Mohsin College Debating Club-MCDC

Mohsin College Debating Club-MCDC

MCDC

21/01/2023

মহসিন কলেজ ডিবেটিং ক্লাব এর বিতর্ক দল "MCDC অরণ্য " CCPC Debating Society কর্তৃক আয়োজিত "Reignite-CCPC Nationals 2023" বিতর্ক প্রতিযোগিতায় সেমিফাইনালে তাদের যাত্রা শেষ করেছে। উল্লেখ্য ৩২ দলের এই প্রতিযোগিতায় প্রিলিমিনারী রাউন্ডের সব কয়টি বিতর্ক জিতে দ্বিতীয় স্থান নিয়ে কোর্য়াটার ফাইনাল নিশ্চিত করে এই দলটি।

একই সাথে এই মাসে অনুষ্ঠিত জিএমএইচডিস কর্তৃক আয়োজিত "জিএমএইচ ডিএস জাতীয় বিতর্ক উৎসব '২৩" বিতর্ক প্রতিযোগিতায় সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায় এই দলটি।

উক্ত দলের সদস্যরা হলেন-

মাহমুদা আকতার
মুস্তাকিম মহিউদ্দিন
মোঃ ইনজামামুল হক

একই সাথে পর পর দুইটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল পর্বে হারা অনেক দুঃখজনক আমাদের জন্য। ইনশাআল্লাহ আমরা সামনে ঘুরে দাড়াব❤️

27/07/2022

BRAC-A is the first ever team from Bangladesh and South Asia to become the Champions of WUDC(World University Debating Championship). Sajid Asbat Khandaker and Sourodip Paul have done it for Bangladesh.

Heartfelt congratulations to BRAC A for this historical achievement.

We admire you for representing our country worldwide and making us proud.

Photos from Mohsin College Debating Club-MCDC's post 26/06/2022

Ladies and gentlemen, we’d like your attention to an important announcement.

Rome wasn’t built in a day, and neither does our club. But from the bricks to build a monumental colossal, we were believers in changes around us that would make the society and discourse around us far more progressive and steps ahead of its time. Our firm belief in the constructive discussion didn’t go in vain when we look at what we gained as MCDC within this short period.

While starting with a group of dreamers, it wasn’t imaginable to reach such a massive feat as we are now. It wasn’t easy either. But nothing stopped us from being one of the most successful run-ups in Chittagong city. Now to emulate our journey more, ladies and gentlemen, we are presenting you with the first committee ever in the history of the first ever club of Govt.Hazi Muhammad Mohsin College.

Here goes the first committee of Mohsin College Debating Club,MCDC.

⭕ Committee: 2021-22
Governing body:

⚫President:Mostakim Mohiuddin

⚫General Secretary: Abdullah Abeer

⚫Vice President(Admin): Mahmuda Akther

⚫Vice President(Debate): Md. Aiman Aousaf

⚫Joint Secretary: Soumen Barua

⚫Organizing Secretary: Tahmin Wasif

⚫Debate Secretary: Sifat Ahmad

⚫Finance Secretary: Nafisa Tasnim

⚫Event Management: Sayed Faisal Badhan

⚫Human Resource: Wahidul Islam Akib

⚫Publications: Shahid Bin Huda Rifat

⚫IT & Tech: Md. Nafiz Imtiaz Rafi

🔘Executive members:

▫️Rubayath Hossain Alif
▫Ahnaf Tazwar Rafid
▫️Tafhim Rahman
▫️Sudipta Sikder
▫️Saima Fatema Tarin

04/06/2022

সীতাকুণ্ডের কদমরসুলে বিএম কন্টেইনার ডিপোতে আগুনে অনেক মানুষ আহত হয়েছে। ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সদস্যরাসহ অনেকে আহত। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। হাসপাতালে আহতদের চিকিৎসা, রক্ত, ওষুধসহ সব রকম সহযোগিতা প্রয়োজন। যাদের পক্ষে সম্ভব চিকিৎসায় সহযোগিতা করতে স্বেচ্ছাসেবা দিতে এগিয়ে আসুন। এই মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ান।

04/06/2022

Emergency Crisis Response ⚠️🚩

চট্টগ্রামে সীতাকুণ্ডে ইন্ড্রাস্ট্রিয়াল এরিয়ায় ব্লাস্ট হয়েছে। ৪ জন স্পটডেথ।
অসংখ্য এম্বুলেন্স এবং রক্তদাতা জরুরি প্রয়োজন।

চট্টগ্রামের সবকটি সরকারী/ বেসরকারি হসপিটালের এম্বুলেন্স ফায়ার সার্ভিসের পক্ষ হতে অতিদ্রুত সীতাকুণ্ডে যেতে বলা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক রক্তের প্রয়োজনও হতে পারে।

স্থানীয়রা রক্তদানে চট্রগ্রাম মেডিকেল কলেজে চলে আসুন ••

21/03/2022

Greetings everyone!

