Cox’s Bazar DC College Science Club

Cox’s Bazar DC College Science Club

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cox’s Bazar DC College Science Club, Education, .

08/01/2022

Dc College.

21/06/2020

আজ বাবা দিবস ❤
বাবা শব্দটা কখনো আদর, কখনো শাসন, কখনো আবদার আবার কখনো জ্ঞান এর। ‘প্রতিটি বাবা’র ত্যাগ, আমাদের মানুষ গড়ার জন্য।’

‘বাবা দিবস’-এ পূর্ণতাপাক শ্রদ্ধা আর ভালোবাসা, দৃঢ় হোক পরিবারের বন্ধন।

বিশ্বের সকল বাবার প্রতি শ্রদ্ধা,😘 প্রতিদিনই হোক বাবা দিবস।😍

13/06/2020

মেধা বলে কি কিছু আছে?

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ বা হলিক্রসের শিক্ষার্থীদের প্রশংসা আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। কেন? কারণ, তারা মেধাবী। কিন্তু প্রশ্ন যখন এমন, মেধা বলে কি আসলে কিছু আছে? তখন তো বিষয়টা একটু অন্যরকম।

মেধা বলে কিছু আছে কি নেই, সেই বিতর্কে আমি যাচ্ছি না। তবে, মেধা যেই অর্থে বর্তমান সমাজে প্রচলিত, তা নিয়ে আমার বিরোধ রয়েছে। কারণ, বর্তমান সমাজে জিপিএ-৫ পেলে তথা জেলখানার পাঁচ নম্বর কক্ষে প্রবেশ করতে পারলেই তাকে মেধাবী ভাবা হয়। আবার, কেউ অপারগ হলে তাকে আর শিক্ষার্থী বলেই মানতে চান না অনেকে। একই ঘটনা বিশ্ববিদ্যালয়েে চান্স পাওয়া না পাওয়া নিয়েও ঘটে। পুরোটাই ভ্রান্ত।

সবার মাঝেই পটেনশিয়ালটি আছে। সবারই কোনো না কোনো বিষয়ে পারদর্শী হওয়ার ক্ষমতা রয়েছে। পরিপার্শ্বের কাজ হলো তাকে সহযোগিতা করা। কিন্তু করা হচ্ছে উল্টোটা।

মেধা বলে তাহলে কি কিছুই নেই?

কিছু তো একটা আছে। এই যে ডাক্তাররা শিশুদের পুষ্টিকর খাবার খাওয়াতে বলেন। মস্তিষ্কের বিকাশে সহায়ক খাবার খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন। কেন? যাতে করে বাচ্চার মস্তিষ্ক শক্তিশালী হয়ে ওঠে। এরপর, এই যে বিশেষজ্ঞরা আমাদেরকে মস্তিষ্ক চর্চা করতে বলেন। ব্রেইন স্টর্মিং করতে বলেন। কী কী করলে মাথা শক্তিশালী হবে সেসব পরামর্শ দেন। কেন? যাতে করে আমাদের মস্তিষ্ক তার শক্তি ধরে রাখতে পারে এবং উন্নতি করতে পারে। এই যে মস্তিষ্কের কার্যক্ষমতা, এটাই মেধা।

আর এই পুরো বিষয়টা মানুষের নিয়ন্ত্রণে। অভ্যাসের ওপর নির্ভরশীল। আপনি চর্চা করলেই আপনার মেধা জেগে উঠবে। তবে, মস্তিষ্কেরও সীমাবদ্ধতা রয়েছে। সৃজনশীল অংশ রয়েছে। আছে ড্যামেজ হওয়ার পথ। কিন্তু কোনো কিছুই চেষ্টার ঊর্ধ্বে নয়। ওই যে মেধা, ওটাও মূলত চেষ্টা ও চর্চার ফসল। অস্তিত্বের সূচনা থেকেই এই চর্চা শুরু হয়।

[ছবি : গুগল থেকে সংগৃহীত]

30/05/2020

২০২০-২০২১ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় কক্সবাজার ডিসি কলেজ(EIIN.138979) -এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিম্নোক্ত নম্বরসমূহে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। সরাসরি যোগাযোগের জন্য: কক্সবাজার ডিসি কলেজ (অস্থায়ী ক্যাম্পাস) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, সদর,কক্সবাজার।

