Antar Deb

Antar Deb

It's possible, you can never know, that the universe exists only for me. If so, it's sure going well for me, I must admit

~ Bill Gates

17/03/2024

পর্যায় সারণির 118 টি মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)
রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় ।

2.হিলিয়াম (He)
গ্যাস বেলুনে ব্যবহার হয় ।

3.লিথিয়াম ( Li)
ব্যাটারি তৈরিতে ব্যবহার হয় ।

4.বেরিলিয়াম (Be)
মহাকাশযান তৈরিতে ব্যবহার হয় ।

5.বোরন (B)
খেলার সামগ্রী তৈরিতে ব্যবহার হয় ।

6.কার্বন (C)
হীরা তৈরিতে ব্যবহার হয় ।

7.নাইট্রোজেন ( N )
সার তৈরিতে ব্যবহার হয় ।

8.অক্সিজেন (O)
নিঃশ্বাসের সময় আমরা ব্যবহার করি ।

9.ফ্লোরিন (F)
পেস্ট তৈরিতে ব্যবহার হয় ।

10.নিয়ন (Ne)
বিজ্ঞাপনী লাইটে ব্যবহার হয় ।

11.সোডিয়াম (Na)
লবণে পাওয়া যায় ।

12.ম্যাগনেশিয়াম (Mg)
মশাল তৈরিতে ব্যবহার হয় ।

13.অ্যালুমিনিয়াম (Al)
বিমান তৈরিতে ব্যবহার হয় ।

14.সিলিকন (Si)
কাঁচের গ্লাস তৈরিতে ব্যবহার হয় ।

15.ফসফরাস (P)
ম্যাচ তৈরিতে ব্যবহার হয় ।

16.সালফার (S)
কামানের গোলা তৈরিতে ব্যবহার হয় ।

17.ক্লোরিন (C)
সুইমিং পুলে ব্যবহার হয় ।

18.আর্গন (Ar)
গ্যাস ঝালাই'র কাজে ব্যবহার হয় ।

19.পটাশিয়াম (K)
সার তৈরিতে ব্যবহার হয় ।

20.ক্যালসিয়াম (Ca)
ওষুধ তৈরিতে ব্যবহার হয় ।

21.স্ক্যানডিয়াম (Sc)
সাইকেল তৈরিতে ব্যবহার হয় ।

22.টাইটেনিয়াম(Ti)
যুদ্ধ বিমান তৈরিতে ব্যবহার হয় ।

23.ভ্যানাডিয়াম (V)
স্প্রিং তৈরিতে ব্যবহার হয় ।

24.ক্রোমিয়াম (Cr)
গাড়ি তৈরিতে ব্যবহার হয় ।

25.ম্যাঙ্গানিজ (Mn)
শক্তিশালী যন্ত্র তৈরিতে ব্যবহার হয় ।

26.আয়রন (Fe)
ব্রিজ তৈরিতে ব্যবহার হয় ।

27.কোবাল্ট (Co)
চুম্বক তৈরিতে ব্যবহার হয় ।

28.নিকেল (Ni)
কয়েন তৈরিতে ব্যবহার হয় ।

29.কপার (Cu)
বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে ব্যবহার হয় ।

30.জিংক (Zn)
পিতলের তৈরি জিনিসে ব্যবহার হয় ।

31.গ্যালিয়াম (Ga)
কম্পিউটার তৈরিতে ব্যবহার হয় ।

32.জার্মিনিয়াম (Ge)
ক্যামেরার লেন্স তৈরিতে ব্যবহার হয় ।

33.আর্সেনিক (As)
LED লাইট তৈরিতে ব্যবহার হয় ।

34.সেলেনিয়াম (Se)
ফটোকপি মেশিনে ব্যবহার হয় ।

35.ব্রোমিন (Br)
ফ্লিম তৈরিতে ব্যবহার হয় ।

36.ক্রিপ্টন (Kr)
ফ্লাস লাইট তৈরিতে ব্যবহার হয় ।

37.রুবিডিয়াম (Rb)
সৌর বিদ্যুৎ যন্ত্রে ব্যবহার হয় ।

38.স্ট্রনটিয়াম (Sr)
আতসবাজি তৈরিতে ব্যবহার হয় ।

39.ইত্রিয়াম ( Y )
লেজার কাটিং যন্ত্রে ব্যবহার হয় ।

40.জিরকোনিয়াম (Zr)
অপারেশনের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয় ।

