Mother Razia Foundation

Mother Razia Foundation

Hello বন্ধুরা Mother Razia Foundation এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই

07/12/2020

আলহামদুলিল্লাহ😍
Mother Razia Foundation
সর্বাধিক প্রচেষ্টায়
Emon Khan Akib Sarkar ভাইয়ার উপস্হিতিতে ভালবাসা স্বরুপ উপহার
পৌছে দেওয়া হল কনের বাবার হাতে।
মোঃ হেলাল চৌধুরী
পিতাঃ মোঃ ওসমান চৌধুরী
গ্রাম: চিলোকূট
সাদিপুর ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা,
মেয়ের বিয়ের গরু কিনার জন্য নগদ অর্থ প্রদান করা হয়,
ধন্যবাদ দিয়ে ছোট করতে চায়না বড় ভাইয়া গুলো কে,,
মো: আল-মুমিন চৌধুরী
মোঃ আল-মুনসুর চৌধুরী
মানবতার ফেরিওয়ালা হয়ে গরিব অসহায় মানুষদের পাশে আপনারা সব সময় ছিলেন আছেন থাকবেন,,,
Mother Razia Foundationজড়িত সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক(আমিন)

কঠিন বা অসম্ভব বলে কিছু নেই দরকার অদম্য ইচ্ছাশক্তির। যখন কেউ কোন মহৎ ও নেক কার্যের উদ্দেশ্যে উদ্যোগ নেয়, তখন স্বয়ং আল্লাহ সেই মহৎ কাজ সম্পূর্ণ করার জন্য সকল দরজা খুলে দেয়।

অনিঃশেষ ভালোবাসা ও অফুরন্ত শুভকামনা,
রইলো,,

Photos from Mother Razia Foundation's post 14/11/2020

মানবতার ফেরিওয়ালা হয়ে গরীব অসহায় রোগীর পাশে দাঁড়িয়েছেন।
Mother Razia foundation

Chowdhury Monsur ভাইয়ার উপস্হিতিতে ভালবাসা স্বরুপ উপহার (খরচ বাবদ কিছু ক্যাশ) টাকা পৌঁছে দেওয়া হল রোগীর হাতে।

ধন্যবাদ দিয়ে ছোট করতে চায়না
Mother Razia foundation
আপনারা পাশে না থাকলে অল্প সময়ে এই উদ্যোগ টা সম্পূর্ণ করা আমাদের পক্ষে সম্ভব হত না।

কঠিন বা অসম্ভব বলে কিছু নেই দরকার অদম্য ইচ্ছাশক্তির। যখন কেউ কোন মহৎ ও নেক কার্যের উদ্দেশ্যে উদ্যোগ নেয়, তখন স্বয়ং আল্লাহ সেই মহৎ কাজ সম্পূর্ণ করার জন্য সকল দরজা খুলে দেয়।
Mother Razia foundation

Photos from Mother Razia Foundation's post 10/11/2020

আসসালামু আলাইকুম!

উনার নাম হলো রাজিব খান
উনার বাসা টাংগাইল জেলায় অবস্থিত,উনি দীর্ঘদিন যাবত ক্যান্সার এ আক্রান্ত, চিকিৎসার জন্য উনি কারো কাছে সাহায্য পাচ্ছেন না,এমতাবস্থায় এই মুহুর্তে উনার পাশে এবং উনার পরিবারের পাশে দাড়িয়েছেন "Mother Razia Foundation" আজ উনাকে উনার চিকিৎসা করার জন্য নগদ ১০হাজার টাকা Mother Razia Foundation এর পক্ষ থেকে দেওয়া হলো!

Photos from Mother Razia Foundation's post 09/11/2020

আজ আমাদের নিজ এলাকায় থেকে Mother Razia Foundation কাজ শুরু করলাম।
আমাদের নিজ গ্রামের
মোঃহেলাল চৌধুরী পরিবার জন্য এই গুলো।
অসহায়
মানুষের পাশে
আমার

09/11/2020

আর্ত-মানবতার সেবায় নিয়োজিত Mother Razia Foundation

আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভাল আছেন ? আমাদের Mother Razia Foundation এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন জানাই । আমাদের এই Group এর র্উদ্দেশ্য হচ্ছে যারা শিক্ষা , অন্ন ,বস্ত্র ও বাসস্থান থেকে বঞ্চিত, গরীব অসহায় পথ শিশু ও মানুষদের পাশে দাড়ানো, ও তাদের সহায়তা করাই আমাদের মূল উদ্দেশ্য । আশা করি আমাদের এই উদ্যোগে আপনারা সবাই আমাদের পাশে থেকে আমাদের সহায়তা করবেন।

আমরা জানি যে, মানুষ মানুষের জন্য' প্রচলিত এই কথার ভিত্তিতে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সময়ে -অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে যে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি।

এখনও যুদ্ধ নয়, মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় অনেক মানুষ। মানুষ জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন।

ইতিহাস সাক্ষ্য দেয়, যারা মানুষের পাশে আস্থা হয়ে দাঁড়িয়েছে, তারাই মানবতার কারিগর। সমাজের ঝামেলাহীন মানুষের সাথে এখনো কিছু মানুষ আছে যারা জীবন বলতে বোঝে শুধু নিজের জন্য বেঁচে থাকা নয় আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। তাঁরা দাঁড়িয়ে আছে মানবতার প্রশ্নে। তাঁরা নিজেদের অবস্থান থেকে সাধ্যমত এগিয়ে আসার চেষ্টা করছে।

09/11/2020

আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভাল আছেন ? আমাদের Mother Razia Foundation এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন জানাই । আমাদের এই Group এর র্উদ্দেশ্য হচ্ছে যারা শিক্ষা , অন্ন ,বস্ত্র ও বাসস্থান থেকে বঞ্চিত, গরীব অসহায় পথ শিশু ও মানুষদের পাশে দাড়ানো, ও তাদের সহায়তা করাই আমাদের মূল উদ্দেশ্য । আশা করি আমাদের এই উদ্যোগে আপনারা সবাই আমাদের পাশে থেকে আমাদের সহায়তা করবেন।

আমরা জানি যে, মানুষ মানুষের জন্য' প্রচলিত এই কথার ভিত্তিতে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সময়ে -অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে যে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি।

এখনও যুদ্ধ নয়, মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় অনেক মানুষ। মানুষ জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন।

ইতিহাস সাক্ষ্য দেয়, যারা মানুষের পাশে আস্থা হয়ে দাঁড়িয়েছে, তারাই মানবতার কারিগর। সমাজের ঝামেলাহীন মানুষের সাথে এখনো কিছু মানুষ আছে যারা জীবন বলতে বোঝে শুধু নিজের জন্য বেঁচে থাকা নয় আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। তাঁরা দাঁড়িয়ে আছে মানবতার প্রশ্নে। তাঁরা নিজেদের অবস্থান থেকে সাধ্যমত এগিয়ে আসার চেষ্টা করছে।

Website