24/05/2020

Eid Mubarak

22/05/2020

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
সবাইকে ঈদের শুভেচ্ছা। কাল - পরশু আমরা ঈদ উল ফিতর উদযাপন করবো ইনশাআল্লাহ। প্রতি বছরই ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। করোনা ভাইরাসের জন্য সৃষ্ট মহামারিতে এ বছর ঈদের কেনাকাটা করতে মার্কেটে যাবে না।আত্নীয় পরিজন,বন্ধু, প্রতিবেশী কারো ঘরে যাবে না। ঘরে বসেই পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ কর। Stay home, stay safe. সময়কে ভাগ করে নাও এবং যতটা সম্ভব পড়াশোনা চালিয়ে যাও। আমাদের ১ম বর্ষ সিলেবাস শেষ।কলেজ খোলামাত্র পরীক্ষা হবে।এর মধ্যে তোমরা নিজেরা ২য় পত্র এগিয়ে নাও।কারণ ২য় বর্ষে আমরা খুবই কম সময় পাবো।যে কোনো প্রয়োজনে শিক্ষকগণের সাথে যোগাযোগ করবে।তোমাদের ও তোমাদের পরিবারের সকলের জন্য শুভকামনা রইল।
ঈদ মোবারক।
অধ্যক্ষ
কক্সবাজার ডিসি কলেজ

22/04/2020

#আপনি_কি_করোনায়_পজিটিভ?

বাসায় চলুক চিকিৎসা।
সুস্থ হবেন ২ দিনেই ইনশাআল্লাহ।

গলা ব্যথা-ই হউক বা কাশি হউক বা সর্দি জ্বর হউক নিয়ে নিন এ পদ্ধতিতে চিকিৎসাঃ---
তারিখঃ ২১ এপ্রিল ২০২০ ইং

১) লেবু, আদা, তেজপাতা, লং, এলাচি, দাড়চিনি, একটি পরিস্কার ডেকচিতে পানিতে ফুটাতে থাকুন ১৫ মিনিট। সাথে আস্তা লেবু ২টা।

২) ফুটানো চলাকালে নিরাপদ দূরত্বে থেকে গরম বাষ্প
নাক দিয়ে লম্বা টেনে মুখ দিয়ে বের করতে হবে কমপক্ষে
৫ মিনিট। এভাবে দৈনিক ৪ থেকে ৫ বার গ্রহন করুন।

৩) তারপর এই ফুটন্ত লেবু, আদা, তেজপাতা ইত্যাদির
মিক্স গরম পানি চা'য়ের মতো করে ১ ঘন্টা পরপর পান করতে থাকুন।

৪) নাপা এক্সটেন্ড জাতীয় ঔষধ খেতে পারেন।

৫) ফুসফুসকে ভাল রাখার জন্য বাসায় বা বাসার বারান্দায় বসে মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাসের ব্যয়াম করুন কমপক্ষে দৈনিক দু'বার। নাক দিয়ে লম্বা নিশ্বাস গ্রহন করুন যতোবেশী নিতে পারেন নিন তারপর যতোক্ষণ আটকিয়ে রাখতে পারেন রাখুন। তারপর মুখ দিয়ে আস্তে আস্তে দম ছাড়ুন। এভাবে ১০ বার করুন।

৬) আদা কেটে সামান্য লবন দিয়ে প্লেটে রাখুন। একটু পরপর মুখে দিন।

৭) গরম দুধ, গরম চা, কফি গ্রিন টি আধা ঘন্টা পর পর পান করুন। কোনভাবেই গলা শুষ্ক রাখা যাবেনা।

আপনার 'কী রোগ হলো' আপনি বাঁচবেন কি বাঁচবেননা
ভুলেও এসব ভাবনা মাথায় প্রশ্রয় দিবেন না।
মনে রাখবেন মনোবলই হচ্ছে আসল কথা। বনের বাঘে খায়না মনের বাঘে খায়। মনোবল হারালে রোগ প্রতিরোধ
ক্ষমার কমে যায়, তাই মনোবল চাংগা রাখার জন্যে আপনার
যা ভালো লাগে তাই করবেন।