41.নায়োবিয়াম (Nb)
দ্রুত গতি সম্পন্ন ম্যাগ লেভ ট্রেন তৈরিতে ব্যবহার হয় ।

42.মলিবডেনাম (Mo)
কাটিং টুলস তৈরিতে ব্যবহার হয় ।

43.টেকনিশিয়াম (Tc)
সিটি স্ক্যান যন্ত্র তৈরিতে ব্যবহার হয় ।

44.রুথিনিয়াম (Ru)
বৈদ্যুতিক সুইচ তৈরিতে ব্যবহার হয় ।

45.রোডিয়াম (Rh)
সার্চ লাইট তৈরিতে ব্যবহার হয় ।

46.প্যালাডিয়াম (Pd)
ধোঁয়া দূষণ রোধে ব্যবহার হয় ।

47.সিলভার (Ag)
অলঙ্কার তৈরিতে ব্যবহার হয় ।

48.ক্যাডমিয়াম (Cd)
রঙ তৈরিতে ব্যবহার হয় ।

49.ইন্ডিয়াম (In)
LCD মনিটর তৈরিতে ব্যবহার হয় ।

50.টিন (Sn)
কৌটা তৈরিতে ব্যবহার হয় ।

51.অ্যান্টিমনি (Sb)
চোখের কাজল তৈরিতে ব্যবহার হয় ।

52.টেলুরিয়াম (Te)
টায়ার তৈরিতে ব্যবহার হয় ।

53.আয়োডিন (I)
লবণে ব্যবহার করা হয় ।

54.জেনন (Xe)
লাইট হাউজে ব্যবহার হয় ।

55.সিজিয়াম (Cs)
পারমাণবিক ঘড়ি তৈরিতে ব্যবহার হয় ।

56.বেরিয়াম (Ba)
এক্স রে তৈরিতে ব্যবহার হয় ।

57.ল্যন্হানাম (La)
টেলিস্কোপ তৈরিতে ব্যবহার হয় ।

58.সিরিয়াম (Ce)
লাইটার তৈরিতে ব্যবহার হয় ।

59.প্রেজিওডিমিয়াম (Pr)
তেজস্ক্রিয়তা রোধক চশমা তৈরিতে ব্যবহার হয় ।

60.নিওডিমিয়াম (Nd)
ইলেকট্রিক গাড়ি তৈরিতে ব্যবহার হয় ।

61.প্রোমিথিয়াম (Pm)
ডায়াল তৈরিতে ব্যবহার হয় ।

62.সামারিয়াম (Sm)
প্লেনের ইলেকট্রিক মটরে ব্যবহার হয় ।

63.ইউরোপিয়াম (Eu)
রঙিন টেলিভিশন তৈরিতে ব্যবহার হয় ।

64.গ্যাডোলিনিয়াম (Gd)
MRI যন্ত্রে ব্যবহার হয় ।

65.টারবিয়াম (Tb)
টিউব লাইট তৈরিতে ব্যবহার হয় ।

66.ডিসপ্রোজিয়াম (Dy)
উপাদানের সূক্ষ্মতা পরিমাপে ব্যবহার হয় ।

67.হলমিয়াম (Ho)
লেজার তৈরিতে ব্যবহার হয় ।

68.এরবিয়াম (Er)
অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহার হয় ।

69.থিউলিয়াম (Tm)
চোখের লেজার সার্জারিতে ব্যবহার হয় ।

70.ইতের্বিয়াম (Yb)
লেজার ফাইবার তৈরিতে ব্যবহার হয় ।

71.লিউটেশিয়াম (Lu)
ফটো ডাইনোমিক মেডিসিনে ব্যবহার হয় ।

72.হাফনিয়াম (Hf)
সাবমেরিন তৈরিতে ব্যবহার হয় ।

73.ট্যানটালাম (Ta)
মোবাইল ফোন তৈরিতে ব্যবহার হয় ।

74.টাংস্টেন (W)
বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরিতে ব্যবহার হয় ।

75.রোনিয়াম (Re)
রকেট ইঞ্জিনে ব্যবহার হয় ।

76.ওসমিয়াম (Os)
কলম তৈরিতে ব্যবহার হয় ।

77.ইরিডিয়াম (Ir)
স্পার্ক প্লাগ তৈরিতে ব্যবহার হয় ।

78.প্লাটিনাম (Pt)
গবেষণা কাজের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয় ।

