Khonika Crush & Confession

Khonika Crush & Confession

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khonika Crush & Confession, Nonprofit Organization, .

06/03/2023

কনফেশন নংঃ ৪৫
To : Abdullah Al Mahfuz
Department of Bangla
From : হয়তো চেনা কেউই

আসসালামু আলাইকুম প্রিয়তমেষু 🍀 ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখিও ।
প্রিয় মাহফুজ,
"দুনিয়ার জন্য তুমি একটা সাধারণ মানুষ, কিন্তু একটি সাধারণ মানুষের কাছে তুমি তার সম্পূর্ণ দুনিয়া।" কোনো জেদ নয়, না কোনো গর্ব, শুধু তোমাকে পাবার ইচ্ছা। ভালোবাসা দোষের হলে, দোষ করেছি আমি, শাস্তি যাই হোক, রাজি আছি আমি। তোমাকে অসম্ভবরকম ভালোবাসি💙 ধীরে ধীরে আসক্ত হয়ে পরেছি 🙂 তোমাকে পেলে এইজীবনে আর কোনো অপূর্ণতা থাকবে না ইংশাআল্লাহ 🫶 কিন্তু পাবো কিনা তা একমাত্র আল্লাহই ভালো জানেন 🥺🥺 তোমাকে মুগ্ধ হয়ে ভালোবাসি, ভালোবেসে মুগ্ধ হই। প্রেমের সম্পর্কে নয়, জীবনসঙ্গী হিসেবে পেতে চাই 🫶🤲 মোনাজাতেও তোমাকেই চাই 🤲🥺

অতিক্ষুদ্র একজন মানুষ 🍀

25/02/2023

শেষ কবে?

22/02/2023

এটা কি
২৪৪১১৩৯?

21/02/2023

কনফেশন নংঃ ৪৪

From:একজন সাধারণ মানুষ
To: মনিহার 🌸
প্রথমেই বলে রাখি, এটা একটি রুপের প্রশংসার বাইরে একটি বাস্তবমুখী কনফেশন।
প্রিয় মনিহার,
তোমার ক্ষেত্রে ভালোবাসা প্রকাশের জন্য, গতানুগতিক ধারার বাইরেই আমি চলে গিয়েছি,এত রুপ গুণের বর্ণনা দেয়াটা অহেতুক লাগে। তোমার সিরিয়াস লুকে ক্ষনিকায় উঠেই বাসের তত্বাবধানে নেমে পড়াটা কম কিসে? দায়িত্ব পালনের মতো একটা গুণের প্রতিও কিন্তু দূর্বলতা আসে। আর তুমি মনে জায়গা করে নিতে সফল এই ক্ষেত্রে! তুমি হয়তো ভাববে অন্যরা রুপ গুণের বর্ণনা দিলো আমি কেনো দিচ্ছিনা। না ভাই,আমাকে দিয়ে এসব হবে না।গুণে মুগ্ধ হয়েছি, এটা বলাতেই শান্তি। অবশ্য ওই কাজল দেয়া বড় বড় চোখের কথা না বললে অনেক বড় সড় ফাঁকা থেকে যাবে।চোখগুলো মায়া বাড়িয়ে দেয়।
অনেক আরাধ্য জিনিস পাওয়ার পরে দামহীন হয়ে যায়,তোমাকে যদি পাই, তাহলে যাতে সারাটাজীবনই আরাধ্যর মতোই কদর করতে পারি,অযত্নের বিন্দুমাত্র সম্ভাবনা থাকলেও তোমাকে চাইবো না।যাই হোক,ভালো লাগা প্রকাশ করতে পারায়ও শান্তি,হোক সেটা বেনামি। মাঝে মাঝে বাসে চোখকান খোলা রাখলে দর্শন পেয়ে যাবা,আর না পেলেও ক্ষতি নেই,কোনো না কোনো একদিন দেখা হয়েই যাবে, ভালোবাসা নিও🖤🌸

20/02/2023

আমার বর্ণমালা, আমার বাংলা, আমার ভাষা, আমার বাংলাদেশ।
ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা..... মাতৃভাষার প্রতি অশেষ শ্রদ্ধা

19/02/2023

কনফেশন নংঃ ৪৩

From: তোমার সিনিয়র
To: Tahira Tasrin Mithila

আমার খুব করে চাই এমন একজন মানুষ আমার জীবনসঙ্গিনী হোক যে সর্বদা হাসি-খুশি থাকে এবং খুব চঞ্চল। একটু দুষ্টু, মনকাড়া হাসি। আমি এসব কিছু তোমার মধ্যে দেখেছি।প্রথম যেদিন ক্ষণিকায় দেখি সেদিন তুমি আপুদের সাথে বসে অনেক গল্প করতেছিলে আর আমার হৃদয়কাড়া হাসি দিয়ে আমাকে পাগল করে দিচ্ছিলে। এরপর বেশ কিছুদিন তোমাকে দূর থেকে দেখি। শুরু হলো আমার কল্পনার জগৎ তৈরি করা। তোমাকে নিয়ে স্বপ্ন বুনা। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার সময় হঠাৎ করে ঘুম ভেঙ্গে যেমন স্বপ্ন বিলীন হয়ে যায়,ঠিক তেমনই তোমার একটি কাপল পিক আমার স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়েছে। মনের কথা মনেই রইলো। কাউকে বলতে পারলাম না। কয়েকদিন আগে এই পেইজের কনফেশন দেখে মনে হলো মনটা হালকা করা দরকার। তাই এই পেইজের মাধ্যমে আমার মনের কথা জানালাম। তবে, তোমাদের জন্য শুভকামনা। খুব খুব খুব সুখী হও জীবনে এই কামনা করি।