Finally, we're going to start our journey officially with our freshers. We’ve got lots of applications to join our club. Those who have registered to join us mails have been sent and there is a Facebook group link we have given, please make sure to join the group. We have also added the selected participants to a Messenger group. So, make sure you are in the Messenger group as well. Whoever applied to become a part of our legacy are requested to check their mail and complete the further process. Instructions are given in the emails. Please go through the PDF we have given to you. Until then, be patient and stay with us.

Best of luck everyone💗

Noted: Please contact the page if you have any queries.

10/03/2022

Hello Everyone!
Welcome to MCDC- Mohsin College Debate Club.

Debating has been a part of our life for centuries. In various issues, we agree or disagree. We create arguments to support our claim.

If you want to grab the opportunity to preach your logical, innovative, solution-focused, and critical thoughts and ideas before others and also want to bloom the leadership quality inside you by managing a team, If you are interested in analysing the National and International issues, Then you are the one for whom we are looking for!
Debate makes you free from the shackles of narrow thinking.
Debate arouse juvenility inside you to speak against prejudice.
So, If you have courage enough to break the barriers of your limitations, Then we are inviting you to be a part of the heaven-MOHSIN COLLEGE DEBATING CLUB. (MCDC)

[ NB : We are only recruiting Class XI ]

Recruitment details:
1. Interested students have to fill up the membership form given below

https://forms.gle/RBuVmtJ5AdcveFom8

2. The registration fee will be announced soon.

As a debate club, we arrange debate tournaments, sessions, workshops to develop confidence, communication and teamwork.

Raise your voice and be part of this creative community.

Photos from Mohsin College Debating Club-MCDC's post 05/12/2021

সম্প্রতি Prothom Alo কর্তৃক আয়োজিত "কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো জাগরণ উৎসব ২০২১ : আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতায় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ-Govt. Hazi Mohammad Mohsin College, Ctg

মহসিন কলেজ ডিবেটিং সোসাইটির পক্ষ হতে বিতর্ক দলের সদস্যরা ছিলেনঃ

১.মুস্তাকিম মহিউদ্দিন
২.আব্দুল্লাহ আবির
৩.মাহমুদা আক্তার

মহসিন কলেজ ডিবেটিং সোসাইটির পক্ষ হতে অভিনন্দন এবং ভবিষ্যৎ এর জন্য শুভকামনা ❣️

13/05/2021

May Allah open the doors of happiness and prosperity for you. Eid Mubarak to you and your family. Enjoy a blessed time during this Eid.

┏━━━━━ ﷽ ━━━━━┓
🤍 𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 🤍
┗━━━━━ ﷽ ━━━━━┛

03/05/2021

সম্প্রতি আয়োজিত MTB-LSS Earth Day Debate Championship 2021 বিতর্ক প্রতিযোগিতায় মহসিন কলেজ বিতর্ক ক্লাব হতে একটি দল অংশগ্রহণ করে।

এই প্রতিযোগিতায় মহসিন কলেজের দলটি বিভাগীয় পর্যায়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

দলের সদস্যরা হলেনঃ
মুস্তাকিম মহিউদ্দিন
মাহমুদা আকতার
মোহাম্মদ আয়মান আওসাফ

তাদের এই অর্জনের জন্য তাদের শুভেচ্ছা এবং ভবিষ্যৎ এর জন্য শুভকামনা ❣️

21/01/2021

Attention guys...📢📢

Our first workshop on 'Case Construction' will be held on 23th January,Saturday at 8.30 PM. The workshop will be taken by Shihab-Ar-Rashad,from CUETDS. He is also an alumni of our club.The workshop will be taken via 'Zoom' platform. Everyone should attend the workshop as it will help you guys to improve your debating skills. These workshop(s) are going to be very helpful for the debaters. So make sure that you are attending these workshop(s).

