Rajikul Bradar

Rajikul Bradar

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rajikul Bradar, Grocers, .

28/01/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দেশ ও প্রবাসী সকল ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই প্রোগ্রামের জন্য বিশেষ করে দোয়া করবেন

24/08/2023

সাইয়েদুল ইস্তেগফারের দোয়া

14/08/2023

বিখ্যাত মুফাস্বির আল্লামাহ্ দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের মৃত্যুতে হৃদয় ভারাক্রান্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।اللهم اغفر له و ارحمه وأدخله الجنة الفردوس الأعلى😭জালিমদের বিচার তুমি করবে হে সর্ব শক্তিমান আল্লাহ্। সম্মানিত প্রিয় সকল দ্বীনি ভাইদের কাছে আমার অনুরোধ প্রাণপ্রিয় ভাই দ্বীনের আজকে আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সুবহানুতায়ালা তাকে উচ্চ মাকাম ও দান করুক ও জান্নাতুল ফেরদৌস আমিন উনার জন্য সকলের মাগফেরাতের জন্য দোয়া করবেন

14/08/2023

বিখ্যাত মুফাস্বির আল্লামাহ্ দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের মৃত্যুতে হৃদয় ভারাক্রান্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
اللهم اغفر له و ارحمه وأدخله الجنة الفردوس الأعلى😭
জালিমদের বিচার তুমি করবে হে সর্ব শক্তিমান আল্লাহ্।

13/08/2023
03/08/2023

রসূলুল্লাহ (ﷺ)- বলেছেনঃ
সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে,
যে রব হিসেবে আল্লাহকে,
দ্বীন হিসেবে ইসলামকে এবং
রসূল হিসেবে মুহাম্মাদ (ﷺ)-কে
সন্তষ্ট চিত্তে স্বীকার করেছে।
📚 সহিহ মুসলিমঃ ৫৭
তিরমিজিঃ ২৬২৩,
মিশকাতঃ ৯,
হাদিসের মান: সহিহ হাদিস

নবী (ﷺ) বলেছেনঃ
তিনটি গুন যার মধ্যে আছে, সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারেঃ
১. আল্লাহ ও তাঁর রসূল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া;
২. কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালবাসা;
৩. কুফ্‌রীতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মত অপছন্দ করা।
📚 সহিহ বুখারীঃ ১৬, ২১, ৬০৪১, ৬১৪১,
মুসলিমঃ ৬৯, ৭০
নাসায়ীঃ ৪৯৮৭, ৪৯৮৮, ৪৯৮৯
তিরমিজিঃ ২৬২৪,
ইবনে মাজাহঃ ৪০৩৩
আল লুলু ওয়াল মারজানঃ ২৬
রিয়াদুস সলেহিনঃ ৩৮০
হাদিস সম্ভারঃ ৭৯
মিশকাতঃ ৮
হাদিসের মান: সহিহ হাদিস

রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ
যে ব্যক্তি বলেঃ আমি আল্লাহকে রব্ব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ (ﷺ)-কে রসূল হিসেবে সন্তুষ্টচিত্তে মেনে নিয়েছি,
তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে।

📚 সুনানে আবু দাউদঃ ১৫২৯
মুসলিমঃ ৪৭৭৩
রিয়াদুস সলেহিনঃ ১৩০৯
নাসায়ীঃ ৩১৩১
হাদিস সম্ভারঃ ১৯২৬

হাদিসের মান: সহিহ হাদিস

27/07/2023

আমি মুকাল্লিদদের মতো বিদাতিদের মতো না,
আমি লিল্লাহ খোর না
আমি মিলাদ খোর না
আমি তাবিজের ব্যাপারি না
আমি ধর্ম ব্যবসায়ী না
আমি মাযহাবের দোহাই দিয়ে কুরআন ও হাদিসের বাণী ত্যাগ করি না
আমি জেনে বুঝে কোন ধরনের শিরক বিদআত ও কুফরিতে লিপ্ত না
আলহামদুলিল্লাহ 💞
আমি আল্লাহ ও তার রাসুল সাঃ আদেশ অনুযায়ী জীবন যাপন করতে আপ্রাণ চেষ্টা করি,
তিতা হলেও হক্ক কথা বলতে পছন্দ করি এবং
ইসলাম বিকৃতি কারি বিদআতিকে ছাড় দেই না ✅

আমি এক্কেবারে সাধারণ একজন মুসলিম তবে সচেতন‼️

মহান আল্লাহ তাআলা বলেনঃ
হে ঈমানদারগণ!
ন্যায়ের প্রতি সুপ্রতিষ্ঠ ও আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও যদিও তা তোমাদের নিজেদের কিংবা মাতা-পিতা এবং আত্মীয়গণের বিরুদ্ধে হয়, কেউ ধনী হোক বা দরিদ্র হোক, আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর।
অতএব প্রবৃত্তির অনুসরণ করো না যাতে তোমরা ন্যায়বিচার করতে পার এবং যদি তোমরা বক্রভাবে কথা বল কিংবা সত্যকে এড়িয়ে যাও তবে নিশ্চয় তোমরা যা করছ, আল্লাহ সে বিষয়ে সম্পূর্ণ অবগত।
📗 4 আন নিসাঃ 135

নবী (ﷺ) বলেছেনঃ
সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ!
নিশ্চয়ই তোমরা সৎকাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে। তা না হলে আল্লাহ্ তা’আলা শীঘ্রঈ তোমাদের উপর তাঁর শাস্তি অবতীর্ণ করবেন।
তোমরা তখন তাঁর নিকট দু’আ করলেও তিনি তোমাদের সেই দু’আ গ্রহন করবেন না।

📚 জামে' আত-তিরমিজিঃ ২১৬৯
হাদিসের মান: সহিহ হাদিস

নবী (ﷺ) বলেছেন, “অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন একটি সম্প্রদায় রয়েছে, যাদেরকে পূর্বের (সাহাবার) মত সওয়াব দান করা হবে। তারা মন্দকাজে বাধাদান করবে।”
📚 হাদিস সম্ভারঃ ১৬০২
(আহমাদ ১৬৫৯২, ২৩১৮১, সহীহুল জামে’২২২৪)

রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ
তোমার বালতি থেকে তোমার ভাইয়ের বালতিতে পানি ভর্তি করে দেয়া একটি সদাকা (দান)।
সৎকাজের জন্য তোমার আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য তোমার নির্দেশ একটি সদাকা (দান)।
তোমার ভাইয়ের সাথে তোমার হাস্যোজ্জ্বল মুখে সাক্ষাত করা একটি সদাকা। জনপথ থেকে তোমার পাথর, কাঁটা ও হাড় অপসারণ করা তোমার পক্ষ থেকে একটি সদাকা। পথহারা পথিককে তোমার রাস্তা বাতলে দেয়াও একটি সদাকা।

