Halal Captions

Halal Captions

Lots of Quotes and Captions around us. Need some Halal Captions to satisfy ourselves in Halal way. R

19/05/2023


❝এমন পুরুষ হন।🙂
যেনো কোন নারী আপনাকে পেয়ে হাজার বার রবের দরবারে শুকরিয়া আদায় করে!❞ 🖤

-স্বামী হওয়া খুব সহজ!!
-কিন্তু মনের মতো মানুষ হওয়া কি এতো সহজ?

দরজার আড়ালে স্ত্রীর গায়ে হাত তোলা মানুষটাও স্বামী, খাবারে লবণ বেশি হলে প্লেট ছুড়ে ফেলে দেওয়া মানুষটাও স্বামী, পরিবারের অন্যদের পরামর্শে স্ত্রীর উপর নির্যাতন করা মানুষটাও কিন্তু স্বামী!!

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরা কেউই মনের মানুষ না! এই পৃথিবীতে স্বামীদের কোন অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে একজন মনের মানুষের!!___💔

যে মানুষটা আপনার সাথে সারাজীবন কাটাবে আপনি শুধু তার স্বামী না হয়ে, সেই মানুষটার মনের মানুষ হন।

যে আপনার জন্য সবকিছু ছেড়ে আপনার বুকে মাথা লুকাবে, আপনি সেই মানুষটার ভরসার জায়গা হন ,

সেই মানুষটার রোদে ছায়ার মতো, বৃষ্টিতে ছাতার মতো, মাথার উপর ছাদের মতো হওয়ার চেষ্টা করুন।

যে-ই মানুষটার কাছে থাকলে কখনো হারিয়ে যাবার ভয় থাকবেনা, যে-ই মানুষটা কখনো ছেড়ে যাবেনা, সেই মানুষটা সে আপনাকে ভাবুক। সেই মানুষটা শুধু আমাদের জীবনসঙ্গী না, আপনাকে প্রাণের সঙ্গীও মনে করুক এমন স্বামী হওয়ার চেষ্টা করুন।___💞

-এই পৃথিবীতে সবার একজন সৎ মনের মানুষ হোক!
সেই মানুষটার সাথে শুধু এই জীবন না, জান্নাতেও যেনো একসাথে থাকতে পারে....🤲

জুব্বা ওয়ালা রাইটার ✍️✍️✍️

17/05/2023

What should we do?

👍 1. Posting contents in ENGLISH.
❤️ 2. বাংলায় পোস্ট করা উচিত
😲 3. বাংলা এবং English, both.

18/04/2023

Alhamdulillah,
All praise to Him, who is the Almighty.
Allah the Almighty has blessed me with a person, partner to my life, has granted me with all my prayers, has gifted me the most precious gift of my life 💖💖💖
Alhamdulillah.

20/02/2023

The person without his/her spouse is ALONE even if (s)he is surrounded with all his/her relatives around him/her.

29/01/2023

Let's transform ourselves into such a person, getting whom our spouses will thank the Almighty thousand times.

28/11/2022

Friends call me UNROMANTIC.
They DON'T know how I'm struggling to control myself from all these HARAMs for you.

DO NOT DO THIS TO YOUR SPOUSE (Warning) 31/10/2022

Break the circle of Harshness in relations.

DO NOT DO THIS TO YOUR SPOUSE (Warning) Sheikh explains Islamic way of having with wife NEVER DO THIS IN BED WITH YOUR SPOUSE Follow TheIslamTv:✅ Subscribe: https://bit.ly/2VLQkgG

17/04/2022
06/03/2022

#মেয়েদের_জন্য_কিছু_উপদেশঃ

১। মেয়েরা শরীরের কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই "বিসমিল্লাহ" বলে নিবেন। নইলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জ্বীনরা আপনার সব দেখে ফেলবে।

২। আপনি যখন ওয়াশরুমে যাবেন, যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আপনার ও জ্বীনদের মধ্যে একটি পর্দা তৈরী করে দেবে। এতে করে খবিশ জ্বীন গুলো আপনাকে ইভটিজিং করতে পারবেনা।

৩। কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন। এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবেনা।

৪। বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পরে বের হবেন।যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতি তে আপনার ঘরটি পাহারা দিলেন ঘরে এসে তাদের আবারো সালাম দিন। এটা ভদ্রতা।

৫। বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন। ছোটদের আগে সালাম দিন। তারা উৎসাহিত হবে।

৬। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন। দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের, তারা ছোট থেকেই শিখবে। আপনি নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন। বসে খাবেন। এটা সুন্নাহ।

৭। ডান কাত হয়ে ঘুমাবেন। এটা সুন্নাহ ও স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে অবশ্যই ৩ কুল পড়ে ঘুমাবেন। এটা আপনাকে সারারাত বদ মানুষ ও জ্বীন থেকে হেফাজত করবে, ইন শা' আল্লাহ্।

