MD mahbubur Rahman

MD mahbubur Rahman

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD mahbubur Rahman, Writer, .

05/12/2022

কথায় কথায় আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, বলা মানুষ গুলোর উপর আল্লাহর রহমত থাকে,
আলহামদুলিল্লাহ

08/11/2022

প্রশ্ন হল, কেন ট্রেন আসার ঠিক পূর্ব মুহূর্তে গাড়ি যখন রেল লাইনে উঠে, তখনই চাকা অচল হয়ে থুবড়ে দাঁড়িয়ে যায়। অথচ দূরত্ব মাত্র তিন হাত জায়গা। এখানে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রয়োজন আছে!

বিজ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন পদার্থ বিজ্ঞানের অধ্যাপক বলরাম ভৌমিক। তিনি বললেন, যখন ট্রেন লেভেল ক্রসিং এর প্রায় কাছাকাছি চলে আসে অর্থাৎ সীমার মধ্যে এসে যায়, তখন লাইনের মধ্যে চাকার ঘর্ষণের ফলে ইলেকট্রো ম্যাগনেটিক পাওয়ার বা তড়িৎ চুম্বকীয় শক্তির কারণে পুরো রেল লাইন আবিষ্ট হয়ে যায়। যার ফলে সে সময়ে লাইনে অন্য কোন গাড়ি উঠলে সাথে সাথে তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ কারণে কম সময়ে গাড়িটি রেল লাইন থেকে সরে যেতে পারে না। অথচ যখন রেল গাড়ি নির্দিষ্ট রেঞ্জের বাইরে থাকে তখন লেভেল ক্রসিং পার হওয়াতে কোন সমস্যাই নেই। এজন্য অনেকের মুখে আমরা প্রায় শুনে থাকি, রেল লাইনে কেন মোটর গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়?

একবার ভাবুনতো দুটো রেল লাইনের মধ্যে বিস্তারটা কত! আড়াই বা তিন হাতের বেশি নয়। এই তিন হাত অনেক পুরুষ লাফিয়ে পার হতে পারে। কিন্তু ট্রেন খুবই কাছাকাছি চলে এলে, তখন লাফিয়ে পার হবার চেষ্টা করা মানেই মৃত্যু নিশ্চিত! তখন তড়িৎ চুম্বকীয় শক্তির কারণে মানুষ লাফানোর শক্তি হারিয়ে ফেলবে বলেই মৃত্যু নিশ্চিত। এ চুম্বকীয় শক্তির কারণে মানুষকে টেনে রাখবে বলে সমস্ত শরীর অধিক ভার (ওজন) হয়ে যাবে।

এই কারণেই লেভেল ক্রসিং এ গেইট বন্ধ করে ট্রেন আসার প্রায় ১০ মিনিট আগে, যাতেে ম্যাগনেটিভ ফিল্ড সৃষ্টি হতে না পারে। কিন্তু আমাদের সাধারণ জনগন প্রায় বলতে শুনেছি, "ট্রেন আসার আগেই গেইট ফেলে সে চুপচাপ বসে আরাম করে। মানুষকে কষ্ট দেয়।

[সংগৃহীত]

07/11/2022

“রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়।” ---_ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)---

05/11/2022

🟢 তোমাদের ভাইয়ের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো...........

উসমান ইবনু আফফান (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মৃতের দাফন শেষ করে সেখানে দাঁড়িয়ে বলতেনঃ তোমাদের ভাইয়ের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং সে যেন প্রতিষ্ঠিত থাকে সেজন্য দু’আ করো। কেননা তাকে এখনই জিজ্ঞাসাবাদ করা হবে।

عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا فَرَغَ مِنْ دَفْنِ الْمَيِّتِ وَقَفَ عَلَيْهِ فَقَالَ ‏ "‏ اسْتَغْفِرُوا لأَخِيكُمْ وَسَلُوا لَهُ التَّثْبِيتَ فَإِنَّهُ الآنَ يُسْأَلُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ بَحِيرُ بْنُ رَيْسَانَ

সুনানে আবু দাউদ, হাদিস নং ৩২২১

05/11/2022

❝জ্ঞানী হও, তবে অহংকারী হয়ো না।
ইবাদত করো, তবে লোক দেখানোর উদ্দ্যেশ্যে করো না।❞

(ইমাম ইবনে তাইমিয়া --- রহঃ ---)

01/11/2022

[ মুমিনরা কখনো বাঁচার জন্য
মিথ্যার আশ্রয় নেয় না ]

31/10/2022

শ্রীঘই তোমার রব এত বেশি দিবেন যে,
তুমি খুশি হয়ে যাবে🌹🌹
সূরা দুহাঃ৫

31/10/2022

রাসূলুল্লাহ (ﷺ) বলেন, “যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়। অর্থাৎ, স্বয়ং আল্লাহ তায়ালা ঐ ব্যক্তির দায়িত্ব নেন।
(সহিহ মুসলিম,তিরমিজি–২১৮৪)

31/10/2022

জান্নাতের দরজা প্রথম খুলবেন... আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,।

----সহীহ বুখারীঃ- ৩১৯৯ ---

31/10/2022

মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথাই🗣️💝

28/10/2022

আল্লাহ একমাত্র ন্যায় বিচারক

27/10/2022

মানুষ বলে, যার গাড়ি-বাড়ি আছে সেই সফল!
কুরআন বলে, "যে নিজেকে শুধরে নিয়েছে সেই সফল"
(সূরা আশ-শামস : ৯১-০৯)

27/10/2022

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ
তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বউওম যে কুরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়

(---রিয়াদুস স্বলিহীন---:১০০০)

23/10/2022

আমিন

23/10/2022

আল্লাহ

22/10/2022

আলহামদুলিল্লাহ

20/10/2022

Website