Login Time

Login Time

saox Asslxo pois

24/07/2022

অনিয়ম ও দুর্নীতিতে ভরপুর বাংলাদেশ রেলওয়ে

মাজহারুল ইসলামঃ আপনি আপনার বাসা থেকে বের হয়েছেন আপনার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য ট্রেন যোগে। ট্রেনে যাত্রা শুরুতে সর্বপ্রথম আপনাকে অসুবিধায় পড়তে হচ্ছে, ট্রেনের টিকিট কাটতে গিয়ে। দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে কচ্ছপের ন্যায় টিকিট কাউন্টারে পৌছানোর পর আপনি ট্রেনের টিকিট পেয়েছেন, কিন্তু সিট পাননি। কারণ কালো বাজারে সিট আগেই বিক্রি হয়ে গেছে যা কাউন্টার থেকে কালো বাজারি বেশি মূল্যে কিনেছেন। আবার কালো বাজারি টিকিটের মূল্যের কয়েক গুণ বেশি দামে বিক্রি করেন।

যা হোক আপনি সিট ছাড়া টিকিট নিয়ে ট্রেনে উঠলেন এর পর সেখানে গিয়ে দেখলেন আপনার মতো আরও হাজার হাজার যাত্রী সিট ছাড়া টিকিট নিয়ে ট্রেনে উঠেছে আবার অনেকে টিকিট ছাড়াই ট্রেনে উঠেছে ফলে আপনার পা রাখার জায়গাটাও নেই।

যাক যেভাবেই হোক আপনি ট্রেনে উঠেছেন কিন্তু ট্রেন তো ঠাই দাঁড়িয়ে! সামনে অগ্রসর হচ্ছেনা। ট্রেন ছাড়ার কথা ৯টায় এখন বাজে ১০টা তবুও ছাড়ছেনা শুরু হলো যাত্রা বিড়ম্বনা। যাক অবশেষে ১০টা ৩০মিনিটে ট্রেন সামনে অগ্রসর হচ্ছে। এতো প্রতিক্ষা ও পিড়াপীড়িতে আপনি অতিষ্ঠ, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত ন্যায্য মূল্যে বিশুদ্ধ পানি ও খাদ্য পাচ্ছেননা কি আর করার অতিরিক্ত দামেই আপনি পানি, খাবার কিনে নিলেন। আবার অনেক পিড়াপীড়ি করে টয়লেটে পৌছানোর পর দেখলেন সেখানে পানি নাই এবং অনেক দুরগন্ধ টিস্যু ব্যবহার করে পারপেলেন।

এরপর শুরু হলো ট্রেন ক্রসিং এর পালা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা অন্য ট্রেন আসার। কারণ সে আপনার ট্রেন ক্রস করলে তো আপনি যেতে পারবেন।
সে ক্রস না করা পর্যন্ত আপনাকে ঠাই দাঁড়িয়ে থাকতে হবে।

আবার যারা টিকিট ছাড়া ট্রেনে উঠে গিয়েছে একসময় টিটি তাদেরকে জরিমানা করছেন কোন রসিদ টিকিট ছাড়াই। যা নিজ পকেটেই থাকে। শুধু কি তাই, ট্রেনে টহল পুলিশ, আনসার কর্মকর্তারা আবার সিট বেচা কেনাও করেন। ট্রেনের টিকিট কাউন্টার থেকে শুরু করে সর্বত্র অনিয়ম ও দুর্নীতিতে ভরপুর বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের এ অনিয়ম, দুর্নীতি ও লোকসান ঠেকাতে নিম্নের ৬ দফা দাবি বাস্তবায়িত করতে হবে।

১. রেলে সিট ছাড়া টিকিট বিক্রি বন্ধ করতে হবে প্রয়োজনে ট্রেন অথবা বগি বৃদ্ধি করতে হবে।

২. নির্ধারিত সময়ে ট্রেন ছাড়াতে হবে কোনো বিলম্ব করা যাবেনা এবং ট্রেন ক্রসিং সিডিউল উন্নত করতে হবে প্রয়োজনে সে সব স্থানে ডাবল লাইন স্থাপন করতে হবে।

৩. কালো বাজারি বন্ধ করতে যাত্রীর উপস্থিতি ব্যতীত অগ্রিম টিকিট কেটে রাখা যাবেনা এবং টিকিটে যাত্রীর নাম ও মোবাইল নাম্বার অথবা এনআইডি নাম্বার যুক্ত করতে হবে।

৪. অনলাইনে ও অফলাইনে টিকেট বিক্রি করতে হবে কোনো হয়রানি ছাড়া এবং টিকিট কাউন্টার বৃদ্ধি করা সহ যেকোনো কাউন্টার থেকে যেকোনো গন্তব্যের টিকিট বিক্রি করতে হবে।

৫. ট্রেনে ন্যায্য মুল্যে খাদ্য বিক্রি করা সহ বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬. রেলের কর্মকর্তা কর্মচারীগনের যেকোনো অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

14/07/2022

Good one!

Website