RANT
Trailers, cover van dump trucks, cranes are rented
আপনার কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করুন
জেনুইন প্রোডাক্ট ।
আমাদের কছে আপনার প্রয়োজনীয় সকল প্রকার ডিজিটাল প্রোডাক্ট পাবেন সূলভ মুল্যে ।
আমাদের সকল প্রোডাক্ট লাইফটাইম একটিভেশন ।
দ্রুত ডেলিভারির নিশ্চয়তা এবং 24/7 লাইভ সার্পোট ।
অর্ডার করতে ম্যাসেজ করুন অথবা সরাসরি আমাদের ওয়েব সাইটে অর্ডার করতে ভিজিট করুন - https://elozaa.com/category/digital-products-mcx7n
১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে।
২। Email আবিষ্কৃত হয় 1971 সালে।
৩। Hotmail আবিষ্কৃত হয় 1996 সালে।
৪। Google আবিষ্কৃত হয় 1998 সালে।
৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে।
৬। Youtube আবিষ্কৃত হয় 2005 সালে।
৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়
১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার
জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয় 14
OCTOBER,2012।
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম
কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয়
বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪
সালে।
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের
ঝিলংজা-তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের
মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে
যুক্ত হয়।
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা
প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন
করেছেন মহিষের।
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য
উন্মোচনে নেতৃত্ব দেন ড মাকসুদুল আলম।
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম
ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার
নামঅসবর্ন-১।
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি
অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায়।
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু
হয় ২৮ ফ্রেব্রু ২০১৩।
১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প
সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী
প্রথম ল্যাপটপ --এর নামদোয়েল।
২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু
করে ২১ ফ্রেব্রু:২০১৩।
২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন
‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল,
২০১৩।
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট
‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June,2009, Banglalion।
২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার
ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন
কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩
সাল।
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল
টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী,
১৯৯০।
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন
চালূ হয় ১৯৯২ সালে।
২৭। প্রথম ডিজিটার জেলা যশোর।
২৮। প্রথম ওয়াই ফাই নগর সিলেট।
২৯। সাইবার সিটি সিলেট।
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ
মিঠাপুকুর ,রংপুর।
=> GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format
=> BMP এর পূর্ণরূপ — Bitmap
=> JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert
Group
=> PNG এর পূর্ণরূপ — Portable Network
=> Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity
=> HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol
=> HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol Secure
=> URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator
=> IP এর পূর্ণরূপ— Internet Protocol
=> VIRUS এর পূর্ণরূপ — Vital Information
Resource Under Seized
=> UMTS এর পূর্ণরূপ — Universal Mobile
Telecommunication System
=> RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
=> AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
=> SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
=> AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
=> JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
=> JAR এর পূর্ণরূপ — Java Archive
=> MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
=> 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation
Partnership Project
=> 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
=> MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
=> SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module
=> 3G এর পূর্ণরূপ — 3rd Generation
=> GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication
=> CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple
Access
=> AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
=> SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
=> WMV এর পূর্ণরূপ — Windows Media Video
=> WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
=> WAV এর পূর্ণরূপ — Waveform Audio
1) GOOGLE : Global Organization Of Oriented
Group Language Of Earth
2) YAHOO : Yet Another Hierarchical Officious
Oracle
3) WINDOW : Wide Interactive Network
Development for Office work Solution
4) COMPUTER : Common Oriented Machine
Particularly United and used under Technical and
Educational Research
5) VIRUS : Vital Information Resources Under
Siege
6) UMTS : Universal Mobile Telecommunications
System
7) AMOLED: Active-matrix organic light-emitting
diode
★OLED : Organic light-emitting diode
9) IMEI: International Mobile Equipment Identity
10) ESN: Electronic Serial Number
11) UPS: uninterrupted power supply
12) HDMI: High-Definition Multimedia Interface
13) VPN: virtual private network
14) APN: Access Point Name
15) SIM: Subscriber Identity Module
16) LED: Light emitting diode
17) DLNA: Digital Living Network Alliance
18) RAM: Random access memory
19) ROM: Read only memory
20) VGA: Video Graphics Array
21) QVGA: Quarter Video Graphics Array
22) WVGA: Wide video graphics array
23) WXGA: Wide screen Extended Graphics Array
24) USB: Universal serial Bus
25) WLAN: Wireless Local Area Network
26) PPI: Pixels Per Inch
27) LCD: Liquid Crystal Display
28) HSDPA: High speed down-link packet access
29) HSUPA: High-Speed Uplink Packet Access
30) HSPA: High Speed Packet Access.
জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনাঃ
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর
কানি পরিমাপক
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ একর
১ কানি = ২০ গন্ডা=৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা
বিঘা পরিমাপক
১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা =২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা=১৪৮২০ কাঠা=১০৬৭০৪০০ বর্গফুট =৯৯১৬৭২ বর্গমিটার= ১বর্গকিলোমিটার=
২৪৭একর
৭.৪১বিঘা=১৪৮.২কাঠা=১০৬৭০৪ বর্গফুট =৯৯১৩ বর্গমিটার=১ হেক্টর=২.৪৭একর
জেনে নিন খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?
পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ =৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ =১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
একর পরিমাপক
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
হেক্টর পরিমাপক
১ হেক্টর=২.৪৭একর
১ হেক্টর = ৭.৪১বিঘা
১ হেক্টর = ১৪৮.২কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার =৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ২৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।
লেখা সংগৃহীত
সেরা ১৩৬ বাংলাদেশী চলচ্চিত্রের লিঙ্ক আছে এখানে! 💚
১। কখনো আসেনি (১৯৬১)—জহির রায়হান: https://www.youtube.com/watch?v=kmHL4WefB_w
২। কাঁচের দেয়াল (১৯৬৩)—জহির রায়হান: https://www.youtube.com/watch?v=5f0oswtiE0U
৩। বেহুলা (১৯৬৬)—জহির রায়হান: https://www.youtube.com/watch?v=oSEezQ0xsu8
৪। আনোয়ারা (১৯৬৭)—জহির রায়হান: https://www.youtube.com/watch?v=MLalXlJOXP0
৫। জীবন থেকে নেয়া (১৯৭০)—জহির রায়হান: https://www.youtube.com/watch?v=3KwomNGsC6s
৬। সুতরাং (১৯৬৪)—সুভাষ দত্ত: https://www.youtube.com/watch?v=9fvFV5W-h14
৭। আবির্ভাব (১৯৬৮)—সুভাষ দত্ত: https://www.youtube.com/watch?v=N15F5vJxN4M
৮। অরুণোদয়ের অগ্নিসাক্ষী (১৯৭২)—সুভাষ দত্ত: https://www.youtube.com/watch?v=UXGVi0SSLgg
৯। ডুমুরের ফুল (১৯৭৯)—সুভাষ দত্ত: https://www.youtube.com/watch?v=1QByq-JqMOw
১০। ওরা ১১ জন (১৯৭২)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=onNXCzLaSGI
১১। শুভদা (১৯৮৬)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=nKxrnQNjbiI
১২। পদ্মা মেঘনা যমুনা (১৯৯১)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=kcU-spZec6M
১৩। হাঙর নদী গ্রেনেড (১৯৯৭)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=9DEWTRyeF6s
১৪। হাছন রাজা (২০০১)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=94KsXRDPQ-4
১৫। মেঘের পরে মেঘ (২০০৪)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=F22pq8Svihc
১৬। শাস্তি (২০০৪)—চাষী নজরুল ইসলাম: https://www.youtube.com/watch?v=CvPlWSet6CE
১৭। আবার তোরা মানুষ হ (১৯৭৩)—খান আতাউর রহমান: লিংক পাওয়া যায় নি
১৮। ধীরে বহে মেঘনা (১৯৭৩)—আলমগীর কবির: https://youtu.be/z0GvuGzpZVA
১৯। সূর্য কন্যা (১৯৭৫)—আলমগীর কবির: https://www.youtube.com/watch?v=nCs9g9F7keo
২০। সীমানা পেরিয়ে (১৯৭৭)—আলমগীর কবির: https://www.youtube.com/watch?v=7oUZpPEG8Zw
২১। রূপালী সৈকতে (১৯৭৯)—আলমগীর কবির: https://www.youtube.com/watch?v=smGSt_9khIk
২২। পরিণীতা (১৯৮৪)—আলমগীর কবির: লিংক পাওয়া যায় নি
২৩। মহানায়ক (১৯৮৫)—আলমগীর কবির: https://www.youtube.com/watch?v=gAe1f3B7_iI
২৪। মেঘের অনেক রং (১৯৭৬)—হারুনর রশীদ: https://www.youtube.com/watch?v=rjFbpMuTTxk
২৫। গোলাপী এখন ট্রেনে (১৯৭৮)—আমজাদ হোসেন: https://www.youtube.com/watch?v=cNLTHbY1Ndk
২৬। দুই পয়সার আলতা (১৯৮২)—আমজাদ হোসেন: https://www.youtube.com/watch?v=aGaubnuKAgg
২৭। জন্ম থেকে জ্বলছি (১৯৮২)—আমজাদ হোসেন: https://www.youtube.com/watch?v=KVu2RyVNR3I
২৮। ভাত দে (১৯৮৪)—আমজাদ হোসেন: https://www.youtube.com/watch?v=z0g7cXKqMC8&t=12s
২৯। সারেং বউ (১৯৭৮)—আব্দুল্লাহ আল মামুন: https://www.youtube.com/watch?v=sephN52U8Y0