৮। প্রতিরাতে অবশ্যই সুরা মুলক পড়ে ঘুমাবেন। এটা আপনার কবরের জীবনের সাথী, আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইন শা' আল্লাহ্।

৯। ঘুমের আগে প্রতিদিন বিছানা ঝাড়েন অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাচ্ছেন সওয়াব!
অনুরূপ ভাবে কাপড় পড়ার আগে অবশ্যই একটু ঝেড়ে নিবেন এটা সুন্নাহ এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলেও আপনার ক্ষতি করতে পারবেনা।

১০। খিলখিল করে হাসা বন্ধ করুন। মুচকি হাসবেন। এটাই সুন্নাহ!

১১। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসী পড়ে ঘুমাবেন এতে করে শয়তান আপনার নিকট আসতে পারবে না। ৩৩ বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং ৩৪ বার আল্লাহ আকবর পড়ে নিবেন।

১২। রাতে ওযু করে ঘুমাবেন এতে করে সারা রাত একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে।

১৩। ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিয়ে এবং আপনি নিজে আল্লাহর কাছে মাফ চেয়ে ঘুমাবেন।

১৪। রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করে ঘুমাবেন আপনি যদি ঘুমের কারনে নাও উঠতে পারেন তারপরও তাহজ্জুদ এর সওয়াব পেয়ে যাবেন।

১৫।মানুষকে বিপদে এবং গরিবদের যতটুকু পারেন সাহায্য করুন এতে করে আল্লাহর রহমতে আপনার বিপদে আল্লাহর সাহায্য পাবেন।

১৬। পরিশেষে মনের ভিতর কোনো লোভ,হিংসা, অহংকার রাখবেন না এগুলো নেক আমল ধ্বংস করে দেয়।

Original Post: https://facebook.com/100064025145954/posts/334349505375885/

21/02/2022

Ya Allah,
Gift me someone who already tends to follow your rules and make my life easier. Please don't attach someone with me whom I need to make understand, make my life easier to the way to Jannah ya Mabud.

Imam was late for Fajr ~ VERY FUNNY M***i Menk ~ Intimacy in Marriage! 16/02/2022

💝🥰🥰💕

Imam was late for Fajr ~ VERY FUNNY M***i Menk ~ Intimacy in Marriage! M***i Menk tells us about a wonderful dua, and the importance and benefit of sexual intimacy in a marriage - and how much of an act of worship it is..with a ...

08/11/2021

Mothers are the real life all-rounder in the world.
They are:
1. Nurse;
2. Teacher;
3. Chef;
4. Waiter;
5. Babysitter;
6. Friend;
7. Shelter;
8. Story teller;
9. Companion
And many more.
They are the real worthy to be respected and be guarded.

30/10/2021

Life after marriage is adventurous unless you had haram relation before marriage.

30/09/2021

Soulmate are like a part of one's body.
If one could separate his/her arms and keep it in a house and walk away, how would s/he feel!

28/09/2021

Apologise for non-Bengali...

আলেম হয়েও “বিয়ের” উদ্দেশ্যে একজন স্কুল পড়ুয়া মেয়ে দেখতে গিয়েছিলাম, কিছু নাস্তা খেয়ে মেয়েকে আনা হলে সালাম ও কালাম তথা কথাবার্তা শেষে প্রশ্ন ছুড়লাম–
আচ্ছা.. আপনার কেমন ছেলে চাই?
মেয়েটি উত্তর করলো যে, আমি “শুধু একজন প্রকৃত দ্বীনদার ছেলে চাই, যিনি আমাকে ইসলামের সঠিক পথে চলতে সাহায্য করবেন, এছাড়া অন্য কিছু চাওয়ার নেই।”
মনে মনে প্রশংসার ঢেকুর তুলে শুকরিয়া আদায় করে বললাম আপনার আকাঙ্ক্ষাটা একেবারে স্বচ্ছ।
কিন্তু প্রকৃত দ্বীনদার ছেলেকে সহ্য করার ক্ষমতা নিজের মধ্যে তৈরি করেছেন?
মেয়েটি আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলো, এটা আবার কেমন প্রশ্ন..!
আমি বললাম হুম এটাই প্রশ্ন, এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আপনি কি জানেন যে, যারা প্রকৃত দ্বীনদার হয়, তাদের সাথে পরীক্ষা স্বরূপ হাজারো দুঃখ-কষ্ট জড়িত থাকে?
আল্লাহ তাদের অনেক ভালোবাসেন দেখেই বেশি বেশি পরীক্ষা করে থাকেন।
আর প্রকৃত দ্বীনদার লোকেরাও পরীক্ষার সময় ধৈর্যের মতো তিক্ত স্বাদকে সন্তোষপ্রদ আহার্য হিসেবে আস্বাদন করে থাকেন।
তারপর কিছু প্রকৃত দ্বীনদার মানুষের ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা তাকে শুনালাম।

