Niyat

Niyat

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Niyat, Religious organisation, .

04/03/2024

ফিরাউনের মৃত্যুর বর্ণনা দিতে যেয়ে জিবরাইল (আঃ) বলেন,

"পানিতে তলিয়ে যাওয়ার পর,আমি ফিরাউনের মুখে লাথি দিয়ে কাদা-মাটি ঢুকিয়ে দিতে থাকলাম। কেননা, আমি আশঙ্কা করছিলাম সে হয়তো শেষ মুহুর্তে এসে "লা ইলাহা ইল্লাল্লাহ'' পড়ে বসবে আর আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন।"

এই হাদিস থেকে আল্লাহর সাথে জিবরাইল (আঃ) সম্পর্কের একটা চমৎকার দিক উপলব্ধি করা যায়।

জিবরাইল (আঃ) আল্লাহ তা'আলার সবথেকে নিকটবর্তী ফেরেশতা হওয়ায় আল্লাহর ক্ষমাশীলতা সম্পর্কে তিনি খুব ভালো করে জানেন।

তিনি এ ও জানেন, ফিরাউনের ঔদ্ধত্য যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া ও ক্ষমাশীলতা তার থেকেও অনেক বড়ো।
'আলহামদুলিল্লাহ'

( সুনান আত তিরমিজী: ৩১০৭)

02/03/2024

আকস্মিক মৃত্যু থেকে বাঁচতে মহানবী (সা.) একটি বিশেষ দোয়া পড়তেন। দোয়াটি হলো -

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا উচ্চারন: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাদমি ওয়া আউজুবিকা মিনাত তারাদ্দি, ওয়া আউজুবিকা মিনাল গারাকি ওয়াল হারকি ওয়াল হারাকি ওয়াল হারামি ওয়া আউজুবিকা আঁইয়াতাখব্বাতানিশ শাইতনু ইংদাল মাওতি ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান ওয়া আউজুবিকা আন আমুতা লাদি-গান।

অর্থ: হে আল্লাহ, আপনার কাছে চাপা পড়ে মারা যাওয়া থেকে আশ্রয় চাই, গহ্বরে পড়ে মারা যাওয়া থেকে আশ্রয় চাই, আপনার কাছে পানিতে ডুবে ও আগুনে পুড়ে মৃত্যুবরণ থেকে এবং অতিবার্ধক্য থেকে আশ্রয় চাই। আপনার কাছে মৃত্যুকালে শয়তানের প্রভাব থেকে আশ্রয় চাই, আপনার পথে যুদ্ধ থেকে পলায়নপর অবস্থায় মারা যাওয়া থেকে আশ্রয় চাই এবং আপনার কাছে বিষাক্ত প্রাণীর দংশনে মারা যাওয়া থেকে আশ্রয় চাই।
(আবু দাউদ: ১৫৫২; নাসায়ি: ৫৫৪৬; হাকিম: ১ / ৫৩১)

12/09/2023

আল্লাহ্ আপনাকে ভেঙে যেতে দিবেন না,
আর তিনি আপনার জন্য এমন জায়গা থেকে সাহায্য পাঠাবেন যা আপনি কল্পনা ও করতে পারবেন না!!

08/09/2023

মাঝে মাঝে আল্লাহ তা'আলা আমাদের একা করে দেন, পুরোপুরি একা। ঠিক সেই মুহুর্তে আমরা বুঝি এই দুনিয়ায় আমরা যাদের আষ্টেপৃষ্টে বাঁচতে চেয়েছি, যাদের আপন ভেবেছি, নিজের থেকেও যাদের বেশি ভরসা করেছি তারা কেউই পুরোপুরি আমাদের নয়। কেউ না।

ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জন্য গভীর সমুদ্রে মাছের পেটে যেমন কেউ ছিল না, বিবি হাজেরার জন্য জনশূন্য মরুভূমিতে যখন কেউ ছিল না, নদীতে ভাসিয়ে দেওয়া শিশু মুসা আলাইহি ওয়াসাল্লামের পাশেও কেউ ছিল না।

সর্বদা মনে রাখবেন, বান্দার কঠিন সময়গুলোতে শুধু আমাদের রব ছিলেন, তিনি আছেন এবং শেষ পর্যন্ত শুধু তিনিই থাকবেন।

06/09/2023

মনের কথা অন্যকে যত কম বলবেন ততই আপনার জন্য ভালো। মন বদলায়,কিন্তু পরিস্থিতি ও মানুষ আপনার বিপক্ষে যেতে এক মিনিটও লাগবেনা.