৩০। এখনই সময় (১৯৮০)—আব্দুল্লাহ আল মামুন: https://www.youtube.com/watch?v=lUNGUlkiEUk
৩১। দুই জীবন (১৯৮৮)—আব্দুল্লাহ আল মামুন: https://www.youtube.com/watch?v=aHADTgdAaC0
৩২। সূর্যদীঘল বাড়ি (১৯৭৯)—মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী: https://www.youtube.com/watch?v=gMeeozaMmIM&t=90s
৩৩। দহন (১৯৮৫)—শেখ নিয়ামত আলী: https://www.youtube.com/watch?v=gdcRTD5npTk
৩৪। অন্য জীবন (১৯৯৫)—শেখ নিয়ামত আলী: https://www.youtube.com/watch?v=ph4uuighfcM&t=19s
৩৫। এমিলের গোয়েন্দা বাহিনী (১৯৮০)—বাদল রহমান: https://www.youtube.com/watch?v=vbWHI8C78wo
৩৬। ছুটির ঘণ্টা (১৯৮০)—আজিজুর রহমান: https://www.youtube.com/watch?v=_cIDMn2wodQ
৩৭। রামের সুমতি (১৯৮৫)—শহিদুল আমিন: https://www.youtube.com/watch?v=2DAgnlEfsw4
৩৮। শঙ্খনীল কারাগার (১৯৯২)—মুস্তাফিজুর রহমান: https://www.youtube.com/watch?v=tXZw316KAJA
৩৯। চাকা (১৯৯৩)—মোরশেদুল ইসলাম:https://www.youtube.com/watch?v=oJtFS05-Ur8
৪০। দীপু নাম্বার টু (১৯৯৬)—মোরশেদুল ইসলাম:
https://youtu.be/-zz7T8waQbI
৪১। দুখাই (১৯৯৭)—মোরশেদুল ইসলাম: https://www.youtube.com/watch?v=hiYnMNfDLBM&t=2s
৪২। দূরত্ব (২০০৪)—মোরশেদুল ইসলাম: https://www.youtube.com/watch?v=NTBQ1yHNCo0
৪৩। খেলাঘর (২০০৬)—মোরশেদুল ইসলাম: https://www.youtube.com/watch?v=i5LhxyZ1tss
৪৪। প্রিয়তমেষু (২০০৯)—মোরশেদুল ইসলাম: https://www.youtube.com/watch?v=Eh4OLMRlJOk
৪৫। আমার বন্ধু রাশেদ (২০১১)—মোরশেদুল ইসলাম:
https://www.youtube.com/watch?v=bNZkYR1h-uA
৪৬। অনিল বাগচীর একদিন (২০১৫)—মোরশেদুল ইসলাম:
https://youtu.be/BHJOIOdMW8A
৪৭। একাত্তরের যীশু (১৯৯৩)—নাসির উদ্দিন ইউসুফ: https://www.youtube.com/watch?v=ImB47ynd3sc
৪৮। গেরিলা (২০১১)—নাসির উদ্দিন ইউসুফ:
https://www.youtube.com/watch?v=7QHR16rEt3E
৪৯। আলফা (২০১৯)—নাসির উদ্দিন ইউসুফ: https://www.youtube.com/watch?v=VMliSn2PPKE
৫০। আগুনের পরশমণি (১৯৯৪)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=N2_ZAY34Lc8
৫১। শ্রাবণ মেঘের দিন (১৯৯৯)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=2m56a4EyVWY
৫২। দুই দুয়ারী (২০০০)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=ZcMjpdF-6OM
৫৩। চন্দ্রকথা (২০০৩)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=PvGrjVnIdGA
৫৪। শ্যামল ছায়া (২০০৪)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=ph3qk73ywbQ
৫৫। নয় নম্বর বিপদ সংকেত (২০০৬)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=Jue74sbh_0A
৫৬। আমার আছে জল (২০০৮)—হুমায়ূন আহমেদ: https://www.youtube.com/watch?v=mpxxBvpmJVg
৫৭। ঘেটুপুত্র কমলা (২০১২)—হুমায়ূন আহমেদ:
https://www.youtube.com/watch?v=2cAejoAZqYY
৫৮। নদীর নাম মধুমতী (১৯৯৫)—তানভীর মোকাম্মেল: https://www.youtube.com/watch?v=_paDZRGY1Kk&t=771s
৫৯। চিত্রা নদীর পারে (১৯৯৯)—তানভীর মোকাম্মেল: https://www.youtube.com/watch?v=anwAmOjOCPo
৬০। লালসালু (২০০১)—তানভীর মোকাম্মেল: https://www.youtube.com/watch?v=i_JGYJQsYXI&t=604s
৬১। লালন (২০০৪)—তানভীর মোকাম্মেল: https://www.youtube.com/watch?v=vrBJVVExa8o
৬২। রাবেয়া (২০০৮)—তানভীর মোকাম্মেল: https://www.youtube.com/watch?v=b6b7xjiTguM&t=29s
৬৩। জীবন ঢুলি (২০১৪)—তানভীর মোকাম্মেল: https://www.youtube.com/watch?v=WyFY3S6glWg