📚 আদাবুল মুফরাদঃ ৮৯৯
মুসলিমঃ ২২১৯
হাদিসের মান: সহিহ হাদিস

রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ
❝ কেউ কোন গর্হিত (শারীআত বিরোধী) কাজ সংঘটিত হতে দেখলে তাকে হাত দিয়ে প্রতিরোধ করবে।
এরূপ করতে অক্ষম হলে তা কথার দ্বারা প্রতিহত করবে।
যদি এতেও অক্ষম হয় তাহলে সে তা অন্তরে ঘৃণা করবে (বা তা দূর করার উপায় অন্বেষনে চিন্তা-ভাবনা করবে)।
তবে এটি হচ্ছে দুর্বলতম ঈমানের পরিচায়ক।❞

📚 সুনানে আবু দাউদঃ ১১৪০
বুখারীঃ ৯৫৬, ১৯৯০,
মুসলিমঃ ৮১
তিরমিজিঃ ২১৭২
আল লুলু ওয়াল মারজানঃ ৫১০
হাদিস সম্ভারঃ ১১৩২
ইবনে মাজাহঃ ১২৭৫, ৪০১৩
মিশকাতঃ ১৪৫২

24/07/2023

ইসলাম বিকৃতিকারী বাতিলদের মুখোশ উন্মোচন করা আপনার আমার ঈমানি দায়িত্ব ✅
নতুবা আপনার পরের প্রজন্ম ভুল কথা বা ভুল ফতোয়াকেও দ্বীন মনে করবে‼️

মহান আল্লাহ তাআলা বলেনঃ
তোমাদের মধ্যে এমন একটা দল হোক,
যারা কল্যাণের দিকে আহবান করে,
সৎ কাজের আদেশ করে এবং
অসৎ কাজ হতে নিষেধ করে
আর এরাই সফলকাম।
📗 3 আলে ইমরানঃ 104

তোমরাই সর্বোত্তম উম্মাত,
মানবজাতির (সর্বাত্মক কল্যাণের) জন্য তোমাদের আবির্ভুত করা হয়েছে,
তোমরা সৎকাজের আদেশ দাও এবং অসৎ কাজ হতে নিষেধ কর
ও আল্লাহর প্রতি ঈমান রক্ষা করে চল।
📗 3 আলে ইমরানঃ 110

হে বৎস! তুমি নামায কায়িম কর, সৎ কাজের নির্দেশ দাও আর মন্দ কাজ হতে নিষেধ কর এবং বিপদাপদে ধৈর্যধারণ কর। নিশ্চয় এটা দৃঢ় সংকল্পের কাজ।
📗 31 লুকমানঃ 17

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ!
নিশ্চয়ই তোমরা সৎকাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে। তা না হলে আল্লাহ্ তা’আলা শীঘ্রঈ তোমাদের উপর তাঁর শাস্তি অবতীর্ণ করবেন।
তোমরা তখন তাঁর নিকট দু’আ করলেও তিনি তোমাদের সেই দু’আ গ্রহন করবেন না।

📚 জামে' আত-তিরমিজিঃ ২১৬৯
হাদিসের মান: সহিহ হাদিস

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন একটি সম্প্রদায় রয়েছে, যাদেরকে পূর্বের (সাহাবার) মত সওয়াব দান করা হবে। তারা মন্দকাজে বাধাদান করবে।”
📚 হাদিস সম্ভারঃ ১৬০২
(আহমাদ ১৬৫৯২, ২৩১৮১, সহীহুল জামে’২২২৪)

রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ
তোমার বালতি থেকে তোমার ভাইয়ের বালতিতে পানি ভর্তি করে দেয়া একটি সদাকা (দান)।
সৎকাজের জন্য তোমার আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য তোমার নির্দেশ একটি সদাকা (দান)।
তোমার ভাইয়ের সাথে তোমার হাস্যোজ্জ্বল মুখে সাক্ষাত করা একটি সদাকা। জনপথ থেকে তোমার পাথর, কাঁটা ও হাড় অপসারণ করা তোমার পক্ষ থেকে একটি সদাকা। পথহারা পথিককে তোমার রাস্তা বাতলে দেয়াও একটি সদাকা।

📚 আদাবুল মুফরাদঃ ৮৯৯
মুসলিমঃ ২২১৯
হাদিসের মান: সহিহ হাদিস

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
❝ কেউ কোন গর্হিত (শারীআত বিরোধী) কাজ সংঘটিত হতে দেখলে তাকে হাত দিয়ে প্রতিরোধ করবে।
এরূপ করতে অক্ষম হলে তা কথার দ্বারা প্রতিহত করবে।
যদি এতেও অক্ষম হয় তাহলে সে তা অন্তরে ঘৃণা করবে (বা তা দূর করার উপায় অন্বেষনে চিন্তা-ভাবনা করবে)।
তবে এটি হচ্ছে দুর্বলতম ঈমানের পরিচায়ক।❞

📚 সুনানে আবু দাউদঃ ১১৪০
বুখারীঃ ৯৫৬, ১৯৯০,
মুসলিমঃ ৮১
তিরমিজিঃ ২১৭২
আল লুলু ওয়াল মারজানঃ ৫১০
হাদিস সম্ভারঃ ১১৩২
ইবনে মাজাহঃ ১২৭৫, ৪০১৩
মিশকাতঃ ১৪৫২

18/07/2023

দ্বীন কায়েমের সৈনিক, আল্লামা, মুফাসসির গণ নিম্নোক্ত আয়াত ও হাদিস গুলো কি জানে না❓
নাকি জেনে বুঝে গোপন করে❓

মহান আল্লাহ তাআলা বলেনঃ
পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল এ কারণে যে, আল্লাহ তাদের এককে অন্যের উপর মর্যাদা প্রদান করেছেন,
আর এজন্য যে, পুরুষেরা স্বীয় ধন-সম্পদ হতে ব্যয় করে। ফলে পুণ্যবান স্ত্রীরা (আল্লাহ ও স্বামীর প্রতি) অনুগতা থাকে এবং পুরুষের অনুপস্থিতিতে তারা তা (অর্থাৎ তাদের সতীত্ব ও স্বামীর সম্পদ) সংরক্ষণ করে যা আল্লাহ সংরক্ষণ করতে আদেশ দিয়েছেন।
যদি তাদের মধ্যে অবাধ্যতার সম্ভাবনা দেখতে পাও, তাদেরকে সদুপদেশ দাও এবং তাদের সাথে শয্যা বন্ধ কর এবং তাদেরকে (সঙ্গতভাবে) প্রহার কর, অতঃপর যদি তারা তোমাদের অনুগত হয়, তাহলে তাদের উপর নির্যাতনের বাহানা খোঁজ করো না, নিশ্চয় আল্লাহ সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ।
📗 4, An-Nisaa: Ayah No. 34