The zoom link will be given in the official facebook group of MCDC.

If you have any problem, just reach us through our page and let us know. Happy debating everyone....!!!!

💖

28/12/2020

ইতোমধ্যে আমাদের সদস্য নিয়োগের পর্ব শেষ হয়েছে। যারা যারা সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তাদের সকলকে ধন্যবাদ।
▪️এখন থেকেই আমাদের সকল কাজ শুরু হবে। আপনাদের সকলকে নিয়েই আমরা আমাদের পরবর্তী বিতর্ক চর্চা ও কর্মশালার কাজ শুরু করবো।
যেহেতু "মহসিন কলেজ ডিবেটিং ক্লাব"এ এমন অনেকেই আছে যারা অনেকদিন আগে থেকে বিতর্ক করছে আবার এমন অনেকেই আছে যারা নতুন শুরু করতে চায়। তাই আমরা এমনভাবে সবকিছু বাছাই করে নিয়েছি যাতে করে সকলেই বিতর্ক শেখার এবং বিতর্ক করার সুযোগ পায়। তবে তার জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।

🔹মহসিন কলেজ ডিবেটিং ক্লাবের সকল কাজ এখন থেকে একটি প্রাইভেট গ্রুপে হবে। গ্রুপের লিংক সবাইকে ইমেইল করে দেয়া হয়েছে। তাই সকলে নিজেদের মেইল চেক করে নিবেন। যদি কেও রেজিষ্ট্রেশন করার পরও মেইল না পেয়ে থাকেন অথবা যদি রেজিস্ট্রেশন ফর্মে ইমেইল আইডি না দিয়ে থাকেন তারা পেইজের ইনবক্সে মেসেজ দিয়ে জেনে নিবেন।
প্রাইভেট গ্রুপটিতে সব ধরনের আপডেট দেয়া হবে। আমরা কখন কি করবো সবকিছু সেখানে বিস্তারিত পেয়ে যাবেন।
তাই যারা গ্রুপটিতে এখনো যুক্ত হননি তাদের গ্রুপে যুক্ত হওয়ার অনুরোধ করা হচ্ছে।
🔸এছাড়া আমাদের একটি মেসেঞ্জার গ্রুপ আছে যেখানে মূলত আমাদের সকল আলোচনা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনাও সেখানে দেয়া হয়।
তাই যারা রেজিস্ট্রেশন করেছেন তারা সকলেই মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবেন।
যার জন্য।

আব্দুল্লাহ আবির:https://www.facebook.com/abeer.003
মোস্তাকিম মহিউদ্দীন :https://www.facebook.com/mostakim.mohiuddin
আয়মান আওসাফ:https://www.facebook.com/mdaiman.aousaf

এদের একজনকে ইনবক্সে নক দিয়ে বললেই হবে।
এরপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই পেইজে যোগাযোগ করবেন।
🔴আমরা চাই যাতে সকলে সঠিক নির্দেশনা মেনে একটু সময় দিয়ে কাজগুলো সম্পূর্ণ ডেডিকেশনের সাথে করে যেতে পারে।
মূলত আপনাদের সকলকে নিয়েই আমাদের পরবর্তী সকল কার্যক্রম পরিচালিত হবে।

27/12/2020

MCDC এর সদস্য নিবন্ধন কার্যক্রম এর সময় শেষ!!!
যারা যারা নিবন্ধন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।

যারা নিবন্ধন ফর্মটি পূরণ করেছেন,তাদের পরবর্তীতে কী কী করা লাগবে সেই সব বিষয়ে খুব শীঘ্রই পেইজ হতে নির্দেশনা দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য্য ধরুন আর আমাদের সঙ্গে থাকুন।

বিঃদ্রঃ কোনো প্রকার কোনো প্রশ্ন বা প্রয়োজনে পেইজে যোগাযোগ করুন।

Membership Registration -MCDC 26/12/2020

আর মাত্র একদিন বাকি!!!!

যারা এখনো নিবন্ধন করেন নি,তারা আর দেরি না করে অতি দ্রুততার সঙ্গে নিবন্ধন করে ফেলুন। নিজেকে একজন আদর্শ ব্যক্তিত্ব সম্পন্ন হিসেবে গড়ে তুলতে যুক্তির এই মহাযজ্ঞে যোগ দিন!