৬৪। উত্তরের খেপ (২০০০)—শাহজাহান চৌধুরী: https://www.youtube.com/watch?v=zfVuONgcOr4
৬৫। কিত্তনখোলা (২০০০)—আবু সাইয়ীদ: https://www.youtube.com/watch?v=8A97erTJCaA&t=3s
৬৬। শঙ্খনাদ (২০০৪)—আবু সাইয়ীদ: https://www.youtube.com/watch?v=0vcuhTFFwTw&t=1879s
৬৭। নিরন্তর (২০০৬)—আবু সাইয়ীদ: https://www.youtube.com/watch?v=89i44WRBVwI
৬৮। বাঁশি (২০০৭)—আবু সাইয়ীদ: https://www.youtube.com/watch?v=3FzHymwHG_g
৬৯। রূপান্তর (২০০৮)—আবু সাইয়ীদ: https://www.youtube.com/watch?v=WP1fly5osDs&t=253s
৭০। অপেক্ষা (২০১০)—আবু সাইয়ীদ: https://www.youtube.com/watch?v=a4ae2m8jNFk
৭১। ড্রেসিং টেবিল (২০১৬)—আবু সাইয়ীদ: https://www.youtube.com/watch?v=fM4iUSSg0lw
৭২। মাটির ময়না (২০০২)—তারেক মাসুদ: https://www.youtube.com/watch?v=DHxN53b-sCI
৭৩। অন্তর্যাত্রা (২০০৬)—তারেক মাসুদ: https://www.youtube.com/watch?v=ogKoVDOqQ8E
৭৪। রানওয়ে (২০১০)—তারেক মাসুদ: https://www.youtube.com/watch?v=wyl2k_IGWGs
৭৫। জয়যাত্রা (২০০৪)—তৌকির আহমেদ: https://www.youtube.com/watch?v=qptsKjKFMak
৭৬। রূপকথার গল্প (২০০৬)—তৌকির আহমেদ: https://www.youtube.com/watch?v=BOx2pWLJP50&t=9s
৭৭। দারুচিনি দ্বীপ (২০০৭)—তৌকির আহমেদ: https://www.youtube.com/watch?v=EUodA5vxc4I
৭৮। রং নাম্বার (২০০৪)—মতিন রহমান: https://www.youtube.com/watch?v=cWHvX0YYBfc
৭৯। হাজার বছর ধরে (২০০৫)—কোহিনূর আক্তার সুচন্দা: https://www.youtube.com/watch?v=xVzOSYWf6Nk
৮০। আয়না (২০০৬)—কবরী: https://www.youtube.com/watch?v=b6xre0hK8f0
৮১। ঘানি (২০০৬)—কাজী মোরশেদ: https://www.youtube.com/watch?v=bJWhUFPtJf8&t=6s
৮২। আহা (২০০৭)—এনামুল করিম নির্ঝর: https://www.youtube.com/watch?v=RX2PIE3Jl1c
৮৩। মেড ইন বাংলাদেশ (২০০৭)—মোস্তফা সরয়ার ফারুকী: https://www.youtube.com/watch?v=mBxi-ZvGTQc
৮৪। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯)—মোস্তফা সরয়ার ফারুকী: https://www.youtube.com/watch?v=KIxHhqUcjZ0
৮৫। বৃত্তের বাইরে (২০০৯)—গোলাম রাব্বানী বিপ্লব: https://www.youtube.com/watch?v=EuZ4KYR5E5Y
৮৬।আব্বাজান - ( ২০০১)
- কাজি হায়াৎ - https://youtu.be/OpMd6y5ohpQ
৮৭। গহীনে শব্দ (২০১০)—খালিদ মাহমুদ মিঠু: https://www.youtube.com/watch?v=SvFSBmijktE
৮৮। জোনাকির আলো (২০১৪)—খালিদ মাহমুদ মিঠু: https://www.youtube.com/watch?v=nJ5-l53bEJs
৮৯। লাল টিপ (২০১২)—স্বপন আহমেদ: https://www.youtube.com/watch?v=NEXGSnVaYC4
৯০। চোরাবালি (২০১২)—রেদওয়ান রনি: https://www.youtube.com/watch?v=7Ir0z4Pn1c8
৯১। উত্তরের সুর (২০১২)—শাহনেওয়াজ কাকলী: https://www.youtube.com/watch?v=TEMDc8Y7uSk
৯২। নদীজন (২০১৫)—শাহনেওয়াজ কাকলী: https://www.youtube.com/watch?v=6EhWtBLlIRQ
৯৩। কাজলের দিনরাত্রি (২০১৩)—সজল খালেদ: https://www.youtube.com/watch?v=eR8fbz1sz6w
৯৪। নেকাব্বরের মহাপ্রয়াণ (২০১৪)—মাসুদ পথিক: https://www.youtube.com/watch?v=_6-x2Ba8ioo
৯৫। বাপজানের বায়স্কোপ (২০১৪)—রিয়াজুল রিজু: https://www.youtube.com/watch?v=GUKBKaMcmXE
৯৬। বৃহন্নলা (২০১৪)—মুরাদ পারভেজ: https://www.youtube.com/watch?v=l5UhKxwY_Ps
৯৭। ঘাসফুল (২০১৫)—আকরাম খান: https://www.youtube.com/watch?v=fUrzBPsCyYw
৯৮। সুতপার ঠিকানা (২০১৫)—প্রসূন রহমান: https://www.youtube.com/watch?v=SoX2MGfRvnw