79.গোল্ড (Au)
অলঙ্কার তৈরিতে ব্যবহার হয় ।

80.মার্কারি (Hg)
উচ্চ তাপমাত্রা মাপার থার্মোমিটার তৈরিতে ব্যবহার হয়

81.থ্যালিয়াম (Ti)
শীতলতা মাপার থার্মোমিটার তৈরিতে ব্যবহার হয় ।

82.লেড (Pb)
বন্দুকের গুলি তৈরিতে ব্যবহার হয় ।

83.বিসমাথ(Bi)
আগুন নেভানোর যন্ত্রে ব্যবহার হয় ।

84.পেলোনিয়াম (Po)
এন্টি-স্ট্যাটিক ব্রাশ তৈরিতে ব্যবহার হয় ।

85.অ্যাসটেটিন (At)
তেজস্ক্রিয় ওষুধ তৈরিতে ব্যবহার হয় ।

86.রেডন (Rn)
টিউমার , ক্যান্সার নিরাময়ের কাজে ব্যবহার হয় ।

87.ফ্রান্সিয়াম (Fr)
পারমাণবিক গবেষণার কাজে ব্যবহার হয় ।

88.রেডিয়াম (Ra)
ঘড়ি, যানবাহনের নির্দেশকে ব্যবহার হয় ।

89.অ্যাক্টিনিয়াম (Ac)
রেডিও ইমিউনোথেরাপিতে ব্যবহার হয় ।

90.থোরিয়াম (Th)
গ্যাস বাতি তৈরিতে ব্যবহার হয় ।

91. প্রোট্যাকটিনিয়াম (Pa)
উচ্চ তেজস্ক্রিয়তার কারনে গবেষণা ছাড়া কোনো কাজে ব্যবহার হয় না ।

92.ইউরেনিয়াম (U)
পারমাণবিক চুল্লির প্রধান উপাদান ।

93.নেপচুনিয়াম (Np)
মহাকাশযানের জেনারেটরে , নিউট্রন নির্দেশক হিসেবে ব্যবহার হয় ।

94.প্লুটোনিয়াম (Pu)
পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার হয় ।

95.আমেরিসিয়াম (Am)
ধোঁয়া নির্ণয় যন্ত্রে ব্যবহার হয় ।

96.কিউরিয়াম (Cm)
খনিজ পদার্থ অনুসন্ধানের কাজে ব্যবহার হয় ।

97.বার্কেলিয়াম (Bk)
তেমন কোনো কাজে ব্যবহার হয় না ।

98.ক্যালিফোর্নিয়াম (Cf)
খনিজ পদার্থ অনুসন্ধানের কাজে ব্যবহার হয় ।

99.আইনস্টাইনিয়াম (Es) থেকে 103.লরেনসিয়াম (Lr)
এগুলো প্রকৃতিতে পাওয়া যায় না, অতিমাত্রায় বিষাক্ত পদার্থ, শুধুমাত্র আণবিক গবেষণা ছাড়া কোনো কাজে ব্যবহার হয় না ।

104.রাদারফোর্ডিয়াম (Rf) থেকে 118.ওগানেসন (Og)
এগুলো বৈজ্ঞানিক গবেষণার বাইরে কোনো কাজে ব্যবহার হয় না ।
ধন্যবাদ সবাইকে । ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

23/10/2023

🎯 Important Shortcuts Keys For Computer

CTRL+A. . . . . . . . . . . . . . . . . Select All CTRL+C. . . . . . . . . . . . . . . . . Copy
CTRL+X. . . . . . . . . . . . . . . . . Cut
CTRL+V. . . . . . . . . . . . . . . . . Paste
CTRL+Z. . . . . . . . . . . . . . . . . Undo
CTRL+B. . . . . . . . . . . . . . . . . Bold
CTRL+U. . . . . . . . . . . . . . . . . Underline
CTRL+I . . . . . . . . . . . . . . . . . Italic
F1 . . . . . . . . . . . . . . . . . . . . . . Help
F2 . . . . . . . . . . . . . . . . . . . . . Rename selected object
F3 . . . . . . . . . . . . . . . . . . . . . Find all files
F4 . . . . . . . . . . . . . . . . . . . . . Opens file list drop-down in dialogs
F5 . . . . . . . . . . . . . . . . . . . . . Refresh current window
F6 . . . . . . . . . . . . . . . . . . . . . Shifts focus in Windows Explorer
F10 . . . . . . . . . . . . . . . . . . . . Activates menu bar options
ALT+TAB . . . . . . . . . . . . . . . . Cycles between open applications
ALT+F4 . . . . . . . . . . . . . . . . . Quit program, close current window
ALT+F6 . . . . . . . . . . . . . . . . . Switch between current program windows
ALT+ENTER. . . . . . . . . . . . . . Opens properties dialog
ALT+SPACE . . . . . . . . . . . . . . System menu for current window
ALT+¢ . . . . . . . . . . . . . . . . . . opens drop-down lists in dialog boxes
BACKSPACE . . . . . . . . . . . . . Switch to parent folder
CTRL+ESC . . . . . . . . . . . . . . Opens Start menu
CTRL+ALT+DEL . . . . . . . . . . Opens task manager, reboots the computer
CTRL+TAB . . . . . . . . . . . . . . Move through property tabs
CTRL+SHIFT+DRAG . . . . . . . Create shortcut (also right-click, drag)
CTRL+DRAG . . . . . . . . . . . . . Copy File
ESC . . . . . . . . . . . . . . . . . . . Cancel last function
SHIFT . . . . . . . . . . . . . . . . . . Press/hold SHIFT, insert CD-ROM to bypass auto-play
SHIFT+DRAG . . . . . . . . . . . . Move file
SHIFT+F10. . . . . . . . . . . . . . . Opens context menu (same as right-click)
SHIFT+DELETE .

