ থাকে তাই বিদ্যুৎপ্রবাহের ফলে এর পরিবাহীর পরমাণুর সাথে সংঘর্ষ ঘটে ও উত্তপ্ত হয়ে ওঠে এবং বিদ্যুৎপ্রবাহ কিছু না কিছু হ্রাস পায়। কিন্তু অতিপরিবাহীর কোনো বৈদ্যুতিক রোধ থাকে না তাই পরিবাহীর অভ্যন্তরে সংঘর্ষ ঘটে না এবং তাপ উৎপন্ন হয় না। ফলে বৈদ্যুতিক প্রবাহেরও কোনো ক্ষয় হয় না। কমেন্টের ভিডিওটি দেখা যেতে পারে হিলিয়াম ড্রপ দেখার জন্য।

©Imteaz Ahmed

15/04/2022

Clinical features of Obsessive Compulsive Disorder (OCD) -

• Fear of contamination or dirt.
• Doubting and having difficulty tolerating uncertainty.
• Needing things orderly and symmetrical.
• Aggressive or horrific thoughts about losing control and harming yourself or others.
• Unwanted thoughts, including aggression, or sexual or religious subjects.

10/04/2022

সবচেয়ে দীর্ঘসূত্রী বৈজ্ঞানিক পরীক্ষা:
(আলকাতরা পতন পরীক্ষা)

নিচে যে সরঞ্জামটি দেখছেন এর মাধ্যমে সবচেয়ে দীর্ঘসূত্রী বৈজ্ঞানিক পরীক্ষাটি শুরু করা হয়েছে ১৯৩০ সালে যার উদ্যোক্তা প্রফেসর থমাস পারনেল। পরীক্ষাটি তেমন আহামরি কিছু নয়। ফানেলের মধ্যে আলকাতরা নিয়ে কত সময়ে কতটি ফোঁটা পড়ে তার হিসেব রাখা। এই হিসেব থেকে কোনো পদার্থের সান্দ্রতা (viscosity) পরিমাপ করা হয়। ১৯৮৮ সালে ফানেলের মধ্য দিয়ে আলকাতরার সপ্তম ফোঁটা এবং ২০০০ সালে অষ্টম ফোঁটার পতন ঘটে! ২০১৪ সালের ১৭ ই এপ্রিল নবম ফোঁটাটি অষ্টম ফোঁটাকে স্পর্শ করে। জীবদ্দশায় পারনেল পরীক্ষাটি শেষ করে যেতে পারেন নি। ছবিতে যাঁকে দেখছেন তিনি পারনেলের উত্তরসূরি প্রফেসর জন মেইনস্টোন। এই পরীক্ষার ফলাফল হিসেবে পাওয়া যায় যে আলকাতরার সান্দ্রতা পানির চেয়ে ২৩০ বিলিয়ন গুণ বেশী।
এই গবেষনার জন্য ২০০৫ সালে জন মেইনস্টোন এবং থমাস পারনেলকে ig-নোবেল পুরষ্কারে ভূষিত করা হয়। :)

Imteaz Ahmed

16/03/2022

DhumketuX ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ- এর শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। তারা ধুমকেতু ০.১ নামের একটি রকেট তৈরী করেছে। এটি সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের ফান্ডিং এ তৈরী। রকেটটি উৎক্ষেপণের জন্য সরকারি অনুমতি প্রার্থনা করছে ধুমকেতু টিম।

রকেট একটি পরিবহন মাধ্যম মাত্র। রকেট কোনো স্যাটেলাইট বা স্পেসক্রাফটকে কক্ষপথে পাঠানোর কাজে লাগানো হয়। রকেটটি কাজে লাগিয়ে ভবিষ্যতে হয়তো আবহাওয়া গবেষণার লক্ষ্যে স্যাটেলাইট পাঠানো হবে। এমনি লক্ষ্য ধুমকেতু টিমের।

শিক্ষার্থীদের মতে," প্রোটোটাইপ রকেটটি ভবিষ্যতে বড় আকারের রকেট তৈরির অনুপ্রেরণা দিবে"।

চাঁদের ক্রেটারকে সৌরজগতের সবচেয়ে বড় টেলিস্কোপে রূপান্তরের পরিকল্পনা করছে নাসা - বিজ্ঞান পত্র 15/03/2022

চাঁদের ক্রেটারকে সৌরজগতের সবচেয়ে বড় টেলিস্কোপে রূপান্তরের পরিকল্পনা করছে নাসা - বিজ্ঞান পত্র চাঁদের ক্রেটার হবে টেলিস্কোপ। নাসা চাঁদের একটি ক্রেটার তথা উল্কা-পতনে সৃষ্ট গর্তকে টেলিস্কোপে পরিণত করার একটি প....