অবশ্য নারীদের উপর পুরুষদের বিশেষ মর্যাদা আছে
এবং আল্লাহ মহাপরাক্রান্ত, প্রজ্ঞাশীল।
📗 2, Al-Baqara: Ayah No. 228

প্রিয় নবী মুহাম্মদ সাঃ বলেছেনঃ
আমি যদি কাউকে অন্য কোন লোকের প্রতি সিজদা করার নির্দেশ দিতাম তাহলে অবশ্যই স্ত্রীকে তার স্বামীর প্রতি সিজদা করার নির্দেশ দিতাম।

📚 জামে' আত-তিরমিজিঃ ১১৫৯
আবু দাউদঃ ২১৪০
মিশকাতঃ ৩২৫৬
ইবনে মাজাহঃ ১৮৫৩
হাদিসের মান: হাসান সহিহ

একবার ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেনঃ
হে মহিলা সমাজ!
তোমার সদাক্বাহ করতে থাক। কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক।
তাঁরা জিজ্ঞেস করলেনঃ কী কারণে, হে আল্লাহ্‌র রসূল?
তিনি বললেনঃ তোমরা অধিক পরিমানে অভিশাপ দিয়ে থাক আর স্বামীর অকৃতজ্ঞ হও।
বুদ্ধি ও দ্বীনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও একজন সদাসতর্ক ব্যক্তির বুদ্ধি হরণে তোমাদের চেয়ে পারদর্শী আমি আর কাউকে দেখিনি।
তারা বললেনঃ আমাদের দ্বীন ও বুদ্ধির ত্রুটি কোথায়, হে আল্লাহ্‌র রসূল?
তিনি বললেনঃ একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়?
তারা উত্তর দিলেন, ‘হ্যাঁ’।
তখন তিনি বললেনঃ এ হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি। আর হায়েয অবস্থায় তারা কি সালাত ও সিয়াম হতে বিরত থাকে না?
তারা বললেন, হ্যাঁ।
তিনি বললেনঃ এ হচ্ছে তাদের দ্বীনের ত্রুটি।

📚 সহিহ বুখারীঃ ৩০৪, ১৪৬২,
মুসলিমঃ ১৪৪
তিরমিজিঃ ২৬১৩
ইবনে মাজাহঃ ৪০০৩
আল লুলু ওয়াল মারজানঃ ৪৯
হাদিসের মান: সহিহ হাদিস

❝সে জাতি কখনো সফলকাম হবে না,
যারা তাদের শাসনভার কোন স্ত্রীলোকের হাতে অর্পণ করে❞

📚 সহিহ বুখারীঃ ৭০৯৯, ৪৪২৫
নাসায়ী ৫৩৮৮,
তিরমিযী ২২৬২,
মিশকাতঃ ৩৬৯৩
সহীহাহ্ ২৬১৩,
ইরওয়া ২৪৫৬।
হাদিসের মান: সহিহ হাদিস

❝পুরুষের জন্য স্ত্রীজাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোন ফিত্‌না আমি রেখে গেলাম না❞
📚 বুখারীঃ ৫০৯৬,
মুসলিমঃ ৬৮৩৯,
তিরমিজিঃ ২৭৮০,
রিয়াদুস সলেহিনঃ ২৯৪,

বিঃদ্রঃ বিদআতি মুকাল্লিদ হুজুররা যদি উপরোক্ত হাদিস ও আয়াত গুলো বুঝতে পারতেন তবে তারা কখনোই ইসলামি দলের নাম দিয়ে অনৈসলামিক কাজ করতেন না অর্থাৎ নারী নেতৃত্বাধীন দলের আঁচল তলে ঐক্যজোট করতেন না ✅

15/07/2023

সালাত আদায়ের সময় কাপড় গুটিয়ে রাখা বিষয় আলোচনা

11/07/2023

নারীদের পর্দার বিষয়ে আলোচনা

10/07/2023

আসলে সত্যিকারের এভাবে দান করা উচিত

10/07/2023

লোক দেখানো দান সদকা করার বিষয়ে আলোচনা

07/07/2023

পৃথিবীতে সে-ই বুদ্ধিমান,
যে লোক দ্বীনি আমলের ক্ষেত্রে সর্বপ্রথম
প্রিয় নবী মুহাম্মদ (ﷺ) এর শিখানো পদ্ধতিকে বা সুন্নাহকে খোঁজ করে 💞

মহান আল্লাহ তাআলা বলেনঃ
তোমাদের জন্য আল্লাহর রসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে আর আল্লাহকে অধিক স্মরণ করে।
📗 33 আহযাবঃ 21

আল্লাহ ও তাঁর রসূল কোন নির্দেশ দিলে কোন মু’মিন পুরুষ ও মু’মিন নারী উক্ত নির্দেশের ভিন্নতা করার কোন অধিকার রাখে না।
যে আল্লাহ ও তাঁর রসূলকে অমান্য করে সে স্পষ্টতই সত্য পথ হতে দুরে সরে পড়লো 💔
📗 33 আহযাবঃ 36

হে ঈমানদারগণ!
তোমরা আল্লাহর আনুগত্য কর আর রসূলের আনুগত্য কর
আর তোমাদের ‘আমালগুলোকে নষ্ট করে দিও না।
📗 47 মুহাম্মদঃ 33

রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏
"‏ كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ، إِلاَّ مَنْ أَبَى ‏"‏‏‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَأْبَى قَالَ ‏"‏
مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى ‏"‏‏.‏

অর্থঃ
আমার সকল উম্মতই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করে⁉️
তারা বললেনঃ কে অস্বীকার করবে❓
তিনি বললেনঃ যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সে-ই অস্বীকার করবে‼️

📚 সহিহ বুখারীঃ ৭২৮০
নাসায়ীঃ ৪১৯৩, ৫৫১০
ইবনে মাজাহঃ ৩
রিয়াদুস সলেহিনঃ ১৬২
হাদিস সম্ভারঃ ১৪৮৭
মিশকাতঃ ১৪৩
হাদিসের মান: সহিহ হাদিস

বিঃদ্রঃ যারা আল্লাহর রাসূলের হাদিসকে জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে পরিত্যাগ করে,
কারো কল্পিত রায় কিয়াসের অনুসরন করে তারা-ই আল্লাহ্‌র রসূলের অবাধ্য ‼ 💔