আপনি নিশ্চয়ই ইমামে আজম আবু হানীফা (রহ.) এর কথা শুনেছেন, যিনি প্রকৃত দ্বীনদার ছিলেন।
কিন্তু সঠিক পথে অটল থাকার কারণে তাকে পরিশেষে জেলে মৃত্যু বরণ করতে হয়েছে।

ইমাম মালেক (রহ.) তিনিও চার মাযহাবের এক মাযহাবের ইমাম।
যিনি নবীজি (সা.) কে এতো ভালোসতেন যে, নবীর সম্মানের কারণে নবীর মদীনা শহরে জুতা পায়ে পরে হাঁটতেন না।
তিনি মনে করতেন, এটা নবীর শহর এই শহরে নবী শুয়ে আছেন সুতরাং আমি মালেক কীভাবে এই শহরে জুতা পায়ে দিয়ে হাঁটি?
কিন্তু সেই ইমাম মালেক (রহ.) সত্যের পথে অটল থেকে মাসয়ালা দেয়ার কারণে দুশমনরা তাকে মদীনা শহরে জুতার মালা গলায় পড়িয়ে হাঁটিয়েছে।
এমনকি পরিশেষে তাকেও কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছে।
আরো অনেক ইতিহাস তুলে ধরা যাবে প্রকৃত দ্বীনদার মানুষের কষ্টের ইতিহাস।

আমার মুখনিঃসৃত কাহিনী শুনে মেয়েটির চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরছিলো।
সত্যিকারের গল্পদুটো মেয়েটিকে এতটাই আঘাত করলো যে, মেয়েটি কিছুটা শব্দ করেও কান্না শুরু করেছিলো।
তার নিষ্পাপ চোখের কান্না আমাকে ভীষণভাবে বিমোহিত করেছে।
কান্না শেষ করে বললো যে, আসলে আমি কখনও ওরকম করে ভাবিনি।
তবে হ্যাঁ ইন–শা–আল্লাহ ওভাবেই প্রস্তুতি নেব এবং নিজের মধ্যে দ্বীনদার মানুষকে গ্রহণ করার যোগ্যতা তৈরি করবো।
আমি বললাম জি অনেক অনেক শুকরিয়া।
আচ্ছা আপনি কোন পর্যন্ত পড়েছেন.?
উত্তর : অষ্টম শ্রেণি।
কুরআন শুদ্ধ করে পড়তে পারেন?
উত্তর : জি না...
তবে অনেক কষ্ট করে কারো কাছ থেকে ৪ টি সূরা মোটামুটি শুদ্ধ করতে পেরেছি।
শুদ্ধ করে কুরআন শেখার অনেক আগ্রহ ছিলো, কিন্তু আমার পরিবারে ওরকম পরিস্থিতি ছিলোনা তাই শেখা হয়নি।
অবশ্য আগ্রহটা এখনও তীব্রই রয়ে গেছে।
আমি বললাম মা–শা–আল্লাহ আপনার আগ্রহের কথা শুনে বেশ খুশি হয়েছি, যাক সমস্যা নেই।
আল্লাহ যদি কবুল করেন তাহলে আমি নিজেই আপনাকে কুরআন শিখাতে পারবো।
তাছাড়া আমার অনেক ইচ্ছে যে, আমি যাকে বিয়ে করবো তাকে আমি নিজেই কুরআন হাদীস এবং দ্বীনের প্রয়োজনীয় সব কিছু শিক্ষা দিবো।
এতে আল্লাহর কাছে অনেক প্রতিদান পাবো এবং স্ত্রীর অকৃত্রিম ভালোবাসাতো পাবোই....।

আচ্ছা আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি?
মেয়ে... জি হ্যাঁ অবশ্যই।
আমি আপনাকে মোহর সম্পর্কে জিজ্ঞেস করতে চাচ্ছি!
মেয়ে বললো— জি মোহর কী?
ওহ দুঃখিত.... আসলে মোহর (مهر) হলো আরবি শব্দ, এর অর্থ হলো বিবাহের সময় কনের দাবিকৃত অর্থ বা সম্পদ যা বরের পক্ষ থেকে কনেকে প্রদান করতে হয় ।

