Zakir's English Care

Zakir's English Care

সপ্ন জয়ের পথে
চলো এক সাথে।

20/09/2023

শুভ জন্মদিন....
প্রিয় আকাশ, সপ্নের সমান বড় হও।

Photos from Zakir's English Care's post 05/09/2023

শিক্ষার্থীদের অবগতির জন্য....
জে.এস.সি পরীক্ষা না থাকায় ২০২৩ ইং সালে অনুষ্ঠিতব্য ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নাম্বার বিভাজন।

25/08/2023

HSC- ১ম বর্ষের
ইংরেজি প্রাইভেট ব্যাচ শুরু করতে যাচ্ছি। আগ্রহী শিক্ষার্থীদের Inbox এ যোগাযোগ করতে আহবান করছি

21/08/2023

SSC- 2024 ব্যাচ....এগিয়ে চলছে দুর্বার গতিতে। ক্লান্তিহীন এই পথচলা
সুনিশ্চিত সাফল্য মণ্ডিত হোক..

30/06/2023

সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
বাক্যটির সঠিক ইংরেজি কি হবে!

30/05/2023
10/05/2023

খুব জরুরি কিছু শব্দের উচ্চারণ......

01 Education এজুখেইশন ------- শিক্ষা
02 Basic বেইসিক ----- প্রাথমিক
03 Famous ফেইমাস ----- বিখ্যাত
04 Patient ফেইশেন্ঠ ----- রোগী
05 Payment ফেইমেন্ঠ ----- পেমেন্ট
06 Special স্পেশাল ------- বিশেষ
07 Official অফিশাল ----- দাপ্তরিক
08 Interesting ইন্ঠরেস্টিং ----- মজাদার
09 Station স্টেইশন ----- স্টেশন
10 Women উইমেন ----- নারীরা
11 Woman উম্যান ----- নারী
12 Restaurant রেস্টুরন্ঠ ----- রেস্তোরা
13 Development ডিভেলপমেন্ঠ ----- উন্নয়ন
14 Different ডিফরেন্ঠ ----- ভিন্ন
15 Information ইনফোমেইশন ----- তথ্য
16 Breakfast ব্র্যাকফাস্ট ----- সকালের নাস্তা
17 Original অরিজিনাল ----- আসল
18 Vegetable ভেজঠেইবল ----- শাকসবজি
19 Comfortable খমফোঠেইবল ----- আরামপ্রদ
20 Schedule শেডিউল ----- সময়সূচী
21 Able এইবল ----- সক্ষম
22 Make মেইখ ----- তৈরি করুন
23 Jewelry জুয়েলরি ----- গয়না
24 Pizza পিঠজা ----- পিজা
25 Police ফলিস ----- পুলিশ

06/05/2023

Father of the nation
------------------------------------------
Father of the nation is an honorable title given to a special person who plays an important role in the founding of a nation. Bangabandhu Sheikh Mujibur Rahman is the father of the nation of Bangladesh. He was born on March 17, 1920 in Tungipara of Gopalganj District. He was a notable political leader and the founder of Bangladesh. He fought for the rights of the Bengali people. Bangladesh gained independence from Pakistan in 1971 under his leadership. However, Bangabandhu declared independence from Pakistan on March 26, 1971 and formed a provisional government.
The Pakistani government opposed the independence of Bangladesh and pounced on the vulnerable people of East Pakistan like a ferocious beast. As a result, the liberation war began. People of all walks of life of East Pakistan participated in the war under the leadership of Bangabandhu Sheikh Mujib Rahman. Bangladesh gained independence on December 16, 1971 at the cost of nine months of bloody battle. Then Bangladesh was recognized as an independent country on the world map. Sheikh Mujibur Rahman became the first president of Bangladesh. Actually, Bangladesh was able to gain independence under his leadership only. So, Bengalis will never forget his name. Above all, Bangabandhu Sheikh Mujibur Rahman will be remembered forever as the father of the nation in the lives of Bengalis.

বাংলা অনুবাদ:
জাতির পিতা একটি সম্মানজনক উপাধি যা একটি বিশেষ ব্যক্তিকে দেওয়া হয় যিনি কোন জাতির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন উল্লেখযোগ্য রাজনৈতিক নেতা এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা। তিনি বাঙালির অধিকারের জন্য লড়াই করেছেন। তার নেতৃত্বে ১৯৭১ সালে পাকিস্তানের নিকট থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। যাইহোক, বঙ্গবন্ধু ১৯৭১ সালের ২৬শে মার্চ পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেন এবং একটি অস্থায়ী সরকার গঠন করেন।
পাকিস্তান সরকার বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে এবং পূর্ব পাকিস্তানের অসহায় জনগণের উপর হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়েছিল। ফলে শুরু হয় মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের সর্বস্তরের মানুষ যুদ্ধে অংশগ্রহণ করে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এরপর বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়। আর শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন। প্রকৃতপক্ষে তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছিল।তাই বাঙালিরা তার নাম কোনদিন ভুলবে না। সর্বোপরি বাঙালির প্রাণে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।

06/05/2023

কিছু ইংরেজি শব্দ শিখে নিই.......