উপরোক্ত পদ্ধতিতে আপনি ২ দিন চিকিৎসা নিলে এটা
পরীক্ষিত সত্য যে তৃতীয় দিনের দিন আপনার করোনা
ভাইরাস কোভিড-১৯ পজিটিভ নেগেটিভ হতে বাধ্য।
ইনশাআল্লাহ। আপনি সুস্থ হয়ে অবশ্যই এটি শেয়ার করে
অন্যকে সুস্থ হতে সহযোগিতা করুন।
আল্লাহ আপনার আমার সবার সহায় হোন। আমিন।

শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। নিজ টাইমলাইনে
রেখে দিন। প্রয়োজনে কাজে লাগতে পারে।

প্রণয়নেঃ Ahmed Moqbul (Dr. SA Moqbul, DHMS,Homoeopathic Consultant) Ex-GM,JBL.

21/03/2020

জেনে নিন #করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার ৫টি উপায়:
💧 সঠিক নিয়ম মেনে নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে,
💪 হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর ভাঁজে নাক-মুখ ঢেকে নিতে হবে,
🐂 বাজারে কোন প্রাণীকে স্পর্শ করা যাবেনা,
😷 শিশুকে ঠাণ্ডা- কাশিতে আক্রান্ত অসুস্থ ব্যক্তিদের থেকে দূরে রাখতে হবে এবং
👩‍⚕️ শিশুর জ্বর বা ফ্লুর কোন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Faheem Younus, MD (@FaheemYounus) | Twitter 18/03/2020

দশ সেকেন্ড দম বন্ধ করে রাখলে করোনার টেস্ট হয়ে যায়, গরম পানি খেলে গলার করোনা মরে, চীনের ল্যাবরোটরি থেকে করোনা ছড়াইছে, আমেরিকারও হাত আছে, গরমকালে করোনাভাইরাস মরে যাবে, সাবানের চেয়ে সেনিটাইজার ভালো

ফেসবুক খুললেই দেখা মিলছে এমন সংবাদ। কোনটা গুজব আর কোনটা সত্য? কনফিউশন আর কনফিউশন ।

এমন প্রচলিত বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছে আমেরিকার ইউনিভার্সিটি অফ ম্যারিলান্ডের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ফাহিম ইউনুস।

১ নাম্বার কনফিউশনঃ
গরম / গ্রীষ্মকাল আসার সাথে সাথে করোনা চলে যাবে।

উত্তরঃ
ভুল। পুর্ববর্তী মহামারীগুলো আবহাওয়ার প্যাটার্ন অনুসরণ করে কমেনি কিংবা বাড়েনি। এখানে যখন গ্রীষ্ম, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল! আবহাওয়ার সাথে করোনার সম্পর্ক নেই। ভাইরাস গ্লোবাল।

২ নাম্বার কনফিউশনঃ
মশার কামড়ে করোনা আরও বেশী ছড়াবে।

উত্তরঃ
ভুল। এই সংক্রামক ছড়ায় শ্বাসজনিক ড্রপলেটের মাধ্যমে। রক্তের মাধ্যমে নয়। মশা বা অন্য পোকা মাকড়ের কামড়ে করোনা ছড়ায় না।

৩ নাম্বার কনফিউশনঃ
দশ সেকেন্ড দম বন্ধ করে রাখতে যদি অসুবিধা না হয়, তবে করোনা হয়নি।

উত্তরঃ
ভুল। অনেক তরুণ রোগীই আছে যারা করোনায় আক্রান্ত তারা নিজেরাই দশ সেকেন্ডের বেশী সময় দম আটকে রাখতে পারে। এবং অনেক বয়স্ক ব্যাক্তি আছে যাদের ভাইরাস আক্রমন করেনি কিন্তু তারাও দশ সেকেন্ড দম ধরে রাখতে পারে না।

৪ নাম্বার কনফিউশনঃ
যেহেতু করোনার টেস্টিং কিট পাওয়া যাচ্ছে না, আমরা রক্ত দিতে পারি। ব্লাড ব্যাংক আমাদের রক্ত পরীক্ষা করে জানাবে করোনা আছে নাকি নেই।