05/07/2023

কয়টা বিয়েতে রাসূল ﷺ এর সুন্নাত আছে❓
- ১০লাখ টাকা দেনমোহর কি রাসূল ﷺ এর সুন্নাহ❓
- ১০০-২০০ আত্মীয় ভোজন কি রাসূল ﷺ এর সুন্নাহ❓
- গায়ে হলুদ কি রাসূল ﷺ এর সুন্নাহ❓
- সরকারি চাকরিজীবী দেখে মেয়ে বিয়ে দেওয়া কি রাসূল ﷺ এর সুন্নাহ❓

লাখ লাখ টাকা খরচ করে, পুরো বিল্ডিং, রাস্তা লাইটিং করে, দামী পোশাক আশাক পরে, ফটোশেসন করে, কমিউনিটি সেন্টার ভাড়া করে হাজার হাজার লোককে দাওয়াত দিয়ে খাইয়ে, অতিরিক্ত টাকা খরচ করে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করার মধ্যে না আছে সাফল্য, না আছে বারাকাহ!
- জমজমাট ডেকোরেশন, লাইটিং, গান বাদ্য কি রাসূল ﷺ এর সুন্নাহ❓

যেই সম্পর্কের শুরু হয় যদি, আল্লাহর এতগুলো নাফরমানী দিয়ে
সেই সম্পর্ক বরকতময় হবে কিভাবে⁉️
সুতরাং, কম খরচে বিয়ে করুন, সুন্নাহ্ পালন করুন, বারাকাহ লাভ করুন...

রাসূল ﷺ বলেছেন, যে বিয়েতে খরচ কম হয়, এবং সহজ সেই বিয়ে বেশি বরকতপূর্ণ হয়।
📚 বায়হাকি -২৯৬৩

মহান আল্লাহ তাআলা বলেন
তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পন্ন কর আর তোমাদের সৎ দাস-দাসীদেরও।
তারা যদি নিঃস্ব হয় তাহলে আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত করে দেবেন, আল্লাহ প্রচুর দানকারী, সর্ববিষয়ে জ্ঞাত।
📗 An-Noor: Ayah No. 32

সুন্নাহ্ মোতাবেক কম খরচে বিয়ে করার মধ্যেই রয়েছে সাফল্য, বারাকাহ। নিঃসন্দেহে সুন্নাহ্ পালনের মধ্যেই রয়েছে সমূহ কল্যাণ।
আর প্রয়োজনের অতিরিক্ত খরচ করাই অপচয়, আর কুরআনে অপচয়কারীদেরকে শয়তানের ভাই হিসেবে আখ্যায়িত করা হয়েছে!
অপচয়কারীরা শয়তানের ভাই আর শয়তান তো তার প্রতিপালকের প্রতি না-শোকর।
📗 17 Al-Israa: Ayah No. 27

প্রিয় নবী মুহাম্মদ (ﷺ) বলেছেন
তোমরা অপব্যয় ও আত্মম্ভরিতা না করে
খাও, দান কর এবং পরিধান কর।

📚 নাসায়ীঃ ২৫৫৯,
সুনানে ইবনে মাজাহঃ ৩৬০৫
মিশকাতঃ ৪৩৮১
মুসনাদে আহমাদঃ ৬৬৯৫,
সহীহুল জামিঃ ৪৫০৫,
মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ঃ ২৪৮৭৭,
সুনানুন্ নাসায়ী আল কুবরাঃ ২৩৪০।
হাদিসের মান: হাসান হাদিস

আল্লাহ তা’আলা তোমাদের উপর হারাম করেছেন,
মা-বাপের নাফরমানী করা,
প্রাপকের প্রাপ্য আটক রাখা,
যে জিনিস গ্রহণ করা তোমাদের জন্য ঠিক নয় তা তলব করা
এবং কন্যা সন্তানকে জীবিত ক্ববর দেয়া।
আর তিনি তোমাদের জন্য অপছন্দ করেছেন
গল্প-গুজব করা,
অতিরিক্ত প্রশ্ন করা ও
সম্পদ অপচয় করা।

📚 সহিহ বুখারীঃ ৫৯৭৫, ১৪৭৭, ২৪০৮
বুলুগুল মারামঃ ১৪৫৬
হাদিসের মান: সহিহ হাদিস

যারা এখনো বিবাহ করিনি তারা নিয়ত করি, ইন শা আল্লাহ
রাসুলুল্লাহ সাঃ এর সুন্নত মোতাবেক বিবাহ করবো। আর যাদের ভুল হয়ে গেছে তারা আল্লাহ কাছে মাফ চান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন 🤲

02/07/2023

‘‘তোমরা সাত প্রকার ধ্বংসাত্মক কর্ম থেকে দূরে থাক।’’
লোকেরা বলল, ‘সেগুলো কী কী?
হে আল্লাহর রসূল!’
তিনি বললেন,
(১) ‘‘আল্লাহর সাথে শিরক করা।
(২) যাদু করা।
(৩) অন্যায়ভাবে এমন জীবন হত্যা করা, যাকে আল্লাহ হারাম করে দিয়েছেন।
(৪) সূদ খাওয়া।
(৫) এতীমের ধন-সম্পদ ভক্ষণ করা।
(৬) ধর্মযুদ্ধ কালীন সময়ে (রণক্ষেত্র) থেকে পৃষ্ঠ প্রদর্শন ক’রে পলায়ন করা।
(৭) সতী-সাধ্বী উদাসীনা মু’মিন নারীদের চরিত্রে মিথ্যা কলঙ্ক আরোপ করা।’’

📚 রিয়াদুস সলেহিনঃ ১৬২২, ১৮০২
সহীহুল বুখারীঃ ২৭৬৬, ৫৭৬৪, ৬৮৫৭,
মুসলিমঃ ১৬৩
নাসায়ীঃ ৩৬৭১,
আবূ দাউদঃ ২৮৭৪
মিশকাতঃ ৫২
আল লুলু ওয়াল মারজানঃ ৫৬
হাদিস সম্ভারঃ ১৬৩৩, ১৯৯৭
উপদেশঃ ১৯৭.

