Uzer Found A Nation.
Blood Donate Group.
রক্তের গুরুত্ব টা বুঝতে শিখুন।
শুধু শুধু শরীরে নস্ট করে ফেলবেন না।
রক্ত দিন জীবন বাচান।
কে কে রক্তদান করতে পারবে?
# বয়ষ ১৮-৫৭ বছরের মধ্যে।
# ওজন নূন্যতম ৪৫ কেজি।
# রক্তচাপ সাভাবিক ও কমপক্ষে চার মাসের মধ্যে রক্তদান না করলে।
# এইডস/হেপাটাইটিস-বি/হেপাটাইটিস-সি/সিফিলিস আক্রান্ত না হলে।
# ছয় মাসের মধ্যে বড় কোন অপারেশন ও চার সপ্তাহের মধ্যে ভ্যাকসিন/টিকা না নিলে।
কেন রক্ত দিবেন?
# শরীরের লোহিত রক্ত কণিকার আয়ুস্কাল সর্বোচ্চ ৪ মাস এবং রক্ত দানের পর অস্থিমজ্জা নতুন রক্ত কণিকা তৈরী করে।
তাই ৪ মাস পর পর রক্ত দানে শরীরের কোন ক্ষতি নাই।
# রক্ত দানের পর রক্তে Cholesterol ও Free Radicals এর পরিমাণ কমে যায়, ফলে হ্রদরোগ, ক্যান্সার ও বার্ধক্যজনিত জটিলতার সম্ভাবনা কম থাকে।
# স্বেচ্ছায় রক্ত দানে মানসিক প্রশান্তি আসে।
তাই মানুষ হিসেবে সামাজিক/মানবিক দায়বদ্ধতা থেকে একজন মুমূর্ষু রোগীর জীবন বাচানোর খাতিরে রক্তদানে এগিয়ে আসা উচিৎ।
জুম্মা মুবারক।
আজকের দিন টায় আল্লাহ পাক সবাইকে হেদায়েত দিক।
রক্তের গ্রুপ জানেন এমন কেউ আছেন??
কার কি গ্রুপ??
কুমিল্লা মেডিকেয়ার হসপিটাল,
পেটে বাচ্চা মারা গেছে,
ও পজিটিভ দরকার,
01406520857
২৩/০১/২০২২ ইং
মোহাম্মদপুর আল মানার,
এ নেগেটিভ,
01979-474171
একটু সময় নস্ট করে পোস্ট টা পড়ার জন্য সবাই কে অনুরোধ করছি,,,,,,
আমি অনেক বছর যাবত নিয়মিত ব্লাড ডোনেট করতেছি এবং আমাদের ফিজিক্যালি একটা ডোনার গ্রুপ ছিলো,আমরা নিয়মিত ব্লাড ডোনেট করতাম নিদ্রিস্ট কিছু হাসপাতালের হয়ে।
ভাবতেছেন কেন শুনাচ্ছি??
কিছু সমস্যা হয়ে গেছে যা এখন আবার ঠিক করতে হবে এতে আপনাদের সহযোগিতা লাগবে।
আমি সহ আমাদের ডোনার সবাই ধিরে ধিরে কে কোথায় যাচ্ছে, কে কই সেট হচ্ছে, কেউ বাড়িতে চলে গেছে কেউ অসুস্থ, এভাবে কমতে কমতে এখন ১৩ জন এক্টিভ ডোনার আছে।
সমস্যা কি???
এখনো অনেকেই নিজের রক্তের গ্রুপ জানে না,
এখনো অনেকেই ১ বারের জন্য ব্ল্যাড ডোনেট করে নাই,
এখনো অনেকেই সুই ভয় পায়,
এখনো অনেক বীর মুক্তিযোদ্ধা আছে গায়ের জোরে ২/৩ বার দিছে দিয়ে হারায় গেছে।
সমাধান!!! করতে পারবেন?????????????
রক্তের গ্রুপ জেনে নিন,
রক্ত দেওয়ার আগে পরিক্ষা করে দিন,
নতুন ডোনার হয়ে জান।
নতুন ডোনার লাগবে,
রক্ত দিয়ে দেখেন আপনি মরবেন না,
হয়তো একজন বেচে যাবে।
আমার কাছে এখনো প্রতিদিন ৭/৮ টা রিকুয়েষ্ট আসে ব্লাডের জন্য, আমি দিতে পারি না, হয় ডোনার নাই নইলে গ্রুপ মিলে না, খুব কস্ট হয় যদি দিতে না পারি তাই আমি আপনাদের বলবো সবাই নিজেদের ব্লাড গ্রুপ জেনে নিন, সবাই এগিয়ে আসেন রক্তের জোগান দিয়ে হেল্প করেন প্লিজ।
আজকে তো রেকর্ড করে ফেলেছে আজকের
গুলা দেখেন আর কে কে আসে পাশে আছেন
প্লিজ আপনারা এগিয়ে আসেন।
১ # ধানমন্ডি গণস্বাস্হ্য নগর হাসপাতাল,
O- ও নেগেটিভ,
01914-760294,
২ # ধানমন্ডি গণস্বাস্হ্য নগর হাসপাতাল,
A+ এ পজিটিভ,
01864-707035,
৩ # আদ--দ্বীন মগবাজার,
A- এ নেগেটিভ,
01677-440055,
৪ # পিজি, Accident,
O+ ও+ (৪ব্যাগ)
01644-196140,
৫ # পিজি, Accident,
A+ এ+,
01624-676641,
৬ # ল্যাব এইড ধানমন্ডি,
৩ বছরের বাচ্চা,
B+ বি+,
01756-899617,
৭ # পিজি, শাহবাগ
০+ তিন ব্যাগ,
01815-944072,
আজকে রবিবার ২৩ তারিখ অপারেশন।
৮ # সি এম এইচ
এ নেগেটিভ
01715-920510,
৯ # হাইটেক হাসপাতাল ক্যান্টনমেন্ট,
এ বি পজিটিভ,
২ ব্যাগ,
01711-234264,
১০ # ঢাকা ন্যাশনাল হসপিটাল, সদরঘাট
এ পজিটিভ,
01738-410688,
১১ # গণসাস্থ্য ডায়ালাইসিস সেন্টার, ধানমন্ডি ৬,
ও পজিটিভ,
01923-135475,
১২ # পিজি
এবি পজিটিভ,
01634-373501,
চিন্তা করেন প্রতিদিন তাহলে সারাদেশে কত ব্যাগ রক্ত লাগে, একজন ব্যাক্তি রক্ত দেওয়ার পর ৩ মাসের আগে আর রক্ত দেয় না, তাহলে এতো রক্ত কই থেকে আসবে যদি নতুন ডোনার না আসে, এগিয়ে আসেন সবাই।