উত্তরঃ
ব্লাড ব্যাংক করোনার পরীক্ষা করতে পারে না, কিন্তু তাই বলে আমরা যেন রক্তদান না থামাই, রক্তদান একটি পবিত্র কাজ।

৫ নাম্বার কনফিউশনঃ
করোনা ভাইরাস গলায় আটকে থাকে, তাই অতিরিক্ত পানি খেলে এইটা পেটে চলে যায়, পেটের ভিতরের এসিড পরে ভাইরাস মেরে ফেলে।

উত্তরঃ
ভাইরাস গলা দিয়ে প্রবেশ করতে পারে ঠিকই কিন্তু সে আশ্রয় নেয় হোস্ট কোষে। পানি দিয়ে ভাইরাস তাড়ানো যাবে না। বরং অতিরিক্ত পানি খেলে সারাদিন টয়েলেটে দৌড়াদৌড়ি করা লাগতে পারে।

৬ নাম্বার কনফিউশনঃ
বলা হচ্ছে, লোকজন, ভিড় এড়িয়ে চলুন, এইটা বাড়াবাড়ি। ওভার রিঅ্যাকশন। দেখবা এই ভাইরাসে তেমন কিছুই হবে না।

উত্তরঃ
যদি আপনি দেখেন আশেপাশে বেশী ইনফেক্টেট হচ্ছে না, তাহলে এইটাই প্রমাণিত যে লোকসমাগম এড়িয়ে চলাটা কাজে দিচ্ছে। করোনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই।

৭ নাম্বার কনফিউশনঃ
প্রতিবছর সড়ক দুর্ঘটনা আনুমানিক ত্রিশ হাজার মানুষ মারা যায়। করোনায় এতো মরে নাই। শুধুশুধু করোনাকে নিয়ে এতো মাথাব্যাথা কেন?

উত্তরঃ
সড়ক দুর্ঘটনা একের থেকে অপরে ছড়ায় না। দুর্ঘটনায় প্রতি তিনদিন মৃত্যু সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পায় না, সড়ক দুর্ঘটনা দুনিয়াজুড়ে আতংক কিংবা শেয়ার বাজার ধস নামায় না। করোনাতে এইসব কিছু হয়।

৮ নাম্বার কনফিউশনঃ
সাবানের চেয়ে হান্ড সেনিটাইজার ভালো। তাড়াতাড়ি করোনা মরে।

উত্তরঃ
ভুল। সাবান আর পানিতেই মূলত করোনা ভাইরাস মরে, ত্বক থেকে ভাইরাস দূর করে। শুধু তাই না, সাবান পানি খালি চোখে দেখা যায় হাতের এমন ময়লাও দূর করে। বাজারে সেনিটাইজার শেষ হয়ে গেলে তাই ভয় পাবেন না। সাবান ব্যবহার করুন।

৯ নাম্বার কনফিউশনঃ
করোনা তাড়ানোর সবচেয়ে ভালো উপায় অফিস কিংবা বাড়ির দরজার হাতল জীবাণুনাশক দিয়ে বারবার পরিষ্কার করা।

উত্তরঃ
ভুল। সাবান দিয়ে হাত ধোয়া আর কমপক্ষে ৬ ফিট দূরত্ব সবচাইতে সেরা বুদ্ধি করোনা প্রতিরোধে। যতক্ষন পর্যন্ত বাসায় করোনা আক্রান্ত রোগী নেই ততক্ষন পর্যন্ত দরজার হাতল, লিফটের বোতাম, চেয়ার, টেবিল বড় কোন ক্ষতির কারন না।

----

গুজবে কান দিবেন না। কনফিউসড হবেন না। সত্য জানুন, নিরাপদে থাকুন।

#সত্য_জানুন
( ডক্টর মোহাম্মদ ফাহিম ইউনুস: twitter.com/FaheemYounus)

-Admin

Faheem Younus, MD (@FaheemYounus) | Twitter The latest Tweets from Faheem Younus, MD (). Tweeting health etc. Chief Quality Officer and Chief of Infectious Diseases, University of Maryland UCH. Maryland, USA

16/03/2020
13/03/2020

কতটুকু সত্যি???

