Islamic Paradise

Islamic Paradise

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic Paradise, Grocers, .

22/02/2023

সুনীল গঙ্গোপাধ্যায় তার, " কেউ কথা রাখে নি" কবিতায় লিখেছেন- 'কেউ কথা রাখে নি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখে নি।' মামা বাড়ির মাঝি নাদের আলী এবং বরুনা তাদের কথা রাখে নি বলে সুনীলের ছিলো এক বুক আক্ষেপ। কিন্ত আমরা জানি দুনিয়ার কেউ কথা রাখুক কিংবা না রাখুক আমাদের একজন রব আছেন, তিনি অবশ্যই তার কথা রাখেন। একবিন্দু হেরফের করেন না তার ওয়াদায়।

" নিশ্চয়ই আল্লাহ তার ওয়াদার ব্যত্যয় করেন না " (৬৫)

এমন দয়াময় যে রব, তাকে ভালো না বেসে পারা যায়, বলুন?

বইঃ কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ
লেখকঃ আরিফ আজাদ

21/02/2023

আপনি যতই কৌশলী বা বুদ্ধিদীপ্ত হোন না কেন, খাবার টেবিলে উড়তে থাকা কিংনা আপনার থালার কিনারায় ভনভন করতে থাকা মাছিটাকে থাপ্পড় দিয়ে সাধারণত মারতে পারবেন না। হাত উঠিয়ে থাপ্পড় দেওয়ার ভান ধরার সঙ্গেসঙ্গেই দেখবেন মাছিটা আপনাকে টা টা দিয়ে চলে যাবে। আপনাকে সে বেকুব বানিয়েই ছাড়বে।

কীভাবে সম্ভব?

মাছির চোখ আমাদের মতো সিঙ্গেল নয়; কম্পাউন্ড। একটা মাছির প্রথমত দুটো চোখ। সেই দুটো চোখে জড়িয়ে আছে তিন হাজারের অধিক লেন্স, যেগুলোকে মেডিকেলি ভাষায় অমাটিডিয়া (Ommatidia) বলা হয়। এগুলোর প্রত্যেকটি ফটোরিসেপ্টর হিসেবে কাজ করে। একারণে একটা মাছি মাথা না ঘুরিয়েই সামনেপিছনে, ডানেবামে এবং উপরেনিচে দেখতে পারে। এই কম্পাউন্ড চোখই মাছিকে শিকারীর হাত থেকে রক্ষা করে এবং খাদ্য সংগ্রহের পথ দেখায়।

নিচের ছবিটি একটা গৃহস্থ মাছির। এটি তিন হাজারের অধিক লেন্স সংবলিত একটি সংযুক্ত চোখ। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা পবিত্র কুরআনে এই মাছির উদাহরণ দিয়ে বলেন,

❞يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ ۚ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَنْ يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ ۖ وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ ۚ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ

হে লোক সকল! একটি উপমা বর্ণনা করা হলো, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা কর, তারা কখনও একটি মাছি সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সকলে একত্রিত হয়। আর মাছি যদি তাদের কাছ থেকে কোন কিছু ছিনিয়ে নেয়, তবে তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না, প্রার্থনাকারী ও যার কাছে প্রার্থনা করা হয়, উভয়েই শক্তিহীন।❞

(সূরাঃ হাজ্জ্ব, আয়াতঃ ৭৩)

মাছির মতো ছোট একটা প্রাণীর অতিছোট চোখে তিন হাজারের অধিক লেন্স যুক্ত করে কম্পাউন্ড চোখ বানাবে মানুষ? বিজ্ঞান পারবে? আধুনিক প্রযুক্তির পক্ষে কি সম্ভব?

কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও মাছির চোখের ডিজাইনটা পর্যন্ত করতে পারবে না৷ বাদবাকি তো অনেক পরের ব্যাপার।

আমি গর্বিত যে, আমি সেই আল্লাহর দাস। আমি সেই অমুখাপেক্ষী রবের গোলাম। আলহামদুলিল্লাহ। আমৃত্যু দাসত্ব করব তাঁরই ইনশাআল্লাহ। গোলামের গোলামী করার একমুহূর্ত সময় যে আমার নেই!

20/02/2023

🤍🫶

Website