Mijanur Rahman

Mijanur Rahman

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mijanur Rahman, College & University, .

25/11/2022

বিভ্রান্তিকর প্রশ্নগুলো
শেয়ার করে রাখুন।
১। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি
দিয়েছে কে?
ভারত/ভূটান?
→ Correct Answer: ভারত(প্রচলিত উত্তর)।
বর্তমান
সরকারের ঘোষণা অনুযায়ী--ভুটান।
-
২। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর
কোন রশ্মি
বের হয়? মৃদু রঞ্জন রশ্মি /গামা রশ্মি?
→ Correct Answer: বৈজ্ঞানিক ব্যাখ্যায়
সঠিক উত্তর
মৃদু রঞ্জন রশ্মি । প্রচলিত উত্তর গামা
রশ্মি।
-
৩। কোন প্রোগামটি সি ড্রাইভে
থাকে? মাই
ডকুমেন্ট/ উইন্ডোজ?
→ Correct Answer: দুটোয় । তবে উইন্ডজ
বেশি
গ্রহণযোগ্য । সি ড্রাইভ প্রচলিত ।
-
৪। সার্ভারের সাথে যুক্ত কম্পিউটার
কে কি বলে?
ওয়ার্ক স্টেশন/ হোস্ট?
→ Correct Answer: ওয়ার্ক স্টেশন । আর
সার্ভার
কেন্দ্রের কম্পিউটারকে বলে হোস্ট
-
৫। কম্পিউটারের গতি মাপা হয়-
সেকেন্ড/
ন্যানোসেকেন্ড?
→ Correct Answer: ন্যানোসেকেন্ড
-
৬। স্বাধীনতার ঘোষনা পত্র জারি
করা হয় কত
তারিখে? ১০ এপ্রিল, ১৯৭১/১৭ এপ্রিল,
১৯৭১
→ Correct Answer: ১০ এপ্রিল, ১৯৭১
-
৭। ধান গবেষনা ইন্সিটিউট কোথায়?
গাজীপুর না
ম্যানিলা?
→ Correct Answer: ম্যানিলা । আর
বাংলাদেশের
হলে গাজীপুর
-
৮। ঢাকা বাংলার রাজধানী হয়
কতবার? ৪/৫?
→ Correct Answer: ৫বার। (১৬১০, ১৬৬০,
১৯০৫,
১৯৪৭, ১৯৭১)
-
৯। বাক্যের শেষে কয়টি যতি চিহ্ন
বসে ৩ না ৪?
→ Correct Answer: ৪টি । ( ।, ২ দাঁড়ি, ? !)
-
১০। চিনি কল....১৭/১৫?.
→ Correct Answer: ১৫টি ( অর্থনেতিক
সমীক্ষা-
২০১৬)
-
১১। সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের
পূর্বে বিশ্ব
ব্যবস্থা ছিল?এক মেরুকেন্দ্রিক না
দ্বিমেরু
কেন্দ্রিক?
→ Correct Answer: দ্বিমেরু কেন্দ্রিক
-
১২। বিলিরুবিন তৈরি হয় কোথায়?
প্লিহা/ যকৃত?
বিলিরুবিন সঞ্চিত থাকে কোথায়?
প্লিহা/ যকৃত?
→ Correct Answer: তৈরি হয় : যকৃতে আর
সঞ্চিত
থাকে: প্লীহায়
-
১৩। পার্বত্য চট্টগ্রামে কয় ধরণের
উপজাতি বসবাস
করে ? ১১/১২ ?
→ Correct Answer: ১২টি
-
১৪। বাংলাদেশে উপজাতির সংখ্যা
কত ? ৪৫/৪৮ ?
→ Correct Answer: ৪৫ টি।
-
১৫। কোন দেশের মুদ্রায় বিটেনের
রানীর ছবি
আছে? কানাডা / বেলজিয়াম?
→ Correct Answer: কানাডা ।
-
১৬। কমনওয়েলথ এর সদস্য কত?৫২/৫৩?
→ Correct Answer:৫২
-
১৭। ইইউ এর বর্তমান সদস্য কত ? ২৭ /২৮ ?
→ Correct Answer: ২৮
-
১৮। 'করোনার স্টোন অব পিস' কোথায়
অবস্থিত?
হাইতিতে /জাপানে?
→ Correct Answer: জাপানে (হাইতিতে
কর