#জেনে_নিন

১.চীনের উহানের তামপাত্রা ছিল ১৫ ডিগ্রির নিচে ও কাছাকাছি।
২. ইরানে ১০ ডিগ্রির কাছাকাছি।
৩. দক্ষিণ কোরিয়ায়ও ১০ ডিগ্রির অনেক নিচে।
৪. ইতালিতে ১৫ ডিগ্রির নিচে।
অর্থাৎ মোটামুটি ১৫ ডিগ্রির উপরে তাপমাত্রা আছে এমন ক্ষেত্রে করোনা খুব একটা প্রভাব ফেলতে পারেনি।

-কত তাপমাত্রা নিরাপদ?
এ পর্যন্ত প্রায় সব গবেষণা ও বিশেষজ্ঞরা মোটামুটি একমত যে, তাপমাত্র ২১-২৫ ডিগ্রি সেলসিয়াসে করোনা ভাইরাস টিকতে পারে না। যেমন;

১. হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. প্রফেসর জন নিকোলস বলেছেন, সূর্যের আলো, তাপমাত্রা এবং আর্দ্রতায় করোনা টিকতে পারে না। সূর্যের আলো ভাইরাস অর্ধেক ক্ষমতা শেষ করে দেয়। বাকি অর্ধেক ২ থেকে ২০ মিনিট টিকে থাকে।
২. জার্মান সেন্টার ফর এক্সপেরিমেন্টাল এন্ড ক্লিনিক্যাল ইনফেকশন রিসার্স সেন্টারের গবেষক থমাস পিচম্যান বলেছেন, সূর্যের তাপে ভাইরাসটি টিকতে পারে না।
৩. জার্মানির জার্নাল অব হসপিটাল ইনফেকশনের প্রকাশিত রিসার্সে বলা হয়েছে, ভাইরাসটি ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫ দিন বাঁচতে পারে। সর্বোচ্চ ২৫ ডি.সে. এ কয়েক দিনের বেশি বাঁচে না।

- বাংলাদেশ কেন মুক্ত?

আসুন দেখে নেই চলতি মাসের তাপমাত্র; ১ মার্চ থেকে আজ ১২ মার্চ পর্যন্ত বাংলাদেশের তাপমাত্রা যথাক্রমে ৩২, ৩১, ৩০, ৩০, ৩০, ৩১, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ২৮ ডিগ্রি সেলসিয়াস। আক্রান্ত দেশগুলোর তুলনায় শুরু থেকেই বাংলাদেশের তাপমাত্রা অনেক বেশি। বিশেষজ্ঞরা করোনা ধ্বংসে তাপমাত্রার যে সীমা বলছেন তার থেকে বাংলাদেশের তাপমাত্রা অনেক উপরে। সুতরাং বাংলাদেশে করোনা ছড়ানোর সুযোগ আপাতত নেই। প্রাকৃতিক এই প্রতিষেধকে ঢেকে আছে আমাদের সোনার বাংলা। সৃষ্টি কর্তার এটি অশেষ কৃপা।

সুতরাং প্যানিক ছড়ানো বা আতঙ্কিত হওয়ার দরকার নেই। স্বাভাবিক জীবনযাপন করুন। যদি এখানে করোনার রোগী বাইরে থেকে ভাইরাস নিয়ে আসেও আর তাপমাত্রা এমনই থাকে তাহলে ভাইরাস প্রাকৃতিকভাবে নির্মূল হয়ে যাবে। তবে নিজেকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিবার-পরিজন সবাই সুস্থ্য থাকুন। সচেতন হোন, ভালো থাকুন, ঈশ্বর ভরসা।

সংগৃহীত....

28/01/2020

আলহামদুলিল্লাহ...
এই কোডটির জন্য কক্সবাজার জেলা প্রশাসন কে অভিনন্দন
Cox’s Bazar DC College Science Club

কক্সবাজার ডিসি কলেজ........