নিবন্ধন এর শেষ সময়ঃ
২৭ তারিখ রাত ৮ টা।

https://tinyurl.com/yaklvsvb

Membership Registration -MCDC Description

20/12/2020

অবশেষে অপেক্ষার পালা শেষ করে আমরা "মহসিন কলেজ ডিবেটিং ক্লাব"-র সদস্য নিয়োগের ফর্ম প্রকাশ করলাম।
বাংলা বিতর্কের পাশাপাশি ক্লাবটি এখন থেকে ইংরেজী বিতর্কের চর্চাও শুরু করবে এবং আগ্রহী সকলের জন্য উভয় বিতর্কের উপর পরবর্তীতে আমরা কর্মশালার আয়োজন করবো।
🔹মূলত বিতর্ক আমাদের আত্নবিশ্বাসের সাথে নিজের মতামত সকলের সামনে তুলে ধরতে সাহায্য করে এবং সকল বিষয়কে যুক্তি দিয়ে ভাবতে শেখায়।
◾মহসিন কলেজ ডিবেটিং ক্লাব এমন কিছু উৎসাহী ও অঙ্গীকারবদ্ধ সদস্য খুজছে যারা পরবর্তীতে নিরলসভাবে ক্লাবের জন্য কাজ করে যেতে পারবে।
▪️তাই আমরা মহসিন কলেজের ছাত্রছাত্রীদের ক্লাবের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।
যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা লিংকে দেয়া ফর্মটি পূরণ করুন।

https://tinyurl.com/yaklvsvb

18/12/2020

ব্যক্তিত্বের বিকাশে বিতর্ক একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের যুক্তিবোধ ও জ্ঞানের বিশালতাকে ছড়িয়ে দিতে বিতর্কের কোন তুলনা নেই। প্রত্যেকটি বিতর্কে যুক্তির চর্চা ও জ্ঞানের বিশালতা একটি অন্যতম বিনোদনের মাধ্যমও বটে। পক্ষ বিপক্ষ, সরকারি বিরোধী দলের যুক্তি, পাল্টাযুক্তি, যুক্তি খণ্ডন নিঃসন্দেহে উপভোগ্য ও নিঃসন্দেহে এর থেকে শেখা যায় অনেক কিছু। বিতর্কের আরেকটি গুণ হল এটি একজন ব্যক্তিকে সুন্দর উপস্থাপনা শেখাতে পারে। কি করে নিজের মতামত জ্ঞান ও যুক্তির সাহায্যে অপরের কাছে তুলে ধরা যায়, তা শেখায় বিতর্ক। এছাড়াও নেটওয়ার্কিং বৃদ্ধিরক্ষেত্রেও বিতর্ক অত্যন্ত উপকারি।পারলে এমন কাউকে জিজ্ঞাসা করুন যে বেশ কিছুদিন ধরেই বিতর্কের অংশ হয়ে আছে। তারা আপনাকে বলতে পারবে যে কীভাবে এটি তাদের জীবনকে আরও উন্নত করেছে। সুতরাং জ্ঞান যুক্তি ও সুন্দর মননের মানুষ হওয়ার জন্যে বিতর্কের বিকল্প মেলা দায়।

এই কথাটি মাথায় রেখে “Mohsin College Debating Club(MCDC)” নতুন সদস্য নিবন্ধনের কাজ খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছে। নিজেকে একজন আদর্শ ব্যক্তিত্ব সম্পন্ন হিসেবে গড়ে তুলতে যোগ দিন যুক্তির এই মহাযজ্ঞে!

30/04/2020

Perhaps this is the most underrated debate club in the circuit. No one ever seen this before officially announced cause from a college like Mohsin it's highly difficult to run an authorized debate club(at least the Ctg peeps can realize that hopefully) So,we've taken the initiative hoping the commencement will turn out comparatively better.Therefor we obviously need the support from the circuit so that we can thrive around the circuit relentlessly and organize some amazing fest. We want you guys to witness the relentlessness and struggling of some amazing debaters and the feel of a campus from the mountain. Getting the help from you guys can bring the true tranquility for us. Welcoming you for an amazing journey with us. Hope you guys will stay with us.
Thank you

Website