20/10/2023

আজ বাজে মনের মাঝে আগমনের গান, জগৎ জননী মাকে করি আহ্বান- সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা।

🔰☘️শুভ মহাষষ্ঠী ☘️🔰

13/10/2023

মহালায়া মানেই কানে কানে বীরেন্দ্রকিশোর ভদ্র।😇💜
হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমণে আগমনীর খবর পেয়ে বনের পাখি উঠল গেয়ে শিশির ভেজা নতুন ভরে মা আসছেন আলো করে। নীল নীল আকাশের দূর সীমানায় খুশিতে আকুল মন উড়ে যেতে চায় শরতের ঈশারায় পুজোর গন্ধ ছড়ায় উড়ে যাওয়া পাখিদের ডানায় ডানায়। মহালয়ার এই দিনে অশুভ শক্তির বিনাশ হয়ে জাগরিত হবে শুভ শক্তি✨❤️




https://instagram.com/antar_kanti_deb?igshid=NzZlODBkYWE4Ng==

https://www.facebook.com/profile.php?id=100075862031863&mibextid=ZbWKwL

06/09/2023

শুভ জন্মাষ্টমী! মঙ্গলময় চিন্তা ও কর্মে বিকশিত হোক সবার জীবন।

10/07/2022

Useful information ℹ️

27/06/2022

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত তথ্য:-
✅প্রাথমিক শিক্ষা আইন জারি
– ১৯৭৪ সালে।
✅প্রাথমিক শিক্ষা জাতীয় করণ
– ১৯৭৩ সালে।
✅সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রবর্তিত
- ১৯৮০ সালে।
✅বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ
- ১৯৯০ সালে।
✅বাধ্যতামূল প্রাথমিক শিক্ষা চালু
- ১ জানু. ১৯৯২ সালে।
✅দেশব্যাপী বাধ্যতামূলক
- ১ জানু. ১৯৯৩ সালে।
✅বিনামূল্যে পাঠ্যপুস্তক দেয়ার নির্দেশ
- ২০০৯ সালে।
✅বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
- ২০১০ সালে।
✅সকল শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হয়
=২০১১ সালে।
✅জতীয় বই দিবস
- ১ জানুয়ারি
✅ প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করে
=DPE
✅ প্রাথমিক শিক্ষার শিক্ষকদের প্রশিক্ষণ Institute
=PTI
✅ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
= ৮ সেপ্টেম্বর

সংগৃহীত

27/06/2022

বিশ্বের সব থেকে দীর্ঘতম সেতুর মধ্যে পদ্মাসেতুর অবস্থান ১২২ তম।
১ম স্থানে আছে চীনের একটি সেতু, যেটার দৈর্ঘ্য ১৬৪ কি.মি.।

25/06/2022

নাম: পদ্মা সেতু
দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটার
ভায়াডাক্ট (স্থলভাগে সেতুর অংশ) সহ দৈর্ঘ্য: ৯.৮৩ কিলোমিটার
প্রস্ত: ২১.৬৫ মিটার
মোট পিলারের সংখ্যা: ৪২টি
স্প্যানের সংখ্যা: ৪১টি
প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য: ১৫০ মিটার
স্প্যানগুলোর মোট ওজন: ১,১৬,৩৮৮টন
প্রতিটি পিলারে নিচে পাইলের সংখ্যা: ৬টি (কিছু কিছু পিলারে ৭টি পাইলও দেওয়া হয়েছে)

পাইলের ব্যাস: ৩ মিটার
পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য: ১২৮ মিটার
মোট পাইলের সংখ্যা: ২৬৪টি ( ভায়াডাক্টের পিলারের পাইলসহ ২৯৪টি)
জমি অধিগ্রহণ: ৯১৮ হেক্টর
ব্যবহৃত স্টিলের পরিমাণ : ১,৪৬,০০০ মেট্রিক টন

নির্মাণ কাজ শুরু: ৭ই ডিসেম্বর ২০১৪
মূল সেতুর নির্মাণ কাজ শুরু: মাওয়া প্রান্তে ৬ নম্বর পিলারের কাজ দিয়ে
সক্ষমতা: দৈনিক ৭৫ হাজার যানবাহন