Busy= ব্যস্ত, Bestow= দান করা

Flower= ফুল, Full= পরিপূর্ণ Fool = বোকা

Wife= বৌ , Bow= ধনুক

Fay= পরী, Pori= বিল

Queen= রাণী, Runny= ঢলঢলে

Smile= হাসি, Hussy= বেহায়া

Call= ডাক, Duck= হাঁস

Quilt = লেপ, Lap= ভাঁজ

Tent= তাঁবু , Taboo= নিষিদ্ধ

Chest= বুক, Book= বই

Forest= বন, Bon= উপভোগ

I= আমি , Ami= বন্ধু

You= তুমি, Tumi= তল

Left= বাম, Bum= নিতম্ব

Profit= লাভ, Love=ভালোবাসা

Month= মাস, Mass= সম্পদ

Doll= পুতুল, Putul= খাদ

Eraser= রবার, Robber= ডাকাত।

What=কী, key=চাবি

hand=হাত , hat=টুপি

©®©

23/04/2023

যে সকল verbs এরপর Infinitve (to+verb) ব্যবহার করতে হয়।

♦️ছন্দে ছন্দে Infinitve গ্রহণকারী verbs

সিদ্ধান্ত(Decide) নিয়েছিলাম, প্রতিজ্ঞাও (Promise) করেছিলাম, পরিকল্পনাও (Plan) ছিল,
ভালবাসবো (Love) না আর কখনো
মনে হয় (Seem/ Appear) ব্যর্থ (Fail) হয়েছি
যেদিন ভালবাসার দাবি নিয়ে (Claim/Demand) এলে
পারিনি তোমার (Offer) ফিরিয়ে (Refuse) দিতে
কিভাবে যেন সব (Manage) করলে
সত্যি তুমি আমায় ভালবাসা শেখালে (Learn)।
ভুলেও (Forget) চাই (Want) না তোমার কাছে ছলনা (Pretend)
দরকার (Need) শুধু তোমার বুকভরা ভালবাসা।
সবকিছু মেনে নিয়েছি (Agree)
তবুও নিজেকে প্রশ্ন করি (Ask)
যদি ব্যর্থ হই (Fail) ভালবাসার সম্মান(Honor) জানাতে (Know)
আশাকরি (Hope/Expect/Wish) ক্ষমা করে (Forgive) দিবে নিঃসঙ্কোচে(Hesitate)।

10/04/2023

১০০টি গুরুত্বপূর্ণ Idioms & phrases
✪ By the grace of Allah - আল্লাহর অনুগ্রহে
✪ By hook or by crook – যেভাবেই হোক।
✪ hush money – ঘুষ
✪ Bad blood - মনোমালিন্য
✪ Bosom friend - অন্তরঙ্গ বন্ধু
✪ chip of the old block – বাপকা বেটা
✪ crocodile tears – মায়া কান্না
✪ In time – ঠিক সময়ে
✪ c**k and bull story – গাজাঁখুরী গল্প
✪ have a bad time – দুঃসময়ে পড়া
✪ In a hurry – তাড়াহুড়ার মধ্যে
✪ dead of night – মধ্য রাত্রি
✪ By and large - মোটামুটি।
✪ By heart – মুখস্ত করা।
✪ By turns – পর্যায়ক্রমে।
✪ By mistake – ভুলক্রমে
✪ By the bye– বিদায়ের মাধ্যমে
✪ By fair means or foul – যে-কোন উপায়ে।
✪ By leaps and bounds – অতি দ্রুতগতিতে।
✪ By dint of – প্রভাবে।
✪ By rote – না বুঝে মুখস্ত করা।
✪ By far – অনেকাংশে।
✪ By contrast – তুলনায়।
✪ By all means – সর্বোতোভাবে।
✪ By stage – ধাপে ধাপে।
✪ By no means – কোনক্রমেই না।
✪ By fits and starts – অনিয়মিত।
✪ By this time – এতক্ষণে।
✪ By the by – কথা প্রসঙ্গে।
✪ A bed Of Roses - সুখ-স্বাচ্ছন্দপূর্ণ জীবন
✪ A bed of thorns - কন্টকময় জীবন
✪ A black sheep - কুলাঙ্গার
✪ A piece of cake - খুবই সহজ
✪ A rainy day - দুর্দিন
✪ ABC - প্রাথমিক জ্ঞান
✪ Above all - সর্বোপরি
✪ After all - সবকিছু সত্ত্বেও
✪ All on a sudden - হঠাৎ
✪ As if - যেন
✪ At all - আদৌ
✪ At all events - যাই ঘটুক সব ক্ষেত্রে
✪ At bay - কোনঠাসা
✪ At large - স্বাধীন
✪ At last - অবশেষে
✪ At once back and call - বাধ্য
✪ Bag and baggage - তল্পিতল্পাসহ
✪ Big gun - নেতৃস্থানীয় ব্যক্তি
✪ At random - বেপরোয়া
✪ Bad faith - বিশ্বাসঘাতকতা
✪ Bid fair - ভালো কিছু আশা করা
✪ As usual - যথারীতি
✪ At a stretch - একটানা
✪ At arm’s length - দূরে
✪ At least - অন্তত
✪ At one’s own sweet will - খুশিমতো
✪ At sixes and sevens - বিশৃংখলা অবস্থায়
✪ Beggar description - বর্ণনাতীত
✪ Big cheese - দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাক্তি
✪ Bring to book - শাস্তি দেয়া
✪ Build castle in the air - আকাশ-কুসুম চিন্তা করা
✪ Far and wide - সর্বত্র
✪ Bone of contention - বিবাদের বিষয়
✪ Bring to light - প্রকাশ করা
✪ By and by - শীঘ্র
✪ all but – প্রায়
✪ birds eye view – মোটামুটি ধারনা
✪ blue blood – অভিজাত বংশের রক্তবহনকারী
✪ call a spade a spade – অপ্রিয় সত্য কথা বলা
✪ come off with flying colours – জয়লাভ করা
✪ dead language – যে ভাষা এখন আর কথ্য নয়
✪ fish in a troubled water – এলোমেলো অবস্থায় সুযোগ নেওয়া
✪ breathe out – নিঃশ্বাস ত্যাগ করা
✪ but me no buts – কিন্তু কিন্তু করো না
✪ catch red handed – হাতে নাতে ধরা
✪ clever hit – কথার মতো কথা
✪ come to light – প্রকাশিত হওয়া
✪ cut to the quick – মর্মাহত হওয়া
✪ end in smoke – ব্যর্থ হওয়া
✪ feather ones nest – কাজ গুছিয়ে নেওয়া
✪ fish out of water – অস্বস্তিকর ব্যাপার
✪ from a to z – প্রথম হতে শেষ অব্দি
✪ get rid of – মুক্তি পাওয়া
✪ cringing flatterer – খঁয়ের খা
✪ curry favour – তোষামদ করিয়ে প্রিয় হওয়া
✪ dead against – তীব্র বিরোধী
✪ die in harness – কর্মরত অবস্থায় মারা যাওয়া
✪ fall flat – ফলপ্রসূ না হওয়া
✪ fight shy – এড়িয়ে চলা
✪ flesh and blood – রক্তমাংশের শরীর
✪ from hand to mouth – দিনে আনে দিন খায়
✪ gift of the gab – বাককটুতা
✪ hard nut to crack – কঠিন সমস্যা
✪ head and ears – সমপূর্ণরপে
✪ hold good – প্রযুক্ত হওয়া
✪ household word – সকলের পরিচিত নাম
✪ in cold blood – ঠান্ডা মাথায়
✪ in full swing – পুরোদমে
✪ in the long run – পরিশেষে
✪ ins and outs – খুঁটিনাটি সবকিছু
✪ kith and kin – নিকট আত্মীয়
✪ maiden speech – প্রথম বক্তৃতা

