SSC 2014 & HSC 2016 Manikganj

SSC 2014 & HSC 2016 Manikganj

SSC 2014 & HSC 2016 Manikganj

05/09/2023

আসসালামু আলাইকুম
বন্ধুত্বের মানে ১৪/১৬ জানে🌸

আশা করছি সবাই ভালো আছো....

১৪/১৬ ব্যাচ মানিকগঞ্জ জেলার সকল বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি।

আগামী ১০/১১/২৩ ইং রোজ শুক্রবার মানিকগঞ্জ জেলার ১৪/১৬ বন্ধুদের এক বিশাল গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। উক্ত গেট টুগেদারে সকলের উপস্থিতি কামনা করছি।

স্থান : মানিকগঞ্জ জেলা অডিটোরিয়াম।

এখানে আমাদের জন্য যা যা থাকবে:-
১।সকালে বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন।
২।সবার জন্য টি-শার্ট।
৩। পরিচয় পর্ব এবং ফটোসেশান।
৪।ছেলেদের জন্য একটা আকর্ষণীয় খেলা।
৫। মেয়েদের জন্য একটা আকর্ষণীয় খেলা।
৬। নামাজের জন্য বিরতি।
৭। দুপুরের খাবার (চিকেন বিরিয়ানি)।
৮।বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান।
৯। সবার জন্য অটোমেটিক র‍্যাফেল ড্র লটারি।
১০। সবশেষে ১০ জন বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ।

***রেজিষ্ট্রেশন ফি - ৮০০৳
***রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ২০ অক্টোবর, ২০২৩।
***রেজিষ্ট্রেশন সিরিয়াল নাম্বার হলো লটারি নাম্বার।
*** অনুষ্ঠান শুরু হবে সকাল ৯ ঘটিকায়।
*** অনুষ্ঠানে শুধুমাত্র ১৪/১৬ ব্যাচের বন্ধুরা অংশগ্রহণ করতে পারবে।

বিঃদ্র: আমাদের গেট টুগেদার টি-শার্ট ছাড়া প্রবেশ নিষেধ।

রেজিষ্ট্রেশন করতে যোগাযোগ করো-

মো:আনোয়ার হোসেন(কেশিয়ার)
বিকাশ / নগদ - ০১৬০২২৯৫৪৩৮

অটুট থাকুক বন্ধুত্বের বন্ধন💙

26/08/2023

Friends forever🥰

04/06/2023

আসসালামু আলাইকুম

১৪/১৬ ব্যাচের সকল বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি।

আগামী ০১/০৭/ ২৩ইং ( শনিবার ) একটি গেট টুগেদার আয়োজন করতে যাচ্ছি।
স্থান : মানিকগঞ্জ (জায়গা পরে জানানো হবে)

এখানে আমাদের জন্য যা যা থাকবে তা হলো -
১/ সকাল ১০টায় বন্ধুদের নিয়ে ফিতা কাটা / কেক কাটা।
২/ সবার জন্য টি-শার্ট।
৩/ লটারি- ৫০৳ (বাধ্যতা মূলক ১টি)
৪/ আকর্ষণীয় খেলা।
৫/ দুপুরের খাবার ( আইটেম জানিয়ে দেওয়া হবে )।
৬/ সাংস্কৃতিক অনুষ্ঠান ( বন্ধুদের মধ্যে থেকে)।
৭/ লটারি থেকে বিজয়ী ১০ জন পাবে পুষ্কার।
৮/ সাউণ্ড সিষ্টেমের ব্যবস্থা থাকবে।

*** গেট টুগেদার রেজিষ্ট্রেশন ফ্রী পরে জানিয়ে দেওয়া হবে।

গেট টুগেদার সহযোগিতায় -

১/আশরাফুল মিলন( হরিরামপুর)
২/ অনিক (শিবালয়)
৩/ জুবায়ের ( দৌলতপুর)
৪/ আনোয়ার(হরিরামপুর)
৫/ তন্বী ( ঘিওর)
৬/ শারমিন(সাটুরিয়া)
৭/ফয়সাল(হরিরামপুর)
৮/ নিশি (মানিকগঞ্জ সদর)
৯/ সিংগাইর প্রতিনিধি যুক্ত করা হবে।

Website