পানির স্তর থেকে সেতুর উচ্চতা: ১৮ মিটার
পদ্মা সেতুর আকৃতি: ইংরেজি এস (S) অক্ষরের মতো
ভূমিকম্প সহনশীলতা: রিক্টার স্কেলে ৮ মাত্রার কম্পন

এপ্রোচ রোডের দৈর্ঘ্য: ১২ কিলোমিটার
নদীশাসন: ১৬.২১ কিলোমিটার
সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর
সেতুর মোট ব্যয়: ৩০,১৯৩.৩৯ কোটি

ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে এমন জেলার সংখ্যা: ২১টি
সরাসরি উপকারভোগী মানুষের সংখ্যা: দক্ষিণপশ্চিমাঞ্চলের ৩ কোটি মানুষ

যেসব দেশের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা কাজ করেছেন: চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অট্রেলিয়া, নিউজিল্যান্ড, ন্যাদারল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ডেনমার্ক, ইতালি, মালয়েশিয়া, কলম্বিয়া, ফিলিপাইন, থাইওয়ান, নেপাল ও দক্ষিণ আফ্রিকা।

প্রকল্পের অঙ্গ(component) ভিত্তিক ব্যয় বিভাজন:

ক) মূল সেতুর ব্যয়: ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন টাওয়ার ও গ্যাস লাইনের ব্যয়সহ ১১,৯৩৮.৬৩ কোটি টাকা (বরাদ্দ ১২,১৩৩.৩৯ কোটি টাকার বিপরীতে)

খ) নদীশাসন কাজ: ৮,৭০৬.৯১ কোটি টাকা (৯,৪০০ কোটি টাকার বিপরীতে)

গ) অ্যাপ্রোচ রোড: ২টি টোল প্লাজা, ২টি থানা বিল্ডিং ও ৩টি সার্ভিস এরিয়াসহ ১৮৯৫.৫৫ কোটি টাকা (১৯০৭.৬৮ কোটি টাকার বিপরীতে )

ঘ) পুনর্বাসন ব্যয়: ১,১১৬.৭৬ কোটি টাকা (১,৫১৫ কোটি টাকার বিপরীতে)

ঙ) ভূমি অধিগ্রহণ: ২৬৯৮.৭৩ কোটি টাকা

চ) পরিবেশ: ২৬.৭২ কোটি (১২৯.০৩ কোটি টাকা)

ছ) অন্যান্য বেতন ভাতা, পরামর্শক, সেনা নিরাপত্তা ইত্যাদি: ১৩৪৮.৭৮ কোটি (২৪০৯.৫৬ কোটি টাকার বিপরীতে)

প্রকল্পের মোট অনুমোদিত ব্যয়: ২৭,৭৩২.০৮ কোটি টাকা (৩০১৯৩.৩৯ কোটি টাকার বিপরীতে)

সেতু উদ্বোধন: ২৫ জুন ২০২২।

(তথ্যসূত্র: পদ্মা সেতু প্রকল্প অফিস, ক্যাবিনেট ডিভিশন, সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতার কপি; আপডেট: ২৩ জুন ২০২২)