28/03/2023

Q.He came to Dhaka with a view to_____ a new place.

1. visit

2. visiting

3. to visit

4. visited

5. visits

Ans : visiting

ব্যাখ্যাঃwith a view to,look forward to,get/be used to,addicted to,bar to,close to,confess to,equal to,reffer to,object to,would you mind,cannot help,could not help

এসমস্ত Phrase এর পরে verb এর সাথে ing(v+ing) যুক্ত হয়।

Example:

I went to the library with a view to gaining knowledge

29/01/2023

As - কারন, যেহেতু
Say- ধরা যাক
So - অতএব , সুতরাং
Who - কে, যে, কাকে
And - এবং ,ও
But - কিন্তু, তথাপি
That - যে , যা, যাতে, ফলে
Even - এমনকি
At first - প্রথমত
Often - প্রায়ই , মাঝে মাঝে
More - আরো , অধিকতর
Which - যেটি , যা
As if - যেন
Although - যদিও, যাতে , সত্বেও
While - যখন
Similarly - অনুরূপভাবে, একইভাবে
Therefore - অতএব , সুতরাং
So that - যাতে , যেন
First of all - প্রথমত
Rather - বরং, চেয়ে
Such as - তেমনই
However – যাইহোক
Indeed – প্রকৃতপক্ষে
Whereas – যেহেতু
Usually - সাধারনত
Only – শুধু, কেবল, একমাত্র
Firstly - প্রথমত
Finally - পরিশেষে
Moreover - তাছাড়া, অধিকন্তু, উপরন্তু
But also - এমনি , এটিও
As well as – এবং, ও, পাশাপাশি
Furthermore - অধিকন্তু
Regrettably - দুঃখজনকভাবে ।
in fact – আসলে
Hence - অত:পর/সুতরাং
Such as - যথা/যেমন
Notably – লক্ষণীয়ভাবে
Consequently – অতএব
On the whole – মোটামুটি
Either - দুয়ের যে কোন একটি
Neither - দুয়ের কোনটি নয়
In any event - যাহাই ঘটুক না কেন
Additionally - অতিরিক্ত আরো
In this regard – এ বিষয়ে
As a matter of fact -বাস্তবিকপক্ষে/
প্রকৃতপক্ষে
Including - সেই সঙ্গে
Nonetheless - তবু
Nevertheless - তথাপি , তবুও , তারপরও
Lest - পাছে ভয় হয়
Whether - কি ...না , যদি
Comparatively - অপেক্ষাকৃত
To be honest - সত্যি বলতে
Come what may - যাই ঘটুক না কেন
If you do care - যদি আপনি চান
Next to nothing - না বললেও চলে
As far as it goes - এ ব্যাপারে যতটুকু বলা যায় ।As far as I’m concerned - আমার জানা মতে ।
Why on earth - (বিরক্তি প্রকাশার্থে)- কেন যে?
On the other hand - অন্যদিকে ।
In this connection - এ বিষয়ে ।
In addition - অধিকন্তু, মোটের উপর
Infact - প্রকৃতপক্ষে
To be frank - খোলাখুলি ভাবে বলা যায় ।
Sincerely speaking - সত্যিকার ব্যাপার হলো ।
To sum up - সংক্ষেপে বলতে গেলে
Though - যদিও, সত্বেও
Incidentally - ঘটনাক্রমে
Then - তারপর ,তখন
Than - চেয়ে , থেকে
For a while - কিছুক্ষণের জন্য
In order to - উদ্দেশ্যে, জন্যে
Suddenly - হঠাৎ

14/01/2023

এগুলো জেনে রাখা ভালো....