01/07/2023

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
আমরা তোমাদেরকে তিন দিনের অধিক কুরবানীর গোশ্‌ত খেতে নিষেধ করেছিলাম, যাতে গোশ্‌ত তোমাদের সকলের নিকট পৌঁছে যায়।
আল্লাহ এখন তোমাদের দারিদ্র মোচন করেছেন। কাজেই এখন তোমরা তা খাও, জমা করে রাখো এবং সদাক্বাহ করে নেকী অর্জন করো। জেনে রেখো, এ দিনগুলো পানাহারের দিন এবং মহান আল্লাহকে স্মরণ করার দিন।
📚 সুনানে আবু দাউদঃ ২৮১৩, ২৮১২, ৩৬৯৮
বুখারীঃ ৫৪২৩
মুসলিমঃ ২১৫০, ৪৯৯৭ - ৫০০৩, ৫০০৮,
সুনানে আন-নাসায়ীঃ ২০৩২, ৪২৩০, ৪৪২৬ - ৪৪৩৪, ৫৬৫১ - ৫৬৫৩,
তিরমিজিঃ ১৫১০
মুয়াত্বা ইমাম মালিকঃ ১০২৪, ১০২৫
আল লুলু ওয়াল মারজানঃ ১২৯০
মিশকাতঃ ১৭৬২, ২৬৩৯, ২৬৪৪, ২৬৪৫
হাদিসের মান: সহিহ হাদিস

29/06/2023

এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে প্রশ্ন করলো,
ইসলামের কোন দিকটি উত্তম?
তিনি বললেনঃ
তোমার পরিচিত ও অপরিচিতজনকে তুমি খানা খাওয়াবে এবং সালাম দিবে।

📚সুনানে আবু দাউদঃ ৫১৯৪
বুখারীঃ ১২, ২৮,
আল লুলু ওয়াল মারজানঃ ২৪
হাদিসের মান: সহিহ হাদিস

তোমাদের মধ্যে কেউ কোন মাজলিসে উপস্থিত হলে সে যেন সালাম করে,
তারপর তার ইচ্ছা হলে বসে পড়বে। তারপর সে যখন উঠে দাঁড়াবে, তখনো যেন সালাম করে।
কেননা পরের সালামের চাইতে প্রথম সালাম বেশি গুরুত্বপূর্ণ নয়।

📚 জামে' আত-তিরমিজি: ২৭০৬
আবু দাউদ: ৫২০৮
মিশকাতঃ ৪৬৬০
সিলসিলাতুস্ সহীহাহ্ ১৮৩,
সহীহ ইবনু হিব্বান ৪৯৬,
সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৭০৭,
আহমাদ ৯৬৬৪,
‘নাসায়ী’র কুবরা ১০১৭৪,
আল আদাবুল মুফরাদ ৯৮৬,
‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ২০২,
‘ত্ববারানী’র আল মু‘জামুস্ সগীর ১০৪৬।
হাদিসের মান: হাসান সহিহ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
কথা-বার্তা বলার আগেই সালাম বিনিময় হবে।

📚 জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৬৯৯
হাদিসের মান: হাসান হাদিস

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নির্দেশ দিয়েছেন,
আমরা যেন সালামের প্রসার ঘটাই।

📚 সুনানে ইবনে মাজাহ: ৩৬৯৩
বুখারী: ৫৬৩৫, ৫৬৫০, ৬২৩৫
মুসলিম: ৯৮, ৫২৮২
আবু দাউদ: ৫১৯৩
তিরমিজি: ২৪৮৫, ২৬৮৮,
ইবনে মাজাহঃ ৬৮, ৩৬৯২, ৩৬৯৪
রিয়াদুস সলেহিনঃ ২৪৪
আদাবুল মুফরাদঃ ১২৭৮
হাদিসের মান: সহিহ হাদিস

আতা ইবনে আবু রাবাহ (র) থেকে বর্ণিতঃ
সাহাবীগণ হাতের ইশারায় সালামের আদান-প্রদান অপছন্দ করতেন।

📚 আদাবুল মুফরাদ, হাদিস নং ১০১৪
হাদিসের মান: সহিহ হাদিস

বিজাতির অনুকরণকারী ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। তোমরা ইয়াহূদী-নাসারাদের অনুকরণ করো না।
কেননা ইয়াহূদীগণ আঙ্গুলের ইশারায় এবং নাসারাগণ হাতের ইশারায় সালাম দেয়।

📚 জামে' আত-তিরমিজি ২৬৯৫
হাদিসের মান: হাসান হাদিস

28/06/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা..
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ ، كُلُّ عَامٍ وَأَنْتُمْ بِخَيْرٍ
‘আল্লাহ রাব্বুল আলামিন আমার ও আপনার সৎ কর্মসমূহ কবুল করুন।সবাইকে ঈদের শুভেচ্ছা..
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ ، كُلُّ عَامٍ وَأَنْتُمْ بِخَيْرٍ
‘আল্লাহ রাব্বুল আলামিন আমার ও আপনার সৎ কর্মসমূহ কবুল করুন।

28/06/2023

বিষয়ঃ সালাত ত্যাগকারীর কুরবানী 🐐🐂🐪

মহান আল্লাহ তাআলা বলেনঃ
বলুন, আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ সৃষ্টিকুলের রব আল্লাহরই জন্য।
📗 সূরাঃ ৬, আল আন'আমঃ ১৬২

‘আল্লাহ কেবল মুত্তাকীদের কুরবানী কবূল করেন,
📗 সূরাঃ ৫, আল মায়িদাহঃ ২৭
(মুত্তাকীর পরিচয় জানতে সুরা বাকারাহ'র ২ থেকে ৫ নাম্বার আয়াত গুলো পড়েন)

কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানী করুন।
📗 সূরা কাওসারঃ ০২

মহান আল্লাহ তাআলা উপরোক্ত আয়াতে প্রথমেই সালাতের আদেশ দিয়েছেন এরপর কুরবানী ✅
এবং তিনি শুধু মুত্তাকীদের কুরবানী গ্রহণ করেন‼️

প্রিয় নবী মুহাম্মদ সাঃ বলেছেনঃ
সালাত ত্যাগকারী ব্যক্তির কিছুই কবুল করা হবে না।

ক্বিয়ামাতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম নামাযের হিসাব নেয়া হবে।
যদি (নিয়মিতভাবে) ঠিকমত নামায আদায় করা হয়ে থাকে তবে সে নাজাত পাবে এবং সফলকাম হবে। যদি নামায নষ্ট হয়ে থাকে তবে সে ব্যর্থ ও বিপর্যস্ত হবে।
যদি ফরয নামাযের মধ্যে কিছু কমতি হয়ে থাকে তবে মহান আল্লাহ তা’আলা বলবেনঃ দেখ, বান্দার কোন নফল নামায আছে কি না। থাকলে তা দিয়ে ফরযের এ ঘাটতি পূরণ করা হবে। তারপর সকল কাজের বিচার পালাক্রমে এভাবে করা হবে।

📚 তিরমিযী ৪১৩,
আবূ দাঊদ ৮৬৪,
নাসায়ীঃ ৪৬৫ - ৪৬৭
সুনান ইবনে মাজাহঃ ১৪২৫,

যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, সে অবশ্যই শিরক করলো।
📚 সুনান ইবনে মাজাহঃ ১০৮০

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
❝ বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত বর্জন ❞