14/06/2022

বাংলাদেশের সকল দিবস জেনে রাখুন

০১। জাতীয় শিক্ষক দিবস- ১৯ জানুয়ারী
০২। জাতীয় পতাকা দিবস - ২ মার্চ
০৩। বিশ্ব নারী দিবস- ৮ মার্চ
০৪। শিশু দিবস- ১৭ মার্চ
০৫। বিশ্ব আবহাওয়া দিবস- ২৩ মার্চ
০৬। স্বাধীনতা দিবস- ২৬ মার্চ
০৭। বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল
০৮। মুজিবনগর দিবস- ১৭ এপ্রিল
০৯। বিশ্ব মেধা সম্পদ দিবস- ২৬ এপ্রিল
১০। মহান মে দিবস- ১ মে
১১। আন্তর্জাতিক শিশু দিবস- ৪ মে
১২। বিশ্ব মা দিবস- ১৩ মে
১৩। বিশ্ব পরিবার দিবস- ১৫ মে
১৪। বিশ্ব টেলিযোগাযোগ দিবস- ১৭ মে
১৫। নিরাপদ মাতৃত্ব দিবস- ২৮ মে
১৬। বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১ মে
১৭। বিশ্ব পরিবেশ দিবস- ৫ জুন
১৮। ছয় দফা দিবস- ৭ জুন
১৯। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- ১২ জুন
২০। পলাশী দিবস- ২৩ জুন
২১। বিশ্ব সংগীত দিবস- ২১ জুন
২২। জন্ম নিবন্ধন দিবস- ৩ জুলাই
২৩। বিশ্ব সমবায় দিবস- ৭ জুলাই
২৪। মুসক দিবস- ১০ জুলাই
২৫। বিশ্ব জন সংখ্যা দিবস- ১১ জুলাই
২৬। ম্যান্ডেলা দিবস- ১৮ জুলাই
২৭। বিশ্ব বাঘ দিবস- ২৯ জুলাই
২৮। হিরোশিমা দিবস- ৬ আগস্ট
২৯। বিশ্ব যুব দিবস- ১২ আগস্ট
৩০। জাতীয় শোক দিবস- ১৫ আগস্ট
৩১। বিশ্ব স্বাক্ষরতা/ নিরক্ষরতা দিবস- ৮ সেপ্টেম্বর
৩২। জাতীয় আয়কর দিবস- ১৫ সেপ্টেম্বর
৩৩। মহান শিক্ষা দিবস- ১৭ সেপ্টেম্বর
৩৪। শিক্ষক দিবস- ৫ অক্টোবর
৩৫। বিশ্ব ডাক দিবস- ৯ অক্টোবর
৩৬। বিশ্ব খাদ্য দিবস- ১৬ অক্টোবর
৩৭। জাতীয় সড়ক নিরাপদ দিবস- ২২ অক্টোবর
৩৮। জেলহত্যা দিবস- ৩ নভেম্বর
৩৯। সংবিধান দিবস- ৪ নভেম্বর
৪০। সশস্ত্রবাহিনী দিবস- ২১ নভেম্বর
৪১। মুক্তিযুদ্ধা দিবস/ বিশ্ব এইডস দিবস- ১ ডিসেম্বর
৪২। রোকেয়া দিবস- ৯ ডিসেম্বর
৪৩। বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর
৪৪। শহীদ বুদ্ধিজীবী দিবস- ১৪ ডিসেম্বর
৪৫। বিজয় দিবস- ১৬ ডিসেম্বর
৪৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারি
৪৭। সুন্দরবন দিবস - ১৪ ফেব্রুয়ারি
৪৮। জাতীয় আয়কর দিবস- ৩০ নভেম্বর
৪৯। মূসক দিবস- ১০ ডিসেম্বর
৫০। জাতীয় বিমা দিবস- ১মার্চ
৫১। জাতীয় গণহত্যা দিবস- ২৫মার্চ

পরবর্তী আপডেট ধারাবাহিক ভাবে পাওয়ার জন্য রিকোয়েস্ট বা ফলো করো।

collected

14/06/2022

পৃথিবীর সবচেয়ে বড় ইংরেজি শব্দ:

"Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis"

বাংলাঃ
(নিউমনোআলট্রামাইক্রোস্কোপিকসিলিকোভলকানোকোনিওসিস)

- এটি ফুসফুসের একটি রোগের নাম। আর এটিই পৃথিবীর সবচেয়ে বড় ইংরেজি শব্দ।
এখানে ৪৫ টি বর্ণ আছে।

13/06/2022

💝💝যেকোন চাকরির জন্য আবশ্যিক সাধারণ জ্ঞান
একবার পড়ে নেই...