∆ Sick & ill
অল্প সময়ের জন্য অসুস্থ হলে sick আর দীর্ঘ সময়ের জন্য হলে ill হবে।
∆ Cool & cold
আরামদায়ক ঠান্ডা হলে cool আর কষ্টদায়ক হলে cold হয়।
∆ Hot & warm
আরামদায়ক গরম হলে warm
আর কষ্টদায়ক হলে Hot হবে ।
∆ Handsome & beautiful
ছেলেরা Handsome আর মেয়েরা beautiful হয় ।
∆ In time & on time
ঠিক সময়ে হলে on time
আর ঠিক সময়ে না হলে in টাইম ।
∆ low & short
ব্যক্তির ক্ষেত্রে short আর বস্তুর ক্ষেত্রে low হয় ।
∆ Put & keep
অল্প সময়ের জন্য রাখলে put আর দীর্ঘ সময়ের জন্য বুঝালে keep হয়।
∆ drown & sink
প্রাণী ডুবলে drown আর বস্তু ডুবলে sink
∆ Hope & wish
বাস্তব আশার ক্ষেতে hope & অবাস্তব আশার ক্ষেত্রে wish হয়।
∆ Revenge & Avenge
নিজের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে revenge & অন্যের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে Avenge হয়।

16/12/2022

চাকরি ও ভর্তিপরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ

William Shakespeare এর কিছু উক্তি

1. The evil that men do lives after them; the good is oft interred with their bones. [Julius Caeser]
(মানুষের কৃত খারাপ কাজ তাদের মৃত্যুর পরেও টিকে থাকে/রয়ে যায়; কিন্তু ভালো কাজকে প্রায়শই তাদের সাথেই সমাহিত করা হয়।)

2. I am a man more sinned against than sinning.
[King Lear] (আমি যত অন্যায় করেছি তার চেয়ে বেশি অন্যায় আমার সাথে করা হয়েছে।)

3. My love is richer than my tongue."
(আমার ভালোবাসা মুখে বোঝানো সম্ভব নয়।) [King Lear]

4. Cowards die many times before their deaths; The valiant never taste of death but once. [Julius Caeser] (কাপুরুষেরা মরার আগে বার বার মরে; সাহসীরা একবারই মৃত্যুর স্বাদ নেয়।)

5. Uneasy lies the head that wears a crown--William Shakespeare. (রাজমুকুট পরা মাথায় শান্তিতে ঘুম হয় না।অথবা, মুকুট না আগুনের ডালা।) [King Henry-4]

6. There is nothing either good or bad but thinking makes it so. [Hamlet]
(ভালো বা মন্দ বলতে পৃথিবীতে কিছুই নেই কিন্তু এমন চিন্তাই/ভাবনাই কোনো কিছুকে ভালো বা মন্দ বানায়।)

7. Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them.
[Twelfth Night]
(কিছু ব্যক্তি খ্যাতিমান হয়ে জন্মায়, কিছু ব্যক্তি খ্যাতি অর্জন করে এবং কিছু ব্যক্তির উপর খ্যাতি চাপিয়ে দেয়া হয়।)

8. All the world's a stage
And all the men and women are merely players. (সমগ্র পৃথিবীটাই রঙ্গমঞ্চ এবং সকল নর-নারী কেবল কুশীলব।) [As You Like It]

9. Brevity is the soul of wit. [Hamlet]
(সংক্ষিপ্ততা রসিকতার/বুদ্ধির প্রাণ।
অথবা, প্রাজ্ঞ লোকেরা কম কমা বলেন)

10. There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in our philosophy.
[Hamlet] (হোরাশিও, আমাদের সুদূর কল্পনাতেও যা ভাবতে পারি না, তার চেয়েও বেশি কিছু স্বর্গ ও পৃথিবীতে আছে।)
এই উক্তিটি মানুষের জ্ঞান বা চিন্তার চিন্তার সীমাবদ্ধতা নির্দেশ করে।

11. Sweet are the uses of adversity. (As You Like It)
(দুঃখের প্রয়োজনীয়তা মধুর। অথবা, বিপর্যয় অভিশাপ নয়, আশির্বাদ)

12. The miserable have no other medicine but only hope. [Measure for Measure] (কেবল আশা ছাড়া হতভাগ্যদের আর কোনো ঔষুধ/তাবিজ নাই।)

13. To be, or not to be; that is the question. [Hamlet]
[ঠিক হবে নাকি হবে না; সেটাই তো প্রশ্ন)
এই উক্তিটির দ্বারা Hamlet এর সিদ্ধান্তহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে। Shakespeare এর Hamlet এ বিবৃত এই বিখ্যাত উক্তিটি হচ্ছে সবচেয়ে পরিচিত soliloquy এর উদাহরণ।

14. Veni, Vidi, Vici. [Julius Caeser]
(আসলাম, দেখলাম, জয় করলাম।)

15. Frailty, thy name is woman. [Hamlet]
(ভঙ্গুরতা, তোর নামই নারী। = নারীর অপর নাম ভঙ্গুরতা)

16. Better three hours too soon than a minute too late. [The Merry Wives of Windsor ]
এ উক্তি দ্বারা দেরিতে পৌঁছানোর নেতিবাচকতা তুলে ধরা হয়েছে।

17. There is a divinity that shapes our ends.
(ভাগ্যই/কোনো ঐশ্বরিক শক্তিই আমাদের লক্ষ্য/পরিণতি নির্ধারণ করে দেয়) এই view (দৃষ্টিভঙ্গি) ব্যক্ত হয়েছে Hamlet নাটকে।

18. Corruption wins not more than honesty.
(দুর্নীতি সততার চেয়ে বেশি কিছু অর্জন করতে পারে না)

19. Conscience does make cowards of us all.
(বিবেক আমাদের আমাদের সবাইকে ভীতু বানায়)

20. Our enemies are outward consciences.
(আমাদের শত্রুরা আমাদের প্রকাশ্য বিবেক মানে শত্রুরা আমাদেরকে সদা সতর্ক রাখে)

21. Some rise by sin and some by virtue fall.
[Measure for Measure]
(পাপে কারো উত্থান হয় আর পূণ্যে কারো পতন হয় অর্থাৎ অন্যায় করেও কেউ লাভবান হয় আর সৎ থেকেও/থাকায় কারো ক্ষতি হয়।)

01/12/2022

এইচএসসি-২০২৪
আগামী শনিবার
(০৩-১২-২০২২ইং)
HSC-১ম বর্ষের ইংরেজি প্রাইভেট শুরু....