📚 সুনানে ইবনে মাজাহঃ ১০৭৮
মুসলিমঃ ১৪৮, ১৪৯
তিরমিযীঃ ২৬১৮, ২৬১৯, ২৬২০;
আবূ দাঊদঃ ৪৬৭৮,
আহমাদঃ ১৪৫৬১, ১৪৭৬২;
দারিমীঃ ১২৩৬
মিশকাতঃ ৫৬৯

❝ আমাদের ও তাদের (কাফেরদের) মধ্যে যে অংগীকার রয়েছে তা হলো সালাত।
অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, সে কুফরী করলো ❞‼️

📚সুনানে ইবনে মাজাহঃ ১০৭৯
তিরমিযীঃ ২৬২১
মিশকাতঃ ৫৭৪।

❝মু’মিন বান্দা ও শিরক-এর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত বর্জন করা।
অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, সে অবশ্যই শিরক করলো❞ 💥
📚 সুনানে ইবনে মাজাহঃ ১০৮০
সহীহ তারগীব ৫৬৫, ১৬৬৭।

❝ মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর কোন সাহাবী নামায ব্যতীত অন্য কোন ‘আমাল ছেড়ে দেয়াকে কুফুরী কাজ মনে করতেন না ❞‼️

ফুটনোটঃ
আবূ ‘ঈসা বলেন, আমি আবূ মুসআব আল-মাদানীকে বলতে শুনেছি, যে ব্যক্তি বলে যে, “শুধুমাত্র মৌখিক স্বীকৃতির নামই ঈমান” তাকে ত্বাওবাহ করতে বলা হবে, ত্বাওবাহ না করলে তাকে হত্যা করতে হবে ।

📚 জামে' আত-তিরমিজিঃ ২৬২২
হাদিসের মান: সহিহ হাদিস

মহান আল্লাহ তাআলা বলেনঃ
যারা সালাত কায়েম করে ও যাকাত দেয় আর তারাই আখেরাতে নিশ্চিত বিশ্বাস রাখে ☑
📗 27 আন নামলঃ 3

এতএব, সালাত অনাদায়ী ব্যক্তির কোন দান খয়রাত সদাকাহ কুরবানী আল্লাহ তাআলা গ্রহণ করবেন না ☑
আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন
আল্লাহ আমাদের সবাইকে আউয়াল ওয়াক্তে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন আ-মীন 🤲

27/06/2023

যেসব আয়াত ও হাদিসে আল্লাহর হাতের উল্লেখ করা হয়েছেঃ

প্রিয় নবী মুহাম্মদ সাঃ বলেছেনঃ
আল্লাহ যখন সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন তখন "নিজ হাতে" নিজের ব্যাপারে লিখেছেনঃ
“আমার রহমাত আমার ক্রোধের উপর বিজয়ী থাকবে”।

📚 সুনানে ইবনে মাজাহঃ ৪২৯৫, ১৮৯
সহিহ বুখারীঃ ৭৪৫৩, ৩১৯৪
মুসলিমঃ ৬৮৬২, ৬৮৬৩, ৬৮৬৩
তিরমিযীঃ ৩৫৪৩,
আল লুলু ওয়াল মারজানঃ ১৭৪৯

আল্লাহ বললেন- হে ইবলীস!
আমি যাকে "নিজ হাতে" সৃষ্টি করলাম তাকে সেজদা করতে কিসে তোমাকে নিষেধ করল?
তুমি কি দম্ভ দেখালে, না তুমি খুব উচ্চ মানের অধিকারী হয়েছ?
📗 38 সোয়াদঃ 75

তারা কি দেখে না যে "আমার হাতে" তৈরি জিনিসগুলোর মধ্যে আমি তাদের জন্য সৃষ্টি করেছি গৃহপালিত পশু আর এখন তারা এগুলোর মালিক!
📗 36 ইয়া-সীনঃ 71

নবী সাঃ আরও বলেছেনঃ
সমস্ত ভূখণ্ড কিয়ামাতের দিন একটি রুটির মতো হয়ে যাবে।
আল্লাহ সেটি "নিজ হাতে" এপাশ-ওপাশ করবেন, যেমন তোমাদের মাঝে কেউ সফরের সময় নিজ রুটি এপাশ-ওপাশ করে। এ দিয়ে হবে জান্নাতবাসীর জন্য আতিথেয়তা।

📚 সহিহ মুসলিমঃ ৬৯৫০,
বুখারীঃ ৬৫২০
আল লুলু ওয়াল মারজানঃ ১৭৭৮

ইয়াহূদী আলিমদের থেকে এক আলিম রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে এসে বলল,
হে মুহাম্মাদ! আমরা (তাওরাতে দেখতে) পাই যে,
আল্লাহ্ তা‘আলা আকাশসমূহকে এক আঙ্গুলের উপর স্থাপন করবেন।
যমীনকে এক আঙ্গুলের উপর, বৃক্ষসমূহকে এক আঙ্গুলের উপর, পানি এক আঙ্গুলের উপর, মাটি এক আঙ্গুলের উপর এবং অন্যান্য সৃষ্টি জগত এক আঙ্গুলের উপর স্থাপন করবেন।
তারপর বলবেন, আমিই বাদশাহ।
রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তা সমর্থনে হেসে ফেললেন; এমনকি তাঁর সামনের দাঁত প্রকাশ হয়ে পড়ে।
এরপর রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) পাঠ করলেন,
আর তারা আল্লাহকে তাঁর যথার্থ মর্যাদা দেয়নি
📗 6 আন'আমঃ 91

তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না।
ক্বিয়ামতের দিন সমগ্র পৃথিবী তাঁর হাতের মুষ্ঠিতে থাকবে, আর আকাশমন্ডলী থাকবে ভাঁজ করা অবস্থায় তাঁর "ডান হাতে"
মাহাত্ম্য তাঁরই, তারা যাদেরকে তাঁর শরীক করে তিনি তাদের বহু ঊর্ধ্বে।
📗 39 আয যুমারঃ 67

📚 সহিহ বুখারীঃ ৪৮১১, ৭৪১৪, ৭৪১৫, ৭৪৫১, ৭৫১৩;
মুসলিমঃ ৬৯৩৯, ৬৯৪১ - ৬৯৪৫
তিরমিজিঃ ৩২৩৮
আল লুলু ওয়াল মারজানঃ ১৭৭৪
সহিহ হাদিসে কুদসিঃ ৭৩, ৭৪, ৭৫
হাদিসের মান: সহিহ হাদিস