16/11/2022

মাত্র ৫টি টেকনিকেই ত্রিকোনোমিতির সব অংক

সুত্র : ১ শীর্ষবিন্দুর উন্নতি কোন 30°হলে উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে টেকনিক মনেরাখুন উচ্চতা= [পাদদেশ হতে দুরত্ত্ব÷√3]

উদাহরন : একটি মিনাররের পাদদেশ হতে 20 মিটার দুরের ১টি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোন 30° হলে মিনারের উচ্চতা কত?

সমাধানঃ উচ্চতা =[পাদদেশ হতে দুরত্ত্ব÷√3]
=20/√3(উঃ)

সুত্র২ : শীর্ষ বিন্দুর উন্নতি কোন 60 হলে উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে টেকনিক মনেরাখুন উচ্চতা=[পাদদেশ হতে দুরত্ত্ব ×√3]

উদাহরনঃএকটি তাল গাছের পাদবিন্দু হতে 10 মিটার দুরবর্তী স্থান থেকে গাছের শীর্ষের উন্নতি কোন 60° হলে গাছটির উচ্চতা নির্ন্যয় করুন?

অথবাঃ সুর্যের উন্নতি কোন 60° হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়।
গাছটির উচ্চতা কত?

সমাধান : উচ্চতা=[পাদদেশ হতে দুরত্ত্ব ×√3]

=10√3=17.13(উঃ)

(মুখস্ত রাখুন √3=1.73205)

(শুধু মনে রাখুন 30° হলে ভাগ এবং 60° হলে গুন হবে)

সুত্র ৩ : সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোন উৎপন্ন হলে ভুমি হতে ভাংগা অংশের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে-কত উচুতে ভেংগেছিলো=(খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)

উদাহরন : একটি 48 মিটার লম্বা খুটি ভেংগে গিয়ে সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোণ উৎপন্ন করে। খুটিটি কত উচুতে ভেঙ্গেছিলো ?

সমাধান :
কত উচুতে ভেঙ্গেছিলো =(খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)=48÷3=16(উঃ)

সুত্র 4: সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোন উৎপন্ন হলে ভূমি হতে ভাংগা অংশের উচ্চতা নির্ন্যেয়ের ক্ষেত্রে- শর্ট_টেকনিক : কতউচুতে ভেংগেছিলো=(খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)

‪‎

উদাহরন‬: 18ফুট উচু একটি খুটি এমন ভাবে ভেংগে গেলো যে ভাংগা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোনে স্পর্শ করলো। খুটিটি মাটি থেকে কতফুট উচুতে ভেংগে গিয়েছলো?

‪‪‎

সমাধান‬: কত উচুতে ভেংগেছিলো=(খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)
=(18÷3) =6ফুট (উঃ)

সুত্রঃ5 যখন মই দেয়ালের সাথে হেলান দিয়ে লাগানো থাকে তখন- শর্ট_টেকনিকঃ (মইয়ের উচ্চতা)² =(দেয়ালের উচ্চতা)² +(দেয়ালের দুরত্ব)²

উদাহরন: একটি 50মিটার লম্বা মই খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে।মইয়ের একপ্রান্তে মাটি হতে 40মিটার উপরে দেয়ালকে স্পর্শ করে মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের লম্ব দুরত্ব কত মিটার?

সমাধান:

(মইয়ের উচ্চতা)² =(দেয়ালের উচ্চতা)² +(দেয়ালের দুরত্ব)²
বা, (দেয়ালের দুরত্ব)² =(মইয়ের উচ্চতা)² –(দেয়ালের