1. 🌄সূর্যোদয়ের দেশ -জাপান।
2.ℹ️ভূমিকম্পের শহর- ফিলাডেলফিয়া ( মার্কিন যুক্তরাষ্ট্র)
3.📗নিষিদ্ধ শহর -- লাসা
4.📗নিষিদ্ধ দেশ-- তিব্বত
5.💎মুক্তার দ্বীপ - বাহরাইন।
6.💎মুক্তার দেশ - কিউবা।
7.💎পান্নার দ্বীপ- আয়ারল্যান্ড।
8.💒পবিত্র পাহাড়- ফুজিয়ামা, জাপান।
9.⛪পবিত্র ভূমি- জেরুজালেম।
10.💒পবিত্র দেশ- ফিলিস্তিন।
11.ℹ️পৃথিবীর কেন্দ্র রাজধানী বলা হয় - মক্কা
12.🌄নিশীথ সূর্যের দেশ- নরওয়ে।
13.🏞️হাজার দ্বীপের দেশ-আইসল্যান্ড
14.🏞️হাজার হ্রদের দেশ- ফিনল্যান্ড ।
15.🏕️দ্বীপের মহাদেশ- ওশেনিয়া।
16.🏕️দ্বীপের নগরী- ভেনিস।
17.ℹ️সোনালী তোরণের দেশ- সানফ্রান্সিসকো।
18.ℹ️সোনালী প্যাগোডার দেশ- মায়ানমার।
19.ℹ️দক্ষিণের গ্রেট ব্রিটেন- নিউজিল্যান্ড।
20.ℹ️প্রাচ্যের গ্রেট ব্রিটেন - জাপান।
21.ℹ️প্রাচ্যেও ম্যানচেস্টার- ওসাকা, জাপান।
22.ℹ️ধীবরের দেশ- নরওয়ে
23.ℹ️আগুনের দ্বীপ- আইসল্যান্ড।
24.💚ইউরোপের প্রবেশদ্বার -- ভিয়েনা
25.💚ইউরোপের রুগ্ন মানুষ- তুরস্ক।
26.💚ইউরোপের ক্রীড়াঙ্গন- সুইজারল্যান্ড।
27.💚ইউরোপের রণক্ষেত্র- বেলজিয়াম।
28.💚ইউরোপের ককপিট- বেলজিয়াম।
29.ℹ️ইংল্যান্ডের বাগান- কেন্ট।
30.ℹ️উত্তরের ভেনিস- স্টকহোম।
31.ℹ️উদ্যানের শহর- শিকাগো।
32.🌆গগণচুম্বী অট্টালিকার দেশ- নিউইয়র্ক।
33.🌃জাঁকজমকের নগরী- নিউইয়র্ক।
34.🌃বিশ্বের রাজধানী-- নিউইয়র্ক
35.🌆বিগ আপেল -- নিউইয়র্ক
36.🍁চির বসন্তের নগরী- কিটো, ইকুয়েডর।
37.🍁চির শান্তির শহর- রোম, ইতালি।
38.🍁চির সবুজের দেশ- নাটাল।
39.ℹ️চীনের নীল নদ- ইয়াং সি কিয়াং।
40.ℹ️চীনের দুঃখ- হোয়াংহো নদী
41.ℹ️প্রাচীরের দেশ- চীন।
42.ℹ️বাংলার দুঃখ- দামোদর নদী
43.ℹ️হলদে চীন- হোয়াংহো
44.ℹ️দক্ষিণের ভারতের উদ্যান- তাঞ্জোর।
45.🧡দক্ষিণের রানী- সিডনী, অস্ট্রেলিয়া।
46.🧡পশমের দেশ- অস্ট্রেলিয়া
47.🧡ক্যাঙারুর দেশ- অস্ট্রেলিয়া
নিশ্চুপ সড়ক শহর- ভেনিস।
48.⛰️নীল নদের দান- মিশর।
49.⛰️নীল নদের দেশ- মিশর।
50.⛰️পিরামিডের দেশ- মিশর।
51.ℹ️বাজারের শহর- কায়রো, মিশর।
52.ℹ️নীরব শহর- রোম।
53.ℹ️পঞ্চম ড্রাগনের দেশ-- তাইওয়ান
54.ℹ️পশু পালনের দেশ- তুর্কিস্তান।
55.ℹ️পশ্চিমের জিব্রাল্টার- কুইবেক।
56.ℹ️পাকিস্তানের প্রবেশদ্বার- করাচী।
57.💒সাত পাহাড়ের শহর- রোম।
🙋✅হাজার-পাহাড়ের দেশ - রুয়ান্ডা।
58.💒পোপের শহর- রোম।
59.ℹ️প্রাচ্যের ভেনিস- ব্যাংকক।
60.ℹ️নিমজ্জমান নগরী -- হেগ
61.ℹ️পৃথিবীর ছাদ - পামির মালভূমি।
62.ℹ️পৃথিবীর চিনির আধার- কিউবা।
63.ℹ️বজ্রপাতের দেশ- ভূটান।
64.ℹ️বাতাসের শহর- শিকাগো।
65.ℹ️সিল্ক রুটের দেশ- ইরান
66.ℹ️ঝর্ণার শহর- তাসখন্দ
67.ℹ️বিশ্বের রুটির ঝুড়ি - প্রেইরি, উত্তর আমেরিকা।
68.ℹ️পৃথিবীর মুক্তভূমি-- থাইল্যান্ড
69.ℹ️মটর গাড়ির শহর- ডেট্রয়েট।
70.ℹ️মসজিদের শহর- ঢাকা ও ইস্তাম্বুল।
71.ℹ️মন্দিরের শহর- বেনারস।
72.ℹ️মরুভূমির দেশ- আফ্রিকা।
73.ℹ️মার্বেলের দেশ- ইটালী।
74.🍁লিলি ফুলের দেশ- কানাডা।
75.🍁ম্যাপল পাতার দেশ- কানাডা।
76.🌼স্বর্ণ নগরী- জোহান্সবার্গ।
77.🌼রৌপের শহর- আলজিয়ার্স।
78.ℹ️লবঙ্গ দ্বীপ- জাঞ্জিবার।
79.🌄সকাল বেলার প্রশান্তি -কোরিয়া।
80.🌄শান্ত সকালের দেশ- কোরিয়া।
81.🤍শ্বেত হস্তির দেশ- থাইল্যান্ড।
82.🤍শ্বেতাঙ্গদের কবরস্থান- গিনি কোস্ট।
83.🤍সাদা শহর- বেলগ্রেড(সার্বিয়া)।
84.ℹ️সম্মেলনের শহর- জেনেভা( সুইজারল্যান্ড)।
85.ℹ️সমুদ্রের বধু- গ্রেট ব্রিটেন।
86.🖤হর্ণ অফ আফ্রিকা- দক্ষিণ আফ্রিকা।
87.🖤বৃহদাকার চিড়িয়াখানা -- আফ্রিকা
88.🖤আফ্রিকার হ্রদয়-- সুদান
89.🖤অন্ধকারাচ্ছন্ন মহাদেশ- আফ্রিকা।
90.🌏প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত-- মারিয়ানা ট্রেঞ্চ
91.🌏হারকিউলিসের স্তম্ভ- জিব্রাল্টার মালভূমি।
92.🌎ভূমধ্যসাগরের প্রবেশদ্বার - জিব্রাল্টার।
93.ℹ️সিটি অব কালচার - প্যারিস (ফ্রান্স)
94.ℹ️সিটি অফ লাইট- প্যারিস(ফ্রান্স)
95.ℹ️ট্যাক্সির নগরী - মেক্সিকো সিটি
96.ℹ️পৃথিবীর গুদামঘর- মেক্সিকো
97.ℹ️সোভিয়েত ইউনিয়নের শস্যভাণ্ডার - ইউক্রেন।
98.ℹ️the cap of Good hope - সাউথ আফ্রিকা।
99.ℹ️the city of flowering trees-হারারে (জিম্বাবুয়ে)
100.ℹ️Country of copper - জাম্বিয়া
101🤡পার্ল অব আফ্রিকা - উগান্ডা।
102💭The city of joy-Kolkata
103💞পৃথিবীর কসাইখানা -শিকাগো
104🤯ভূমধ্যসাগর আলোকস্তম্ভ-স্ট্রম্বলি আগ্নেয়গিরি..