প্রিয় নবী মুহাম্মদ সাঃ বলেছেনঃ
আল্লাহ্‌র "ডান হাত" পূর্ণ, রাত দিনের খরচেও তা কমে না। তোমরা ভেবে দেখেছ কি?
আসমানসমূহ ও যমীন সৃষ্টির সূচনা থেকে তিনি কত খরচ করে যাচ্ছেন, তবুও তাঁর ডান হাতের কিছুই কমেনি। তাঁর আরশ পানির ওপর আছে। তাঁর অন্য হাতে আছে দেয়া আর নেয়া। তা তিনি উঠান ও নামান।

📚 সহিহ বুখারীঃ ৭৪১৯
তিরমিজিঃ ৩০৪৫
ইবনে মাজাহঃ ১৯৭

ন্যায় বিচারকগণ (কিয়ামাতের দিন) আল্লাহর নিকটে নূরের মিম্বারসমূহে মহামহিম দয়াময় প্রভুর ডানপার্শ্বে উপবিষ্ট থাকবেন।
তাঁর উভয় হাতই ডান হাত (অর্থাৎ- সমান মহিয়ান)।
যারা তাদের শাসনকার্যে তাদের পরিবারের লোকদের ব্যাপারে এবং তাদের উপর ন্যস্ত দায়িত্বসমূহের ব্যাপারে সুবিচার করে।

📚 মিশকাতঃ ৩৬৯০
মুসলিমঃ ৪৬১৫,
নাসায়ীঃ ৫৩৭৯,
আহমাদঃ ৬৪৯২,
সহীহ আল জামিঃ ১৯৫৩,
সহীহ আত্ তারগীবঃ ১৯৫০।
হাদিসের মান: সহিহ।

আল্লাহ’র হাতের আরও দলিল দেখুন ⤵️
📗 সূরা মায়েদাঃ ৬৪;
সোয়াদঃ ৭৫;
আয যুমারঃ ৬৭;
ইয়াসিনঃ ৭১;
ফাতাহঃ ১০;
মুলকঃ ১

📚 হাদিসঃ
বুখারী তাওঃ ৪৮১১-১২, ৬৫১৯, ৬৫২০, ৭৪১১ ৭৪১৯,
মুসলিম ইঃফাঃ ১৫, ২১৮১, ২২১৪, ৬৭৮৯, ৬৭৯৩-৯৬;
আবু দাউদ ইঃফাঃ ৪৬৫৭;
ইবনে মাজাহঃ ১৯২, ১৯৭-৯৮, ১৮৪২;
তিরমিজী ইঃফাঃ ৩০৪৫, ৩২৪১;
হাদিসে কুদসি ৭৩-৭৫

বিঃদ্রঃ আল্লাহ সম্পর্কে ভুল বা মন্দ ধারণা রাখলে আপনি হয়ে যেতে পারেন মুনাফিক বা মুশরিক। কারণ এটি একটি আকিদাগত বিষয়।

♦ আল্লাহ্‌ বলেনঃ

আর তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিকা নারী, মুশরিক পুরুষ ও মুশরিকা নারীকে শাস্তি দিবেন যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে।
তাদের জন্য আছে অশুভ চক্র। আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন আর তাদেরকে লা‘নাত করেছেন। তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম। তা কতই না নিকৃষ্ট আবাসস্থল!
📗 সুরা-ফাতহঃ ৬

♦ কোন কিছুই তাঁর সদৃশ নয়, তিনি সব শোনেন, সব দেখেন।
📗 ৪২, আশ্-শূরাঃ ১১

♦ কাজেই কারো সাথে আল্লাহর তুলনা দিও না।
আল্লাহ জানেন, আর তোমরা জান না।
📗 ১৬, আন্-নাহলঃ ৭৪

♦ আর কেউই তাঁর সমকক্ষ নয়।
📗 ১১২, আল-ইখলাসঃ ৪

জরুরি কথাঃ পুরো পোস্ট ভালো করে বুঝে না পড়ে কমেন্ট করা উচিৎ হবে না ✅

22/06/2023

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খুতবাহ্ দেয়ার সময় বলেছেনঃ
তোমাদের কেউ জুমু‘আর দিন ইমামের খুতবাহ্ চলাকালে মাসজিদে উপস্থিত হলে সে যেন সংক্ষেপে দুরাকআত (নাফল) সলাত আদায় করে নেয়।

📚 মিশকাতুল মাসাবিহঃ ১৪১১
সহিহ বুখারীঃ ১১৬৬
মুসলিমঃ ১৯০৭
নাসায়ীঃ ১৩৯৫
আবু দাউদঃ ১১১৭
ইবনু মাজাহ্ঃ ১১১৪,
ইবনু খুযায়মাহ্ ১৮৩৫,
ইবনু হিব্বান ২৫০০,
আহমাদ ১৪৪০৫।

হাদিসের মান: সহিহ হাদিস

21/06/2023

আকীকার বিধান সম্পূর্ণ আলাদা বিষয় ✅
একই পশুতে কুরবানী ও আকীকা দেওয়ার বিধান ইসলামি শরিয়তের মধ্যে নেই ✅
যদি কুরবানির দিনই কোন শিশুর বয়স সাত দিন পূর্ণ হয় তবে তার জন্য আলাদা বকরি বা ছাগল যবাহ করা যাবে ✅

মুকাল্লিদরা কুরআন ও হাদিসের জ্ঞানে মিসকিন হয় বলেই শরিয়তকে নিজেদের বা তাদের আকাবিরদের ইচ্ছে মাফিক চালায়‼️
বিদআতিরা রাসুলুল্লাহ সাঃ এর আদেশ নিষেধ এর বা ইসলামি শরিয়তের তোয়াক্কা করে না, ওরা সুবিধাবাদী মুকাল্লিদ 💔

প্রিয় নবী মুহাম্মদ সাঃ বলেছেনঃ
প্রত্যেক সন্তান স্বীয় আকীকার সাথে আবদ্ধ।
তার পক্ষ হতে তা তার জন্মের সপ্তম দিনে যবেহ করতে হবে।
সেদিন তার মাথা মুণ্ডন করতে হবে এবং তার নাম রাখতে হবে।
📚 সুনানে আন-নাসায়ীঃ ৪২২০
আবু দাউদঃ ২৮৩৭
তিরমিজিঃ ১৫২২, ২৮৩২
ইবনে মাজাহঃ ৩১৬৫
মিশকাতঃ ৪১৫৩
হাদিসের মান: সহিহ হাদিস

উম্মে কুরয (রাঃ) বলেনঃ
আমি হুদায়বিয়ায় রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট কুরবানীর জন্তুর গোশ্ত সম্বন্ধে জিজ্ঞাসা করার জন্য উপস্থিত হই।
তখন আমি তাঁকে বলতে শুনিঃ
পুত্র সন্তানের পক্ষ হতে আকীকার জন্য দু’টি 🐐🐐 বকরী,
আর কন্যা সন্তানের জন্য একটি 🐐 বকরী, তা নর হোক বা মাদী, যবেহ করতে হবে ✅