ব্যাচ টাইমঃ
ব্যাচ- ১ শনি,সোম,বুধ
সকাল - ১১ টা- ১২টা ব্যাচ-২ রবিবার,মঙ্গলবার, বৃহস্পতিবার
সময়ঃ ১২- ১ টা

29/10/2022

১০০টি গুরুত্বপূর্ণ Idioms & phrases.......

✪ By the grace of Allah - আল্লাহর অনুগ্রহে

✪ Bosom friend - অন্তরঙ্গ বন্ধু
✪ chip of the old block – বাপকা বেটা
✪ crocodile tears – মায়া কান্না
✪ In time – ঠিক সময়ে
✪ c**k and bull story – গাজাঁখুরী গল্প
✪ have a bad time – দুঃসময়ে পড়া
✪ In a hurry – তাড়াহুড়ার মধ্যে
✪ dead of night – মধ্য রাত্রি
✪ By and large - মোটামুটি।
✪ By heart – মুখস্ত করা।
✪ By turns – পর্যায়ক্রমে।
✪ By mistake – ভুলক্রমে
✪ By the bye– বিদায়ের মাধ্যমে
✪ By fair means or foul – যে-কোন উপায়ে।
✪ By leaps and bounds – অতি দ্রুতগতিতে।
✪ By dint of – প্রভাবে।
✪ By rote – না বুঝে মুখস্ত করা।
✪ By far – অনেকাংশে।
✪ By contrast – তুলনায়।
✪ By all means – সর্বোতোভাবে।
✪ By stage – ধাপে ধাপে।
✪ By no means – কোনক্রমেই না।
✪ By fits and starts – অনিয়মিত।
✪ By this time – এতক্ষণে।
✪ By the by – কথা প্রসঙ্গে।
✪ A bed Of Roses - সুখ-স্বাচ্ছন্দপূর্ণ জীবন
✪ A bed of thorns - কন্টকময় জীবন
✪ A black sheep - কুলাঙ্গার
✪ A piece of cake - খুবই সহজ
✪ A rainy day - দুর্দিন
✪ ABC - প্রাথমিক জ্ঞান
✪ Above all - সর্বোপরি
✪ After all - সবকিছু সত্ত্বেও
✪ All on a sudden - হঠাৎ
✪ As if - যেন
✪ At all - আদৌ
✪ At all events - যাই ঘটুক সব ক্ষেত্রে
✪ At bay - কোনঠাসা
✪ At large - স্বাধীন
✪ At last - অবশেষে
✪ At once back and call - বাধ্য
✪ Bag and baggage - তল্পিতল্পাসহ
✪ Big gun - নেতৃস্থানীয় ব্যক্তি
✪ At random - বেপরোয়া
✪ Bad faith - বিশ্বাসঘাতকতা
✪ Bid fair - ভালো কিছু আশা করা
✪ As usual - যথারীতি
✪ At a stretch - একটানা
✪ At arm’s length - দূরে
✪ At least - অন্তত
✪ At one’s own sweet will - খুশিমতো
✪ At sixes and sevens - বিশৃংখলা অবস্থায়
✪ Beggar description - বর্ণনাতীত
✪ Big cheese - দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাক্তি
✪ Bring to book - শাস্তি দেয়া
✪ Build castle in the air - আকাশ-কুসুম চিন্তা করা
✪ Far and wide - সর্বত্র
✪ Bone of contention - বিবাদের বিষয়
✪ Bring to light - প্রকাশ করা
✪ By and by - শীঘ্র
✪ all but – প্রায়
✪ birds eye view – মোটামুটি ধারনা
✪ blue blood – অভিজাত বংশের রক্তবহনকারী
✪ call a spade a spade – অপ্রিয় সত্য কথা বলা
✪ come off with flying colours – জয়লাভ করা
✪ dead language – যে ভাষা এখন আর কথ্য নয়
✪ fish in a troubled water – এলোমেলো অবস্থায় সুযোগ নেওয়া
✪ breathe out – নিঃশ্বাস ত্যাগ করা
✪ but me no buts – কিন্তু কিন্তু করো না
✪ catch red handed – হাতে নাতে ধরা
✪ clever hit – কথার মতো কথা
✪ come to light – প্রকাশিত হওয়া
✪ cut to the quick – মর্মাহত হওয়া
✪ end in smoke – ব্যর্থ হওয়া
✪ feather ones nest – কাজ গুছিয়ে নেওয়া
✪ fish out of water – অস্বস্তিকর ব্যাপার
✪ from a to z – প্রথম হতে শেষ অব্দি
✪ By hook or by crook -যেভাবেই হোক।
✪ hush money – ঘুষ
✪ Bad blood - মনোমালিন্য
✪ get rid of – মুক্তি পাওয়া
✪ cringing flatterer – খঁয়ের খা
✪ curry favour – তোষামদ করিয়ে প্রিয় হওয়া
✪ dead against – তীব্র বিরোধী
✪ die in harness – কর্মরত অবস্থায় মারা যাওয়া
✪ fall flat – ফলপ্রসূ না হওয়া
✪ fight shy – এড়িয়ে চলা
✪ flesh and blood – রক্তমাংশের শরীর
✪ from hand to mouth – দিনে আনে দিন খায়
✪ gift of the gab – বাককটুতা
✪ hard nut to crack – কঠিন সমস্যা
✪ head and ears – সমপূর্ণরপে
✪ hold good – প্রযুক্ত হওয়া
✪ household word – সকলের পরিচিত নাম
✪ in cold blood – ঠান্ডা মাথায়
✪ in full swing – পুরোদমে
✪ in the long run – পরিশেষে
✪ ins and outs – খুঁটিনাটি সবকিছু
✪ kith and kin – নিকট আত্মীয়
✪ maiden speech – প্রথম বক্তৃতা

29/10/2022

রেগে গেলেন তো হেরে গেলেন......

