Koralia Takia Nesaria Sunnia Dakhil Madrasah
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Koralia Takia Nesaria Sunnia Dakhil Madrasah, Education, .
জরুরী নোটিশঃ
২০২২সালের দাখিল পরীক্ষার্থীদের যারা এখনো বোর্ড পরীক্ষার ফিসের টাকা জমা দিয়ে ফরম ফিলাপ করেন নাই তারা অবশ্যই আগামী ২০/০৪/২০২২ তারিখ সকাল ১১.০০ঘটিকার মধ্যে টাকা জমা দিয়ে ফরম ফিলাপ সম্পন্ন করার জন্যে নির্দেশ দেয়া হলো।
নির্ধারিত তারিখের পর আর কোন অভিযোগ গ্রহন করা হবেনা।
বিষয়টি অতীব জরুরী।
আদেশ ক্রমে
সুপার(ভারপ্রাপ্ত)
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে ২৪ রমজান পর্যন্ত স্ব শরীরে মাদরাসায় পাঠদান অব্যাহত থাকবে।
দাখিল পরীক্ষা-২০২২ এর ২৩ তম সপ্তাহের এসাইনমেন্টঃ
মাদরাসার শিক্ষার্থীদের জন্যঃ
মাদরাসার-৬ষ্ঠ,৭ম,৮ম,৯ম ও ১০ম-২০২২ সালের শিক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট নিচে দেয়া হলোঃ
২০২২ দাখিল পরীক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাস
মাদ্রাসার ৬ষ্ঠ,৭ম,৮ম,৯মও১০ম শ্রেণির ২য়ও৩য় সপ্তাহের এসাইনমেন্ট ঃ
এসাইনমেন্ট ২য়,৩য় সপ্তাহঃ
অমর একুশে ফেব্রুয়ারি -----------------------
করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা।
নোটিশঃ
অত্র মাদরাসার বর্তমান ৬ষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম,দাঃপঃ২০২২,দাঃপঃ২০২১এর যে সকল ছাত্র/ছাত্রী কোভিড-১৯ এর ১ম ডোজ টিকা গ্রহন করেছো তাদেরকে আগামী ২৪/০২/২০২২তারিখ রোজ-বৃহস্পতিবার দুপুর ১২ টা সময়ের ভিতরে ২কপি জন্মনিবন্ধন ফটোকপি সহ চিকনছড়া ইউনিয়ন পরিষদে ২য় ডোজ ভ্যাক্সিন গ্রহন করার জন্যে নির্দেশ দেয়া হলো।
বিষয়টি অতীব জরুরী।
নির্দেশক্রমে
সুপার(ভারপ্রাপ্ত)
আবশ্যকঃ
জরুরি ভিত্তিতে আকর্ষনীয় বেতনে নূরানী ট্রেনিংপ্রাপ্ত একজন শিক্ষক নিয়োগ দেয়া হবে।আগ্রহী প্রার্থীকে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করাগেল।
সুপার(ভারপ্রাপ্ত)
করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা।
মোবাইলঃ০১৩০৯১০৪৩৭৭
০১৮১৪৪২৮৪৫০।
২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের ১১তম ও ১২তম সপ্তাহের এসাইনমেন্টঃ
২০২২সালের দাখিল পরীক্ষার্থীদের জন্যে ৯ম সপ্তাহের এসাইনমেন্টঃ
করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় NTRCA কর্তৃক সুপারিশ প্রাপ্ত নতুন সহকারী শিক্ষক(ইংরেজি)
জরুরী নোটিশঃ
করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠশ্রেণি থেকে ১০মশ্রেণি পর্যন্ত এবং দাখিল পরীক্ষার্থী-২০২২ও২০২১ সালের(১২বছর থেকে ১৮বছরের) সকল ছাত্র/ছাত্রীদেরকে আগামী ২১/০১/২০২২তারিখ শুক্রবার সকাল ১১ঘটিকার সময় বাগান বাজার ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ফাইজারের ভ্যাক্সিন প্রদান করাহবে।
সকল ছাত্র/ছাত্রীদেরকে নিজ দায়িত্বে অভিভাবকসহ সকাল ১০.০০ঘটিকার সময় বাগান বাজার ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকার জন্যে নির্দেশ প্রদান করাহলো।
বিঃদ্রঃ প্রত্যেক ছাত্র/ছাত্রীর ২কপি জন্মনিবন্ধন সনদের ফটোকপি সাথে আনতে হবে।
আদেশক্রমেঃসুপার(ভারপ্রাপ্ত)
প্রয়োজনে-০১৩০৯-১০৪৩৭৭
বিষয়টি অতীব জরুরী।
করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ২০২১সালের দাখিল পরীক্ষার বোর্ড ফলাফল।আলহামদুলিল্লাহ শতভাগ পাশ।সকলের নিকট দোয়ার আরজ।
নিয়োগ বিজ্ঞপ্তি
ভূজপুর থানার অন্তর্গত বাগানবাজার উনিয়নে অবস্থিত করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সংলগ্ন নূরাণী বিভাগে উদ্যমী পরিশ্রমী অভিজ্ঞ নূরাণী ট্রেনিংপ্রাপ্ত একজন শিক্ষক জরুরী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।বেতন আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।আগ্রহী প্রার্থীদেরকে আবেদন সহ যোগাযোগ করার জন্যে আহবান করা হলো।
যোগাযোগের নং-০১৩০৯১০৪৩৭৭
০১৮১৪৪২৮৪৫০।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।সম্মানিত অভিভাবকবৃন্দ!ঐতিহ্যবাহী করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন।আপনাদের সন্তানকে দ্বীনিশিক্ষা,নৈতিকতার শিক্ষাসহ দেশের সু নাগরিক হিসেবে গড়ে তুলার লক্ষ্যে ২০২২সাল থেকে নূরানী ১ম জামায়াত থেকে শুরু করে ৯ম শ্রেণি পর্যন্ত ছাত্র/ছাত্রী ভর্তি চলছে।আগ্রহী অভিভাবকগণ অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করে আপনাদের সন্তানকে ভর্তি করানোর জন্যে অনুরোধ করছি।জানুয়ারী -২০২২সালের ১তারিখে নতুন কিতাব বিতরণ করা হবে।জানুয়ারীর ২তারিখ থেকে যথারীতি ক্লাস চলবে ইনশাআল্লাহ।