📚 সুনানে আন-নাসায়ীঃ ৪২১৭, ৪২১৬, ৪২১২,
আবু দাউদঃ ২৮৩৪, ২৮৩৫, ২৮৩৬
তিরমিজিঃ ১৫১৩, ১৫১৬
ইবনে মাজাহঃ ৩১৬২, ৩১৬৩
মিশকাতঃ ৪১৫২

কুরবানির বিধান আলাদাঃ
একটি ছাগলই 🐐 একটি পরিবারের জন্য যথেষ্ট‼️

আতা ইবনু ইয়াসার (রাহঃ) বলেন, আবূ আইয়ুব (রাঃ)-কে আমি প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) এর যামানায় কুরবানীর বিধান কেমন ছিল❓
তিনি বললেন,
কোন লোক তার ও তার পরিবারের সদস্যদের পক্ষে একটি ছাগল 🐐 দ্বারা কুরবানী আদায় করত এবং তা নিজেরাও খেত, অন্যান্য লোকদেরকেও খাওয়াত।
অবশেষে মানুষেরা গর্ব ও আভিজাত্যের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। ফলে পরিস্থিতি যা দাড়িয়েছে তা তুমি নিজেই দেখতে পাচ্ছ।

Narrated 'Ata bin Yasar: "I asked Abu Abyub [Al-Ansari] how the slaughtering was done during the time of the Messenger of Allah (ﷺ).
He said: 'A man would sacrifice a sheep for himself and the people in his household. They would eat from it and feed others, until the people (later) would boast about it and it became as you see now."

باب مَا جَاءَ أَنَّ الشَّاةَ الْوَاحِدَةَ تُجْزِئُ عَنْ أَهْلِ الْبَيْتِ حَدَّثَنِي يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنِي عُمَارَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ عَطَاءَ بْنَ يَسَارٍ، يَقُولُ سَأَلْتُ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ كَيْفَ كَانَتِ الضَّحَايَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ كَانَ الرَّجُلُ يُضَحِّي بِالشَّاةِ عَنْهُ وَعَنْ أَهْلِ بَيْتِهِ فَيَأْكُلُونَ وَيُطْعِمُونَ حَتَّى تَبَاهَى النَّاسُ فَصَارَتْ كَمَا تَرَى ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَعُمَارَةُ بْنُ عَبْدِ اللَّهِ هُوَ مَدَنِيٌّ وَقَدْ رَوَى عَنْهُ مَالِكُ بْنُ أَنَسٍ ‏.‏ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ وَاحْتَجَّا بِحَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ ضَحَّى بِكَبْشٍ فَقَالَ ‏ "‏ هَذَا عَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي ‏"‏ ‏.‏ وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لاَ تُجْزِئُ الشَّاةُ إِلاَّ عَنْ نَفْسٍ وَاحِدَةٍ وَهُوَ قَوْلُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ وَغَيْرِهِ مِنْ أَهْلِ الْعِلْمِ ‏.‏

📚 সূনান আত তিরমিজী [তাহকীককৃত]
অধ্যায়ঃ ১৭/ কুরবানী
(كتاب الأضاحى عن رسول الله ﷺ)
হাদিস নম্বরঃ ১৫০৫
ইবনে মাজাহঃ ৩১৪৭

আর সফরে বা ভ্রমণে থাকলে কেবল তখনই ভাগে কুরবানী দেওয়া জায়েজ ✅
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন,
এক ভ্রমণে আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর সাথে ছিলাম। এরকম পরিস্থিতিতে কুরবানীর ঈদ উপস্থিত হল।
তখন আমরা একটি গরুতে সাতজন অংশীদার হয়ে এবং একটি উটে দশজন অংশীদার হয়ে কুরবানী আদায় করলাম।

📚 জামে' আত-তিরমিজিঃ ১৫০১, ১৫০২,
মুসলিমঃ ৩০৭৬ - ৩০৭৯
নাসায়ীঃ ৪৩৯২
ইবনে মাজাহঃ ৩১৩১, ৩১৩২
মুয়াত্বা ইমাম মালিকঃ ১০২৭
মিশকাতঃ ১৪৬৯, ২৬৩৬

20/06/2023

তোমরা সাদা কাপড় পরিধান করো এবং তা দিয়ে তোমাদের মৃতদের কাফন পরাও;
কেননা তা তোমাদের উত্তম পোশাক।
আর তোমাদের জন্য উত্তম সুরমা হলো ‘ইসমিদ’ সুরমা;
কারণ তা দৃষ্টিশক্তি বাড়ায় এবং চোখের পাতার চুল গজায়।

📚 সুনানে আবু দাউদঃ ৩৮৭৮, ৪০৬১
তিরমিজিঃ ৯৯৪, ২৮১০
ইবনে মাজাহঃ ১৪৭২, ৩৫৬৬, ৩৫৬৭
শামায়েলে তিরমিযিঃ ৫২
নাসায়ীঃ ৫৩২২, ৫৩২৩
রিয়াদুস সলেহিনঃ ৭৮৪
বুলুগুল মারামঃ ৫৪৮
হাদিস সম্ভারঃ ১৩০১
মিশকাতঃ ১৬৩৮
হাদিসের মান: সহিহ হাদিস

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে তিনটি ইয়ামানী সাহুলী সাদা সূতী বস্ত্র দ্বারা কাফন দেয়া হয়েছিল।
তার মধ্যে কামীস এবং পাগড়ী ছিল না।

📚 সহিহ বুখারীঃ ১২৬৪, ১২৭১, ১২৭৩
আবু দাউদঃ ৩১৪৯, ৩১৫১, ৩১৫২
তিরমিজিঃ ৯৯৬
ইবনে মাজাহঃ ১৪৬৯, ১৪৭০
মুয়াত্বা ইমাম মালিকঃ ৫০৯, ৫১০
রিয়াদুস সলেহিনঃ ৭৯০
বুলুগুল মারামঃ ৫৪৬
হাদিস সম্ভারঃ ১৩০০
মিশকাতঃ ১৬৩৫
আল লুলু ওয়াল মারজানঃ ৫৪৮
হাদিসের মান: সহিহ হাদিস

মৃত ব্যক্তি অপেক্ষা জীবিতদের নতুন কাপড়ের প্রয়োজন অধিক। আর কাফন হলো বিগলিত শবদেহের জন্য।

📚 সহিহ বুখারীঃ ১৩৮৭
হাদিসের মান: সহিহ হাদিস

Videos (show all)

Website