মেয়ে বললো যে, জ্বি এ-সম্পর্কে আমার বাবার সাথে কথা বললে ভালো হয়, এ সম্পর্কে আমার পরিবার যে সিদ্ধান্ত নিবে আমি মেনে নিবো।
আমি বললাম শোনেন!! মোহর জিনিসটা পুরোটাই আপনার হক, আল্লাহ আপনার জন্যই নির্ধারণ করেছেন।
যেটার প্রাপ্য অধিকার শুধু আপনারই।
আপনি যদি চান যে, আপনি নিজেকে পাঁচ লাখ কিংবা দশ লাখ টাকা মোহরের বিনিময়ে বিয়ে দিবেন তাহলে যে আপনাকে বিয়ে করতে চাইবে তার এই টাকা পরিশোধ করার চুক্তি করতে হবে এবং পরিশোধও করে ফেলতে হবে।
আবার যদি আপনি চান যে, ইসলামের সর্বনিম্ন নির্ধারিত মোহর ধার্য করবেন তাও হবে।
কিংবা আপনি মোহর ধার্য করে পুরোটা মাফও করে দিতে পারেন এটা সম্পূর্ণই আপনার ব্যাপার।
তাছাড়া মোহর জিনিসটা ছেলে মেয়ে দুজনে মিলে নির্ধারণ করলেই ভালো হয়।
আমিও তাই ভাবছি!!
আপনি নিজে আপনার মোহর নির্ধারণ করুন!
যদি আমার সামর্থ্য থাকে তাহলে আপনাকে বিয়ে করার জন্য হ্যাঁ বলবো।
আর যদি সামর্থ্য না থাকে তাহলেতো ফিরেই যেতে হবে।
তাছাড়া আমি কখনও এরকমটি চাইবোনা যে, আমি কোথা হতে ঋণ করে আপনার মোহর পূর্ণ করবো।
বরং আমার যা সাধ্য আছে তা যদি আপনার ধার্যকৃত মোহরকে পুরা করতে পারে তাহলেই হ্যাঁ বলবো এবং বিয়ের পরেই মোহর পূর্ণ করে ফেলবো, ইন–শা–আল্লাহ।
তাকে ভাবনার জগতে হারিয়ে যেতে দেখে বললাম যে, আচ্ছা ঠিক আছে আপনি বরং ভাবেন, এবং আমাকে বলুন..!

আর হ্যাঁ আপনি যদি চান তাহলে কিছুদিন সময় নিয়ে ভেবে আপনার সিদ্ধান্তটি আমাকে জানাতে পারেন।
পরে আমি আমার সামর্থ্যের সাথে মিলিয়ে আপনাকে হ্যাঁ অথবা না বলবো।
মেয়েটি বললো যে, আমার ভাবা লাগবেনা আপনি বরং বলুন যে ইসলামে সর্বনিম্ন মোহর কত?
তার ওরকম বাঞ্ছা দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম।
পরিশেষে তাকে ইসলামের সর্বনিম্ন মোহরের কথা জানালাম। (৩ হাজার থেকে ৪ হাজার টাকা।)

সে হুট করে বলেই দিলো যে, ঠিক আছে তাহলে আমার মোহর তাহলে ৪ হাজারই।
তার মুখে অমন অনাকাঙ্ক্ষিত কথা শুনে, আমি কিছুক্ষণের জন্য নিশ্চুপ, নিথর, নির্বাক হয়ে রইলাম।
তাকে শত বুঝানোর পরেও ৪ হাজারের উপরে রাজি করাতে পারলাম না।
পরিশেষে সে আমাকে একথাই জানালো যে, আপনি যেহেতু বলেছেন এটা আমার ইচ্ছে তাহলে এখন আবার বাড়ানোর জন্য পিড়াপিড়ি করছেন কেন?
আমি স্বতঃস্ফূর্ত ভাবেই বলেছি।

তার মুখনিঃসৃত কথাগুলো আমাকে মুগ্ধতার সাগরে ভাসিয়ে অনেকদূর পর্যন্ত নিয়ে গেলো।
অবশেষে আমি হৃদয়ের অতল গহ্বর থেকে শুকরিয়া আদায়ে আলহামদুলিল্লাহ বললাম।

–সংগৃহীত (লেখাটি বাস্তবতার নিরিখেই লেখা)

31/08/2021

Ya Allah,
Keep my soulmate safe until we meet and make me strong, intelligent and courage enough so that we can be safe together with your bless 💖💖

16/08/2021

It’s sunnah to -
Recite Quran laying on lap of wife for a husband.

09/08/2021

I pray to Him to get you, do you?
I hope you do... 😬😬

30/04/2021

Have it a lot you can't imagine. All remains unclaimed.

13/01/2021

Lots of Jannati women all around. Still don't know which one among them is fixed for me 🙄🥰🥰

03/12/2020

How far are you from me 😶
I wish I could know 😇

26/05/2020

I will ask Allah for you twice.
Once in this world and once in Jannah.💐

19/05/2020

I love you not only to live on earth together but also to enter in Heaven together
💕💖💖💗💗💗

18/05/2020

Dear soulmate,
Do you know I love someone else more than you?

18/05/2020

We are getting Launched.....

Website