28/10/2022

বীরশ্রেষ্ঠ = The most valiant hero

বীরোত্তম = Great valiant hero

বীর বিক্রম = Valiant hero

বীর প্রতিক = Ideal of courage

26/10/2022

নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো জেনে রাখা ভালো.....
Today - আজ
Tomorrow - আগামীকাল
Yesterday - গতকাল
Day after tomorrow - আগামী পরশু
Day before yesterday - গত পরশু
Every other day - একদিন পরপর
Every third day - তিনদিন পরপর
Day break - প্রভাত
Gala day - উৎসবের দিন
Rag day - সমাপনী দিন
Hectic day - ব্যস্ত দিন
One day or other - কোনো না কোনো
একদিন
Memorable day - স্মরণীয় দিন
Carry the day - জয়লাভ করা
Previous day - পূর্ব দিন
Next day - পরের দিন
Only the other day - এইতো সেই দিন
The very day - সেই দিনেই
Day off - ছুটির দিন

21/10/2022

প্রতিদিনের ব্যবহারিক কিছু গুরুত্বপূর্ণ শব্দের ব্যবহার

1. Sick / ill =
অল্প সময়ের জন্য অসুস্থ হলে sick,
দীর্ঘ সময়ের জন্য হলে ill হবে।

2. Cool / cold =
আরামদায়ক ঠাণ্ডা হলে cool,
কষ্টদায়ক ঠাণ্ডা হলে cold হয়।

3. warm / Hot =
আরামদায়ক গরম হলে warm
কষ্টদায়ক গরম হলে Hot হবে ।

4. Handsome / beautiful =
ছেলের ক্ষেত্রে Handsome,
মেয়ের ক্ষেত্রে beautiful হয়।

5. In time / on time =
ঠিক সময়ে হলে on time,
ঠিক সময়ে না হলে in টাইম।

6. low / short =
ব্যক্তির ক্ষেত্রে short,
বস্তুর ক্ষেত্রে low হয় ।

7. Put / keep =
অল্প সময়ের জন্য রাখলে put,
দীর্ঘ সময়ের জন্য বুঝালে keep হয়।

8. drown / sink =
প্রাণী ডুবলে drown,
বস্তু ডুবলে sink।

9. Hope / wish =
বাস্তব আশার ক্ষেত্রে hope,
অবাস্তব আশার ক্ষেত্রে wish হয়।

10. Revenge / Avenge =
নিজের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে revenge,
অন্যের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে Avenge হয়।

21/10/2022

প্রশ্ন : i.e. এবং e.g.- এর অর্থ কি এবং এ দুটির সঠিক প্রয়োগ কি?
e.g. এবং i.e. এর উৎপত্তি এবং অর্থ-

e.g. = exempli gratia
i.e. = id est

শব্দগুলো মূলত ল্যাটিন । প্রথমটির অর্থ "উদাহরণস্বরূপ", এবং দ্বিতীয়টির অর্থ "তার মানে" ।

e.g. এবং i.e এর সঠিক ব্যবহার-

১) আমি ভিটামিন "সি" সমৃদ্ধ ফল খেতে পছন্দ করি, e.g. কমলা, আমলকি এবং আমড়া।

২) আমি ভিটামিন "সি" সমৃদ্ধ ফল খেতে পছন্দ করি, i.e. সাইট্রিক অ্যাসিড যুক্ত রসালো।

উপরের প্রথম বাক্যে ভিটামিন "সি" যুক্ত ফলের কয়েকটি উদাহরণ দেয়ার জন্য e.g. ব্যবহৃত হয়েছে ।

দ্বিতীয় বাক্যে ভিটামিন "সি" সমৃদ্ধ ফল বলতে কি ধরণের ফল বোঝানো হয় সেটার একটি ক্ষুদ্র ব্যাখ্যা দেয়ার জন্য i.e. ব্যবহৃত হয়েছে ।

20/09/2022

১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে।
২। Email আবিষ্কৃত হয় 1971 সালে।
৩। Hotmail আবিষ্কৃত হয় 1996 সালে।
৪। Google আবিষ্কৃত হয় 1998 সালে।
৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে।
৬। Youtube আবিষ্কৃত হয় 2005 সালে।
৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়
১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার
জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয় 14
OCTOBER,2012।
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম
কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয়
বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪
সালে।
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের
ঝিলংজা-তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের
মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে
যুক্ত হয়।
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা
প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন
করেছেন মহিষের।
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য
উন্মোচনে নেতৃত্ব দেন ড মাকসুদুল আলম।
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম
ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার
নামঅসবর্ন-১।
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি
অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায়।
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু
হয় ২৮ ফ্রেব্রু ২০১৩।
১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প
সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী
প্রথম ল্যাপটপ --এর নামদোয়েল।
২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু
করে ২১ ফ্রেব্রু:২০১৩।
২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন
‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল,
২০১৩।
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট
‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June,2009, Banglalion।
২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার
ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন
কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩
সাল।
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল
টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী,
১৯৯০।
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন
চালূ হয় ১৯৯২ সালে।
২৭। প্রথম ডিজিটার জেলা যশোর।
২৮। প্রথম ওয়াই ফাই নগর সিলেট।
২৯। সাইবার সিটি সিলেট।
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ
মিঠাপুকুর ,রংপুর।
=> GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format
=> BMP এর পূর্ণরূপ — Bitmap
=> JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert
Group
=> PNG এর পূর্ণরূপ — Portable Network
=> Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity
=> HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol
=> HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol Secure
=> URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator
=> IP এর পূর্ণরূপ— Internet Protocol
=> VIRUS এর পূর্ণরূপ — Vital Information
Resource Under Seized
=> UMTS এর পূর্ণরূপ — Universal Mobile
Telecommunication System
=> RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
=> AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
=> SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
=> AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
=> JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
=> JAR এর পূর্ণরূপ — Java Archive
=> MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
=> 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation
Partnership Project
=> 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
=> MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
=> SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module
=> 3G এর পূর্ণরূপ — 3rd Generation
=> GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication
=> CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple
Access
=> AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
=> SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
=> WMV এর পূর্ণরূপ — Windows Media Video
=> WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
=> WAV এর পূর্ণরূপ — Waveform Audio
1) GOOGLE : Global Organization Of Oriented
Group Language Of Earth
2) YAHOO : Yet Another Hierarchical Officious
Oracle
3) WINDOW : Wide Interactive Network
Development for Office work Solution
4) COMPUTER : Common Oriented Machine
Particularly United and used under Technical and
Educational Research
5) VIRUS : Vital Information Resources Under
Siege
6) UMTS : Universal Mobile Telecommunications
System
7) AMOLED: Active-matrix organic light-emitting
diode

