Punisole M Shishu Shikkha Niketan
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Punisole M Shishu Shikkha Niketan, School, .
আমার_!!ভিতর_ !!ও_ !!বাহিরে!!_!! অন্তরে_ !!_অন্তরে _!!আছো! তুমি হৃদয় জুড়ে _👀✨
শুভ জন্মদিন কবি গুরু💓😊
🏠 #ভর্ত্তি #চলিতেছে #২০২৪ #শিক্ষাবর্ষে 🏡
#পুনিশোল_মোজাদ্দেদীয়া_শিশু_শিক্ষা_নিকেতন
নামোমন্ডলপাড়া★পুনিশোল★ওন্দা★বাঁকুড়া
👫 নার্সারী হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত।👨👨👦
পুনিশোল মোজাদ্দেদীয়া শিশু শিক্ষা নিকেতনের।
আজ 77 তম স্বাধীনতা দিবস উদযাপিত হল পুনিশোল মোজাদ্দেদীয়া শিশু শিক্ষা নিকেতনে। জাতীয় পতাকা উত্তোলন ও ছাত্র ছাত্রী দের নিয়ে প্রভাত ফেরী তাঁর-ই কিছু ছবি দেওয়া হলো।
🇮🇮🇳🇮🇳বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২🇮🇳🇮🇳
সুন্দর ও সুস্থ জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম'
শিক্ষার্থীদের সুস্থ দেহ ও সুস্থ মন-মানসিকতা তৈরির লক্ষ্যে প্রতি বছরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে।
ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদ্যাপিত হয়েছে। বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। প্রতিযোগীদের কুচকাওয়াজ, তোপধ্বনি, ইত্যাদি আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পাদিত হয়েছে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দ দিয়েছে।
তার সাথে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়েছে। তারই কিছু ছবি দেওয়া হলো।।।
(পুনিশোল মোজাদ্দেদীয়া শিশু শিক্ষা নিকেতন)
তোমার পায়ে যদি জুতো নাও থাকে, কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে। কারন জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে।
তাই দেরি না করে 👇
#পুনিশোল_মোজাদ্দেদীয়া_শিশু_শিক্ষা_নিকেতনে
#ভর্ত্তি #করান #২০২৩ #শিক্ষাবর্ষে #ভর্তি #চলিতেছে
Punisole M Shishu Shikkha Niketan
আমাদের পুনিশোল অঞ্চল কে শিক্ষাই উন্নতির শিখরে পৌঁছে দিতে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরেও শিশুদের ভর্তি নেওয়া শুরু করছি আগামী কাল ইংরেজি ০৭/১১/২০২২ তারিখ ।
বিদ্যালয়ের অফিস গৃহ থেকে ফর্ম পাওয়া যাবে ।
#পুনিশোল_মোজাদ্দেদীয়া_শিশু_শিক্ষা_নিকেতন
পুনিশোল গ্রামের বিশিষ্ট চিন্তাবিদ তথা কিছু বুদ্ধিজীবীদের তত্ত্বাবধানে , একগুচ্ছ অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা পরিচালিত হয় #পুনিশোল_মোজাদ্দেদীয়া_শিশু_শিক্ষা_প্রতিষ্ঠান। তাই আসুন গ্রামের শিক্ষা সুদূরপ্রসারী করতে, তৎসঙ্গে আপনার প্রিয় শিশু পুত্র কন্যাকে স্কুলমুখী করতে আজই আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি করান, আসন সংখ্যা সীমিত। মনে রাখবেন আমাদের এই প্রতিষ্ঠান , রূপে গুণে গুণান্বিত হয়ে পুনিশোল গ্রাম তথা বাঁকুড়া জেলার সর্ববৃহৎ প্রতিষ্ঠান।
যাইহোক পরিশেষে বলতে পারি আপনার ছেলে মেয়ে কে ভিত্তি স্থাপন করবে প্রাইমারি লেভেল, তাই যেখানে খুশি ভর্তি না করে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করুন।
🏠 #ভর্ত্তি #চলিতেছে #২০২৩ #শিক্ষাবর্ষে 🏡🏠
#পুনিশোল_মোজাদ্দেদীয়া_শিশু_শিক্ষা_নিকেতন
নামোমন্ডলপাড়া★পুনিশোল★ওন্দা★বাঁকুড়া
👫👫 নার্সারী হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত।👨👨👦👦👨👨👦
পুনিশোল মোজাদ্দেদীয়া শিশু শিক্ষা নিকেতনের শিক্ষক/শিক্ষিকা মন্ডলীর ছবি।👇👇👇
Punisole M Shishu Shikkha Niketan
🏠 #ভর্ত্তি #চলিতেছে #২০২৩ #শিক্ষাবর্ষে 🏡🏠
#পুনিশোল_মোজাদ্দেদীয়া_শিশু_শিক্ষা_নিকেতন
নামোমন্ডলপাড়া★পুনিশোল★ওন্দা★বাঁকুড়া
👫👫 নার্সারী হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত।👨👨👦👦👨👨👦
Punisole M Shishu Shikkha Niketan
শারীরিক শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে ব্যক্তির সর্বাত্মক উন্নতি সাধন করা, সুস্থদেহে সুন্দর মন গড়া। শারীরিক শিক্ষার প্রধান কাজ হলো শিশুকে আনন্দ ও খেলাধূলার মাধ্যমে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সাহায্য করা ও কর্মক্ষম করে গড়ে তোলা।