[collected]

11/06/2022

কিভাবে জল থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায়?

পানির স্রোত বা চাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটাই পানিবিদ্যুৎ বা জলবিদ্যুৎ। পানিবিদ্যুৎ উৎপাদনের জন্য সাধারণত নদীর এমন একটি অংশকে বেছে নেওয়া হয়, যেখানে বাঁধ দিয়ে এক পাশ থেকে আরেক পাশে পানি প্রবাহ করা যায়। আর এ প্রবাহের চাপের মধ্য দিয়েই বিদ্যুৎ উৎপাদন হয়।

ধন্যবাদ-

11/06/2022

★★বিশ্বে বাংলাদেশ★★

🔹বাংলাদেশ রোডঃ➡️ আইভরিকোস্ট
🔹বাংলাদেশ জেলাঃ➡️ আর্মেনিয়া
🔹বাংলাদেশ এভিনিউঃ➡️ মিশিগান,USA
🔹বাংলাদেশ স্কয়ারঃ➡️ লাইবেরিয়া
🔹বাংলাদেশ ভবনঃ➡️ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
🔹বাংলা টাউনঃ➡️ লন্ডন,ব্রিকলেস
🔹লিটল বাংলাদেশঃ➡️ লস এঞ্জেলস,USA
🔹মিনি বাংলাদেশঃ➡️ সেরাঙ্গুন,সিঙ্গাপুর
🔹বাংলাদেশ গ্রামঃ➡️ কাশ্মীর

পড়ার শেষে ডান লিখে উৎসাহিত করে এবং পরবর্তী আপডেট ধারাবাহিক ভাবে পাওয়ার জন্য রিকোয়েস্ট বা ফলো করো।

collected

17/03/2022
28/02/2022

🍀🙏

28/01/2022

“The more you learn, the more you know. The more you know, the more you forget. The more you forget, the less you know. So why bother to learn.”
— Stephen Hawking

19/01/2022

Successful people always have two things on their lips

1. SILENCE

2. SMILE
–Mark Zuckerberg
Follow me:https://www.facebook.com/Antar-Deb-109616734825337/

Follow me:https://www.instagram.com/antar_kanti_deb/

17/01/2022

I am not in Competition with anyone but myself, My Goal is to Improve myself Continuously.

Follow me: https://www.facebook.com/Antar-Deb-109616734825337/
Follow me:https://www.instagram.com/antar_kanti_deb/

Website