26/10/2019

কক্সবাজার ডি সি কলেজ এ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জ্ঞান চর্চা ও বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজার ডি সি কলেজ সাইন্স ক্লাব প্রতিষ্ঠা করা হয়।
ক্লাবের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন করার উপলক্ষে কার্যকরী কমিটি প্রদান করা হবে।
সবদিক বিবেচনা ও আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই ঘোষণা করা হবে।

22/10/2019

মাত্র দুটি কাজ করলেই ক্যান্সার উধাও!

ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।

তার মতে, মাত্র দুটি উপায় vঅনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে:-

১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।

২. এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।

মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।

৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।

চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।

উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।

সেই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেয়ার জন্য।

তিনি বলেছেন, “আমি আমার কাজটি করেছি। এখন আপনি শেয়ার করে আপনার কাজটি করুন এবং আশেপাশের মানুষকে ক্যান্সার থেকে রক্ষা করুন।” সূত্র: রেডিট

11/10/2019

এ বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং উত্তরঃ

1.চাপের এসআই একক কি ?
উত্তর: pascal
২. বাংলাদেশ কত সালে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে ?
উত্তর: 1997
৩. সাইকাসের শস্য কেমন ?
উত্তর: হ্যাপ্লয়েড
৪. কবুতর কোন শ্রেণীর প্রাণী ?
উত্তর : avis শ্রেণী ।
৫. কোনটি সিলোমবিহীন পর্ব ?
উত্তর:Fasicola .
৬.Swim এর past participle কোনটি ?
উত্তর: swum
৭. পদার্থ বিজ্ঞানের শাখা নয় ?
-Anthropology .
৮.Na+ আয়নে ইলেকট্রন থাকেকয়টি ?
উত্তর: ১০ টি ।(blank)
৯. কোনটি অপ্রকৃত ফল ?
উত্তর: আনারস
১০. কোনটি খারাপ লিপিড ?
- LDL
১১. ঘাসফড়িং এর হেপাটিক শিকা কয়টি ?
উত্তর : ১২ টি ।
১২.Liser এর পূর্ণরূপ কি ?
- light amplification by stimulated emission of radiation .
১৩. বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ?
বর্ধমান হাউজ ।
১৪. আন্তঅবস্থান্তর মৌল কয়টি ?
উত্তর:২৪ টি
১৫.কোনটা অম্লধর্মী অক্সাইড?
উত্তর: -B(oh)3
১৬. বিশুদ্ধ পানির পিএইচ কত ?
উত্তর:৭
১৭. পেসমেকার কোথায় পাওয়া যায়?
- SA নোড ।
১৮.পানি থেকে বরফ হলে কি পরিবর্তন হয় ?
উত্তর: আয়তন বাড়ে , ঘনত্ব কমে।
১৯.এরিথ্রোপোয়েটিন কোথা থেকে ক্ষরিত হয় ?
উত্তর : কিডনি ।
২০. প্যারাসিমপ্যাথেটিক নার্ভ কোনটি ?
উত্তর: অকুলোমোটর।
২১. Refractory এর antonym কি?
উত্তর : obedience .
২২. নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে?
উত্তর: ক্যারিওকাইনেসিস ।