10/03/2022

রাতের আকাশে যারা তারা দেখেন তাদের সবার কাছেই কালপুরুষ তারকামন্ডলী (ইংরেজিতে Orion, বাম পাশের ছবি) সুপরিচিত। এর বাম-বাহুর তারাটির নাম আর্দ্রা বা বিটেলজুস (Betelgeuse)। এটি তারা হিসেবে একটি সুপার রেডজায়ান্ট এবং পৃথিবী হতে ৬৪২ আলোক বর্ষ দূরে অবস্থিত। এটি আকাশে দৃশ্যমান অষ্টম উজ্জল তারা ছিল। কিন্তু মাত্র দুই যুগের ব্যবধানে এর উজ্জ্বলতা হ্রাস পেয়ে সর্বনিন্ম অবস্থায় পৌঁছায় এবং সেই সাথে এর আকারও হ্রাস পায়।

বিশেষজ্ঞদের একটি ধারনা অনুযায়ী এটি সুপারনোভা বিস্ফোরণের পূর্বাবস্থা এবং আগামী কয়েক হাজার বছরের মধ্যেই এই বিস্ফোরণটি ঘটবে। ঘটনাটি এই বছরেই ঘটতে পারে, এমনকি এই মূহুর্তেই ঘটতে পারে। সুপারনোভা বিস্ফোরণ আকাশের সবচেয়ে উজ্জলতম দৃশ্যগুলোর একটি। যদি বিস্ফোরণ ঘটে তাহলে হঠাৎ করেই তারাটির উজ্জ্বলতা এবং ব্যস অনেক অনেক বেড়ে যাবে এবং বিস্ফোরণের তিন মাস পর্যন্ত আকাশ অত্যন্ত উজ্জল থাকবে (ডান পাশের ছবির মত)। এর উজ্জ্বলতা পূর্ণিমার চাঁদের উজ্জ্বলতার চেয়ে খানিকটা কম হবে এবং দিনের বেলাতেও তারাটি দেখা যাবে। রাতের বেলায় এর আলো নিজস্ব ছায়া তৈরি করবে।

06/03/2022

তুমি জানো তো?
জাতীয় গণিত উৎসবে
জাতীয় রুবিক্স কিউব প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হবে
অংশ নিতে হলে ১১ মার্চ ১১টায় তোমার রুবিক্স কিউব নিয়ে চলে আসবে
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর ঢাকায়।
স্কুল কলেজের যে কোনো শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

17/02/2022

অনেক সময় হয়তো লক্ষ্য করেছেন পিঁপড়া পাতা, ফুলের পাপড়ি এসব কেটে কেটে নিয়ে বাসায় পুরছে (চিত্র ১)। এসব দেখে হয়তো মনে হয়েছে পিঁপড়া খাবার জন্য এই পাতাগুলো বাসায় সঞ্চয় করছে। কিন্তু আসলে তা নয়। এই পত্রখন্ডগুলো পিঁপড়ার চাষের জমি! এগুলো বাসায় নিয়ে পিঁপড়া ছড়িয়ে দেয় এবং ক্রমান্বয়ে এগুলোর উপরে ছত্রাক জন্ম নেয় (চিত্র ২)। সেই ছত্রাক এরা লালন-লালন পালন করে, পাহারা দেয় এবং একসময় এগুলো পিঁপড়ার খাদ্যের যোগান দেয়। বিষয়টি একদিক থেকে মানুষ যেমনটি খাদ্যের জন্য চাষবাস করে তেমনই। এর মাধ্যমে পিঁপড়া এবং ছত্রাকের মধ্যে একধরনের সিমবায়োসিস গড়ে ওঠে। একে Ant-fungus mutualism (অ্যান্ট-ফাংগাস মিউচুয়ালিজম) বলা হয়।

কিছু প্রজাতির পিঁপড়া এফিড নামের ক্ষুদ্রতর একটি পতঙ্গের চাষ করে (চিত্র-৩)। এরা এফিডগুলোকে খাবার ও আশ্রয় দেয় আর এফিডের শরীর নিঃসৃত মধুসদৃশ বস্তু খায়। একেকটি পিঁপড়া একপাল এফিডের দেখাশোনা করে। গরুর দুধ দোয়ানোর মতো করে এরা এফিডের গায়ে শুঁড় দিয়ে টোকা দিয়ে মধু বের করতে চাপ দেয়। তাছাড়া এফিডের খাবার নিয়ন্ত্রন করে এরা ছোট ফোঁটা এবং উচ্চমাত্রার এমিনো এসিডযুক্ত মধু উৎপাদনে বাধ্য করে।