৯৯। কৃষ্ণপক্ষ (২০১৬)—মেহের আফরোজ শাওন: https://www.youtube.com/watch?v=E4TYZj0FrNs
১০০। আবির্ভাব - ১৯৬৮ - সুভাষ দত্ত -
https://youtu.be/N15F5vJxN4M
১০১।এক মুঠো ভাত (১৯৭৬)- ইবনে মিজান:
https://youtu.be/lHiC0eGFXEE
১০২।এই ঘর এই সংসার - ১৯৯৬- মালেক আফসারী-
https://youtu.be/MIjX-27swAE
১০৩।পদ্মা নদীর মাঝি (১৯৯৩) - গৌতম ঘোষ ঃ
https://youtu.be/nOzEhC91n5g (YouTube)
১০৪।মরণের পরে (১৯৫৪) - সতীশ দাশগুপ্তা - https://youtu.be/hWgOMsCG2জ
১০৫।তিতাস একটি নদীর নাম -(১৯৭৩) (ঋত্বিক ঘটক) -
https://youtu.be/1Mku90VzJ0s
১০৬।সুজন সখী - (১৯৯৪)- শাহ আলম কিরণ - https://youtu.be/98POw5oPOLs
১০৭।বেদের মেয়ে জোসনা - (১৯৮৯)- (তোজাম্মেল হক বকুল) -https://youtu.be/x_4SDvh5bwY
১০৮। সাত ভাই চম্পা- (১৯৬৮)- মিলন চৌধুরী - https://youtu.be/ShBEXZeIr7I
১০৯।ক্ষতিপূরণ - ১৯৮৯ - মালেক আফসারী - https://youtu.be/3K-OacYEjT4
১১০।স্বপ্নের ঠিকানা- (১৯৯৫)- এম এ খালেক-
https://youtu.be/dXFYk_VwdUo
১১১। বড় ভালো লোক ছিল -(১৯৮২) - মোহাম্মদ মহিউদ্দিন - https://youtu.be/J2sGWE2fIFk
১১২।আয়নাবাজি- ২০১৬- অমিতাভ রেজা চৌধুরী - https://fb.watch/5i9NT9cA5d/
(ফেসবুক লিংক)
১১৩। টেলিভিশন - ২০১৩ - মোস্তফা সরোয়ার ফারুকি- https://fb.watch/5iaDmapMl1/
(ফেসবুক লিংক)
১১৪।জালালের গল্প- ২০১৪ - আবু শাহেদ ইমন-
https://fb.watch/5ibeQLJXhy/
(ফেসবুক লিংক)
১১৫।আম্মাজান- (১৯৯৯)- কাজি হায়াৎ - https://youtu.be/IPR41A7MMO4
১১৬।মৃত্তিকা মায়া-(২০১৩)- গাজী রাকায়েত- https://youtu.be/fwnYj-Jjy2o
১১৭।ফাগুন হাওয়ায় - ২০১৯ - তৌকির আহমেদ - https://youtu.be/NmXPAeaRzmc
১১৮। মনের মানুষ - (২০১০) - গৌতম ঘোষ - https://youtu.be/P7ZHdbbSQ-0
১১৯।ঘুড্ডি - ১৯৮০ - সালাউদ্দীন জাকি -
https://youtu.be/39QsjeUH6UY
১১২০। পিচ ঢালা পথ - (১৯৭০)- এহতেশাম - https://youtu.be/3tq1nwNd6Lc
১২১।দেবদাস-(১৯৮২)চাষী নজরুল ইসলাম- https://youtu.be/eXyvOiueq4g
১২২। কেয়ামত থেকে কেয়ামত - (১৯৯৩) - সোহানুর রহমান সোহান - https://youtu.be/V1TsV2pOZPU
১২৩।আলোর মিছিল - (১৯৭৪) - মিতা - https://youtu.be/ZFZTShITGEU
১২৪। রাজলক্ষী শ্রীকান্ত - (১৯৮৭) - বুলবুল আহমেদ - https://youtu.be/RZi9F4WrvhM
১২৫।সত্যের মৃত্যু নেই -( ১৯৯৬) - ছটকু আহমেদ - https://youtu.be/X5qJD4zj4AE
১২৬।আনন্দ অশ্রু - (১৯৯৭) - শিবলি সাদিক - https://youtu.be/c5S7ttCVe70
১২৭।হঠাৎ বৃষ্টি - (১৯৯৯) - বসু চ্যাটার্জি - https://youtu.be/GJMdS1Q0Ogk
১২৮।কাল সকালে - (২০০৫)- আমজাদ হোসেন-https://youtu.be/bbZbMO-TRPY
১২৯। ময়নামতি - (১৯৬৯) -কাজি জহির আহমেদ - https://youtu.be/BvB5f5wxaW8
১৩০।স্বপ্নজাল - (২০১৮) - গিয়াসউদ্দিন সেলিম - https://youtu.be/ZiS7eUuLUMA
১৩১।গহীন বালুচর (২০১৭)—বদরুল আনাম সৌদ: https://www.youtube.com/watch?v=kyr_4j6Yfx8&t=4s
১৩২।অজ্ঞাতনামা- (২০১৬) - তৌকির আহমেদ-
https://youtu.be/OEliPNPlB9Q
১৩৩।মনপুরা (২০০৯)—গিয়াস উদ্দিন সেলিম: https://www.youtube.com/watch?v=ZYw7PCggOnY
১৩৪।ঢাকা এট্যাক - ২০১৭ - দীপংকর দিপন - https://youtu.be/uLBjt9gqDKE
১৩৫।জানোয়ার -২০২১- রায়হান রাফি - https://youtu.be/CMYAOHbUnHM
১৩৬। বাবা কেন চাকর - ১৯৯৫ - নায়করাজ রাজ্জাক -
https://youtu.be/bvlifs00eHg
দলিলে লিখিত অনেক শব্দ আছে, যার সংক্ষিপ্ত রুপ ব্যবহার করা হয়ে থাকে। এমনও কিছু শব্দ আছে যা খুব কম ব্যবহার হয়। যারা পুরাতন দলিলের ব্যবহৃত শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত আলোচনা করা হলো।
পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০ টি শব্দের অর্থঃ
১) মৌজা 👉 গ্রাম।
২) জে.এল নং 👉 মৌজা নং/গ্রাম নম্বর।
৩) ফর্দ 👉 দলিলের পাতা।
৪) খং 👉 খতিয়ান।
৫) সাবেক 👉 আগের/পূর্বের বুজায়।
৬) হাল 👉 বর্তমান।
৭) বং 👉 বাহক, অর্থাৎ যিনি নিরক্ষর ব্যক্তির নাম লিখে।
৮) নিং 👉 নিরক্ষর।
৯) গং 👉 আরো অংশীদার আছে।
১০) সাং 👉 সাকিন/গ্রাম।
১১) তঞ্চকতা 👉 প্রতারণা।
১২) সনাক্তকারী 👉 যিনি বিক্রেতাকে চিনে।
১৩) এজমালী 👉 যৌথ।
১৪) মুসাবিদা 👉 দলিল লেখক।
১৫) পর্চা 👉 বুঝারতের সময় প্রাথমিক খতিয়ানের যে নকল দেওয়া হয় তাকে পর্চা বলে।
১৬) বাস্তু 👉 বসত ভিটা।
১৭) বাটোয়ারা 👉 বন্টন।
১৮) বায়া 👉 বিক্রেতা।
১৯) মং 👉 মবলগ/মোট।
২০) মবলক 👉 মোট।
২১) এওয়াজ 👉 সমপরিমাণ কোন কিছু বদলে সমপরিমাণ কোন কিছু বদল করাকে এওয়াজ বলে।
২২) হিস্যা 👉 অংশ।
২৩) একুনে 👉 যোগফল।
২৪) জরিপ 👉 পরিমাণ।
২৫) এজমালী 👉 কোনো ভূমি বা জোতের একাধিক শরীক থাকিলে তাহাকে এজমালী সম্পত্তি বা এজমালী জোত বলে।
২৬) চৌহদ্দি 👉 সীমানা।
২৭) সিট 👉 নকশার অংশ বা মৌজার অংশের নকশাকে সিট বলে।
২৮) দাখিলা 👉 খাজনার রশিদ।
২৯) নক্সা 👉 ম্যাপ।
৩০) নল 👉 জমি পরিমাপের নিমিত্তে তৈরী অংশ দণ্ড।
৩১) নাল 👉 চাষাবাদের উপযোগী ভূমি।
৩২) পিং 👉 পিতা।
৩৩) জং 👉 স্বামী।
৩৪) দাগ নং 👉 জমির নম্বর।
৩৫) এতদ্বার্থে 👉 এতকিছুর পর।
৩৬) স্বজ্ঞানে 👉 নিজের বুঝ মতে।
৩৭) সমূদয় 👉 সব কিছু।
৩৮) ইয়াদিকৃত 👉 পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করিলাম।
৩৯) পত্র মিদং 👉 পত্রের মাধ্যমে।
৪০) বিং 👉 বিস্তারিত।
৪১) দং 👉 দখলকার।
৪২) পত্তন 👉 সাময়িক বন্দোবস্ত।
৪৩) বদল সূত্র 👉 এক জমি দিয়া অন্য জমি গ্রহণ করা।
৪৪) মৌকুফ 👉 মাপ।
৪৫) দিশারী রেখা 👉 দিকনির্দেশনা।
৪৬) হেবা বিল এওয়াজ 👉 কোন জিনিসের পরিবর্তে ভূমি/জমি দান করাকে হেবা বিল এওয়াজ বলে।
৪৭) বাটা দাগ 👉 কাটা দাগ এটি ভগ্নাংশ আকারে থাকে, যার উপরের সংখ্যা আগের দাগ এবং নিচের সংখ্যা এই দাগের বাটা।
৪৮) অধুনা 👉 বর্তমান।
৪৯) রোক 👉 নগদ।
৫০) ভায়া 👉 বিক্রেতার পূর্বের ক্রয়কৃত দলিল।
৫১) দান সূত্র 👉 কোনো ভূমি দলিল মূলে দান করিলে দান গ্রহণকারী দান সূত্রে ভূমির মালিক বলিয়া গন্য হয়।
৫২) দাখিল খারিজ 👉 কোনো জোতের ভূমি ও জমা হইতে কতেকাংশ ভূমির খরিদ্দার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ব্যাক্তিকে পৃথকভাবে নাম জারি করিয়া দিলে তাহাকে দাখিল খারিজ বলে।
৫৩) তফসিল 👉 তালিকা, কোনো দলিলের নিম্নভাগে লিখিত সম্পত্তির তালিকাকে তফসিল বলে।
৫৪) খারিজ 👉 যখন কোনো সরকার বা জমিদার কোনো প্রজাকে তাহার অংশীদারের জমা হইতে পৃথকভাবে খাজনা দিবার অনুমতি দেন তখন তাহাকে খারিজ বলে।
৫৫) খতিয়ান 👉 প্রত্যেক মৌজার এক বা একাধিক ভূমির জন্য একত্রে যে রেকর্ড সৃষ্টি করা হয় তাহাকে খাতিয়ান বলা হয়। খতিয়ানে তৌজি নম্বর, পরগনার নাম, জে.এল বা গ্রামের নাম, খতিয়ান নম্বর, স্বত্ত্বের বিবরণ মালিকের নাম, তাহার পিতা ও গ্রামের নাম, দাগ নম্বর, প্রত্যেক দাগের উত্তর সীমানা, ভূমির প্রকার অর্থাৎ (ডাঙ্গা, ধানী, ডোবা, পতিত, গর্ত, হালট, ইত্যাদি) দখলকারের নাম, ভূমির ষোল আনা পরিমাণ, হিস্যা ও হিস্যা মত পরিমাণ একর লিখিত থাকে।
৫৬) জরিপ 👉 সাধারণত কর নির্ধারণ ভিত্তিতেই এই সার্ভে করা হইয়া থাকে।
৫৭) এওয়াজ সূত্র 👉সমপরিমাণ কোনো ভূমি বা জিনিসের বদলে সমপরিমাণ কোনো ভূমি বা জিনিস প্রাপ্ত হইলে তাহাকে এওয়াজ সূত্রে প্রাপ্ত বলা হয় ইহাকে বদল সূত্রও বলে।