19/02/2023

ভালো থেকো তুমি

©অনুপম

09/02/2023

কনফেশন নংঃ ৪২

From: তোমারই একজন
To: লামিয়া
স্টোপেজঃ কলেজগেইট, বোটানি ডিপার্টমেন্ট, সেশনঃ২০১৯-২০

লামু,
আমি জানি তুমি নিয়মিত ক্ষণিকায় যাতায়াত কর না।কিন্তু তোমাকে প্রথম দেখেছিলাম কলেজ গেইট বাসে। কালো মাস্ক এর উপর ডাগর ডাগর চোখ দুটো অসম্ভব ভালো লাগতেছিল। এরপর শুরু হয় তোমার খোঁজ। না, পেলাম না তোমায় আর। এরপর একদিন হঠাৎ করে দেখি ৪ঃ৩০ এর বাসে তুমি বাসায় ফিরতেছো। আমি দেখলাম সেই চোখ। যে চোখ আমার মনের আঙ্গিনায় জড়িয়ে আছে। আমার এক বান্ধবীকে দিয়ে তোমার পরিচয় জানলাম। বোটানি ডিপার্টমেন্ট এবং আমাদের ব্যাচমেট। এরপর আমি আরও খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি সুফিয়া কামাল হলে থাকো। তোমার সাথে দেখা করার সুযোগ হয়নি কখনো। আজকে হঠাৎ এই পেইজটার কথা মনে পড়লো। তাই ভাবলাম পেইজের মাধ্যমে যদি খুঁজে পাওয়া যায়!! তোমাকে ভালোবাসতে পারি বা না পারি, তোমাকে আমার করে পাই বা না পাই, এক সাথে টিএসসিতে বসে এক কাপ চা খাওয়া যেতে পারে না? আমি অবাক চোখে তোমার ঐ চোখ দুটো দেখতে চাই।কিছুক্ষণ গল্প করতে চাই। এই সুযোগটুকুই আমার জন্য অনেক কিছু। আর যদি তোমাকেই পেয়ে যাই,তাহলে ক্ষণিকায় দাড়িয় বুক চিতিয়ে বলবো, আমি তোমাকে আপন করে পেয়েছি লামিয়া।

02/02/2023

কনফেশন নংঃ ৪১

From : এক অচেনা সহযাত্রী
To : Sushma Sadaf
(চারুকলা অনুষদ ২১-২২)

এই যে মিস,
তোমাকে রোজই বাসে দেখি। এক নজর দেখার জন্য রোজ ৯টার বাসে আসি। কিন্তু গত কয়েকদিন যাবত তুমি তো আসছোই না ☹️ কেনো?
মনে আছে, একদিন কথা হয়েছিলো? তুমি সেদিন গেটের কাছে দাঁড়িয়েছিলে। চিনতে পেরেছো নিশ্চয়ই? প্রথম দেখাতেই তোমাকে অন্য রকম ভালো লেগেছিলো! এত কিউট কেন তুমি? এত্ত মিষ্টি করে হাসো!
তোমার প্রোফাইলে তোমার আঁকাগুলো দেখে দ্বিতীয়বার ভালো লাগা শুরু হলো! কী সুন্দর তোমার আঁকা! শুনেছি শিল্পীদের মনও অনেক উদার হয়। তোমার এই শিল্পী মনে কি আমার জন্য একটু জায়গা হবে? 🥺
চারুকলার সামনে যখন বাসটা থামে তখন আমি শুধু গেটের দিকেই তাকিয়ে থাকি। তুমি এখন কয়টার বাসে আসো-যাও?
তোমার সাথে আবার কথা বলতে খুব ইচ্ছা করছে। কিন্তু তোমার তো দেখাই পাচ্ছি না।

জলদি দেখা দাও!

11/01/2023

কনফেশন নংঃ ৪০

From: খুব শীঘ্রই জানতে পারবা।
To:Wiji wijdani
AIS
Session: 21-22

যার মন সুন্দর, সে সুন্দর চিন্তা করতে পারে।সুন্দর ছবি আঁকতে পারে। হ্যাঁ,আমি তোমার কথাই বলছি।তোমার সাথে প্রথম দেখা ক্ষণিকায়। কলেজ গেইট থেকে বাসে ওঠার জন্য দাঁড়িয়েছিলাম। তখনই তুমি এলে। তোমাকে দেখেই আমার মনের মাঝে ঘন্টা বেজে উঠলো। এরপর তোমার ব্যাপারে খোঁজ খবর নিলাম। তোমার ফেইসবুকে বন্ধু হলাম।তোমার ফেইসবুকে যেদিন এক্সেস পেয়েছি সেদিন থেকে ভাবতেছি কবে তোমার মনের এক্সেস পাব!! আমাকে সব চেয়ে বেশি আকর্ষণ করে তোমার চুপচাপ ভাব, সুন্দর মনের এবং হাতের কারুকার্য। আমার একটা স্কেচ এঁকে দিবে কেমন? তোমার মনের ড্রাইভার হওয়ার অপেক্ষায় আছি। এখানে কোনো প্রতিযোগিতা চাই না। আমি তোমার সিনিয়র। তাই সরাসরি বলতেও পারছি না। অবশেষে এই পেইজটার সাহায্য পেলাম। তবে সময় মত অবশ্যই জানিয়ে দিব। ভালো থাকো, নিজের যত্ন নিও।

Website