17/02/2022
16/02/2022

কাগজের সার্কিট তৈরী করবেন যেভাবে🙂⬇️

কাগজের সার্কিট: আমরা জানি গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। তাই কাগজের উপরে যদি গ্রাফাইটের পেন্সিল দিয়ে দাগ টানা হয় সেটা পরিবাহী তারের মতোই কাজ করবে। এই ছবিতে দেখানো হচ্ছে কিভাবে একটি 2B পেন্সিল দিয়ে কাগজের উপর দাগ টেনে সরল সার্কিট তৈরি করা যায়। এই সংক্রান্ত একটি ভিডিও দেখা যাবে ইউটিউবে। লিংক দেওয়া হলো কমেন্টে:

bigganpotrika.com

This 3-minute animation will change your perception of time 14/02/2022

This 3-minute animation will change your perception of time VIDEO: If the history of Earth was on a timeline from Los Angeles to New York, the American Revolution would have been fought 8 inches ago.

Genetically engineered immune cells have kept two people cancer-free for a decade 13/02/2022

Genetically engineered immune cells have kept two people cancer-free for a decade Long-lasting leukemia remission prompts doctors to call CAR-T cell therapy a ‘cure’ for some.

ন্যানোফোটনিকসের বিস্ময় 12/02/2022

ন্যানোফোটনিকসের বিস্ময় ১৯৬০–এর দশকে উদ্ভাবিত হওয়ার পর লেজার সায়েন্স সময়ের সঙ্গে সামনে এগিয়েছে।

What is astrophysics? 11/02/2022

What is astrophysics? If you want to understand what the Universe is, how it began, evolved, and will eventually end, astrophysics is the only way to go.

উইলহেম রন্টজেন, বিস্ময়কর রঞ্জন রশ্মি এবং পদার্থবিদ্যার সর্বপ্রথম নোবেল বিজয় 10/02/2022

উইলহেম রন্টজেন, বিস্ময়কর রঞ্জন রশ্মি এবং পদার্থবিদ্যার সর্বপ্রথম নোবেল বিজয় পরীক্ষাগারে সামান্য ভুল থেকে উইলহেম আবিষ্কার করেন এক বিস্ময়কর রশ্মির। কিন্তু তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলে...

চাঁদে মানুষ যদি চার যুগ আগে গিয়ে থাকে তাহলে এখন যেতে পারছে না কেন? - বিজ্ঞান পত্রিকা 10/02/2022

চাঁদে মানুষ যদি চার যুগ আগে গিয়ে থাকে তাহলে এখন যেতে পারছে না কেন? - বিজ্ঞান পত্রিকা মানুষের চন্দ্রাভিযান নিয়ে র একটি প্রশ্ন রয়েছে। চাঁদে মানুষ যদি চার যুগ আগে গিয়ে থাকে তাহলে এখন যেতে পারছে না কেন?

10/02/2022

Inky cap mushroom কিংবা বাংলায় বলা যেতে পারে 'কালিমাথা' মাশরুম। এই প্রজাতির ছত্রাকের মাশরুমের (ফ্রুট বডি) থেকে কালি চুঁইয়ে পড়ে। ছত্রাক সাধারণত স্পোরের মাধ্যমে বংশ বৃদ্ধি করে। স্পোর তৈরি হয় উপরে ছাতার মতো দেখতে ফ্রুট বডির ছাতার নিচের দিকে (এই অংশকেই মাশরুম বলা হয়)। এই মাশরুমে স্পোর তৈরি হওয়ার পর যখন ছড়িয়ে যায় তখন ফ্রুট বডি অংশটি হজম হতে থাকে আর বর্জ্য অংশ তরল হয়ে কালির মতো চুঁইয়ে পড়ে।

মৌলিক কণার অদ্ভুত জগৎ (পর্ব ১) 07/02/2022

১৮৯৭ সালে থমসন পরীক্ষা করে দেখলেন, এই রশ্মির চার্জ ও ভরের অনুপাত বের করা সম্ভব এবং নিশ্চিত হলেন এটি আসলে একধরনের কণার সমষ্টি। এবং যেহেতু কণাগুলো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়, মানে ধনাত্মক দিকে যাত্রা করে, তার মানে এটা ঋণাত্মক চার্জবাহী কণা।

মৌলিক কণার অদ্ভুত জগৎ (পর্ব ১) থমসন অবশ্য ইলেকট্রন আবিষ্কার করেই থেমে যাননি, একে পরমাণুর ভেতরকার একধরনের কণা হিসেবে ধরে নিয়ে একটা মডেল প্রস্তাব...

The James Webb Space Telescope launches astronomy into a new era – Physics World 05/02/2022

The James Webb Space Telescope launches astronomy into a new era – Physics World Now the mission has reached its destination, what lies ahead for the science programme?

Website