৫৮) অছিয়তনামা 👉 যদি কোনো ব্যাক্তি মৃত্যুর পূর্বে তাহার ওয়ারিশ বা আত্বীয় স্বজনকে তার স্থাবর- অস্থাবর সম্পত্তির বাটোয়ারা সম্পর্কে দলিল মূলে কোনো নির্দেশ দিয়া যান তবে তাহাকে অছিয়তনামা বলে। মৃত্যুর পর উক্ত অছিয়ত প্রবলের জন্য জেলা জজ সাহেব হইতে অনুমতি লইতে হয় হিন্দু ধর্মে উহাকে উইল বলে।
৫৯) তফসিল 👉 বিক্রিত জমির তালিকা।
৬০) নামজারী 👉 অন্যান্য অংশীদার থেকে নিজের নাম খতিয়ানে খোলাকে নামজারী বলে।
৬১) অধীনস্থ স্বত্ত্ব 👉 উপরিস্থিত স্বত্ব বা জমিদারী স্বত্বের অধীনে কোনো স্বত্ত্ব সৃষ্টি করিলে তাহাকে অধীনস্থ স্বত্ত্ব বা নীচস্থ স্বত্ত্ব বলে।
৬২) আলামত 👉 ম্যাপের মধ্যে গাছপালা, বাড়ীঘর, মন্দির, মসজিদ, গোরস্থান, জলভূমি, ইত্যাদি বুঝাইবার জন্য ব্যবহৃত চিহ্নকে আলামত বলে।
৬৩) আমলনামা 👉 কোনো ব্যক্তি অন্যের নিকট হইতে কোনো ভূমি নিলাম বা খোস – খরিদ করিয়া ভূমিতে দখল লওয়ার যে দলিল প্রাপ্ত হয় তাহাকে আমনামা বলে।
৬৪) আসলি 👉 মূল ভূমি।
৬৫) আধি 👉 উৎপন্ন ফসলের অর্ধেক ভূমির মালিক, অর্ধেক প্রজায় রাখিলে তাহাকে আধি বা বর্গ বলে।
৬৬) ইজারা 👉 ঠিকা। নির্দিষ্ট খাজনায় নির্দিষ্ট সময়ের জন্য তালুক বা মহলাদির বন্দোবস্ত দেওয়া বা নেওয়া।
৬৭) ইয়াদদন্ত 👉 স্মারকলিপি।
৬৮) ইন্তেহার 👉 ঘোষণাপত্র।
৬৯) এস্টেট 👉 ১৭৯৩ সালে সরকার বাহাদুর যে সমস্ত মহাল স্থায়ীভাবে বন্দোবস্ত দিয়াছেন তাহাদিগকে জমিদারী বা এস্টেট বলে।
৭০) ওয়াকফ 👉 ধর্মীয় কাজের উদ্দেশ্যে আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পত্তি।
৭১) কিত্তা 👉 চারিটি আইন দ্বারা বেষ্টিত ভূমি খন্ডকে এক একটি কিত্তা বা পট বলে।
৭২) কিস্তোয়ার জরিপ 👉 গ্রামের অন্তর্গত জমিগুলো কিত্তা কিত্তা করে জরিপ করার নাম কিস্তোয়ার।
৭৩) কিস্তি 👉 নির্দিষ্ট তারিখ অনুযায়ী টাকা দিবার অঙ্গীকার বা ব্যবস্থা।
৭৪) কায়েম স্বত্ত্ব 👉 চিরস্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়া ভূমিকে কায়েম স্বত্ত্ব বলে।
৭৫) কবুলিয়ত 👉 মালিকের বরাবরে স্বীকারোক্তি করিয়া কোনো দলিল দিলে তাহাকে বকুলিয়ত বলে। কবুলিয়াত নানা প্রকার। যথা- রায়তি, দর রায়তি, কোর্ফা ও আদি বর্গা কবুলিয়াত।
৭৬) কটকোবালা 👉 সুদের পরিবর্তে মহাজনের দখলে জমি দিয়া টাকা কর্জ করত: যে দলিল দেওয়া হয় তাহাকে কটকোবালা বল।
৭৭) কান্দা 👉 উচ্চ ভূমি। গোবামের সন্নিকটস্থ ভূমিকেও কান্দা বলে।
৭৮) কিসমত 👉 মৌজার অংশকে কিসমত বলে।
৭৯) কোলা ভূমি 👉 বসত বাড়ীর সংলগ্ন নাল জমিকে কোলা ভূমি বলে।
৮০) কোল 👉 নদীর কোনো ছোট অংশ তাহার প্রধান স্রোতের সহিত বা হইতে সংযুক্ত হইয়া গেলে তাহাকে কোল বলে।
৮১) খানাপুরী 👉 প্রাথমিক স্বত্ত্ব লিপি। ইহা রেকর্ড অব রাইটস তৈরির ধাপ। খসড়া ও খতিয়ানের কলাম বা ঘর পূরণ করাই ইহার কাজ।
৮২) খামার 👉 ভূম্যধিকারী খাস দখলীয় ভূমিকে খামার, খাস-খামার, নিজ জোত বা কমত বলে।
৮৩) খাইখন্দক 👉 ডোবগর্ত, খাল, নালা ইত্যাদি চাষের অযোগ্য ভূমিকে খাইখন্দক বলে।
৮৪) খিরাজ 👉 কর, খাজনা।
৮৫) খানে খোদাঃ মসজিদ।
৮৬) খসড়াঃ জমির মোটামুটি বর্ণনা।
৮৭) গর বন্দোবস্তিঃ যে জমির কোনো বন্দোবস্ত দেওয়া হয় নাই।
৮৮) গরলায়েক পতিতঃ খাল, নালা, তীরচর, ঝাড়, জঙ্গল ইত্যাদি অনাবাদি ভূমিকে গরলায়েক পতিত বলে।
৮৯) গির্বিঃ বন্ধক।
৯০) চক 👉 থক বসত ম্যাপের এক একটি পটকে চক বলে।
৯১) জমা বন্দী 👉 খাজনার তালিকা।
৯২) চাকরাণ 👉 জমিদার বাড়ীর কাজ-কর্ম নির্বাহ করণার্থে ভোগ-দখল করিবার নিমিত্তে যে জমি দেওয়া হয় তাহাকে চাকরাণ বলে।