অনুরোধ ক্রমে
সুপার(ভারপ্রাপ্ত)
আলাপনঃ০১৩০৯১০৪৩৭৭
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী আপনাদের আদরের ছেলে-মেয়েকে দ্বীনি ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে দেশের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে ঐতিহ্যবাহী করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় ভর্তি করানোর জন্যে বিশেষ ভাবে অনুরোধ করছি।
পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)ও দাখিল পরীক্ষা-২০২১উপলক্ষে ঐতিহ্যবাহী করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় অদ্য ০৬/১১/২০২১ইং সকাল ১১টা থেকে খতমে কোরান,খতমে তাহলীল,খতমে ইউনুস আদায় করাহয়।দুপুর ১২টা থেকে ১টা১৫মিনিট পর্যন্ত মাদরাসার শিক্ষকমন্ডলী ও ছাত্র/ছাত্রীর বক্তব্য পবিত্র কোরান তিলাওয়াত ও হামদে বারী তায়ালা -নাতে রাসুল(সাঃ) গাওয়ার মাধ্যমে শুরুহয়।সালাতুজ্জোহর আদায়ের পর মিলাদ শরিফ পাঠশেষ করে দাখিল পরীক্ষার্থী সহ সকল শিক্ষক /শিক্ষিকা,কর্মচারী,মাদরাসার পরিচালনা কমিটি,অভিভাবক,সকল ছাত্র/ছাত্রীর সুস্থতাসহ,দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করাহয়।
নোটিশ
এতদ্বারা অত্র করালিয়া তাকিয়া নেছারিয়া ছুন্নিয়া দাখিল মাদরাসার সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছেযে,আগামী ০৬/১০/২০২১তারিখ রোজ বুধবার পবিত্র আখেরী চাহার সোম্বাহ উপলক্ষে মাদরাসার যাবতীয় কার্য্যক্রম বন্ধ থাকিবে। আগামী ০৭/১০/২০২১তারিখ রোজ বৃহস্পতিবার যথারীতি মাদরাসা খোলা থাকিবে।
নির্দেশক্রমেঃ
সুপার(ভারপ্রাপ্ত)
দাখিল পরীক্ষা-২০২১এর প্রকাশিত সময়সূচিঃ
অদ্য ১৫/০৯/২০২১ইং দুপুর ১২ঃ৩০টার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় আকস্মিকভাবে মাদরাসা পরিদর্শন করেন। পরিদর্শনে মাদরাসার সকল শিক্ষক/কর্মচারীদের উপস্থিত পেয়েছেন। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এবং প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা পরিদর্শনকরে সন্তোষ প্রকাশ করেছেন।
২০২২সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য ৮ম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশঃ
দাখিল পরীক্ষা -২০২১সালের পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের এসাইনমেন্টঃ
১৫ই আগষ্ট ২০২১ মাদ্রাসা মিলনায়তনে,,,,,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জরুরী নোটিশঃ
এতদ্বারা করালিয়া তাকিয়া নেছারিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসার সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছেযে,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের স্মারক নং-৩৭.১০.১৫৩৩.০০০.৩১৫.২০১৩-৪৩(১০২)তারিখঃ০৩/০৮/২০২১ মোতাবেক সরকারী নির্দেশনার আলোকে স্বাধীনতার মহান স্হপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে অত্র প্রতিষ্ঠানে আগামী ১৫ ই আগস্ট-২০২১ রোজ-রবিবার জাতীয় কর্মসূচীর সাথে সংহতি রেখে কর্মসূচী পালন করাহবে।সকল ছাএ/ছাএী,শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীদেরকে যথাযথ স্বাস্হ্যবিধি অনুসরন পূর্বক সকাল ০৯.০০ ঘটিকায় মাদ্রাসায় হাজির থাকার জন্যে নির্দেশক্রমে অনুরোধ করাহলো।
বিষয়টি অতীব জরুরী।
সুপার(ভারপ্রাপ্ত)
নোটিশ
এত দ্বারা করালিয়া তাকিয়া নেছারিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসার(২০২১-২০২২)সেশনে বর্তমান ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাএ/ছাএীদের অবগতির জন্যে জানানো যাচ্ছেযে,মাদ্রাসা শিক্ষাবোর্ডের নির্দেশের আলোকে ১২/০৮/২০২১তারিখ থেকে ৩১/০৮/২০২১তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্য্যক্রম শেষ করতে হবে।তাই ৯ম শ্রেণির ছাত্র/ছাত্রীদেরকে মাদ্রাসায় যোগাযোগ করে রেজিস্ট্রেশন কার্য্যক্রম সম্পন্ন করার জন্যে নির্দেশ দেয়া হলো।
সুপার(ভারপ্রাপ্ত)
০১৮১৪-৪২৮৪৫০