২৩. উদ্ভিদ কোষে কোনটি নেই ?
উত্তর : সেন্ট্রোজোম
২৪. স্টেইনলেস স্টিলে স্টিল ছাড়া আর কি থাকে ?
উত্তর: ক্রোমিয়াম, নিকেল, কার্বন ।
২৫. কোনটি পানিতে দ্রবণীয়?
উত্তর: অ্যামোনিয়া ।
২৬. আদিকোষ কোনটিতে থাকেনা ?
উত্তর: ব্রায়োফাইটা
২৭. অক্সিজেনের আইসোটোপ কয়টি ?
উত্তর: ৩টি ।
২৮.ফরমালডিহাইড ও পটাশিয়াম এর বিক্রিয়ায় কি পাওয়া যায় ?
উত্তর: মিথেন ।
২৯. বঙ্গবন্ধু পাকিস্তান জেল থেকে কবে ফিরে আসে ?
উত্তর: 1972 সালের 10 জানুয়ারি ।
৩০.H--H এ কোন বন্ধন বিদ্যমান ?
- সমযোজী বন্ধন।
৩১. পদ্মা সেতু নির্মাতা কে ?
- বাংলাদেশ সরকার ।
৩২. কোনটি চলরেনু ?
- জুস্পোর ।
৩৩. জাতীয় সংসদের স্থপতি কে ?
- লুই আই কান
৩৪. রান্নার কাজে ব্যবহৃত তরল গ্যাস কোনটি ?
- বিউটেন ।
৩৫. কোনটি যৌগিক পাতা নয় ?
-জবা ।
৩৬ . 48 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করলে কত সময় লাগে ?
- 10 সেকেন্ড ।
৩৭. ডিএনএ ভাইরাস কোনটি ?
হেপাটাইটিস বি ।
৩৮. ব্যক্তির ভর 50 কেজি , 25 সেন্টিমিটার 20 সিড়ি , 10 সেকেন্ডে উঠলে কৃতকাজ কত ?
- 980 জুল
৩৯. বঙ্গবন্ধুর 7 ই মার্চের ভাষণ দেয় কত সালে ?
-১৯৭১ সালে ।
৪০. মুক্তিযুদ্ধের সময় কয়টি সেক্টর ছিল ?
-১১ টি ।
৪১. ছত্রাকের কোষ প্রাচীর কোনটি ?
কাইটিন।
৪২. রক্তনালী সংকোচন ঘটায় কোনটি ?
সেরাটোনিন।
৪৩. আন্তঃকশেরুকীয় চাকতি কোন ধরনের তরুণাস্থি ?
শ্বেত তন্তুময় ।
৪৪. নিচের কোনটি noun নয় ?
-fearly
৪৫. কোন গ্যাস বায়ুতে সবচেয়ে বেশি পাওয়া ?
নাইট্রোজেন গ্যাস ।
৪৬. বৃষ্টির জন্য দায়ী কোনটি?
সালফার ডাই অক্সাইড
৪৭. গ্রীন হাউজ গ্যাস কোনটি?
কার্বন ডাই অক্সাইড
৪৮. ফাইব্রিজোনেন তৈরি হয় কোন অঙ্গ থেকে ?
লিভার .
৪৯. পদার্থবিজ্ঞানের কোনটি চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত হয় না?
-বায়োমেট্রিক্স. Attendance.
৫০. মসের স্ত্রী জননাঙ্গ কোনটি?
আর্কিগোনিয়াম .
৫১. কোনটি প্রোটিন গ্রহণের প্রবণতা বেশি ?
অ্যামোনিয়া ।
৫২. চাকা কোন সভ্যতার সাথে সম্পর্কিত নয় ?
রৌপ্য
৫৩. শূন্য মাধ্যমে আলোর বেগ কত ?
-299792458 kilometre per second .
৫৪. খাদ্যবস্তু কোথায় বেশি শোষিত হয়?
--জেজুনাম ।
৫৫. রংধনুতে কোনটি হয়না ?
প্রতিফলন ।
৫৬. এন্টি বডি তৈরি করে কোনটি ?
-B লিম্ফোসাইট ।
৫৭. ১ কিউবিক সেকেন্ডে কত লিটার পানি থাকে ?
21.31 লিটার ।
৫৮. কোনটি উত্তল লেন্সের আকার হতে পারে না ?
-সিলিন্ডার আকৃতি ।
৫৯. অর্ধায়ু প্রকাশ করে কোনটি দ্বারা ?
- T 1/2
৬০. কোনটি জারক বিজারক হিসেবে কাজ করে ?
- H2O2
৬১. নীল লিটমাস কে লাল করে কোনটি ?
এসিড ।
৬২. স্থায়ী খরতা দূর করা যায় না কোনটির দ্বারা ?
ফুটন্ত করণ ।
৬৩. প্রাকৃতিক গ্যাসে কোনটির আধিক্য থাকে ?
মিথেন ।
৬৪. স্বাধীনতার স্তম্ভ কোথায় অবস্থিত ?
সোহরাওয়ার্দী উদ্যানে ।
৬৫. সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান দেয় কোন সংস্থা ?
-ইউনেস্কো ।
৬৬. কোনটি দ্বিস্তরী প্রাণী ?