৯৩) চাঁদা 👉 জরিপ কার্যে নির্দিষ্ট করা স্টেশনকে চাঁদা বলে।
৯৪) চটান 👉 বাড়ীর সন্নিকটস্থ উচ্চ পতিত স্থানকে চটান বলে।
৯৫) চালা 👉 উচ্চ আবাদি ভূমি (পুকুরের পাড় ইত্যাদি)।
৯৬) চর 👉 পলিমাটি গঠিত ভূমি।
৯৭) জবর-দখল 👉 জোরপূর্বক দখল।
৯৮) জমা 👉 এক বা একাধিক ভূমির জন্য একত্রে যে খাজনা দেওয়া হয় তাহাকে এক একটি জমা বলে।
৯৯) জোত 👉 এক প্রকার প্রজাস্বত্ত্ব।
১০০) জজিরা 👉 নাব্য নদীতে যে দ্বীপ গঠিত হয় তাহাকে জজিরা বলে।
১০১) জায়সুদী 👉 হস্তান্তরকরণ ক্ষমতা ব্যতীত কিয়ং কালের জন্য বন্ধক। অর্থাৎ মহাজনের নিকট বন্ধক দিয়া যদি এই মর্মে টাকা কর্জ করা যায়, যে যতদিন পর্যন্ত আসল টাকা পরিশোধ না হইবে ততদিন পর্যন্ত মহাজন উক্ত জমি ভোগ-দখল করিতে থাকিবেন, তবে তাহাকে জায়সুরি বলে।
১০২) জালি 👉 এক প্রকার ধান যাহা জলাভূমিতে জন্মে।
১০৩) টেক 👉 নদী ভগ্নস্থান ভরাট হইয়া যে পয়স্তি উৎপন্ন হয় তাহাকে টেক বলে।
১০৪) টাভার্স 👉 ঘের জরিপ।
১০৫) ঠিকা রায়ত 👉 নির্দিষ্ট মেয়াদে সাময়িকভাবে দখলকারকে ঠিক রায়ত বলে অথবা যে রায়তের কোনো দখলি স্বত্ত্ব নেই।
১০৬) ঢোল সহরত 👉 কোনো ক্রোক, নিলাম ইস্তেহার বা দখলি পরওয়ানা সরজমিনে ঢোল পিটাইয়া জারি করাকে ঢোল সহরত বলে।
১০৭) তামিল 👉 আদেশ মোতাবেক রেকর্ড সংশোধন করা।
১০৮) তামাদি 👉 খাজনা আদায় করার নির্দিষ্ট সময় অতিক্রম হইলে তাহাকে তামাদি বলে।
১০৯) তুদাবন্দী 👉 সীমানা নির্দেশ।
১১০) তহশিল 👉 খাজনাদি আয়ের নিমিত্ত নির্দিষ্ট এলাকাকে তহশিল বলে।
১১১) তলবানা 👉 সমন জারির সময় পিয়নকে প্রদত্ত ফিস।
১১২) তলববাকী 👉 বকেয়া খাজনা আদায়ের কিস্তি।
১১৩) তালুক 👉 নিম্নস্থ স্বত্ত্ব।
১১৪) তরমিমঃ শুদ্ধকরণ।
১১৫) তরতিব 👉 শৃংখলা।
১১৬) তৌজি 👉 ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তীয় ভূমির জন্য কালেক্টরীতে যে রেজিষ্ট্রী বই থাকে তাহাকে তৌজি বলে। প্রত্যেক তৌজির ক্রমিক নম্বর থাকে। জমিদারের অধীন প্রজার জোতকেও তৌজি বলা হয়।
১১৭) দিয়ারা 👉 পলিমাটি দ্বারা গঠিত চর।
১১৮) দর পত্তনী 👉 পত্তনীর অধীন।
১১৯) দখলী স্বত্ত্ব বিশিষ্ট প্রজা 👉 দখলদার হিসেবে যে প্রজার স্বত্ত্ব আছে।
১২০) দশসালা বন্দোবস্ত 👉 দশ বৎসরের মেয়াদে বন্দোবস্ত দেওয়াকে দশসালা বন্দোবস্ত বলে।
১২১) দিয়ারা 👉 পলিমাটি দ্বারা গঠিত চর।
১২২) দাগ নম্বর 👉মৌজা নকশায় প্রত্যেক প্লটের যে সিরিয়াল নম্বর বসান হয়,তাহাকে দাগ নম্বর বলে।
১২৩) দরবস্ত 👉 সমুদয়।
১২৪) নথি 👉 রেকর্ড।
১২৫) দেবোত্তর 👉 দেবতাদিগকে প্রদত্ত নিষ্কর ভূমি।
১২৬) দেবিচর 👉 যে সকল বালুচর সাধারণ জোয়ারের পানিতে ডুবিয়া যায় তাহাদিগকে দেবিচর বলে।
১২৭) দিঘলি 👉 নির্দিষ্ট পরিমাণ খাজনা আদায়কারী একপ্রকার প্রজা।
১২৮) নক্সা ভাওড়ন 👉 পূর্ব জরিপ অনুসারে গ্রামের সীমাগুলো এখন আর ঠিক মতো পাওয়া যায় না। ফলে সীমানা লইয়া প্রায়ই জমিদারের মধ্যে ঝগড়া বাঁধে। পূর্বের ফিল্ডবুক অনুসারে প্রত্যেক লাইনের মাপ ও বিয়ারিং লইয়া, লাইনটি প্রথমে যেখানে যেভাবে ছিল, তা চিহ্নিত করিয়া, কোন জমি কোন মৌজার অন্তর্গত,তাহা ঠিক করার নামই,নক্সা ভাওড়ান বা রিলেইং বাউন্ডারীজ।
১২৯) নামজারী 👉 ভূম্যধিকারী সরকারের সাবেক নামের পরিবর্তে খরিদ্দার অথবা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ব্যক্তির নাম রেজিস্ট্রী করাকে নামজারী বলে।
১৩০) নাম খারিজ বা জমা খারিজ 👉 ১৬ আনা জোতার মোট জমা হইতে নামজারীকৃত ওয়ারিশ বা খরিদ্দারের দখলীয় জমির জমা ১৬ আনা জোতার জমার হার অনুসারে জাম ভাগ করিয়া দিয়া পৃথক জমা সৃষ্টি করাকে নাম খারিজ বা জাম খারিজ বলে।