05/09/2023

অসম্ভব ভেবে কোন দোয়া করা বন্ধ করবেন না! আপনার কাছে অসম্ভব মনে হতে পারে! কিন্তু স্মরণে রাখবেন আপনার রবের কাছে কোনো কিছু অসম্ভব নয়।

31/08/2023

"ততোটাই পাথর হতে চাই, যতোটা পাথর হলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নিজের দূর্বলতা প্রকাশ পাবে না"😊

30/08/2023

একদিন ঠিকই আফসোস করব!
১: ঘুমের চেয়ে নামাজ উত্তম জেনেও আমি ফজরে ঘুমিয়ে ছিলাম।
২: কুরআন তিলাওয়াতে অন্তরে প্রশান্তি আসে, তারপরও আমি কুরআন ত্যাগ করেছি।
৩. আল্লাহর যিকির আমার সারাদিনের কাজেকর্মে বরকত আনে জেনেও, অলসতা করে যিকির ছেড়েছি।
৪. ইস্তেগফারে আমার রিযিক বৃদ্ধি করে জেনেও, গাফেল থেকেছি।
৫. তাহাজ্জুদ আমার জন্য শান্তি, শৃঙ্খলা, সুস্থিরতাসহ আরো অসংখ্য উপকারিতা নিয়ে আসে জেনেও, এমন মহার্ঘ তাহাজ্জুদও আমি হেলাভরে ছেড়ে দিয়ে ঘুমিয়েছি।
৬. তাওবার দরজা সদা-সর্বদা উন্মুক্ত, আমি আজ করছি, কাল করছি করে শুধু পিছিয়েছি।
৭. গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ ত্যাগ করলে, আল্লাহ আমার বিপদ দুর করে দিতেন। আমার দুশ্চিন্তা লাঘব করতেন। এটা জেনেও আমি গুনাহে অনঢ় থেকেছি। গুনাহে লিপ্ত থেকেছি।
৮. যে কোনো ভালো কাজ করলেই আমি জান্নাতের আরেকটু কাছে চলে যেতাম। জাহান্নাম থেকে দূরে সরে আসতাম। এটা জেনেও আমি উদাসীন থেকেছি।
একদিন ঠিকই আফসোস করবো।
ইয়া আল্লাহ সুমতি দান করুন।
আমীন।

28/08/2023

এক বৃদ্ধা মহিলাকে দেখলাম আজানের কিছুক্ষণ আগেই ওজু করছেন। জিজ্ঞেস করলাম, আজান দিয়েছে? বৃদ্ধা বললেন,

- আমাকে ডাকার আগেই রবের কাছে হাজির হয়ে যাচ্ছি।

বৃদ্ধার কথা শুনে বুঝতে পারলাম, আমি এখনো ভাল বান্দা হয়ে উঠতে পারিনি।

- আল্লামা ইবনুল জাওযী (রহ.)

27/08/2023

আজকাল বাবা-মায়ের মুখটা দেখলে, বুকের ভেতরটা কেমন যেনো হাহাকার করে উঠে।

বাবা মানুষটা দিনদিন কেমন যেনো হয়ে যাচ্ছে,একদম চুপচাপ, শান্তশিষ্ট, সন্ধ্যা হলেই বিছানায় লুটিয়ে পড়ে ঘুমানোর জন্য। তার পরিশ্রমী, শক্ত, পাকাপোক্ত শরীরটা, কেমন যেনো ঝিমিয়ে যাচ্ছে দিনদিন।

একসময় যে মা ঘুম থেকে উঠেই মুহুর্তের মধ্যে ঘরের সব কাজ সেড়ে ফেলতো। সে মা টা আজ অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে। মায়ের মুখটা দেখলে আমার আজকাল ভীষন অসহায় অসহায় লাগে!

আমার মাঝেমাঝে ইচ্ছে করে,বাবা- মায়ের বয়সটা খানিকটা কমিয়ে দেই। কিন্তু আফসোস; আমার সেই সাধ্য নেই।

26/08/2023

সমস্যা আর দুঃখের কথা যখন মন খুলে আল্লাহকেই বলা যায়, তখন সেসব কে শুনলো আর কে শুনতেই চাইলো না
তাতে কি ই বা আসে যায়??
- আরিফ আজাদ

25/08/2023

দৌড় শুরু করার পরও ইউসুফ (আ.) জানতেন না দরজা খুলে যাবে। মুসা (আ.) জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে। কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন, তাই হয়েছিল।
Keep faith on Allah SWT.✨

Website