হাইড্রা ।
৬৭. কোনটি ঐচ্ছিক পেশী ?
জিহ্বা ।
৬৮. কোনটি শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ দেয়?
-সোডিয়াম ।
৬৯. কোনটি শক্তিশালী এসিড ?
-Cl - CH2 - COOH
৭০. কোথায় গ্যাসের বিনিময় হয়?
অ্যালভিওলাস ।
৭১. গবলেট কোষ বেশি কোথায় পাওয়া যায় ?
বৃহদন্ত্র ।
৭২. ৫% সোডিয়াম কার্বনেট কত মোলার ?47 M
৭৩. কোনটি গ্যাসীয় অক্সিডাইজিং এজেন্ট ?
- O3
৭৪. কোনটি অগ্নিনির্বাপক হিসেবে ব্যবহৃত হয়?
- কার্বন ডাই অক্সাইড।
৭৫. থেকে ইথাইল অ্যালকোহল তৈরিতে কোনটি ব্যবহৃত হয় ?
-জাইমেজ এনজাইম ।
৭৬. কোনটি বেশি দ্রবণীয় ?
-NH3
৭৭. আর্সেনিক দূষণ মাত্রা কত w.h.o. অনুযায়ী ?
- .01 মিলিগ্রাম/ লিটার ।
৭৮. কোনটি জারণ বিজারণ বিক্রিয়া ?
- H2S + SO2
৭৯. ৯৮.৬ ফারেনহাইট সেলসিয়াসে কত ?
৩৬.৯৪ ডিগ্রি সেলসিয়াস ।
৮০. ক্ষমতার একক নয় ?
-জুল ।
৮১. 1 অশ্ব ক্ষমতা কত ওয়াট ?
-৭৪৬ ওয়াট ।
৮২. পরম শূন্য তাপমাত্রা কত ?
- -২৭৩ ডিগ্রি সেলসিয়াস ।
৮৩. উপবৃত্তাকার কক্ষপথে ধারণা দেন কে ?
-কেপলার ।
৮৪. শব্দের প্রাবল্যের একক ?
-Wm^-2
৮৫. কোনটি অর্ধপরিবাহী নয় ?
-Ag
৮৬. ability synonym নয় কোনটি?
- avail
৮৭. This is the second time ___?
-happened .
৮৮. I am accustomed __ such a life ?
-- to
৮৯.If I get a lottery , I __ a house ?
- shall buy
৯০. Asraf __ to Faridpur ?
-- has gone
৯১.Alim ___ in Dhaka for 10 years ?
-- has lived.
৯২. নিচের কোনটি passive ?
-- the room has been cleaned .
৯৩. Present perfect continuous tense ??
--it has been raining .
৯৪. Present continuous tense ?
- don't make noise I am trying to do this work .
৯৫.'right' verb ব্যবহৃত হয় ?
- ------ It will right itself
৯৬ 'But' preposition হিসেবে ?
- None But..
৯৭. কোনটি ভিন্ন গ্রন্থি ?
-- অ্যাড্রেনাল .
৯৮.HCl ক্ষরণ কোন কোষ থেকে হয় ?
- প্যারাইটাল কোষ ।
৯৯. হাইড্রার নিডোসাইট কোথায় বেশি থাকে ?
-কর্ষিকায়
১০০. কোনটি সার্বজনীন গ্রহীতা ?
-- AB গ্রুপ ।

Hidden Gravitational Wave Signal Reveals that Black Holes Are 'Bald' 27/09/2019

Hidden Gravitational Wave Signal Reveals that Black Holes Are 'Bald' The "no-hair theorem" stands up to a big test of physics.

Where Do Black Holes Lead? 27/09/2019

Where Do Black Holes Lead? If you travel through a black hole, where do you go?

New NASA Visualisation of a Black Hole Is So Beautiful We Could Cry 27/09/2019

New NASA Visualisation of a Black Hole Is So Beautiful We Could Cry The first-ever direct image of a black hole's event horizon was a truly impressive feat of scientific ingenuity. But it was extremely difficult to achieve, and the resulting image was relatively low-resolution.

Website