★OLED : Organic light-emitting diode
9) IMEI: International Mobile Equipment Identity
10) ESN: Electronic Serial Number
11) UPS: uninterrupted power supply
12) HDMI: High-Definition Multimedia Interface
13) VPN: virtual private network
14) APN: Access Point Name
15) SIM: Subscriber Identity Module
16) LED: Light emitting diode
17) DLNA: Digital Living Network Alliance
18) RAM: Random access memory
19) ROM: Read only memory
20) VGA: Video Graphics Array
21) QVGA: Quarter Video Graphics Array
22) WVGA: Wide video graphics array
23) WXGA: Wide screen Extended Graphics Array
24) USB: Universal serial Bus
25) WLAN: Wireless Local Area Network
26) PPI: Pixels Per Inch
27) LCD: Liquid Crystal Display
28) HSDPA: High speed down-link packet access
29) HSUPA: High-Speed Uplink Packet Access
30) HSPA: High Speed Packet Access.

19/09/2022

কিছু ইংরেজি শব্দের স্বাভাবিক উচ্চারণ যেগুলো আমরা প্রায়ই ভুল করি।
1. tiny (ঠাইনি, টিনি নয়)- অতি ক্ষুদ্র, পুচকে
2. politician (প/ফলি'টিশন, পলিটিশিয়ান নয়)- রাজনীতিক, রাজনীতিবিদ/-বাজ
3. nadir (নেইডিআ(র) UK, নেইডার, US, নাদির নয়)- নিম্নতম বিন্দু
4. apex (এইপেক্স, অ্যাপেক্স নয়) - শীর্ষবিন্দু
5. radii (রেইডিআই) radius (ব্যাসার্ধ) এর plural
অনুরূপ, syllabi (সিলেবাই), syllabus (পাঠ্যসূচি) এর plural
6. data (ডেইঠা) - উপাত্ত।
7. annihilate (অ্যানাইআলেইট, অ্যানিহিলেট নয়)- সম্পূর্ণরূপে ধ্বংস করা, নিশ্চিহ্ন করা।
8. behave (বিহেইভ, বিহ্যাভ নয়) - আচরণ করা।
9. epitome (এপিটমি, এপিটম নয়) - সারসংক্ষেপ
10. succinct (সাকসিঙকট্, সাসিংকট্ নয়)- সংক্ষিপ্ত
11. nature [নেইচা(র)/নেইচার)
12. natural (ন্যাচরাল্)

Blew (ব্লু, ব্লিউ নয়)
Brew (ব্রু, ব্রিউ নয়)
Drew (ড্রু, ড্রিউ নয়)
Flew (ফ্লু, ফ্লিউ নয়)
Grew (গ্রু, গ্রিউ নয়)
Shrew (শ্রু, শ্রিউ নয়)
Shrewd (শ্রুড, শ্রিউড নয়)
Threw (থ্রু, থ্রিউ নয়)

adverb এর শেষে -ically থাকলে উচ্চারণ হবে "ইকলি", 'ইক্যালি' নয়।
Basically (বেইসিকলি, ব্যাসিক্যালি নয়)
Automatically (ওটোম্যাটিকলি, অটোম্যাটিক্যালি নয়)
Diplomatically (ডিপ্লোম্যাটিকলি, ডিপ্লোমেটিক্যালি নয়)
Politically (প/ফলিটিকলি, পলিটিক্যালি নয়)
Practically (প্র‍্যা/ফ্র‍্যাক্টিকলি, প্রাক্টিক্যালি নয়)
Scientifically (সায়েন্টিফিকলি, সায়েন্টিফিক্যালি নয়)
Specifically (স্পেসিফিকলি, স্পেসিফিক্যালি নয়)
Economically (ইকোনোমিকলি, ইকোনোমিক্যালি নয়)
illogically (ইলজিকলি, ইলজিক্যালি নয়)

17/09/2022

আবার হবে! সবাই রেডি তো..….

