Khalisabhanga High School
Official page of Khalisabhanga High School (H.S).
খলিসাভাঙ্গা উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ): উচ্চ মাধ্যমিক পরীক্ষার (২০২০)ফলাফল :মোট পরীক্ষার্থী ১৪০জন। স্টার পেয়েছে ২৩জন ছাত্র -ছাত্রী। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ২৩+৩৬ =৫৯জন ছাত্র ছাত্রী। সর্বোচ্চ নং পেয়েছে প্রীতম প্রধান(৪৫৬)।যে সকল ছাত্র -ছাত্রী স্টার পেয়েছে:১) প্রীতম প্রধান (৪৫৬), ২) দীপ্তি রানী মাইতি (৪৫১), ৩) সুকৃতি দাস(৪৫০), ৪)নীতিশ গিরি(৪৫০), ৫) অঙ্কিতা পাল(৪৪৪),৬) অর্পিতা মাইতি (৪৪৩), ৭) ময়না কামিল্যা(৪৩৭),৮)অর্পিতা সাউ(৪৩৩),৯)নিশা রানী সিংহ (৪৩০), ১০) তিতির রহমান (৪২৭),১১) জয়শ্রী বেরা(৪২৬),১২)পিউলি পাল(৪২২), ১৩) অপর্ণা মাইতি (৪২২),১৪) বাপন বেরা(৪২১), ১৫) সুপ্রীতি গোস্বামী (৪১৬), ১৬) গৌরী দিন্দা (৪০৬),১৭)অন্বেষা পানিগ্রাহী (৪০৫),১৮) সৌমিতা ভূঁইয়া (৩৯৬), ১৯) সায়নী জানা (৩৯৬),২০) সেক আসেক(৩৮৮), ২১) রাজকুমার পাত্র (৩৭৮) ,২২) সুপর্ণা মাইতি ৩৭৮),২৩) দীপিকা পানিগ্রাহী (৩৭৮) ।
আজকে মাধ্যমিক পরীক্ষার(২০২০)ফলাফল প্রকাশিত হয়েছে। আমাদের বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিল ১০৭জন। উত্তীর্ণ হয়েছে ১০৪ জন। স্টার পেয়েছে ৬জন। সর্বোচ্চ নং পেয়েছে সৌম্যদীপ পাল (৬২৭)।
Contact the school
Website
Opening Hours
Monday | 10:30 - 16:30 |
Tuesday | 10:30 - 16:30 |
Wednesday | 10:30 - 16:30 |
Thursday | 10:30 - 16:30 |
Friday | 10:30 - 16:30 |
Saturday | 10:30 - 16:30 |