13/09/2022

১) সে সাতদিন যাবৎ বইটি পড়ছে।- He has been reading the book for seven days.
২) সে সাতদিন যাবৎ বইটি লিখছে।- He has been writing the book for seven days.
৩) সে সাতদিন যাবৎ কাজটি করছে।- He has been doing the work for seven days.
৪) সে সাতদিন যাবৎ এই বাড়িতে আছে।- He has been in this house for seven days.
৫) সে সাতদিন যাবৎ জ্বরে ভুগতেছে।- He is suffering from fever for seven days.
৬) সে সাতদিন যাবৎ অংক করতেছে।- He has been doing math for seven days.
৭) সাতদিন যাবৎ সুর্যের তাপ বাড়তেছে।- The heat of the sun has been shining for seven days.
৮) সে সাতদিন যাবৎ ইংরেজি পড়তেছে।- He has been studying English for seven days.
৯) সাতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে।- It has been raining for seven days.
১০) সে সাতদিন যাবৎ বাসায় একা। He is alone at home for seven days.
১১) সাতদিন যাবৎ আকাশ মেঘলা।- The sky is cloudy for seven days.
১২) সে সাতদিন যাবৎ ঢাকায় ।- He has been in Dhaka for seven days.
১৩) সে সাতদিন যাবৎ খুবই অসুস্থ্য।- He has been very ill for seven days.
১৪) সে সাতদিন যাবৎ ঘুমাইতেছে।- He has been sleeping for seven days.
১৫) সে সাতদিন যাবৎ রাস্তায়।- He has been on the road for seven days.
১৬) সে সাতদিন যাবৎ বেড়াইতেছে।- He has been traveling for seven days.
১৭) সে সাতদিন যাবৎ রান্না করতেছে।- He has been cooking for seven days.
১৮) সে সাতদিন যাবৎ কান্না করতেছে।- She has been crying for seven days.
১৯) সে সাতদিন যাবৎ হাসপাতালে।- He has been in the hospital for seven days.

12/09/2022

১২ তারিখ টেস্ট পরিক্ষা তাই পড়াশোনা নিয়ে সবাই খুব সিরিয়াস।

25/08/2022

৮ম শ্রেণির শিক্ষার্থীদের সীমিত আয়োজনে ক্লাস পার্টি, যারা উপস্থিত থাকতে পারনি তাদের নিয়ে আগামী মাসে আবার হবে...

24/08/2022

এসএসসি ২০২২ শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ ও ধৈর্য সত্যিই প্রশংসা যোগ্য....

08/08/2022

আপনাকে রীতিমতো একটা যুদ্ধ করতে হবে। পরিবার, সমাজের সাথে আপনি চাইলেই বিজয়ের হাসি হাসতে পারবেন। কিন্তু, নিজের সাথে যুদ্ধটা একটু কঠিন ই হবে। আর সেটা হলো আত্মনিয়ন্ত্রন।
হ্যাঁ, বলছি...

১। আপনি যখন খুব ভোরে উঠতে চাইবেন দেখবেন আপনার বিরুদ্ধে আপনি নিজেই ষড়যন্ত্র করবেন আর ১০ টা মিনিট ঘুমানোর।

২। আপনি যখন ভাববেন আপনার দ্রুতই একটা রুটিন করে পড়া উচিত তখন নিজের মনকে বোঝাবেন কাল থেকে শুরু করব ইনশাআল্লাহ।

৩। যখন আপনি দেখছেন ইদানিং রাত ২ টা বেজে যায় ফেসবুক, ইউটিউব দেখে কাল থেকে ১২ টার পর আর দেখবেন না, আজ শেষ বলে রাত পার করে দিলেন এটাই আপনার বিরুদ্ধে নিজের ষড়যন্ত্রের জাল বুনা।

৪। আপনার পড়ার সময় বদ অভ্যাস যেমন নোটিফিকেশন চেক করা, গলির মোড় থেকে ঘুরে আসা, অস্তিরতা বাড়াতে নিজেই নিজেকে কুমন্ত্রণা দিবেন।

৫। আপনি পারবেন না, আপনার দ্বারা সম্ভব না এটা আপনার পরিবার, বন্ধু,আত্মীয় স্বজনরা প্রথমেই বলে না, বলে আপনার মন। তারা যখন পরে বলে তখন আপনি মনের কথায় সায় দেয়। হ্যাঁ তাই তো আমিও জানি আমি পারবো না। আপনি তখনি হেরে যান।

আজ থেকে ঝেড়ে ফেলুন অবাঞ্চনীয় সঙ্গ, অপ্রয়োজনীয় আড্ডা, আত্মঘাতী বাজে অভ্যাস।

যাইহোক, একটা গল্প বলি।

প্রায়ই শোনা যায় বাচ্চাদের বলা হয় কেউ যদি ৪০ দিন একটানা ফজরের নামাজ আদায় করে তবে তাকে একটা সাইকেল গিফট করা হবে। অনেকেই সাইকেলের লোভে নামাজ পড়ে। দেখা গেল এক মাস পর তার নিজের মধ্যেই পরিবর্তন আসে। তা অভ্যাসে দাঁড়িয়ে যায়। তখন সে নিজেই নিজের মধ্যে যুদ্ধ জয়ের আনন্দ অনুভব করে।

দেখা যায় সারাজীবন ফজরের নামাজ এর অভ্যাস দাঁড় হয়ে যায়।

আপনাকে বলছি, নিজেকে পুরস্কার দেয়ার জন্য বড় কিছু টার্গেট ঘোষণা করুন। বড় পুরস্কার দেয়ার কথা দিন নিজেকে।
মানুষের সাইকোলজি এটাই চায়।
যেমন, বাংলাদেশের সবচে ভালো জব, সম্মান, অর্থ নিরাপত্তা আপনি পেতে যাচ্ছেন। দেখবেন আপনি পরিশ্রম করতে আপনার কাছে বাধ্য। আপনি নিজেকে আরো বেশি আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত করে তুলবেন কখন নিজেও টের পাবেন না।
আর এর মধ্যেই আপনি হয়ে উঠবেন সুন্দর মানুষ এবং অনুস্বরনীয় ব্যক্তিত্ব।

আপনার পুরস্কার পাওয়ার জন্য তাহলে শুরু করে দিন আজ থেকেই। না হলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে।

আমি আছি আপনার সাথে।

07/08/2022

এসএসসি-২০২২ শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করার দৃঢ় প্রত্যয়.....

07/07/2022

এসএসসি-২০২২
শিক্ষার্থীদের
জন্য বিশেষ কোর্স
শুরু করতে যাচ্ছি।
শক্রবার
১৫-৭-২০২২
সময়ঃ সকাল ১১ টা।

10/06/2022

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।

Telephone

Website